এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিউটি ফ্রি

    সে
    অন্যান্য | ০৪ নভেম্বর ২০১৫ | ৭৬৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 213.132.214.85 | ০৪ নভেম্বর ২০১৫ ১৯:১১688623
  • হমম। তোর প্রতিভা নিয়ে কোন দিন ই আমার সন্দেহ ছিল না ঃ)
  • SS | 160.148.14.8 | ০৪ নভেম্বর ২০১৫ ১৯:৪৪688624
  • এই টইটা খুব ভাল হয়েছে।
    হেয়ার কালারের মধ্যে এখনো পর্যন্ত সবথেকে ভাল মনে হয়েছে লরিয়েল এক্সেলেন্স। দেড় থেকে দু মাস চলে যায়। অবশ্য কালার ট্রিটেড হেয়ারের জন্যে সালফেট ফ্রী শ্যাম্পু ব্যবহার করতে হবে, এমনি শ্যাম্পু ব্যবহার করলে তাড়াতাড়ি কালার উঠে যাবে। আর একটা ভাল অপশান হচ্ছে ক্লেনসিং কন্ডিশনার।
  • সে | 198.155.168.109 | ০৪ নভেম্বর ২০১৫ ২১:১১688625
  • বডিশপের লিপবামগুলো দেখেছি। বেশ ভালো।
  • kk | 182.56.13.49 | ০৪ নভেম্বর ২০১৫ ২১:৪২688626
  • বা বা বা, এইটা ভালো টই হয়েছে। চুলে রং করা নিয়ে আমার বহু এক্সপেরিয়েন্স আছে।আমি এগারো বছর ধরে চুল রং করছি। যদিও এখনো একটাও পাকাচুল দেখা দেয়নি। বার্গান্ডি নিতে ব্রতীন বহুবার বলছে। হ্যাঁ, বার্গান্ডি করেছি। কপার ব্রাউন করেছি। হাইলাইট করেছি।

    একটা জরুরী পয়েন্ট হলো প্যাকেটের গায়ে যে ছবি দেওয়া থাকে তাই দেখে ভাববেন না যে আপনার চুল ঠিক ঐ রং ই হবে। একেকজনের চুল বেশী কালার অ্যাবসর্ব করে। তাই ছবির থেকে গাঢ় রং হয়। চুলের অ্যাবসর্ব করার ক্ষমতা কম হলে ছবির মত হল্তেও পারে। কাজেই ট্রায়াল অ্যান্ড এরর করে দেখতে হবে ঠিক ক শেড হাল্কা বা গাঢ় রং কিনলে আপনার ডিজায়ার্ড রং হচ্ছে।

    শুধু চুলের রং এরই টই নয়। তাই বলি,ট্যাটু নিয়ে কারু কিছু প্রশ্ন থাকলে আমাকে বলবেন, হ্যাঁ? সেও হাতে গরম এক্সপেরিয়েন্স আছে।
  • kk | 182.56.13.49 | ০৪ নভেম্বর ২০১৫ ২১:৪৮688627
  • একেক, আপনি কি মেহেন্দি চায়ের জল দিয়ে ভিজিয়ে দেখেছেন? তার মধ্যে গুঁড়ো কফি দেবেন এক চামচ। অন্তত তিন ঘন্টা থাকলে তবে রং হয়। অতক্ষণ রাখেন তো?
  • Phutki | 11.39.137.28 | ০৪ নভেম্বর ২০১৫ ২১:৪৯688628
  • অ্যামোনিয়া ফ্রী কালার নিয়ে কেউ কিছু বলবেন? আমি লরিয়েলের অ্যামোনিয়া ফ্রী কালার করাই, কিন্তু এটা কি সত্যিই বেটার? নাকি মিথ?
  • dd | 116.51.28.63 | ০৪ নভেম্বর ২০১৫ ২২:০৫688629
  • কলফ তো? সে আমি প্রায় সাত আট বচ্ছর করছি।

    যেটা অন্তর থেকে অনুভব করছি, সেটাই লিখছি।

    দেখুন,যদি গোটাদুয়েক মেয়ে থাকে তাইলে খুব সুবিদে। একজন আচ্ছা করে কলফ লাগিয়ে দেয় অন্যজন হাতে ডেটল আর তুলো নিয়ে বাজপাখীর মতন তাকিয়ে থাকে। কলফের কালো ধারা নামলেই ছোঁ মেরে ঘষে তুলে দেয়। যাদের অ্যাটলিস্ট দুটি মে' নেই, তারা কী করে কলফ করেন আমার জানা নেই।

    বাড়ীতে একটা বাচ্চাদের চেয়ার আছে? রংওঠা, কাঠের ? কিন্তু শক্তপোক্ত? সেটার উপর গ্যাঁট হয়ে বসুন। পাখার নীচে।চেয়ারে কলফ পড়লেও কোনো ক্ষেতি নেই। সেরম চেয়ার থাকাটাও জরুরী।

    তৃতীয় পয়েন্টটি বেবাক এমবেরাসিং। সকলের পক্ষে মানা সম্ভব নয়,তাও জনহিতার্থে জানিয়ে দি। নিতান্তো খালি গায়ে একটি বহু পুরোনো হাপ পেন্টুলই প্রশস্ত।

    ঠিক মোক্ষোম মোমেন্টে অতিথিরা এসে পড়েন আর ফোন বাজে। এর কোনো অসুদ নেই। ওটা মেনে নিন - অকুপেশনাল হেজার্ড হিসেবে।

    আদ ঘন্টাটাক পরে আচ্ছাসে শেম্পু করে নিন। গাইতেও পারেন।

    ব্যাস।
  • Bratin | 11.39.37.24 | ০৪ নভেম্বর ২০১৫ ২২:১৩688630
  • বাহ কেকে ডিডি সবাই হাজির জমে ক্ষীর তো।
  • s | 60.158.184.196 | ০৪ নভেম্বর ২০১৫ ২২:১৯688631
  • ডিডিদা ঃ-)
    কিন্তু ডেটল নিয়ে থাকে কেন? রং মুছতে তো স্পিরিট নিয়ে থাকবে বা পাতি জল নিয়ে।
  • kiki | 55.124.5.14 | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:১৪688633
  • একি! এমন একটা টই কাল রাতেই থেমে রয়েছে কেমন করে?

    আমি মাঝে মাঝেই ডিডিদাদার টিপস চাই এই টইতে।

    কিন্তু একটা অবোধ কোশ্ন আছে। ঠোঁট তো, ইয়ে মানে সাজানো তো, মানে চুমু খাওয়ার বা ইচ্ছে জাগানোর । নাকি? তো, ঐ সবুঝ, নীল , ইত্যাদি ইয়াকি কালারের ঠোঁট দেখে কি হয়? বাজে কোশ্ন করে লজ্জা দেবেন্না। আমি রেগে যাই।আমি লিপস্টিক লাগাই না। অবশ্য মেন কারণটা খেয়ে ফেলি, লাগিয়েও লাভ হয় না । তাই।
  • kiki | 55.124.5.14 | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:১৬688634
  • উপস!! সবুজ।
  • sinfaut | 11.39.62.113 | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:২৬688635
  • ড্রাকুলারও তো চুমু খেতে ইচ্ছে হয়।
  • sosen | 184.64.4.97 | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৩০688636
  • ঠোঁট বিভিন্ন কারণে সাজানো যেতে পারে, জাস্ট নিজের দেখে ভালো লাগাটাই মেইন কারণ। আমার আর্বান ডিকে'র লিপগ্লস খুব ভালো লেগেছে, লোকজন ট্রাই করে দেখুন। অসাধারণ শেডগুলো।
  • kiki | 55.124.5.14 | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৩৫688637
  • ইয়ে, ড্রাকুলা তো গলায় মানে ঘারের কাছে দাঁত ফোটায়। ঠোঁটেও কি?

    আরে সোসেন গুলিয়ে দিচ্ছে। নিজের ভালো লাগবে কি করে, যখন অন্য কেউ সেটার কদর বুঝবে না!!! গুলিয়ে দেবে না। আজকাল আমার ব্রেন ক্রমশঃ (আদেও সেটা যদি থেকে থাকে) ছোট থেকে ছোটতর হয়ে যাচ্ছে মনে হয়।কিছুই বিশ্লেষন করতে পারে না।
  • kiki | 55.124.5.14 | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৩৮688639
  • আর আমার একটা অদ্ভুত ব্যাপার হয়। লিপস্টিক দেখলেই খচ করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। মাছ লজেন্স (এটা কেন মনে হয় তাও জানিনা, বিভিন্ন কালারের হত বলে কিনা)এর মতন লাগবে মনে হয়।

    আর কারোর এম্নি হয়?
  • Bratin | 11.39.36.154 | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৩৮688638
  • উফফ!! কিকি টা জ্বালিয়ে দিলে!! ;))
  • sosen | 184.64.4.97 | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৪০688640
  • আয়নায় দেখবে তাহলেই ভাল্লাগবে। ইনফ্যাক্ট লিপস্টিকের পোশোংসা আমি কাউকে করতে শুনিনি-কি দারুণ রং লিপস্টিকটার, কিম্বা কি ভালো খেতে--কোনোটাই না
  • Bratin | 11.39.36.154 | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৪১688641
  • ইয়ে মানে সেই রকম ঠোঁট দেখলে অনেক কিছু ই ইচ্ছা হয়।

    কিন্তু সেসব প্রকাশ্যে না বলাই ভালো ঃ))
  • sinfaut | 11.39.62.113 | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৪৩688642
  • লিপস্টিক এর গন্ধ খুব ভালো লাগে।
  • san | 113.245.15.66 | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৪৬688644
  • সহজতম উত্তর হল একই জিনিস সকলেরই ইয়াকি লাগেনা।
  • san | 113.245.15.66 | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৫৪688645
  • নানা লোকে লিপস্টিকের রঙের প্রশংসা করে তো ।
  • sosen | 184.64.4.97 | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৫৭688647
  • না-ঠিক করে বলা হয়নি। বলতে চাইছিলাম লিপস্টিক লাগানোর পর লিপস্টিকের রং-এর আলাদা করে প্রশংসা করতে শুনিনি। ভালো লাগছে দেখতে -কিম্বা বাহ সুন্দর সেজেছিস এইসব শুনেছি
  • .. | 34.49.119.28 | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৫৭688646
  • ব্ল্যাক লিপস্টিকে যে গথিক লুকটা আসে সেটা বেশ ভালো লাগে।
  • san | 113.245.15.66 | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৫৯688649
  • করে করে , আমিও সেটাই বলছি -
  • kiki | 55.124.7.253 | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৫৯688648
  • এইতো। এইজন্যই আমি স্যান বালিকাকে এত ভালোবাসি। ঠিক ঠিক। কিন্তু এত সহজ উত্তরটা আমার মাথায় এলো না কেন? খুব রাগ হয়ে যাচ্ছে।

    কেউ কেয়াকে খবর করুক, ব্রতীন সাপের পাঁচ পা দেখেছে। বেঙী কি আজকাল ইদিক পানে আসা ছেড়ে দিয়েছে?

    ঠিক ঠিক। ভেবে দেখলুম লিপস্টিকের গন্ধ আমারো দারুন লাগে। নেল পালিশের ও। এমনকি ডেনড্রাইটের ও। আর নতুন বই।
  • san | 113.245.15.66 | ০৫ নভেম্বর ২০১৫ ১০:০২688650
  • নেল পালিশের গন্ধ খুবই লোভনীয় । আমার ধারণা ও সকলেই খেয়ে দেখে ছোটবেলায়।
  • kiki | 55.124.7.253 | ০৫ নভেম্বর ২০১৫ ১০:০৪688651
  • না কই!! আমি বলি তো। একবার কার উপর বেজায় রাগ ছিলো। বলে এলুম, এই রঙটা তোর ঠোঁটের সাথে কি ভালো গেছে। বলে খিঁক করে হেসে আসলাম। সে রেগে গেলো, কিন্তু গিলেও ফেললো। খালি বললো, তোকে একদম মানাবে না। তাতে আমিও বললাম, সেই জন্যই তো আমি ব্যবহার করি না ঐ রঙ। যেটা মানাবে না, সেটা লাগিয়ে ঘুরবো কেন? তাতে আরো রেগে গেলো। দুম দুম করে মারলো। আর দাঁত বের করে হাসলাম।শেষে গর গর করতে করতে চলেও গেলো।

    কিন্তু এত কিছু মনে পরছে, কে সেটা আর মনে পরছে না। কাল কথা বলতে বলতে, 'আকাঙ্খা' এই শব্দটাকে খুঁজে পাচ্ছিলুম না। কি যে হচ্ছে!!
  • Phutki | 11.39.37.51 | ০৫ নভেম্বর ২০১৫ ১০:০৫688652
  • আমিই তো দমদির লিপস্টিকের কত্ত পোশোংসা করেছি ।
  • san | 113.245.15.66 | ০৫ নভেম্বর ২০১৫ ১০:০৭688653
  • তবে আমার এক সহপাঠী আরেকজন সহপাঠিনীর নখ দেখে বলেছিল - এঃ কেমন ছাল-ছাড়ানো কাঁচা মাংসের মত দেখতে লাগছে। বুঝতেই পারছেন সে গোলাপি আর কমলার মাঝামাঝি ফিকে একটা শেড লাগিয়েছিল। ঐ সহপাঠিনী সম্ভবত সারা জীবনে আর কোনো পুং এর ফিডব্যাকে বিশ্বাস করে নি :-)
  • d | 144.159.168.72 | ০৫ নভেম্বর ২০১৫ ১০:০৮688655
  • হুঁ ফুটকি আমার লিস্পিকের পোসোংশা বেশ হাত খুলে করে।
    কিন্তু লিস্পিক খেতে বাজে আর সব কোম্পানির লিস্পিকের গন্দোও ভাল না।

    ফুটকি, আমার লো'রিয়েলের অ্যামোনিয়া ফ্রী ব্যবহার করে চুলের ক্ষতি হচ্ছিল। লাগানোর পরে দিন দুই পর্যন্ত মাথা খুচুরু খুচুর করে চুলকাতো আর ক্কি চুল পড়ত বাপরে!! সমস্ত চেয়ারের ব্যাকরেস্ট ঘরের মেঝে চুলে চুলাক্কার এক্কেরে। এখন ওয়েলা ব্যবহার করি, ওতে মোটামুটি ঠিক আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন