এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রসঙ্গ জে এন ইউ

    রৌহিন লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ | ৫৭১৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.99.239.70 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০৬691006
  • অর্ধসত্য! আর এস এস এবং কংগ্রেসের মধ্যেও কম হচ্ছে না!
    লিবার‌্যাল প্রেক্ষিতে "উদার" (?) চেহারার কং ও সরকারী বাম ন্যাচারাল সঙ্গী।
  • PT | 213.110.242.20 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২৩691007
  • দাঁড়ান! দাঁড়ান! উত্তরের ঠান্ডা এখনও বরফের তাল হয়ে পব-তে গড়িয়ে নামেনি। পব-র যে দলটি সব ব্যাপারে আগ বাড়িয়ে মন্তব্য করে তারা JNU নিয়ে মুখে সেলোটেপ লাগিয়েছে। বিজেপির হয়ে পবতে বাম-বধ পালায় তারা কেমন করে JNU ব্যবহার করে সেটা দেখা এখনো বাকি আছে।
    JNU-র গোটা ঘটনাটাই পব আর কেরলের নির্বাচনকে মাথায় রেখে ঘটানো হয়নি তাই বা কে বলতে পারে?
  • ... | 74.233.173.203 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪২691008
  • One question. When an event by DSU and others for remembering terrorist Afzal Guru was planned, why ABVP was the only student union protesting against it? Afzal Guru was not a Congress / AAP leader, was a terrorist who was convicted as a mastermind for attacking the temple of our democracy, the parliament. Right?

    Follow up question. If someone in your locality organises a memorial in memory of Ajmal Kasab, Osama Bin Laden, Badhdadi etc. What would you do? Support it in the name of freedom of expression?
  • d | 144.159.168.72 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫৬691009
  • তার আগে আপনি বলুন আপনার আশেপাশে নাথুরাম গডসে'র স্বরণসভা হলে আপনি কী করবেন?

    হ্যাঁ বাংলায় লিখুন, প্লীজ।
  • নন্দকিশোর মুন্সী | 117.167.108.185 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫৭691010
  • আবার সেই ট্যাকটিক্স। ত্রি-ডট-দেব, এগুলো খেলো হয়ে গেছে, নতুন কিছু ভাবুন।

    পিটিকে একটু টুইটার রেকো করলাম। জাগো বাংলার কথা বলছি না, তবে অন্য কে বা কারা মুখ খুলেছেন সে সম্পর্কে ভালো আইডিয়া পাবেন।
  • তিন ডট-কে | 132.177.254.231 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০১691011
  • না স্যার/ম্যাডাম, সিলেক্টিভ ইগনোরেন্স নয়, তাই আপনার জন্যেও এই একই খিল্লি -

    স্যার, একটু পড়া করে আসলে কি খুব সময় নষ্ট হয়ে যায়? এই রেটোরিকগুলো তো চাড্ডি-বাঁদরেরা ঝাড়ে, আপনি কেন স্যার?
  • PT | 213.110.242.20 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৬691012
  • আমি টুইটারে নেই।
  • নন্দকিশোর মুন্সী | 151.0.12.143 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১২691013
  • টুইটারে অ্যাকাউন্ট না থাকলেও ওয়েবে দেখা যায়। তবে একটা অ্যাকাউন্ট রাখতে পারেন।
  • ... | 74.233.173.198 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০২691014
  • Naa, Ami chaddi bandar aar chaddi baam dutokei khistai. Taai nathuramer pujo dekhleo khisti di, "bharat ki barbadi" slogan dileo khisti di.

    Aar "bharat ki barbadi" slogan diye HTT marano o tader defend kora jonogonke aro khisti di.
  • d | 144.159.168.72 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০৪691016
  • তো নাথ্জুরাম গডসেকে সভা করলে কী করবেন ঠিক করলেন?
  • রৌহিন | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:২৭691017
  • কে, বেড়াল এখন আর বেড়ালও নেই - দিব্যি একটা প্যাঁকপেঁকে হাঁস হয়ে গেছে। তবে যা বুঝলাম সিঙ্গল ফুতকি হলেন ২০৮ (১০৮ না) আর ত্রি ফুটকি হলেন চুয়াত্তর (সাড়ে নন)। আমার একটা কবিতা মনে পড়ে গেল - "হাওয়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হল ব্যথা" :'(
  • avi | 113.252.164.43 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৩৪691018
  • উঁহু, "ছায়ার সঙ্গে কুস্তি ক'রে গাত্র হ'ল ব্যথা!" ঃ)
  • ... | 74.233.173.193 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৬691019
  • Laal chaddider aar kono reply nei, ekhon IP dhore track korar chesta
  • ranjan roy | 24.99.31.140 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২২691021
  • প্রচুর জুরিস্ট এবং প্রফেসর বলেছেন আফজল গুরুর ফাঁসি রাষ্ট্র দ্বারা হত্যা। আদৌ গুরু পার্লিয়ামেন্ট আক্রমণে ছিল তা প্রমাণ হয় নি। সবাই দেশদ্রোহী?
    ২)কাশ্মীরে আফজল গুরুর ফাঁসি নিয়ে মুফতিরা কী বলেছিলেন? তাদের সঙ্গে সরকার গড়তে বিজেপির দেশপ্রেমীরা এত নালে ঝোলে কেন?
    তিনফুটকি কী বলেন?

    ৩) ইউএনওর চার্টারে জাতিসত্তার আত্মানিয়ন্ত্রণের অধিকার স্বীকৃত। তাহলে কেউ যদি কাশ্মীরের জনগনের ও মণিপুরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থন করেন তো সে দেশদ্রোহী?

    ৪) সম্ভবতঃ ১৯৬২ তে খোদ সি কে আন্নাদুরই (দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘম বা ডিএমকের আদি প্রতিষ্ঠাতাদের অন্যতম) সংসদে দাঁড়িয়ে দাক্ষিণাত্যকে ভারতের থেকে আলাদা হওয়ার দাবি রেখেছিলেন। নেহেরু তাঁকে দেশদ্রোহী বলে জেলে না পুরে পুরো বক্তব্য রাখতে দিয়েছিলেন।
    তো আন্নাদুরাই বিচ্ছিনতাবাদী দেশদ্রোহী না নেহরু?

    তিনফুটকি কী বলেন?
  • dc | 212.142.91.241 | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪০691022
  • Roll back begins?
    .@PTI_News, quoting MHA source: Kanhaiya may not have chanted anti-nat'l slogans, arrest over-enthusiasm by police. http://www.ptinews.com/news/7107818_-Kanhaiya-might-not-have-raised-anti-national-slogans--.html … দিল্লী পুলিশ এ বদলি সান্টিং পোস্টিং শুরু হয়েছে , যিনি জেএনউয়ে ঘরে ঢুকে ঢুকে দেশদ্রোহী খুঁজছিলেন -মিজোরামে সান্টিং পোস্টিং পেয়েছেন ।
  • ঈশান | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫০691023
  • গত কয়েকদিন ধরেই জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে সারা দেশ উত্তাল৷ অন্যায় ভাবে জে এন ইউ-এর সমস্ত ছত্রদের এবং নির্দিষ্টভাবে বাম ছাত্র সংগঠনগুলিকে 'দেশদ্রোহী' তকমা দিয়ে সাম্প্রদায়িক শক্তি উত্তেজনা তৈরির চেষ্টা করছে৷ সংঘ পরিবারের এই অপচেষ্টার বিরুদ্ধে দেশজুড়েই এস এফ আই লড়াই করছে৷ তারই অংশ হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকাল, ১৫ই ফেব্রুয়ারি, আইসার সাথে যৌথভাবে আমরা মিছিল করেছি৷
    আজ, ১৬ তারিখ, বিশ্ববিদ্যালয়ের কিছু সাধারণ ছাত্রছাত্রী জে এন ইউ-এর ঘটনার প্রতিবাদে মিছিল করে৷ সংবাদমাধ্যম থেকে জানা যায় যে, এই মিছিল থেকে কয়েকজন ছাত্র কিছু অপ্রাসঙ্গিক ও অনভিপ্রেত স্লোগান দেয়৷ এজাতীয় স্লোগান দেশজুড়ে তৈরি হওয়া ছাত্র আন্দোলনের সামগ্রিকতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আমরা মনে করছি৷
    সাধারণ ছাত্রছাত্রীদের মিছিলের মধ্যে থেকে গুটিকয় ছাত্র এজাতীয় যে স্লোগানগুলি দিয়েছে, তার দায় যাদবপুর সহ সারা দেশের সামগ্রিক ছাত্রসমাজের ওপর বর্তায় না৷ এস এফ আই বা অন্য বাম ছাত্র সংগঠনের ওপরও বর্তায় না৷ মনে রাখতে হবে, সোমবার বামছাত্র সংগঠনদুটির যৌথ মিছিলে কিন্তু এমন কোনো স্লোগান উচ্চারিত হয়নি যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোধরনের সন্ত্রাসবাদী বা বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপকে সমর্থন করে৷
    ভারতের ছাত্র ফেডারেশন সবসময়ই সন্ত্রাসবসন্ত্রাসবাদী, বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের ও বক্তব্যের বিরোধীতা করে৷ অতীতেও আমাদের সহযোদ্ধারা বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন৷
    এই মুহুর্তে দেশজুড়ে উগ্র জাতীয়তাবাদের জিগির তুলে যেভাবে সাম্প্রদায়িক মেরুকরনকে স্পষ্ট করার চেষ্টা চলছে এবং বামপন্থী ছাত্রআন্দোলনকে অন্যায়ভাবে হেয় করার চেষ্টা চলছে, সেই পরিপ্রেক্ষিতে কয়েকজন ছাত্রছাত্রীর এজাতীয় দায়িত্বজ্ঞাণহীন কাজ ফ্যাসিস্ট শক্তিরই হাত শক্ত করবে বলে এস এফ আই মনে করে৷
    এস এফ আই এদেশে বিচ্ছিন্নতাবাদ ও সাম্প্রদায়িকতার বিরোধীতার পাশাপাশি দেশে উগ্রজাতীয়তাবাদী ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই করতে বধ্যপরিকর৷
    ভারতের ছাত্র ফেডারেশন
    পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
    ১৬/০২/২০১৬
    -------------------------------------------------

    পছন্দ হলনা। বাকস্বাধীনতার পয়েন্টটাকে উড়িয়ে দেবার জন্য।
  • ranjan roy | 229.64.67.28 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৫:২৪691024
  • সেফ খেলার বালের চেষ্টা।
    আত্মনিয়ত্রণের অধিকার কয়েক দশক আগে কমিউনিস্ট পার্টি সমর্থন করত বলেই ধারণা ছিল। রেফারেন্ডামের পক্ষে ছিল বলেই জানতাম। হয়ত ভুল জানতাম।
  • aka | 80.193.72.196 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:১৭691025
  • কে বলেছে না বলেছে কি বলেছে সেসব বাদ দিয়েঃ
    সিডিশন চার্জ আনা যায় না যতক্ষণ না কোন অ্যাকশন হচ্ছে। ঐ স্লোগানের ফলে যদি কোন দাঙ্গা, মারপিট হত তাহলে অন্য কথা। যেহেতু হয় নি সেহেতু এটা আইনত অপরাধ নয়। এটাই সুপ্রীম কোর্টের কথা। দি এন্ড। বরম, যারা এটাকে আইনত অপরাধ বলে সাজানোর চেষ্টা করেছে দে শুড বি অ্যারেস্টেড ফর ডিসরাপ্টিঙ্গ ইউনিভার্সিটি, ফ্রি স্পীচ ইত্যাদি। ও আরও আছে মার দাঙ্গা ইত্যাদি ইত্যাদি। ছবি আছে, ফুটেজ আছে কেউ নিশ্চয়ই লড়বে।

    হ্যাভিঙ্গ সেইড দ্যাট - ভারত বিরোধী স্লোগান কোন দলেরই প্রোমোট করা উচিত না। ভারত মানে শুধু স্টেট নয়, সরকার নয়, ২৬/১১ মারা যাওয়া মানুষ্জনও বটে, আমাদের পরিবার, আর্মীয়-বন্ধুও বটে।
  • বাকস্বাধীনতা | 174.67.157.70 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৪৪691027
  • যা নিজেরা সমর্থন করে না তা লেখে নাই। মিটে গেল।
  • ... | 74.233.173.198 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৫১691030
  • Bhabte abak laage ei maalguloi paris attack er somalochona korte giye lejur jure dey, dhormo niye eto byango naa korlei hoto... Manusher bhababege aghat ityadi ptovriti...
  • cb | 208.147.160.75 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০০691031
  • এরা আবার চাঁদে মানুষ গেছে কি যায়নি, সোমালিয়ার জলদস্যুদের উৎপাত কেন, টুইংকল খান্নার বই কি সত্যি ই ফানি, অস্ট্রেলিয়ায় ওজোন স্তর ফুটো হয়ে গেছে ইত্যাদি বহু বিষয় নিয়েও কোন দাবি দাওয়া করে না!!!

    মানে হোয়ার অ্যাবাউটরি করলেই করা যায়, বিভিন্ন বিষয় নিয়ে। তাতে বক্তব্যের ধার বাড়ে না।
  • PP | 86.175.75.119 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০২691033
  • একটা কোশ্ন ছিলো আফজল কেই ধরল কেনো? পুরোটাই হাওয়ায় হাওয়ায় নয় নিশ্চয়?
    cb তিন ডট এর পয়েন্ট টা ভ্যালিড।
  • :( | 126.50.59.180 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০৭691034
  • আবারও সেই রেটোরিক।
  • report | 229.64.66.57 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০৯691035
  • http://www.saharasamay.com/nation-news/676585341/jnu-row-issue-linked-to-jaish-e-mohammed-umar-khalid-led-anti-na.html
    Delhi Police said that the mastermind of anti-India slogans was Umar Khalid, student leader in JNU. He is the leader of the Democratic Student Union. Under the banner of Democratic Student Union, he organised the program on Afzal Guru’s death anniversary.
    Intelligence Bureau submitted its report to Ministry of Home Affairs which stated that varsity ‘wanted’ student Umar Khalid, the key person who organised the Afzal Guru event, is a Jaish-e-Mohammed sympathiser. Jaish-e-Mohammed terror outfit is based in Pakistan. Khalid has been absconding since the incident took place at JNU. IB is also looking for 10 Kashimiri youths who had infiltrated JNU.

    http://www.saharasamay.com/nation-news/676585341/jnu-row-issue-linked-to-jaish-e-mohammed-umar-khalid-led-anti-na.html

    SFI নেতা বিক্রম সিং বলছে - " The incident that has happened, we condemn it. But wrong to taint entire JNU for this. The organizers, they are associated with a particular group. We won’t name it. We have nothing to do with it. Our workers were present there. They were present there to protect the culture of JNU. We were not in support of the slogans. "
    আহারে - খোকা তোমার কিচ্ছু বোঝা না খোকা তোমার ভারী ছেলেমানুষ ।
    উমর খালিদ এবং ন জন absconding , এদের নাম গুলো লুকোনোর চেষ্টা কেন ছিল সিপিআই সিপিএম এর ছাত্র সংগঠন যাদের যাদের দলের "ঘোষিত নীতি " "কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ " ? ফাঁসির বিরোধী মিছিলে " ভারত কি বরবাদী তক জং " , "ভারত কা হাজার টুকরে " বলছে , "কেরল কা আজাদী " পর্যন্ত স্লোগান দিচ্ছে তখন কেরলের প্রাক্তন তথা হবু শাসক দলের ছাত্র নেতারা মজা দেখছিল না ওরা মাইনর ? শুধু স্লোগান না মিছিলে পোস্টার ও ছিল ।আর প্রেস ক্লাবে ভারত বিরোধী স্লোগান সবাই দেখেছে। যখন ওদের জনপ্রতিনিধি মন্ত্রী রা শপথ নেয় " I will sovereignty and integrity of India " তার বেলা?
    এবার ফ্রিডম অফ এক্সপ্রেশন , সংবিধানে ১৯ ধারায় ( এটা ও বাবাসাহেব প্রণীত ) সীমা টুকু পরিস্কার বলা আছে ভারতের ঐক্য ও সার্বভৌমত্য -র বিরুদ্ধে বলা যাবে না -
    "Protection of certain rights regarding freedom of speech etc
    (1) All citizens shall have the right
    (a) to freedom of speech and expression;

    (2) Nothing in sub clause (a) of clause ( 1 ) shall affect the operation of any existing law, or prevent the State from making any law, in so far as such law imposes reasonable restrictions on the exercise of the right conferred by the said sub clause in the interests of the sovereignty and integrity of India, the security of the State, friendly relations with foreign States, public order, decency or morality or in relation to contempt of court, defamation or incitement to an offence "

    এখন মান বাঁচাতে বলছে ওটা ছিল সরকার বিরোধী মিছিল। আফজাল গুরুর ফাঁসি হয়েছিল ৯ ফেব ২০১৩ রাহুল দের আমলে। "ভারত কি বরবাদী তক জং " , "ভারত কা হাজার টুকরে " এগুলো বুঝি মোদী সরকারের বিরোধিতা ? না , এগুলো আসলে গুলিয়ে দেবার চেষ্টা ।
    JNU ইউনিয়ন বললেই বাক স্বাধীনতা আর ওদের বিরোধিতা করলেই জিঙ্গইজম ? অন্য অজুহাত ও আছে - বামপন্থী রা নাকি সীমান্ত মুছে দেবার পক্ষে , তা ভাই ওই সীমান্ত হীন পৃথিবী জাতীয় ইউটোপিয়া আগে বামপন্থী দেশে যেমন চীনে আগে শুরু করার চেষ্টা কর না , দেখো ওরা কি করে । এসব experiment এর জন্যে জনসমর্থন লাগে - সেটা কেউ হারাতে চায় না যেজন্য রাহুল ও বলে "এন্টি ইন্ডিয়া স্লোগান unquestionably unacceptable" । এখানে তোমাদের হার ।
    এখানে কেউ একটা বলেছিল আফজাল আর কাসব এক সঙ্গে টানা হচ্ছে জিঙ্গইজম উস্কাতে । কানহায়য়ার বক্তব্য দেখলাম - আফজাল গুরু কে কাসবের সঙ্গেই উচ্চারণ করেছে সে নিজে - "One last question before I finish my talk, who is Kasab? Who is Afzal Guru? Who are these people who today are in this situation of being suicide bombers?" এবার কি ঢোক গিলবেন তো ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন