এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রসঙ্গ জে এন ইউ

    রৌহিন লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ | ৫৬৫৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 108.127.145.201 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:০৭691172
  • বা এইখানে।

  • ranjan roy | 24.96.31.201 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৫:৩৭691173
  • ঈশান,
    মূল বক্তব্যে একমত। ভাবছি। অবশ্যই যারা বলেছে তাদের বলতে দেওয়া হোক। কিন্তু ভাইস চ্যান্সেলরের ভূমিকা ? সুরঞ্জন তো ওদের কন্ঠরোধ বা অ্যারেস্ট করার পক্ষে বলেন নি।
    আর যারা মূল আহ্বায়ক? সিপিআই বা সিপিএমের ছাত্রফ্রন্ট? ওরা তো এই ইস্যুতে মিছিল করছে যে "ওদের বলতে দাও"। নিজেরা কাশ্মীর/মণিপুর দুরস্থান, দার্জিলিং আলাদা রাজ্য হতে দিতেই রাজি নয়। সেখানে ওদের মিছিলে গিয়ে নিজেদের শ্লোগান দেওয়া?
    কেন র‌্যাডিক্যাল নিজেদের স্বতন্ত্র সেমিনার বা মিছিল করে অন্যদের ডাকবে না?
    বরং জে এন ইউয়ের সমর্থনে এখন মিছিল/সেমিনার হোক দক্ষিণপন্থী নেতাদের ভন্ডামি/দ্বিচারিতা নিয়ে।
    দরকার দুটোই। একদিকে কাশ্মীর/মণিপুর ইস্যু নিয়ে কথা বলা। প্রতিবাদের বিকল্প চিন্তার স্পেস তৈরি করা।
    আর একদিকে দেশপ্রেমিকদের ভেতর থেকে ওদের এজেন্ডার দ্বিচারিতা দেখিয়ে ওদের কথিত দেশপ্রেমের হাই পেডেস্টাল থেকে নামিয়ে আনা।
  • cm | 127.247.98.107 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৪০691174
  • "আর যারা মূল আহ্বায়ক? সিপিআই বা সিপিএমের ছাত্রফ্রন্ট? ওরা তো এই ইস্যুতে মিছিল করছে যে "ওদের বলতে দাও"। "

    রঞ্জনদা বোধ হয় ভলতেয়ারকে ঘন ঘন কোট করলেও মানে বোঝেননি।
  • pi | 24.139.209.3 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৪৩691175
  • নাঃ রঞ্জনদা এবং আরো হয়তো কারো কারো সাথে একমত হলাম না।

    'সেখানে শ্লোগান ওঠা উচিত ---
    ক) আফজল কো শহীদ কহনেওয়ালে কে সাথ বিজেপি হাত মিলায়া কিউঁ?
    খ) রাষ্ট্রপিতা কী হত্যাকারী কী মূর্তি ইস দেশ মেঁ বন রহা হ্যায় কিঁউ?
    গ) কান্দাহার মেঁ মাসুদ আজহার কো বিজেপি সরকার ছোড়া কিঁউ?
    ঘ) বিন বুলায়ে মেহমান বনকে মোদী পাকিস্তান জাতা কিঁউ?
    --অগর উন সব গদ্দারি নহীঁ তো কানহাইয়া কো গদ্দার কহতে কিঁউ?'

    এই স্লোগনাগুলো আমার সমস্যার লাগে। এতে বিজেপির দ্বিচারিতা হয়তো স্পষ্ট, কিন্তু পয়েন্টটা তো তাদের দ্বিচারিতা দেখানো নিয়ে নয়। আর টার্গেট শুধুই বিজেপি সমর্থকও নয়। আফজল গুরুকে নিয়ে সিম্প্যাথেটিক দলের সাথে কোয়ালিশন কেন করলো, সেটা বলে বিজেপির সমর্থকদের মনে হয়তো প্রশ্ন তোলা যাবে, কিন্তু এটা তো হতেই পারে যে এই কোয়ালিশন নিয়ে তাদেরও সমস্যা আছে। বা এই ইস্যুতে বিজেপিকে সমর্থন করেনা বা বিজেপির সমর্থকের বাইরেও এই দেশদ্রোহিতার পয়েন্টে সাবস্ক্রাইব করা লোক তো কম নেই !
    অ্যাকচুয়ালি এই সব বললে আমি কিছু লোকজনকে দিব্বি বলতে দেখছি, বিজেপি ও আসলে ভণ্ড দেশপ্রেমী, খালি রাজনৈতিক ফায়দা বোঝে টোঝে ইঃ।
    আর সামহাউ মনে হয়, এই উপরোক্ত কাজগুলোকে এভাবে প্রোজেক্ট করলে এগুলোকে নেগেটিভভাবেও দেখানো হয়। মনে হয়, জাস্ট রাজনীতির জন্যই এই বাজে কাজগুলো বিজেপি করলো, বলা হচ্ছে। করেছে অবশ্যই কোন স্বার্থের কথা ভেবে, কিন্তু পাকিস্তান ভিসিট করাকে খামোখা বাজে কিছু বলে পোর্ট্রে করতে যাব কেন, আফজল গুরুকে শহীদ বলা কারুর সাথে হাত মেলানোকেও ? এই বাজারে যখন উল্টোটা বলার চেষ্টা করা উচিত। আর ঐ চারটে পয়েন্ট পাশাপাশি বললে ঘেঁটেও যাচ্ছে, আমার মতে।
  • pi | 24.139.209.3 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৫৯691176
  • ও, কাল রঞ্জনদার পোস্টের পরেই লিখেছিলাম, উঠে দেখি পোস্ট হয়নি তো সাবমিট করে দিলুম, এখন দেখছি মাঝেও অনেক পোস্ট পড়ে গেছে।

    হ্যাঁ, এটাও বলার ছিল, এই ইস্যুর শুরুই তো জেনেউ তে আফজল গুরুর ফাঁসির দিবসের প্রোগ্রাম নিয়ে ঝামেলা থেকে। তাহলে আফজল গুরুকে নিয়ে আবার কম্ন মিনিমাম প্রোগ্রামে বাদ কীকরে যায় !!

    আফজল গুরুর বিচার নিয়ে প্রশ্ন তোলার জন্য জুবিকে ভিলেন বানানোর জাস্টিফিকেশন আসতে দেখে খুব অবাক হচ্ছি। কি গিলানির গ্রেপ্তারের প্রতিবাদ। গিলানির গ্রেপ্তার নিয়ে বললে কী সমস্যা ? যুক্তিগুলো শুনতে চাই।

    আর ভিসি পুলিশ ডাকেননি, সেটা তো অবশ্যই প্রশংসনীয়, ছাত্রদের বিরুদ্ধে কোন অ্যাকশন নেবেন না, সেটাও। সেগুলোর তো কোন নিন্দা করাই হয়নি। হয়েছে ঐ আফজল গুরু, গিলানির নাম আনাকে ফ্রিন্জ এলিমেন্টের কাজ বলে বিবৃতি দেওয়ায়, কারণ তাহলে এগুলো অপরাধ হিসেবে পোর্ট্রে করতে চাওয়া হচ্ছে, এমন একটা মানে দাঁড়ায়।

    নানা বাম দল ওদের বলতে দাও বললে তো কিছু বলার ছিল না, কিন্তু এই বলার রীতিমতন নিন্দা এবং বিরোধিতা ক'রে স্টেটমেন্ট দিয়েছে, আপত্তিটা সেখানে উঠছে। অবশ্যই দলের সব সমর্থকেরা সেটা করেননি। আগেরদিন লিখেছিলাম, এই নিয়ে টিভিতে বিকাশরঞ্জন ভট্টাচার্যের স্ট্যান্ডও খুব ভাল লেগেছিল। যখন মৌপিয়া ঐ আফজল গুরু বা গিলানি কি কাশ্মীর বলাকে ঘোরতর অপরাধ , আর জে উ তে সে স্লোগান উঠলো কেন বল চেঁচিয়ে যাচ্ছিলো, উনি বলেন যে , উঠেছে তো কী হয়েছে। বরং ভেবে দেখা দরকার, এধরণের স্লোগান দেবার জায়গা কোথা থেকে আসছে, গ্রিভেন্স নিশ্চয় কিছু আছে, সেখান থেকে আসছে। কেন স্লোগান আসছে বলে না চেঁচিয়ে , এই ইস্যুগুলো কেন আসছে, কেন কিছু লোককে কাশ্মীরের আজাদী চাওয়ার মত পরিস্থিতিতে পড়তে হচ্ছে, সেগুলো নিয়ে প্রশ্ন তোলা হোক।
    নিজেরা কাশ্মীরের আজাদি সমর্থন না করলেও এই স্ট্যাণ্ডটা তো নেওয়াই যায়, বাক স্বাধীনতার পয়েন্ট বাদ দিলেও।
  • pi | 24.139.209.3 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:১৭691177
  • এই কথাগুলো আসার খুব দরকার ছিল।

    'সিডিশনের ডিসিশন
    সৈকত বন্দ্যোপাধ্যায়

    যাঁরা ভারতমাতার সম্মান বাঁচানোর জন্য সিডিশন-চার্জকেই পিতা ঠাউরেছেন, যাঁরা কোর্টে জেএনইউ-এর ছাত্র-শিক্ষক ঠেঙাচ্ছেন, তাঁরা শুনলে নির্ঘাত শিউরে উঠবেন, যে, সিডিশন আইনটির সঙ্গে ভারতমাতার কোনও যোগাযোগ নেই। মূলত ভারতীয়দের দাবিয়ে রাখার জন্য ও-বস্তু চালু হয়েছিল ব্রিটিশ আমলে, যে ট্র‌্যাডিশন বজায় রেখে স্বাধীনতার পরে আইনটি মাছি-মারা-কেরানির দক্ষতায় টুকে দেওয়া হয়। যাঁরা ট্রাকের গায়ে ‘মেরা ভারত মহান’ না লিখলে ফাইন করেন, সিনেমা হলে জাতীয় সংগীতের সময় উঠে না দাঁড়ালে হাজতে পাঠান, ভ্যালেন্টাইন্‌স ডে-তে প্রেম করলে দেশদ্রোহী বলে রামঠ্যাঙানি দেন, তাঁরা এ কথা শুনলেও অবশ্যই আকাশ থেকে পড়বেন, যে, সে টোকার যা কোয়ালিটি, তা ক্লাস সেভেনের লাস্ট বেঞ্চারকেও হেলায় টেক্কা দেবে। বাকিটা সবটা হুবহু এক রেখে এক আধটা শব্দ শুধু দুমদাম বদলে যায়, যেমন ‘হার ম্যাজেস্টি’ বদলে হয়ে যায় ‘ভারত সরকার’, ‘দ্বীপান্তর’কে পালটে করা হয় ‘কারাবাস’। অর্থাৎ, ব্যাপার একই, শুধু রানিমাকে কুচ্ছিত বললে ব্রিটিশ আমলে দ্বীপান্তর হত, আর এখন জেলে পোরা হয় ‘ভারতমাতার ডানা নাই’ বললে। মোট কথা সবই রানিমার ঐতিহ্য, এর সঙ্গে ভারতমাতার কোনও সম্পর্ক নেই।
    যাঁরা ‘কেন আফজল গুরু?’, ‘কেন আজাদির স্লোগান?’ এই নিয়ে ভরা মিডিয়ায় পঞ্চায়েত বসাচ্ছেন, আর ‘আমরা নই, ও পাড়ার মন্টু বাজে স্লোগান দিয়েছে’ জাতীয় আমতা-আমতা স্বীকারোক্তি আদায় করছেন, তাঁদের অধিকতর আশ্চর্য করার জন্য এও বলা যাক, যে, মার্কিনি পুলিশ হেফাজতেই মৃত্যু হোক বা ভারতীয় এনকাউন্টারে, ফাঁসি হোক বা ইলেকট্রিক চেয়ার, রাষ্ট্রের কাজকর্ম নিয়ে প্রশ্ন অন্যায় কিছু তো নয়ই, বরং গণতন্ত্রের আবশ্যিক শর্ত হিসেবে সর্বত্রই তোলা হয়ে থাকে। এবং যে অখণ্ডতার ধারণাটা নিয়ে এত অস্বস্তি, সেটাও আদতে ভারতীয় কিছু নয়, স্বাধীনতা-পূর্ব আইনানুযায়ী ওটা ‘ব্রিটিশ ভারত’-এর অখণ্ডতা। আমাদের পিতৃপুরুষরাও দেশভাগের সময় সে অখণ্ডতার তোয়াক্কা করেননি, আর আজকের পৃথিবীতে ওই নিরেট ধারণা বাতিলও হয়ে গেছে। ‘স্বাধিকার’-এর দাবি তুললে সভ্য দুনিয়ায় আজ কেউ সিডিশন চার্জ আনে না, এমনকী ব্রিটিশরাও না। ক’দিন আগেই স্কটল্যান্ডে বিচ্ছিন্নতার দাবিতে গণভোট হয়েছে, তার আগে হয়েছিল কানাডায়। জনতা চাইলে দেশ টুকরো হয়, চাইলে জুড়েও যায় (যেমন হয়েছে জার্মানিতে), এ কথা দুনিয়াসুদ্ধ সবাই জানে। ছুরি-কাঁচি-দাঙ্গা-মৃত্যুমিছিল সহ দেশভাগ করব নিস্পৃহতায়, আর শান্তিপূর্ণ স্বাধিকারের দাবি তুললে মড়াকান্না জুড়ব, এই অভ্যাস সমকালীন নয়, ভারতীয় পরম্পরাও নয়, মরে যাওয়া ব্রিটিশ উপনিবেশের এক চিলতে উত্তরাধিকার মাত্র। যাঁরা হনুমানের অপমান করার জন্য কেজরিওয়ালের পিন্ডি চটকান, কাঁধে ঝোলা আর দাড়ি দেখলেই ‘এই বোধহয় স্লোগান দিল’ ভয়ে যুবকদের থানায় জিম্মা করেন, তাঁদের অবশ্য এই সব জিনিস বোঝার কথা নয়।'

    http://www.anandabazar.com/supplementary/rabibashoriyo/%E0%A6%B8-%E0%A6%A1-%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%B0-%E0%A6%A1-%E0%A6%B8-%E0%A6%B6%E0%A6%A8-1.313435
  • pi | 24.139.209.3 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:১৮691178
  • ও হ্যাঁ, এখন ভিসি সুরঞ্জন দাস যে স্ট্যান্ড নিয়েছেন, সেটা খুবই প্রশংসনীয়।
  • dc | 132.164.128.243 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৪১691179
  • রঞ্জনবাবু, (ঘ) প্রশ্নটা তোলার খুব একটা দরকার নেই বোধায়। বরং দুদেশের পলিটিশিয়ানদের নিজেদের মধ্যে যাতায়াত আরো বাড়লেই তো ভালো। আর এটা ঠিক দ্বিচারিতার ব্যাপারও না, এর মধ্যে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসিও জড়িত, কাজেই মোদি পাকিস্তানে গেলে বা শরিফ এদেশে এলে তো ভালোই হয়।
  • | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০৯691180
  • রঞ্জনদার 5:39 এর বক্তব্যগুলো প্রো-অ্যাকটিভলি বলার প্রয়োজন দেখি না। ওগুলো রিয়্যাকটিভ হওয়ার কথা। ঐ পিডিপি বিজেপী একসাথে সরকার বা নাথুরাম গডসে ইত্যাদি আমিও বলি অফিসে কিন্তু তখনই যখন চাড্ডিরা খুব লাফাচ্ছে আর কোনও কথায় কান দিচ্ছে না তখন। মোটামুটি বোলতি বন্ধ করবার জন্য।

    ওগুলো কোনও মিছিলের শ্লোগান না হওয়াই আমি পছন্দ করব। আর এশিয়ান দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানো উচিৎ।
  • s | 77.59.60.122 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:১৭691182
  • সে তো ভারতীয় সংবিধানে ব্রিটিশদের অনেক নিয়মই টুকেছে। কিছুদিন অগেই জমি অধিগ্রহন নীতি নিয়ে একই কথা বলা হয়েছিল আর তাতে বামপন্থীরা যুক্তি দেখিয়েছিল যে, সেই আইন অনুসারেই জমি অধিগ্রহন করা হয়েছে। সেইভাবেই টোকা অর নো টোকা যা সংবিধানে আছে তাই এখনকার মত আইন। এই আইন বদলাতে চেয়ে আন্দোলন করা যেতে পারে কিন্তু আইনটাই টোকা অতএব ভুল, মামুর এই যুক্তিটাই ভুলভাল।
    আর মার্কিন বা অন্যান্য দেশের উদাহরণ দেখালে, পাকিস্তান বা সৌদি আরবের উদাহরণও দেখানো হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্বাধীনতা ১৩ টি বিভিন্ন কলোনীর ১৭৭৬ সালে একসাথে স্বাধীনতা পাওয়ার ঘটনা এবং পরে অন্যন্য কলোনী এতে যুক্ত হয়। অন্যান্য ফেদের‌্যাল আইনের মত বিল ওফ রাইট্সও এই সব কলোনীর মধ্যে কমন মিনিমাম আইন হিসাবে প্রতিষ্ঠা করা হয়। প্রত্যেক রাজ্যের নিজের নিজের আলাদা আইন আছে। ভারতের স্বাধীনতা লাভের প্রক্রিয়া আর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এর থেকে অনেকটাই আলাদা। সেজন্য কোনো প্রদেশের স্বাধিকারের দাবী মাকিন দেশে তোলা আর ভারতে তোলা এক্দম অন্য মানে তৈরি করে।
    ভারতের সিডিশন আইনে সরকারের বিরুদ্ধে 'disaffection' (বাংলা কি হবে, স্নেহহীনতা?) আনার চেষ্টা করলে, সিডিশন বলে ধরা হবে।
    Sec124A-Whoever by words, either spoken or written, or by signs, or by visible representation, or otherwise, brings or attempts to bring into hatred or contempt, or excites or attempts to excite disaffection towards, the Government established by law in India, a shall be punished with imprisonment for life, to which fine may be added, or with imprisonment which may extend to three years, to which fine may be added, or with fine.
    The expression “disaffection” includes disloyalty and all feelings of enmity.
    আর জনতা চাইলে দেশ টুকরো হয় আর জুড়ে যায়, ভারতের ক্ষেত্রে এই কথাটা কত বড় ভাঁওতা (পাকিস্তান, বাংলাদেশ, পি ও কাশ্মীর), আর তার জন্য কত হাজার হাজার মানুষের প্রাণ গেছে, সেটা মামু জানে না, তা নয়, তবে লেখার উচ্ছাসে লিখে ফেলেছে, এই আর কি।
  • avi | 113.24.84.135 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:১৯691183
  • "সিডিশনের ডিসিশন" লোকজনকে পড়িয়ে কিন্তু ভালো ফলাফল পাচ্ছি। চাড্ডিরা বৃটিশের গল্পে এট্টু অস্বস্তিতে পড়ে, কর্তার ভূত মাথাচাড়া দেয় তো। প্লাস এই লেখাটা অপটিমাম সাইজের, না পড়ে স্ক্রল করা তুলনায় কম হচ্ছে।
  • Div0 | 132.167.99.72 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৭691184
  • ঈশানদার 02:35 AM'এর পোস্ট, এই বক্তব্যের প্রতিটা পয়েন্টের সাথে প্রবলভাবে সহমত -

    "এই মিডিয়া নিজেকে প্রভু, বিচারক, জনমত নির্ধারণকারী ভাবছে। এরা যাকে বাকস্বাধীনতা মনে করে, তাই স্বাধীনতা, উল্টোদিকে আর কিছু নেই, এইটাই অ্যাপ্রোচ। উল্টোদিকের ভিউ টা সজোরে তোলা, নারাবাজি করে তোলা এই জন্য দরকার, যে, একমাত্র এমনটা হলেই এই দানবাকার ইলকট্রনিক মিডিয়াকে একটা সীমানার মধ্যে বাঁধা যাবে। সেটাও একটা পলিটিকাল কাজই। নইলে অর্ণব গোস্বামীরা ক্রমাগতই নির্ঝরদের দেখিয়ে বলবে "ওখানে দেশদ্রোহী স্লোগান দেওয়া হল কেন?" আর নির্ঝররা আমরা-আমরা করে বলবে, "কই আমি তো দেশদ্রোহী স্লোগান দিইনি"। ফাঁকতালে এটা প্রমাণিত হয়ে যাবে, যে, কাশ্মীর নিয়ে স্লোগান দেওয়া মানেই দেশদ্রোহ।"
  • ... | 74.233.173.177 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৯691185
  • Things Adarsh Liberals done in past few days to show their hatred towards Modi.

    1. Supported anti India slogans.

    2. Declared National Flag will result in polarization of community.

    3. Made Ex Armymen cry on live TV

    4. Supported Pakistan Zindabad slogans in the name of Freedom of Expression

    5. Supported Free Kashmir, Free Manipur, Free Nagaland

    6. Started the debate why National Flag should not be raised.

    7. Declared Vande Matram is against India

    8. Supported terrorist like Afzal Guru

    9. Started eating from butt hole.
  • আচ্ছা, | 192.69.250.130 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪১691186
  • ইনিও শয়তানের উকিল, নাকি?
  • dc | 132.164.128.243 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১১691187
  • বোধায় না কারন কয়েকটা সূক্ষ্ণ তথ্যবিকৃতি দেখতে পাচ্ছি।

    Made Ex Armymen cry on live TV একটা লোক কেঁদে ভাসালে তার দায়ও মোদী-বিরোধীদের?

    Declared Vande Matram is against India এরকম কোথায় দেখাচ্ছে?

    Supported terrorist like Afzal Guru আফজল গুরু টেরোরিস্ট কিনা সেটাই তো ডাউটফুল। সুপ্রিম কোর্টের অনেক বাঘা লইয়ার বিরুদ্ধ মত দিয়েছেন। তারা সবাই আদর্শ লিবারাল?

    Started the debate why National Flag should not be raised কোথাও কোথাও প্রশ্ন তোলা হয়েছে যে ইউনিভার্সিটিতে জাতীয় পতাকা বিষয়ক নির্দেশ কেন ওপর থেকে চাপিয়ে দেওয়া হবে। এই বিতর্কের সাথে জাতীয় পতাকা তোলা যাবেনা টাইপের বিতর্কের সম্পর্ক নেই।

    আর ইয়ে ৯ নম্বরটাতে মনে হলো মোদি সাপোর্টারারা এতোদিন যে কাজ করে এসেছেন সেটাই অন্যদের ওপরেও চাপাতে চাইছেন ঃ)
  • avi | 113.24.84.135 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৫৩691188
  • বালানাং রোদনং বলং শাস্ত্রে বলেছে। যাঁরা শাস্ত্র এবং তার পবিত্রতা বজায় রাখতে এত আগ্রহী, তাঁরা সেটা একজন প্রাক্তন সেনাপতিকে দিয়ে কেন করাচ্ছেন? অবশ্য কপিলদেব দেখিয়ে দিয়েছেন একজন শক্তিশালী পুরুষের কান্নার কত ক্ষমতা। শাস্ত্র রিভিজিটেড।
  • ... | 74.233.173.181 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০০691189
  • Modi : Ek Bharat Shresht Bharat

    A Liberals : Bharat Teri Barbadi Hogi..

    Modi : Wash ur hands after using Toilet

    AL : NO I'll lick them
  • pi | 24.139.209.3 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০২691190
  • Demand the repeal of the Sedition Law
    Send Message
    The British used the sedition law to curb free speech during India’s independence struggle. Now the government is using it to silence and harass those with divergent opinions.

    Let the Home Minister know where you stand. Read the letter and demand the repeal of the Sedition Law.

    Dear Home Minister,

    JNU Students’ Union President Kanhaiya Kumar and DU professor SAR Geelani are in detention under a law which deserves no place in India.

    Section 124A of the Indian Penal Code, which defines the offence of “sedition”, is a colonial-era relic. It was enacted by the British to repress India’s independence struggle. Mahatma Gandhi, who was imprisoned under the law, called it “the prince among the political sections of the Indian Penal Code designed to suppress the liberty of the citizen”.

    Courts have ruled that any expression must involve incitement to imminent violence for it to amount to sedition. But the law has been used again and again to arrest journalists, activists and human rights defenders simply for expressing critical views.

    The sedition law is excessively vague and broad, making it an easy tool to stifle dissent and debate. There is no good way to apply Section 124A. It does not comply with international human rights law. It violates the right to freedom of expression under the Indian Constitution. And it goes against India’s tradition of tolerance.

    I urge you to repeal this abusive law.

    Yours sincerely,

    Amnesty International India supporters who take injustice personally.

    https://www.amnesty.org.in/action/detail/demand-the-repeal-of-the-sedition-law
  • Robu | 233.29.204.178 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:২৪691191
  • চুয়াত্তরবাবু - মোদী মুখ খুলেছেন তাহলে? কোথায় দেখা যাচ্চে? আমরা তো ভেবেছিলাম, ৭ নম্বর রেস কোর্স রোডের জল খেলেই বোবায় ধরে।
  • pi | 24.139.209.3 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৪৬691193
  • স্যালুট রইলো। জি নিউজ সত্যি আর খোলা যায়না। আশা করি, আরো অনেকে সরবেন।

    'The way JNUSU president Kanhaiya Kumar was framed on the pretext of nationalism and declared a traitor through media trial, this came as a very dangerous trend.
    Our job as journalists is to question the people in power and not collude with them. Whatever we’ve achieved as journalists in the history of journalism, it’s a result of these questions.
    Whether you question or not is an individual’s personal matter. But I believe that what’s personal is also political. There comes a time when you have to choose between professional obligation and political and social allegiance. I’ve opted for the second and resigned from Zee News because of these differences on 19 February.
    My resignation is dedicated to those lakhs and crores of Kanhaiyas dreamy eyed JNU friends, who continue to fight and struggle with the system.'
  • avi | 113.24.84.135 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২২691194
  • দেশপ্রেমের মূল দুই স্তম্ভ আজ মিলে গেল। সেনাবাহিনীর হয়ে বক্তব্য রেখে দেশদ্রোহীদের একহাত নিলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইনিও কি কাঁদবেন?
  • robu | 233.29.204.178 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৩৯691195
  • উনিও সেনা তো।
    ডিজাস্টার ম্যানেজমেন্ট ও করতেন, ভক্তরা বলে।
  • pi | 24.139.209.3 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ২০:০৪691196
  • ওদিকে কবিতা কৃষ্ণণ জানিয়েছেন।

    'There is a witch hunt on for Muslim journalists. Sadiq Naqvi was interrogated by Delhi Police. Now cops are searching for blogger Reyazul Haque. Footfalls of Emergency and Nazi Germany. JNU, HCU students, journalists, bloggers all can be profiled according to religion, caste and ideology, and purged as 'vermin' acc to Anupam 'India is tolerant' Kher. ABVP Delhi office bearer in a TV show says JNU and other Universities must be 'sanitised' - as Rohith Vemula was?'
  • SC | 60.156.89.211 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ০৫:৩০691197
  • এইটা উপরে দেখলাম। একদম এই কথাটাই আমি লিখতে এসেছিলাম।
    "ফাঁকতালে এটা প্রমাণিত হয়ে যাবে, যে, কাশ্মীর নিয়ে স্লোগান দেওয়া মানেই দেশদ্রোহ।""

    এখানে একটা মজার খেলা আছে। আমি দেখছি বামপন্থীদের এক অংশ বলছে, কোই আমরা তো দেশদ্রোহী স্লোগান দেইনি।
    এবারে অশোক মালিক এর মত মোদী পন্থী আধা নিরপেক্ষ কলুম্নিস্ট রা আরেকটা লাইন খেলছেন। ওরা বলছেন যে এইসব স্লোগান দেওয়া একদম সমর্থন করি না, তবে সরকার বাড়াবাড়ি করে ফেলেছে। এদের কে sedition চার্জ এ জেলে ঢোকানোর মানে হয় না।
    মানে এই সরকার বাড়াবাড়ি করে ফেলেছে সমালোচনার মধ্যে দিয়ে ঘুরিয়ে লাইন টেনে দেওয়া হলো যে দেখো বাপু, কাশ্মির এর আজাদী নিয়ে স্লোগান দেওয়া দেশবিরোধী সেটা কিন্তু কনসেনসাস হয়ে গেছে। এই আন্দোলন তা পুরোটাই হচ্ছে
    ১) ওরা কি স্লোগান দিয়েছিল?
    ২) সরকারের কি sedition ল invoke করা উচিত ছিল?
    এইভাবে narrative তাকে ডিফাইন করে বেসিকাল্লি এই কাশ্মির এর আজাদী, আফজাল গুরুর ফাঁসি এইসব বিষয়ে কোনো dissenting ভয়েস থাকতে পারে, এইতাকে আর টেবিলে রাখাই হলো না।
  • ranjan roy | 24.99.88.6 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ০৫:৫৪691198
  • পাই,
    Z News এর ওই জার্নালিস্ট এর নাম কী?
    আর সিডিশন ল বাতিল করার পিটিশন কোথায় সাইন করা যায়?
  • pi | 192.66.18.85 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩৬691199
  • জেনেইউ তে আজ উমর খালিদের বক্তৃতা, একটু আগে।

  • pi | 192.66.18.85 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৪৮691200
  • জি র সাংবাদিকের নাম, বিশ্ব দীপক।

    এটাও পড়ুন,

    'In a letter to Zee News on Sunday, Deepak stated that the channel had broadcast a video of students raising slogans with a caption that said ‘Pakistan Zindabad’. “The video which had no “Pakistan Zindabad” slogans in it, we played repeatedly to spread madness. How did we establish that Kanhaiya and his associates were chanting slogans when all we heard were voices coming from the darkness. Our biases made us hear Bhartiya Court Zindabad as Pakistan Zindabad,” stated his letter. Speaking to The Indian Express, Deepak said Zee News aired footage of students chanting ‘Pakistan Zindabad’ repeatedly, but it did not have any such slogans in it. “We heard inaudible slogans from the grainy video. Editors at Zee News felt this sounded like ‘Pakistan Zindabad’ and that’s the caption we went with,” he said - ...

    http://indianexpress.com/article/india/india-news-india/zee-news-producer-quits-video-we-shot-had-no-pakistan-zindabad-slogan/#sthash.qeUnO9s9.dpuf'

    এবার জি র বিরুদ্ধে আইনি ব্যব্স্থা নেওয়া যায় না ?
  • pi | 192.66.18.85 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৪৯691201
  • আর সাইন করার জন্য পিটিশন আমার পোস্টের লিংকেই রয়েছে।
  • d | 144.159.168.72 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৪691202
  • দেশদ্রোহের রিক্যাপ

  • উইচ হান্ট? | 218.87.237.201 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩৯691205
  • কল রেকর্ড দেখে জার্নালিস্টদের বাড়িতে পুলিশ যাচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। এমার্জেন্সী কি আগতপ্রায়?

    http://www.ndtv.com/india-news/in-jnu-case-cops-visit-homes-of-journalists-including-ndtv-reporter-1279935?pfrom=home-lateststories

    কিষেণজির চারপাশেও প্রচুর সাংবাদিক ঘুরে বেড়াত, তারা নিশ্চয়ই ফোনের মাধ্যমেই কিষেণজির সাথে যোগাযোগ রাখত ইন্টারভিউ নেবার জন্য। কখনও শোনা যায় নি সাংবাদিকদের তাই নিয়ে প্রশ্ন করা হয়েছে।

    নাকি এটা খুব স্বাভাবিক প্রসেস?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন