এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বীরপূজো, নেতাজি পূজো বন্ধ হৌক

    bip
    অন্যান্য | ২৩ জানুয়ারি ২০১৬ | ১৩৬৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 11.39.37.161 | ২৬ জানুয়ারি ২০১৬ ১০:৫০692269
  • যাক এক্তা তিপ্স দেশ আর রাশ্ত্র এই দুতোকে আলাদা কোরে দেখতে পারিস
  • rabaahuta | 215.174.22.27 | ২৬ জানুয়ারি ২০১৬ ১০:৫৪692270
  • "দিফেন্দ কোর্তে কোর্তে"?

    "মুসলিম রা যেখানে সেখানে আমাদের নিরপরাধ মানুষ মারবে, দেশেত যে কোন প্রান্ত দিয়ে ঢুকে ফায়ারিং শিরু করবে উইথাউট এনি প্রভোকেশন, আমাদের পার্লামেন্ট আক্রমন করেঅবে, সমুদ্র টপকে এসে রাতারাতি মুম্বাই শ্মশান করে দেবে।"-কে দিফেন্দ না করলে হয় না এফেন্দি?

    সরি হনুদা একটু মশকরা করলাম।
  • H | 11.39.37.161 | ২৬ জানুয়ারি ২০১৬ ১১:০৪692272
  • ;-) করা যাচ্ছে না কিন্তু আমি রাগটা অর্নব গোস্বামি বা মিশনের উপোর করতে পরছি বোতিন এর উপোর পারছি না ;-) ইউ গট টু আনদারস্ত্যান্দ আর এস এস জামাত ইত্যাদি রাজনইরিক শক্তির সঙ্গে চেচমেচি করা জায় কিন্তু পোলিরিকাল স্তেতমেন্তে ষড়গড় নয় জাতীয়্তাবাদী এদুকেশন কে প্রশ্ন করতে অভ্যেস না হওয়ভেক্ত ছেলেকে সরকার রাষ্ত্র দেশ মান্য়্ষ কৌম কে আলাদা না করতে পারা একত চেলের্ভুপোর্ব কেনো রাগ কোর্বোন্কু লাভ কমপ্লিতলি হার্মলেস সোল এই সব আমায়া অনেকের থাকে মতামত গুলো তো নোতুন কিসু না
  • kc | 198.236.83.32 | ২৬ জানুয়ারি ২০১৬ ১১:০৪692271
  • এসব ইস্যুতে এখন আর তক্ক করিনা। এট্টু স্যামুয়েল জনসন টুইয়ে দিই। তাতেই আগুন লেগে যায়। চারিদিক পুড়তে থাকে। বেহালা বাজাতে জানিনা, এটা ক্ষুব দুঃখ।
  • আপনারা প্লিজ | 192.69.246.234 | ২৬ জানুয়ারি ২০১৬ ১১:০৯692273
  • বাংলায় লিখুন। কিচ্ছু বোঝা যাচ্ছে না।
  • | ২৬ জানুয়ারি ২০১৬ ১১:১০692274
  • হনু বাবা সোনা লক্ষ্মীটি, পিসিতে বসে লেখ সোনা আমার। এত কদর্য্য একটা ব্যপারে এরকম কমিক্যাল পোস্ট দেখতে ভাল লাগছে না।
  • b | 24.139.196.6 | ২৬ জানুয়ারি ২০১৬ ১১:২১692275
  • টই যখন হাইজ্যাক্ড হয়ে গেছেই,

    ব্রতীন, কেরালায় বেড়াতে গেছেন, যাকে বলে গডস ঔন কান্ট্রি। কাল বাদে কোচি যাবেন, ওল্ড কোচি হেঁটে আর পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে লঞ্চ চেপে এ দ্বীপ সে দ্বীপ ঘুরুন। সাইনাগগে যান, মশলার গন্ধ মাখা জিউ টাউন রোডে ঘুরুন, কোচির রাজার প্যালেস দেখুন, কে জে হার্শেল রোড আর নেপিয়ার রোডের মোড়ে ওসিয়ানো'জ বলে একটা ফাটাফাটি রেস্টুর‌্যান্ট আছে, সেখানে থাকুন। আর পরে ফিরে এসে একটা টই ল্যাকেন।
  • h | 11.39.37.161 | ২৬ জানুয়ারি ২০১৬ ১১:২২692276
  • আবার কি হলো জাও কুচ কাওয়াজ দ্যাখো এক্তা জাতীয়াতাবাদী দিনে একতা ছেলে একতু অর্নব গোস্বমি অর্নব গোস্বমি খেলেছীতো খচার কি হোলো। ধর পোজাতন্তো দিবোসে কেনো বাল গুপো মিলিতারির দান বাম কেনো দেখবো কেনো কবিতার দেশ ফ্রান্স ছরতি বোমারু বেচে দিয়ে চোলে জাবে এই নিয়ে মারাথি তে পবন্ধ লিকে অপিসের সম্নে হ্যান্দ বিল বিলু কোর্লে লোকে কেনোনুন্মাদ হোবে ভেবে দেখো পোবোন্দি লেকো রাগটা চ্যানেলাইজ করো আইন হাতে নিয়ো না।এইবার কেশি ব্যায়লা বাজাও।;-)
  • h | 11.39.37.161 | ২৬ জানুয়ারি ২০১৬ ১১:২৬692277
  • বোতিনের বেড়ানোতা আশা কিরি এরোজিম ছড়ানোতে ভরপুর না । ণেতাজি এই লেভেলের ছোড়ু ছিলেন?
  • lcm | 83.162.22.190 | ২৬ জানুয়ারি ২০১৬ ১১:২৭692279
  • বাপ্‌রে ! - "কেনোনুন্মাদ" !
  • সৌম্য | 15.2.65.224 | ২৬ জানুয়ারি ২০১৬ ১১:২৮692280
  • এটা দুয়েক সময়ে পড়ি যে সাধারন পাকিস্তানি বা ভারতীয়রা পরষ্পরের সাথে শত্রুতা চায় না। সব দোষ স্রেফ শাসক শ্রেনী বা মিডিয়ার, সাধারন মানুষ এসব চায় না। এটা কি সত্যি, নাকি পলিটিকালি কারেক্ট একটা ধারনা? আমি তো গড়পড়তা ভারতীয়র মধ্যে পাকিস্তান সম্বন্ধে বেশ খারাপ ধারনা দেখেছি। সেটা কি পুরোটাই মিডিয়ার তৈরি করা বিদ্বেষ না এটা আগে থেকেই আছে? তেমনি পাকিস্তানেও অনেক সময়ে টিভিতে দেখি বা কাগজে পড়ি ভারত বিরোধী মিটিংএ প্রচুর লোক জমায়েত হয়। সেটা কি পুরোটাই ওদের দেশে ব্রেন ওয়াশিং এর ফল, নাকি সাধারন পাকিস্তানিদের মনেও ভারতের প্রতি বিদ্বেষ এমনিতেই আছে? আর একটা প্রশ্ন মনে আসে, সাধারন ভারতীয় বা পাকিস্তানিদের একটা বড়ো অংশ যদি পরস্পরের প্রতি বিরূপ মনোভাবাপন্ন না হয়, তাহলে কি দু দেশের শাসক শ্রেনী এতো বছর ধরে শত্রুতা জিইয়ে রাখতে পারত?
  • _ | 132.172.81.100 | ২৬ জানুয়ারি ২০১৬ ১১:৩৩692281
  • সৌম্য | 15.2.65.224 | ২৬ জানুয়ারি ২০১৬ ১১:৪৪692282
  • হ্যাঁ এই কথাগুলো লিখতেও ভালো, পড়তেও ভালো লাগে। কিন্তু এটা কি উইশ ফুলফিলমেন্ট, নাকি সবাই সত্যি সত্যি এরকমই ভাবে? কারন উল্টোদিকে আরেকটা কথাও আছে, উই গেট দ্য গভর্নমেন্ট দ্যাট উই ডিসার্ভ। আচ্ছা, যদি ভারতের কোন শহরে একটা সার্ভে করা হয় যে পাকিস্তান সম্বন্ধে আপনার কিরকম মনোভাব? খারাপ-ভালো-নট ইন্টারেস্টেড ইত্যাদি সব অপশানই থাকবে। আমি যেভাবে প্রশ্নটা রাখলাম সেরকম লোডেড প্রশ্ন না করে নাহয় নিউট্রালি প্রশ্ন ফ্রেম করা হবে। এরকম একটা সার্ভে করা গেলে তার কি ফল হবে বলে মনে হয়? আমার আন্দাজ পাকিস্তান বা ভারতের কোন শহরে এরকম সার্ভে করলে তাতে বেরোবে যে সাধারন মানুষের একটা বড়ো অংশর বিরূপ মনোভাবই প্রকাশ পাবে।
  • _ | 132.172.81.100 | ২৬ জানুয়ারি ২০১৬ ১১:৫৪692283
  • "পাকিস্তান সম্বন্ধে আপনার কিরকম মনোভাব", নাকি পাকিস্তানের সাধারণ মানুষ সম্পর্কে আপনার কিরকম মনোভাব ? দুটো আলাদা প্রশ্ন।
    লরেনবাবুদের ভারত আর আমার ভারত তো এক নয়।
  • ঐ তো | 192.69.246.234 | ২৬ জানুয়ারি ২০১৬ ১২:০১692284
  • কনসেন্ট আর ম্যানুফ্যাকচার্ড কনসেন্টে যতটা তফাত, ভারত আর লরেনবাউর ভারতেও ততটাই তফাত।

    আমার ভারত বললাম না, কারণ লরেনবাউর দিক থেকেও আমার ভারত ঐ ম্যানুফ্যাকচার্ড কনসেন্টের মত। লরেনবাউর ভয়েসটাও আসা দরকার।
  • সৌম্য | 47.48.65.116 | ২৬ জানুয়ারি ২০১৬ ১২:০৪692285
  • নিশ্চয়ই না, সেকথা বলিওনি। লরেনবাবু তো মোটে তিরিশ শতাংশের ভোট পেয়ে ক্ষমতায় এসেছেন, তো এমনিতেই ষাট শতাংশ বাইরে। আর এটাও তো বললাম যে সার্ভে যেভাবে করে সেরকম নিউট্রালি সব নিয়ম মেনেই করা যেতে পারে। মানে ভারতের সাধারন মানুষ পাকিস্তানের সাধারন মানুষকে নিয়ে কি ভাবে, আর ভাইসি ভার্সা, সেটাই আমার প্রশ্ন। অনেকে হয়তো কোন কিছু ভাবেই না, নিজেকে নিয়েই ব্যাস্ত। কিন্তু আমার ধারনা আরো অনেক দু দেশেরই সাধারন মানুষ একে অন্যকে মোটামুটি শত্রুতার চোখেই দেখে। অন্তত একটা চাপা বিদ্বেষ আছে বলেই মনে হয়। অনেক সময়ে নানান লোকের সাথে আলোচনায় এরকমই মনে হয়েছে, আমার ভুলও হতে পারে।
  • সৌম্য | 47.48.65.116 | ২৬ জানুয়ারি ২০১৬ ১২:০৭692286
  • এটা ম্যানুফাকচার্ড কনসেন্ট, নাকি নিজেদের ভেতর থেকেই আসা কনসেন্ট (দু দেশেই) সেটা নিয়ে আমার ডাউট আছে। অবশ্যই এরকম ভাবতে ভালো লাগে যে দু দেশের সাধারন মানুষ একে অপরের ব্যাপারে নট ইন্টারেস্টেড বা খারাপ চায় না, কিন্তু সত্যি এরকম কিনা নাকি এটা জাস্ট একটা পলিটিকালি কারেক্ট স্ট্যান্ড সেটা ডাউটফুল।
  • পড়ুন, পড়ুন | 192.69.246.234 | ২৬ জানুয়ারি ২০১৬ ১২:১৫692287
  • সাধারণ মানুষদের মনের কথা তো বড় বড় ট্যাবলয়েড লেখে না। তাই তাদের নিজেদের লেখা পড়ুন। রাষ্ট্রের নিমন্ত্রণ, রাষ্ট্রের প্রোটেক্শনের বাইরে যে সব ভারতীয় পাকিস্তানে যয়, আর যে সব পাকিস্তানি ভারতে আসে, তারা যদি কোথাও নিজেদের অভিজ্ঞতা লেখে, সেগুলো খুঁজে খুঁজে পড়ুন।

    গ্র্যান্টি দিচ্ছি, চারপাশে যাদের দ্যাখেন, তাদের থেকে আলাদা গল্প পাবেন।
  • | ২৬ জানুয়ারি ২০১৬ ১২:১৮692288
  • 'সাধারণ মানুষ' তো কোনও সমসত্ত্ব ব্যপার নয় সৌম্য, তাই একটা কমন কনসেপ্ট সকলের থাকবে এইটে আশা করাটা একটু ভুল।

    ধরুন বালুচরা মোটামুটি পাকিস্তানের শাসকদের হাতে এবং আইএস আইয়ের হাতে অনবরত নির্যাতিত বলে ওদের মধ্যে অ্যান্টি ভারত বা অ্যান্টি বাংলাদেশ ফিলিংস বেশ কম .... যা শুনি আর কি।
  • | ২৬ জানুয়ারি ২০১৬ ১২:২০692290
  • রাইট। ব্লগগুলো ফলো করার চেষ্টা করুন অনেক অন্যস্বর পাবেন। তারাও আমাদের মত (মানে আমি সিকি, সিঁফো রোবুদের মত) সংখ্যালঘু। মেনস্ট্রীম সেই দেশেও জিঙ্গোয়িস্ট, যেমন এদেশেও।
  • Robu | 11.39.39.229 | ২৬ জানুয়ারি ২০১৬ ১২:৩১692291
  • একমত। তবে আমরা যারা সন্খ্যাগুরু তারা সবসময়েই সন্খ্যাগুরু, সে আমরা যতই অন্যস্বর হই।
    ব্যক্তিগত মত।
  • lcm | 83.162.22.190 | ২৬ জানুয়ারি ২০১৬ ১২:৪০692292
  • হ্যাঁ, সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ আছে তো। ভারত-পাকিস্তান বৈরিতা তো দুটি রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই। অসহনীয় দাঙ্গা, খুনখারাপি, মাইগ্রেশন-এর মধ্যে দিয়ে তৈরী দুটো দেশ - তাও এখনও ১০০ বছর ও হয় নি, ৭৫ ও হয় নি -- তার মধ্যে আবার কয়েকটি যুদ্ধ হয়ে গেছে, ঝামেলা লেগেই আছে, সুতরাং এত তাড়াতাড়ি পারস্পরিক মনোভাব বন্ধুত্বপূর্ন কি করে হবে। সময় লাগবে। তার মধ্যে আবার রিলিজিয়াস ইকোয়েশন আছে, আরো সময় লাগবে সব ঠিকঠাক হতে। আশা করা যায় স্টেট স্পনসর্ড টেররিজ্‌ম কমে আসবে।
  • h | 127.194.250.22 | ২৬ জানুয়ারি ২০১৬ ১২:৪৫692294
  • আর অনেক বালুচ বেলুড় এ পড়তে এসেই অন্যায়ের পোতিবাদ করতে শেখে ;-)
  • h | 127.194.250.22 | ২৬ জানুয়ারি ২০১৬ ১২:৪৫692293
  • তাছাড়া নেতাজি বালুচ দের ভালোবাসতেন। এ সম্পর্কে মিশনে পড়ানো হয়েছে ;-)
  • সে | 198.155.168.109 | ২৬ জানুয়ারি ২০১৬ ১২:৫০692295
  • জঘন্য বিষোদ্গার চলছে
  • সৌম্য | 47.48.65.116 | ২৬ জানুয়ারি ২০১৬ ১২:৫৫692296
  • দ একমত, "সাধারন মানুষ" কোন হোমোজিনিয়াস এনটিটি না। একটা বিরাট দেশে অনেক রকমের মতবাদ দেখা যায়, তাই কিছু মানুষ পরষ্পরের প্রতি বন্ধু মনোভাবাপন্ন হবেন, কিছু নিউট্রাল, কিছু শত্রু এরকম তো হবেই। আমার প্রশ্ন ছিল বেশীর ভাগ লোক কিরকম ভাবে সেই নিয়ে।

    "সাধারণ মানুষদের মনের কথা তো বড় বড় ট্যাবলয়েড লেখে না। তাই তাদের নিজেদের লেখা পড়ুন। " একমত, ট্যাবলয়েডে এদের কথা লেখেনা, এমনকি এরাও কোথাও নিজেদের কথা লেখেনা। তবে নিজেদের মধ্যে কথা বলে।

    পড়ুন, পড়ুন, আমি আসলে যাদের কথা বলছি তারা আরও "সাধারন" বা আরও পাতি। এরা কেউই ভারত থেকে পাকিস্তানে ঘুরতে যায়না (বা উল্টোটা), বা এদের অনেকে ব্লগও লেখেনা, আদৌ লেখালিখি করেই না। ধরুন একটা শহরে গেছি, কোনভাবে ট্যাক্সিচালকের সাথে কথা হলো, হয়তো এই টপিকেও কথা হলো (যদিও সেটা খুবই রেয়ার), তো অটো চালকের স্পষ্ট বিদ্বেষ বেরিয়ে এলো। রাস্তার ধারে ধাবায় কোথাও খেতে বসেছি, কখনো হয়তো একটা মন্তব্য কানে এলো। বা ট্রেনে যাচ্ছি, সহযাত্রীরা নিজেদের মধ্যে গল্প করছেন, তার মধ্যে পাকিস্তান নিয়েও একটু আলোচনা হলো। এরকম আরকি, এরা ব্লগ ইত্যাদি কেউ খুব একটা লেখেনা। ছোট থেকে এরকম নানান জায়গায় নানান লোকের টুকরো টাকরা মন্তব্য বা গল্পগুজবে যে মনোভাব প্রতিফলিত হতে দেখেছি সেটাই বলছি। আমি পাকিস্তানে কখনো যাইনি, তাও টিভিতে বা কাগজে পড়ে যেমন মনে হয়েছে, ওদের দেশের সাধারন মানুষেরও অনেকেরই এরকম চাপা বিদ্বেষ বা শত্রু মনোভাব আছে। একেবারেই ঘরোয়া আলোচনার কথা বলছি, ব্লগ টগ না।

    আর এই মনোভাব কিন্তু লরেনবাবু বা কংগ্রেস বা মিডিয়া (বা পার্টি) ম্যানুফাকচার্ড কনসেন্টের বাইরে। বিজেপির সাথে কোনরকম সম্পর্ক নেই, এমন অনেক লোককে দেখেছি এরকম মনোভাব। বড়োজোর বলা যায় যে বিজেপি এই মনোভাবটা কিছুটা নিজেদের ফেভারে এনক্যাশ করেছে।
  • সে | 198.155.168.109 | ২৬ জানুয়ারি ২০১৬ ১২:৫৭692297
  • সৌম্যর পোস্টের সঙ্গে একমত। এই অভিজ্ঞতা আমারো।
  • h | 127.194.226.167 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:০০692298
  • রোবু, হ্যাঁ এবং সেই সংখ্যাগুরু তে 'আমরা' ও বতিনের সঙ্গী। অল্প স্বল্প এদিকি ওদিক যেমতি কর্ণাটক ও কেরালা ;-)
  • h | 127.194.226.167 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:০১692301
  • এতি দিফেন্দিং এর পরে বতিন এসে একটা কালজয়ী মিসোজিনিস্ট মন্তব্য করলেই কেসটা জমে ;-)
  • সৌম্য | 47.48.65.116 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:০১692299
  • lcm এর লেখাটা বাস্তব মনে হলো। মানে এই যে কখনো কখনো বলা হয় যে দু দেশের সাধারণ মানুষের কিন্তু কোন শত্রু মনোভাব নেই, সব দোষ আসলে দু দেশের সরকার আর মিডিয়ার, এটা আমার খুব একটা বাস্তব চিত্র মনে হয়না। ভারত, পাকিস্তান দুদেশেই একদম নীচু স্তরেও হিংসা আছে বলে মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন