এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিউটি ফ্রি

    সে
    অন্যান্য | ০৪ নভেম্বর ২০১৫ | ৭৬৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 198.155.168.109 | ০৪ নভেম্বর ২০১৫ ১৬:১৬688448
  • গুরুর সানন্দায়নে আমি কন্ট্রিবিউট করতে চাই।
    দেখুন একটা রূপচর্চা বিভাগ নেই টইয়ের ক্যাটেগোরীতে। "অন্যান্য" ছাড়া আর কোথায় দেবো?
    সাজগোজ আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। একে নেগলেক্ট করা ঠিক নয় মনে করেই এই টইয়ের অবতারণা।
  • | 213.132.214.84 | ০৪ নভেম্বর ২০১৫ ১৬:২৫688559
  • বটে!! ঃ)
  • শ্রী দাম | 11.39.37.49 | ০৪ নভেম্বর ২০১৫ ১৬:৩৯688621
  • সাজগোজ বিভাগের অনস্তিত্ব কি পুরুষতান্ত্রিকতার প্রকাশ?
  • সে | 198.155.168.109 | ০৪ নভেম্বর ২০১৫ ১৬:৪৬688632
  • "অলকে কলপ প্রসঙ্গ - আপনার অভিরুচি?" এই হ্যাশ্‌ট্যাগে রাখা যেতে পারে চুলে রং করবার ব্যাপার স্যাপার, টিপ্‌স্‌ অ্যাণ্ড ট্রিক্‌স্‌।
    বয়স হলেই যে পাকামাথাকে মেনে নিতে হবে তাতো নয়। বিভিন্ন রকমের কলপ বেরিয়েছে বাজারে। সস্তা থেকে দামী, নানাবিধ রং। পার্মানেন্ট, সেমি পার্মানেন্ট, কিংবা একেবারেই ক্ষণস্থায়ী - ধুয়ে ফেললেই উধাও! যেই কে সেই।
    কালো রঙের মধ্যেই কীবাহার কীবাহার। বাদামিটে কালো, হালকা কালো, কুচকুচেকালো, নীলচে কালো, ধূসর কালো, যেটা পছন্দ সেটাই বেছে নেয়া যাচ্ছে। দোকানে চুলের রঙের ডিপার্ট্‌মেন্টে গিয়ে দাঁড়ালে মাথা ঘুরে যাবার দশা।
    ঠিকঠাক রংটি পছন্দ করে, চুলের রঙের সঙ্গে খাপ খাবে কিনা দেখে নিয়ে কিনে ফেলুন। সঙ্গে একটা বিশেষ তুলি কিনতে হবে আলাদা করে, আর চাই রং গুলবার বাটি। কাচের বা পোর্সিলেনের। রান্নাঘরের তাক থেকে ওটা পার্মানেন্টলি ঝেড়ে দিন। এবার আপনার রূপটান আটকায় কে?

    কিছু জিনিস গোড়াতেই প্ল্যান করে নেবেন।
    ১। মাথা যেন পরিষ্কার থাকে। রং করবার আগের দিন মাথাটা ভালো করে শ্যাম্পু সহকারে ধুয়ে সাফ করে ফেলুন।
    ২। রং দেবার টাইমে মাথা যেন শুকনো থাকে। ভিজে চুলে রং বসবে না।
    ৩। সমস্ত আইটেম গুছিয়ে নিয়ে তবেই রং করতে বসবেন। কারণ যেদুটি রাসায়নিক পদার্থ মিলিয়ে রংটা তৈরী হবে, তাদের পেছনে টাইমার লাগানো আছে। রং তৈরীর রাসায়নিক পদার্থ দুটো মিলিয়ে নেবার পরে আর এটা ওটা খুঁজে সময় নষ্ট করা চলবেনাকো। ওরা হুহাস্পীডে বিক্রিয়া করবে এবং দেরী হয়ে গেলে রং আপনার বাটিতেই পড়ে থাকবে, চুলে দিলে কাজে দেবে না।
    ৪। এমন একটা জামা পরে রং করতে বসবেন যেটা রং লেগে নষ্ট হয়ে গেলে দুঃখ আফশোস করতে না হয়। ওটা আলাদা করে তুলে রাখুন, পরেরবার রং করবার সময় ওটাই আবার পরে বসবেন।
    ৫। রঙের বাক্সে প্লাস্টিকের দস্তানা দেয়। সেটা দুহাতে পরে রং করলে হাতে রং লাগার চান্স কম, কিন্তু অভ্যাস না থাকলে ঐ দস্তানা হাতে সব কিছুই দুমদাম ফস্কে যেতে পারে, তাই একটু কেয়ারফুলি আগে থেকে ভেবে নেবেন কোনট করলে কী হতে পারে।
    ৬। রং লাগানোর টাইমে কান, কপাল, ঘাড় ইত্যাদি অঞ্চল সামলে। অনভ্যস্থ হাতের তুলির ছোঁয়ায় মুহ কালা হবার চান্সেস আর দেয়ার।

    আপাতত এইটুকু। বিভিন্ন সাজগোজের বিষয় নিয়ে এখানে ফিরে ফিরে আসব। আপনারাও ভ্যালু অ্যাড করতে থাকুন। প্রশ্ন থাকলে সেগুলো সামনে আনুন।

    #"অলকে কলপ প্রসঙ্গ - আপনার অভিরুচি?"
  • de | 24.139.119.173 | ০৪ নভেম্বর ২০১৫ ১৭:০৪688643
  • সাইড এফেক্ট নেই এই রংগুলোর? কদ্দিন থাকে?
  • d | 144.159.168.72 | ০৪ নভেম্বর ২০১৫ ১৭:১০688654
  • দেখুন রং করবেন খুবই ভাল কথা, কিন্তু তার আগে একটা ব্যপার আছে, সেটা হল ঐ রঙটির থেকে আপনার কোনও অ্যালার্জী হয় না তো? আগে একবার রংএর একটা চোপ কানের পেছনে বা কনুইয়ের ভেতরের দিকে ২৪ ঘন্টা রেখে দেখতে হবে, ঐসময় ঐ ছোপটাকে জলে ভেজানো চলবে না। যদি কোনওরকম চুলকানি, খিচখিচ বা ইরিটেশান হয় তাহলে ঐ কোম্পানির রং বাদ দিন । অন্য কোম্পানি ট্রাই Kঅরুন।

    আর সত্যি বলতে কি সালোন থেকে করিয়ে এলে বেশ দিব্বি একটা বদল আসে। ভাল্লাগে দেখতে।
  • d | 144.159.168.72 | ০৪ নভেম্বর ২০১৫ ১৭:১১688665
  • উফ চোপ না ছোপ
  • সে | 198.155.168.109 | ০৪ নভেম্বর ২০১৫ ১৭:১৪688676
  • প্রথমেই লিখেছি দেখুন, যে রং নানাপ্রকার। পার্মানেন্ট, সেমি পার্মানেন্ট, কিংবা একেবারেই ক্ষণস্থায়ী অর্থাৎ ওয়াশেবল। বাক্সের ওপরে লেখা থাকে। পার্মানেন্ট রং দাবী করছে যে সে চিরস্থায়ী বন্দোবস্ত। কিন্তু প্রকৃতির নিয়মে চুল বাড়বে, এবং গোকুলে বাড়বার সময়ে সে নিজের রং দেখাবেই। তখন তাকে আবার ঢেকে দিতে হবে ফ্রম টাইম টু টাইম।
    দুনিয়ায় কোন জিনিসের সাইডেফেক্ট নেই বলুন? এরও আছে নির্ঘাৎ।
    তা বলে কি রং দেবো না, থাকেও যদি সাইডেফেক্ট রঙে রূপে?

    #"অলকে কলপ প্রসঙ্গ - আপনার অভিরুচি?"
  • সে | 198.155.168.109 | ০৪ নভেম্বর ২০১৫ ১৭:১৮688687
  • ঠিক। অ্যালার্জি টেস্টের কথা ম্যানুয়ালে লেখা আছে দেখছি। যদিও সেটা না করেই.. হেঁ হেঁ, সে যাগ্গে, অ্যালার্জি যে নেই আমার সেটা এতক্ষণে বোঝা গেল।
    কিন্তু হ্যাঁ, ওটা খুব ইমপর‌্যান্ট। একবার করে নিলেই হোলো, প্রত্যেকবার করবার দরকার নেই মনে হচ্ছে।

    #"অলকে কলপ প্রসঙ্গ - আপনার অভিরুচি?"
  • সে | 198.155.168.109 | ০৪ নভেম্বর ২০১৫ ১৭:২৮688449
  • কিছু কোম্পানীর রংয়ের লিস্টি দিচ্ছি। প্রথমটা আমি ব্যবহার করে উঠলাম। অ্যালার্জি হয়নি।


    এই পরের্টা আবার নীলচে কালো


    #"অলকে কলপ প্রসঙ্গ - আপনার অভিরুচি?"
  • | 213.99.211.18 | ০৪ নভেম্বর ২০১৫ ১৭:৩০688460
  • পয়েন্ট নাম্বার ৬। নিজেই নিজের "মুখ কালা " না করাই ভালো ঃ)
  • সে | 198.155.168.109 | ০৪ নভেম্বর ২০১৫ ১৭:৩৩688471
  • বুড়ী হচ্ছি তো। কাজেই বুড়ীনজরওয়ালেতেরামুহ্‌কালা হতে কতক্ষণ? ;-)
  • | 213.99.211.18 | ০৪ নভেম্বর ২০১৫ ১৭:৩৬688493
  • কিন্তু কালো না হয়ে যদি বার্গেন্ডি হয়? ঃ))
  • | 213.99.211.18 | ০৪ নভেম্বর ২০১৫ ১৭:৩৬688482
  • গুড পয়েন্ট!! ঃ)
  • সে | 198.155.168.109 | ০৪ নভেম্বর ২০১৫ ১৭:৩৮688504
  • এরপরে লিপস্টিক নিয়েও আলোচনা শুরু করতে চাই। সঙ্গে থাকুন।



    #"অধরে অধরে"
  • | 213.99.211.18 | ০৪ নভেম্বর ২০১৫ ১৭:৩৯688515
  • মরেচে!!ঃ))
  • সে | 198.155.168.109 | ০৪ নভেম্বর ২০১৫ ১৭:৪৪688526
  • ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ফর্সা রঙের মেয়েদের প্রাধান্যই বেশি।
    ওপরের ফোটোয় দেখলেন তো, রংগুলো কেমন ফর্সা রঙের প্রেক্ষিতে সাজিয়েছে?

    এবার শুধু কিছু রং দেখুন।

    শ্যামলা রঙের মেয়েদের ঠোঁটে কেমন মানাবে?

    #"অধরে অধরে"
  • | 213.132.214.83 | ০৪ নভেম্বর ২০১৫ ১৭:৪৬688537
  • ইয়ে মানে ঠোঁটের আবার শ্যমলা ,ফরসা কি?
  • d | 144.159.168.72 | ০৪ নভেম্বর ২০১৫ ১৭:৫৭688548
  • লস্ত রো'য়ের ২য়, ৩য় আর ৪র্থ আমার খুব পছন্দের শেডস।

    চুলের রঙ প্রসঙ্গে শোয়ার্জ কফের চেয়ে ওয়েলা'র রং আমার বেশী পছন্দের। বেশ ডেন্স আর সফট একটা লুক দেয়।
  • de | 24.139.119.171 | ০৪ নভেম্বর ২০১৫ ১৮:০৭688560
  • লিপস্টিকে আর হেয়ারডাইয়ে হেভি মেটাল থাকে কিন্তু - শরীরে ঢুকলে মুশকিল!

    কিন্তু লাস্ট লিংয়ের শেড গুলো দারুণ!
  • Ekak | 113.6.157.186 | ০৪ নভেম্বর ২০১৫ ১৮:২৭688571
  • লিপস্টিক ইউস করিনা । লিপ বাম করি । হিমালয়া এপল সীড আর চেরি । এপল সীড টা বেশি পছন্দ । সাজগোজের টই খোলার জন্যে সে কে ধন্যবাদ । কাজের কাজ হয়েছে এটা ।
  • Ekak | 113.6.157.186 | ০৪ নভেম্বর ২০১৫ ১৮:৩২688582
  • চুলে রং করতে প্রচন্ড ইচ্ছে করে । ইলেকট্রিক ব্লু বা ভার্মিলীয়ন । কিন্তু রিস্ক টা নেওয়া হয়নি । গোবর গোলা করে মেহেন্দি লাগাই মাঝে মাঝে । তাতে রং কিছু আসেনা তবে মাথা ঠান্ডা থাকে । এক হতভাগা বুদ্ধি দিয়েছিল চাট্টি কফি মিশিয়ে দিতে । মাথা থেকে কফি গড়িয়ে মুখ বাদামী হয়ে গ্যালো কিন্তু চুল সেই যে কে সেই :(
  • d | 144.159.168.72 | ০৪ নভেম্বর ২০১৫ ১৮:৪৫688593
  • হ্যাঁ এই টইটা হেব্বি ;-) বেশ হাত পা ছড়িয়ে গপ্পো করার মত।

    আরে ভয়ের কিছু নেই একক। করে ফেলুন।

    আমি মোটামুটি ব্রাউন, কফি আর কপার টিন্টেড রেড বা মেরুন শেডগুলোর মধ্যে ঘোরাফেরা করি। কিন্তু খুব শখ আছে একবার ব্রাইট ভায়োলেট আর ধপধপে সাদা করার। সাদাটা চাপ নয়, হয়ে যাবে। কিন্তু খুব বেশী বুড়ো হয়ে যাবার আগেই, ব্রাইট ভায়োলেটটা করে ফেলতে হবে।
  • phutki | 202.193.216.151 | ০৪ নভেম্বর ২০১৫ ১৮:৪৬688604
  • লিপস্টিক লিপস্টিক।
    আমি খুশি।

    অন্য কোনো প্রসাধন ছাড়া শুধু লিপস্টিকে সাজুগুজু কমপ্লিট হয়ে যায়। বাড়িতে রাখুন লাল, মেরুন, ডার্ক ব্রাউন, ন্যুড পিন্ক। বাকি রং ইচ্ছেমত।
  • d | 144.159.168.72 | ০৪ নভেম্বর ২০১৫ ১৮:৪৭688615
  • ইলেকট্রিক ব্লুটা দুই তিনদিনের মধ্যে সাদা হয়ে যায়, যদি চুলের বেস কালার কুচকুচে কালো হয়। তারপর সেই সাদাটা উঠতে মসের পর মাস লাগিয়ে দেয়।
    এইটা একজনের দেখলাম হল।
  • phutki | 209.67.131.149 | ০৪ নভেম্বর ২০১৫ ১৮:৪৮688617
  • আর একটু স্পেশাল দিনের জন্য গোল্ড বা কপার শেড। লিপস্টিক লাগাতে থাকবেন। ফেলে রাখলে বারোটা বাজার চান্স থেকে যাবে।
  • | 213.132.214.85 | ০৪ নভেম্বর ২০১৫ ১৮:৫৭688618
  • ফুটকি, ডেটিং র প্রথম দিনে? ঃ)
  • Phutki | 11.39.36.24 | ০৪ নভেম্বর ২০১৫ ১৯:০৪688619
  • একটু নামি ব্র্যান্ড লাগানো উচিত। তা হলে আর প্রথম দ্বিতীয় কোনো দিন নিয়েই চিন্তা থাকবে না।
  • | 213.132.214.85 | ০৪ নভেম্বর ২০১৫ ১৯:০৫688620
  • ঃ)))
  • byaang | 132.167.170.11 | ০৪ নভেম্বর ২০১৫ ১৯:০৯688622
  • গোঁফ রং করার জন্য একরকমের কালো স্টিক পাওয়া যায়, অবিকল লিপস্টিকের মত দেখতে। আমি একবার ছোটবেলায় রিনামাসিমনির বাড়ি গিয়ে ড্রেসিং টেবিলের সাজের জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে মেসোর গোঁফের স্টিকটা দিয়ে নিজের ঠোঁটদুটো কালো করেছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন