এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিউটি ফ্রি

    সে
    অন্যান্য | ০৪ নভেম্বর ২০১৫ | ৭৬৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • mumu | 216.201.224.118 | ০৭ নভেম্বর ২০১৫ ০০:৩২688506
  • কেও একটু হেয়ার কেয়ার নিয়ে লিখুন প্লিজ
  • সে | 198.155.168.109 | ০৭ নভেম্বর ২০১৫ ০০:৪০688507
  • ঝামা নাকে না ঘষলেও গোড়ালিতে ঘষবার দরকার পড়ে। বিশেষ করে শীতের মরশুমে শুকনো ফাটা গোড়ালি যন্ত্রণাদায়ক। শুধু ক্রীম মেখে হবে না। প্রথমে গরম জলে পা ভিজিয়ে রেখে ঝামা দিয়ে ঘষে ঘষে মরা চামড়া যতটা সম্ভব তুলে ফেলতে হবে। তারপরে শুকনো করে মুছে নিয়ে গোড়ালিতে গ্লিসারিন বা অন্য কোনো ক্রীম, যেমন বোরোলীন লাগিয়ে রেখে দিন কিছুক্ষণ।




    অবিশ্যি ক্র্যাক ক্রীম ও নাকি ভালো জিনিস, যদিওনিজে কখনো ব্যাভার করে দেখিনি।
  • সে | 198.155.168.109 | ০৭ নভেম্বর ২০১৫ ০০:৪৬688508
  • হেয়ার কেয়ার?
    বললে বিশ্বাস করবেন কিনা জানি না।
    একবার দীর্ঘকাল অসুস্থ ছিলাম, প্রায় এক বছরেরো বেশি সময় ধরে। দীর্ঘ রোগ ভোগের পরে, রোগমুক্তি তো হোলো, কিন্তু মাথার চুল পড়ে যাচ্ছিলো । তখন এই ক্যাপসিউল খেয়ে সত্যিই ফল পেয়েছি। অসম্ভব দামি। এবং ইনশিওরেন্স এর দাম কোনোভাবেই কভার করে না। এটা কিনতে প্রেসক্রিপশন লাগে না।
    চুল, ত্বক ও নখের যত্নের জন্য হিরসানাকে আমার অনেক ধন্যবাদ দেবার আছে।
  • mumu | 216.201.224.118 | ০৭ নভেম্বর ২০১৫ ০১:৩৫688509
  • আর এই ওমুক শেঠ এর ৮০০ টাকার এক্খান তেল , সেইটে কেমন? নাম মনে হয় অ্যালোপেক্স
  • Bratin | 11.39.36.163 | ০৭ নভেম্বর ২০১৫ ০৬:২০688510
  • ইয়ে মানে শীত কালে ত্বকের যত্ন নিতে বোরলীন এলো ক্র্যাক এলো।কিন্তু সেই আদি এবং অকৃত্রিম "বসন্ব মালতী" ?
  • সে | 198.155.168.109 | ০৭ নভেম্বর ২০১৫ ১২:০৯688511
  • তুহিনা ও বসন্ত মালতীর যুগ আর নেই। এন শিয়া বাটার যুক্ত নিভিয়া বা ডাভ ইত্যাদি বডি লোশনের যুগ। আগে ছিল বিবিধ গ্লিসারিন সোপ, এখনও আছে- কিন্তু শুকনো ত্বকের সঠিক যত্ন নিতে চাই সঠিক pH সমৃদ্ধ সাবান। pH 5.5 মাত্রার সাবান শুষ্ক ত্বকের ক্ষতি কম করে। শীতকালে বা আবহাওয়া শুকনো থাকলে ত্কের বিশেষ যত্নের প্রয়োজন। তেমনি গরমকালে বা আর্দ্র আবহাওয়ায় বারে বারে স্নান করাও কিন্তু ত্কের পক্ষে ক্ষতিকর হতে পারে। মাত্রাতিরিক্ত জলের ব্যবহারে একজিমায় ভোগেন অনেকে কিংবা নানান ছত্রাক ইনফেকশানও হয়। এসব থেকে সতর্ক থাকা দরকার।
  • সে | 198.155.168.109 | ০৭ নভেম্বর ২০১৫ ১২:১১688512
  • "এন" নয় এখন শিয়া বাটার যুক্ত...
  • সে | 198.155.168.109 | ০৭ নভেম্বর ২০১৫ ১২:৩০688513
  • স্নো/ভ্যানিশিং ক্রীমও এযুগে প্রায় অচল। কিন্তু বাজারে থই থই করছে বিউটি প্রোডাক্টের অগুন্তি সম্ভার। দেখলে মাথা ঘুরে যায়।
  • ,Bratin | 11.39.36.163 | ০৭ নভেম্বর ২০১৫ ১২:৪৭688514
  • সে দি কে অনেক ধন্যবাদ গুরু চরিত্র র সঙ্গে খাপ খায়না কিন্তু খুব দরকরী এই টই টা শুরু করার জন্যে।
  • সে | 94.72.163.51 | ০৭ নভেম্বর ২০১৫ ১৫:২৪688516
  • ছেলেদের দাড়িকামানো নিয়েও অনেক আলোচনা হতে পারে ছবিসহ।
  • শ্রী দাম | 11.39.38.189 | ০৭ নভেম্বর ২০১৫ ১৭:০৫688517
  • ছেলেদের উচিত এই ঘেরাটোপ ভেঙ্গে ফেলা।
  • সে | 198.155.168.109 | ০৮ নভেম্বর ২০১৫ ০৪:৩৭688518
  • জানেন, এইমাত্র একটা পারফিউম গিফ্ট পেলাম আমার এক ভায়ের থেকে। ২১ বছরেরো বেশি পরে দেখা হল। রক্তের সম্পর্ক নেই কোনো। পারফিউমের নাম j'adore.
  • Ekak | 53.224.129.51 | ০৮ নভেম্বর ২০১৫ ১১:১৩688519
  • হেয়ার কেয়ারের একটা উপায় হলো মাঝে মাঝেই নেড়া হয়ে যাওয়া বা ক্রু কাট করা । চুল ঘাস নয় যে ছোট করলে ভালো ভাবে গজাবে । সেটা ভুল । কিন্তু ঘটনা হলো বড় চুলের গোড়া ঠিকঠাক পরিস্কার রাখা মুশকিল। তার থেকে ফলিকল ইনফেকশন হয়। চুল পরে । মাস ছয়েক অন্তর নেড়িয়ে নিলে গোড়া পরিস্কার রাখা যায় । সেটা চুলের পক্ষে স্বাস্থ্যকর ।

    আরেকটা উপায় মাথায় স্কার্ফ জড়ানো । বেশি রোদ লাগতে না দেওয়া । কড়া রোদ চুলের খুব ক্ষতি করে । ধুলো থেকেও বাঁচা যায় স্কার্ফ জড়ালে ।

    ভিজে মাথায় ক্যাপ পরবেন না । বাজে অভ্যেস । এই করে অনেকের চুল ক্যাপের সঙ্গেই উঠে যায় ।
  • সে | 198.155.168.109 | ০৮ নভেম্বর ২০১৫ ২০:৩১688520
  • মাথা নেড়িয়ে নেওয়া প্রসঙ্গে মনে পড়ে গেল আমার ফ্যামিলি ফিজিশিয়ানের অ্যাসিস্টেন্টের মাথা বারোমাস বছরের পর বছর নেড়া। সেই মাথাভরা রঙীন ট্যাটু। মেয়েটির মুখের সঙ্গে খুব ম্যাচ করেছে এই ট্যাটুভরা ন্যাড়ামাথা। মাথাভরা চুল থাকলে ওকে কেমন দেখাত তা জানিনা। ট্যাটুর রং অদ্যাবধি ফিকে হয়নি।
  • সে | 198.155.168.109 | ০৯ নভেম্বর ২০১৫ ১৫:৪১688521
  • দাঁত প্রসঙ্গে। সুদতি ও সুদন্তি এই দুটো শব্দের ফারাক শিখতে হোতো বাংলায়। হ্রস্ব উ না দীর্ঘ ঊ তা ভুলে গেছি। কিন্তু সৌন্দর্যচর্চায় দাঁতের ব্যাপারে কিছু টিপ্স্ দরকার।
    সে নাহয় পরে হবে, কিন্তু একটা পুরোনো বন্ধু দাঁতের জন্যে চল্লিশ হাজার ডলার নাকি খরচ করে ফেলেছে কাজাখস্তানে। গুল দিল কিনা বুঝলাম না। অজ্ঞান করিয়ে অপারেশন করে সবকটা দাঁত একদিনে তুলিয়েছে। তারপরে দুসারি কৃত্রিম দাঁত ওপরে নীচে। সঙ্গে সঙ্গে নয়। কিছুদিন পরে। দুমাস পরে বলল। সেই দাঁতগুলো শরীরের মধ্যে ইমপ্লান্ট করা। দাঁতগুলোর মধ্যে কোনো ফাঁক নেই। হাঁ করে দেখাল। মুক্তোর মত দাঁত। আরো কীসব ডায়ামণ্ড বসানো অপশানও নাকি আছে, সেগুলো করেনি যদিও। চল্লিশহাজারি দাঁতের সারি দেখে সে রাতে ঘুমের মধ্যে নয়ন রহস্যের সেই বিশেষ একজনকে স্বপ্নে আবছা দেখলাম। ভালো মনে নেই স্বপ্নটা। কিন্তু ভয়ের ছিল।
  • de | 69.185.236.54 | ০৯ নভেম্বর ২০১৫ ১৬:৪৮688522
  • সময়ের আগে ওইভাবে দাত্তুল্লে হার্টের ব্যারাম হবে তো!
  • de | 69.185.236.54 | ০৯ নভেম্বর ২০১৫ ১৬:৪৯688523
  • আমার কন্যা খুব নেড়া হবার বায়না কচ্চে - আমি তাকে অনেক কষ্টে ঠেকিয়ে রেখিচি!
  • চান্দু মিঞা | 127.247.98.47 | ০৯ নভেম্বর ২০১৫ ১৬:৫৮688524
  • ন্যাড়া হলে ভারি আরাম লাগে। আমি চারমাস অন্তর একবার হই।
  • সে | 198.155.168.109 | ০৯ নভেম্বর ২০১৫ ১৭:১২688525
  • হার্টের ব্যায়রাম হবে হয়তো। কিন্তু অত টাকা ওভাবে উড়িয়ে দিতেও তো হার্টের জোর চাই। বলল আঠেরোটা ইম্প্ল্যান্ট না কি যেন বলে সেসব লাগিয়েছে। পার ইম্প্ল্যান্ট দুটো করে দাঁত। তাই শুনে সহজ সরল বিশ্বাসে আমি ক্যাবলার মতো মনে মনে আঠারো দুগুণে ছত্তিরিশ ক্যালকুলেট করে বললাম, তাহলে কি তোর এখন ছত্তিরিশটা দাঁত? কই দেখা! ছেলেটা মুখ হাঁ করে রইল। আমি গুনতে শুরু করেছি। তাই দেখে আশেপাশের টেবিলের লোকজন (বলা হয়নি, আমরা তখন একটা রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার দিয়ে গুলতানি কাছি) এদিকে তাকাতে লাগল। সুযোগ বুঝে ছেলেটাও মুখের হাঁ বন্ধ করে ফেলল। আমার আর গোনা হল না। শেষে বুঝলাম, আলাদা আলাদা দাঁত নয়, একখণ্ড একখণ্ড করে দুখণ্ড মাল। ওপরের সারি আর নীচের সারি। তাকে ভাগে ভাগে দাঁতের মতো করে বানানো। ভার্চুয়াল রিয়েলিটি ঠিক নয়, কিন্তু ও জিনিস ঠিক দাঁত নয়। মুখের হাঁয়ের মধ্যে তাকিয়ে গুনতে শুরু করাটা ঠিক হয়নি মনে হয়। একটা তাৎক্ষণিক শক তো লেগেছিলোই, তাই রাতে কীরম একটা স্বপ্ন মতো দেখলাম - দৈত্যটার বেয়াল্লিশটা দাঁত না ছত্তিরিশটা দাঁত গোছের কিছু সংলাপ ছিলো হয়ত স্বপ্নে। এখন কিছুতেই মনে পড়ছে না।
  • সে | 198.155.168.109 | ০৯ নভেম্বর ২০১৫ ১৭:১৬688527
  • ন্যাড়ামুণ্ডি কিশোরী মেয়ে ভারতে কতটা অ্যাকসেপ্টেড হবে জানি না। কটু মন্তব্য করে কাঁদিয়ে দেবার লোকের অভাব হবে না।
    আমার মেয়ে ক্লাস টু না থ্রীতে যেন ন্যাড়া হল স্বেচ্ছায়। সে ই প্রথম। তখন একটা কো এড ইস্কুলে দিন সাতেক পড়েছিলো। রোজ ওর মাথায় চাঁটি মারত ছেলেরা।
  • Bratin | 11.39.39.196 | ০৯ নভেম্বর ২০১৫ ১৭:২৩688528
  • ন্যাড়া হলে একটু দুষ্টু প্রকৃতির লোকেরা খালি চাঁটি মারে কারনে / অকারনে।

    ( যেমতি আমি)
  • সে | 198.155.168.109 | ০৯ নভেম্বর ২০১৫ ১৭:২৬688529
  • একীরে! এখনো বাড়ি পালাস নি?
    কালীপুজোর ড্রেস কী? সাজুগুজু করবি কখন? আজ তো চৌদ্দপ্রদীপ জ্বালায় ভূত তাড়াতে।
  • d | 144.159.168.72 | ০৯ নভেম্বর ২০১৫ ১৭:৩২688530
  • দক্ষিণের দিকে ন্যাড়া হওয়াটা বেশ প্রচলিত। লোকে তিরুপতি বা শিরডি গেলে তো ন্যড়া হবেই। অনেকে এমনি এমনিই ন্যাড়া হয়ে যায়। মানে ছেলেরা।

    আমাকে ছোটবেলায় ধরে ন্যাড়া করে দিয়েছিল চুল ভাল হবে বলে। সে আবার প্রথমবার ন্যড়া করার পরে পরপর আরো দুই সপ্তাহে যেটুকু করে চুল গজিয়েছিল সেগুলো আবার করে ন্যাড়া করে দিয়েছিল এক গরমের ছুটিতে। এবং তার পরে মোটেও বেশী ভাল চুল হয় নি। বরং কমে গেছিল। তাতে একজন বললেন যে আমার চুল এই পরপর ৩ সপ্তাহ ধরে ন্যাড়া করানোয় 'চমকে গেছে' তাই আর বেরোচ্ছে না, কমকম গজাচ্ছে।
    আইডিয়া যাঁর মাথা থেকে বেরিয়েছিল তাঁকে আর কেউ কিছু বলার সাহস পেল না।
    আমি ঐ চমকে যাওয়া কম গজানো চুল নিয়েই বড় হলাম।

    মোটকথা আমার ন্যাড়া হবার এক্সপি খুব খারাপ।
  • Ekak | 113.6.157.186 | ০৯ নভেম্বর ২০১৫ ১৭:৩৭688531
  • ছেলেটিকে একটা রাবার দিউস বল কামড়ে ফেরত দিতে বললেই হত । নির্দিষ্ট বৃত্তচাপে মোট দাঁতের দাগের সংখ্যা আর মানুষের মাড়ির টোটাল বৃত্যচাপ হিসেব করলেই মোট কটা দাঁত । আরও একিউরেট হতে চাইলে কর্নার এর দিকে সংখ্যা বাড়ে -সামনে কমে ধরে নিয়ে কাউন্টার ক্যালকুলেট করে এভারেজ ।
  • Brain | 11.39.39.196 | ০৯ নভেম্বর ২০১৫ ১৭:৩৮688532
  • ফিরছি

    আমি যত দূর জানি ২/৩/৪ ক্লাশের বাচ্ছা মেয়ে রা ন্যাড়া হয় মাথায় উকুনের সংখ্যা কাউন্টবলি ইনফানাইট হয়ে গেলে। ঃ))
  • Div0 | 132.166.158.155 | ০৯ নভেম্বর ২০১৫ ১৭:৩৯688533
  • মনে হয় আরেকবার ন্যাড়া হলে ঠিক হয়ে যেতে পারে... :p
  • Ekak | 113.6.157.186 | ০৯ নভেম্বর ২০১৫ ১৭:৪২688534
  • আমাকে প্রথমবার ন্যাড়া করে দেওয়া হয়েছিল শিবের থানে । এবং কেও একজন শিখিয়ে দিয়েছিল বলতে : বাবার মাথা , হাত দিতে নেই ।
    আমি যথারীতি আরেক কদম এগ্রেসিভ হয়ে সমস্ত চাঁটি মারেচ্চু বড়দের : এই বাবার মাথায় হাত দিবিনা ! বলে ধমক লাগাতুম ।
  • cm | 127.247.98.47 | ০৯ নভেম্বর ২০১৫ ১৭:৪৮688535
  • আমার মাথায় কেউ চাঁটি মারেনি, বা বলা ভাল, সাহস করেনি। তবে কেউ কেউ হোস্টেলে হাত বোলাতে চাইত বটে।
  • Bratin | 11.39.39.196 | ০৯ নভেম্বর ২০১৫ ১৭:৫২688536
  • আমি ছোট বেলা থেকেই বিশেষ "শান্ত" প্রকৃতির। তাই খুব একটা ন্যাড়া করতে পারেনি। লাস্ট ন্যাড়া
    হওয়া ৯২ সলে। জেঠাইমার মৃত্যুতে।
  • Div0 | 132.166.158.155 | ০৯ নভেম্বর ২০১৫ ১৭:৫৪688538
  • আমার ন্যাড়া হওয়ার সঙ্গে মশারি এবং স্যান্ডো গেঞ্জি ওতপ্রোতভাবে জড়িত, লিটার‍্যালি। অল্প খোঁচা খোঁচা চুল বেরোনোর সময় এই জিনিসগুলো এড়িয়ে না-চলার ফল যথেষ্ট বিরক্তিকর। ঃ-ক্ষ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন