এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুজোআচ্চা আচারবিচার কি তরতরিয়ে বাড়ছে?

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ সেপ্টেম্বর ২০১৫ | ৪৯১৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.223.159.253 | ২৮ অক্টোবর ২০১৫ ১৫:৫৯684243
  • বিবেকানন্দ একবার ক্ষেত্রীর রাজা কে রাজার বাবার ছবি তে থুতু ছুঁড়ে বলে কি একটা শিক্ষা দিতে গিয়েছিল।
    মূর্তি, পুজো,ভক্তি এগুলো বাদ দাও, এত বড় পুজোতে সমাজে সক্কলে একসঙ্গে উপভোগ করছে, আনন্দ করছে; তাতেও মাকু দের আপত্তি।

    কয়েক বছর আগে একটা গ্রামে গেছিলাম । বোধ হয় নাম বৈন্চি। সেখানে সপ্তমীর দিন দেখলাম প্যান্ডেলের সামনে নতুন জামা পড়ে কিছু চাষী বা দিন মজুরদের ছেলে খেলা করছে। তাদের বাবারা কেউ নতুন ধুতি, গেঞ্জি বা কেউ পাঞ্জাবি পড়ে গল্প করছে বা পুজো দেখছে।। মায়েরাও এসেছে সস্তা কিন্তু নতুন কাপড় পড়ে।সকলের মুখেই বেশ হাসি আর আনন্দ। ওরা সবাই অঞ্জলি দেবে।ওদের একটাই বড় পুজো।
    ওদের মনে হয়নি তো লুম্পেন। আর যাকে ওরা অঞ্জলি দেবে সেটা শুধু একটা মাটির ঢেলা, এতটা জ্ঞান চক্ষু ও ওদের খোলেনি ।
  • sm | 233.223.159.253 | ২৮ অক্টোবর ২০১৫ ১৬:০০684244
  • ছুঁড়তে বলে।
  • PT | 213.110.246.22 | ২৮ অক্টোবর ২০১৫ ১৬:০১684245
  • সবাইকে ধর্মাচরণের ব্যাখ্যা একই রকম ভাবতে হবে এমনটা কবে থেকে চালু হয়েছে?

    "তোমর কথা ওরা কেহ তো বলে না
    শুধু করে মিছে কোলাহল।
    সুধাসাগরের তীরেতে বসিয়া
    পান করে শুধু হলাহল"!!
  • sm | 233.223.159.253 | ২৮ অক্টোবর ২০১৫ ১৬:০৭684246
  • আমি সব বুঝি আর সব জানি। মাটির ঢেলা মোটেও ভগমান নয়। সোনার হলে তাও বোঝা যেত।
  • | 213.132.214.85 | ২৮ অক্টোবর ২০১৫ ১৬:১০684247
  • ইয়েস!!

    লুম্প্যেন কে এবং কারা? তাদের কে কেন পিটি দা লুম্প্যেন নামে অভিহিত করেছেন? (২+৫)
  • sm | 233.223.159.253 | ২৮ অক্টোবর ২০১৫ ১৬:২২684248
  • আরে নিজে যেভাবে খুশি ধর্ম ব্যাখ্যা করুন না, তাতে কার কি? কিন্তু হোলসেল সব্বাই কে লুম্পেন দাগিয়ে দেওয়া টা কি উচিত হলো?
  • ranjan roy | 125.117.221.183 | ২৮ অক্টোবর ২০১৫ ১৭:১৪684249
  • রাজদীপ ও ব্ল্যাংকি,
    না , শুধু তর্কের জন্যে লিখিনি। আসলে লাউড থিংকিং করছিলাম--- তোমাদের দুজনকে সাথী করে।
    কেন?
    আসলে আমি নিজেই কনফিউজড্‌, সাদা/কালো ভাবে আজকাল ভাবতে পারি না। তাই,
    আমি হার্ডকোর নাস্তিক। দূগ্গোপূজোতে ঠাকুর দেখতে যেতাম না। ঝারি মারতে যেতাম। রাস্তা আটকে মদ খেয়ে বাচন কোদন দেখলে আমার মোজা জ্বলে, আজও।
    কিন্তু আমি নিজে অল্প বয়সে মিছিলের মধ্য দিয়ে কাউকে ( কোন পাবলিককে )গলে যেতে দিতাম না। তা করে আত্মশ্লাঘা উপভোগ করতাম। এখন মনে হয় ওটা ক্ষুদ্র মানুষের ক্ষমতার গর্ব ছিল।
    আর অল্পবয়সে অবাম পন্থীদের করুণা করতাম ( কেন যে এরা এমন জ্বলজ্বলে সত্যিটা বুঝতে পারছে না ইত্যাদি!)।
    এখন নিজেকে বোকা ভাবি। কারণ একই সত্যের প্রেক্ষিত ভেদে আলাদা রূপ/রং হতে পারে--বিশ্বাস করি।
    আর আমার মতে না মিললেও অন্যের চিন্তা ও ব্যবহারের অটোনমিকে সম্মান করি।
    তাই মনে হয় মিছিল/পূজোর ভিড় সবই থাকুক, কিন্তু গাইডলাইন মেনে; অযথা শক্তি প্রদর্শন নয়।
    এতদিন
  • PT | 213.110.246.22 | ২৮ অক্টোবর ২০১৫ ১৭:৩৯684250
  • আইনের শাসন?
    তাহলে তো আদ্দেকের বেশী পূজো বন্ধ করে দিতে হয়!!
  • pi | 74.233.173.53 | ২৮ অক্টোবর ২০১৫ ১৮:০০684251
  • কাদের ধর্মাচরণে পুজোআচ্চাতে মতিগতি এলো তাও লোকে কেমনে ম্যাজিক করে রিড করে ফেলতে পারে কিন্তু কিছু প্রশ্নের উত্তর দিতে পারেনা ঃ(
  • সে | 204.230.159.247 | ২৮ অক্টোবর ২০১৫ ১৮:০২684253
  • রঞ্জনদার লাস্ট পোস্টটায় ক এর চেয়েও বেশি নম্বর দিলাম।
  • 0 | ২৮ অক্টোবর ২০১৫ ১৮:১৯684254
  • sm, বিবুদার ওই ছবিতে থুতু'র যুক্তিতে ফ্যালাসি আছে!
    ছবির মানুষটা একদিন জ্যান্ত ছিল, তার ছবিকে শ্রদ্ধা/ঘৃণার একটা সলিড্‌ গ্রাউন্ড্‌ আছে।
    কিন্তু যে আজগুবি ব্যাপারটা কেউ দেখেনি, কেউ জানেনা, খামোখা সেই নেই-বস্তুর একটা কল্পিত রূপকে শ্রদ্ধার (অন্ধবিশ্বাস এবং শৈল্পিক/নান্দনিক কারণ বাদে) কোনো কারণ আছে কি?

    ধম্মোকম্মো প্রাইভেট্‌ বিষয়। পাবলিক প্লেসে ওসব করার পুরো বিপক্ষে। অবশ্যই আইন করে বন্ধ করা উচিত। ব্ল্যাংকের দাবীতে ক।

    মেন্‌রোডে পাব্লিকের অসুবিধে ক'রে রাজনৈতিক মিটিং-মিছিলেরও বিপক্ষে। হরতালের ব্যাপারেও তাই।

    অবশ্য চাইলেই বা কি! সবই দিবাস্বপ্ন - উয়িশ্‌ফুল থিংকিং!
  • ঊমেশ | 118.171.128.168 | ২৮ অক্টোবর ২০১৫ ১৮:২৪684255
  • একটা কথা,
    ভগবানের নামে ভারতীয়দের পকেট থেকে সব থেকে সহজে পয়্সা বার করা যায়।
    হয়তো ১০% গা-জোয়ারী চাঁদা, কিন্তু বাকি ৯০% ভগবানের নামে নিজের ইচ্ছে তেই চাঁদা দিয়েছে।
    তাই তো মনে হয়, এই সার্বজনীন পুজা দিনে দিনে বাড়তেই থাকবে। দুর্গা, গনেশ থেকে শীতলা, লোকনাথ থেকে আরো অনেক।
  • sm | 233.223.159.253 | ২৮ অক্টোবর ২০১৫ ১৯:১০684256
  • ০, বেড়ে কথা লিখেছেন। কিন্তু ভগমান থাকুক না থাকুক একটা বড় অংশের লোক শ্রদ্ধা করে। সেই শ্রদ্ধা টুকু কে দুম করে মাটির ঢেলা বললে লোকজনের অন্তরে আঘাত লাগতে পারে। সুতরাং এই অকারণ অশ্রদ্ধা টুকু কেই আমার অশিক্ষা মনে হয়।
    যেমন ধরুন বহু লোক পায়ে হেঁটে, বাঁক কাধে করে তারকেশ্বর বা লোকনাথ ধাম যাচ্ছে; তা, অকারণে তাদের অশিক্ষিত, বা লুম্পেন বলে দাগিয়ে দেওয়া তাই তো শিক্ষিত লোকের অশিক্ষিত আচরণ বলে মনে হয়। উচিত ধীরে ধীরে যুক্তি দিয়ে তাদের বোঝানো।
    আমার তো মনে হয় আইনের শাসন এলে; প্রথমে মিছিল , হরতাল এগুলো বন্ধ করা উচিত।
    দ্বিতীয় ধাপে ভাসান,রাস্তা আটকে ধর্মচারণ এগুলো কে বন্ধ করা উচিত।
    তৃতীয় ধাপে ফুটপাত আটকে ব্যবসা বন্ধ করা উচিত।
  • সে | 204.230.159.247 | ২৮ অক্টোবর ২০১৫ ১৯:১৮684257
  • ধর্মের নামে আমার এই দেশে সরাসরি ট্যাক্স কাটে। তাই প্রথমেই ডিক্লেয়ার করে দিতে হয় যে চার্চ থেকে বেরিয়ে গেছেন - না হলে একটা ভালোরকম অঙ্ক মাসে মাসে দিয়ে যেতে হবে।
    একজন ভারতীয় খৃষ্টান ব্যক্তি এদেশে চাকরি করতে এসে নিজের ধর্ম জানিয়েছিলেন সরকারকে। এটা যেহেতু খৃষ্টান দের দেশ ভেবেছিলেন ধর্ম ডিক্লেয়ার করলে থেকে যাবার সুবিধে হবে। কিন্তু মাসের শেষে বেতন থেকে চার্চের ট্যাক্স কাটা গেল। কাঁচুমাচু হয়ে জিগ্যেস করলেন এর বিহিত কী। কিভাবে ঐ ট্যাক্সের থেকে রেহাই পওয়া যায়। শেষে ধর্মকে হারিয়ে দিল টাকা। নিজে গিয়ে সরকারকে লিখিতভাবে জানিয়ে এলেন যে চার্চের সঙ্গে যুক্ত থাকবেন না। ধর্মের খোপে লেখা রইল "নাথিং"। এরপর দরখাস্ত করে কাটা যাওয়া ট্যাক্স ফেরৎ পেতে ছুটলেন আবার।
  • PT | 213.110.243.21 | ২৮ অক্টোবর ২০১৫ ১৯:২৫684258
  • যারা পরিবেশ দূষণ নিয়ে বিপ্লব করে ফেলে তারাই দেখছি উল্লসিত হয়ে পূজোর ভাসানের মিছিলে গিয়ে নদীর সর্বনাশসাধনে অংশগ্রহণ করছে!!

    A 1993-95, a study by the Central Pollution Control Board (CPCB)—Impacts of Dussehra Festival on the River Hooghly: A case study—showed that every year at least 15,000 idols of Goddess Durga are immersed in the Hooghly river alone. The study states that this releases 16.8 tonnes of varnish and garjan oil and 32 tonnes of colours in the water. These colours contain a good doze of heavy metals like manganese, lead, mercury and chromium. The study also found that during Dusshera, oil and grease in the river increased by 0.99 milligram per litre (mg/l) and the concentration of heavy metals increased by 0.104 mg/l.
    http://www.downtoearth.org.in/news/idol-immersions-after-durga-puja-leave-rivers-polluted-yet-again-42509

    Some studies concentrate on isolating the effects of idols from those of other sources. Impact of Ganesh Idol Immersion Activities on the Water Quality of Tapi River, Surat (Gujarat, India) tells of sampling the water "at morning hours during pre-immersion, during immersion and post-immersion periods of Ganesh idols". The conclusion: the "main reason of the deterioration of water quality … is various religious activities", with special blame given to "the plaster of paris, clothes, iron rods, chemical colours, varnish and paints used for making the idols".
    http://www.theguardian.com/education/2012/apr/30/improbable-research-indian-water-pollution

    Idol makers should be educated to MAKE THEIR IDOLS SMALL, of non-baked, quick-dissolving clay, and with natural colours used in food products.
    http://www.thehindu.com/todays-paper/tp-in-school/idol-immersion-polluting-indias-waters/article3378268.ece
  • ranjan roy | 125.117.233.104 | ২৮ অক্টোবর ২০১৫ ১৯:২৭684259
  • আইনের শাসনে আদ্দেকের বেশি পূজো বন্ধ? হ্যাঁ, কমন গাইড লাইন লংঘন করলে যা হবার তাই হবে। তবে শুধু পূজো? কিছু হাইকোর্টের হরতাল, দেয়াল লিখন নিয়ে রায় , ট্র্যাফিক আইন ভাঙা --এসব নিয়ে কিছু রায়, গাইডলাইন বেরিয়েছিল বোধহয়।

    যেখানে মানুষের বিশ্বাসের প্রশ্ন, সেখানে পূজো ও বিভিন্ন রাজনৈতিক মতবাদে বিশ্বাসী দল ও ভক্তকুল থাকবেনই।
    প্রশ্ন এ ব্যাপারে সবাইকে নিয়ে ম্যাঙ্গো পাবলিকের কম অসুবিধে হয় এমন গাইডলাইন তৈরি করা। খুব কঠিন কি?
  • lcm | 118.91.116.131 | ২৮ অক্টোবর ২০১৫ ১৯:২৮684260
  • পিটি,
    এতো বহুদিন ধরে হয়ে আসছে। আগে যখন বকুলবাগান ইত্যাদি কিছু পুজোতে নামকরা শিল্পীদের ঠাকুর হত (গনেশ পাইন ইত্যাদি), সেখানেও কিন্তু একটি ছোট মূর্তিতে পুজো হত, মূল প্রতিমা (যা মিউজিয়ামে যাবে) সেটিতে হত না।
  • Bratin | 11.39.37.12 | ২৮ অক্টোবর ২০১৫ ২০:০৮684261
  • ধর্মাচার র কত টা করা উচিত ,কীসের বেশী হলেই তাকে বাড়াবাড়ি ( পড়ুন লুম্প্যেন গিরি ) বলা হভে সেই ফাইন লাইন টা কোন মরাল জেঠু ঠিক করবে?
  • blank | 11.39.39.225 | ২৮ অক্টোবর ২০১৫ ২০:২১684262
  • যতক্ষন সেটা নিজের বাড়ি, নিজের জমিতে হবে। পাব্লিক প্লেসে উঠে আসবে না আর তাত শব্দ আর অন্য অত্যাচার বাইরে বেড়োবে না।
  • PT | 213.110.243.21 | ২৮ অক্টোবর ২০১৫ ২১:৩০684264
  • আমার ব্রহ্মপুরের বাড়ির ব্যলকনির ঠিক সামনে তারস্বরে মাইক বাজলে- যেটা এই পূজোতেও বেজেছে- সেটা লুম্পেনাইসেশন।

    পুণার KEM হাসপাতালের দোর-গোড়ায় একটা মাঝারি মাপের গণেশ পূজো হত (হয়)। আমার সন্তানের জন্মের সময়ে দেখেছি যে কোন আইন বা মানবিকতার তোয়ক্কা না করে ঘন্টার পর ঘন্টা তারস্বরে বক্স বাজানো হত। ডাক্তারদের কিছু বললে তাঁরা তাঁদের অসহায়তার কথা জানাতেন। কারো কিছু বলার ক্ষমতা নেই-কেননা শিবসেনার রক্তবীজের ঝাড় এসে মুখে কালি মাখিয়ে দিয়ে যাবে।

    ধর্মের নামে লুম্পেনাইসেশন চলছে সারা ভারত জুড়ে আর সেটার প্রতিবাদ করাকে জ্যাঠামো আখ্যা দেওয়া নেহাৎই বালখিল্যপনা।

    একদিকে বিজেপি-আরেসএস-কে গাল দেওয়া হবে আর অন্যদিকে ধর্মের নামে এই বাঁদরামোগুলোকে চলতে দেওয়ার পক্ষে সওয়াল করা হবে-এ এক চমৎকার দ্বিচারিতা।
  • dd | 116.51.31.228 | ২৮ অক্টোবর ২০১৫ ২১:৪৫684265
  • পিজি হসপিটালেতেও।

    ছট পুজার দিন সারা রাত মাইক চল্লেও কিছু বলার নেই। ইউনিয়নের নেতারা সাফ জানান বছরে ৩৬৪ দিন তো আপনাদের সেবা করি (অ্যাস ইফ বিনা পয়সায় করেন), একদিন না হয় আপনারাও একটু সহ্য করুন।

    বছর দশেক আগের ঘটনা। লুম্পেনবাজী বল্লে তাই, শোষিত মার্জিনাল মানুষের ভয়েসের অধিকার বল্লেও তাই। যার যেমন পছন্দ।
  • sch | 113.50.80.102 | ২৮ অক্টোবর ২০১৫ ২১:৫৪684266
  • লুম্পেনাইজেশান কোনটা না ? সল্টলেকে পুরসভা ভোটের মুখে - তিনোদের বক্তব্য আরম্ভ হওয়ার আগে ঘন্টা তিনেক ব্লকের মধ্যে সন্ধেবেলা মাইকে ক্ষেমটি ব্যানার্জীর লেখা গানের গুঁতো - পরের দিন সেই একই জায়গায় দু 'ঘন্টা লাল দের গানের গুঁতো (ওরা আমাদের গান গাইতে দেয় না ইত্যাদি ...), ফলঃ কোনো কথা বলা যাচ্ছে না ফোনে - কেউ কাউকে ডাকলে শোনা যাচ্ছে না - এগুলো কি নন -লুম্পেনাইজেশান?

    রাস্তা জুড়ে ধর্মীয় মিছিল ? আর তার থেকে বেশী তো হয় পলিটিক্যাল মিছিল - সংখ্যায় একটু বেশীই হবে - তা জাতি ধর্ম নির্বিশেষে পলিটিক্যাল গান্ডূদের এই লুম্পেনাইজেশানটা কি প্রশংসার্হ্য ? রাস্তার সমস্তটা জুড়ে মিছিল চলছে নিকারাগুয়ায় আমেরিকান অত্যাচারের প্রতিবাদে - ঘন্টার পর ঘন্টা লোকে দাঁড়িয়ে আছে কাজে যাবে বলে - এটা কি লুম্পেনাইজেশান না
    PT? চোদনা মদন আটক হল বলে ট্যাক্সি বন্ধ, রাস্তায় ছত্রাকার অবস্থা - এয়ারপোর্টে নেমে ট্যাক্সি নেই, বিধান নগর মিউনিসিপ্যালিটির ভোট গণনার দিন এয়ারপোর্টে প্রি -পেইড বুথ ফাঁকা - সবাই দিদির সাথে ভোট গুণতে গেছে -- এটা কি লুম্পনাইজেশান না?

    মানুষ যখন নিজের কাজ বাদ দিয়ে অন্যের অধিকারে হতক্ষেপ করে তখন যা হয় সেটাই লুম্পেনাইজেশান। সেটা ধর্মই হোক বা পলিটিক্সই হোক
  • সে | 204.230.159.247 | ২৮ অক্টোবর ২০১৫ ২২:০২684267
  • পালাবদল হলে যে কী হবে তার আভাস পাওয়া গেল।
  • kc | 198.70.12.0 | ২৮ অক্টোবর ২০১৫ ২২:১২684268
  • রাজনৈতিক অধিকারের জন্য আন্দোলন, সম্মানের সঙ্গে বেঁচে থাকার দাবী তে আন্দোলন সব সময় আইন ভেঙেই হয়। সেই আন্দোলনকে পুজোর পোঁদ নাড়ানো নাচের সঙ্গে এক করে দেখাটাও লুম্পেনাইজেশন, ইন্টেলেকচুয়াল লেভেলে। যত্ত সব লুম্পেন প্রোলেটারিয়েট।
  • ranjan roy | 24.97.29.200 | ২৮ অক্টোবর ২০১৫ ২২:১৩684269
  • ডিডি,
    বাজে কথা! দশবছর আগে লুম্পেনাইজেশন হত না। তখন হাইকোর্টের নির্দেশ মেনে বেশি ডেসিবেলের মাইক বাজালে পুলিশ এসে বা শাসক দল এসে আইনের শাসন প্রতিষ্ঠা করত।
    লুম্পেনাইজেশন এখন হয়।
  • sm | 233.223.159.253 | ২৮ অক্টোবর ২০১৫ ২২:১৫684270
  • রাস্তা আটকে মিছিল করলে, সেটা অধিকার। বন্ধ ডেকে চরম দুর্গতি ডেকে আনলেও; সেটা খুব ভালো জিনিস। কারণ সাম্রাজ্যবাদ এর থেকেও কঠিন অসুখ। আবার আইনের শাসন ও চাই। একেবারে সোনার পাথরবাটি !
    মাধ্যমিক পরীক্ষার সময় গাঁক গাঁক করে মাইকে নিজের পার্টির প্রচার; আরো কত কি।
    কিন্তু ২৫ কোটি পুজোর বাজেটের হিসেব টা তো পাওয়া গেল না? ওহ মহায়।
  • pi | 74.233.173.63 | ২৮ অক্টোবর ২০১৫ ২২:১৭684271
  • এদিকে লুম্পেনদের ভাসান হোক কি পুজো , কমরেডদের সেখানে সেজেগুজে গিয়ে ছবি তোলাকে কী বলা যায় ভাবছি ;)
  • sch | 113.50.80.102 | ২৮ অক্টোবর ২০১৫ ২২:১৮684273
  • KC-da এই অধিকারের লড়াইটা তো আপনার নিজস্ব ইন্টারপ্রিটেশান - আমি তো বলব মিছিলে যারা গাঁড় মারায় তারা বেশী লুম্পেন - তিনোর মিছিলে যারা পেছন দোলায় তারা এ রাজ্জ্যের কমি নীতি বোঝা বা আর নিকারাগুয়ার গোয়া মারা গেছে বলে চেল্লাইয় তাদের 90% তো জানে না নিকারাগুয়া ,ইয়াপের কোনদিকে
  • সে | 204.230.159.247 | ২৮ অক্টোবর ২০১৫ ২২:১৮684272
  • পাচ্চিস্ কারোড়???
  • sch | 113.50.80.102 | ২৮ অক্টোবর ২০১৫ ২২:২০684275
  • KC-da এই অধিকারের লড়াইটা তো আপনার নিজস্ব ইন্টারপ্রিটেশান - আমি তো বলব মিছিলে যারা গাঁড় মারায় তারা বেশী লুম্পেন .- তিনোর মিছিলে যারা পেছন দোলায় তারা এ রাজ্যের কমি নীতি বোঝে? আর নিকারাগুয়ার গোয়া মারা গেছে বলে চেল্লায় তাদের 90% তো জানে না নিকারাগুয়া ,ম্যাপের কোনদিকে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন