এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুজোআচ্চা আচারবিচার কি তরতরিয়ে বাড়ছে?

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ সেপ্টেম্বর ২০১৫ | ৪৯৭৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.246.22 | ২৭ অক্টোবর ২০১৫ ২৩:২৬684613
  • Date:27 Oct 2015 -- 08:49 PM
    ওহো, কাট-আউটের কথ হচ্ছে বুঝি, তাইলে দেখুনঃ

    অধ্যাস! অধ্যাস!!
  • lcm | 146.152.142.60 | ২৭ অক্টোবর ২০১৫ ২৩:২৯684614
  • খেলা হচ্ছে না! গোলপোস্ট নেই তাহলে !
  • lcm | 146.152.142.60 | ২৭ অক্টোবর ২০১৫ ২৩:৩১684615
  • দেখনদারির গোলপোস্ট , ৮৮ ফুটের কে বসালো তাহলে! কে? কে?
  • Atoz | 161.141.84.176 | ২৭ অক্টোবর ২০১৫ ২৩:৫৪684616
  • এল সি এম, মমোদিদির গলায় ওটা কীসের মালা? রজনীগন্ধা আর গোলাপ?
  • lcm | 117.77.75.125 | ২৮ অক্টোবর ২০১৫ ০১:২৮684617
  • গাঁদা ?
  • lcm | 146.152.142.63 | ২৮ অক্টোবর ২০১৫ ০৪:৩৪684618
  • কিন্তু পিটি, এই অধ্যাস টা কি ব্যাপার?
  • PT | 213.110.246.25 | ২৮ অক্টোবর ২০১৫ ০৭:৪১684619
  • "বেদান্তের মূল কথা অধ্যাস। যেটা যা নয়, তাকে তা-ই বলে দেখা। ‘সত্য’ বলে যা ধরে নিই, তা যে আসলে যে ভ্রম, তা টের পাওয়াটাই হল চ্যালেঞ্জ।"
    http://www.anandabazar.com/editorial/%E0%A6%AF-%E0%A6%B9%E0%A7%9F-%E0%A6%A4-%E0%A6%A8%E0%A7%9F-1.227956#
  • SC | 117.206.251.114 | ২৮ অক্টোবর ২০১৫ ০৮:৩৪684620
  • লুম্পেন ব্যাপারটা ঠিক কি? আমার ধারণা এটা এক ধরনের বামপন্থী ঘোমটা।
    আগেকার ফিউডাল overlord রা বলতেন "ছোটলোক", "নিচুজাত"। আলোকপ্রাপ্ত তা ঘোমটা দিয়ে তাকেই বলেন লুম্পেন।
    গজদন্তমিনারে বসে জনগণ কে লুম্পেন ভাবলে আসতে আসতে irrelevance এর দিকে এগোতে হয়।
    ৮৮ ফুট না কি ঠাকুর, ওটা মানুষের celebration । এতে খারাপ তো কিছু দেখি না। ধর্মের উপরে ভিত্তি করেই আমাদের সমাজ গড়ে উঠেছে, সেই সমাজের celebration , উচ্ছাসের ভিত্তিও ধর্ম।
    দাবি তা কি বুঝছি না। কেউ হাহা হিহি করে আনন্দ করতে পারবে না, সকলকে রামগরুরের ছানা সেজে মার্কস রচনাবলী পড়তে হবে?

    আর পাড়ার পাচুর তাবিজে বিশ্বাসটা তো তার বিশ্বাস। যুক্তিবাদী জ্যাঠামশাই রা এসে কেন পাচুকে কি বিশ্বাস করতে হবে, তার নিদান হাঁকবেন?
  • PT | 213.110.246.25 | ২৮ অক্টোবর ২০১৫ ০৮:৪২684621
  • অনেকেই ধার্মিক বিশ্বাসের কারণে মেয়েদের মাথায় কাপড় চাপা দিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রাখে। সেসব নিয়ে জ্যাঠা-জেঠীরা কেন অকারণ গোলমাল করে কে জানে!!
  • sm | 233.223.159.119 | ২৮ অক্টোবর ২০১৫ ০৯:০৩684121
  • নাও, পিটির সমস্ত চাহিদা পূর্ণ করে দিলাম । লিংক এ আছে জ্যোতি বসুর বিশাল কাট আউট আবার পার্টির মিছিলে; কোনো সভায় নয়।
  • | 183.17.193.253 | ২৮ অক্টোবর ২০১৫ ০৯:০৫684122
  • যথেষ্ট বিশাল হয় নি।
    এক্ষুনি ফিতে-গজ দিয়ে মেপে বলে দিচ্ছি।
  • Bratin | 11.39.36.184 | ২৮ অক্টোবর ২০১৫ ০৯:১২684123
  • লোক দের শেখাবে কি এস ই? নিজেদের প্রথম সারির নেতা রাই তারাপীঠ,হজ ইত্যাদি ( অবশ্য মঝে মঝে)। আবার বড় দাদু কে জিগালে তিনি বলেন

    " ওটা ( সুভাষ( চক্রো)) একটা পাগল!!"

    আহা চোখে জল এসে যায় এই দ্বিচারিতা দেখে। আর পাগড়ি, দাড়ি ইত্যাদি র ( হরকিশন সিং সুরজিত) কথা বাদ দিন ওত শিখ ধর্মের অঙ্গ। ঃ)))
  • sm | 233.223.159.119 | ২৮ অক্টোবর ২০১৫ ০৯:১৫684125
  • তার জন্যে ৮৮ ফুট আখাম্বা পুতুল তৈরি করার দরকার কি?
    ---
    আবার সিম্পুল জিনিস বোঝায় গলদ। বারোয়ারী পুজো হলো সার্বজনীন।ধনী, দরিদ্র সবার পুজো।এটা নিজের বাড়ির পুজো নয়। প্যান্ডেল, মূর্তি, আলোকসজ্জা এগুলো তে দেখন ধারী গিরি থাকবেই।আপনার শত আপত্তি থাকলেও থাকবে। এটাকে লুম্পেন গিরি বলা আর নিজ মস্তিস্ক্ব প্রক্খালিত হয়েছে বলা একই রকম।
    আমরা যখন দিলওয়ারা মন্দির, স্বর্ণ মন্দির দেখতে যাই; তখন তার দেখন ধারী এসপেক্ট নিয়ে প্রশ্ন তুলি তো?
  • PT | 213.110.246.25 | ২৮ অক্টোবর ২০১৫ ০৯:১৫684124
  • বেশ তুলনা যখন করছেনই এবার তাহলে সংখ্যায় প্রকাশ করুন। জ্যোতিবাবুর জীবিত কালে কত গুলো কাট-আউট দেখেছেন আর জয়া বা মমতার জীবিত কালে কতগুলো দেখছেন।

    তিনোরা যা করে সেটাকে সমর্থন করেন এটা সরাসরি বললেই তো হয়। এত হাত ঘুরিয়ে নাক দেখানোর দরকার কি?
  • sm | 233.223.159.119 | ২৮ অক্টোবর ২০১৫ ০৯:২১684126
  • আরে আপনি ই তো ঘটা করে বললেন, ওগুলো পুলুশের অনুমতি নিয়ে মঞ্চে রাখা পোস্টার। তা, আমি মিছিলের ছবি সেঁটে দিলাম ; আবার নিউস হেডিং এ কাট আউট শব্দবন্ধের উল্লেখ আছে।
    এবার আপনি নিয়ে পড়লেন; তিনো দের সঙ্গে সংখ্যার তুল্য মূল্য বিচারে।
    এটা গোলপোস্ট সরানো হচ্ছে না, গোলপোস্ট কাঁধে করে ঘোরা হচ্ছে কে জানে!
  • Bratin | 11.39.36.184 | ২৮ অক্টোবর ২০১৫ ০৯:৩৫684127
  • না তার আগে এই সব বাম নেতা দের ধর্মের প্রতি "টান" র ব্যাপার টা তুমি বুঝিয়ে দাও পিটি দা
  • lcm | 118.91.116.131 | ২৮ অক্টোবর ২০১৫ ০৯:৪২684128
  • ছাতাটা ভালো ---
  • lcm | 118.91.116.131 | ২৮ অক্টোবর ২০১৫ ০৯:৪৪684129
  • অধ্যাস - বেশ।
    অর্থাৎ, ‘সত্য’ বলে যা ধরে নিই (এই যেমন কোনো কাট-আউট ছিল না), তা যে আসলে যে ভ্রম....
  • PT | 213.110.246.230 | ২৮ অক্টোবর ২০১৫ ০৯:৪৯684131
  • যারা স্বর্ণমন্দির আর আখাম্বা মাপের পুতুলের ঔৎকর্ষের ফারাক করতে পারেনা তাদের সঙ্গে তক্ক করাই বৃথা!!
  • lcm | 118.91.116.131 | ২৮ অক্টোবর ২০১৫ ০৯:৫৩684132
  • তা ঠিক।
    ঔৎকর্ষ কি সবাই বোঝে।
  • Blank | 24.96.11.131 | ২৮ অক্টোবর ২০১৫ ০৯:৫৮684133
  • পাবলিক প্লেসে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, রাস্তা জুড়ে পুজো, বিসর্জন ইমিডিয়েট আইন করে বন্ধ করা উচিৎ।
  • | 213.132.214.83 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:০৮684134
  • "কাঁদালে তুমি মোরে, ভালোবাসার ই ঘায়ে.." ঃ))))
  • j | 151.197.16.185 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:১০684135
  • ব্ল্যাংক কে ক

    ....গড়িয়াহাট থানা থেকে অদূরে একডালিয়া এভারগ্রিনের মত একটা ক্লাব কোন সাহসে দুটো মেজর রাস্তার জংশন বন্ধ করে পুলিশ পারমিশন পায় ! যেদোমেদো নব্য পুজো কমিটির রাস্তা-পার্ক দখল , রাস্তা আটকে ময়্দান বানিয়ে নামাজ পড়া এসব তুললে তো আঠারো খন্ডের অমনিবাস হয়ে যাবে
  • | 213.132.214.83 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:১২684136
  • আরে রাজদীপ যে, সব কুশল তো?
  • pi | 24.139.209.3 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:২০684137
  • মমতা বা তিনো নেতাদের কাট আউট অনেক বেশি এ নিয়ে মনে হয় তর্ক হয়না। প্রচুর পয়সা নষ্ট আর নেতাপুজো ব্যাপারটা ভাল লাগেনা সেও ঠিক, কিন্তু তা দিয়ে এই টইয়ের পুজো আচ্চা বেড়ে যাওয়ার সাথে কী সম্পর্ক ?

    কোলকাতার থিমপুজোর রমরমাটা কিন্তু ভালৈ লাগে, পুজোর ধর্মীয় ব্যাপারস্যাপার মোটামুটি অনেকটাই কেটে গিয়ে বেসিক্যালি সারা শগর ব্যাপী হস্তশিল্প প্রদর্শনী দেখছি মনে হয়। সেটা দিব্বি লাগে।
    বাড়াবাড়ি না হলে, অন্যদের অসুবিধে না করলে ভাসান নিয়ে হুল্লোড় কি পুজোর দিনে গান বাজনা অনুষ্ঠান ই বা খারাপ কী ? পুজো তো দিন দিন উপলক্ষ্য মাত্র হয়ে যাচ্ছে, মূর্তিও মোটামুটি ভাস্কর্য সৌকর্যের প্রতিযোগিতা।

    আমার প্রশ্ন ছিল, লোকজনের ধর্মকে কেন্দ্র ক'রে উৎসবের হুজুগ বাড়ছে, নাকি ধর্মে কর্মে বিশ্বাস ই ?

    তবে, এবার আরেকটা জিনিস মনে হল, অনেকেই সেটাও বলছে। এগুলো এখন ইজি মানিরও মাধ্যম।
  • sm | 233.223.159.119 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:২১684138
  • ওটা কোনো আখাম্বা পুতুল নয়। ওটা দূর্গা প্রতিমা ও যথেষ্ঠ ঔত্কর্ষ মূলক হয়েছে। অলরেডি নিক্ক পার্কের মালিক গোষ্ঠী, টেকনো ইন্ডিয়া ও বিড়লা গ্রুপ কিনে নেবার আগ্রহ দেখিয়েছে। আপাতত রাজারহাট ইকো পার্কে অবস্থান নেবে স্থির হয়েছে।
  • blank | 11.39.36.37 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:২৬684139
  • কারা যেন কার ছবিও অনেক টাকা দিয়ে কিনেছিল। সে কি উতকর্ষ রে বাবা।
  • j | 151.197.16.185 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:২৯684140
  • হুল্লোড় করা ভাসানের ট্রাক থেকে উড়ে আসা টিক্কা -টিপ্পনী নাহয় বাদই দিলাম , পাশ দিয়ে যাওয়া গাড়ি, বাস মায় জরুরী পরিষেবার যানবাহনের প্রতি যা বেওহার হয় তাতে দিনের শেষে স্মাইলি ছাড়া কিছুই পড়ে থাকে না

    আর রাস্তা , গলি , লেন এক্পক্ষকালব্যাপী বন্ধ করাটাও কি ডিসকাউন্টেড
  • pi | 24.139.209.3 | ২৮ অক্টোবর ২০১৫ ১০:৩৫684142
  • একটা ভাসানে গেলাম। অনেক ভাসান রাস্তায় দেখলাম ও। কোথাও টীকা টিপ্পনী দেখিনি। আর হলেও সেটা আর আলাদা কী ? যারা দেবে, এমনিও দেবে, ভাসান বলে তার আলাদা কী দোষ ?
    আর লোকজন ট্রাফিক ও যতটা পারছে সামলিয়েই করছে দেখলাম।
    রাজদীপের কী বক্তব্য, সব বন্ধ করে দেওয়া উচিত ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন