এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বীরপূজো, নেতাজি পূজো বন্ধ হৌক

    bip
    অন্যান্য | ২৩ জানুয়ারি ২০১৬ | ১৩৮৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | 126.202.0.245 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৪:১৫692478
  • কাউন্টার করা দরকার।
  • :) | 47.130.227.133 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৪:৩১692489
  • গরু আর Rum েzকোনো দিন ভোট দিতে পারি
  • Arpan | 125.118.222.61 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৪:৩২692500
  • সিকি জানে না।

    চতুর্থ ব্যক্তিটি হলেন দাদা। এক অ্যাক্টিভ আরেসেস করনেওলা চাড্ডি কলিগ আমাকে ক'দিন ধরেই খুঁচিয়ে যাচ্ছে দাদাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে প্রোজেক্ট করলে বিজেপি কতগুলো আসন পাবে?

    আমি খালি বলেছি ডিড্ন্ট ইউ গাইজ লার্ন এনি লেসন ফ্রম কিরণ বেদী এপিসোড?
  • kc | 204.126.37.78 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৪:৩৮692511
  • কাকে কাকে কাউন্টার করবা? নিজের কথাই বলি, চারপাশে আত্মীয়্স্বজনের মধ্যে যে এত ছুপা চাড্ডি আছে কোনওদিন ভাবতেও পারিনি। পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি।
  • potke | 126.202.0.245 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৪:৪২692522
  • হাল ছড়লে হবা? আপিসে ভর্তি চাড্ডি কিন্তু খাপ খুলতে দি না, কয়েকটা সন তারিখ আর কিছু বই কোট করলেই চুপ, চাড্ডি তো আফটার অল ঃ)
  • Arpan | 125.118.222.61 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৪:৪৪692533
  • শুধু বাংলা না, সুভাষ বোসকে সর্বভারতীয় প্রেক্ষিতেই বিজেপির দরকার, কংগ্রেসকে হুড়কো দিতে এবং নিজেদের জাতীয়তাবাদী রাজনীতির আইডিওলজির জন্য গ্রহণযোগ্য মুখ খুঁজতে (হেডগেওয়ার, গোলওয়ালকর ইত্যাদিদের বাইরে)। বলতে নেই, প্যাটেল ছাড়া এখন অব্দি কাউকেই সেরকম ভাবে এখনো প্রোজেক্ট করা যায়নি।

    তাছাড়া বাংলার বাইরে অনেক জায়গাতেই, বিশেষ করে দক্ষিণে নেতাজি এখনো প্রবল জনপ্রিয়। সুভাষবোস তামিলদের মধ্যে খুব প্রচলিত নাম। একটা অরবভারতীয় আবেগ এনক্যাশ করার জায়গা তো আছেই।
  • kc | 204.126.37.78 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৪:৪৭692544
  • আর আপিসের লোক, শালাদের সঙ্গে কোনও তর্কে যদি অ্যান্টি বিজেপি কথা বলি তো ইম্মেডিয়েট ট্যাগ, "ব্যহেন্চোত অ্যান্টি ন্যাশনাল" আর কংগ্রেসের এগইন্স্টে কিছু খাপ খুললেই "কম্যুনাল সালে"। ফলে দুতরফের গ্যাদারিং থেকেই বাদ।

    ভালোই হয়েছে।
  • Arpan | 125.118.222.61 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৪:৪৮692554
  • আরে না, ইট ডাজন্ট ফিট অল। মাঝখান দিয়ে খালি রাহুল গান্ধীর চামচা বলে বাজে গাল খেতে হয়।
  • kc | 204.126.37.78 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৪:৪৯692555
  • আর এদিকে প্যাটেলের সঙ্গে সুভাষের তো একদম আদায়-কাঁচকলায় ছিল। আর সেটা বেশ ভালোভাবেই ডকুমেন্টেড।
  • Arpan | 125.118.222.61 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৪:৫০692557
  • হ্যাঁ, কেসির অবজার্ভেশন আমার সাথে মেলে। বাড়তির মধ্যে আমি চৌত্রিশ বছর নিয়েও প্রচুর ক্রিব মারি, কাজেই আপাতত আমি মুলোপন্থী। ;-)
  • Arpan | 125.118.222.61 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৪:৫১692558
  • * সর্বভারতীয়
  • potke | 126.202.0.245 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৫:০৪692559
  • আর স্বরাষ্ট্রমন্ত্রক প্যাটেলের হাতে ছিল ঃ)
  • | 192.69.246.234 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৫:০৯692560
  • ব্যাহেনচোদ অ্যান্টি ন্যাশনাল আর ব্যাহেনচোদ অ্যান্টি হিন্দু শুনে শুনে মুখস্থ হয়ে গেল :)
  • Arpan | 125.118.222.61 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৫:১০692561
  • ওরে ভাইডি, জ্যানাগ্যান অত ইতিহাস ভূগোল মনে রাখে না। মোদ্দা কথা, সুভাষ নেহরুর দ্বারা ভিক্টিমাইজড (প্রিইন্ডিপেন্ডেন্স) আর প্যাটেলও তাই (পোস্ট ইন্ডিপেন্ডেন্স) - এইরকম লোককে খাওয়ানো গেলে মন্দ কী!
  • দেব | 127.248.141.94 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৫:২২692562
  • আগেও লিখেছি, বিপ্লবদা যা লিখেছেন খুব সত্যি কিন্তু এদেশে পুজো আর খিস্তির মাঝামাঝি কোনও জায়গা নেই। হয় সাঁতরে মহাসাগর পেরিয়েছিলেন আর নয় জাপানীদের পাপেট (বা তোজোর কুকুর) ছিলেন। এইজন্যই বাচ্চাদের প্রথমটা পড়ানো হয়।

    আমার কোন সন্দেহ নেই যে জাপান, জার্মানী যুদ্ধে জিতলে ভারত (এবং চিন ও দক্ষিণ পূর্ব এশিয়ার একটা বড় চাঙ্ক) জাপানের দখলে যেত। অন্য দেশগুলো দেখুন। ভিয়েতনামকে জাপান ফ্রান্সের হাত থেকে উদ্ধার করেনি, কেড়ে নিজের পেটে পুরেছে। ইন্দোনেশিয়াকে নেদারল্যান্ডের থেকে। কোরিয়া আর উত্তর পূর্ব চিন তো ছেড়েই দিলাম। বার্মা। এরকম একটা দেশ ভারতের মতন দুধেলা গরুকে ছেড়ে দিত? খেপেছেন। বিপ্লবদা এর আগে লিখেছিলেন নেতাজী ডিকটেটর হতেন কি না, কিরকম দেশ চালাতেন সেই সব প্রশ্নই অর্থহীন কারণ জাপানই নিয়ন্ত্রণ করত সবকিছু। তিনি বিরোধিতা করলে দু'মিনিটে সরিয়ে দেওয়া হত। স্পট অন। নেতাজি বা অন্য কোন আইএনএ জেনারেল পাল্টা ফাইট দিয়ে কিছু করতে পারতেন কি না ডাউট আছে। বাট দেন এগেন প্রাইস অফ ফ্রিডম ইজ এটারনাল কেলাকেলি। কেঁদে লাভ নেই।

    আং সাং এর নাম শুনেছেন? এনাকে বার্মার নেতাজী বলতে পারেন। ইনিও জাপানে যান। তাদের সাহায্যে সেনাদল বানিয়ে বার্মায় ব্রিটেনের বিরুদ্ধে লড়েন। কিন্তু বার্মা থেকে ব্রিটেন হটার পরে জাপানের আসল চেহারা সামনে আসে। ইনি শেষ পর্যন্ত দল পাল্টে ব্রিটেনের পক্ষে যোগ দেন এবং জাপানের বিরুদ্ধে লড়েন! জাপান হটে বার্মা থেকে। কোয়াইট টেলিং। এনারই মেয়ে হচ্ছেন আং সাং সু কি।

    কিন্তু উল্টোদিকটা হচ্ছে ভারত তো অলরেডিই দখলে ছিল আরেকটা দেশের। আরো বড় কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন অমন ধোলাইটা না খেলে ভারত অহিংস আন্দোলন করে স্বাধীন হতে পারত ভাবতেই হেঁচকি ওঠে। সোজা আঙুলে ঘি ওঠে কখনো? নেতাজি একটা চেষ্টা করেছিলেন। জাজ করা মুশকিল।

    আচ্ছা এই এটলির কমেন্টটার সোর্স পাওয়া যাবে? নেট জুড়ে দেখছি লোকজন এইটার কথা বলেন। আমি খুঁজে পাচ্ছি না কিছু।
  • Arpan | 74.233.173.193 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৫:২৮692563
  • সুকর্ণও মনে হয় একই লাইনে খেলেছিলেন।
  • Ekak | 212.62.91.50 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৯:১৮692564
  • সময় টা দেখুন সময় টা । নেতাজি -মুসোলিনি এদের একতারে খিস্তনোর আগে সময়টা দেখুন। সোশালিস্ট দুই ব্লাড ব্রাদার মিলে তখন পরস্পরকে অস্বীকার করছে । একদল বলছে রাষ্ট্রের সীমা না মেনে শ্রমিক সমাজ এইসব। আরেকদল যাদের দেশের মতই মানুষ কে এক করতে হচ্ছে তারা টের পাচ্ছে শ্রমিক ট্যাগিং এর নেগেটিভ দিক আছে বরং জাতীয়তাবাদ এর ছাতার তলায় আনলে পাবলিক কে অনেক বেশি মাতানো যাবে । ইল পপলোদেতালিয়া পড়তে পারেন , মুসোলিনির সময়ের গণশক্তি আর কি। প্রচুর প্রবন্ধ আছে ন্যাশনালিস্ট সশালিস্ম নিয়ে ।

    এরকম অমুক ভালো লোক তমুক খরাব এগুলো তুপিকাল বামন্দেব এর রচনা মার্কা দৃষ্টিভঙ্গী। আপনার সামনে একটা গ্রহ আছে । তাতে বিভিন্ন পাল লোক আছে । তাদের বিভিন্ন স্বার্থ । পাবলিক কে কখনো ঠান্ডা করতে হবে কখনো গরম। আলটিমেট থিওরি কিস্যু নাই ।এবার ভাবুন একটা লোক প্ল্যানার হিসেবে ঠিক -ভুল কি করেছে করতে পারত সেই ডেল টি তে দাঁড়িয়ে ।
  • ranjan roy | 24.99.65.144 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৯:৩৫692565
  • "আগেও লিখেছি, বিপ্লবদা যা লিখেছেন খুব সত্যি কিন্তু এদেশে পুজো আর খিস্তির মাঝামাঝি কোনও জায়গা নেই। হয় সাঁতরে মহাসাগর পেরিয়েছিলেন আর নয় জাপানীদের পাপেট (বা তোজোর কুকুর) ছিলেন। এইজন্যই বাচ্চাদের প্রথমটা পড়ানো হয়।"।
    --- ঠিক। বাঙালী আবেগপ্রবণ জাত, ভক্তি করতে একজন আইকন চাই-ই চাই। তোমরা রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব--জাতীয় কথা! ভাবা যায়! এ যেন ঠাকুর বিবেকানন্দকে বলছেন-- হ্যাঁ, ঈশ্বরকে দেখেছি। তোকেও দেখাতে পারি।
    তারপর বৃটিশ পুলিসের কড়া পাহারাকে বুড়ো আঙুল দেখিয়ে কাবুলিওয়ালা সেজে ভারত থেকে বেরিয়ে যাওয়া। ফৌজ গঠন করে লড়াই করা। এ যেন আনন্দমঠের বিদ্রোহী দল। তাই কয়েক্দশক আগে নেতাজীর প্রেমপত্র ছাপায় ক্ষুব্ধ বাঙালী জনগণ আবাপ'র অফিসে তান্ডব করে।
    ছোটবেলায় শুকতারায় নেতাজীর কাল্পনিক সৈনিক অজয় নন্দীকে রোমহর্ষক গল্পগুলো যাঁরা পড়েছেন---।
    আসলে বাঙালী সর্বভারতীয় ক্ষেত্রে পিছিয়ে গিয়ে হীনমন্যতায় ভোগে। তাই চাই এই মিথ-- যদি নেতাজী ফিরে আসেন! যদি বাঙালীর দিন ফেরে!
    হ্যাঁ, গায়ের জামা খুলে হাওয়ায় ঘুরিয়ে সৌরভ সেই আবেগকে ছুঁয়ে আমাদের আইকন হয়ে উঠলেন। দ্রাবিড় বা গাভাসকরের মত খালি নির্বিকার রান মেশিন হলে হয়ত এতটা জনপ্রিয় হতেন না।
    কয়েক দশক আগে সিপিএম এর রেজিমেন্টেড শাসনের বিরুদ্ধে আওয়াজ তুলে মাথা ফাটিয়ে মমতা হয়ে উঠলেন যাত্রাপালায় "বাঙলার বাঘিনী মমতা"! ক্ষী কান্ড! তারপর এলো এক ক্যাচি স্লোগান--মা-ম্মা--ম্মা!
    ইডিপাস কম্প্লেক্সে ভোগা বাঙালী ম্যা-ম্যা ধ্বনি তে সাড়া দিল।
    তারপর কী হইল জানে শ্যামলাল।
  • শু | 59.207.24.163 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৯:৪৯692566
  • শিব্রাম নেতাজিকে কান-পাতলা লোক বলেছিলেন!
  • সে | 198.155.168.109 | ২৫ জানুয়ারি ২০১৬ ০২:৩৫692568
  • নেতাজী এই অ্যানালিসিস/লেখাগুলো পড়লে কী বলত সেটা ভাবছি।
  • aranya | 83.197.98.233 | ২৫ জানুয়ারি ২০১৬ ০৫:১৫692569
  • জাপান জিতলে ভারত অকুপাই করে রাখত, এ নিয়ে সুভাষ-কে দোষ দিয়ে লাভ নেই, অত ভবিষ্যৎ দর্শন করা সেই সময়ে দাঁড়িয়ে তার পক্ষে করা সম্ভব ছিল না।

    তবে আন্দামানে জাপানি-দের অত্যাচারের কথা আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক অব্গত ছিলেন কিনা, সেটা জানতে ইচ্ছে হয়
  • S | 179.57.10.166 | ২৫ জানুয়ারি ২০১৬ ০৭:২২692570
  • নেতাজিকে নিয়ে এই নাটকে মোদি আর দিদি পুরস্কার নিয়ে যাচ্ছেন। সত্যিই যদি তেমন কোনো নেহেরু বিরোধি ফাইল তথ্য থেকে থাকে কনগ্রেস এতোদিনেও সেগুলো সরায়নি? আর ডিএনে টেস্টে বাধাটা কোথায় কে জানে?

    এনিওয়ে, এখানকার অনেক মোদিভক্তরা আবার ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে, খিল্লি ওরায়।
  • বু গু | 192.69.246.234 | ২৫ জানুয়ারি ২০১৬ ০৭:৫৭692571
  • 'তবে আন্দামানে জাপানি-দের অত্যাচারের কথা আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক অব্গত ছিলেন কিনা, সেটা জানতে ইচ্ছে হয়'

    না, ছিলেন না। সিকির আন্দামানের ট্র্যাভেলগে এই নিয়ে অল্প করে লেখা আছে। নেতাজি কিছুই জানতেন না এ ব্যাপারে।
  • aranya | 83.197.98.233 | ২৫ জানুয়ারি ২০১৬ ০৮:১৫692572
  • আমারও তাই ধারণা ছিল। জানা সত্বেও কোন ব্যবস্থা নিচ্ছেন না, নীরব থাকছেন -এটা ঠিক নেতাজি-র চরিত্রের সাথে যায় না
  • aranya | 83.197.98.233 | ২৫ জানুয়ারি ২০১৬ ০৮:১৭692573
  • প্রসঙ্গান্তরে -আসলি বু গু কি এখনও লিখছেন? না কি বড্ড বুড়ো হয়ে গেছেন, অবসর নিয়েছেন?
  • SC | 117.206.249.8 | ২৫ জানুয়ারি ২০১৬ ০৯:০৬692574
  • "আগে অমুক বই পরে আসুন, তারপরে নেতাজি নিয়ে তর্ক করতে আসবেন", এইগুলো কোনো সিরিয়াস যুক্তি নয়। এটা ওই সিপিএম এর লোকেদের, "ক্যাপিটাল পুরোটা পড়া আছে? শিল্পায়ন নিয়ে তর্ক করতে আসছিস যে" টাইপের যুক্তি।
    সময়ের নিরিখে কিছুটা ছাড় অবশ্যই দেওয়া যায়। প্রথমে নেহেরু/গান্ধী/নেতাজি সকলেই মুসোলিনির পক্ষে লিখেছেন। পরে কিন্তু (মনে হয় ৩৯-৪০ র আশেপাশে) দেখা যাচ্ছে তারা মত পাল্টাচ্ছেন। নেতাজীর ক্ষেত্রে সেরকম দেখিনি।
    ভারতীয় historian রা, আর বিশেষ করে সুগত বসু জাতীয় প্রো-নেতাজি historian রা নেতাজি আর হিটলার এর ব্যাপারটা একটু নেতাজীর দিকে চেপে যান। দু বছরের অধিক সময় নেতাজি জার্মানি তে কাটিয়েছেন, জার্মান সরকারের সঙ্গে মিটিং করেছেন। সেই সময়কালে হিটলার কি করছিলেন, সারা বিশ্ব জানে।
    নেতাজি তো রাজনীতি সচেতন মানুষ, এমনকি বৈজ্ঞানিক টাইপের লোকজন, যারা পরে টের পায়, তারাও প্রতিবাদ করে, জার্মানি ছেড়েছে।
    এবারে এটা বিশ্বাস করতে হবে, নেতাজি কিছুই জানতেন না? jew দের গ্যাস চেম্বারে মারা হচ্ছিল, আর নেতাজি কিছু জানতেন না?
    আবার আজাদ হিন্দ ফৌজ আন্দামান নিকবারে ক্ষমতায় ছিল, অথচ সেখানে কি হচ্ছে, নেতাজি কিছু জানতেন না। :o
    (এটা হতেই পারে, যে নেতাজির কাছে ভারতের স্বাধীনতা টা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু জানতেন না থিওরি জাস্ট নেওয়া যায় না। আগেও বলেছি, নেতাজির রাজনীতির আমি ঘর বিরোধী, কিন্তু ওনার দেশপ্রেম unquestionable )।

    এই নেতাজীর না জানা গুলো অনেকটা সেই বুদ্ধবাবুর "উনি তো জানতেন না, গুলি চলেছে", বা মমতার ওই বিবিধ "অনুব্রত এরকম নাকি, উনি জানতেন না" র মত শোনাচ্ছে।
    আসলে সোশ্যাল মিডিয়া র যুগে এদের কাউকেই বাস করতে হয়নি। মমতা ওযুগে জন্মালেও অগ্নিকন্যা হিসেবেই adored হতেন। লোকে বলত, পার্ক স্ট্রিটের ব্যাপারে উনি কিছু জানতেন না, আর ওসব ছোটখাটো ব্যাপার। অনেক তাবর তাবর historian এনে অনেকরকম ব্যাখ্যাও দেওয়া যেত, কেন কার্টুনের জন্য কাউকে গ্রেপ্তার করা হলো, ইত্যাদি।

    নেতাজি RSS এর বিরোধী ছিলেন কিনা ভগাই জানে। তবে RSS এর কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ একটা সামরিক strongman হিরো। নেতাজি তাতে খাপে খাপ মিলে যান।
  • ছোট করে | 192.69.246.234 | ২৫ জানুয়ারি ২০১৬ ০৯:২৬692575
  • ছোট করে লিখে দেওয়া যাক।

    জার্মানির গল্প নেতাজি জানতেন না এমন নয়। জেনেও চেপে গেছিলেন, কারণ ঐ, শত্রুর শত্রু আমার মিত্র। ধারণা ছিল হিটলারই ইংরেজকে চোখে সর্ষেফুল দেখাতে পারবে, তাই হিটলারের সাতখুন মাফ করেছিলেন।

    জাপানিরা অত্যাচারে ইংরেজদের অনেক ওপর দিয়ে যেত। আন্দামানে যখন নেতাজি পা রাখেন - তখন দ্বীপপুঞ্জ জাপানিদের দখলে। রাজধানী ছিল রস আইল্যান্ড, ব্রিটিশদের ফেলে যাওয়া বিল্ডিংয়েই জাপানিরা দাপিয়ে বেড়াত। আর সেলুলার জেল, অ্যাবের্ডিন বাজার - যে সব জায়গায় জাপানিরা নারকীয় হত্যালীলা চালাচ্ছিল, সেগুলো সব পোর্ট ব্লেয়ারে। নেতাজিকে পোর্ট ব্লেয়ারে পা রাখতে দেওয়া হয় নি। উনি রস আইল্যান্ড থেকেই ফিরে যান। কোনওভাবে পোর্ট ব্লেয়ারের খবর তাঁর কানে আসতে দেওয়া হয় নি।
  • সিংগল k | 76.249.84.76 | ২৫ জানুয়ারি ২০১৬ ০৯:৪৯692576
  • দখিনে নেতাজী হেব্বি জনপ্রিয় তো। এইতো গত পর্শু দিনকে সারাদিন ঢাউস ঢাউস বক্সে সেন্নাই এক্সপ্রেসের গান বাজিয়ে লুংগি ড্যান্স এর মাধ্যমে নেতাজী পুজো হল। আমি মৃদু আপত্তি তোলায় ছবি দেখিয়ে দিল যে সিংগাপুরে নেতাজী লুংগী পরে মিশনের কালীআম্মার মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। ব্যাস আর কি চাই? চালাও মাইক।

    তবে নেতাজীর সঙ্গে অরবিন্দ ঘোষ আর ভীভেকানন্দও হেবী পপুলার। মানে যাঁরাই স্বাদ- আহ্লাদ বিসর্জন দিয়ে এদিকে কিছুকাল কাটিয়েছেন আর কি। নেতাজী ব্যাতিক্রম।
    মনে হয় ডিডিদা এবং সিবিও এই তালিকায় শিগগিরি স্থান পাবেন।
  • T | 165.69.191.254 | ২৫ জানুয়ারি ২০১৬ ১০:০৯692577
  • আচ্ছা, বই ফই পড়তে আপত্তি। ওকে।

    'সেইসময় হিটলার কি করছিল সারা বিশ্ব জানে'। কই, ১৯৪২ এর নভেম্বরের আগে 'সারা বিশ্ব' কোথায় জানত যে হলোকস্ট চলছে! হিটলার সোভিয়েত রাশিয়া আক্রমণ করছেন ১৯৪১ এর জুনে। পোলান্ড, রাশিয়া, স্ক্যান্ডিনেভিয়ান ডেথ ক্যাম্পগুলোতে কি ঘটছে সেটা জানা গেছে তার একবছর পরে। রিট্রিটিং জার্মান আর্মির আর ইন্ডিয়া আক্রমণের ক্ষমতা নেই দেখে বোস ইউ-বোটে করে চলে যাচ্ছেন। ফেব্রুয়ারি ১৯৪৩।

    আর এমনিই উইকি লিঙ্ক ফিঙ্ক এসবে দেওয়া আছে তো, নেতাজীর চিঠি পত্রের অংশ বিশেষ। যেখানে উনি নাজিদের থিয়োরী সাবস্ক্রাইব করছেন না। নিজেই লিখেছেন। সেই ১৯৩৬ সালে।
  • T | 165.69.191.254 | ২৫ জানুয়ারি ২০১৬ ১০:১৯692579
  • আর অমুক বই পড়ে আসুন তারপর নেতাজী নিয়ে তর্ক করতে আসবেন, এটা ভীষণ রকম সিরিয়াস যুক্তি। এবং এটা ঐ সিপিএম লোকেদের 'ক্যাপিটাল পুরোটা পড়া আছে? শিল্পায়ন নিয়ে তর্ক করতে আসছিস যে' এর সাথে মেলে না। নেতাজীর ভালো মন্দ ইত্যাদি বিশ্লেষণ করার জন্য কিছু তথ্য বা ফ্যাক্ট তো জানা দরকার রে বাবা। অ্যামনকি বিপ পালও নির্মোহ ব' লেখার সময় বিবিধ লিঙ্ক নিয়ে হাজির হন। শিল্পায়ন ইত্যাদি বিতর্কের মধ্যে কিছু কিছু সাবজেক্টিভ অ্যানালিসিস থাকে সেখানে মনের মাধুরী মেশানোর স্কোপ থাকে। তাই ক্যাপিটাল পড়ে আসতে বললে রেগে যাওয়া স্বাভাবিক। কিন্তু অবাক হয়ে যখন ভাবছেন যে, নেতাজী হলোকস্ট জানতেন না! তাই কখনো হয়! তখন, একটু তথ্য ইত্যাদি নেড়ে ঘেঁটে তো দেখতে হবেই। ঐ জন্যই বই পড়ার নিদান। তথ্য ছেঁকে নিন, দুয়ে দুয়ে চার করুন। সিম্পল। আপনিও জানলেন, লোকেও জেনে উপকৃত হ'ল। যেমন যদি বলেন যে নেতাজী ফ্যাশিস্ত ছিলেন, একটু তথ্যপ্রমাণ সহ বললে আর কি মানতে সুবিধে হয়। নইলে হাওয়াও মিসিং, কংক্রিটও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন