এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রসঙ্গ জে এন ইউ

    রৌহিন লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ | ৫৭১০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নন্দকিশোর মুন্সী | 117.167.104.61 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫৯691106
  • একটা লিংক দেখলাম যেখানে বক্সিস্যার অ্যাপারেন্টলি ব্রিটিশ আর আরেসএস কিভাবে কুইট ইন্ডিয়া সাপ্রেস করেছিলো সেইসব বলেছেন। এটাই কি সেটা?
  • নন্দকিশোর মুন্সী | 117.167.104.61 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০১691107
  • এবং ডক্টরড ভিডিও প্রচার করে ভায়োলেন্স ইনসাইট করার দায়ে অর্ণব, টাইমসনাও, নিউজ এক্স আর জি এর নামে কেস হবে না কেন?
  • Div0 | 132.167.243.133 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১০691108
  • অবশ্যই করা যায়। এবং এই নিয়ে পিটিশন হলে তাতে সমর্থন জানাতেও পিছপা হব না।
  • এটা সেটা নয় | 192.69.250.130 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৭691109
  • এই ভিডিওতে দেখা যাচ্ছে উনি একটা আরেসেসের সভায় বক্তৃতা দিতে গিয়ে বলছেন, গান্ধিবাদীরা নাকি বলে উনি "অহিংসা" দিয়ে স্বরাজ এনেছিলেন। কীরকম অহিংসা? না, আমরা ইংরেজের লাঠি খেয়েছি। আরে সে তো আমার ভঁয়েসটাও লাঠি খায়, লাঠি খেলেই যদি স্বরাজ এসে যাবে, তা হলে বীর সাভারকর কোথায় যাবেন?
  • avi | 113.24.84.135 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৫691110
  • আচ্ছা, একটা প্রশ্ন ছিল, বিশেষ যাঁরা অনেক আগের রাজনীতি দেখেছেন, তাঁদের কাছে। চীন যুদ্ধ বা ৭১ এর বাজারে যখন দেশপ্রেম এবং বাম মানেই দেশের শত্রু টাইপ কনসেপ্ট রাষ্ট্র অনেকটাই প্রোমোট করত, তখন পরিস্থিতি কিরকম ছিল? অন্নদাশঙ্কর রায়ের লেখা ইত্যাদি দেখেছি, তবে তখন ফেসবুক বা টিভি অতটা ছিল না। গ্রাউন্ড রিয়েলিটি, আমজনতার মতামত কেমন ছিল?
    বাম আবার প্রতিবার ৬-৭ বছরের মধ্যে অত প্রাসঙ্গিক হয়ে গেলই বা কী করে?
  • PT | 213.110.247.221 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩৬691111
  • সেসব তো অনেক বড় ব্যাপার। শুনেছি আবাপ নাকি উৎপল দত্তের কল্লোল নাটকের এড ছাপাত না??!!
  • ranjan roy | 24.99.177.221 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৮691112
  • @ Etao Thak,
    আপনার 12.51 র পোস্টের সঙ্গে অনেকাংশে একমত হয়েও কিছু জায়গায় অন্যমত পোষণ করছি।
    প্রথমতঃ আমার গোড়া থেকেই সন্দেহ ছিল যে কোন বামপন্থী " ভারত কী বরবাদী তক জারী রহেগি " গোছের স্লোগান কোন বামপন্থী ছাত্র দিয়েছে কি না! বিশেষতঃ জনপ্রিয় ছাত্রনেতা জে এন ইউ প্রেসিডেন্ট কুমার! তা যে বামপন্থীরা স্বাধীন ভারতে সংবিধানের শপথ নিয়ে কয়েক দশক ধরে রাজ্যে সরকার চালিয়েছে তাদের কান্ডজ্ঞান একেবারে গাধার গাঁড়ে? সন্দেহ থেকেই ছিল। বিশেষ করে যখন প্রথম দিন থেকেই কানহাইয়ার ভাষণের টেক্স্ট সার্কুলেট হচ্ছিল।
    -- এখন দেখা যাচ্ছে কেউ ওখানে ভারতকে টুকড়ে টুকড়ে করার শ্লোগান দেয় নি। ওগুলো হতাশ ফ্রাস্টু দক্ষিণ্পন্থীদের ফটোশপ করা।
    এতে আশ্চর্য হই নি। নিজে এতদিন ওদের রাজ্যে ছিলাম বলে ভাল করে দেখেছি কি ভাবে বাবরি মসজিদ কান্ডের সময় ওদের তৈরি মুল্লাজিদের গলির মধ্যে লোকের পেটে ছোরা ঢোকানোর হাড়হিম করা ফেক সিডি হাতে হাতে ঘুরেছে।
    ২) খেয়াল করুন, এমনকি যদুপুরে র‌্যাডিকাল বলে একটি গ্রুপের মুষ্টিমেয় ছেলেমেয়ে যাদের মুখপাত্র যুবি বলে মেয়েটি মিডিয়ায় মুখ দেখিয়েছে --তারা মণিপুর/কাশ্মীর নিয়ে , আফজল গুরু/মকবুল/গিলানি নিয়ে শ্লোগান দিয়েছে, কিন্তু ভারত রাষ্ট্রকে খন্ডবিখন্ড করার , ধ্বস্ত করার কোন শ্লোগান দেয় নি।
    এবিভিপির দেবশ্রী/সুবীরবাবুরা বলছেন-- যদুপুরের চার নম্বর গেট থেকে বামেরা পাকিস্তান ও চিনের পতাকা নিয়ে ওদের পক্ষে শ্লোগান দিয়েছে ---- সবাই টিভিতে দেখেছেন, ওগুলো ডাহা মিথ্যে কথা!
    ৩) অন্যে পরে কা বাত, কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজনাথ সিং প্রেসকে ডেকে জে এন ইউ আন্দোলনে হাফিজ সৈয়দের সমর্থনের কথা ওদের দেশদ্রোহের প্রমাণ হিসেবে বললেন-- পরে দেখা গেল সেটা ফেক টুইট। দেশের খিল্লি হল। কিন্তু এরা কখনও ভুল স্বীকার করেন না।
    ৪) কিন্তু আফজল গুরুর বিচার নিয়ে অনেক জুরিস্ট আপনার বিপরীত মত প্রকাশ করেছেন। আগেই, দলিল সহ। না, ডিউ প্রসেস অফ ল পালন করা হয় নি। এ নিয়ে দ্বিমত জানিয়ে রাখলাম। ওকে মহান শহীদ বলার মতন কোন কারণ নেই। কিন্তু ও রাজনৈতিক ও প্রশাসনিক দাবাখেলায় বলি কা বকরা! যেমনটি হয়েছিল ধনঞ্জয় চাটুজ্জের বেলায়। খালি সে সময় চিল চিৎকার জুড়েছিলেন বাম মহিলারা--তফাৎ এটুকুই। আর কোন দেশেই সর্বোচ্চ আদালতের রায় সমালোচনার উর্দ্ধে নয়। বিদেশে মৃত্যুর পরও রায়ের ভুল ধরা পড়লে স্বীকার করা হয়।
    দিল্লি ল এর অধ্যাপক সুরেন্দ্রনাথের বক্তব্য দেখুন।

    ৫)আমি আপনার মূল ভাবনার সঙ্গে সম্পূর্ণ একমত। অত্যন্ত চতুর নীতিহীন নেট টেকনোলজি সমৃদ্ধ শত্রুর সঙ্গে লড়তে গেলে অনেক বেশি সতর্ক ও কৌশলী হওয়া প্রয়োজন।
    চোখ বুজে কাকে কেন সমর্থন করছি না ভেবে স্টেটমেন্ট দিলে মোদিদের হাতে খেলব।
    ৫) কোন লড়াই একা , হোলিয়ার দ্যান দাউ অ্যাটিচুড নিয়ে জেতা যায় না। উপযুক্ত ব্যুহরচনা , রণনীতি ও রণকৌশল চাই। যাদবপুরে দুগোল দিয়েছি ভেবে আত্মতুষ্টি ঘাতক হতে পারে। আসল ফয়সালা হবে গোবলয়ে, যেখানে দক্ষিনপন্থীদের রাজত্ব।
    তাই দরকার ব্যাপক জনসমর্থন, তাদের বোঝানো। যে জন আছে মাঝখানে তাদের সমর্থন আদায় করা, নইলে---?
    এবং সেই বিন্দুতেই আমার আশংকা আপনার সঙ্গে মিলে যায়। তাই যদুপুরের র‌্যাডিক্যাল গ্রুপের মিনিমাম প্রোগ্রামের বাইরে নিজস্ব এজেন্ডা চাপিয়ে দেওয়া দায়িত্বহীনতা বলে আমি মনে করি।
  • ranjan roy | 24.99.177.221 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৬691113
  • পিটি,
    শুধু তাই নয়, মিনার্ভা থিয়েটারে দেশদ্রোহী আখ্যা দিয়ে গুন্ডার আক্রমণও হয়েছিল।
    আর ত্রিপুরার এম পি দশরথ দেবকে কোয়ার্টারে ঢুকে লাঠি দিয়ে মারা হয়েছিল। দুনিয়ার গুজব, যেমন বামেরা ফোর্ট উইলিয়মের নীচে সুরঙ্গ কাটছে, রটানো হত। তখনও সিপিএম বলে কিছু হয় নি। হয়েছিল লেফট সিপিআই ও রাইট সিপিআই। সিপিআই/সিপিএম নাম ও সিম্বল ১৯৬৭র ইলেকশনে নির্বাচন কমিশনের দান।
    দাঁড়ান, তখন এর চেয়ে খারাপ অবস্থা ছিল । কোন ডিবেট বা মতপ্রকাশের জায়গা ছিল না। চীনের দালাল বদনাম দিয়ে লেফ্ট সিপিআইয়ের লোকদের ভারত রক্ষা আইনে জেলে পোরা হোত ও ঘরে রাস্তাঘাটে মারধর করা হত।
    ইচ্ছে আছে, এমার্জেন্সির মত ১৯৬৩ থেকে ৬৭ --এই চারবছরে বামেদের বিরুদ্ধে অপপ্রচারের হালহকিকত নিয়ে একটা নামাব। আমার প্রিয় লেখক মুজতবা আলিও তখন যা সব বলেছিলেন--ভাবা যায় না।
  • avi | 113.24.84.135 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৮691114
  • লিখুন প্লিজ।
  • . | 208.7.62.204 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫৪691116
  • "র‌্যাডিক্যাল গ্রুপের মিনিমাম প্রোগ্রামের বাইরে নিজস্ব এজেন্ডা চাপিয়ে দেওয়া দায়িত্বহীনতা বলে আমি মনে করি"

    মুশকিলটা এখানেই। আলট্রা লেফট বা র‌্যাডিকাল, এরা নিজেদের এজেন্ডা চাপাতে গিয়ে যেকোন আন্দোলন জনবিচ্ছিন্ন এমনকি কাউন্টারপ্রোডাক্টিভ বানিয়ে তুলতে পারে। "কাশ্মীরের আজাদি চাই" বা "কাশ্মীরে ভোট চাই" এই স্লোগানগুলো দেশের বিরাট মেজরিটির কাছে একেবারে আনএক্সেপটেবল, সেটা এরা বোঝেনা বা বুঝতে চায়্না। এই ধরনের স্লোগান উঠলে সাধারন মানুষ সরে যাবেই। গোবলয়ের কথা তো ছেড়েই দিন, এমন কোন রাজ্য পাবেন না যেখানে এরকম স্লোগান মেনে নেওয়া হবে।
  • T | 190.255.250.80 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩১691117
  • রঞ্জনদা, এইটা একটা ভীষণ ভালো কাজ হবে। আপনি লিখুন ১৯৬৩-৬৭ এর সময়টার কথা।
  • ঈশান | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০৭691118
  • দাবীটা একেবারেই বুঝলাম না। "কাশ্মীরে ভোট চাই", বা "ভারতরাষ্ট্র সন্ত্রাসদমনের নামে উত্তরপূর্বে রাষ্ট্রীয় আতঙ্ক নামিয়ে এনেছে" যদি কেউ মনে করে, সে সেগুলো বলবেনা? অর্ণব গোস্বামীর মতো লোকেরা "ভারতীয় অখন্ডতা"র আরক খাইয়ে চলেছে, এবং লোকে তাইই গিলছে বলে সেটাকেই অ্যাকসেপ্ট করতে হবে, বিশেষ করে যখন জানি, যে ওই আরকের ডোজেই জিঙ্গোইজম ঢুকে আছে? এবং, বস্তুত এইটাই সেই সময় যখন এগুলো নিয়ে নাড়াচাড়া করা যায়, সেই সময়েই বিষয়টাকে চেপে যাওয়া হবে? কই, ভারত-চিন যুদ্ধের সময় তো দেশপ্রেমের জোয়ারের বিরুদ্ধে গিয়ে "চিন আক্রমনকারী নয়" বলতে আটকায়নি? সে সময় যুদ্ধ ছিল, লাইন দিয়ে বুদ্ধিজীবিরা "দেশপ্রেম"এর পক্ষে আর তথাকথিত চিনপন্থীদের গুষ্টির তুষ্টি করে দেশ এ লিখছেন, পাশে দাঁড়ানোর কেউ নেই, ধরপাকড় চরমে, তাতেও রাষ্ট্রের বিরুদ্ধে বলতে আটকায়নি। এখন পরিস্থিতি তত কঠিন কিছুই না, এখন আটকাবে কেন? আমরা কি পঞ্চাশের দশকে ব্যাক করে গেলাম? নাকি ভোটের টান, ক্ষমতার আকর্ষণ এত বড়ো আকর্ষণ, যে, জরুরি ইস্যুগুলোকে পাশ কাটিয়ে যাওয়া উচিত বলেই মনে করছি? যারা আফজল গুরুকে নিয়ে বলেছে, যারা মনিপুর নিয়ে বলেছে, তারা আগেও বলেছে, এখনও বলছে, জোর গলাতেই বলবে। শর্মিলা যে কারণে অনশন করেছেন, মনিপুরের মায়েরা যে কারণে নগ্ন হয়েছিলেন, সেই আফস্পা এখনও ওঠেনি, কাশ্মীরে সেনাবাহিনীর বুট এখনও টহল দিচ্ছে, এসব নিয়ে বিগত দশ আরও বেশি বছর ধরে বলা হচ্ছে, আজকে চুপ করে যাবার জাস্ট কোনো কারণ নেই। যাদের বলার ক্ষমতা আছে নিশ্চয়ই বলবে, যাদের নেই তারা বলবেনা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্রশ্নটা শুধু বিজেপি হটানোর তো নয়, বিজেপি "দেশ" বলে যেটাকে প্রজেক্ট করছে, সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একদম উল্টো দিকে গিয়ে "হিন্দি-হিন্দু-হিন্দুস্তান" মডেল। পয়েন্ট আউট করতে গেলে সেটাই করতে হবে। "আমরাও ভাই ওই মডেলেই সাবস্ক্রাইব" করি বললে আর বিরোধিতার মানে টা কি?

    আর হ্যাঁ, ভোটের ভয় পাচ্ছেন? পাবার কিছু নেই। কংগ্রেসের সঙ্গে জোট হলেও খুব সম্ভবত বামরা পশ্চিমবঙ্গে হারবে। কিন্তু সেটা বড়ো কথা নয়। বড়ো কথা হল, লেফট এবং লিবারালদের একটা দীর্ঘমেয়াদি জোট আপনি তৈরি করতে পারছেন কিনা। পশ্চিমবঙ্গে এবং দেশজুড়ে, যার একদিকে আপ, অন্যদিকে যোগেন্দ্র যাদব, একপাশে লিবারেশন, অন্যদিকে মেধা, একদিকে ট্র্যাডিশনাল বামরা, অন্যদিকে পিইউসিএল-এপিডিআর। এইটা করতে পারলে তবেই দীর্ঘমেয়াদি সাফল্য। আর দীর্ঘমেয়াদে ওসব দেশপ্রেম ফাঁপা বেলুন। সেই ষাটের দশকের কথাই মনে করুন (রঞ্জনদা সে সময়ের লিখবেন, কিন্তু আমি ছোট্টো একটু ঝলক দিয়ে দি)। চিন ভারত সীমান্ত সংঘর্ষের পর কী অবস্থা, কমিউনিস্ট পার্টি দু-টুকরো। দুই দলেরই মোটামুটি সমান জোর (ক্ষমতায় আসার পক্ষে খুবই কম), জেল, ধরপাকড়, দেশপ্রেমের জোয়ার। কিন্তু সে কদিন চলল? ৬৬টে খাদ্য আন্দোলন শুরু হল, সব দেশপ্রেম হাওয়া। একদিনের ডাকা বন্ধ দুদিন হয়ে গেল, ৬৭ তে প্রথম যুক্তফ্রন্ট, সিপিএম ড্যাং ড্যাং করে একক সংখ্যাগরিষ্ঠ। সেটা হয়েছিল বিকল্প মডেল দেখানোর জোর ছিল বলেই। লোকে সবই খেয়াল রাখে, শিরদাঁড়ার জোরটাও।
  • avi | 113.24.84.135 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:১৬691119
  • এই ইতিহাসটাই জানতে চাই।
    একটা যুদ্ধ হবে মনে হচ্ছে। যুদ্ধ ছাড়া এই দেশপ্রেম ২০১৯ অব্দি টানা মুশকিল। কিন্তু পুরো স্কেলে যুদ্ধ করাও ভারতের পক্ষে চাপ। একটা কার্গিল টাইপের নো রিস্ক যুদ্ধ হলে বিজেপি বেঁচে যাবে।
  • ঈশান | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৪০691120
  • ইতিহাস তো না, সবই বর্তমান। এই পরশু দিন ডোনাল্ড ট্রাম্প তার নিজের দলের প্রেসিডেন্ট জর্জ বুশ সম্পর্কে বলে দিলেন, "জর্জ বুশ মিথ্যে কথা বলে ইরাক আক্রমন করেছিলেন"। "দেশপ্রেমিক"রা খুব হল্লা মাচালো। কী গেল এল, রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা একটুও কমেনি।

    এ তো আমেরিকা। পবিত্র ভারতভূমের সেই অবিচ্ছেদ্য অংশ কাশ্মীরে পিডিপি এই তিনদিন আগে, বা চারদিন, পরিষ্কার করেই বলে দিয়েছে, আফজল গুরুর ফাঁসি ন্যায়বিচারের পরিপন্থী। তাতে কী হল? কেউই পিডিপিকে দেশদ্রোহী বলেনি। জোরগলায় বলুন, যদি দেশদ্রোহই হবে, তো মোদি পিডিপির সঙ্গে সম্পর্ক ছেদ করে দেখাক। জেলে পুরুক গোটা পার্টিকে। মোদি পারছেন না, কারণ, ভারতীয় রাষ্ট্রে কাশ্মীর, মনিপুর নিয়ে প্রশ্ন তোলা বৈধ। যে খুশি তুলবে এবং তুলে বেশ করবে। এইসব না করে তুতুপুতু স্ট্যান্ডে খেললে লাভ কি। ক্রিকেটে বলেনা, শট খেললে দোনামনা করবেননা, পুরোটা কমিট করুন। নইলে অবধারিত লোপ্পা, সেটা মাথায় রাখা দরকার।
  • PT | 213.110.242.4 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৩৯691121
  • RR
    মিনার্ভা থিয়েটারের কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
  • pi | 24.139.209.3 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩৭691122
  • একদমই তাই।
    এই "কাশ্মীরে ভোট চাই", বা "ভারতরাষ্ট্র সন্ত্রাসদমনের নামে উত্তরপূর্বে রাষ্ট্রীয় আতঙ্ক নামিয়ে এনেছে" এগুলো চেপে দেওয়ার এই প্রবণতা বরং আরো বিপজ্জনক লাগছে। সেদিন ভাটেও বারবার শুনলাম।
  • | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩৯691123
  • আমি ঈশানের সাথে অক্ষরে অক্ষরে সহমত। বলবে না কেন, একশোবার বলবে। কাশ্মীরে যে গণভোটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সেটা রাখা হয় নি, তারপর থেকে যা যা হয়েছে সেগুলো বেশ জোরেশোরে বলা উচিৎ।
    বলা উচিৎ ৬২তে চীন আক্রমণ করে নি, ভারত আক্রমণ করতে গিয়ে ল্যাজেগোবরে হয়ে ফিরেছিল। বলা উচিৎ জোরে জোরে বারেবারে নেফা রিজিয়নের গল্প আর্মির অত্যাচার সমস্ত কিছু।
  • pi | 24.139.209.3 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৫০691124
  • দমদি, সেইজন্যই সেদিন ভিসির বক্তব্য ভাল লাগেনি বলেছিলাম। এই বক্তব্য যারা রেখেছিল, তাদের ফ্রিন্ন্জ এলিমেন্ট বলায়।
  • . | 208.7.62.204 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০৮691125
  • আপনারা বোধায় আমার বক্তব্য কিছুটা ভুল বুঝলেন, আমি ঠিকমতো লিখতে পারিনি বলে।

    "কাশ্মীরের আজাদি চাই" বা "কাশ্মীরে ভোট চাই" এই স্লোগানগুলো বলা যায় কিনা এই নিয়ে আমি লিখিনি। আমি বলতে চেয়েছি যে এই স্লোগান শুনলে দেশের বেশীরভাগ লোক এগুলো নেগেটিভলি নেবে, একমত হবেনা। আর এরকম স্লোগান কোন মিছিল বা আন্দোলনে (বা ক্যাম্পাসে) দেওয়া হলে সেটা বেশীরভাগ লোকের কাছে আন অ্যাক্সেপটেবল হবে, শুধু গোবলয়ে না, বাকি সব রাজ্যে। আমি এই রিয়েলিটিটা দেখাতে চেয়েছি, আর লিখেছি যে আলট্রা লেফট বা র‌্যাডিকালরা এই রিয়েলিটিটা বোঝেনা বা বুঝতে চায়না।

    আমি আগে অন্য জায়গায় এটাও লিখেছি যে যারা এই স্লোগান দিতে চান বা এনিয়ে আলোচনা চান তারা মাইনরিটি, আর যারা এধরনের স্লোগান শুনতে চাননা তারা মেজরিটি। এই দুদলের মধ্যে ডায়ালগ অবশ্যই হওয়া উচিত আর এধরনের স্লোগান কেন দেওয়া যায় বা যায়্না সেনিয়ে বিতর্ক অবশ্যই হওয়া উচিত। হয়তো ডায়ালগের মাধ্যমে দুদলই একে অপরের মনোভাব বুঝতে পারবে আর কিছুটা রিকনসিলিয়েশন হবে (বা হয়তো হবে না)। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ডায়ালগ বা ডিবেটের স্পেসটা একেবারে বন্ধ হয়ে গেছে। বিজেপির "অবদান" বা "সাফল্য" যাই হোক, সেটা এই ডিবেটের স্পেসটা বন্ধ করে দেওয়ায়।
  • pi | 24.139.209.3 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:১৭691127
  • এই বক্তব্যে আমি একমত।
    আর সেজন্যই কাশ্মীরে নিয়ে কি আফজল গুরুর বিচার নিয়ে স্লোগান পড়লে সেগুলোকে এত কশাসলি ডিসওন করে দেওয়া উচিত না। খুব সচেতনভাবেই উচিত না বলে মনে হয়। দিলে বিজেপির উদ্দেশ্যই সফল হবে।
  • Arpan | 74.233.173.185 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২৯691128
  • ৬২ তে কে ইন্দো চীন যুদ্ধ সম্পর্কে বিস্তারিত কোথায় জানা যায়? উইকি পড়ে মনে হল খুচরো সীমান্ত সমস্যা আর দলাই লামাকে আশ্রয় দেওয়া থেকে বিতর্কের সূত্রপাত।

    উইকি আরো বলছে আকসাই চীন চীন আগে সেনা পাঠিয়ে দখল করে, তারপরে নেহরু অ্যাগ্রেসিভ খেলতে দিয়ে ল্যাজেগোবরে হন।

    সমস্যাটা অবশ্যই ব্রিটিশদের তৈরি করে যাওয়া, কিন্তু চীনকে পুরো ক্লিন চিট দিতে পারা যাচ্ছে না এই কারণেই যে চীনের সাথে সীমান্ত সমস্যা সব প্রতিবেশী দেশেরই আছে।
  • | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩৫691129
  • পুরানো বইগুলোর মধ্যে India's China War by Neville Maxwell
    সম্প্রতি নাকি আরও দুই একটা ভাল বই বেরিয়েছে। একটু খুঁজে বলতে হবে, যদি না কেসি ইতিমধ্যে বলে দিয়ে যান।
  • . | 208.7.62.204 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩৮691130
  • এই একই সময়ে অ্যাপলের কেসটা ফলো করা যেতে পারে। কেউ বলবে যে এটা অ্যাপলের PR মাস্টারস্ট্রোক, কেউ বলবে যে অ্যাপলের কাছে আগে থেকেই ব্যাকডোর আছে, এটা স্রেফ চায়্না আর ইন্ডিয়ার মার্কেট ধরার ফন্দি। কিন্তু সেটা ইস্যু না। ইস্যু হচ্ছে যে টিম কুক এমনকি একজন টেরোরিস্টএর ডেটাও দেবার আগে সরকারের বিরুদ্ধে বানী দিচ্ছে আর তার জন্য তাকে অ্যারেস্ট হতে হচ্ছে না। টিম কুককে কেউ কেউ দেশদ্রোহী বলছে ঠিকই, কিন্তু ওদের দেশে তারা মাইনরিটি, আমাদের দেশের ঠিক উল্টো। এমনকি ফক্স নিউজের মতো সাইটেও অ্যাপলের সমর্থনে লম্বা লম্বা পোস্ট আসছে। আবার ট্রাম্পও এই বাজারে নিজের পাবলিসিটি খাচ্ছে, কিন্তু ডিবেটের স্পেসটা ওয়াইড ওপেন থাকছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা ঠিক এর উল্টো পথে হাঁটছি। আমির খান আর শাহরুখের মতো হাইপ্রোফাইল দুয়েকজন যাও বা কিছু বললো, এখন বিজনেস ইন্টারেস্টের কথা ভেবে একেবারে চুপ করে গেছে।
  • :) | 192.69.250.130 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫৪691131
  • আমি বলেছিলাম দুশো আট শুরুতে শয়তানের ওকালতি করছিলেন।
  • pi | 24.139.209.3 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫৭691132
  • আমার তো মনে হয়, ইনি ডিসি ঃ)
  • . | 132.164.150.102 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০২691133
  • ডিসি না সিসি তাতে কি? বক্তব্য দেখুন, বক্তা না :p
  • Div0 | 132.167.99.72 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১২691134
  • হুম। নাহয় সিসিডি'ই হলেন, বক্তব্য রাখতে থাকুন।
  • Robu | 11.39.39.145 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১৮691135
  • "নিজে এতদিন ওদের রাজ্যে ছিলাম বলে ভাল করে দেখেছি কি ভাবে বাবরি মসজিদ কান্ডের সময় ওদের তৈরি মুল্লাজিদের গলির মধ্যে লোকের পেটে ছোরা ঢোকানোর হাড়হিম করা ফেক সিডি হাতে হাতে ঘুরেছে।" ৯২ তে সিডি? একটু এনাক্রোনিজম হয়ে গ্যাল না?
  • Div0 | 132.167.99.72 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২১691136
  • কিন্তু প্রাক-সিডি যুগের ফুটেজ (টেপ থেকে) পরে সিডিবন্দী তো হতেই পারে।
  • ডিসি | 132.164.150.102 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৫691138
  • তবে ঠিক শয়তানের ওকালতি বলবো না। গত দুয়েক বছরের বিতর্কে আমার মনে হচ্ছে দুপক্ষই একে অপরের কথা না শুনে কথা বলে যাচ্ছে, ডিবেট হচ্ছে না। আমি লাস্ট কয়েক দিনে যা পোস্ট করেছি সেগুলো সবই "অন্য পক্ষ"এর মত। এই মতের অনেকটা হয়তো বিজেপির ম্যানুফ্যাকচার্ড, কিন্তু এটাও জানি যে এই পোস্টগুলো অনেক লোকের আন্তরিক মত। তারা বিজেপির ধারেকাছেও নেই, কিন্তু JNU তে যে স্লোগান দেওয়া হয়েছে তাতে তারা সাবস্ক্রাইব করেনা। এখানে একটা বড়ো ডিসকানেক্ট হয়েছে।

    আমি "আফজল কাসভ ইসরাত" লিখেছিলাম। ইচ্ছে করেই, আর সিকি আর রঞ্জনবাবু সেটা ধরতেও পেরেছিলেন। কিন্তু দেশের অধিকাংশ লোকের এটাই মনোভাব।

    আর্মিকে টেনেও কিছু পোস্ট করেছিলাম ইচ্ছে করেই। ন্যাশনালিজম, আর্মি, ডিসাস্টার রিলিফে আর্মির রোল, এই ইস্যুগুলো নিয়ে বোধায় দেশের ৭০-৮০% এর এরকম মনোভাব। খুব খুব কম লোককে পেয়েছি যারা এগুলোর মধ্যে তফাত করতে পারেন বা এই ইস্যুতে ডিসপ্যাশনেটলি আলোচনা করতে পারেন। মুশকিল হচ্ছে, যারা আর্মির নেগেটিভ রোল নিয়ে আলোচনা করতে চান বা আফস্পা ইত্যাদি বিষয়ে কথা বলেন তাদের কিন্তু এই জায়গাটা অ্যাকনলেজ করতে খুব একটা দেখিনি। সেজন্যেই আগে লিখেছিলাম, ডিসকানেক্ট হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন