এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুজোআচ্চা আচারবিচার কি তরতরিয়ে বাড়ছে?

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ সেপ্টেম্বর ২০১৫ | ৪৯১৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 192.66.112.243 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:১০684210
  • শুধু ফান্দিঙ্গ না। কে কোথাকার সভাপতি উপ মেজ সেজ সহ সভাপতি সব খবর নিয়ে তারপর ভাল লেগেছে কিনা বলা যাবে। নইলে ধিক্কার ছিছিক্কার।
  • j | 151.197.16.185 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:১০684209
  • চাপিয়ে দেওয়া তো হয় নি ! জানতে চাওয়া হল, অবশ্য ইন্টার্প্রিটেশন করতে কে আটকাবে
  • sm | 233.223.159.253 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:১১684211
  • পিটি , আপনি বহুবার লিখলেন পুজোর বাজেট ২৫ কোটি টাকা। তা, দেশপ্রিয় বা অন্যকোনো পার্কের বাজেট ২৫ কোটি টাকা; এর কোনো লিংক বা তথ্য সুত্র দিতে পারেন ?
    আর লাস্ট কয়েক বছর তো বড় পুজো গুলোর বাজেট কমেছে ।
    বামেরা যদি শিল্পপতিদের করা মন্দির বন্ধ করতে পারত, তো বুঝতাম। তারা নিশ্চয় দেশের দশের উপকার করে মন্দির করতে আসেন না ।
  • j | 151.197.16.185 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:১৩684213
  • হ্যাঁ হ্যাঁ এই তালেগোলে ভাসান -টাসান , পাবলিকের তোলায় (মতান্তরে চাঁদা) ঝিন্কু চিকু , এক্ডালিয়ার রাস্তা আটকানো সম্রাট শাহ্জাহানের দয়ায় উৎসবমুখর ও জাষ্টিফায়েড হয়ে গেল ;-)
  • PT | 213.110.246.23 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:১৩684212
  • শিল্পী ও তার শিল্প চুরির টাকায় হলেও, শিল্পীর কোনই দায় নেই। যেমন কিনা শিল্পী ফ্যাসিস্টের টাকায় শিল্প করলেও তার কোন দায় নেই!! নোগুচিকে লেখা রবীন্দ্রনাথের চিঠিগুলো পড়ে দেখতে পারেন।

    ঠিক এরকমটা নয় কিন্তু কিছুটা কাছ্কাছি ইস্যু নিয়ে একজন চিটি লিখেছেন আজকের আবাপ-তেঃ

    "ব্রাত্য বসু ও কৌশিক সেনের নাটক সম্পর্কে লেখায় শিলাদিত্য সেন (‘ভাল থাকতে...’, ৬-১০) একটু আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্র চায় আনুগত্য, নচেৎ তুমি রাষ্ট্রবিরোধী— উপরোক্ত দু’জনের বর্তমান নাট্য প্রযোজনায় এই বক্তব্যই ঘোরাফেরা করছে। কিন্তু যদি ওঁদের দু’জনের নাট্যদলকে এক একটি রাষ্ট্র হিসাবে ধরা হয় তা হলে দেখা যাবে, ওঁরা স্ব স্ব রাষ্ট্রের প্রধান এবং সেখানে তাঁদের চাওয়া-পাওয়াটা একই, অর্থাৎ সকল সদস্য ও সদস্যা ওঁদের প্রতি বা ওঁদের কাজের প্রতি সমর্থন জানাবে বা জানাতে বাধ্য থাকবে, নচেৎ তুমি রাষ্ট্রবিরোধী বা দলবিরোধী।

    ক্ষমতার দাপট সর্বত্র বিরাজমান। সেই ক্ষমতার বলে বর্তমান সময়ে ব্রাত্য ও কৌশিক নিজ নিজ গণ্ডির মধ্যে বলীয়ান। তাঁরা গ্রিক পুরাণ বা এ দেশের পরাধীনতার ইতিহাসে ফিরে গেছেন। এটা কি তাঁদের দুর্বলতা বা অক্ষমতা নয়? সমকাল তো মোটেই শূন্য নয়। সে ঘটনাবহুল এবং রোমাঞ্চকর ও অর্থবহ। সে সত্য তুলে ধরার সাহস বা ইচ্ছা হয়তো এঁদের নেই অথবা নাট্য জগতের সুবিধাভোগী শ্রেণি হিসেবে হয়তো এঁদের হাত-পা বাঁধা।

    তাই আমাদের মতো দর্শকশ্রেণি এ সব দেখে প্রতিবেদকের ভাষায় বলি, ‘চুপ করে থাকাটাই এখন আমাদের অভ্যেস।’

    মৈনাক চক্রবর্তী। চুঁচুড়া, হুগলি"
  • | 213.132.214.85 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:১৫684214
  • বিশেষতঃ তারা( সভাপতি,সহ সভাপতি ইত্যাদি ইত্যাদি) অ-বাম হলে! চাপ!! প্রচুর চাপ!!
  • | 213.132.214.85 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:১৮684215
  • হমমম। জোর জুলুম করে চাঁদা তোলা ( পড়ুন পাবলিকের তোলায়) আমরা অবশ্য আগে দেখিনি।

    আর দেখলেও সে কথা বলা যাবে না, তা হলে পিটি দা বললেন সেই সময় হয়েছে বলে কি এই সময় হওয়া টা জাস্টিফায়েড হয়ে গেল!! ঃ))))))
  • Blank | 213.99.211.18 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:২০684216
  • এ বছর একটু কমেছে বাজেট - সারদার কাটমানি গুলো ঢোকেনি যে।
  • sm | 233.223.159.253 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:২১684219
  • এটা কিন্তু ব একঘর দিয়েছে! প্রথমে কালার তারপর জাস্টিফিকেশন। ক্ষমতা তো এমন ভাষাতেই কথা বলে।কেউ রাস্তা বন্ধ করে সাম্রাজ্য বাদের বিরুদ্ধে অফিস টাইমে মিছিল করলে দোষের নয় কিন্তু রাতের বেলায় ভাসানে আপত্তি।
    গত কয়েক বছর তো ভাসানে এত অসুবিধে কথা শুনি নি।
  • Ekak | 83.225.150.191 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:২১684217
  • যে
    না, আমি পিটি দার ইন্তেন্ট নিয়ে বলছিলুম । উনি এখনো কোনো কারণ দেখাতে পারেন নি ক্যানো ওই মূর্তি সরিয়ে দেওয়া হবে ।
  • Arpan | 74.233.173.58 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:২৭684220
  • একটা ৮৮ ফুটের আখাম্বা গোলপোস্ট বানাতে পারলে হত। লোকে ভিড় করে দেকতে আসত!
  • Blank | 213.132.214.84 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:২৯684221
  • তা তিনোমুলের তো এইটা প্রথম পুজো। তাই খুঁত ধরা সিপিয়েম রা খিস্তি মার্চে।
  • j | 151.197.16.185 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:৩৪684223
  • :-)))
  • ঊমেশ | 118.171.128.168 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:৩৪684222
  • রবি-ঠাকুর, বিবেকানন্দ, সুভাষ বোস, দুর্গা পুজা আর সরস্বতী পুজো, এই কটা জিনিস নিয়ে প্রায় পুরো বাঙালী সমাজ সমালোচনা সহ্য করে না। সেটা বাম-অবাম-তৃন-অতৃন যে রঙের বাঙালী হোক না কেন।
  • Ekak | 83.225.150.191 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:৩৮684225
  • সে যাই বলো আমি মনে প্রানে চাই এই বা এইধরনের আরও আখাম্বা মূর্তি বাংলার বিভিন্ন জায়গায় খাড়া হোক । কিম্ভুত জটিল পেইন্টিং - অজানা উড়ন্ত সাম্রাজ্যবাদী শত্রু - বিটকেল পোমো থীয়রিবাজি এই সবই তো চলেছে বাংলার বুকে এদ্দিন । একদল গম্ভীর মুখে দাড়ি নেড়েছে আরেকদল কিছুই বুঝতে না পেরে নিজেকে অশিক্ষিত ঠাউরে দুরে সরে গ্যাছে । এই সরকার সেইসব অশিক্ষিতের সরকার । কালের নিয়মেই এসেছে কালের নিয়মে যাবে । মাঝখানে যেকদিন সমস্কিতিবান দের ঝাঁট জ্বালিয়ে যেতে পারে সেটুকুই প্রাপ্তি :)) আরও হোক !!
  • pi | 192.66.112.243 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:৩৮684224
  • আর কিছু কিছু বাঙ্গালি সিলেক্টিভ সমালোচনা করে কিন্তু তাকে মোটেও জাস্টিফাই করতে পারেনাঃ)
  • Arpan | 74.233.173.63 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:৪০684226
  • একদম।
  • | 213.132.214.84 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:৪৩684227
  • খ্যাক খ্যাক। একক মাঝে মাঝে যা দেয় না!!.. টোটাল টোটাল!! ঃ)))
  • d | 144.159.168.72 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:৫০684228
  • এই প্রথম বোধহয় এককের সাথে প্রায় গোটাটাই একমত হয়ে গেলাম। 'প্রায়' বলছি কারণ একক বলেই আরেকবার পুরোটা না দেখে একেবারে পুরোপুরি সমর্থন করা ঠিক হবে না।
  • Blank | 213.99.211.18 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:৫১684231
  • এই ঠাকুর যাদের পছন্দ হয়েচে তাদেরকে যে একক দা 'অশিক্ষিত' বলে গাল পাড়লো, সেটা বতীন্দা বুঝলোনা ঃ(
  • | 213.132.214.84 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:৫৮684232
  • সে তো সিপি এম ছাড়া সবাই "বোকা" আর "বুদ্ধিজীবি" হবার যোগ্য নয় বুনান, কী আর করবো!!
  • Blank | 213.132.214.85 | ২৮ অক্টোবর ২০১৫ ১৫:০৬684233
  • এই তালেগোলে শুভাদার কথা বলে গেলে হবে !!
  • sm | 233.223.159.253 | ২৮ অক্টোবর ২০১৫ ১৫:০৭684234
  • তবে লাস্ট বছর দশেক ধরে অনেক অনেক বেড়েছে। আর তিনো আমলে যেটা বেড়েছে সেটা হলো লাগাম ছারা পুজোর বাজেট, ক্লাবের দাদাগিরি।
    ---
    এ বছর একটু কমেছে বাজেট - সারদার কাটমানি গুলো ঢোকেনি যে।
    ----
    দুটো দুরকম লাগছে যে। একটু ভেবে চিন্তে লিখলেই হয়।
    ক্লাবের দাদাগিরি আগেও ছিল এখনো আছে। আর চিট ফান্ড মানি; সেটা কি ২০১১ আগে ছিলনা ?
  • Blank | 213.132.214.84 | ২৮ অক্টোবর ২০১৫ ১৫:১১684235
  • ২০১১ র আগে সারদার টাকা ক্লাবে আর যাবে কি করে !!
    এ বছর কুরুচি (এবং অমনি কয়েকটা) একটু কম পেয়েচে।
    তবে এই কম হলো গত ৩ বছরের সাথে তুলনায়।
  • PT | 213.110.246.23 | ২৮ অক্টোবর ২০১৫ ১৫:১৮684236
  • ধর্মাচরণ ও দেখন্দারিঃ কেউ কেউ অন্যরকম ভেবেছে!!

    Can evil possess a beautiful statue? Can darkness walk into the empty form of an idol? And what if that form is of the goddess, an 88-feet-high Durga idol?
    .......................................
    They saw a pale form of Durga which towered 88 feet tall. She was surrounded by Lakshmi, Saraswati, Karthik and Ganesh, and her trident dove straight down into the head of the demon at her feet. The artists and craftsmen had said that the face of the goddess Durga alone was 12 feet high. But strangely, there was no sign of worship of this goddess. She was made of cement and fiber glass, breaking the ancient tradition of clay and ritual moulding. She was not being worshipped or revered. She was held up, merely as a gimmick, brought alive from the advertisement board, to the grounds on which this huge contraption stood. And yet - common refrain of the people called her "Ma", and looked upon her as the goddess to be prayed to. She was actually merely a façade of the pandal, created for all to gape at. Under her form, stood a much smaller idol, which was moulded of clay and in the tradition of the scriptures. This is the form which was being worshipped.
    .......................................................................
    http://www.dailyo.in/lifestyle/durga-puja-deshapriya-park-kolkata-stampede-vijaya-dashami/story/1/6875.html
  • sm | 233.223.159.253 | ২৮ অক্টোবর ২০১৫ ১৫:২২684237
  • এখন স্মার্ট হয়ে লাভ নেই। তথ্য ভুল। সরদার উত্থান কতো সালে যেন? আর ২০১৩ এর পরে তো কোনো কথাই নেই।
    আর পিটি এখনো বলল না ২৫ কোটির লিংক কোত্থেকে পেল?
    ২ লক্ষ অনুদান দিলে, ২৫ কোটির পুজো নামে কি করে?
    Leading Durga Puja organisers said, their budgets were down by 15 to 20 per cent over last year. This year, some 2,400-odd pujas are being held in Kolkata, with budgets between Rs 75,000 to Rs 45 lakh.
    http://www.business-standard.com/article/current-affairs/saradha-scam-leads-to-budget-cut-in-kolkata-durga-puja-114100100023_1.html
  • j | 151.197.16.185 | ২৮ অক্টোবর ২০১৫ ১৫:২৪684238
  • এই টৈ এক্কেবারে সার্থকনামা হইসে

    অনেকের ধর্মাচরণে , পুজোআচ্চায় মতিগতি এসেছে ... তা ভাল ঠাকুর তো সেই কবেই ইয়েকে বলে গেছেন
  • Blank | 213.132.214.85 | ২৮ অক্টোবর ২০১৫ ১৫:৩৩684239
  • কি স্মার্টনেস বাবা !!!
  • PT | 213.110.246.22 | ২৮ অক্টোবর ২০১৫ ১৫:৪০684240
  • "আর এই মাটির ঢেলা - এরকম বলা ঠিক না। মানে তাহলে তো সব ঠাকুরই মাটির ঢেলা - এ কেমন কথা।"

    "Under her (88ft) form, stood a much smaller idol, which was moulded of clay and in the tradition of the scriptures. This is the form which was being worshipped."
  • Ekak | 83.225.150.191 | ২৮ অক্টোবর ২০১৫ ১৫:৫০684242
  • পিটি দা শেষে একটা পোম মার্কা আর্টিকল থেকে ব্যাখ্যা খুঁজছেন । নীচে মাটির ঠাকুর পুজো হচ্ছিল তো কী ? সেত পূজার মতে মাতৃমূর্তির বিসর্জন ও দর্পনে হয় , ভাসান এর পুরো আয়োজন টাই মাটির ঢেলা কে ঘিরে । শেষে কী ইহা ভগবান উহা ভগবান নয় এও শুনতে হবে ?

    আখাম্বা মূর্তির দিকে একটা ছুন্চবাজি তাক করে ছুঁড়ে দেখুন ভক্তরা লাফিয়ে ওঠে কিনা । উঠলেই তা ভগবান । অম্নিপ্রেসেন্ট সিস্টেম এর ইন্টিগ্রিটি এরকম আউট অফ দ্য সিস্টেম এনটিটি দিয়ে প্রুফ হয় নাকি :)

    লিন্ক্দ লিস্ট প্র্যাকটিস করেন । দর্পণ এর এড্রেস মৃন্ময়ী র ভ্যালু নোড এ রাখা । মৃন্ময়ীর এড্রেস সিমেন্টময়ী তে :D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন