এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বীরপূজো, নেতাজি পূজো বন্ধ হৌক

    bip
    অন্যান্য | ২৩ জানুয়ারি ২০১৬ | ১৩৬৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | 126.202.90.45 | ২৭ জানুয়ারি ২০১৬ ০০:৩২692435
  • যাই হক, কেশী "টোকিও থিসিস" টার জন্য ইঁট পেতে রাখলাম।
  • সে | 198.155.168.109 | ২৭ জানুয়ারি ২০১৬ ০০:৩৫692436
  • meghnad | 195.34.60.43 | ২৭ জানুয়ারি ২০১৬ ০০:৩৮692437
  • তাহলে কমরেডস, ব্রতীনবাবুকে নিয়ে কি ঠিক হল? গুলাগ না চাইনিজ লেবার (থুরি রিএডুকেশন) ক্যাম্প?
  • kc | 198.70.11.98 | ২৭ জানুয়ারি ২০১৬ ০০:৩৯692438
  • পটকে ওটা আমাকে স্ক্যান কত্তে হবে। আর বই আছে দেশে। মার্চ অবধি টাইম দাও।
  • সে | 198.155.168.109 | ২৭ জানুয়ারি ২০১৬ ০০:৪১692440
  • potke | 126.202.90.45 | ২৭ জানুয়ারি ২০১৬ ০০:৪১692439
  • ওকে ঃ)
  • 4z | 86.68.58.148 | ২৭ জানুয়ারি ২০১৬ ০০:৪৫692442
  • কোন বক্তব্য না থাকলে বেফালতু ট্রলিং করে নিজের প্রেজেন্স জানানোর তো কোন দরকার নেই।
  • Bratin | 74.233.173.193 | ২৭ জানুয়ারি ২০১৬ ০০:৪৫692441
  • তোমাকে হালকা চালে কথা গুলো লিখেছিলাম পোটকে।

    এই বার একটু সিরিয়াসলি লিখছিঃ

    ১। গুরু তে কে আমার সম্পর্কে কে কী ভাবলো তাতে আমার জাস্ট কিচ্ছু যায় আসে না
    ( লক্ষ্য করো " ছেঁড়া যায় লিখলাম না, আবার মিশনে র শিক্ষা)

    ২। আমার আত্নীয় স্বজন ছাড়া প্রত্যেক টা বন্ধুত্ব আমি নিজে অর্জন করেছি। সে গুলো কে নারচার করা র দায়িত্ব ও আমার।

    ৩। ক্যাপ্রিকন হলেও ২০ এ জানু। অর্থাৎ অ্যারিয়াসের কিছু কিছু ক্যারেকটারিসিটিক্স আমার আছে। তার প্রথমে আর অন্যতম হল বন্ধুবাৎসল্য

    কাউকে যদি আমি আমার বন্ধু ভাবি তার জন্যে অনেক কিছু ঈ করতে পারে। আর ইয়েস সিপিএম র লোকেদের মতো "পাইয়ে দেওয়া" তে আমি ঠিক বিশ্বাসী নই।

    হোপ থ্যাট আনসারস ইউর কোয়েশ্চেন!!
  • সে | 198.155.168.109 | ২৭ জানুয়ারি ২০১৬ ০০:৪৯692443
  • বাপ্রে! | 192.69.246.234 | ২৭ জানুয়ারি ২০১৬ ০০:৫৬692445
  • পোটকে কোশ্চেনও করেছিল নাকি?
  • সে | 198.155.168.109 | ২৭ জানুয়ারি ২০১৬ ০০:৫৭692446
  • Bratin | 74.233.173.203 | ২৭ জানুয়ারি ২০১৬ ০০:৫৮692447
  • সে দির স্মাইলি গুলো বেশ লাগছে।

    যাকে বাংলায় বলে " রিফ্রেশিং" ঃ)
  • Bratin | 74.233.173.203 | ২৭ জানুয়ারি ২০১৬ ০১:০১692448
  • সে দি ও ই গান টা শুনেছো নাকি

    " হটা সাওন কি ঘটা"

    এক সময়ের হেব্বি হিট।

    আমদের গোবিন্দ আর সঞ্জয় দত্ত র।

    " হাসিনা মান যায়েগি" ঃ))))))))))
  • সে | 198.155.168.109 | ২৭ জানুয়ারি ২০১৬ ০১:০৩692449
  • Bratin | 74.233.173.203 | ২৭ জানুয়ারি ২০১৬ ০১:০৪692450
  • শুভরাত্রি!!
  • সে | 198.155.168.109 | ২৭ জানুয়ারি ২০১৬ ০১:০৫692451
  • গুডনাইট
  • rabaahuta | 215.174.22.20 | ২৭ জানুয়ারি ২০১৬ ০১:২৬692452
  • বাহ এই ভালো। সব হাসিখুশি। তবে একটা নতুন প্রশ্ন "মুসলিম রা যেখানে সেখানে আমাদের নিরপরাধ মানুষ মারবে, দেশেত যে কোন প্রান্ত দিয়ে ঢুকে ফায়ারিং শিরু করবে উইথাউট এনি প্রভোকেশন, আমাদের পার্লামেন্ট আক্রমন করেঅবে, সমুদ্র টপকে এসে রাতারাতি মুম্বাই শ্মশান করে দেবে।" এইটাও কি মিশনে শিখিয়েছে? অথবা,'মুসলিম'কে 'পস্কিস্তান' দিয়ে রিপ্লেস করেও আরকি। একটু সন্দেহ হচ্ছে কিনা, তাই।

    আর 'গুরুর লোক'এর লিস্টটা, এইটা আমার খুব কৌতুহল। কিন্তু তার জন্যে কি আবার জ্যোতিষচর্চা শিখতে হবে? ক্যাপ্রিকন অ্যারিয়াস এইসব? এগুলোও কি মিশনে শেখায়? আর নেতাজী কিংবা সোনার ভারত কিংবা ধর্মমত কিংবা মিশন কিংবা জ্যোতিষচর্চা, এইসব কিছুর সঙ্গে সাওন কি ঘটার ঠিক কি সম্পর্ক?

    আমার কত প্রশ্ন, উফ।
  • Arpan | 125.118.155.66 | ২৭ জানুয়ারি ২০১৬ ০১:৩১692453
  • আজকে আর খোরাক হবে না?

    রাত যাকে বলে এখনো শ্যামা তন্বী শিখরদশনা!
  • Bratin | 74.233.173.203 | ২৭ জানুয়ারি ২০১৬ ০১:৫৬692454
  • সে গুলো ও হবে হুতো তোমাকে যে চার টে প্রশ্ন করেছি।

    তার উত্তর পেলেই।
  • rabaahuta | 215.174.22.20 | ২৭ জানুয়ারি ২০১৬ ০১:৫৯692456
  • ব্রতীনদা, আমার কাছে উত্তর নেই বলেছি তো। পড়ো নি? ওগুলো অনেক বড় বড় প্রশ্ন, দেশ ও দশ, জাতি ও বিশ্বের ভবিষ্যৎ নিয়ে। জানোই তো আমার এত জ্ঞান গম্যি নেই, এমনকি মিশনেও পড়িনি।
  • rabaahuta | 215.174.22.20 | ২৭ জানুয়ারি ২০১৬ ০২:০১692457
  • মানে, কি আশ্চর্য, পাকিস্তানের অন্যায় আক্রমন কি করে থামবো আমি কি করে জানবো? আমি কি তুমি? না আমার ওপর ভুবনের ভার? প্রশ্নগুলো ফিরে পড়লাম, কি সব কঠিন প্রশ্ন।
  • Bratin | 74.233.173.193 | ২৭ জানুয়ারি ২০১৬ ০২:০৭692458
  • তবেই দেখো। ও গুলো র উত্তর কিছুই জানো না। মিশনে ও পড়োনি, আমার সাথে গুরুর বাইরে সাকুক্যে তোমার দেখা হয়েছে মোট দু বার।

    অথচ কত অনায়াসে তুমি আমাকে " বিদ্বেষের বিষ " ছড়ানো র অভিযোগে অভিযুক্ত করলে।

    আমি কিন্ত্য খুব একটা রিয়াক্ট করলাম না এহেন গুরুতার অভিযোগে।

    ( বোধহর আবার মিশনে র শিক্ষা!!)
  • rabaahuta | 215.174.22.20 | ২৭ জানুয়ারি ২০১৬ ০২:১৬692459
  • বলি কি ব্রতীনদা, আমার মোটে অফলাইন গরিমা নেই, তোমাকে তো তাও দুবার দেখেছি, অনে-ক লোককে একবারও দেখিনি, চ্যাট ইমেলেও বাক্যালাপ করিনি। তাই অনলাইনে যা লেখা হয় তার থেকে আমাকে বক্তব্যের মানে করতে হয়।
    তা তুমি লিখেছো 'মুসলিম রা যেখানে সেখানে আমাদের নিরপরাধ মানুষ মারবে, দেশেত যে কোন প্রান্ত দিয়ে ঢুকে ফায়ারিং শিরু করবে উইথাউট এনি প্রভোকেশন, আমাদের পার্লামেন্ট আক্রমন করেঅবে, সমুদ্র টপকে এসে রাতারাতি মুম্বাই শ্মশান করে দেবে'। এইটা আমার বিদ্বেষমূলক মনে হয়েছে। তা সে তো এখনো মনে হচ্ছে।

    আমি তো আর বলিনি তুমি দাঙ্গাবাজ কিংবা তুমি কাল সাদা কে লাল বলেছিলে। কারন তুমি এইসব নিয়ে কিছু লেখোনি। কিন্তু যা লিখেছো তা যে পড়ে ফেলেছি, এইবার হতে পারে না পড়া উচিত ছিল, পড়ে অন্যায় করেছি। কিন্তু করেই যখন ফেলেছি এইবার তা থেকে তো কিছু একটা ভাবনা চিন্তা হবে। তা আমার মনে হচ্ছে এইটা বিদ্বেষমূলক। তা ধরো তুমি যদি বুঝিয়ে দাও যে নির্দিষ্ট ধর্ম নিয়ে খোলা পাতায় অভিযোগ করলেও সেটা মোটেই বিদ্বেষমূলক হয় না, তাইলে আমার দ্বিধা দ্বন্দ্ব দূর হয়। বা ধর কাউকে একটু অফলাইনে বলে দিলে সেটা বোঝাতে। এইটুকু তো করতেই পারো। মিশনের শিক্ষা তোমার সঙ্গে আছে।
  • sosen | 184.64.4.97 | ২৭ জানুয়ারি ২০১৬ ০৭:০৩692460
  • লেখা তর্ক আলোচনা চলাই স্বাভাবিক---নেতাজিকে নিয়ে আরেকটু লেখা হোক, ব্রতীনদাকে নিয়ে হলেই বা ক্ষতি কি? কিন্তু মাঝে মাঝে এই ধুমসো স্মাইলিগুলো দেখে বহুত বিরক্ত লাগছে।
  • Abhyu | 138.192.7.51 | ২৭ জানুয়ারি ২০১৬ ০৭:১০692461
  • সোসেন ওগুলো তো বিরক্ত করার জন্যেই দেওয়া (বলে আমার মনে হয়)।
  • Bratin | 74.233.173.203 | ২৭ জানুয়ারি ২০১৬ ০৮:২৯692463
  • ও ই দেখো তুমি অফ লাইন গরিমা তুললে।

    এটা আগে ক্লিয়ার করি।

    ১। কিছু লোক আছে গুরু তে যাদের সঙ্গে আমি গুরু র বাইরে এক টাও শব্দ বিনিময়। করি না। সে আমার ফেসবুক বা হোয়াটস অ্যাপ এ নেই। যেমন ঃ উমেশ, পি এম, পিটি দা। পুরো দা আর পু্ম র সাথে ঠিক দু বার ফোনে কথা হয়েছে।

    ২। কিছু লোক আছে, যাদের সাথে আমার আলাপ গুরু তে। কিন্তু গুরু তে নিয়মিত ভাট মারার ছাড়া ও তাদের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রাখি।

    যেমন দুখে দা, গুরু ছেড়ে যাওয়ার পরেও স্টেডি যোগাযোগ আছে।

    যেমন শিবু দা/ বৌদি।

    যেমন তীর্থ দা, কোয়েলি দি। তীর্থ দা এখন ভাটে আসার সময় পায় না তাই ফেসবুক আর মেলে যোগাযোগ রাখি।

    অভ্যু র আমি গ্রেট অ্যাডমায়ার। মাঝে মাঝে আমাকে গুরু না দেখলে ও খবর নেয় আমিও খবর নি। আমার রিসার্চ ব্যাপার কোন কোন সময় ওর থেকে পেপার দাবি করি। এবং পরামর্শ।

    মল্লিকার সাথে আমার বন্ধুত্ব ওর দারুন লেখনীর জন্যে। মাঝে মাঝে বাংলায় সহিত্যের নানা বিষয় নিয়ে আমরা বাংলা ভাট মেরে থাকি।

    গুরু তে আলাপ হওতা সে দি আমাকে ভাই র মতো ভালোবাসে।

    এগুলো কিন্তু প্রাপ্তি। অর্জন করা। ঠিক " ওফ- লাইন" গরিমা বললে এ গুলো কে পাতি অপমান করা হয়।
  • 4z | 86.68.58.148 | ২৭ জানুয়ারি ২০১৬ ০৮:২৯692462
  • বা কাউকে বাঁচানোর অক্ষম প্রচেষ্টা।
  • rabaahuta | 76.87.101.182 | ২৭ জানুয়ারি ২০১৬ ০৮:৩৭692464
  • উফ।

    "তবেই দেখো। ও গুলো র উত্তর কিছুই জানো না। মিশনে ও পড়োনি, আমার সাথে গুরুর বাইরে সাকুক্যে তোমার দেখা হয়েছে মোট দু বার। "

    তার মানে এই কথাগুলোর মানে আছে না নেই? কী মুশকিল। নাহলে এমনি এমনি তোমার অর্জনকে অপমান করে আর আমি কি অমৃত পাইব।
  • তা হলে | 192.69.246.234 | ২৭ জানুয়ারি ২০১৬ ০৮:৫৪692465
  • আজকের থিম কী? গোল গোল ভাট আর জানা-গরিমা? ফ্লাইট ঠিক সময়ে উড়েছিল? বউ কি 'বাংলা' ক্যালায় নি এখনও?
  • আর | 192.69.246.234 | ২৭ জানুয়ারি ২০১৬ ০৮:৫৮692468
  • স্তেঁহশীলা দিদিরা ভাইদের ভাচ্চুয়ালি বাঁচাবার জন্য অনেক পন্থা নেন। ধুমসো স্নাইলি তার মধ্যে একটা। ইগনোর করুন, নইলে ইশেনকে পেটান। ভাটে আর টইতে মোবাইল ভার্সনে কদিন আগে পর্যন্ত ছবি দেখা যেত না। ইশান বোধ হয় বাগ ফিক্স করেছে দু সপ্তাহ আগে, কিন্তু ছবির সাইজ লিমিট মেনশন করেনি কোডে।

    ডেস্কটপ ভার্সনে ছবি ছোটই আসছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন