এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুজোআচ্চা আচারবিচার কি তরতরিয়ে বাড়ছে?

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ সেপ্টেম্বর ২০১৫ | ৪৯১৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.243.21 | ৩০ অক্টোবর ২০১৫ ১০:৫২684443
  • "যাক, বেলাগাম ও বেড়ে যাওয়া অসভ্যতার সাথে পিটিদা তিনোকে জুড়ছেন না। পয়েন্ট নোটেড ;)"
    ওটা আপনারই সিদ্ধান্ত এবং সম্ভব্তঃ ইচ্ছাও। পিটিদা তেমন কিছু বলেনি।
    সমস্যা হচ্ছে যে এই বেলাগাম অসভ্যতার কালে তিনোরা ক্ষমতায়। রাজ্যের মাথা গভীরভাবে জ্যোতিষে বিশ্বাসী, সরাসরি পূজোপাঠে (এবং নমাজেও) অংশ নেন-কাজেই তাঁর আমলে আরো উৎসাহের সঙ্গে মানুষ জন পুজোয় অংশ নেবে। তার সঙ্গে তিনি মাস্টার ঠ্যাঙানোকে "ছোট ছোট" ছেলেপিলেদের ভুল বলে উপস্থাপন করেন। সেজন্যে অসভ্যতার ডেফিনিশনটাও এ আমলে বদলে গিয়েছে। কাজেই এ আমলে পুজোকালীন অসভ্যতাকে একদমই অসভ্যতা হিসেবে ধরা হবে ন। সেটা যে তাঁর অনুগামীরাও মনে করে না সেটা খানিকটা টের পাওয়া যাচ্ছে।

    জানি জানি আগের কালে ঘন ঘন ভীড়-ভাট্টা করে সাম্রাজ্যবাদবিরোধী বা আমেরিকা-বিরোধী মিছিল বেরোত। এখন কথা হচ্ছে কে কোন ভীড়ে অংশ নিতে বেশী উৎসাহী সেটা তো তার নিজস্ব ব্যাপার।
  • SC | 117.206.251.114 | ৩০ অক্টোবর ২০১৫ ১১:২৪684444
  • রাজ্যের মাথা পুজাপাঠে নামাজে অংশ নেন, জ্যোতিষে বিশ্বাসী তো আপনার কি?
    উনি তো মার্কসবাদী নন, ধর্মপরায়ণ মানুষ, আর পাঁচটা লোকের মত। এতে দোষের কি আছে বুঝলাম না।
    এখানে তো এখনো বিপ্লব হয়ে যায়নি, যে ধর্ম করতে দেখলে ক্যাঙ্গারু কোর্ট এ বিচার হবে। এখনো বুর্জোয়া গণতন্ত্র মশায়।
    আপনার সাথে যে disagree করে, তারও নিজের মত বেঁচে থাকার অধিকার আছে।
    যদ্দিন না বিল্পব হয়ে যায়, ওদের সাথে একট ক্ষমা ঘেন্না করে মানিয়ে নিতে হবে। :)

    কে কোন ভিড়ে অংশ নেবে সেটা তাদের উপরে ছেড়ে দিন না।
  • | 213.132.214.84 | ৩০ অক্টোবর ২০১৫ ১১:৪৩684445
  • ওফ!! পাই কে নিয়ে আর পারা গেল না ( ৯ঃ৩৭ র পোস্ট পড়!!)

    শোনো থাম্ব রুল হল যা কিছু বদমাইশি/দুষ্টুমি/অন্যায়/অবিচার ইত্যাদি যারা করে তারা চোখ বন্ধ করে তিনো।

    আর যা কিছু ভালো/সুন্দর ইত্যাদি ইত্যাদি কাজ যার করছেন চোখ বন্ধ করে তারা বাম টু বি প্রিসাইজ সিপিএম।

    এত দিনে এই টাও শিখলে না। হায় হায়!! ঃ))))
  • বামপন্থী | 208.7.62.204 | ৩০ অক্টোবর ২০১৫ ১১:৪৫684446
  • বিপ্লব যেদিন আসবে!

    উফ্ফ বিপ্লব যেদিন আসবে!!

    ভেবেই দুটো রসগোল্লা খেয়েনি বাবা
  • ranjan roy | 24.97.247.250 | ৩০ অক্টোবর ২০১৫ ১২:১৯684447
  • পিটি,
    কিছুই ঘেঁটে যায় নি। ঘেঁটেছে আবাপ'র নিউজ এর বদলে ভিউজ কে পাত্তা দেব কি না। সেখানে আপনি গোলপোস্ট সরাচ্ছে।
    নাঃ, সম্পাদকীয় না হয়ে সম্পাদকীয় পাতার অনুমোদিত প্রবন্ধ।
    কিন্তু বুদ্ধবাবুর বক্তব্য নিয়ে আবাপ'র লেখাটা প্রবন্ধই ছিল। তখন তো রে রে করে উঠেছিলেন নিউজ/ভিউজ ইত্যাদি নিয়ে।
    (না, না! আপনি কখনো দল পাকান না, নিউজ দেন। শুধু আপনার সাথে কিছু লোকের ভিউজ মিলে যায়, এ পাতাতেও, সুমনেরও, আবাপর ও।)

    আর এই টইয়ে সবাই নিজের নিজের বক্তব্য রাখছে, দলের কথা কেউ বলছে না। কিন্তু আপনি পরের পরের পোস্টে দল পাকানো, নিজের প্রিয় দল, ইত্যাদি শব্দবন্ধ ব্যবহার করেই চলেছেন। একটু ভাবুন।

    আর মমতার বিশ্বাস নিয়ে তো বহুবার লিখেছেন। কিন্তু আপনার প্রিয় প্রয়াত কম্যুনিস্ট যখন তারাপীঠে পূজো দিয়ে নিজেকে আগে ব্রাহ্মণ, পরে বাঙালী তার পরে কম্যুনিস্ট ঘোষণা করেন বা আরেক প্রাক্তন মন্ত্রী হজ করতে যান ( তখনও দলেই ছিলেন) তখন কবি নীরব থাকেন!!!
    দ্বিচারিতা কাকে বলে?
  • ranjan roy | 24.97.247.250 | ৩০ অক্টোবর ২০১৫ ১২:৩০684448
  • এসব অর্ধ-ইতিহাস চর্চা ছাড়ুন।
    সিপিএম এর মুখপত্র "দেশাভিমানী"র এডিটোরিয়াল বোর্ডের যে সদস্য এসব "অসত্য" খবর লিক করেছিলেন তাকে পার্টি বার করে দিয়েছে।
    সিপিআই যখন হিংসেয় জ্বলেপুড়ে এসব নিয়ে কথা তুলল তখন বিজয়ন বললেন--ফাগোল!
    কিন্তু যেই সিপিআই ফান্ডারের নাম প্রকাশ করে দেবে ধমকালো তখন বিজয়ন চুপ মেরে সিপিআইএর সঙ্গে গোপন বৈঠক করলেন। আর সিপিআই ও চুপ মেরে গেল।
    মানে, খবরটি অসত্য, ব্যস্‌।
  • PT | 213.110.243.21 | ৩০ অক্টোবর ২০১৫ ১২:৫৬684449
  • আপনি একটু টাইম-মেশিনে চড়ে বর্তমানে ফিরুন-আর কতদিন অতীতবাস করবেন?
  • | 213.99.211.18 | ৩০ অক্টোবর ২০১৫ ১২:৫৯684450
  • আর তুমি ও বর্তমানের তুষ্টি নাশ করর আগে অতীত টা একবার দেখে নাও । তোমরা " কী কী গুল খিলিয়েছিলে " ঃ)))

    তাতে আরো বেটার সমালোচনা করতে পারবে। ঃ)
  • quark | 24.139.199.12 | ৩০ অক্টোবর ২০১৫ ১৩:০২684454
  • যাই হোক্‌! 'দূর্গা' নয়, 'দুর্গা'।
  • PT | 213.110.243.21 | ৩০ অক্টোবর ২০১৫ ১৩:০২684455
  • ব কি দল পাকাচ্ছ? তোমাকে তো টাইম-মেশিনে চড়তে বলিনি।
  • PT | 213.110.243.21 | ৩০ অক্টোবর ২০১৫ ১৩:০২684453
  • "এখনো বুর্জোয়া গণতন্ত্র মশায়।"
    ওঃ তাই বোধহয় মুখ্যমন্ত্রী নিদান দেন কোন কোন খবরের কাগজ পড়া উচিত, কোন কোন কাগজ লাইব্রেরীতে রাখা হবে? আর দিল্লীর পুলিশ কেরালা ভবনে ঢুকে কে কি খাচ্ছে তার ফরেনসিক এন্যালিসিস করে?
    ধন্য ধন্য আপনার বুর্জোয়া গণতন্ত্র!!
  • | 213.132.214.83 | ৩০ অক্টোবর ২০১৫ ১৩:০৫684456
  • তোমাদের পাড়ায় পাড়ায় কেন্দ্রীয় কমিটি ছিল না?

    তারা তো গৃহকর্তা কাকে বাড়ি ভাড়া দেবে? কার সাথে মেয়ে র বিয়ে দেবে ? ছেলে কোন স্কুলে পড়বে ? ( দুষ্টু লোকে রা বলে ব্রেক ফাস্ট কী কী খাবে বা কত টা পটি করবে সেটাঅও নাকি ঠিক করে দিত)এই সব ঠিক করে দিত।

    এ গুলো সম্পর্কে তোমার বক্তব্য টা একটু শুনি।
  • | 213.132.214.84 | ৩০ অক্টোবর ২০১৫ ১৩:০৭684457
  • আবার দল কখন পাকালাম ?

    কী মশকিল!! ঃ(
  • PT | 213.110.243.21 | ৩০ অক্টোবর ২০১৫ ১৩:১৭684458
  • বঃ
    আমার বাড়ীর পেছনের বাড়িতে RSP-র MP থাকতেন। তুমি যা যা লিখেছ ৭৭-৮৩ পর্যন্ত নিজে সেরকম কিছু দেখিনি। আর তার পরেও বাড়ির কারো কাছ থেকে সেরকম মনে রাখার মত কিছু শুনেছি বলে মনে করতে পারছি না। তবে রবিবারে গণশক্তি দিতে আসত ছেলেরা। সেটা "বাধ্যতামূলক" কিনা বলতে পারব না কেননা আমার পিতৃদেব পরোক্ষে বাম ট্রেড ইউনিয়নের সঙ্গে জড়িত ছিলেন।

    তোমার বাড়িতে জোর করে কি কি করতে বাধ্য করা হয়েছিল বাম আমলে তার একটা তালিকা পেলে খুশী হব।

    তবে এখনো অপেক্ষাতে আছি যে কোন কোন উপাচার্য সিপিএমের পতাকা নিয়ে মিছিলে যেতেন সেই খবরটার জন্য।
  • | 213.99.211.18 | ৩০ অক্টোবর ২০১৫ ১৩:২৭684459
  • উপাচার্য্য রা কি আর পতাকা নিয়ে মিছিলে যায়। ওখানে অন্য রকম হিডেন ইক্যুএশন আছে।ঃ))

    আমি তো লিস্ট দিয়েছিলাম । তিন জন কে অ্যানালিসিস করে যখন দেখা গেল আর সবাই লাল। তখন তুমি বললে বাকি দের রং তুনি জানো না। আমরাও কেস টা বুঝে চুপ করে গেলাম। অতথচ "ভেতর থেকে " ব্যবস্থা করে অজিত পাঁজা দু পিস গ্যাস কানেকশ্যান নিয়েছিল সে খবর তোমার নখদর্পণে।

    দেখো মুশকিল হচ্ছে, তুমি কী দেখছো বা তোমার বাড়ির পেছন দিকে কী হয়েছে সেটা দিয়ে কিচ্ছু প্রমাণিত হয় না। যে টা বেশীর ভাগ লোক বলছে যে বেশীর ভাগ লোক জানে সেটাই অ্যাকসেপ্টেড হবে। সংসদীয় গণতন্ত্র একেই বলে।

    তুমি ( আর সম্ভবতঃ পি এম ছাড়া ) এই কেন্দ্রীয় কমিটির ( না লোক্যাল কমিটি র) "সুমহান ঐতিহ্য" সবাই জানে। সিপিএম দের পক্ষে স্বীকার কারে একটু চাপের । বাট স্টিল..
  • PT | 213.110.246.230 | ৩০ অক্টোবর ২০১৫ ১৩:৫৫684460
  • "ওখানে অন্য রকম হিডেন ইক্যুএশন আছে"
    ঊঊপ্স!! বোতিন....

    "তিন জন কে অ্যানালিসিস করে যখন দেখা গেল আর সবাই লাল।"
    এমন কোনো সিদ্ধান্তে আমি কক্ষনো আসিনি।

    "আমরাও কেস টা বুঝে চুপ করে গেলাম। "
    তোমার কাছে তথ্য আছে যে তাদের গোপন সমীকরণ ছিল?

    "দেখো মুশকিল হচ্ছে, তুমি কী দেখছো বা তোমার বাড়ির পেছন দিকে কী হয়েছে সেটা দিয়ে কিচ্ছু প্রমাণিত হয় না।"
    ঠিক, কিন্তু তুমি তো তাই জানতে চেয়েছিলে? এখন তোমার পাড়ায় সিপিএমের লোকেরা পাত্র-পাত্রী ঠিক করে দিত কিনা সেটাতো তুমি জানাবে!!

    "সবাই জানে"
    এটা খুব ট্রিকি!! সবাই এও জানে যে গণেশের পাথরের মূর্তি দুধ খায়!!
  • | 213.132.214.84 | ৩০ অক্টোবর ২০১৫ ১৪:১৩684461
  • আমি কি তখন তুমি কী লিখেছিলে সে গুলো কপি পেস্ট করবো?

    তার পরে তুমি চুপ করবে?

    ওয়েট..
  • PT | 213.110.246.230 | ৩০ অক্টোবর ২০১৫ ১৪:১৬684462
  • তা জানাও কিন্তু সিপিএমের কেন্দ্রীয় কমিটি তোমার পাড়ায় পাত্র-পাত্রী ঠিক করে দিত কিনা সেটা জানাতে ভুলো না। তাহলে তুমি কি লিখেছিলে সেটাও আমি কপি পেস্ট করব কিন্তু!!
    তোমার মোবাইল নাম্বারটা আরেকবার দেবে প্লিস?
  • ঊমেশ | 118.171.128.168 | ৩০ অক্টোবর ২০১৫ ১৪:২৮684464
  • ব্রতীন, তুমি সমালোচনা করলেও আমি লোকাল কমিটি'র বেশ বড়ো সাপোর্টার।
    এই লোকাল কমিটি'র জোড়ে লোকাল গুন্ডারা বেশী বাড়াবাড়ি করার সাহস পেত না।
    আজ ওদের ক্ষমতা নেই বলেই গুন্ডারাজ বাড়ছে।
    তৃনমুলও যদি ওরকম একটা লোকাল কমিটি বানাতে পারে, তবে সেটাই এখনকার জন্যে বেস্ট সমাধান। আমিও তাই চাই।

    বাংলা'র যা অবস্থা, তাতে মনে হয় না, মুখ্যমন্ত্রী বদলে গেলে অবস্থা কি বদলাবে। তার থেকে সব দলের ভালো লোকাল কমিটি থাকলে লোকজন গুন্ডাগিরি থেকে একটু স্বস্তি পাবে।
  • সে | 198.155.168.109 | ৩০ অক্টোবর ২০১৫ ১৫:০৭684465
  • ঊমেশের লাস্ট প্যারা হক কথা।
  • | 213.99.211.18 | ৩০ অক্টোবর ২০১৫ ১৫:১৫684467
  • কিন্তু উমেশ/সে দি, শেষে এই লোক্যাল কমিটি গুলো ই সীমা ছাড়াই নি ও ই সিটু র মতো?
  • ঊমেশ | 118.171.128.168 | ৩০ অক্টোবর ২০১৫ ১৫:৪২684468
  • ব্রতীন, এই লোকাল কমিটি'র পতনই আসলে বামফন্ট্রের পতনের একটা বড়ো কারন।
    আমার নিজের দেখা ৯৬ এ পর্যন্ত এই কমিটি গুলো তে যারা থাকতো, মোটামুটি ভদ্র, শিক্ষিত আর বেশীর ভাগই সৎ।
    এদের মুখের দিকে তাকিয়ে, এদের কথাতে সাধারন মানুষজন ভরসা করতো।
    লোকাল গুন্ডাদের এদের মুখের ওপর কথা বলার সাহস করতো না।
    ঠিক কবে যে এই লোকাল কমিটি'র পতন হলো আমার জানা নেই, তবে শেষের দিকে সব ধান্ধাবাজ দের আখড়া হয়ে ছিল, সেটা নিয়ে আমারও সন্দেহ নেই।
    মানুষজন ওদের ধান্ধাবাজিতেই ওদের প্রতি বিশ্বাস হারিয়েছিল।
  • PT | 213.110.246.230 | ৩০ অক্টোবর ২০১৫ ১৫:৪৫684469
  • রিপিটঃ
    তোমার বাড়িতে জোর করে কি কি করতে বাধ্য করা হয়েছিল বাম আমলে তার একটা তালিকা পেলে খুশী হব।
  • সে | 198.155.168.109 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:০১684470
  • হ্যাঁ ব্রতীন সীমা ছাড়িয়েছে তো বটেই। সেই ঘৃণ্য কার্যকলাপের সাক্ষী আছি। তবে তা শুনবার মতো কলজের জোর কতজনের আছে এই সাইটে? একজনেরও নেই।
  • Ekak | 125.99.196.27 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:০৯684471
  • না কোনো সীমা ছাড়ায় নি । কারণ ওসব ওদের সীমার মধ্যেই পরে । মিলিশিয়া -গুপ্ত সমিতি -লোকাল কমিটি এসব হলো বিপ্লবের হাত -পা । লোকের ঘরে ঢোকা , কে কোথায় কার সঙ্গে ঘুরছে ,কোন টা সংস্কৃতি কোনটা অপ , কে সাম্রাজ্যবাদের এজেন্ট এসব রাত্রদিন খুঁজে বেরানই ওদের কাজ । ওদের বই পত্তরেও এসবের পূর্ণ সমর্থন আছে । কোনো সীমা টিমা ছাড়ায় নি । অনুমতির পরোয়া না করে হেঁসেলে উঁকি মারা ওদের রাজনীতির অংশ ।
  • | 213.132.214.83 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:১৪684472
  • কিন্তু পিটি দার বাড়ি র পেছন দিকে তো এই সব হয় নি। তবে? ঃ(((((
  • সে | 198.155.168.109 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:১৬684473
  • সেটাই। সেটা ভয়ংকর। যারা ভুক্তভোগী তারা জানে। সেসব বলতে গেলেও মনখারাপ হয়ে যায়। কী দরকার ওসব কথা তুলে সেসব মনে করবার? ট্রমা বেড়ে যায়। রিকভার করা লেংদি প্রোসেস।
  • PM | 116.76.134.137 | ৩০ অক্টোবর ২০১৫ ১৬:১৭684475
  • উমেশকে বড় করে ক। ৭৭ এর পরে এই লোকাল কমিটির লোকজন লোকের হেসেলে ঢুকে যেতো অবলীলায়। আশীর শুরুর দিকেও মনে আছে ( তার আগে মনে নেই) ব্রিগেডের মিটিঙের আগে তারা বাড়ি এসে হাক পারতো--বৌদি ২০টা রুটি চাই অমুক দিনে। মিটিঙ আছে। মা-ও খুব উৎঅসাহের সাথে বানিয়ে দিতো। আমি ওদের কাকু বলে ডাকতাম। আমার সাথে খুব গল্প করতো রাস্তা থেকে। কখনো মনে হয় নি ওরা দারুন ক্ষমতাশালী কেউ।

    তারপর সেই সব ছেলে পুলেরা আস্তে আস্তে সরে গেলো বেশীর্ভাগই। এলো কিছু পায়া ভারী লোক, যাদের আগে চিনতাম না। একজন লোক আগে নিয়মিত দেশহিতৈষী দিয়ে যেতো বাড়িতে, সেও না নানা গল্প করে যেতো বাড়িতে। সেটাও বন্ধ হয়ে গেলো। এই ভাবে মানুষের সাথে যোগাযোগের সব দরজা জানালা বন্ধ হতে থাকলো। LC এক গজদন্ত মীনার হয়ে উঠলো ধীরে ধীরে।

    খিস্তি মারার অনেক জায়গা ছিলো, তবু বলবো আজকের মতো দমবন্ধ আর অসুরক্ষিত মনে হয় নি কখনো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন