এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিউটি ফ্রি

    সে
    অন্যান্য | ০৪ নভেম্বর ২০১৫ | ৭৬৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 144.159.168.72 | ০৫ নভেম্বর ২০১৫ ১০:১২688657
  • মজা হল লো'রিয়েলের অ্যামোনিয়াওয়ালা রং ব্যবহার করলে কিন্তু অত চুল পড়ে নি, কিন্তু ঐ গন্দো!! বাপস!
  • avi | 113.24.86.68 | ০৫ নভেম্বর ২০১৫ ১০:১২688656
  • হুঁ, লিপস্টিক, ডিও,নেল পালিশ, ডেনড্রাইট এগুলোর মধ্যেকার ট্লুইন বা ট্রাইক্লোরো-ইথেন শুঁকলে চরম নেশা হয় তো। Inhalant or volatile solvent abuse গোটা বিশ্বেই একটা বড় সমস্যা এখন।নতুন বইতেও সম্ভবত ঐ আঠার গন্ধটাই আসে।
  • | 213.132.214.85 | ০৫ নভেম্বর ২০১৫ ১০:১৩688658
  • কিকি, আনন্দের কথা তিনি পিতার বাড়ি গেছেন। ঃ)
  • | 213.132.214.83 | ০৫ নভেম্বর ২০১৫ ১০:১৪688660
  • যদি ও এই টই তে যায় না তবু ও লিখে রাখা ভালো। স্টোভ নিভিয়ে দেবার পরের গন্ধ টা আমার খুব ভালো লাগে ঃ)
  • san | 113.245.15.66 | ০৫ নভেম্বর ২০১৫ ১০:১৪688659
  • গ্লিসারিনের গন্ধও খুব ভাল , খেতে একেবারেই ভাল না।

    এই আরেকটা জিনিস যা উবেই গ্যালো। টোটালি।
  • kiki | 113.192.117.49 | ০৫ নভেম্বর ২০১৫ ১০:১৮688661
  • দাঁড়াও। খপর করছি। ছেলেদের এই অদ্ভুত ব্যাপার। বউ বাপের বাড়ী গেলেই কেমন একটা ছাড়া ইসে টাইপ হয়ে যায়। খুব মুস্কিলের কথা।

    এর চেয়ে মেয়েদের বে করাই ভালো। ঝামেলা অনেক কম।
  • | 213.132.214.84 | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২০688662
  • ঃ))
  • kiki | 113.192.117.49 | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২৪688663
  • কিন্তু লিপস্টিক লাগানোর টিপস কেউ দেয়নিকো।

    ১। ঠোঁটটা পরিস্কার করুন।

    ২। ভেসলিন পেট্রোলিয়াম জেলি লাগান , যদি শুকনো টাইপস হয়।

    ৩। তুলো দিয়ে মুছে ফেলুন।

    ৪। লাইনার দিয়ে আঁকুন। যথারীতি লাইনকে বাগে আনা কঠিন। মুছতে থাকুন। ক্রমশঃ যখন রেগে মুছবেন দেখবেন ঠোঁট এমনিতেই রাঙা হয়ে যাচ্ছে। এ অব্স্থায় ভেবে দেখুন আর রাঙাবেন কিনা। ল্যাদ আসলে ছেড়ে দিন, নইলে পরের স্টেপে যান।

    ৫। মোটামুটি চলবে টাইপ লাইন ড্র হলে ছেড়ে দিন।

    ৬। মনে থাকলে লিপস্টিক টা নিয়ে ঠোঁটে বোলান। ভুলে গেলে আগের স্টেপ নিয়ে রাজ্য ঘুরে আসুন। আজকাল লোকের অত সময় নাই কাউকে খ্যাল করার। চাপ নেই।

    ৭। এদিক সেদিন যা বেরিয়ে গেলো, আবার ভিজে টিস্যু দিয়ে মুছে ফেলুন।

    ৮। দশ মিনিটের মধ্যে খেয়ে ফেলে সব পরিশ্রমের অবসান ঘটান, আর মনে মনে ভাবুন, কি দরকার এত চাপ নেবার। ঐ সময় দিয়ে একটা আইসক্রীম খেয়ে ফেলাই ভালো।
  • dd | 116.51.27.130 | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২৭688664
  • আমার স্রেফ কান্না পাচ্ছে।

    একদিকে পুরাতনী অবক্ষয়ী সমাজ ভেঙে গড়ে উঠছে নতুন জ্ঞানগরিমার ইমারত, সেই ইভোলিউশনারী পদক্ষেপে পায়ে পায়ে হেঁটে নবক্ল্লোল থেকে সানন্দা হয়ে দেশ ঘুড়ে পৌঁছে যাচ্ছে গার্ডিয়ানে (এইক্ষেত্রে আমার সুলিখিত গল্পো ও প্রবন্ধসমুহের কথা সশ্রদ্ধ চিত্তে স্মরন করতেই পারেন), আর অন্যদিকে কিছু উন্নতিফোবিকের দল হিঁচড়ে টেনে নামাচ্ছেন এই মঞ্চটিকে আর নামিয়ে আনছেন স্রেপ পাঁজীর দলে।

    আমার হেঁচকি উঠছে।
  • নেতাই | 169.245.48.100 | ০৫ নভেম্বর ২০১৫ ১০:৪৮688666
  • হিক
  • de | 69.185.236.55 | ০৫ নভেম্বর ২০১৫ ১১:০৩688667
  • বাকি জিনিস? ফাউন্ডেশন? কমপ্যাক্ট? আই শ্যাডো?

    আর কাজল?

    এই আইলাইনার লাগানো কি কঠিন বাপস! একবার, মেয়ে তখন ছোটো, একটা নাচের প্রোগ্রামে পুঁচকিদের আইলাইনার লাগানোর ভার দিয়েছিলো আমার ওপরে। সেই কথা মনে পড়লে এখনো ভয়ে কেঁপে কেঁপে উঠি!
  • সে | 198.155.168.109 | ০৫ নভেম্বর ২০১৫ ১১:২০688668
  • লিপ্স্টিকে ম্যাটেড এফেক্ট আনতে হলে একটা দিশি উপায় হচ্ছে লিপ্স্টিক এক লেয়ার ভালো করে লাগান ঠোঁটে, ওপর নীচের ঠোঁট পরষ্পরের সঙ্গে চেপে নাড়িয়ে ঘষে কালারটা পুরো অ্যাডজাস্ট করে নেবার পরেই আসল ক্যাচ্টা আসছে। একটা ছোট্ট তুলোর বলে ট্যালকাম পাউডার লাগিয়ে খুব হালকা করে প্যাট করে নিন ঠোঁটদুটোয়। এরপরে আরেকবার আলতো করে ওপর ও নীচের ঠোঁট আলগা চেপে চেপে অ্যাডজাস্ট করুন। এফেক্ট পাল্টে গিয়ে গ্লসি থেকে ম্যাটেড হয়ে যাওয়া ঠোঁট এবং রঙের টোনটাও পাল্টে যায়। মেরুন হয়ত হয়ে গেল লাইলাক, কিংবা টুকটুকে লাল হয়ে গেল পোড়ামাটির মত। এজিনিস ট্রাই না করলে বোঝা মুশকিল। এবং রংটা বেশিক্ষন লাস্ট করে। আমার কেন জানিনা সিক্সটিজের সিনেমার নায়িকাদের ঠোঁট মনে পড়ে যায়। এবং ম্যাক্স ফ্যাক্টরের কিছু ভুলে যাওয়া শেড্স্।
  • d | 144.159.168.72 | ০৫ নভেম্বর ২০১৫ ১১:২৬688669
  • হালকা পাউডারের ছোঁয়ায় রংটা অনেকক্ষণ স্টেও করে
  • সে | 198.155.168.109 | ০৫ নভেম্বর ২০১৫ ১১:৪২688670
  • আমি দীর্ঘকাল আইলাইনার ব্যবহার করেছি, বিভিন্ন রং। নিজের চোখের পাতায় আইলাইনার লাগানো অন্যের চোখের পাতায় লাগানোর চেয়ে ঢের সহজ। কিন্তু গোড়াতেই জেনে রাখুন যে আই লাইনারের ঢাকনার সঙ্গে আটকানো তুলিটা গুড ফর নাথিং। ছবি আঁকার জিনিসের দোকান থেকে "০০" বা "০০০" মাপের ওয়াটারকালারের তুলি কিনে নিন। ওইটে দিয়ে আইলাইনার লাগান। কাজ হয়ে গেলে জলে ধুয়ে রেখে দিন। কালোর সঙ্গে নীল কমবেশি মিশিয়ে মোহময় এফেক্ট আনা যায়। তেমনি কালোর সঙ্গে ব্রাউন মিশিয়েও যাতা ব্যাপার হয়ে যেতে পারে। চোখ খুব ইমপরট্যান্ট সাজের সময়েও। আইলাইনার যে কী করে ফেলতে পারে ভাবা যায় না। তুলির ব্যবহারটা আগে থেকে প্র্যাক্টিস করে নেওয়া ভালো। হাত পরিষ্কার হয়ে গেলে আইলাইনারের নেশা হয়ে যাবে।
    এবং লাস্ট বাট নট দ্য লিস্ট - চোখের নীচের পাতার ভেতরে খুব হালকা করে হলেও কাজল বোলাতে ভুলবেন না কিন্তু। কাজল বলতে যেকোনো কোল পেন্সিল আইলাইনারের রং এর সঙ্গে ম্যাচিং শেড।
    এরপরে লিখব চোখের মেকাপ কেমন করে ক্যারি করতে হয় সেই নিয়ে।
  • সে | 198.155.168.109 | ০৫ নভেম্বর ২০১৫ ১২:০৮688671
  • আশা পারেখ। সিক্টিজের বম্বের নায়িকা। আইমেকাপের ডিজাস্টার কাকে বলে তা এঁকে না দেখলে বোঝানো অসম্ভব। অথচ এঁর চোখদুটো এমনিতে বেশ সুন্দর ছিলো। বরং ঐ একই সময়ে সাধারন চোখের অধিকারিনী হেলেনের আই মেকাপ অপেক্ষাকৃত বেটার ছিল।
    কিন্তু নাইনটিজের নায়িকাদের মধ্যে মনীষা কৈরালার আইমেকাপ অসাধারন। মেকাপহীন ওঁর চোখ যে/যারা দেখেছে তারা বলতে পারবে মেকাপ চোখদুটোক্ কোখায় নিয়ে যেতে পারে।
  • অকার | 132.163.56.9 | ০৫ নভেম্বর ২০১৫ ১২:২১688672
  • একখানি ম্যাগনিফাইং মিরর না থাকিলে চালশে পড়া চক্ষুতে হায়, কোনো লাইনারই লাইনে থাকে না!!
  • Ekak | 113.6.157.186 | ০৫ নভেম্বর ২০১৫ ১৩:১৮688673
  • বেশ কয়েকটা ভালো স্মার্টফোন এপস আছে মেকাপ করার । ব্যবহার করে দেখতে পারেন । সিলেক্তেদ এরিয়া জুম করা যায়। মিরর ইত্যাদি লাগে না । ফ্রন্ট ক্যামেরা ভালো হলেই হলো ।
  • সে | 198.155.168.109 | ০৫ নভেম্বর ২০১৫ ১৭:০০688674
  • আয়নার তুলনায় স্মার্টফোন বেশি সুবিধেজনক পথেঘাটে।

    ফেশিয়ালের জন্য ফেস মাস্ক নিয়ে অনেক কথা জমে আছে।
    মোট তিন প্রকারের মাস্ক দেখেছি। ১ শুকিয়ে গেলে শুকনো খড়খড়ে হয়ে যায় , তখন ভিজে তোয়ালে দিয়ে চেপে চেপে মুছে নিতে হয়, ২ সেরম শুকোয় না কিঞ্চিৎ তেলতেলে টাইপের, খানিক পরে মুছে নিতে হয়, ৩ লাগানোর পরে শুকিয়ে প্লাস্টিকের মতন হয়ে যায়, টেনে তুলতে হয়, ভুরুটুরুতে লেগে গেলে কেলেঙ্কারী কাণ্ড।
  • সে | 198.155.168.109 | ০৫ নভেম্বর ২০১৫ ১৭:০৫688675
  • আই মেকাপের আগে চোখের কোলে
    কালি পড়া থাকলে তা আগেভাগে মুজ দিয়ে ঢেকে নেয়াই ভাল।
    মুজ কিনতে হবে নিজের ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে।
  • সে | 198.155.168.109 | ০৫ নভেম্বর ২০১৫ ১৭:১৯688677
  • ভেল্লা (Wella, ওয়েল্লা)র প্রডাক্ট আমাদের এখানে দোকানে পাওয়া যায় না, কেবল বিউটি সালোনে পাওয়া যায়। কেন এমন ব্যবস্থা সেটা জানি না। কিন্তু, যা খবর পেলাম, ওদের প্রোডাক্ট খুব ভালো কোয়ালিটির।

    এ প্রসঙ্গে জানিয়ে দিই যে রেভলনের প্রোডাক্টও এদেশে দুষ্প্রাপ্য।

    অথচ দুটোরই অসংখ্য ভালো ভালো প্রোডাক্ট আছে। সম্ভবতঃ এর মধ্যে লবিবাজির গল্প আছে, যে কারণে ক্যাডবেরির স্বাদ থেকে আমরা বঞ্চিত।
  • de | 24.139.119.173 | ০৫ নভেম্বর ২০১৫ ১৭:২৭688678
  • এবার কলকাতায় পুজোতে দেখলাম অনেক জায়গায় অরিফ্লেমের স্টল দিয়েছে - অরিফ্লেম বোধহয় সুইস বা সুইড। বেশ নানারকমের প্রোডাক্ট!
  • সে | 198.155.168.109 | ০৫ নভেম্বর ২০১৫ ১৭:৩০688679
  • মেকাপের মুজ বলতে কী বোঝাচ্ছি সেটা নীচের ছবিগুলো দেখলে কিছুটা আন্দাজ করা যাবে।






    ডার্ক সার্কল ঢাকতে এর জুড়ি মেলা ভার।
  • সে | 198.155.168.109 | ০৫ নভেম্বর ২০১৫ ১৭:৪৩688680
  • ওরিফ্লেম মনে হয় সুইডিশ প্রোডাক্ট। এখানে দেখিনি দোকানে। এখানে বেশি চলে হেলেন রুবিনষ্টাইন

    ডিওর শানেল


    লরিয়াল


    ম্যাক


    ক্লিনিক



    ইত্যাদি ইত্যাদি।
  • 0 | ০৫ নভেম্বর ২০১৫ ১৮:০৪688681
  • চুলের রঙে পছন্দের টপ্‌ টেন্‌ -

    ল'রিয়াল
    গার্নিয়ের
    কালার মেট্‌
    ওয়েলা
    রেভলন
    ক্লেয়ারয়েল
    স্ট্রিক্স্‌
    শাহ্‌নাজ
    শোয়ার্জকফ
    গোদরেজ
  • সে | 198.155.168.109 | ০৫ নভেম্বর ২০১৫ ১৮:২৬688682
  • এককের ইলেকট্রিক ব্লু রঙের হেয়ার কালার প্রসঙ্গে গতকাল একটা কথাও বলতে পারিনি কারণ এ আমারও একটা অদম্য ইচ্ছা যেটা বাস্তবায়িত হয় নি নানাবিধ কারণে।

    প্রথমতঃ, কলেজবেলায় চুলে রং নয়, চুল ব্লীচ করবার চল ছিলো, করেওছি। এমনকি শেষের দিকে স্পাইস গার্ল্স এলো, সেটাও করানো হয়েছে সেলুনে গিয়ে। কিন্তু কোত্থাও নীল রং বা সবুজ রং ছিলো না। তেমন রং পাওয়াও যেত না।

    দ্বিতীয়তঃ, চাকরিজীবনে নিজের ইচ্ছেয় সাজগোজ বলে প্রায় কিছুই থাকে না। অলমোস্ট ইউনিফর্ম পরে কাজে যেতে হয়েছে। সেখানে কয়েকবার সেলুন থেকে কালোর কাছাকাছি লালচে রং করানোর চেয়ে বেশি সাহস দেখালে আমার পরিবারকে না খেয়ে থাকতে হোতো, চাকরিটি নির্ঘাৎ খোয়া যেত।
    তো এইরকম হীনতার মধ্যে বেঁচে কী স্যাটিসফ্যাকশান? একবারই বাঁচবো। নিজের ইচ্ছেমত সাজগোজই যদি করতে না পারলাম। একবার খুব অল্প বয়সে লণ্ডন থেকে নীল সবুজ কালো এসব রঙের নেলপালিশ কিনেছিলাম শখ করে। যে সে জিনিস নখে গাগিয়েছি, অমনি লোকজন এমন বিশ্রী বিশ্রী কমেন্ট করতে লাগল যে কাঁদিয়েই ছাড়ল। কারোকে যদি বাজে দেখতেও লাগে, তাকে তো কেউ মুখের ওপরে বলে না, বরং চেপে যায়। তবে আমায় এমন করল কেন? পরে বুঝেছিলাম যে তার কারণ অন্য। সেইজন্যেই এরপরে "সাহসী" সাজগোজের জন্যে কারোকে তোয়াক্কা করিনি, কেবল ঐ চাকরির সময়টুকু বাদ দিয়ে।
    তা যা বলছিলাম, তৃতীয়তঃ, যদিবা রং এলো বাজারে, তা পার্মানেন্ট নয়, সেমি পার্মানেন্ট। একটু খুঁটিয়ে দেখুন ছবিগুলোয়। এবং কালো চুলে করবার আগে একবার হাল্কা ব্লীচ করে নিয়ে রংটা ভালো বসে। কিন্তু খুব বিপজ্জনক, কারণ পারক্সাইড আছে এতে, প্রোফেশনাল দিয়ে করানো উচিৎ।
    কিন্তু ঐ রং কয়েকটা ওয়াশের পরেই অবধারিতভাবে উঠে যাবে, তখন হয় আবার রং করতে হবে, নয় চুল আবার পার্মানেন্ট ব্ল্যাক করে ফেলা যায়।

    সবুজ রংএরও ঐ একই সমস্যা। সেমি পার্মানেক্ট।



  • | 213.132.214.85 | ০৫ নভেম্বর ২০১৫ ১৮:২৯688683
  • কেকে, কপার ব্রাউন টা কেমন দেখায় একট ফটো দাও তো..
  • সে | 198.155.168.109 | ০৫ নভেম্বর ২০১৫ ১৮:৪৩688684
  • চুলে তেলের বদলে হেয়ার ক্রীম অল্প লাগালে জেল্লা দেয়। তা ডাবরের কিছু প্রডাক্ট ট্রাই করেছি, কিন্তু কৌটোগুলো বাইরে থেকে দেখতে বিরাট অথচ ভেতরে অল্প একটু জায়গা। মোটকথা ফাঁপা কৌটো যাকে বলে। জিনিস খারাপ নয়, কিন্তু কৌটোটা দেখলেই রাগ ধরে যায়। দেখুন। বাইরের থেকে দেখে যেরম মনে হচ্ছে, ভেতরে তার অদ্দেকেরো কম মাল ভরা আছে।


    হিমালয়া বলে আরেকটা কোম্পানী আছে, তারাও ডাবরের পদাঙ্ক অনুসরণ করে একই পন্থা নিয়েছে।


    সত্যিকথা বলতে কি এরচেয়ে সানসিল্ক সস্তায় ভদ্র প্রোডাক্ট।
  • Ekak | 113.6.157.186 | ০৫ নভেম্বর ২০১৫ ১৮:৫৫688686
  • Ekak | 113.6.157.186 | ০৫ নভেম্বর ২০১৫ ১৮:৫৫688685
  • আমি হেয়ার ক্রীম হিসেবে jojoba অয়েল ব্যবহার করেছি অনেকদিন । ভুটান এ পাওয়া যেত এখানে আর পাইনা । তাছাড়া আপাতত ক্রু কাট রাখছি গরমের চোটে । হালার ব্যাঙ্গালোরে যা ধুলো :((

  • Ekak | 113.6.157.186 | ০৫ নভেম্বর ২০১৫ ১৯:০১688688
  • একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছি ব্যাংকক বা সৌদি তে যে নিভিয়ার ভার্সন তার কোয়ালিটি ইন্ডিয়ান ভার্সন এর চে অনেক ভালো । এটা আরো কিছু নামী ব্র্যান্ড এর ক্ষেত্রেও সত্যি ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন