এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রসঙ্গ জে এন ইউ

    রৌহিন লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ | ৫৭১৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | 208.147.160.75 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩৬691039
  • PP, আপনি যদি এই পয়েন্টটার কথা বলেন তালে আপনাকে জানানোর ছিল যে, না, ভ্যালিড নয়, জাস্ট একেবারেই ভ্যালিড নয়

    Bhabte abak laage ei maalguloi paris attack er somalochona korte giye lejur jure dey, dhormo niye eto byango naa korlei hoto... Manusher bhababege aghat ityadi ptovriti...

    এটা হল হোয়ার অ্যাবাউটরির একটা আদর্শ উদাহরণ। এর পরে আসবে ৯/১১, সৌদি, বাবরি, ২০০২, মানে যা খুশি চান তাই খাড়া করতে পারেন সে সম্পর্ক থাকুক আর নাই থাকুক।

    প্যারিস অ্যাটাকের সাথে ভারতের সম্পর্ক কোথায়? ইন্টারন্যাশনাল টেররিস্ট গ্রুপের কাজ, এর মধ্যে ভারত রাষ্ট্র আসছে কোত্থেকে? গুরুর পাতায় দেখবেন ইসলামিক টেররিসম (ইয়েস, ইসলামিকটা বোল্ড অ্যান্ড আন্ডারলাইনড) নিয়ে কি হারে লেখা হয়েছে
  • Div0 | 132.178.234.204 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৪৯691041
  • এই আর্টিকলটার লিঙ্ক সকাল থেকেই দেখছিলাম কিন্তু প
  • Div0 | 132.178.234.204 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৫৯691042
  • ধুর পুরোটা লেখার আগেই নিজের থেকে চলে গেল :-X

    এই আর্টিকলটার লিঙ্ক সকাল থেকেই দেখছিলাম কিন্তু পড়ে দেখা হয়নি। এটা সিরিয়াস আর্টিকল নাকি!
  • T | 165.69.175.255 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৩০691043
  • সিরিয়াস আর্টিকল তো নয়ই। গায়ের জ্বালায় লিখেছে।
  • lcm | 83.162.22.190 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৪২691044
  • চন্দন মিত্র আবার কোনজন? তো দেখলাম, এই লিংকের নীচে লেখা আছে - বিজেপির এমপি।
  • cb | 208.147.160.75 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:০৭691045
  • বিচারকঃ শুধু হ্যাঁ নায়ে উত্তর দেবেন, আপনি বড় ঝোলান

    আসামীঃ হুজুর, সবসময় সম্ভব নয়

    বিচারকঃ কে বলল? আমাকে কর, উত্তর দিয়ে দিচ্ছি

    আসামীঃ স্যার আপনি কি এখনো আপনার স্ত্রীকে পেটান?

    এই প্রশ্ন উত্তর গুলি দেখে এতাই মাথায় এল

    http://blogs.timesofindia.indiatimes.com/randomaccess/jnu-row-some-questions-we-all-need-to-ask/
  • ... | 74.233.173.193 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:১২691046
  • না হয় দিলাম কানহাইয়া তোদের আজাদি,
    সেই দেশে বসে চাইবি না তো ভারতের বরবাদী।
    বন্যা হলে চাইবি না তো ভারত সেনার হাত,
    বোমটা ছুড়ে সেই তো পালাবি, ভাঙবি তো সংসদ।

    না হয় করলাম কানহাইয়া আবার টুকরো ভারতের,
    হলে কম্প ধ্বসের পাথরে জোড়াবি তো জ্বালা আতরের।
    জঙ্গি সেজে কাটবি নাতো বিধর্মী গলা স্বদেশের,
    না খেতে পেয়ে কাজের আছিলায় পালিয়ে আসিস না এদেশে।

    না হয় দিলাম কানহাইয়া তোদের শহীদের মর্যাদা অজান্তে..
    হাতে বন্দুক, কোরান নিয়ে ঢুকবি না তো সীমান্তে।
    কাশ্মীর আজ আজাদ হলে, আফজল প্যায়দা হবে ঘরে ঘরে।
    এই স্বপ্নই দেখিস তোরা, কালাম পাবি না সে ঘরে।
  • এতক্ষণে | 126.50.59.180 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:১৩691047
  • গত পাঁচদিনে যা হয় নি আজ তাই হল। উন্মত্ত জনতা পুলিশ প্রটেকশনের মধ্যে ঢুকে কানহাইয়া কুমারকে পিটিয়েছে আজকে। পুলিশ কিছু করতে পারে নি।

    এ কী chalachhe?

    http://www.ndtv.com/india-news/again-journalist-beaten-at-jnu-hearing-same-lawyer-involved-1278347
  • উদ্ধৃতি | 126.50.59.180 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:১৫691049
  • Mr Kumar, head of the student union at Delhi's Jawaharlal Nehru University (JNU), was assaulted as he was rushed from a car into the court by police who protected him with a riot shield. Some lawyers then went up to the police and bragged, in the presence of reporters, "We have done our bit for the day. We slapped him."

    ...

    "As news of the violence broke, the Supreme Court rushed six senior lawyers including Kapil Sibal with police escort to the lower court to assess the conditions there.

    "I am really ashamed," said Soli Sorabjee, one of India's most eminent lawyers about the violence, which included stones being thrown at reporters outside the court compound. "They are goons. Lawyers don't behave this way."
  • d | 144.159.168.72 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৫৭691050
  • গুজরাটে তো এর এইই করেছিল। এই হিংস্র জানোয়ার চাড্ডিছাগলদের কাছে আর কি এক্সপেক্টেড? নরেন মোদে অমিত শাহের মত মনুষ্যেতর কদর্য্য প্রাণীর কাছে ঠিক এইগুলো`ঈ এক্সপেক্টেড।

    এবং হ্যাঁ এই পুরোটাই স্ক্রিপটেড।
  • ... | 74.233.173.203 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১০691051
  • Ahare, choto choto baccha ektu dustumi kore feleche.
  • d | 144.159.168.72 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১৩691052
  • আহারে বাংলা লেখার মুরোদ এখনও হল না!! চ্চুঃ চ্চুঃ
  • সেই ... | 126.50.59.180 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১৬691053
  • মুজফফরনগর হয়ে গেছে দু বছর হতে চলল, অনেকদিন রক্ত খাওয়া হয় নি, আর কতদিন ধৈর্য ধরে বসে থাকা যায়? আগে কেমন দশ বছর অন্তর অন্তর রক্তের মহোৎসব চলত - ১৯৯২, ২০০২ - এখন আর সে রকম রক্ত পাওয়া যায় কোথায়?
  • d | 144.159.168.72 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১৯691055
  • আর তাছাড়া লোকে বলতে শুরু করে দিয়েছিল যে আচ্ছে দিন এ তো জিনিষপত্রের দাম কমছে না টাকার দামও পড়ছে ---- কাজেই এই পুরো স্ক্রিপ্টটা বানানো।
    আর চাড্ডিগাড়লগুলো এমনিতেও ষাঁড়ের মত গুঁতাতে ভালবাসে। কাজেই ওদের উপযুক্ত কাজই পেয়েছে
  • cb | 208.147.160.75 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১৯691054
  • আরে দ দি, পাতি এজেন্ট প্রোভোকেটর, জাস্ট ইগনোর করুন
  • d | 144.159.168.72 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২১691057
  • এমনতে তো ইগনোরই করি। এখন জাস্ট দেখলেই লাত্থাতে ইচ্ছে করচে।
  • T | 165.69.175.255 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:২৭691058
  • এক চুয়াত্তর নম্বর দেশপ্রেমীর প্রতি
    ------------------------------------------------------------

    রক্ষে কোরো মিষ্টুসোনা তোমার সংসদ
    তার ভেতরে গোলাপবাগান উচ্চতম পদ
    খোঁয়াড় শুয়োর বালিশ তুলোর রসোগোল্লার ক্যান
    আমার থালায় ভাতের পাশে গড়িয়ে পড়ে ফ্যান।

    রক্ষে কোরো ছানাবাঁদরের আগুনরঙা লেজ
    রক্ষে কোরো রক্ষী সেনা বাঁড়ার ভেতর তেজ
    হাত পা খুলে মুন্ডু ভুলে আগলহীন মাঠে
    আমার মেয়ে নাইতে গেসল পদ্মদিঘির ঘাটে।

    রক্ষে কোরো মিষ্টুসোনা অ্যাত্তগুলো স্টেট
    অ্যাত্তঅ্যাত্ত হোমরাচোমরা অ্যাত্তগুলো পেট
    রক্ষে কোরো এসির মধ্যে দেশপ্রেমের ভোজ
    আমার কাজের মজুরি মানে তিরিশ টাকা রোজ।

    রক্ষে কোরো জন্মভূমি কাজকর্মের ফাঁকে
    মন্দিরে যাও ছক্কা হাঁকাও উইন্ডোজ ও ম্যাকে
    বন্যা যখন ত্রস্ত এবং আলও যখন নীচু
    আমার শুকনো খেতের ছবি উপগ্রহ দেখে।

    রক্ষে কোরো দেশটি তোমার রামজন্মভূমি
    পালিশবুটে দামী স্যুটে স্যালুট মারে ফ্ল্যাট
    চাইছ যেন বিহেভ করি ইশতেহারের মাফিক
    মুচকি হেসে তোমায় দিলুম কাঁঠালপাতার ঘ্যাঁট।
  • update | 125.112.74.130 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৫৫691060
  • Kanhaiya also released a statement saying he believes in the unity of the country, following which Delhi Police Commissioner BS Bassi said the police will not oppose if he applies for bail.
  • statement | 125.112.74.130 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৫৮691061
  • Kanhaiya issued a statement which reads, "I would like to appeal all students union and organizations to maintain peace. I am an Indian and I don’t support anti national activity. I condemn the February 9 event, which happed at JNU."
    "I believe in integrity and unity of the country. I saw the video and would like to say that some people from JNU and a section of outsiders were raising slogans (anti-national). I have full faith in Constitution and I condemn such event. I believe in integrity and unity of the country"
  • ... | 185.156.165.202 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩৩691062
  • Watch "Indian Terrorists JNU Students EXPOSED By Abhishek Mishra"

  • ... | 74.233.173.198 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৭691064
  • বাবার হোটেলে খাই বলেই বাবাকে সম্মান করতে হবে এমন মাথার দিব্ব্যি কে দিয়েছে!

    আ হা হা হা! কি অসাধারণ লিখেছো চন্দ্রিল্ দা! কি ফাটাফাটি সব theory মাইরি! গুরু কি দুর্ধর্ষ সব অ্যাঙ্গেল থেকে ধরেছ সব ব্যাপারগুলো! জ্ঞান হওয়া ইস্তক চর্মচক্ষে দেখার সুযোগ ই হয়নি এসব ব্যতিক্রমী দৃষ্টিকোণের! আ হা হা হা! ভাগ্যিস তুমি এদেশে জন্মেছিলে কাকা! আরও ভাগ্যিস তুমি বাংলায় লিখেছিলে আর ভাগ্যিস ভাগ্যিস ABP এমন জামাই আদরে তোমায় দিয়ে লিখিয়ে নিচ্ছে এই অমূল্য এসপেশালি পাঁচমেশালি ! এমন অম্লমধুর বচন এই চামড়ার কানে কোনদিন্ শুনতে পাবো ভাবতেও পারিনি! আ হা হা হা হা!
    সত্যিই তো ! বাবার হোটেলে খাই বলেই বাবাকে সম্মান করতে হবে এমন মাথার দিব্ব্যি কে দিয়েছে! এটাতো বাপ মার অবশ্য পালনীয় কর্তব্য! হেঁ হেঁ বাওয়া, জন্ম যকন দিয়েচ তকন তো আমার মুফতে খাওয়া, পরা, শোয়া , বসা, style, fashion, বিলাস ব্যসন, গার্ল ফ্রেন্ড, গে ফ্রেন্ড, পকেট মানি, bike, i phone, i pad সব দায়িত্ব মুখ বুজে হাসি মুখে যুগিয়ে যেতে হবে! (যদ্দিন না তোমাদের সব সম্পত্তি হাতিয়ে তোমাদের পাকাপাকি বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি।) আমরা শুধু তোমাদের কেতাথ্ত করে, আমাদের ফরমায়েস জাহির করে যাবো আর পান থেকে চুন খসলেই breakfast এর পর একবার, lunch এর পর একবার, আর ডিনার এর পর একবার, নিয়ম করে স্লোগান দেবো, "বাপ মায়ের এই fundamental খানদানি অত্যাচার চলছে না চলবে না! বাবা মা নিপাত যাও নিপাত যাও! পাশের বাড়ির কাকু কাকিমা জিন্দাবাদ জিন্দাবাদ! যদ্দিন না বাপ মা মরছে তদ্দিন এই আন্দোলন চলছে, চলবে!" আররর... গায়ে হাত ফাত তোলার কেলো করেচ কি মরেচ! বিলেত আমেরিকায় কি হয় জানোনা!? সোজজা সু করে জেলে পুরে দেবো! তখন খেও আজীবন লপসী।
    জিও চন্দ্রিল্ দা জিও! তুমি আমাদের জ্ঞানচক্ষু খুলে দিয়েছো! আমি তো sure, বাপ মা বেচাল করলে তুমি নিঘ্ঘাত কষে চার অক্ষর ঝেড়ে কাত করে দাও! দেবেই বা না কেন! আলবাত দেবে! একশ বার দেবে! তোমার বাকস্বাধীনতা আছে না! তুমি কি বানের জলে ভেসে এসেছ নাকি!

    যাকগে, যা বলছিলাম! ঠিক ই তো! কি আর করেছে ওই দুধের শিশু ছাত্রদল! আফটার অল গণতান্ত্রিক সদা সহিষ্ণু দেশের ছাত্রদল বলে কথা! এই বদ অসভ্য দেশে জন্মে জাস্ট উদ্ধার করে দিয়েছে! বেশ করেছে যা খুশি বলেছে! গণতান্ত্রিক দেশে বাকস্বাধীনতা থাকবে না minimum!? রান্না পছন্দ না হলে আলবাত মা বউ বোন্ কে যাচ্ছেতাই গালিগালাজ করবে বই কি! একশ বার করবে! তোমার লেখা পছন্দ না হলে আমরাও তো তোমার বাড়ির সামনে গিয়ে loud speaker এ দিনরাত চিল্লাতে পারি " এই খ এর ছেলে বোকা**, এসব লেখা তোর গাঁ*ে দেবো! বললে হবে! গণতান্ত্রিক দেশে বাকস্বাধীনতা থাকবে না minimum!?
    বাপের হোটেলে খাই বলে কি বাপ মা কে দাসখত লিখে দিয়েছি নাকি যে মাঝ রাতে মাতাল হয়ে ফিরলে বকবে, পরীক্ষায় ফেল করলে কথা শোনাবে! বেশ করবো এই দেশে থেকে, খেয়ে পরে/ পড়ে এই দেশকেই বাপ মা তুলে খিস্তি দেবো! একটা আবাল উপদেশ মাড়াতে এসেছিলো "ইয়ে মানে বলছিলাম কি, এটা অনেকটা সেই কালিদাসীয় কেস খাওয়া হচ্ছেনা কি! মানে যে ডালে বসে আছেন, সেটাই কাটার জন্য এরম কড় কড় করাত চালাচ্ছেন!" দিয়েছি ব্যাটাকে বুঝিয়ে " আরে বাওয়া, ডাল ভেঙে পড়ার আগেই উড়ে যাব না ডানা মেলে! খাবো দাবো, কল কলাবো, ডাল কেট্টে উড়ে পালাবো!" বাপের হোটেলে খেয়ে যেরম বাপ মা কে কৃতাথ্থ করছি , ঠিক সেরম করছি এই পোড়ার দেশে এই কিছুদিন থেকে! একটু গুছিয়ে নিয়েই ভোকাট্টা হব! তার পর তো আরও পোয়াবারো! External consultant/ examiner এর মতো উঠতে বসতে সমালোচনার ফোড়নে ফর্দাফাই করে দোবোনা!

    আর চন্দ্রিল দা চন্দ্রিল দা, এটা গুরু যা দিয়েছ না! একঘর! একঘর! একদম polygamous generation এর মনের কথা! " দেশকে না-ভালবাসার অধিকারও আমার আলবাত আছে। ভারতে থেকেও ভারতকে না ভালবেসে শুধু বেলজিয়ামকে ভালবাসতে পারি। আবার, কোনও দেশকে না ভালবেসে, সব দেশ সম্পর্কে সম্পূর্ণ নিরাসক্ত থাকতেও পারি। ভারতে থেকে আমি যদি পাকিস্তানকে ভালবেসে গলা ফাটাই, তা আমার অধিকার। নিজের মতো ভাবনার অধিকার। মত প্রকাশের অধিকার, বাক্ স্বাধীনতার অধিকার।"
    উফফফ পুরো whistle podu! সিটি সিটি জোরসে সিটি! শাললা প্রেমিকার সাথে দিনে ৩ বার শুয়ে মাখামাখি live together করেও তাকে ভালবাসতে হবে এরম হিটলারী ফতোয়া কে দিয়েছে ! ইল্লি আর কি! বেশ korbo ওর শাঁসালো ডবকা বন্ধুদের ভালোবাসবো! আলবাত তা আমার অধিকার। আমার নিজের মতো ভাবনার অধিকার। মত প্রকাশের অধিকার, বাক স্বাধীনতার অধিকার।"
    ম্যায় চাহে ইয়ে করু, ম্যায় চাহে ও করু, মেরি মরররর্ জি! আমার বাড়ি, আমার পাড়া, আমার স্কুল, আমার কলেজ এ সব শালা জোলো মিডল ক্লাস সেন্টিমেন্ট! কিসের বে আমার! ছেড়া গেছে! school / teacher রা তো সব রীতিমত পয়সা গুনে নিয়ে পড়িয়েছে! সোশ্যাল সার্ভিস থোরাই দিয়েছে যে সারাজীবন আমাদের স্কুল! আমাদের টিচার! নিয়ে আদিখ্যেতা করতে হবে! পয়সা নিয়েছে, সার্ভিস দিয়েছে ব্যাস! আমি তো কেউকেটা হয়েছি আমার নিজের জোরে! যত্তসব! তাই যখন খুশি যা খুশি বলতে পারি স্কুল এর নামে, টিচার দের নামে! যা তা খিস্তি করতে পারি! কি সব * াল ছাল ছিলো সব! কথায় কথায় মালগুলো কিসব শাস্তি দিতো! আর কিসব হাবিজাবি গুষ্ঠির নিয়ম কানুন ছিলো শালা! পুরো অগণতান্ত্রিক ব্যাপার স্যাপার মাইরি! ভাবা যায়! বলবনা কেন বে! এসব আমার নিজের মতো ভাবনার অধিকার। মত প্রকাশের অধিকার, বাক স্বাধীনতার অধিকার।"

    যাকগে চন্দ্রিল দা, মোদ্দা কথা হলো তোমার লেখার ভীষণ ভক্ত বহুদিন ধরেই! তাই তোমার কথার সুত্র ধরেই, অভয় দিচ্ছ বলেই তোমার তালে তাল মিলিয়ে বাক স্বাধীনতার নামে, গণতন্ত্রের নামে এই সব ভুল ভাল কাজকর্ম সমর্থন করতে পারলাম না! ওই মানে তুমিই এই লেখাটায় বলেছনা, ভক্তি মানেই স্তাবকতা নয়! ঠিক সেরকমই! তাই আর না লিখে পারলাম না! গাঁজা খেয়ে না বার খেয়ে এ লেখা লিখেছো!? নাকি প্রতিষ্ঠানের চাপে লিখতে বাধ্য হয়েছো কে জানে! যাই হোক, তোমার ভালো হোক! সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি !
  • T | 165.69.197.250 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০৪691065
  • ব্যাপারটা গুলিয়ে গেলো খুব। দেশ মানে বাপ, মা, না প্রেমিকা না যার সাথে লিভ টুগেদার করছি। কোনটা?
  • Tim | 108.228.61.183 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২২691066
  • বাবা কি আবেগ! চোখে জল এসে যায়।
  • POTKE | 126.202.9.19 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৯691067
  • এত প্রশ্ন করিস কেন? ধরে নে, সব কিছুর ই একটা কনভেক্স কম্বো।
  • b | 135.20.82.164 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫২691069
  • একে আবেগ বলে না। হাবেগ বলে। যেমতি হা** বাহির হইবার সময় কোনো বাধা মানিতে চাহে না, তেমতি।
  • T | 165.69.191.254 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৫৯691071
  • এইটা ভাল। হাবেগ...হ্যা হ্যা হ্যা হ্যা...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন