এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুজোআচ্চা আচারবিচার কি তরতরিয়ে বাড়ছে?

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ সেপ্টেম্বর ২০১৫ | ৪৯৭৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • j | 151.197.16.185 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:৩৬684143
  • সবচেয়ে আগে তো চেক করা উচিত ফান্ডিং সোর্স , মন্ত্রী কাউন্সিলর , জেলায় জেলায় অঞ্চল সভাপতিদের ক্ষমতা প্রদর্শনের পুজোয় এত সাদা টাকা কালো টাকার মানি ট্রেল কোথা হইতে ?
  • pi | 24.139.209.3 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:৩৭684144
  • মানে এখানে তো একটা ব্যালেন্স রাখতেই হবে, কোনকিছুরই বাড়াবাড়ি ভাল না। প্রশাসন পুলিশ এগুলো ঠিকঠাক কন্ট্রোল করবে, সে দাবিও তোলাই যায়। কিন্তু বন্ধ করে দেবার দাবি আসলে অন্য কথা।
  • d | 144.159.168.72 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:৪১684146
  • পাই বলে কী রে!! ভাসানের ট্রাক থেকে দলের বাইরে অন্য মহিলা, বৃদ্ধ, বৃদ্ধাদের প্রতি অকথ্য ভাষা কোনোদিন শোনো নি?
    তাহলে তুমি আর আমি সম্পূর্ণ আলাদা কোনো দেশে থাকি নির্ঘাৎ

    আর ব্ল্যাঙ্কি আর রাজদীপকে ক'য়ে ক। দিনের পর দিন ধরে রাস্তা বন্ধ করে প্পাবলিক ট্র্যান্সপোর্টের চোদ্দোটা বাজিয়ে সমস্ত অনুষ্ঠান বন্ধ করা দরকার। তার মধ্যে ভোটের অজুহাতে মাইক বাজিয়ে পথসভাও পড়ে।
  • SC | 117.206.251.114 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:৪১684145
  • মেয়েদের জোর করে কিছু করাতে বাধ্য করলে সেটা অপরাধ, তারাও আরেক রকমের জ্যাঠামশায়।
    মেয়েরা হিজাব পরবে কি পরবেনা, সেটা তাদের উপরই ছেড়ে দিন না।
    হিজাব পরতে দেব না, এটাও এক ধরনের খবরদারি।
  • d | 144.159.168.72 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:৪৩684147
  • আর বলবেন না এসসি, সেই এক সুরাই মেলের কূল-এর ব্যটা জ্যাঠামি করে মেয়েদের 'স্বেচ্ছায়' চিতেয় ওঠা বন্ধ করিয়েছিল। কি জ্যাঠামশাইগিরি ভাবুন দিকি!!

    এই এখন বোধহয় তার একটা প্রতিবিধান করা দরকার হয়ে পড়েছে।
  • j | 151.197.16.185 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:৪৪684148
  • প্রশ্নটা শুধু বিচ্ছিন্নভাবে ভাসানের ওপর তো নয় সামগ্রিক ভাবে, ফান্ডিং চেক, রাস্তা আটকানোর পারমিশন , গাঁক গাঁক করে কালচার দেখানো গানা বাজানা এবং ভাসান - পুওরো সিস্টেম অডিটের কথা হচ্ছিলো তো ....

    আর দুরুম করে করে বন্ধ করে দেওয়া উচিত কিনা পরে মনে পড়ে গেল সেই পুরাকালে সাতরাতব্যাপী হরি-সংকীর্তনের পোতিবাদ করতে গিয়ে এক স্থানীয় মাতব্বরের ডায়্লগ শোনা - তাহলে কি সব বন্ধ হবে আপনাদের জ্বালায়
  • pi | 24.139.209.3 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:৪৫684149
  • না দমদি, এই নিয়ে উত্তরপাড়ায় তিনবার গেলাম। একটিও শুনিনি।

    ছোটবেলায় হাউসিং এর ভাসানে যদ্দুর যতবার গেছি, শুনিনি। হতেই পারে আমি ভাগ্যবান।
  • pi | 24.139.209.3 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:৪৭684151
  • ব্যালেন্স বলে একটা ব্যাপার আছে।
    পাবলিক প্লেসে যেকোন অনুষ্ঠান হলেই অনেক লোকের চাহিদা

    সন্ধে রাতে মাইক লাগিয়ে মিটিং করা নিয়ে তাহলে কী বক্তব্য ? ভোটের সময় তাতেও অসুবিধে হয়। মিছিলেও কিন্তু।
  • ranjan roy | 24.96.167.118 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:৪৭684150
  • রাজদীপ,
    একটা কোশ্নো।
    রাস্তা আটকে ধর্মীয় রাজনৈতিক বিয়েবাড়ির ---সব রকমের মিছিল বন্ধ করলে কেমন হয়? ট্রাফিকের দিক থেকে? যারা এগুলোতে ইন্টারেস্টেড নন, তাঁদের দিক থেকে দেখলে?
    --ধর আমার মহরমের মিছিলে কোন আগ্রহ নেই, কিন্তু দূগ্গোপূজোর মিছিলে আছে। বা তিনোদের মিছিলে আগ্রহ নেই কিন্তু সিপিএম এর মিছিলে আছে।
    তো কী করব?
  • pi | 24.139.209.3 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:৫০684153
  • ধুর বাবা, এ এক কী বোর্ড হয়েছে, অধ্ধেক উড়ে যায়।

    বলছিলাম যে, পাবলিক প্লেসে যেকোন অনুষ্ঠান হলেই অনেক লোকের চাহিদা , কিছু লোকের অসুবিধা এগুলোর মধ্যে চেক্স ব্যালেন্স রাখতে হবে। আর প্রশাসনের কাজ সেটাই।
  • ranjan roy | 24.96.167.118 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:৫১684154
  • বা ধর্মীয় মিছিলে আপত্তি, কিন্তু রাজনৈতিক মিছিলে নেই?
    দুটোই কিন্তু একটা সামূহিক আবেগের প্রকাশ বা ব্যাপার!
    একটু ভেবে দেখ।
  • pi | 24.139.209.3 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:৫২684155
  • আর দমদি , এও দেখলাম, পাড়ার দাদারা ভাসানের মিছিলের পাশে পাশে নজরদারি করতে করতে যাচ্ছেন, বাড়াবাড়ি কিছু হচ্ছে কিনা। ট্রাফিকের জন্য বড় রাস্তায় উঠলে মিছিল এক দু লাইনে সরুয় ক'রে দেওয়া টেওয়া তো আছেই। এবার এগুলো সব জায়গায় নাই হতে পারে। কিন্তু করলে করা যায়না, এমন না।
  • pi | 24.139.209.3 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:৫৩684157
  • ও, রঞ্জনদাও প্রশ্নটা করেছেন।
  • ranjan roy | 24.96.167.118 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:৫৩684156
  • আমার ব্যক্তিগত মতঃ
    দু'ধরণের মিছিলেই একই রকম কোড অফ কন্ডাক্ট মেনে চলা উচিত।

    দুটোরই নির্দিষ্ট সময়সীমা থাকবে।
    দুটোরই নির্দিষ্ট ডেসিবেল এর সীমা থাকবে।
    দুটোরই নির্দিষ্ট রুট থাকবে।
  • j | 151.197.16.185 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:৫৭684158
  • এটা খুব চেনা অ্যাঙ্গেলের পোশ্নো রঞ্জন দা , দুগ্গাপুজো বা মহরমের মিছিলের গা-জোয়ারির পোতিবাদ করলেই তো সেই রাজনৈতিক মিছিল কেন হবে ?

    ক্লিশে কিন্তু কি উত্তর কি আছে আর রাতও হয় নি , মিলবে না বলাই বাহুল্য ;-)

    তা ফোকাসটা আপাতত মানে এটলিষ্ট এই টইয়ে পাবলিকের অসুবিদে করে ধম্মকম্ম প্রদর্শনের উপর রাখলে চলবে ?
  • pi | 24.139.209.3 | ২৮ অক্টোবর ২০১৫ ১১:০০684159
  • অসুবিদে টা যদি পাবলিকের অসুবিধে নিয়ে হয়, তাহলে একটা নিয়ে প্রশ্ন উঠলে অন্যটা নিয়ে উঠবে না কেন, অন্যটাকে বাদ দিয়ে আলোচনা কেন করতে হবে, বোঝা গেল না।
  • d | 144.159.168.72 | ২৮ অক্টোবর ২০১৫ ১১:০৩684160
  • 'করলে করা যায়' আর করা হয় এর মধ্যে ব্যবধানটা তো বিরাট। যা যা করা যায় তার অধিকাংশই করা হয় না। ব্যতিক্রম তো সব জায়গাতেই আছে। সে তো ধর কলকেতায়ও না খেঁকিয়ে শান্তভাবে কথা বলা, প্রফেশনালি কাজ করা এক আধজন লোক দেখা যায়। তাই বলে ঐটা তো আর কলকাতার জেনারেল প্র্যাকটিস নয়। খেঁকিয়ে কথা বলাটাই জেনারেল প্র্যাকটিস।
  • j | 151.197.16.185 | ২৮ অক্টোবর ২০১৫ ১১:০৫684161
  • আলোচোনার শুরুতেই আপনি কি চান সব বন্ধ হোক - এটা ধরেই এগোতে হবে তো?

    আর অ্যানেকডোট দিয়ে বললে ভাসানের দিন সংখ্যাগুরুর ক্ষমতা প্রদর্শন গোটা উত্তরপাড়ার (প্লেসহোল্ডার ও ভাবা যেতে পারে) অলিতে গলিতে কিরুপ নেয় তাও কিঞ্চিৎ দেখা এবং জানা আছে
  • lcm | 118.91.116.131 | ২৮ অক্টোবর ২০১৫ ১১:০৭684162
  • হ হা, বাম/ডান সবরকম উৎকর্ষের দুনিয়ায় রাস্তা বন্ধ করে কত শত পুজো হয়ে আসছে --- সেই কব্বে থেকে
  • lcm | 118.91.116.131 | ২৮ অক্টোবর ২০১৫ ১১:১১684164
  • মাথায় লাল ফট্টি বেঁধে, কোমরে চেম্বার ওয়ালা মোটরবাইক বাহিনির ক্ষমতা প্রদর্শন --- বন্ধের দিন গাড়ি থামিয়ে উৎকৃষ্ট খিস্তি প্রদান --- এসব তো ঐতিহ্য।
  • lcm | 118.91.116.131 | ২৮ অক্টোবর ২০১৫ ১১:১৮684165
  • আজ যে সব জিনিসকে লুম্পেনগিরি বলা হচ্ছে এসব বহুদিন থেকে শুরু হয়েছে - সেই ষাটের দশক থেকে।

    এবং, এই জেনারেল মন্দির/পুজোআচ্চা এসব - ছিল। এখন হয়ত একটু কমেছে। মানে যে রেটে জনসংখ্যা বাড়ছে সেই তুলনায় হয়ত কমছে, বা, হয়ত একই আছে। কিন্তু, জনসংখ্যা তো বাড়ছে, তাই হয়ত চোখে লাগছে বেশি।
  • PT | 213.110.246.22 | ২৮ অক্টোবর ২০১৫ ১১:৪২684166
  • "প্যান্ডেল, মূর্তি, আলোকসজ্জা এগুলো তে দেখন ধারী গিরি থাকবেই।আপনার শত আপত্তি থাকলেও থাকবে। এটাকে লুম্পেন গিরি বলা আর নিজ মস্তিস্ক্ব প্রক্খালিত হয়েছে বলা একই রকম।"

    আরেকজন মস্তিষ্ক-প্রক্ষালিত মানুষঃ

    "কিন্তু বাঙালি মনের মধ্যে কোথাও একটা অন্ধকার জমাট বেঁধে আছে। .... বাঙালি তার মননের আঁধার থেকে হয়তো বেরোতে চাইছে, আর তাই এত আলোর আয়োজন।
    .....এ সব কি ইনফিরিওরিটি কমপ্লেক্স!"
    http://www.anandabazar.com/supplementary/sahisomachar/%E0%A6%AC-%E0%A6
    %99-%E0%A6%B2-%E0%A6%95-%E0%A6%A1-%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%B
    0-%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A4-%E0%A6%AC-%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%A4-
    %E0%A6%AC-%E0%A6%9A-%E0%A6%87%E0%A6%9B-1.226822#
  • SC | 117.206.251.114 | ২৮ অক্টোবর ২০১৫ ১১:৪৪684167
  • d , ওই স্বেচ্ছায় টা যখন ' ' মধ্যে ব্যবহার করেছেন, আপনার উত্তর পেয়ে গেছেন নিশ্চয়।
    ইচ্ছার বিরুদ্ধে মেয়ে ছেলে, কাউকে কিছু করতে বাধ্য করায় যে জ্যাঠামশায় রা, তারা দুদিকেই সমান প্রতাপশালী।

    সমস্যা হচ্ছে, যুক্তিবাদ আধুনিকতা এগুলোকে কয়েকজন জ্যাঠাই ঠিক করে দেবেন, তার পরে সকলকে সেই গান গেয়ে প্রগ্রেসিভ হতে হবে।
    কেউ স্বেচ্ছায় হিজাব পরতে চাইলে (আর এই স্বেচ্ছায় টা আপনার মত করে লেখা না) তাকে যখন রাষ্ট্র বাধা দিতে আসে, আর যুক্তিবাদী প্রগ্রেসিভ হয়ে কি কি করতে হবে, কোন ডাক্তারবাবু, উকিলবাবুর কাছে গেলে লিবারাল ছাপ্পা পাওয়া যাবে, কোন টি ভি চ্যানেলে রিমোট রাখতে হবে, সেটা যখন জ্যাঠারা রিমোট হাতে কন্ট্রোল করেন, তারা লিবারাল মুখোশ পরলেও মৌলবাদী।

    আর হ্যান, "ভিকটিম" মেয়েদের কে চিতা থেকে বাঁচাতে উঠে এলেন এক পুরুষ, এই ন্যারাটিভ টার আজকে প্রয়োজন অনেক কম। উল্টে ওই "ভিকটিম" ন্যারেটিভ এর সমস্যা হচ্ছে, ওটা "ভিকটিম" এর ভয়েস কে অস্বীকার করে। এই যেমন "কাপড় চোপড়ে ঢাকা মেয়েদের" কি করা উচিত, ওদের মুখ দিয়ে লিবারাল রা বলে দিলেন। মুখ ঢাকা মেয়েটিকে আর কষ্ট করে কিছু বলতে হলো না, আর বললেও ওসব অশিক্ষিত দের কথা পাত্তা দিয় না। ও সর্রী, কি যেন, লুম্পেন।
  • SC | 117.206.251.114 | ২৮ অক্টোবর ২০১৫ ১১:৫০684168
  • আলোকপ্রাপ্ত দের ডিফাইন করা সমাজে বাকিরা অন্ধকারে।
    এটা বেশ মজা কিন্তু। মানে আমি একটা সমাজ ডিফাইন করলাম
    (আমি ও আমার সাথে যাদের মতে মেলে = ভালো, else খারাপ)। তার পরে সেই ডেফিনেশন অনুযায়ী লোককে বললাম, কি করে ভালো হতে হবে। :)
  • pi | 24.139.209.3 | ২৮ অক্টোবর ২০১৫ ১১:৫১684169
  • প্রশ্নগুলো এড়িয়ে গেলে বক্তব্য বুঝতে অসুবিধে হয় তো।
    এই যেমন, পাবলিকের অসুবিধে নিয়ে প্রশ্ন তোলা হবে কিন্তু তথাকথিত ধর্মীয় অনুষ্ঠান ব্যতীত অন্য কিছু জনিত অসুবিধে নিয়ে প্রশ্ন তোলা তো স্বাভাবিক। সেটার উত্তর পাওয়া গেল না।

    দাবিটা ঠিক কী, সেটাও তো প্রশ্ন ছিল। যদি সব বন্ধের দাবি না হয়, তাহলে কী নিয়ে ? লোকের অসুবিধে করে এগুলো যেন না হয়, বাড়াবাড়ি না হয়, নিয়ম মেনে হয়, এগুলোই তাহলে দাবি হয়। এগুলো যে করা সম্ভব, সেজন্যই সম্ভব হয়েছে এমন কিছু কেসের অ্যানেকডোট দেওয়া। আর এরকম দাবি হলে সেক্ষেত্রে তো খুব একটা দ্বিমত ও তো নেই। ঃ)
  • Blank | 213.132.214.83 | ২৮ অক্টোবর ২০১৫ ১১:৫২684170
  • পাই দি একি বল্লে !! হাউসিং এর ভাসান আর ক্লাবের ভাসান এক হলো !!! ভাসানের কদিন সন্ধে থেকে আমাদের মেন রোড বন্ধ থাকে। স্টেশন থেকে হাঁটা পথে বাড়ি যেতে না পারলে অনেক টাকা দিয়ে রিক্সা ধরে অলি গলি ঘুরে পৌছতে হয়।
    হ্যা ঐ পুজোর কদিন আর ভাসানের সময় মেন রোডে সব পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ সন্ধে থেকে ১০ টা অব্দি।
  • Blank | 213.132.214.83 | ২৮ অক্টোবর ২০১৫ ১১:৫৫684171
  • রঞ্জন দা,
    রাজনৈতিক মিছিল টা কি শুধু তর্কের জন্য বলা !! খুব রেয়ার কোনো সিচুয়েশানে একটা বিশাল শহর, তার সংলগ্ন মফস্বলে একসাথে সমস্ত রাজনৈতিক দল মিছিল বার করে। বা প্রতিটা মোড়, জাংশন আটকে রাখে - তাও কয়েক দিন ধরে এবং প্রতিদিন একটা বিশাল সময় ধরে।
    এমনকি ভোটের সময় তেও এমন দেখিনি।
  • pi | 24.139.209.3 | ২৮ অক্টোবর ২০১৫ ১১:৫৭684172
  • তবে এই 'ধর্মীয়' অনুষ্ঠানকে পুরো সামাজিক অনুষ্ঠানে কনভার্ট করে দেওয়ার প্রস্তাব দিয়ে ঋদ্ধি ফেবু গ্রুপে একটা ইন্টারেস্টিং পোস্ট করেছিল। পেলে দিচ্ছি। ও নিজেই দিয়ে দিলে ভাল হয়।

    এই পুজোর অনুষঙ্গ বাদ দিয়ে যদি পাড়ায় পাড়ায় সুন্দর প্যান্ডেল হয়, প্রচুর শিল্পীর কর্মসংস্থান হয়, প্রতিযোগিতা হয়, সেগুলো দেখতে ঘোরাঘুরি হয়, নতুন জামা জুতো, খাওয়াদাওয়া, মেলা , আনন্দ সবই হয়, রাস্তা দিয়ে নাচগান হয় , আপত্তি আছে ? এরকম কিছুরই প্রস্তাব ছিল ঋদ্ধির, যদ্দুর মনে পড়ছে।
  • lcm | 118.91.116.131 | ২৮ অক্টোবর ২০১৫ ১১:৫৮684173
  • পিটি,
    অন্ধকার থেকে বেরোতে বাঙালি আলোর রোশনাই বাড়িয়ে দিয়েছে - এভাবে বলা মুশকিল। সারা পৃথিবী জুড়েই মানুষ যখন উৎসব পালন করে, আনন্দ করে, তাতে বাহ্যিক আড়ম্বর এসব থাকে।

    এই যে শ্রবনবেলগোলা-তে বিশাল গোমতেশ্বর মূর্তি, আজ থেকে প্রায় ১১০০ বছর আগে তৈরী..... বা, ব্রেজিলে রিও-তে পাহাড়ে মাথায় যিশু মূর্তি --- এসব থেকে কি বলা যায় সেই জায়গার সেই সব সময়ের মানুষ সব অন্ধকার থেকে বেরোতে চাইছিল, ইনফিরিওরিটি কম্‌প্লেক্সে ভুগছিল।

    অমন ভাবে বোধহয় বলা যায় না।
  • san | 11.39.32.50 | ২৮ অক্টোবর ২০১৫ ১১:৫৯684175
  • অশিক্ষিত ( ডিগ্রি অর্থে বলছিনা) ভয়েস আর শিক্ষিত ভয়েসকে যদি তূল্যমূল্যই ভাবব , তো শিক্ষার প্রয়োজনীয়তাটা কোথায় ? :-o
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন