এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রসঙ্গ জে এন ইউ

    রৌহিন লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ | ৫৭১৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Div0 | 132.172.200.56 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৪৬691516
  • না একক, মাথায় সরকারি অ্যাজেন্ডার ম্যানুয়্যাল গীয়ারবক্স লাগানো কোনও আর্মড মেশিনারির প্রশংসা করতে পারলাম না। ইন ফ্যাক্ট যে কোনও ব্রেইন ওয়াশড, প্রোগ্রামড বট্‌সদের একটা সুস্থ চারপাশে কোনও প্রয়োজন আছে বলেই মনে করি না। "সব অর্ডার ঠিক রাখা"... কার, কোন্‌ অর্ডার? কে "ঠিক" করে দেয় এই অর্ডারগুলো? যা তা বকলেই হবে না। সঠিক স্কিল এবং ট্রেনিং (ওয়র্ক রেজিম) দেওয়া হলে এমন কোনও রোল নেই যেখানে সিভিলিয়ানদের প্রফাইল তৈরি করা যায় না। ব্রেইনওয়াশড না হলেও চলবে। আর তাছাড়া আমি বলেছি এই রোলগুলো একমাত্র আর্মির দখলে হতে পারে না। আর্মড ফোর্সের দখলেও না। "মৃত্যু নিশ্চিত জেনেও ঝাঁপানো" - এও তো জাতীয়তাবাদিদের মত 'গা-গরম করা কথা'। রেস্কিউ করতে গিয়েই সব আর্মিমেন পটাপট টসকে যায় নাকি? আর জোঁক ইনফেস্টেড জঙ্গলের মধ্যে পড়ে থাকা... স্নাইপারদের সারভাইভাল টুলস অ্যান্ড ট্যাকটিকস নিয়ে জানোই তো, নতুন করে কিছু বলার নেই।

    এবং এখনও পর্যন্ত শুধু আর্মিমেনদের মাথার পিছনের জ্যোতির্বলয় নিয়ে প্রশ্ন করছি। প্রতিটা রিজিয়নে নিয়মিত করে চলা নন-ওয়র ক্রাইমগুলো নিয়ে...

    তাছাড়া এটা তো আর্মির গ্লোরিফিকেশনের টই নয়। ফালতু বকে কী হবে। স্টেট আর স্টেট স্পনসর্ড টেররিজম নিপাত যাক। সঙ্গে মৃতভুক পরজীবীগুলোও।
  • Ekak | 113.6.157.185 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫২691517
  • "স্টেট আর স্টেট স্পনসর্ড টেররিজম নিপাত যাক। সঙ্গে মৃতভুক পরজীবীগুলোও।"

    সেই গা গরম করা দিয়েই শেষ কল্লে :))) হে হে ইট অযর্ক্স ম্যান । ইট ফাকিং অযর্ক্স । দেখো ঠিক কিছু লোক আশপাশ থেকে নিপাত যাক বলবে ।
  • . | 208.7.62.204 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫৩691518
  • শুধু এটাই জানা গেলনা যে সব দেশেই ভয়ানক ডিসাস্টার হলে শেষে সেই আর্মিকেই ডাকে কেন। এমনকি উন্নত দেশগুলোতেও আর্মিরই ডাক পড়ে কেন। কোন দেশ এমন একটা ডিসাস্টার ম্যানেজমেন্ট টিম বানাতে পারলো না যারা অ্যাজ আ লাস্ট রিসর্ট ট্রাই করতে পারেনা কেন। সব রাষ্ট্র সারাক্ষন ডিগবাজি খাচ্ছে নাকি? আর এতো বড়ো ষড়যন্ত্র পৃথিবীর আর কেউ ধরতে পারল না, কিন্তু মহাজ্ঞানী Div0 ঠিক ধরে ফেল্লেন! আতেল হো তো অ্যায়সা।
  • T | 190.255.250.129 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫৫691519
  • আর্মি যা পারে তা সিভিলিয়ান পারে না, আবার সিভিলিয়ান যা পারে তা আর্মি পারে না। সমস্ত অর্ডার ঠিক রাখতে গেলে কিছু লোক লাগে যারা বিনা প্রশ্নে অর্ডার মেনে নেয়, এটা স্রেফ আর্মিতে কেন, এতো সবজায়গায়। পাওয়ার হায়ারার্কি কোথায় নেই। আর্মি জওয়ানের কাছে পাওয়ার বিন্যাস শেষ কথা (এবং একেবারে নিচু লেভেলে), তারা সেই ভাবেই ট্রেইনড হয়, ফলে কুঁদতে বললে কুঁদবে। ঠিক সেরকম, যাকে কোড লেখার ট্রেইনিং দেওয়া হয়েছে সে কোড লিখবে, প্রশ্ন করবে না।

    রাশিয়ান গুলাগে এঞ্জিনিয়ারদের গান পয়েন্টে ডিজাইন করতে হ'ত। দিন আনি দিন খাই যে মানুষটা আজকে হকারি করে ডায়মন্ডহারবার লোকাল ধরে ফিরছে, তার কাছে কালকের দিনের রোজগারটা গোটা সমাজ প্রায় গান পয়েন্টে ধরে রেখেছে। একটা আর্মি স্নাইপার মাসের পর মাস পাহাড়ে জঙ্গলে জোঁক অগ্রাহ্য করে পড়ে থাকে। একটা রিসার্চার তার আইডিয়াটাকে খুঁজে বেড়ায় বছরের পর বছর ধরে কন্ট্যিন্যুয়াসলি দিনে রাতে। শারীরিক পরিশ্রমই শেষ কথা হতে পারে না নিশ্চয়ই। মুন্ডুর ভেতর চাপ যে কোনো ভাবে যে কোনো দিক থেকে যে কারও ক্ষেত্রে হতে পারে। আর্মি জওয়ানদের আলাদা নম্বর দিতে যাব কেন? সে সিয়াচেনে পোস্টিং বলে!

    যে লোকটা সিয়াচেনে হাতে পায়ে গ্লাভস পরে ঠান্ডায় ঝুঝছে আর ভাবছে এটুকু না করলে সে গাঁয়ে টাকা পাঠাতে পারবে না, তার সাথে পরিবারেরে একমাত্র রোজগেরে যে লোকটা কুয়ো খুঁড়তে নামছে মারাত্মক মারণ গ্যাসের অস্তিত্ব থাকতে পারে জেনেও, কিসে আলাদা। কেউ উপরওয়ালার হুকুম শুনে যাচ্ছে। অন্যজনের কাছে সামাজিক পরিস্থিতিটাই হুকুম। হিউম্যান রাইটস ভায়োলেশন সব জায়গাতেই।
  • cm | 127.247.98.82 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫৬691520
  • মগজধোলাইএর আউট্পুট এমনিতে সম্ভব নয় মনে হয়।
  • Div0 | 132.172.200.56 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫৯691521
  • Eh! অ্যান্ড আই থট অনলি ব্রেইনওয়শিং অযর্ক্স! :(
    চিন্তা কোরও না, ইউ হ্যাভ ইট অল সামড আপ। বেগড়বাঁই দেখলেই মস্তিষ্ক প্রক্ষালিত উদ্বুদ্ধ অনুপ্রাণিত জনতা আজকাল স্টীমরোলার চালাচ্ছে। অ্যান্ড ফাক আই কেয়ার অ্যাবাউট সাপোর্ট। ইউ নো বেটার। :p
  • Div0 | 132.172.200.56 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০২691523
  • এদিকে পুটকি (সিরিয়াসলি! :) ) আমার আসলিয়ত ধরে ফেলেছেন! এত দুঃখ কোথায় রাখি ঃ'-(
  • T | 190.255.250.129 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০২691522
  • বাছা, দুইশত আট, ছড়া শোনোনি? 'যার যা কাজ'।

    ইকোনমিক ডিসাস্টার হ'লে তো আর আর্মিকে ডাকে না। কাল একটা ধূমকেতুর সাথে পৃথিবীর ধাক্কা ইমিনেন্ট হ'লে, সে ডিসাস্টার কি আর্মিকে ডেকে মোকাবিলা করা যাবে, না বিজ্ঞানীদের ডাকতে হবে? সারা দেশে যে পরিমাণ গাড়ল বেড়েছে তাতে এডুকেশনে যে ডিসাস্টার ঘটে গিয়েছে তা তো দেখতেই পাওয়া যাচ্ছে। আর্মিকে ডাকব?
  • Ekak | 113.6.157.185 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০৬691524
  • টি
    অবস্যই । তাহলে, আর্মি র ভেতরে এই যে জওয়ান দের হিউম্যান রাইটস নিয়ে আমরা সরব নই ক্যানো ? ওটাই তো রাষ্ট্র ব্যবস্থা কে আঘাত করার উপায় হতে পারে , তাই না ? কোনো জোয়ান সভিউম্যান কন্ডিশনে কাজ করবেনা বলে দিক। বিনা প্রশ্নে অর্ডার নেবে না বলে দিক। তুমি যেটা ভুলে যাচ্ছ তা হলো ওই যে লোকটি গাইড এর খ্সিতি খেয়ে রাত জাগছে বা যে কোডার কে সিনিয়ার এক্সপ্লানেশন ছাড়া অর্ডার দিচ্ছে এদের কিন্তু ভেন্ট আউট করার জায়গা আছে। কোনো আর্মি ম্যান , কথাও কোনো ফোরামে , পাবলিক এড্রেসে এইধনের কথা বললেই কমপ্লিট ফেঁসে যাবে। কাজেই পরিস্থিতি এক না। আর্মি হিউম্যান রাইটস মানে না তার সবচে বড় কারণ ওরা নিজেরাই হিউম্যান রাইটস রিসিভ করেনা একদম চূড়ান্ত অর্থে। ওই যে ফ্রেন্চ কাট দেড়েল টা কি যেন নাম গুজরাল , ওর আমলে পঞ্চাশ জন ইন্টিলিজেন্ট এন্ড আর্মি অফিসারের নাম ইন্ডিয়ান স্টেট পাকিস্তানের কাছে ওপেন করে দেয় একটা ডীল এর মাধ্যমে । সবাই খতম। এরকম এমপ্লয়ী হিউম্যান রাইট ভায়োলেশন যার বিরুদ্ধে কথাও কোনো মামলা -আন্দোলন কিস্যু হয়নি হবেনা এর সঙ্গে সিভিলিয়ান দের কোনো তুলনা হয় ?

    আর্মি তে হিউম্যান রাইট এর দাবি তুলে হবে। প্রপার ওয়ার্কিং কন্ডিশন , লেবার ল্য। তবেই আর্মি সাবসাইদ করে যাবে। ওদের ঐটাই ক্ষমতার জায়গা । একদল লোক যারা ব্রেইন ওয়াশ্ড হয়ে হিউম্যান রাইটস ভায়োলেশন মেনে নেয় । কাজেই তাদের কে দিয়ে হিউম্যান রাইট ভায়োলেট করিয়েও নেওয়া যায়। ওদের শুধ্রলে ওরাও শুধ্রবে ।
  • . | 208.7.62.204 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০৭690983
  • "যে লোকটা সিয়াচেনে হাতে পায়ে গ্লাভস পরে ঠান্ডায় ঝুঝছে আর ভাবছে এটুকু না করলে সে গাঁয়ে টাকা পাঠাতে পারবে না, তার সাথে পরিবারেরে একমাত্র রোজগেরে যে লোকটা কুয়ো খুঁড়তে নামছে মারাত্মক মারণ গ্যাসের অস্তিত্ব থাকতে পারে জেনেও, কিসে আলাদা। কেউ উপরওয়ালার হুকুম শুনে যাচ্ছে। "

    আবার ভুল। যে নজন প্রাণ দিল তাদের মধ্যে অন্তত একজন নিজে কঠিন পোস্টিং বেছে নিত। হনুমন্তাপ্পা কোপ্পাড়। এতো বড়ো ছাগল ছিল যে নিজেই ওপরওয়ালাকে বলতো ওকে টেরোরিস্ট বা পাকিস্তানি সৈন্যদের টক্কর নিতে পাঠাতে। সেই নোংরা কথাটা, দেশপ্রেম। সেই নোংরা আবেগ, দেশকে ভালোবাসা, যার জন্য জান কবুল করা যায়। খুঁজলে এরকম ছাগোল আর্মিতে আরো অনেক পাবেন যারা দেশকে ভালোবেসে নিশ্চিত মৃত্যুর মুখে এগিয়ে যায়।
  • avi | 113.252.164.43 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১১690984
  • এত দেশপ্রেম, সবরকম ডিজাস্টার সামলানোর লাস্ট রিসর্ট - তাও আর্মি রুল শুনলেই সব দেশ কেন আঁতকে ওঠে তার উত্তর কিন্তু পেলাম না বিন্দুবাবুর থেকে।
  • . | 208.7.62.204 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৩690985
  • সেকি ধূমকেতুর সাথে পৃথিবীর ধাক্কা ইমিনেন্ট হলে আর্মি ডাকবেন কেন? মহাজ্ঞানীরা তো নিদান দিয়েই দিয়েছেন ডিসাস্টার রিকভারি টিম হলেই যথেষ্ট! শুধু ওনাদের জ্ঞান শুনে কোন দেশই আর্মির ওপর ভরসা কেন কমাতে পারেনা কে জানে! লাস্ট রিসর্ট হিসেবে সেই আর্মিরই ডাক পড়ে কেন কে জানে! নির্ঘাত সব দেশ মিলে ষড়যন্ত্র করে বসে আছে।
  • T | 190.255.250.129 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২১690986
  • শ্রী দুশয়াট, আর্মিতে সিয়াচেন একপ্রকার পানিশমেন্ট পোস্টিং বলেই চালু আছে। পার্টিক্যুলারলি হনুমন্তাপ্পা কি ভেবে সিয়াচেনে গিয়েছিল সেসব নিয়ে আমার বক্তব্য নেই। কেউ ইচ্ছে করে যায়, কেউ বাধ্য হয়ে যায়, কিন্তু ইন্ডীয়ান আর্মির মাউন্টেন ডিভিশন থেকে বাছাই করা লোকই যায়। তারা যেতে বাধ্য। যে কারও দেশের প্রতি দরদ উথলে উঠল আর চলে গেল এরকম হয় না।
  • T | 190.255.250.129 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৩690987
  • এতো সহজেও যখন বোঝা যাচ্ছে না, তখন ঐ যার যা কাজ কবিতাটা পড়ে নিলেই হয়।
  • b | 24.139.196.6 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৪690988
  • যাব্বাবা, এই টইটাও বেড়াল হয়ে গ্যালো।
  • T | 190.255.250.129 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৫690990
  • সবই এখন বেড়াল হবে। হোক। সব উদোর পিন্ডি বুধোর ঘাড়ে উঠুক।
  • . | 208.7.62.204 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৫690989
  • ঠিক বলেছেন, আল্টিমেট লেভেলের ট্রেনিং আর মোটিভেশন দিতে আর নিতে পারে বলেই ওরা আর্মির জওয়ান। আর সেজন্যই ওরা এমন কাজ পারে, এমন দুর্গম জায়গায় যেতে পারে যা কোন সিভিলিয়ান ডিসাস্টার টিম পারবে না। সব দেশে।
  • এব্বাবা | 132.177.254.231 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৬690991
  • সিয়াচেনের ঐ বেসক্যাম্পে যাবার শখ আমার কতোওদিনের! ঠিকঠাক ট্রেনিং পেলে আম্মো ওখানে তিন মাসের ডেপুটেশন নিয়ে চলে যেতাম। বেশ চ্যালেঞ্জিং লাগত। কপালে নেই, তা আর কী হবে। তো এর সাথে দেশপ্রেমের সম্পক্কোটা কোথায়?

    দুই শত আট ফুটকিকে জানাই, লে লাদাখ এবং সিয়াচেন বেস ক্যাম্পের খুব কাছাকাছি কাজ করা কিছুমিছু আর্মির লোকজনের সাথে আমি কথা বলেছি। সবাই চাগ্রি করে রে দাদা, অত দেশপ্রেম ফ্রেম নিয়ে কেউ মাথা ঘামায় না। দাঁতে দাঁত চেপে সার্ভিস করে, আর ওয়েট করে কবে ছুটি পেলে গাঁও যেতে পারবে। হনমন্তাপ্পা দেশপ্রেমের জন্য সিয়াচেন বেছেছিল না চ্যালেঞ্জিং লাইফের জন্য সিয়াচেন বেছেছিল, সে আর জানা যাবে না, তবে অনেক দুশো আট ছাগলের চোখে লার্জার দ্যান লাইফ হিরো হয়ে গেছে মারা গিয়ে, এটা জলের মত পোস্কার।
  • আরও | 132.177.254.231 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৩১690992
  • ছদিন বেঁচে থেকেই ঝামেলা পাকিয়ে ফেলেছেন ভদ্রলোক, আগে চুপচাপ মরে গেলেই দেশপ্রেমের লিস্টে জেনারেল ক্যাটাগরিতে নশো দশ নম্বর শহীদ হয়ে যেতে পারতেন, কেউ খবরও নিত না আলাদা করে। সিয়াচেন তো স্টেডি সাপ্লাই দেয় শহীদের, কে বললেন যেন!

    আল্টিমেট লেভেলের ট্রেনিং আর মোটিভেশন পেলে যে কেউ অল্টিমেট লেভেলের ট্রেইনড হয়ে যেতে পারে, আর্মির জওয়ান না হয়েও। এত গ্লোরিফিকেশন কীসের বাপু?
  • S | 108.127.145.201 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৩৪690995
  • আপনি প্রকৃত দেশপ্রেমী হইলে ঠিকঠাক ট্যাক্সো দিন।
  • Ekak | 113.6.157.185 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৩৭690996
  • টি কি ধুমকেতু র উদাহরণ টা ইচ্ছে করে বল্লে ? :) অভটার এর স্টোরি লাইন নিয়ে ফিল্ম কমিউনিটি তে এই তর্ক টা উঠেছিল। যে , এতজন বিজ্ঞানী দেখানোর পরেও সেই হীরো একজন পা কাটা আর্মি ম্যান । কেন ?
    শুধু অভতার না, এই ধরনের যে কোনো ফিল্মে ইভেন রিয়েল টাইম রিকভারি তেও সেই লোক টাই সরাসরি বিপদের মুখে যায় যে আর্মি তে আছে। দে আর ইসিলি এক্স্পেন্দেব্ল কম্পেয়ার্দ টু আর সিভিলিয়ান সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট মরলে সায়েন্টিস্ট পাওয়া যাবেনা চট করলে । ব্রেন ওয়াশ করে ফিসিকাল ট্রেনিং দিয়ে নিলে ওরকম একশোটা আর্মি হিরোগিরি করতে এগিয়ে যাবে। নতুন গ্রহে লীভেব্ল কন্ডিশন আছেঃ কিনা বুঝতে হিউম্যান স্পেসিমেন দরকার ? কেন ফালতু রিসার্চার দের লাইফ রিস্ক করবে ? একদল আর্মির লোক কে বার ফার খাইয়ে পাঠিয়ে দাও দেখবে সেভিং প্ল্যানেট লেখা ফেট্টি বেঁধে হাজির :)) এই এইখান থেকেই এদের শক্তি টা আসে। যা কেও করবেনা , যা করতে সুস্থ -হিসেবী বুদ্ধি বাধা দেয় তা এরা করতে পারে। এদের মধ্যে সুস্থ্য তা ঢোকাও । রাষ্ট্র ফিনিশ :)))
  • T | 190.255.250.129 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৩৯690997
  • হ্যাঁ, :)
  • cm | 127.247.98.82 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৯690998
  • আর যাদের ইনকাম ঐ লেভেলের নীচে?
  • | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৪690999
  • সিয়াচেন বেস ক্যাম্পে কাজ করে এসেছে এমন তিনজনের সাথে কথা বলেছি, র‌্যাদার সিয়াচেনের অভিজ্ঞতাই শুনেছি। সবকজনই ডাক্তার। একজন রীতিমত বন্ধু। আরদুজনের সাথে গতবার দুরন্তয় আলাপ।

    সকলেরই মোটামুটি একই বক্তব্য। ঐ দুঃস্বপ্নের বাস কেরিয়ারের শুরুতে হয়ে গেলেই ভাল। অসম্ভব খারপ। নীচে আসার সময় অদ্ভুত লাগে। প্রথমে গাছপালা, সবুজ রং এইসব দেখে চোখ অবাক খয় খুশী হয়, এরপরে গন্ধ 'পেঁয়াজ কে ম্যহক, মসালা চায়ে কি খুশবু' ইত্যাদি থেকে প্রত্যয় হয় যে নাঃ মানুষ হিসেবেই ফিরেছি বটে।

    তো এই সিয়াচেনে দেশপ্রেমের গপ্পোটাও ঐ লোকাল ট্রেনের মতই উইশফুল থিংকিং, সত্যের চেয়ে অনেকটা দূরে।
  • sinfaut | 55.121.226.227 | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৮691000
  • সব ছেড়ে এখন আর্মিতে চলে গেল কেন সবাই?
  • রৌহিন | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৩691001
  • বেরাল হয়েই যখন গেছে, আরেকবার ফিরে আসি। এবারও একটাই কথা - একককে। আমার মনে হচ্ছে আপনি ঠিক কী বলতে চাইছেন, সেটা এখন আমি ধরতে পারছি।
  • সিংগল k | 74.233.173.193 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৫691002
  • আমি তো যতই পিছোচ্ছি শুধু ব্যারালই পাচ্ছি। রুমালটা কোথায় গেল? অ... রৌহিনদা!!!
    ....
    "মৃত্যু নিশ্চিত জেনেও ঝাঁপানো"
    এ আবার আপনারা কোথায় পেলেন? রেসকিউ করতে গিয়ে এ কথা কারা শেখায়? মিলিটারী, এডভেঞ্চার স্পোর্সওলারা বা ভারোত সেবাশ্রম সঙ্ঘ তো শেখায় না। সেই বানরসেনার আমল থেকে রেস্কিউয়ারদের রিলিজিয়াসলি শেখানো হয় যে, কোন অবস্থাতেই একটি মৃত্যুর জায়গায় দুটি মৃত্যু বাঞ্ছনীয় নয়। কাজেই"মৃত্যু নিশ্চিত জেনেও ঝাঁপানো" -স্ট্রীক্টলি প্রহিবিটেড। তবে জিহাদী আর মাওবাদীদের কথা বলতে পারব না, ওঁদের কেতাবে শুনেছি সব উল্টোবাগে লেখে।

    মেজর দেব বলতেন যে -- কোন মিলিটারীর সবচে বড় সম্পদ হল তার সেনারা। টেঙ্ক নয় কামান নয় হাইড্রোজেন বোম নয়।একটা রাইফেল হারালে ওপোরোলা বলবে সার্চ পার্টি বোলাও, খোঁজো, রিপোর্ট বানাও। কিন্তু কোনো জওয়ানের যদি আঁচড়টিও লাগে তবে একেবারে তার ওপোরোলার কোর্ট মার্শাল হয়ে যাবে।
    সত্যি মিথ্যে জানিনা, এমনটা হলে তো ওঁনারা বেশ চাপের মধ্যেই গলফ্ খেলেন বলতে হবে।
  • PT | 213.110.242.20 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৫৪691005
  • লড়াই শেষ পর্যন্ত RSS আর বামের মধ্যেই? এমনকি সেইসব বাম যারা নাকি কারো কারো মতে আদৌ বাম নয় তারাও RSS-এর কাছে সহজপাচ্য নয়!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন