এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিউটি ফ্রি

    সে
    অন্যান্য | ০৪ নভেম্বর ২০১৫ | ৭৬৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • A | 212.52.36.58 | ০৬ নভেম্বর ২০১৫ ১১:৫৮688473
  • ট্যাটু নিয়ে ফান্ডাগুলো দিয়েই ফেলুন কেকে। Kওথয় করানো উচিত ডিজাইনের চয়েস খুব লাগেকিনা ইত্যাদি
  • সে | 198.155.168.109 | ০৬ নভেম্বর ২০১৫ ১১:৫৮688472
  • লেজারের ওই মাল আমি কিনেছিলাম, এখনো পড়ে আছে। ডাবলিনের একটা মল থেকে। ও জিনিস কোনো কাজে দিল না। বিকট বস্তু, একটা জেল ও দেয় সঙ্গে।
    আমার হেয়ার গ্রোথের স্পীড বড্ড বেশী। পরশু কলপ লাগিয়েছি আজই কিছু কিছু চুলের গোড়া চিক্চিক্ করে উঠছে। টানা তিনমাস চুল না কাটলে কোমর অবধি নেমে যায়। কন্ট্রোল নেহি হোতা। :-(
  • san | 113.240.238.211 | ০৬ নভেম্বর ২০১৫ ১২:০৪688475
  • স্কর্পিও ট্যাটু আমার খুবি পছন্দ। ও কেকে , কোন ডিজাইনের ট্যাটু করালে ? জানতে ইচ্ছুক।
  • সে | 198.155.168.109 | ০৬ নভেম্বর ২০১৫ ১২:২৮688476
  • শুধু ট্যাটুই নয়, পিয়ার্সিং ব্যাপারেও জানতে আগ্রহী।
  • Ekak | 113.6.157.186 | ০৬ নভেম্বর ২০১৫ ১২:২৯688477
  • ট্যাটু কিভাবে তোলা যায় সেটাও জানা দরকার । কদিন বাদেই বোর লাগলে তখন ট্যাটু তোলা হেব্বি চাপ ।
  • sinfaut | 11.39.63.69 | ০৬ নভেম্বর ২০১৫ ১২:৪৯688478
  • পাখির বাসার মতন সাজতে গেলে কী করতে হবে জানাবেন কেউ।
  • | 213.132.214.84 | ০৬ নভেম্বর ২০১৫ ১২:৫৬688479
  • ইয়ে মানে কোন পাখি?

    বাবুই? ঃ)
  • সে | 198.155.168.109 | ০৬ নভেম্বর ২০১৫ ১২:৫৭688480
  • পাখীর বাসার মত একটা দেখেছি টিভিতে, খুব সম্ভবত বিবিসি তে হেয়ার বলে একটা রিয়্যালিটি প্রোগ্রামে। অসম্ভব সুন্দর সুন্দর সব কাজ। সার্চ করলে ইউ টিউবে পেয়েও যেতে পারেন। ঐ প্রোগ্রাম থেকে আমি কিছু কিছু চুলকাটাও শিখেছি।
  • kiki | 113.192.119.214 | ০৬ নভেম্বর ২০১৫ ১৩:১২688481
  • মিঠু,
    :D

    সোসেন,
    কি মিত্তি। থেঙ্কু মেঙ্কু।

    হেয়ার রিমুভাল নিয়ে বলতে মনে পরলো। কদিন আগে, ছেলে তখন সবে বড় হচ্ছে। আর ছেলে বড় করা কি চাপের।মেয়েদের তবু নিজেদের আপনা আপ কিছু বুদ্ধি গজিয়ে যায়। এদের এখন দলে আগের মতন বুড়ো দামড়া কয়েক পিস থাকে না , যারা পাকিয়ে টাকিয়ে ঠিক করে দেবে। সবই বাড়ীতে একা একা আর একই বয়সী। তো নানান জায়গার ইসে দেখে কি পরিসান। একদিন খুব রাগ করে এসে আমাকেই জিগালো, এসব কি হচ্ছে, কি করে তাড়ানো যায়। বাপরে!! এসব কেসে আমি আবার কিছুতেই গম্ভীর থাকতে পারি না। হেসে গড়াগড়ি খেয়ে বেচারাকে আরো অস্বস্তি দিলাম।
  • | 213.132.214.83 | ০৬ নভেম্বর ২০১৫ ১৩:১৬688483
  • কিকি টা টোটাল!! ঃ)))
  • Blank | 213.99.211.18 | ০৬ নভেম্বর ২০১৫ ১৪:৩৭688484
  • ট্যাটু তো আমি করাবো। জানুয়ারি তে ডেট দিয়েচে।
  • de | 69.185.236.55 | ০৬ নভেম্বর ২০১৫ ১৪:৪২688485
  • টেম্পোরারি ট্যাটু করানোই ভালো - মানে ওই জলে ভিজিয়ে যে ট্যাটুগুলো লাগানো হয়। জলছবি। পরে তুলে ফেল্লেই হোলো।

    বাপরে, ওই সূঁচ ফুটিয়ে ফুটিয়ে ট্যাটু আমাদ্দারা হবে না!
  • শ্রী দাম | 11.39.37.26 | ০৬ নভেম্বর ২০১৫ ১৪:৪৬688486
  • জামার মতন টাটু পড়তে পারেনঐ
  • Blank | 213.99.211.18 | ০৬ নভেম্বর ২০১৫ ১৪:৫০688487
  • টেম্পোরারি গুলো হু হু করে নষ্ট হয়ে যায়।

    জামার মতন ট্যাটু হলে তাকে বডি আর্ট বলে। পুজা ভাট পরেচিল।
  • d | 144.159.168.72 | ০৬ নভেম্বর ২০১৫ ১৫:৩৪688488
  • এই যে এই রংটা আমি একবার করব।



    করলে এই টইতে ছবি দিয়ে যাব, হ্যাঁ।
  • de | 69.185.236.54 | ০৬ নভেম্বর ২০১৫ ১৫:৪১688489
  • কি দারুণ রং!
  • Blank | 213.132.214.85 | ০৬ নভেম্বর ২০১৫ ১৫:৫৫688490
  • অ, তুমি টঙ্কস হবে
  • d | 144.159.168.72 | ০৬ নভেম্বর ২০১৫ ১৬:০০688491
  • :-D খ্যাল করি নি আগে।
  • kk | 182.56.13.181 | ০৬ নভেম্বর ২০১৫ ২২:২০688492
  • হ্যাঁ,ট্যাটু নিয়ে বলি। ট্যাটু করানোর আগে একটু মানসিক প্রস্তুতি লাগে। মানে এটা সাজের জন্য ঠিক নয় তো।ট্যাটু একটা ফিলোজফি। কাজেই মন থেকেযখন নিশ্চিত হবেন তখনি করানোর কথা ভাবুন।

    এবার প্রশ্ন, কোথায় করাবেন। আজকাল অলিগলিতে ট্যটু পার্লার হয়েছে। তবে যেখানে সেখানে না করানোই ভালো। এক তো ভালো মত ছবি না হলে তোলা মুশকিল। দুই, স্বাস্থ্যগত কারণ। পার্মানেন্ট জিনিষ করাচ্ছেন, আর ঠিকমত স্টেরিলাইজড ভাবে না করালে এইচ আই ভি সংক্রমণ অব্দির রিস্ক থাকে।তাই একটু খরচ করে ভালো জায়গা থেকেই করান। ভালো জায়গা মানে যাদের অলরেডি নাম আছে। খোঁজ নেবেন এঁরা কি কি স্টেরিলাইজেশন টেকনিক ইউজ করেন। ডিসপোজেব্‌ল নতুন নিড্‌ল ইউজ করেন কিনা।কালির কোয়ালিটি ভালো কিনা ইত্যাদি।

    ঠিকঠাক ট্যাটু পার্লার আপনাকে তাদের করা ট্যাটুর ছবি দেখাবে। সেই দেখে বুঝতেই পারবেন সুক্ষ্মতা আছে কিনা। এবার আপনি তাদের অ্যালবাম থেকে ছবি বাছতে পারেন। কিম্বা নিজের পছন্দের ছবি নিয়ে যেতে পারেন। গুগুল করলে হাজার হাজার ডিজাইন পাওয়া যায়। দেখেশুনে বেছে নিলেই হলো।
    ঠিক কী রকম চান সেটা ট্যাটু আর্টিস্টকে বুঝিয়ে দিতে হবে আগে। মানে যে ছবি দেখাচ্ছেন সেটা এক্স্যাক্টলি অমনিই হবে না কোনো রং থাকবে, সাইজ ঠিক কেমন হবে ইত্যাদি।

    এবার কথা হলো কতখানি ব্যথা লাগবে।সেটা নির্ভর করে আপনার পেইন টলারেন্স কেমন তার ওপরে। অ্যাভারেজ ধারণা দেবার চেষ্টা করছি।মনে করুন এক থেকে দশ যদি ব্যথার স্কেল হয়। যেখানে এক মানে মশা কামড়ানোর মত লাগা আর দশ মানে নিতান্ত অসহ্য ব্যথা, তাহলে ট্যাটু করাতে ধরুন চায় মত ব্যথা লাগবে। আমি যখন করিয়েছি আমার মনে হয়েছে কেউ একটা সরু পেনসিল দিয়ে চাপ দিয়ে ছবি আঁকছে, ব্যস। একে আমি কোনো লাগাই বলিনা। ঐ মেশিন চালিত ছুঁচ নিয়ে যখন ঘর্ঘর আওয়াজ করে ট্যাটু গানটা কাছে নিয়ে আসে তখন যদি ভয় না পান তাহলেই হলো। একটু আধটু রক্ত বেরোতে পারে। তবে সেটা কয়েক বিন্দুর বেশি না।

    যেখানে করাবেন সেই জায়গাটা আগে থেকে রোমমুক্ত করে যাবেন। ওয়াক্স করালে কয়েকদিন আগে করিয়ে নেওয়াই ভালো। নইলে ব্যথা হতে পারে। এবার ট্যাটু শিল্পী আগে আপনার শরীরের ঐ জায়গায় ছবিটা এঁকে নেবেন। মানে জালছবির মত ট্র্যান্সফার করে নেওয়া আর কি। এই সময়েই আয়নায় দেখে নিন পোজিশন ও সাইজ আপনার পছন্দ মতো হয়েছে কিনা। এবার আর কি? রিল্যাক্সড হয়ে বসে থাকুন, গান শুনুন, কি বইয়ের পাত ওল্টান যতক্ষণ শিল্পী তাঁর কাজ করছেন। ট্যাটুর ডিজাইনের জটিলতা আর সাইজের ওপর নির্ভর করছে কতক্ষণ লাগবে। আমার দেড়- দু ঘন্টা মত লেগেছিলো।

    হয়ে গেলে কিছু আফটার কেয়ার আছে। সেটা পার্লার থেকেই আপনাকে বলে দেবে। বেশি কিছু না, কিভাবে ক্লিন করতে হবে, কি লোশন লাগতে হবে ইত্যাদি। ট্যাটু করানোর পরে অন্তত পনেরো দিন পাবলিক পুলে,ক্লোরিনেটেড জলে স্যুইম করবেননা বা সরাসরি রোদ্দুর লাগাবেননা। কয়েকদিন পরে ওপরের ত্বকের লেয়ারটা উঠে যাবে, খুব চুলকোবে। কিন্তু তখন খোঁটাখুঁটি একদম মানা।

    এইই তো, আর কী?

    স্যান, আমি ফিনিক্স করিয়েছি।ডানহাতের আপার আর্মে। নিচে ডিজাইনটা দিলাম। তবে আমার পুরো কালো নয়।ওপরের সারিটা কালো, তারপরাগুনে পালক গুলো রাস্ট আর লাল। নিচের সারি, ল্যাজ পুরো লাল।

  • kk | 182.56.13.181 | ০৬ নভেম্বর ২০১৫ ২২:২১688494
  • * তারপর আগুনে পালক গুলো
  • san | 113.245.13.164 | ০৬ নভেম্বর ২০১৫ ২২:২৫688497
  • কেকে , দিব্যি দেখতে তো ট্যাটুটা। ফিনিক্সের আইডিয়াটাও চমৎকার।
  • Bratin | 11.39.137.52 | ০৬ নভেম্বর ২০১৫ ২২:২৫688496
  • একেবারে ছবির মতো দেখতে পেলুম। ধন্যবাদ কেকে ।
  • kk | 182.56.13.181 | ০৬ নভেম্বর ২০১৫ ২২:২৫688495
  • দমুদি,
    আমার লেসার হেয়ার রিমুভাল নিয়ে কোনোই ধারণা নাই!

    সে,
    বডি পিয়ার্সিং নিয়ে এক আধটু পড়েছিলাম। কারণ আইব্রো পিয়ার্সিং করাতে খুব ইচ্ছে হয়েছিলো। কিন্তু করানো হয়নি এখনো। নিজের অভিজ্ঞতা না থাকলে ঠিক লিখতে চাইনা।করালে লিখে যাবো খন।
  • kk | 182.56.13.181 | ০৬ নভেম্বর ২০১৫ ২২:২৮688498
  • থ্যাংকু :)

    কী সব বানান ভুল করছি! চায় নয়, ছয়।
  • Blank | 24.99.71.80 | ০৬ নভেম্বর ২০১৫ ২২:৩৫688499
  • আমাকে জানালো কালার পিগমেন্ট দেশের ওয়েদারে মেন্টেন করা মুশকিল। নইলে আমি সামান্য কালার পিগমেন্ট ইউজ করাবো ভেবেছিলাম।
    কোলকাতায় ৩/৪ এ নামী আছে। সাউথ সিটির সামনে লিজার্ড স্কিনে করাবো আমি।
    মনি স্কোয়ারে যেটা আছে ওদের কাজ ভালো লাগেনি। ওদিকে কেউ যাবেন্না।
  • pi | 233.176.14.223 | ০৬ নভেম্বর ২০১৫ ২২:৪৮688500
  • বাপ্পো রে ! বেশিরভাগ ব্র্যাণ্ডর নাম শুনি নি , ভাগ্যে শুনি নি, নইলে দাম শুনে চক্কর খেতে হত। এক একটা লিপস্টিকের দাম হাজার থেকে চার হাজার ই ঃ ইঃ ! বিশ্রী দাম এরেই কয় বোধহয়।
  • pi | 233.176.14.223 | ০৬ নভেম্বর ২০১৫ ২২:৫৬688501
  • কিন্তু এই টইয়ের আসলি লেখাই তো আসেনি !

    #অলকে কুসুম প্রসঙ্গ

    Name: rimi Mail: Country:

    IP Address : 24.42.203.194 Date:06 Nov 2009 -- 08:09 PM

    এটা শুধু অপমানের নয়, অপমানের প্রতিশোধ নেবারও গল্প।

    ঘটনা যথারীতি কালেজের, যে সময়ে মান অপমান বোধ একটু বেশিই থাকে।

    ক্লাসে কেটে একটা বেজায় ভীড় বাসে গরমের আলুসিদ্ধ হতে হতে আমরা সবাই যাচ্ছিলাম নন্দনে সিনিমা দেখতে। আমরা মোটে তিনজন মেয়ে, কোনোমতে মেয়েদের জন্যে বরাদ্দ জায়গায় বসার সুযোগ পেলাম। ছেলেগুলো সামনেই রড ধরে দাঁড়িয়ে রইলো। হঠাৎ এক রাম ঝাঁকুনি। ছেলেগুলো হুমড়ি খেয়ে প্রায় আমাদের গায়ের উপরে পড়ল। তারপরে কোনোমতে সোজা হয়ে দাঁড়িয়ে নিয়েই এক অবোধ বালক বাসশুদ্ধু লোকের সামনে চিৎকার করে আমাকে বলল:"এ: তোর চুলে কি বিকট গন্ধ রে? চান করিস না নাকি?" কথাটা মিথ্যে নয়। আগের দিনই দিদিমার পরামর্শে কড লিভার অয়েলের সঙ্গে ডিমের কুসুম মিশিয়ে চুলে লাগিয়েছিলাম, বার দশেক শ্যাম্পু করেও সেই গন্ধ দূর করা যায় নি। কিন্তু তাই বলে ব্যাটা এই ভাবে সবার সামনে অপমান করবে?
    হেহে করে ব্যপারটা উড়িয়ে দিলেও মনে মনে দাঁতে দাঁত ঘষে শাপ দিলাম "একদিন এই চুলের গন্ধ শোঁকার জন্যে তুই পাগল হবি হবি হবি।" কলিযুগের নারীবাদের কি মহিমা! অভিশাপ দিব্বি ফলে গেল।

    সেই দুর্ভাগা বালক এখন গুরুতে পোস্ট করে আর সেই একদিনের কৃতকর্মের জন্যে অনুতাপে জ্বলে মরে।
  • Div0 | 132.171.168.235 | ০৬ নভেম্বর ২০১৫ ২৩:৩২688502
  • গুড থ্রেড।

    খিস্টোর ফিনিক্স ভাল্লাগলো। এর কাছাকাছি জিনিস একজন পিঠে নামিয়েছিল, কিছুটা এরকম দেখতে।


    লুরুতে 'স্কিন ডীপ' ঠিকঠাক ডিটেইলিং আনে। হাবিজাবি অনেক পার্লার গজিয়েছে এখন। আর ভালো জায়গায় না করালে এরকম হওয়ার চান্স তো আছেই -


    আমি ভাবছি কব্জিতে একটা "ওঁ মণিপদ্মে হুম" করাবো।
  • সে | 198.155.168.109 | ০৬ নভেম্বর ২০১৫ ২৩:৪০688503
  • নিভিয়া প্রসঙ্গে - ওদের blackhead removal strips খুব ভালো। অ্যালার্জি হয় না তেমন। কিন্তু Baleaর প্রোডাক্টে অ্যালার্জি হয়েছে। Ponds এর গুলো খুব ভালো পরিষ্কার করতে পারে না।
  • সে | 198.155.168.109 | ০৭ নভেম্বর ২০১৫ ০০:২৬688505
  • বালেয়া


    এবং নিভিয়া

    হুবহু একই পদ্ধতি, এমনকি শেপ পর্যন্ত অবিকল একই রকম, কিন্তু দামের ফারাক আছে। নিভিয়ার দাম বেশি।

    পণ্ড'স এর স্ট্রীপগুলোর পদ্ধতি একটু অন্যরকম, দাম নিভিয়ার চেয়ে কম।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন