এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিউটি ফ্রি

    সে
    অন্যান্য | ০৪ নভেম্বর ২০১৫ | ৭৬৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 204.230.155.222 | ০৯ নভেম্বর ২০১৫ ১৮:০৩688539
  • আমার তো ন্যাড়া নিয়েই সংসার। প্রথম আলাপে তাকে শুধিয়েছিলাম, আপনি কি সেলুন থেকে মাথা নেড়া করান? উত্তরে ন্যাড়া বল্লে, না না নিজেই কামাই। আমি তাও প্রশ্ন করি, কিন্তু মাথার পেছনটা না দেখে কী করে ...? উনিও স্মার্টলি বলেন, প্র্যাক্টিস আছে।
  • mumu | 216.201.224.118 | ০৯ নভেম্বর ২০১৫ ২২:৪৫688540
  • যাদের প্যুউউরো গোল মাথা তাদের নেড়া হলে ভালো দেখাই তো,যাদের এদিকোদিক ট্যাপা বা টোল খাওয়া তাদের কেমন একটা দেখাই ঃ-(

    নেড়ামাথা আর ফ্রেন্চ কাট , ভারী ভালো লাগে কিন্তুক
  • Bratin | 11.39.37.191 | ১০ নভেম্বর ২০১৫ ১০:৫৬688541
  • ইয়েস ন্যাড়া মাথায় মশারি র এক্স র ব্যাপারে আমি ডিভো একমত ;))
  • সে | 198.155.168.109 | ১০ নভেম্বর ২০১৫ ১০:৫৯688542
  • শুধু নেড়া মাথা ক্যানো? এতো দাড়ি কামানো গালের জন্যেও হতে পারে।
  • Bratin | 11.39.37.191 | ১০ নভেম্বর ২০১৫ ১১:১৫688543
  • না ন্যাড়া হবার পরে একটু চুল উঠলে যেমন খরখরে হয় দাড়ির ক্ষেত্রে তেমন টা হয় না ।
  • Bratin | 11.39.137.121 | ১৩ নভেম্বর ২০১৫ ০৯:৫৭688544
  • এখানে ছেলে দের পারফিউম নিয়ে কথা হবে না?

    এই নিয়ে একটা টই ছিল অবশ্য!!
  • সে | 204.230.155.169 | ১৩ নভেম্বর ২০১৫ ১২:৩৭688545
  • ছেলেরা লিখুক, আমারো আধ পয়সা আছে।
  • | 213.132.214.84 | ১৩ নভেম্বর ২০১৫ ১৩:০০688546
  • আমি ও ৩/৪ পয়সা দেবো। আগে অন্য রা লিখুক।
  • Ekak | 113.6.157.186 | ১৩ নভেম্বর ২০১৫ ১৩:৩৭688547
  • পারফিউম একটা প্রচন্ড দামী জিনিস । অত পহা নাই । কম্দামিগুলোর আফটার নোট্ খাজা আর যেগুলো ভালো সেগুলো সিঙ্গল মল্ট এরে চেও দামী :(( এভাফ্লোর এর ডাবল হুইস্কি ব্যবহার করেছি কিছুদিন । এখন কোনো পারফিউম ইউস করিনা । তবে শপিং মল এ গেলে ভালো উডি নোট্স পেলে এট্টু শুঁকে দেখি এইপর্জন্ত্য ।
  • | 213.132.214.85 | ১৩ নভেম্বর ২০১৫ ১৩:৩৮688549
  • বোঝো!! ঃ)))
  • সে | 198.155.168.109 | ১৩ নভেম্বর ২০১৫ ১৩:৪৭688550
  • বেশ। পারফিউমের আগে ওডিকোলোন। বা আফটার শেভ লোশন - যা কিনা এক্সক্লুসিভলি ফর মেন। ছোটোবেলা বাবাকে দেখতাম শেভিং মিররের সামনে দাঁড়িয়ে (সেই আয়নাগুলো যেগুলো থেকে দূরে দাঁড়ালে মুখটা বড়ো দেখায়) দাড়ি কামাচ্ছে। খুব যত্ন করে বুরুশ দিয়ে শেভিং ক্রীম মেখে মেখে ফেনায় ঢেকে যাচ্ছে মুখ, মাঝে মাঝে আমার গালেও আলতো করে বুরুশ বুলিয়ে দিয়েছে কারণ আমিও দাড়ি কামাতে প্রচণ্ড উৎসুক। সে যাই হোক যেটা বলছিলাম, দাড়ি কামানোর পরে বাবা আফটার শেভ লাগাতো গালে উঃ আঃ করে করে। আমাকেও একটু লাগিয়ে দিত নাকের তলায়। কুল আইস না কী একটা নাম ছিল সেই গন্ধটার। চ্যাপ্টা বোতল। খুঁজে দেখছি ইন্টারনেটে যদি পাই।
  • সে | 198.155.168.109 | ১৩ নভেম্বর ২০১৫ ১৩:৪৯688551
  • সে | 198.155.168.109 | ১৩ নভেম্বর ২০১৫ ১৪:০৮688552

  • মোবাইল ফোন থেকে ঠিকমতো ছবিটা দিতে পারিনি। কুল আইস নয়, আইস ব্লু।

    এছাড়া যেসব দিন সন্ধেবেলায় দাড়ি কামাতো, মানে আমরা সব কোথাও বেড়াতে চলেছি বিয়েবাড়ি কি অন্য কোনো অনুষ্ঠানে, তখন কিন্তু এই আফটারশেভ মাখতনা গালে। মাখত ওডিকোলোন। আদি ও অকৃত্রিম। সেইটের ছবি নেটে পাচ্ছিনা। প্রায় শঙ্কু আকৃতির একটা বোতল। নীচের দিকটা সরু হয়ে গেছে, ওপরে চওড়া। পুরো বোতলটার গায়ে লম্বালম্বি খাঁজকাটা। আর তার গন্ধ অদ্ভুত ভালো লাগত গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত সমস্ত সন্ধেয়। হলদেটে তেলের মতো রং। কোনো অ্যাটমাইজার ছিলো না। বোতলের ঢাকনা খুলে একটা রবারের ছিপি খুলতে হতো, তারপরে ফোঁটা ফোঁটা করে ঢেলে নিতে হতো হাতের চেটোয়। মেড ইন ফ্রান্স লেখা থাকত। পরে মেড ইন ইন্ডিয়াও পাওয়া যেত। দুরকম সাইজের বোতল ছিলো। একটা ছোটো আরেকটা তার প্রায় দ্বিগুণ সাইজের।
    মাথাটাথা ধরলে, কি খুব জ্বর টর হলে ওডিকোলোন দেয়া জলপট্টি দেয়া হোতো মাথায়।
    বললে বিশ্বাস যাবে না, কদিন আগে সেই ওডিকোলোন খুঁজতে গিয়ে এইটে পেলাম। যদ্দূর মনে হয় এরা বোতোলের শেপ বদলে দিয়েছে।
    কিন্তু গন্ধটা অবিকল তেমনি। ছোটোবেলার মতো।
  • sinfaut | 69.88.167.46 | ১৩ নভেম্বর ২০১৫ ১৪:১৯688553
  • পারফ্যুম নিয়ে বেশি ফান্ডা নেই, কারন ঐ একক বলে দিয়েছে, বড্ড দামী। তবে আমার পছন্দ উডি নোট। এবং অবশ্যই টি ফ্রাগ্রান্স। শখ করে এটা কিনেছি, এখনও চলছে। ভীষন ভীষন পছন্দ। ফুরিয়ে গেলে দেখা যাবেঃ

    http://www.bulgari.com/en-us/products/83156-e.html

    স্পাইসি বা ফ্লোরাল নিজের জন্য পছন্দ না। কয়েকদিন আর্ল গ্রে উইথ বার্গামোর বাক্সটা আলমারীর মধ্যে রেখে দিয়েছি। :)
  • সে | 198.155.168.109 | ১৩ নভেম্বর ২০১৫ ১৪:২১688554
  • ক্বচিৎ কদাচিৎ ব্যবহার করতে দেখেছি ওল্ড স্পাইস। ওরিজিনাল এবং লাইম - এই দুটো। তখন ব্রুট/মাস্ক আসেনি।




    তবে লাইমের বোতলটা স্বচ্ছ নয়, সাদা এবং ডাকনাটা অলিভ গ্রীন রঙের।
  • সে | 198.155.168.109 | ১৩ নভেম্বর ২০১৫ ১৪:২৭688555
  • পারফিউম বলতে গেলে পুরুষদের পারফিউম কিন জানি না "মাজা" নামের কিছু পারফিউম ছিলো ওপরের শেল্ফে। হাত যেত না। তবে সেগুলোতেও কোনো অ্যাটমাইজার ছিলো না। স্বচ্ছ বোতল, গাঢ় রঙের তরল। খুব হাল্কা গন্ধ। ফুলের। কিন্তু কোন ফুল তা জানি না।

    এর পরে এলো ইন্টিমেট। সেই প্রথম অ্যাটমাইজার দেখলাম জীবনে। হুবহু এইটে, যদ্দূর মনে পড়ছে।
  • সে | 198.155.168.109 | ১৩ নভেম্বর ২০১৫ ১৪:২৮688556
  • পুরুষদের পারফিউম/আফ্টার শেভ নিয়ে ফাণ্ডা এর বেশি এগোয় নি শিশুকালে।
  • সে | 198.155.168.109 | ১৩ নভেম্বর ২০১৫ ১৪:৩৮688557
  • আমাদের যৈবনকালে ছেলে ছোকরাদের মধ্যে এইগুলো খুব প্রসিদ্ধিলাভ করেছিলো।









    এর মধ্যে লাকস্‌ৎ আমি নিজেও মেখেছি।
  • সে | 198.155.168.109 | ১৩ নভেম্বর ২০১৫ ১৪:৪১688558
  • ছেলেছোকরাদের জন্মদিনে এইটে প্রেজেন্ট করতাম।

    কারণ আর কিছুই নয়, এইটে তখন বাজারে বেশ পাওয়া যেত। অপশন বেশি ছিলো না। বুলগারি সাধ্যের বাইরে ছিলো স্টুডেন্ট লাইফে।
  • সে | 198.155.168.109 | ১৩ নভেম্বর ২০১৫ ১৪:৪২688561
  • হ্যাঁ, আধ পয়সা শেষ।
  • cb | 208.147.160.75 | ১৩ নভেম্বর ২০১৫ ১৬:১৯688562
  • প্রথমবার বাইরে গিয়ে বাবাকে লাকস্তে এনে দিয়েছিলাম, বছরখানেক বাদে ওটাই মেখে বিয়ে করতে চলে গেলাম :)
  • de | 24.139.119.171 | ১৩ নভেম্বর ২০১৫ ১৬:৩৮688563
  • উটি সেশ হয়েচে না আপনার ছেলের জন্যে রাখা আচে? ঃ)
  • cb | 208.147.160.75 | ১৩ নভেম্বর ২০১৫ ১৬:৪৯688564
  • গিয়ে দেখতে হবে কি অবস্থা, লাস্টবার ও কি মাখলাম?? ঠিক মনে পড়ছে না :)
  • সে | 198.155.168.109 | ১৩ নভেম্বর ২০১৫ ১৭:০৬688566
  • উররিন্নারে! পেয়েছিরে পেয়েছি!
    খুব কাছাকাছি একটা ছবি। সেই মাজা পারফিউমের মত।
  • | 213.132.214.84 | ১৩ নভেম্বর ২০১৫ ১৭:০৭688567
  • এ কী কথা !! আমার লিঙ্ক গুলো তে ফটো গুলো দেখা যায় না কেন?
  • সে | 198.155.168.109 | ১৩ নভেম্বর ২০১৫ ১৭:০৯688568
  • এই মালটা ট্রাই করেছিস?



    একটু পরে টইয়ে কেউ ঢুকতে পারবে না। গন্ধে নাক জ্বলে যাবার উপক্রম হচ্ছে। ;-)
  • সে | 198.155.168.109 | ১৩ নভেম্বর ২০১৫ ১৭:১২688569






  • তুই .jpg ফাইলটা দিলে তবেই ছবি আসবে। এই দ্যাখ। এগুলোর কথাই বলছিলি তো?
  • | 213.132.214.84 | ১৩ নভেম্বর ২০১৫ ১৭:১৫688570
  • ইয়েস আরমানি টাই কিনেছিলাম । আরমিস নয়। পোষায় নি। ঃ((
  • সে | 198.155.168.109 | ১৩ নভেম্বর ২০১৫ ১৭:২৪688572
  • একবার কোথায় যেন লিখেছিলাম, সম্ভবতঃ ভাটিয়ালিতে, যে সেন্টের এত দাম কেন হয়। আসল দাম বোতলের ডিজাইন করতে আর অ্যাডাভার্টাইজিং।
    দুনিয়ার প্রায় সমস্ত নামী দামী পারফিউম বানায় মাত্র দুটি কোম্পানী।
    Givaudan এবং Firmenich
    যতই শানেল মানেল হুগো বস জোর্জো আর্মানি ইভ্‌সঁ লরঁ ওপিয়াম ইত্যাদি করে চিল্লাই না কেন, সমস্ত মাল তৈরী হচ্ছে সুইস ফ্রেঞ্চ বর্ডার এরিয়ায়, জেনিভায়। ইনক্লুডিং রিসার্চ।
    জিভদঁ -র পুরো সেটাপ্‌ টা হচ্ছে ভার্নিয়ে তে। সেখানে মানুষের চেয়ে বড়ো বড়ো সাইজের বোতলে শানেল নং ৫। দেখলে মনে হয়, ডুবে মরি, জীবন সার্থক হোক।

    জোক্‌স্‌ অ্যাপার্ট। ছেলেদের সাবান ও মেয়েদের সাবানের মধ্যে যে নিরন্তর ফারাক সৃষ্টি করা হয়ে চলেছে, তার মূলে শুধুই কি মুনাফা নাকি অন্য কিছু?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন