এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুজোআচ্চা আচারবিচার কি তরতরিয়ে বাড়ছে?

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ সেপ্টেম্বর ২০১৫ | ৪৯৭৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 113.6.157.186 | ২৮ অক্টোবর ২০১৫ ১২:০৩684177
  • কমন এরিয়া যেমন রাস্তা-সাইডওয়াক -বাচ্চাদের খেলার মাঠ এসব দখল করে পুজো-নাচানাচি অবিলম্বে বন্ধ হওয়া দরকার । বা বন্ধ করতে হবেনা জাস্ট এটুকু ক্যাভেত দিক যে গিয়ে বেআইনি কন্স্ত্রাক্ল্ষণ আইনে ভেঙ্গে দিলে পুলিশ প্রটেকশন দেবেনা । আমার কাছে ওসব সামাজিক-ধার্মিক-ঐতিহাসিক এর কোনো পার্থক্য নেই । সব ঘুরেফিরে কিছু লোকের মস্তির দায় সব লোকের ঘাড়ে চাপানোর চেষ্টা । যে যার প্রাইভেট এরিয়াতে উইদিন সাউন্ড রেঞ্জ পুজো করুক -বলি দিক -নেত্য করুক সমস্কিতি মারাক যা খুশি করুক । রাস্তা আটকে রবিন্দজযন্তি কল্লেও জাস্ট ভেঙ্গে দেওয়ার পক্ষপাতি ।
  • PT | 213.110.246.22 | ২৮ অক্টোবর ২০১৫ ১২:০৩684176
  • "আমি ও আমার সাথে যাদের মতে মেলে = ভালো, এল্সে খারাপ)। তার পরে সেই ডেফিনেশন অনুযায়ী লোককে বললাম, কি করে ভালো হতে হবে। ঃ)"

    ইঃ, বিদ্যাসাগর বিধবা বিবাহ নিয়ে লড়ে কি রাম জ্যাঠামোটাই না করেছিলেন। আর এই উইলিয়াম কেরি লোকটা-তোর কি দরকার ছিল বাপু ভারতীয়দের নেকা-পড়া শেখানোর মত জ্যাঠামো করে সেই ১৮২৭ সালে ভারতের প্রথম আধুনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার!! এই দ্যাকো আরেক জ্যাঠার কম্মকীর্তিঃ John Bethune established a school for Indian girls in 1850 at a time when women's education was frowned upon in the society. The Bethune College for girls was set up by him in 1879.
  • pi | 24.139.209.3 | ২৮ অক্টোবর ২০১৫ ১২:০৬684178
  • হাউসিং এর ভাসান আর ক্লাব এর ভাসান এক এরকম কিছু বলেছি বলে মনে হয়্না। দুটো ভাসানেই গেছি বললাম তো। যাহোক, আমি যেগুলোতে গেছি, খুব কিছু আলাদা লাগেনি। শুধু হাউসিং এর্টা কিছুটা গেটেড কম্যুনিটির পাব্লিক, পাড়ায় নানা স্ট্রাটার লোকজনের ( বাড়ির কাজের দিদি, রান্নার মাসি, গোয়ালা, মিস্তিরির সাথে বাড়ির লোকজনকেও যেতে দেখি )একসাথে যাওয়া। এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং। ( ডিঃ এটা আমাদের পাড়ার কথা বলেছি)
    আর ভাসানে আমার ইন্টারেস্ট ছবি তোলা আর লোকজনকে নাচতে, আনন্দ করতে দেখতে ভাল লাগে। তো, সে জন্য মিছিলের এমাথা থেকে ওমাথা দেখি, ইন্টারেস্ট নিয়েই। ঐ মেয়েদের টিটকিরি টিপ্পনি সত্যি ই নজরে পড়েনি। বরং একটা জিনিস এবার দেখে ভাল লাগলো। কিছু কিছু ছেলেরা মেয়েরা একসাথে নাচছে ঃ)। ফ্রি মিক্সিং টা খুব জরুরি মনে হয়, এই বাহানায় হলেও বা মন্দ কী ? এসব বেশি হতে থাকলে মেয়ে নামক অন্য গ্রহের জীবকে দেখলে সিটি টিপন্নী অনেক কমে যাবে বলে মনে হয় ঃ)

    কিন্তু এই ভাসান তো আগের বাম জমানাতেও হত, এখনও হচ্ছে। এখন আলাদা কী হচ্ছে যে এখন এত আপত্তি, শোরগোল এই নিয়ে ?
  • PT | 213.110.246.22 | ২৮ অক্টোবর ২০১৫ ১২:১১684179
  • ২০১৫-র ৮৮ ফুট মাটির ঢ্যালাটাকে কি ১১০০ বছ আগের গোমতেশ্বর মূর্তির সঙ্গে তুলনা করতে বলছেন? সব কিছু বাদ দিয়েও, in terms of creativity? এই আখাম্বা পুতুলটা কি আগামী ১১ বছর দাঁড়িয়ে থাকবে খোলা আকাশের নীচে?
  • Ekak | 113.6.157.186 | ২৮ অক্টোবর ২০১৫ ১২:৫৩684180
  • শেষে ক্রিয়েটিভিটি ?? আপনার ক্রিয়েটিভ মনে হচ্ছেনা বলে অন্য মূর্তির সঙ্গে তুলনা করা যাবেনা ? আমার তো মায়াকভস্কি কে কবি হিসেবে অতি নিম্নমানের মনে হয় যে কি পার্টি ব্যাকাপ না থাকলে কোথাও কেও নাম জানতনা । তাইবলে আমি কি মায়াকোভস্কির বই বিক্কিরি বন্ধ করতে বলব ? আর ওই তো ক্রিয়েটিভিটির ছিরি মশাই .....যতীন চকোত্তি রামকিঙ্কর বেইজ এর তৈরী রবীন্দ্র মূর্তি নিয়ে কি মন্তব্য করেছিলেন মনে নেই ? ফেস দ্য ফ্যাক্ট যে ওই আখাম্বা আবাল মূর্তি কিছু বাঙালি মিলে বানিয়েছে এবার ওরা ওটা হজম করুক ।
  • sm | 233.223.159.253 | ২৮ অক্টোবর ২০১৫ ১৩:০৪684181
  • কি আশ্চর্য্য, এতো কদর্য্য ভাবে কোনো শিল্পীর শিল্পকীর্তি কে আক্রমন করতে কখনো দেখিনি। আমি তো ক্রিশ্নগরের তৈরী মাটির পুতুল, বাঁকুড়ার কাঠের ঘোড়াকেও শিল্পকীর্তি হিসেবে মানি।এনি ওয়ে যার যার নিজের রুচির ব্যাপার। তর্কে প্রমিনেনস পাওয়ার জন্য এতটা না করলেও চলতো।
    দ্বিতীয়ত বিরাট করে কোনো মূর্তি বা স্ট্যচ্যু তৈরী করা জাতি ধর্ম নির্বিশেষে সব দেশেই দেখা যায়। আমেরিকা তে স্ট্যচ্যু অফ লিবার্টি, লেনিনগ্রাদে লেনিনের মূর্তি কি ইনফিরিয়র কম্প্লেক্সিটি থেকে বেরোবার উদাহরণ?
    যে অর্টিকেল টি দিলেন; সেটি কি শুধুই নিউস না আপনার ভিউস?
    যদি শুধুই নিউস হয়, তাহলে কুনো কথা নাই; কিন্তু ভিউস হলে দুইখান কথা আছে।
    ---
    আর একজন এই প্রসঙ্গে লিখলেন ছবি কেনার টাকার কথা ও ঔত্কর্ষ্য নিয়ে। তা, লক্ষ লক্ষ বাঙালিকে এতদিন যে জোর করে কিনিয়ে দেওয়া জন শক্তি পড়তে হয়েছে; সেটা কিরকম ঔত্কর্ষে ঠাসা ছিল, জানাবেন?
    --
    দূর্গা পূজা এরকম ভাবেই গত ছয় দশক চলে আসছে এবং চলবেও।হ্যা , ভাসানে অসুবিধে হয় ঠিকই কিন্তু উপযুপরি বন্ধ আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মিছিল যতটা অসুবিধে ও ক্ষতি করেছে তার চাইতে ঢের কম।
  • PT | 213.110.246.23 | ২৮ অক্টোবর ২০১৫ ১৩:০৫684182
  • বোঝো কান্ড! শুধু তক্কে জেতার জন্য ঐ আখাম্বা মূর্তিটাকে গোমতেশ্বর মূর্তির status দিতে হবে।
    আর এখন creativity মাপার গজ-ফিতে হচ্ছে যতীন চক্কোত্তি!!
  • lcm | 118.91.116.131 | ২৮ অক্টোবর ২০১৫ ১৩:১৭684183
  • না, না, তা কেনো - কিন্তু গোমেতেশ্বর তো আরো বিশাল সাইজ, মানে তাতে কি বলা যায় সেই সময় এর মানুষ ইনফিরিওরিটি কম্‌প্লেক্স ঢাকার জন্য বড় সাইজের মূর্তি বানিয়েছিল । তেমন বলা যায় না।

    মানে, মানুষ যখন কোনো কিছু খুব বড় স্কেলে করে -- বিশাল মানে কিন্তু শুধু মূর্তির সাইজে বিশাল নয় - এই যেমন, আশির দশকে মহম্মদ আলি পার্কের পুজোর বাজেট হত ১০ লাখ টাকা - এই অ্যামাউন্টটা বিশাল - একটা বিশালত্বের পরিচয় দেয়। এর মানে কি মানুষের ইনফিরিয়রিটি কম্‌প্লেক্স?

    না বোধহয়।
  • blank | 11.39.39.225 | ২৮ অক্টোবর ২০১৫ ১৩:২৭684186
  • এখানে তো কেউ বলে নি যে সিপিএম আমলে রাস্তা বন্ধ করে পুজো বিসর্জন হতোনা বা তাতে ঝাট জ্বলতো না। তবে লাস্ট বছর দশেক ধরে অনেক অনেক বেড়েছে। আর তিনো আমলে যেটা বেড়েছে সেটা হলো লাগাম ছারা পুজোর বাজেট, ক্লাবের দাদাগিরি। মাঝ রাতে মাইক বাজিয়ে নাচ আর তাই নিয়ে কিছু বলাও যাবেনা এমন হাব ভাব।
  • Ekak | 83.225.150.191 | ২৮ অক্টোবর ২০১৫ ১৩:২৭684184
  • আপনি একটা গজ ফিতে বলুননা , যদি এরকম কোনো জেনেরিক গজ ফিতে যদি থেকে থাকে । নইলে আপনার কথাগুলোকেই বা তর্কের জন্যে তর্ক ধরে নেবনা ক্যানো ? একটা বিশাল বড় মূর্তি বানিয়েছে । সেটা পাবলিক এর চলাচলের জায়গা অধিকার করে থাকলে বিরোধিতা করা যায় , সেটা এভিয়েশন ডিপার্টমেন্ট এর আওতায় এলে ( খুব উঁচু মূর্তি এয়ারপোর্ট এর কাছে ইত্যাদি ) বিরোধিতা করা যায় , সেটা ভঙ্গুর হলে পাবলিক সেফটি গ্রাউন্ডে বিরোধিতা করা যায় । আপনার গ্রাউন্ড টা কি ??
  • blank | 11.39.39.225 | ২৮ অক্টোবর ২০১৫ ১৩:৩০684187
  • আখাম্বা মুর্তির জন্য আমাকে রাস্তায় আটকে পরতে না হলেই হলো।
    আর আমার ট্যাক্সের পয়সায় ঐ জালি জিনিস সঙ্গরক্ষন না করলেই খুশি হবো।
  • j | 151.197.16.185 | ২৮ অক্টোবর ২০১৫ ১৩:৩২684188
  • রাস্তা দখল করে ভাসান - প্রসেসন নামক কালচারটি যে জমানায় হোক (গুপ্তযুগ ইনক্লুডেড) না কেন এই ফর্মে আপত্তি আছেই

    আর লসাগুদা - ১০ লাখ বা ১০ কোটি বড় মনের বাজেটের ফান্ডের সোর্স অডিট এবং যথেচ্ছ গা-জোয়ারিটাকেও নিশ্চই উড়িয়ে দেওয়া হচ্ছে না
  • Ekak | 83.225.150.191 | ২৮ অক্টোবর ২০১৫ ১৩:৩৭684189
  • রাস্তা দখন করে মিছিল -অবস্থান ধর্মঘট -দরজার সামনে বসে পরা নিয়ে কি বক্তব্য ? আমার এগুলোতেও আপত্তি আছে এলং উইথ রাস্তা দখল করে পুজো -রসুন সন্ধ্যে ইত্যাদি ।
  • lcm | 118.91.116.131 | ২৮ অক্টোবর ২০১৫ ১৩:৪০684191
  • অবশ্যই নয়।
    সারদা কেলেংকারি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ইতিহাসে সবথেকে বড় জালিয়াতি - গরীব রিক্সাচালকের, সব্জি বিক্রেতার রক্ত জল করে উপার্জন লুটপাট হয়ে গেছে, সেলিব্রিটি নায়িকা/পরিচালিকা নিজের ব্র্যান্ড ভ্যালু দেখিয়ে নাম-না-ম্যাগাজিনের থেকে মাসে মাসে লাখ লাখ টাকা নিয়েছে, নেতাদের কথা আর আলাদা করে বলার কিছু নেই।
    কিন্তু, এর সঙ্গে দিন-আনে-দিন-খাই মানুষের লম্বা ঠাকুর দেখে হুমড়ি খেয়ে পড়ার সম্পর্ক নাই। মানুষ অত্যুৎসাহী। মানসিক রোদী পার্থ দে-কে দেখতেই ভিড় জমিয়ে ফেলে, ঠাকুর দেখতে গিয়ে তো স্ট্যম্পিড হতেই পারে।
  • PT | 213.110.246.23 | ২৮ অক্টোবর ২০১৫ ১৩:৪০684190
  • উড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে জোরদার!
    ঐ যে ৮০-র দশকে মহম্মদ আলী পার্কে ১০ লাখ টাকার পূজো হত তাই এখন দেশপ্রিয়র ২৫ কোটি আর আখাম্বা মটির ঢেলা জাস্টিফায়েড!!
  • lcm | 118.91.116.131 | ২৮ অক্টোবর ২০১৫ ১৩:৪২684193
  • আর এই মাটির ঢেলা - এরকম বলা ঠিক না। মানে তাহলে তো সব ঠাকুরই মাটির ঢেলা - এ কেমন কথা।
  • lcm | 118.91.116.131 | ২৮ অক্টোবর ২০১৫ ১৩:৪২684192
  • টাকার ডিভ্যালুয়েশনে, জানি না ঠিক কত - ১৯৮৩ সালে ১০ লাখ কিন্তু এখনকার হিসেবে অনেক।
  • j | 151.197.16.185 | ২৮ অক্টোবর ২০১৫ ১৩:৪৫684194
  • আচ্ছা শিল্পের নামে বেশ কিছু ঠাকুর দেখতে গিয়ে ঘৃণাবোধ হয় না ? যে এই পূজোর সভাপতি চিটফান্ড-কেলেংকারী জেলখাটা মন্ত্রী , অমুক পূজোর খুঁটি কোন কোল-মাফিয়া কাউন্সিলর , কুরুচির কর্ণধার চারু মার্কেটে বোম মারা গুন্ডা

    ঠিক কি ভাবে ভাবা প্র্যাকটিস করতে হয় এদের ফান্ড করা প্যান্ডেল-শিল্পের প্রশংসা করার সময় ?
  • | 213.99.211.18 | ২৮ অক্টোবর ২০১৫ ১৩:৪৮684195
  • বাম আমলে এই রকম ছিল না বুঝি?
  • lcm | 118.91.116.131 | ২৮ অক্টোবর ২০১৫ ১৩:৫২684197
  • জে-র কোশ্চেনটা ঠিক, কিন্তু এর উত্তর ওভাবে দেওয়া মুশকিল।
    সারা দেশ জুড়েই বহিদিন ধরেই এটি আছে। বম্বে মাফিয়া-দের গণপতি পুজো থেকে কলকাতার ফাটাকেষ্টর কালী।
  • san | 113.245.13.200 | ২৮ অক্টোবর ২০১৫ ১৩:৫৪684198
  • মাটির ঢেলাকে অন্য কী বলতে হবে ? শ্রীশ্রীচণ্ডীর মৃন্ময়ী রূপ ? :-D
  • PT | 213.110.246.23 | ২৮ অক্টোবর ২০১৫ ১৩:৫৭684200
  • বাম আমলে ছিল বলে এখন জাস্টিফায়েড। তক্কে আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি!!

    আরে বাবা ইতিহাস তো আর ১৯৭৭ থেকে শুরু হয়নি। বাম কেন তার আগে ফাটাদা, তারো আগে প্রজা ঠেঙিয়ে পয়সা করা জমিদারেরা ব্যাপক পূজো-পাঠ, কাঙালীভোজন ইত্যাদি করত। তো সেসব ঠিক-ই ছিল তাইতো?
  • pi | 192.66.112.243 | ২৮ অক্টোবর ২০১৫ ১৩:৫৭684199
  • জে তো এদের ধরার জন্য আন্দোলন হোক না। কে কোন পুজোর সভাপতি তার জন্য শিল্পীর কাজকে প্রশন্সা করতে পারব না?
  • | 213.132.214.85 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:০২684202
  • সব ভুল।

    শুধু মাঝের ও ই ৩৪ বছর এ সব সব ঠিক। হয়েছে? এই বার ক্ষান্ত দাও। ঃ))
  • Ekak | 83.225.150.191 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:০২684201
  • "ঠিক কি ভাবে ভাবা প্র্যাকটিস করতে হয় এদের ফান্ড করা প্যান্ডেল-শিল্পের প্রশংসা করার সময় ?"

    সবকিছুর প্রশংসা করতেই বা হবে ক্যানো ? অখাদ্য হয়েছে বলুন , নিন্দা করুন । পেইড ক্রিটিক তো নই যে প্রশংসা করার দায় পরেছে । কিন্তু অপছন্দ হলেই সেটা করা যাবেনা এই চাপিয়ে দেওয়ার প্রবণতা মারাত্মক ।
  • pi | 192.66.112.243 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:০৩684203
  • এখানকার লোকজনকেই তো কত মন্দিরে ঘোরার কথা প্রশন্সার কথা বলতে শুনেছি। কোন কোন অত্যাচারী রাজারাজড়া টাকা ঢেলেছিলেন ভেবে বয়কট করা উচিত। আর ঐ মূর্তি কেমন বলতে পারবো না কিন্তু বহু প্যানডেল বহু মূর্তি খুব সুন্দর। হাতের কাজ হিসেবে। ফেলে দেওয়া হয় ভেবে খারাপ ই লাগে।
  • lcm | 118.91.116.131 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:০৫684204
  • হ্যাঁ, সেটা তো ঠিক। শুরু করলে তো তাজমহল থেকে শুরু করা উচিত, আমরা টিকিট কেটে দেখি, প্রশংসা করি।
    মানে ঐ আর কি...
  • pi | 192.66.112.243 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:০৭684206
  • সত্যি ভাবি কীভাবে প্র্যাক্টিস করতে হয় তাজমহলের প্রশন্সা করার সময়। শাহজাহান কত লোককে মারলো কাটলো কীকরে যে ভুলে তাজমহল ভাল লাগা সম্ভব!
  • | 213.132.214.83 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:০৭684205
  • এবারে গেলে ফান্ডিং ব্যাপার টা ভাববো । ভাবতে ভাবতে দেখবো..
  • pi | 192.66.112.243 | ২৮ অক্টোবর ২০১৫ ১৪:০৮684208
  • আরে লসাগুদাও তাজমহল লিখেছেন দেখি। সত্যি চিন্তায় পড়ে গেলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন