এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিউটি ফ্রি

    সে
    অন্যান্য | ০৪ নভেম্বর ২০১৫ | ৭৬৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 213.99.211.18 | ১৩ নভেম্বর ২০১৫ ১৭:২৫688573
  • আরেক টু গুছিয়ে লেখো না কেনে। মালকড়ি আছে মনে লিচ্চে!! ঃ)
  • Ekak | 113.6.157.186 | ১৩ নভেম্বর ২০১৫ ১৭:৫০688574
  • সাবান নিয়ে খানিক বাছবিচার ছিলো এককালে । ইন্ডিয়ান সাবানের মধ্যে মাইসোর স্যান্ডল গোল্ড । তবে সেটা নরম্যাল স্নানের সময় মিলত । বাকি সময় লাইফবয় । মানে রোজ বিকেলে খেলে ফিরলেই ( এবং মায়ের মতে অবধারিত ভাবে গু পাড়িয়ে এলে ) যে কোনো সীসন এ স্নান মাস্ট । তখন লাইফবয় । এই সাবানটা কে লোকে হেব্বি হতচ্ছেদ্দা করে দেখেছি। প্রথম বিদেশী সাবান মাখ্লুম ক্যামি । ইউএস থেকে একজন এনে দিয়েছিল । সে ভারী মোলায়েম সাবান । তারপর আত্মীয় স্বজন কেও ফিরলে বিদেশী সাবান আনতো । বাঁচিয়ে বাঁচিয়ে মাখা হত । পরবর্তীকালে চাগ্রি করে ডাভ ( যা নাকি আবার সাবান নয় ) মেখেছি কিছুকাল । মন্দ না । নেপালে একটা দামড়া মত সাবান মাখতুম কি এক ইউরোপিয়ান নাম মনে পরছেনা তার গন্ধটা ভারী রিফ্রেশিং । বাংলাদেশী হালাল সাবান মেখেও দেখেছি পোষায় নি । এইসব কত্তে কত্তে জনসন এর পিএইচ কন্ট্রোল বদি ওয়াশ ইউস করে মনে ধরে গ্যালো । ঘষে ঘষে মাখতেও হয়না চাপ নেই । তবে আমি সাবান মাখি এমনিতে খুবই কম । মানে জবে জবে স্নান করি আরকি । মানে যবে সময় হয় ইচ্ছে হয় । চাট্টি নিমতেল মেখে চেপে চেপে গা মুছে নিলে আর স্নান করে কিইই হবা । নিম বলতে মনে পড়ল নিম সাবান খেতে মোটেই ভালো না । তবে ক্যামি ও খেতে তেমন ভালো না যদিও একটা মোমবাতি মোমবাতি আফটারটেস্ট আছে হুইচ ইস নট ব্যাড । বাজারচলতি সিন্থল ফিন্থল তো একদম বাজে খেতে । হালকা চেটে চালতা চালতা স্বাদ লাগছে মানেই সে সাবানে গরমিল আছে মাখলে গায়ে খড়ি ফুটবে । এই ।
  • সে | 198.155.168.109 | ১৩ নভেম্বর ২০১৫ ১৭:৫৭688575
  • সেকিরে? লাক্স বাদ গেল? চিত্রতারকাদের সৌন্দর্য্য সাবান! অমন টেস্ট। বচ্চে ও বচ্চে, বাপ রে বাপ!

  • sinfaut | 69.88.167.46 | ১৩ নভেম্বর ২০১৫ ১৭:৫৯688576
  • সব থেকে ভালো সাবান অ্যারামাস্ক। অমন গন্ধ আর কোনো সাবানে নেই।
  • sinfaut | 69.88.167.46 | ১৩ নভেম্বর ২০১৫ ১৮:০৩688577
  • রাল্ফ লরেন পোলোর লালটা একদম পোষায়নি। ওটা মাখলেই কেমন একটা জামায় গন্ধ হয়ে যায় বিকেল থেকে।
  • phutki | 202.193.216.148 | ১৩ নভেম্বর ২০১৫ ১৮:০৭688578
  • অ্যারামাস্ক একটা দারুণ সাবান। বাবা মাখত। আর আমিও।
  • | 213.132.214.85 | ১৩ নভেম্বর ২০১৫ ১৮:০৯688580
  • ইয়েস এককএর মাইসোর স্যান্ডেল আমার ও খুব পছন্দের।

    লিরিল? কারো পছ্ন্দ?
  • সে | 198.155.168.109 | ১৩ নভেম্বর ২০১৫ ১৮:০৯688579
  • এইটে আমার পছন্দের।
  • Ekak | 113.6.157.186 | ১৩ নভেম্বর ২০১৫ ১৮:১২688581
  • এরামাস্ক মেখেছি । ভালো । আসলে এই নির্ঝন্ঝাট বডি ওয়াশ এর পাল্লায় পরে সাবানের প্রতি কমিটমেন্ট চলে গ্যাসে :(
  • সে | 198.155.168.109 | ১৩ নভেম্বর ২০১৫ ১৮:১৪688583
  • লিরিল যখন মার্কেটে প্রথম এলো, তখন সবাই এটাকে লেবুসাবান বলত। টোটাল নতুন গন্ধ। গ্রীষ্মের বিকেলে লিরিলে গা ধুয়ে সেই গন্ধ বয়ে বেড়ানো একটা আলাদা ব্যাপার ছিলো।
  • সে | 198.155.168.109 | ১৩ নভেম্বর ২০১৫ ১৮:১৬688584
  • ঐ একই সময়ে এসেছিলো লাক্স সুপ্রীম। একটু দামী সাবান আর পাঁচটা সাবানের চেয়ে।
  • | 213.132.214.84 | ১৩ নভেম্বর ২০১৫ ১৮:২৪688585
  • ভিজিল। বেঙ্গসরকার অ্যাড করতো।

    তেমন ভালো নয়।
  • সে | 198.155.168.109 | ১৩ নভেম্বর ২০১৫ ১৮:২৬688586
  • একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে লাইফবয় এবং আরো একটা কী যেন সাবান ছিলো, ওদুটো এক্সক্লুসিভলি ফর মেন, কিন্তু বাকি সমস্ত সাবান তখন নারী পুরুষ উভয়ের জন্যেই ছিলো।
    নিকো সাবান মনে হয় নামটা। অসম্ভব বাজে গন্ধ, কিন্তু কী সমস্ত ওষুধ টষুধ ছিলো ওকে, স্কীনের সমস্যা যাদের, তারা মনে হয় মাখত।
    কিন্তু বাকি সমস্ত সাবানের মধ্যে নারীপুরুষ গণ্ডি কাটা ছিলো না তখন। নিম সাবান, গন্ধ সাবান, গ্লিসারিন সাবান, চন্দন সাবান, লেবু সাবান, সবই সকলের জন্যে। হ্যাঁ বাচ্চাদের জন্যে হয়ত বেবিসোপ। কিন্তু, বড়োদের সাবানের এই ভাগাভাগি, এই ফেমিনিনত্ব, ম্যাস্কুলিনত্বের ভাগ, সাবানের ক্যাটেগোরি নির্ণয়, কোন সাবানে কুল কুল ব্যাপার, কোনগুলো "for men", এই ট্যাগিং শুরু হয়েছে অনেক পরে।
    একসময় আমি খুব গোপনে একটা সমীক্ষা চালিয়েছিলাম। চেনা পরিচিত কিছু পুরুষদের মধ্যে এবং তাদের প্রায় অজান্তেই। তারা প্রত্যেকেই প্রায় স্বীকার করে যে মেয়েদের সাবানের গন্ধ তাদের বেশি প্রিয়, সেটাই পারলে মাখতে চায়, কিন্তু বিভিন্ন "কুল" ট্যাগিং, কি "অ্যাক্স এফেক্ট", কি "ফর মেন", এসবের প্রভাবে তারা ঠিক নিজেদের পছন্দের সাবান ব্যবহার করতে সঙ্কোচ বোধ করছে। ম্যানলি ফ্র্যাগরেন্সের সাবান নাম দিয়ে যেগুলো বাজারে বিক্রি করা হয়, সেগুলোর চেয়ে তাদের ঢের বেশি পছন্দ ফুলের গন্ধওয়ালা সাবান। রোজ, ল্যাভেন্ডার, ম্যাগনোলিয়া, ক্যামেলিয়া, বা কোনো হার্বাল অ্যারোমা।
  • mumu | 216.201.224.118 | ১৪ নভেম্বর ২০১৫ ০০:৫৬688587
  • আমার ১ পয়্সা

    লিরিল/সিন্থল - লেবু গন্ধ গরমকালে ভালো

    গ্লিসারিন - শীতকলে মাখা হত,কিন্তুক কুনো কাজের না

    লাক্স- বড্ড গলে যায়, ভালো গন্ধ

    মোতি- স্যান্ডাল আর গোলাপ , ২টই ভালো

    হামাম- নিম সাবান, বাজে গন্ধ, ঘা ফুস্কুরি বেশি হলে কাজের

    সন্তূর - চন্দন গন্ধ

    মেডিমিক্স- অয়ুর্বেদিক, ভলো সাবান
  • সে | 198.155.168.109 | ১৪ নভেম্বর ২০১৫ ০১:৪৬688588
  • সাবান প্রসঙ্গে মনে পড়ে গেল যে সাবান যেহেতু ত্বকের জন্য ভালো নয়, সৌন্দর্য সচেতন একটি মেয়ে বরাবর বেসনের প্যাকেট নিয়ে ঘুরত। সে নাকি কোনোদিনো সাবান মাখেনি মুখে হাতে, সবসময় একটু করে বেসন মেখে হাত মুখ ধুতো। সত্যিই তার ত্বক ছিল অপূর্ব সুন্দর, আর কি নিষ্ঠা ও ধৈর্য সহকারে সে ত্বকের সৌন্দর্য রক্ষা করে চলেছিল ভেবেই অবাক হয়ে যেতাম।
  • mumu | 216.201.224.118 | ১৪ নভেম্বর ২০১৫ ০১:৫০688589
  • আমার সেই ডাভ এর অ্যাড মনে পড়ে গেলো ,"অমি তো বাসন দিয়ে মুখ ধুই ( অতি ন্যাকামি তে বেসন থেকে বাসন) , কারো কি মনে আছে সেই অ্যাড টা?
  • TB | 118.171.130.186 | ১৪ নভেম্বর ২০১৫ ০২:৩০688590
  • পারফিউম প্রসঙ্গে, শ্যানেল একটি ছেলেদের জন্যে বের করেছে Bleu। প্রথম আধ বোতলের গন্ধ গায়ে অনেক্ক্ষণ থাকে।
    Creed এর কিছু পারফিউম আছে, বাছাই দোকানে পাওয়া যায়।
  • সে | 198.155.168.109 | ১৪ নভেম্বর ২০১৫ ০৩:৩৭688591
  • ছেলেদের পারফিউম ও মেয়েদের পারফিউমের মধ্যে গন্ধের ফারাকটা আসলে কোথায়? ঠিক ধরতে পারি না।
    একটা ঘটনা বলি। একটা নয়, দুটো।
    বাবা একটু সৌখীন ছিল কিন্তু মা অন্য টাইপের লোক। সস্তা ও দামীর কিংবা দিশি ও বিদেশীর ডিফারেন্স বুঝত না। তা হয়েছে কি, বাবা মারা যাবার কিছু বছর পরে পারফিউম সব ফুরিয়ে শেষ কিন্তু মায়ের আবার গন্ধের খুব শখ; তো কী করে পাড়ার স্টেশনারী দোকান সাহা স্টোর্স থেকে কিনে ফেলল দিশি সেন্ট - কান্তা। ওটাই তখন স্ট্যান্ডার্ড হয়ে গেল। ছোট্টো ছোট্টো শিশিতে পাওয়া যেত। কড়া গন্ধ। কিন্তু সেন্ট যেহেতু গন্ধ আছে। প্রায় আতরের লেভেলের কিন্তু অতটা ইয়ে নয়।
    এটা গেল প্রথম ঘটনা।
    এবার ঘটনা দুই। বিদেশে আমার এক বয়ফ্রেণ্ড হয়েছে। বাংলাদেশী। সিরাজগঞ্জ থেকে তার আব্বা এলেন সেদেশে। আমি কোলকাতার বাঙালি জেনেই বলে ফেললেন যে ওঁর প্রিয় সেন্ট ছিল কান্তা। বহুকাল ব্যবহার করেছেন এবং ওঁদের শাহাজাদপুর সিরাজগঞ্জ জাহাঙ্গীরনগর ওসব জায়গায় খুব জনপ্রিয়। ততদিনে বিদেশবাসের সুবাদে লেডিস ও জেন্ট্স পারফিউমের ফারাক করতে শিখেছি। কিন্তু সেই বয়ফ্রেণ্ডের আব্বা সমস্ত ঘেঁটে দিলেন।
  • AS | 125.187.57.119 | ১৪ নভেম্বর ২০১৫ ১৬:২১688592
  • মনে পড়ে গেল।আমাদের ছোটবেলায় পুজোর সময় কেনা হত কান্তা আর একটা ছিল কনক
  • সুকি | 129.160.188.152 | ১৪ নভেম্বর ২০১৫ ১৬:৩৯688594
  • এই বিউটি ইন্ডাষ্ট্রি-র ভাঁওতাবাজি নিয়েও দু-চার কথা হোক !
  • সে | 198.155.168.109 | ১৪ নভেম্বর ২০১৫ ১৬:৪৫688595
  • আমায় একবার পুজোয় কিনে দিয়েছিল টোপাজ নামের একটা সেন্ট। গানের ইস্কুলের একটা মেয়ে জাস্ট শুঁকে বলে দিয়েছিল - একটা কথা বলব? তুমি কি টোপাজ মেখেছ?
    সেই থেকে শাশ্বতী আমার বন্ধু হয়ে গেল।
    আরেকবার কিনলাম চার্লি। বন্ধুরা বলল ওটা নকল জালি মাল। ছাইরঙা বাক্সে অ্যাটমাইজার দেয়া শিশিতে জেসমিনের গন্ধ। টোপাজেও অ্যাটমাইজার ছিল।
  • সে | 198.155.168.109 | ১৪ নভেম্বর ২০১৫ ১৬:৫৩688596
  • বিউটি ইন্ডাস্ট্রির ভাঁওতাবাজি কি লিখে শেষ করা যাবে? সেক্সিজিম এবং কনজিউমারের ইমোশান নিয়ে খেলা। তুমি অসম্পূর্ণ, তোমার খুঁত আছে, তুমি পুরোপুরি সুন্দর নও, এটা মাখো, ওটা করো, তাহলে খুঁত ঢাকা পড়বে - এই ই তো ধাপ্পাবাজির মূল।
    তা সব জেনেও মানুষ সাজে। বাড়াবাড়ির লেভেল অবধি যতক্ষণ না যাচ্ছে ব্যাপারটা ততক্ষণ সেল্ফ প্যাম্পারিং এবং মনের স্বাস্থ্যের জন্যেও ঠিক। নিজের যত্ন নিজেকে ভালেবাসা।
  • b | 24.139.196.6 | ১৪ নভেম্বর ২০১৫ ১৭:০২688597
  • আপনারা কেউ ইসে, মাইসোর স্যান্ডালের নাম করলেন না?
  • সে | 198.155.168.109 | ১৪ নভেম্বর ২০১৫ ১৭:১৬688598
  • বোতীন ও একক কয়েছে তো মাইসোর স্যাণ্ডাল সোপ।
  • মার্গো | 127.247.96.128 | ১৪ নভেম্বর ২০১৫ ১৮:২৭688599
  • বাদ!
  • সে | 198.155.168.109 | ১৪ নভেম্বর ২০১৫ ১৮:৪৬688600
  • লে সান্সি - খুব চলে, খুউব চলে।
  • Bratin | 11.39.38.226 | ১৪ নভেম্বর ২০১৫ ১৯:০৫688601
  • চেসমী গ্লিসারিন সাবান। এখনো সমান ভাবে চলে
  • cb | 132.169.51.209 | ১৪ নভেম্বর ২০১৫ ১৯:০৬688602
  • একটি সাবান সারা জীবনেও মাখা হল না, কিন্তু সুরটা এখনো মাঝে মাঝে গুনগুন করি

    নিমা রোজ নিমা রোজ
    রোজ রোজ নিমা রোজ
  • Bratin | 11.39.38.226 | ১৪ নভেম্বর ২০১৫ ১৯:০৯688603
  • পার্ক অ্যাভেনিয়ু

    আমাদের এক ক্যাট খুকী তার গ্রাম থেকে আসা কিন্তু ব্রিলিয়ান্ট বয় ফ্রেন্ড কে ব্যবহারে বাধ্য করেছিল ঃ))
  • Abhyu | 85.137.13.237 | ১৪ নভেম্বর ২০১৫ ১৯:৩০688605
  • আমাদের গ্রাম এথেন্সে একটাই দেশি দোকান, সেখানে এক কিলো মুসুর ডালের দাম চার টাকা, আটলান্টা বাদ দিন এমনকি এথেন্সের আমেরিকান দোকানেও বোধ হয় তার থেকে সস্তায় পাওয়া যায়। এ হেন দোকানে হঠাৎ দেখা গেল প্রচুর সাদা ভদ্রমহিলার ভিড়। এঁরা সবাই এসেছেন সাবান কিনতে।

    মাইসোর স্যাণ্ডাল সোপ।

    ডাক্তার মূর্তি এথেন্সের সব থেকে বড় পেডিয়েট্রিশিয়ান। এক মা তাঁকে জিজ্ঞাসা করেছেন - ডাক্তারবাবু বলুন না কোন সাবান মাখাবো? ডঃ মূর্তি বলেছেন - যে কোনো সাবান মাখান। না না তবু বলুন না। আরে বলছি তো সব সাবানই সমান। তবু প্লিজ একটা নাম বলুন না। এবার ভদ্রলোক পড়লেন মুশকিলে। সাউথ ইন্ডিয়ান মানুষ। মুজতবা আলির সেক্সপিয়ারের গল্প পড়েছেন বলে মনে হয় না, কিন্তু সেই রকমই ব্যাপারটা হল। একটাই সাবানের নাম জানতেন - বলে দিলেন - মাইসোর স্যাণ্ডাল সোপ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন