এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রসঙ্গ জে এন ইউ

    রৌহিন লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ | ৫৭১৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | 208.147.160.75 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০৪691072
  • হা এর পরে দুটো ** ক্যানে?

    সকালেই দেখেছি ভাটে এই ধরণের একটি কোস্নো :P
  • s | 77.59.60.122 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১৪691073
  • লেখকের আসল নাম কি আর তার ঠিকুজি কুষ্ঠী, লেখকের বিনা অনুমতিতে প্রকাশ না করার ব্যাপারে গুরুতে একটা ডেকোরাম ছিল। সেটা কি এবাজারে উঠে গেছে?

    প্রতিবাদ জানিয়ে গেলাম।
  • Tim | 108.228.61.183 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২০691074
  • তিন্ডটের ঠিকুজি ইত্যাদি দেওয়া ঠিক হয় নি, আপত্তি জানালাম আমিও। আগ্রহী নই এঁরা কে জানতে। তিন ডটদের একটা জনরা দিয়েছি, অসম্পূর্ণ। ঐ নামেই ডাকবো।
  • d | 11.39.12.111 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪৪691075
  • কিন্তু তিন ডট প্লেজিয়ারিঅম করে অন্যের লেখা নিজের্নিকে কোটেষন মার্ক ছড়া ঝেপেছে কিনা সেটা কী করে বোঝা যাচ্চে?

    এ যদি ঝেপে থাকে তাহলে সেটা কিন্তু চুরি।
  • Div0 | 170.83.96.84 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১০691076
  • তিন ফুটকি'কে নতুন করে আর কীই বা দিতে পারি টয়লেট রোল ছাড়া, তবে এই গোরুর রচনা যে লিখেছে তাকে মাত্রাছাড়া এক্সট্রাপোলেশনের জন্য ব্রাউনি পয়েন্ট অবধ্যই দিয়ে গেলাম। এমন হাবেগময় (b'কে অরিজিনালিটির জন্য ডোনাট) ধ্যাড়ানোর জন্য মেট্রোজিলও (টয়লেট পেপার আগেই দিয়েছি) রইল, চারশ' এমজির গুলো, উঠতে-বসতে।
  • ঊমেশ | 118.171.128.168 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৪৬691077
  • এটাই এখন ভারতীয় মিডিয়া'র বা মানুষজনের স্বভাব হয়ে দাড়িয়েছে।

    কারো সম্পুর্ন ব্ক্তব্য এর মাঝখান থেকে একটা কথা তুলে সেটাই হেড-লাইন করে তোলা।

    আমীর খানের সাথে যা হয়েছিল, সেটাই হলো চন্দ্রিলের সাথে।

    চন্দ্রিলের পুরো লেখাতে শুধু "বাবার হোটেলে খাই বলেই বাবাকে সম্মান করতে হবে এমন মাথার দিব্ব্যি কে দিয়েছে" কথাটা কে নিয়ে খিল্লি শুরু হয়েছে। ওটার আগে-পিছে আরো কিছু লেখা ছিল, সেটা বলার দরকার নেই।

    এরকম শুধু ভেতরের একটা বক্তব্য কে হেড-লাইন বানালে বিবেকানন্দ/গান্ধী/রবি ঠাকুর দেরও টেররিস্ট-গুরু মনে হবে।
  • ... | 74.233.173.193 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:০৭691078
  • Laal Chaddi Afzal planning to take lawyer to the court. Same lawyer who beat him for praising Afzal. Same Afzal who was hanged by court. Same court against which Chaddi was protesting (for hanging Afzal). And the cycle continues.
  • নন্দকিশোর মুন্সী | 92.145.220.168 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৪৩691079
  • লেজ গুটিয়ে তো পালাতে হল যাদবপুর থেকে। ঐ জন্যে বলে - যতটা খেতে পারবে ততটাই কামড়ানো উচিত।
  • pi | 74.233.173.198 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:০৮691080
  • শারদ্বত ঃ

    'যাদবপুরে চাড্ডি আক্রমণের ধারাবিবরণী -

    এদের পাংচুয়ালিটি নেই, দেশোদ্ধার করতে এয়েচে। সেই ১০টা থেকে অপেক্ষা করছি, চাড্ডিরা এসে পৌঁছল ১।৩৫ নাগাদ, থানার মোড়ে। হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গার পর সাকুল্যে ১২০জন চাড্ডি, সাথে ১০টি বাইক, নেতাজি স্বামিজী রবীন্দ্রনাথের প্ল্যাকার্ডও আছে, সঙ্গে ২০জন এবিভিপির দাদু। দাদুরা বোধহয় অটলবিহারীর ব্যাচমেট। আমরা কয়েকজন থানার মোড়ে অপেক্ষা করছিলুম। ৫০০জন আশা করেছিলাম। কিন্তু এ কী!!!

    পুলিশ Rী এর সামনে তাঁদের আটকে দিল। একজন সবুজ পাঞ্জাবি-জহরকোট-সানগ্লাস-টীকা পরা বানরসেনা ডিভাইডারে উঠে তার একটি গাছে চড়ে বসলেন। থানার পুলিশ এসে বলল, "নাম **"।।।

    অনেক কষ্ট করে তেনাদের একটি লিফলেট জোগাড় করলাম। একপাতা লিখতে যদি ১৮টা বানান ভুল হয়, তারা পাঁচিল টপকানো ছাড়া যাদবপুরে ঢুকতে পারবে না।
    যাকগে, অন্তত ১০০০ জন ৪নং গেটে মানববন্ধনে দাঁড়িয়ে আছি। চাড্ডিরা এলে পার চাড্ডি ১০ জন করে বাংলা ব্যাকরণ শেখাতে পারব।

    শেষ ৫০মিনিটে তাঁরা ৪০ মিটার এগিয়েছেন। এভাবে চললে 'টালা থেকে টালিগঞ্জ লাগে তিন মাস'।।।

    রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করতে হবে মনে হচ্ছে।

    ঃঃআপডেটঃঃ

    টিভিতে যদিও দেখাচ্ছে 'বিক্ষোভের নেতৃত্বে রূপা-লকেট'।।। আসলে তাঁরা অনেক পরে এসে পৌঁছলেন। তারপরেই কোনো অজানা কারণে মিছিল পিছোতে শুরু করেছে। গলার জোর নেই, বক্স নিয়েও এসেছে দেখছি। ভারতের পতাকা বহন করার যোগ্যতা যাদের নেই, সেই বানররা পতাকা হাতেই পিছোচ্ছে কিন্তু। নিজেরা পিছিয়ে গিয়ে যাদবপুরকে এভাবে দেশদ্রোহী প্রমাণ করার চক্রান্ত মানছি না মানব না।

    ঃঃআপডেট২ঃঃ

    আমরা কংগ্রেসকে ডাকিনি।।। ব্যাটারা পতাকা ফতাকা নিয়ে চলে এসেছে অন্য ফুটে। এবার একটা কিছু লাগলে মন্দ হয় না। গরমে আমরা যথেষ্ট ক্লান্ত।
    পুলিশ বলছে, "ভাই, পুরকি দিয়ো না।।।"

    ঃঃসর্বশেষ আপডেটঃঃ

    গরুরা ল্যাজ তুলে গোয়ালের উদ্দেশে দৌড় দিয়েছে। আবার গাড়ি চলাচল শুরু।
    'দ্বেষদ্রোহী' যাদবপুর জিতল।

    ঃঃপুনশ্চ আপডেটঃঃ (এটা কেবল গুরুর জন্য)

    নাইয়ামশাই ও মাইতিমশাই এলেন কি না জানলুম না।।। তাঁরা লাজুক, দেখা করতেই চান না।।। ঃ-/ '
  • Arpan | 74.233.173.198 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১০691082
  • ওসব ছাড়ুন।

    চাড্ডিদের ধরুন আর জিগ্যেস করুনঃ

    ১। আফজল গুরুকে "শহীদ" ঘোষণা করা পিডিপির সাথে কেন চাড্ডিরা সরকার চালাচ্ছে?

    ২। মোদী পাকিস্তানে গেছিল কী করতে?

    ৩। জেএনিউর এবিভিপি ইউনিটে ফাটল ধরল কেন?

    আমি এই প্রশ্নগুলো করে অতীব সুফল পেয়েছি। এখনো এগুলো আউট অফ সিলেবাস।
  • d | 144.159.168.72 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৪৪691083
  • আমি প্রথম দুটো আর তার সাথে এইটা করে অতীব সুফল পেয়েছি। নাথুরাম ভার্সেস মহাত্মা এখনও বিরাট অস্বস্তির জায়গা।

    ৩) নাথুরাম গডসে তো দেশপ্রেমী তা গান্ধী নিশ্চয় দেশদ্রোহী। তাঁর 'মহাত্মা' স্ট্যাটাস কেড়ে নেওয়া আর নোট থেকে মুছে দেবর ব্যপারে বিজেপীর প্ল্যান কী
  • sm | 233.223.159.253 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:১০691084
  • আমি তো বুইতে পারছিনা; বার বার গডসে আর গান্ধীজির তুলনা আসছে কেন? নাথুরাম যদ্দুর জানি গান্ধী কে ব্যক্তি হিসাবে অশ্রদ্ধা করতেন না। ওনার আক্রোশের কারণ ছিল গান্ধীর ভুল আইডিওলজি বা ভুল ডিসিশনের ওপর।
  • অভি | 113.24.84.135 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:১৯691085
  • অলরেডি ফেবুতে পোস্টার পেয়ে গেছি। গডসের আর গান্ধীর পাশাপাশি ছবি রেখে বলা হয়েছে, গান্ধী আর কদিন বাঁচলে কাশ্মীর আর অরুণাচল দান করে আসতেন, মহান গডসে তা থেকে আমাদের দেশকে রক্ষা করেন।
    আইডিওলজি নিয়ে কে ভাবে? সুভাষ আর প্যাটেল দুজনকে নিয়েই তো চাড্ডিরা লাফাচ্ছে এখন। তাঁদের পার্থক্য তো আকাশজমিন।
  • potke | 126.202.21.166 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:২৫691086
  • আছে এরকম পোস্টার, ভেরি গুড। শেষের শুরু, আরো কয়েকটা ফেলুক পোস্টার।
  • ... | 74.233.173.198 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪১691087
  • The one who supports Terrorist is not terrorist but the one who beats terrorist is also a terrorist.

    ~ Yugpurush Kejriwal
  • ... | 74.233.173.203 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪৩691088
  • Laal Chaddi planning to take lawyer to the court.

    Same lawyer who beat him for praising Afzal.

    Same Afzal who was hanged by court.

    Same court against which Chaddi was protesting (for hanging Afzal).

    And the cycle continues.
  • কী ফ্রাস্টুউউউ | 192.69.250.130 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২০:০৭691089
  • কে দেয়? কে?
  • pi | 24.139.209.3 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫৪691090
  • :D

    'Impressed with the way lawyers at Patiala House court fought with students and journalists, nightclub owners in NCR are queuing up to sign them up as bouncers for their establishments.
    Scene from Patiala House. The court, not the film.
    Scene from Patiala House. The court, not the film.
    Scuffle broke out couple of days back in Patiala House court when JNUSU President Kanhaiya Kumar was being produced. JNU teachers and students supporting Kumar were roughed up by Patiala House lawyers who also beat up some journalists who got caught in the mix.
    Explaining the rationale to recruit these lawyers, owner of a popular South Delhi pub, Mr Zutshi said, “It is very hard to get good bouncers these days that can control the rowdy student crowd. Evidently, these lawyers can control even JNU students then what are regular college students for them? We are confident that they can maintain peace and decorum in our pubs and bars so that everyone can drink peacefully.”
    “We had thought about hiring some of the WWE wrestlers who were in the capital recently but when we saw their fights, w e realized they are only faking it and only have muscles to scare people. Most of the youngsters these days have muscles bigger than them so we didn’t think they would scare our clients. However, these lawyers look like the real deal, real street brawlers so we decided to approach them”, explained Mr Zutshi...'

    বাকিটাও পড়ে নিন ঃ)
    http://www.fakingnews.firstpost.com/2016/02/impressed-with-their-fighting-skills-nightclubs-rush-to-hire-patiala-house-lawyers-as-bouncers/
  • etao thak | 125.112.74.130 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৫১691091
  • https://www.facebook.com/avik.sarkar.1004/posts/10156556905700230
    JNU র ঘটনা নিয়ে চাদ্দিকে অনেকানেক মহাত্মার দিলতোড় বাণীবিতরন দেখে অনেকদিন ধরেই মুখটা চুলবুল করছে।এমনিতেও আমি জাতে বাঙাল, ঝামেলাহুজ্জোত দেখামাত্র সোৎসাহে বডি ফেলে দেওয়াটা পবিত্র কর্তব্য বলেই মনে করি। আর তাছাড়া সমবেত বন্ধুকূল / হস্তে লয়ে লাঠিশূল যেভাবে ক্যালাকেলি কচ্চেন, তাতে নিজের বক্তব্যটা গুছিয়ে পেশ করাটাই মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে।
    এ বিষয়ে উভয়পক্ষে বিতরিত অসংখ্য ভিডিওটেপ দেখে এবং তৎপরবর্তী " বল বল, এরপর কি বলবি বল" গোছের আস্ফালন দেখে, উরিশ্লা, আঁখি না ফিরে!
    পেরথম কথা হচ্ছে, "দেশ কি বরবাদি" এবং "ভারত কে টুকড়ে টুকড়ে" করা নিয়ে খুবই উত্তেজক স্লোগান তোলা হয়েছে। কারা দিয়েছে, এ নয়ে দ্বিমত হ্যাজ। যদি আপনি বলে থাকেন, না, এই স্লোগান সংশ্লিষ্ট বামপন্থিরা দেন নি, তাহলে অবশ্যই আপনি এই দেশদ্রোহিতা মার্কা অভিযোগের আওতায় পড়ছেন না। তাহলে আপনার এই ঝামেলায় থাকার বা পক্ষাবলম্বনের দরকারই নেই, তাই না? কারন আপনি তো ওইসব স্লোগান দেনইনি। আপনি
    (১) ছিলেনই না, তাইলে তো আরও ভালো। চলুন করিমসে গিয়ে কাবাব প্যাঁদাই,
    (২) আপনি ছিলেন, কিন্তু এই সব স্লোগান দেননি। তার মানে আপনি পাক্কা দেশপ্রেমিক, এই স্লোগানের বিরুদ্ধেই আছেন, তাই না? চলুন, করিমসে গিয়ে.. ইত্যাদি ইত্যাদি।
    এখন প্রশ্ন হচ্ছে তাদের নিয়ে, যে সব মনীষীরা বলছেন, হ্যাঁ, ওই স্লোগান বামপন্থিরাই দিয়েছিলেন, এবং সেটা অবশ্যই ঠিক, তাহলে দাদা, পোষ্কার বলছি আপনার সংগে ঝান্ডা তুলে দ্বিমত পোষন করছি।
    এঁদের যুক্তি তিনটি ( অন্তত আমি যা বুঝনু, সীমিত জ্ঞানে),
    (১) " ওটা দেশের সমালোচনা, মোটেও দেশদ্রোহিতা নয়, নিজের বাবা মা ভুল করলে কি "ইত্যাদি ইত্যাদিঃ
    দাদা, আপনি হয় সমালোচনা বোঝেন না, অথবা বাঙলা ভাষা। বরবাদি চাওয়া হচ্ছে দেশের, টুকরো টুকরো করে দেওয়ার ডাক দেওয়া হচ্ছে। এটা সমালোচনা??? মাই ফুট। ইট সাউন্ডস লাইক, বাবা মা র ভুলের সমালোচনা করছেন এই বলে বাবার মুন্ডু নিয়ে গেণ্ডুয়া খেলবো, মা কে চুলের মুঠি ধরে রাস্তার মাঝখানে ফেলে ক্যালাব ... বাপস, কি ওবেলিক্স বা বাঁটুল দি গ্রেট মার্কা সমালোচনা রে ভাই, শুনলেই হিদহিদহিদিক্কারে তিড়িতংক জাগে, আন্তারা প্পুরো ফাঁচকলিয়ে খাঁচাছাড়া হবার উপক্রম হয়।
    হিন্দি বা বাঙলা ভাষাটা আপনিও যতটা জানেন স্যর, আমিও ততটাই, সামান্য কমবেশি হতে পারে, সেটা ধর্তব্যের মধ্যে না। কোনটা গঠনমূলক সমালোচনা, আর কোনটা সর্বাত্মক হিংস্র ধ্বংসের আহবান সেটা চমৎকার বুঝি, আপনার ফুটনোট ছাড়াই। আপনি যদি এই গভর্নমেন্টের বরবাদি চাইতেন, মোদিবাবুকে টুকরো টুকরো করার বাসনা প্রকাশ করতেন, মাইরি বলছি, লুঙি তুলে নাচতে নাচতে সমর্থন করতাম। মুশকিল হচ্ছে, দেশটা আমারও, খারাপ ভাল সব মিশিয়ে আমারই, শুধু বিজেপিকংগ্রেসসিপিয়েমতৃণমূলেদের নয়। কেউ যদি সে দেশ বরবাদ করার, টুকরো করার উদাত্ত আহ্বান জানায়, তাদের রাস্তায় ফেলে উদমা ক্যালাতে আমার ভালোই লাগবে।
    (২) "দেশ, ওরে দেশ বলতে কি বুঝিস পাগলা, সে কি শুধুই মাটি? মানুষ লয়?" ঃ
    এ লাইনে যাঁরা পকেট ডাংগুলি খেলছেন, তাঁরা যে শংকর আচায্যি মশাই এর 'কা তব কান্তা, কস্তে পুত্রাঃ' আওড়ানো সাক্ষাৎ ভাবশিষ্য এ নিয়ে কোন সন্দেহ নেই। দেশে দেশে এনাদের ঘর আছে, সুযোগ পাইলেই খুঁজিয়া লইবেন এ নিয়েও সন্দেহের অবকাশ কম। শুধু একটাই বক্তব্য সাহেব, আপনার এই উদার বিশ্বভ্রাতৃত্ব একবার একটু কষ্ট করে আমজনতাকে বুঝিয়ে বলুন না!! হাঁ হাঁ করে উঠবেন না। আপনি একজন সাধারণ দিনমজুর, কৃষক, বা রিকশাচালক কে বুঝিয়ে বলুন দিকিন, যে "ভাই সকল, যেহেতু দেশ শুদ্দুমাত্তর মাটি নয়, মানুষও বটে, তাই আমরা এই দেশের বরবাদির ডাক দিয়েছি, টুকরো করারও। হে মেহনতি ভাইসকল, আওয়াজ তুলুন, ভারত কি বরবাদি তক জংগ চলেগি, ভারত কে টুকড়ে টুকড়ে হোংগে",
    এই অধমের কথা মিলিয়ে নেবেন দাদা, একটা মারও বাইরে পড়বে না । আপনাদের এই 'আমাদের দেশ কি এবং ক্যানো/না বুঝলেই শ্রেণীশত্রু, বুঝলেই ন্যানো' মার্কা অতিউচ্চমার্গীয় আঁতেল বাতেলার জন্যেই ফেসবুক আর কতিপয় ক্যাম্পাস বাদ দিয়ে আপনাদের উপস্থিতি দেখলে করুণা হয়। দেশের সংজ্ঞা নিয়ে যেহেতু আপনারা এত সন্দিহান, আজ দেশের আমজনতাও আপনাদের পাত্রাধার তৈল বা তৈলাধার পাত্র মার্কা বামপন্থার প্রয়োজনীয়তা নিয়ে ইকুয়ালি সন্দিহান। আঁতলামির গজদন্ত মিনারে বসে সার্ত্রর সংে মারিঘেল্লা পাঞ্চ করে গরমাগরম বিপ্লবী বাকতাল্লা বিতরণ ছাড়ুন।
    (৩) "তুই কি জানিস আফস্পা, কাশ্মীরে কি অতিয়াচার করে ইন্ডিয়ার জওয়ানেরা? অথবা সালওয়া জুড়ুম?অতএব ইন্ডিয়া কি বরবাদি তক..
    অত্যন্ত নিন্দনীয় কাজ করছে সালওয়া জুড়ুম, বা মণিপুরে ইন্ডিয়ান আর্মি। আর্মির নৃশংসতা সব দেশেই সব দেশে সবকালেই ছিল, স্টালিনের রাশিয়াতে কুলাগে ছিল না? তিয়েনানমেনস্কোয়ারে? জিনজিয়াং প্রদেশে এখন করছে না? পল পট? নর্থ কোরিয়া? আফজাল গুরুর গুরুরা বালুচিস্তানে কি করছে?
    আপনি এর বিরুদ্ধে আওয়াজ তুলবেন, একশো বার তুলুন, আমিও আছি। মণিপুরের মায়েদের নগ্ন প্রতিবাদ, 'Indian army rape us' ব্যানার টাঙিয়ে, আমার মতে ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় লজ্জার দিন ছিল। তাই বলে, পুরো দেশের বরবাদিটাই চাইবেন স্যর? সেইটাই পথ?
    সত্যি বলছি দাদা, অন্যের পাতা ফাঁদে লোকজন পা দেয় বিস্তর দেখেছি, যথা মমতা বাঁড়ুজ্জে, নিজের পাতা ফাঁদেই নিজে ভুল করে পা দেয় তাও দেখেছি, যথা বুদ্ধ ভশ্চা্য্যি, কিন্তু মাইরি বলছি, নিজে সাগ্রহে ফাঁদ তৈরি করে 'ওরে আমি চল্লুম, মা বাবা, ও, আর পুঁচকিকে দেখিস' বলে সেই ফাঁদেই ঝাঁপ দিয়ে পড়া, মাইরি বলছি, চোখের জল মুছে, আপনারা ছাড়া আর কাউকে দেখিনি!! "
    তার ওপর সেটা মহিমান্বিত করার কি আকুলিবিকুলি প্রচেষ্টা!!!
    ভুলে যাবেন না কমরেড, স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে দুর্দিনের মধ্যে আপনারা। আপনাদের সবচেয়ে বড় শত্রু এখন মিষ্টি মধুর বন্ধু বন্ধু কংগ্রেস নয়। বিজেপি এবং আর এস এস ক্যাডারভিত্তিক সংগঠন। আপনাদের থেকে বেশি তো কম নয়। এদের লক্ষ্য ওয়াহাবি হিন্দুত্বের গেরুয়ায় ভারতকে রাঙিয়ে তোলা। দেশপ্রেম আর ধর্মের মতন পোটেন্ট কক্টেল আর হয় না। পাকিস্তান বা বাংলাদেশ কে দেখে বোঝেন না? এই হিন্দুত্ব যিনি চালনা করছেন তিনি বাক্যচালনায় হিটলার, কুবুদ্ধিতে হিমলার আর প্রচারে গোয়েবলস। সেই চতুরতম শয়তানের সংগে লড়তে গিয়ে, দেশদ্রোহির তকমা গায়ে নিয়ে, সাধারণ মানুষের অবিশ্বাসের নজরের সামনে দিয়ে যে বীভৎস আত্মঘাতী নাটকটি রচিলেন সাহেব, দেখে একটা কথাই মাথায় আসে,
    আপনাদের শাস্ত্রজ্ঞান অগাধ, কান্ডজ্ঞান গাধার গাঁড়ে!!!
  • avi | 113.24.84.135 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৫৬691095
  • 12:51pm এটাও থাক : বক্তব্য উড়িয়ে দেওয়ার নয়। শেষের কথাগুলো ভাবাচ্ছে।
  • etao thak | 74.62.219.145 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৩২691096
  • Anti-national activity is not an exercise of freedom of expression

    Protesters, of course have a right to question the government on any of its policies, actions it has taken and take the matter to the streets. But they have no right to raise anti-national slogans and raise slogans praising a terrorist who was behind the attack on India’s Parliament House during the session.
    Well, in the premier Jawaharlal Nehru University ( JNU) a section of students did exactly try that, and when the police acted against them, they cried it was against freedom of expression!
    The case against Afzal Guru went on for years and after due process of law, after the highest court in the country found him guilty and pronounced death penalty, he was given the punishment he deserved.
    Pandit Nehru our first Prime Minister once called our Parliament a ‘Temple of democracy’ when India became the largest democratic nation in the world. Some terrorists dared to attack Parliament House in 2001 when the House had just adjourned an hour ago. Policemen guarding Parliament killed the terrorists and died in the process. The irony is that what our first Prime Minister Nehru stood for seems to have been forgotten.http://www.ibnlive.com/blogs/india/e-r-ramachandran/anti-national-activity-is-not-an-exercise-of-freedom-of-expression-14040-1204209.html
  • ওষুধ | 192.69.250.130 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৫০691098
  • cb | 208.147.160.75 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:১৮691099
  • এটা তো থাকা উচিত, কি বলেন?

    http://www.anandabazar.com/national/now-abvp-hunting-anti-nationals-even-in-jadavpur-university-dgtl-1.313242

    "হিন্দি-হিন্দু-হিন্দুস্থানের গা-জোয়ারিতে সাধারণ সভায় হুকুম করছে, ‘হিন্দি মে বোল্‌’। তেরঙ্গা পতাকা হাতে ‘বন্দে মাতরম’ আর ‘ভারতমাতার জয়’ স্লোগান দিতে দিতে তাণ্ডব আর ভাঙচুর চালাচ্ছে"

    কদিন বাদে আর চিকেনের হাড় চিবোতে পারবেন না, সুতরাং একটু ভেবে :P
  • ভিডিও | 192.69.250.130 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:২৬691100
  • কালকের মিছিলে রবিশ কুমার। প্রতিটা সেকেন্ড শুনুন। জাস্ট গর্ব হয় এই ছেলেমেয়েগুলোর জন্য।

  • নন্দকিশোর মুন্সী | 117.167.105.51 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩৮691101
  • "আজাদি" ভিডিওটা দিয়ে দাও তো কেউ - মানে আসলটা। এঁয়ারা কেউ দ্যাখেননি মনে হয়। ভুখমারি সে আজাদী সম্পর্কে এঁদের বক্তব্যটা শোনা যাবে।
  • cm | 127.247.98.70 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ২০:২৯691103
  • এ নিশ্চই গুছিয়ে কথা বলতে শেখেনি বলে বলেছে। এসব কথা সিরিয়াসলি নেওয়ার নয়।
  • এই বাজারে | 192.69.250.130 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫২691105
  • গতকাল অর্ণবের নয়েজ আওয়ারে এক আর্মির মেজর জেনারেল, জি ডি বক্সি খুব কেঁদেছেন। মানে, লিটারেলি কেঁদেছেন। আর্মিদের কথা হেথা কেহ তো বলে না, অ্যান্টি-ন্যাশনালিস্টরা কানহাইয়াকে নিয়ে নাচানাচি করছে। অর্ণবও তাঁকে খুব সান্ত্বনা দিয়েছে। এই নিয়ে আজ সকাল থেকে দেশভক্তরা খুব উদ্বেল, খুব শেয়ার করছে।

    এখন আরেকটা লিং পেলাম। দেশপ্রেমিক মেজর জেনারেল বক্সির টেক অন অহিংসা অ্যান্ড গান্ধি। ছোট একটা ভিডিও আছে। দেখুন।

    http://www.jantakareporter.com/india/38438/38438
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন