এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বীরপূজো, নেতাজি পূজো বন্ধ হৌক

    bip
    অন্যান্য | ২৩ জানুয়ারি ২০১৬ | ১৩৬৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • আগ্গে না | 86.68.58.148 | ২৭ জানুয়ারি ২০১৬ ০৯:০৮692469
  • ডেস্কটপেও এরকম ধুমসোই আসছে।
  • Abhyu | 85.137.3.12 | ২৭ জানুয়ারি ২০১৬ ০৯:১২692470
  • ঠিকই, আমিও জাম্বো সাইজই দেখছি।
  • potke | 126.202.69.217 | ২৭ জানুয়ারি ২০১৬ ০৯:১৩692471
  • কেশী তো টোকিও থিসিস পড়েছে, ওখানে কি এরকম লেখা আছে " বেনিভোলেন্ট ডিকটেটরশিপ" থাকবে প্রথম কিছু বছর স্বাধীন ভারতে, তারপর ইলেকশন কল করা হবে?
  • ranjan roy | 24.99.25.132 | ২৭ জানুয়ারি ২০১৬ ১০:০৫692472
  • টোকিও থিসিস কী?
  • Arpan | 125.118.12.24 | ২৭ জানুয়ারি ২০১৬ ১০:১৪692473
  • মাইরি বোতিন পুরো উইকিলিক্স। কখন কার নাম কীভাবে বেরিয়ে যাবে ভগাও জানে না।
  • Blank | 11.39.36.173 | ২৭ জানুয়ারি ২০১৬ ১০:৩৫692474
  • কিন্তু নাকে কান্না এপিসোড কখন আসবে? ভিক্টিম ভিক্টিম ডাক ছারি
  • kc | 198.236.88.20 | ২৭ জানুয়ারি ২০১৬ ১০:৫৮692475
  • পটকে তা আছে, কিন্তু তার অনেক আগে ওনার লেখায় যে কম্যুনিজম ও ফ্যাসিজিমকে মিশিয়ে তৈরী করা সাম্যবাদের কথাও পড়েছি। কিছু ভাষণে শ্রমিক ও কৃষকদের এক হয়ে আন্দোলনের পরামর্শ দেওয়া, এসবও আছে। বর্ণময় আবেগি চরিত্র।

    আমি খুঁজছি রজনী পাম দত্তের লেবার মান্থলি পত্রিকায় বের হওয়া ওনার সাক্ষাৎকার, যেখানে উনি বলেছিলেন ফ্যাসিজিম গ্রহন করা ওনার পক্ষে সম্ভব না।
  • kc | 198.236.88.20 | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:১৯692476
  • আর এই ধুমসো ধুমসো স্মাইলি চিপকানো আর গোঁড়গেলের ন্যাজ দিয়ে কান খোঁচানো একইরকম বিপজ্জনক।
  • potke | 126.202.103.39 | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:১৯692477
  • তার মানে, টোকিও থিসিসে আছে, গুড।

    কিন্তু সেই মনোভাব বদলাতে পারে তো, আমার তো ওনাকে বেশ ফিকল মনে হয়। সাক্ষাত্কার কত সালে নেয়া?

    রায়্মশায়, টোকিও থিসিস আর জ্যাপান থিসিস দুটো নেতাজীর লেখা ডকুমেন্ট, যেখানে ইনডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ভিসন ডকুমেন্ট টাইপ ছিল। ইট ইস এলেজড বাই অ ফিউ ড্যাট আ লট ওফ ইন্ডিয়া'স ফার্স্ট প্ল্যানিং কমিশন আইডিয়াস ওয়ার বরোড ফ্রম বোথ উইদাউট অ্যাট্রিবিউটিং ডিউ ক্রেডিট টু সুভাষ বোস।

    কেশী কন্ফার্ম করতে পারবে।
  • d | 144.159.168.72 | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:২১692479
  • কেসি স্ক্যানালে আমারও মেক কপি চাই প্লীজ
  • potke | 126.202.103.39 | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:২৩692480
  • to be honest, KC, I'm a bit dumbfounded about his ideologoical position; hope some clarity emerges when I read more, courtesy you :)

    আলো ( আলু নয়, ওটা হানু দার সাবজেক্ট) দেখাও ঃ)
  • b | 135.20.82.164 | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:৩২692481
  • কিন্তু কংগ্রেসের ফার্স্ট প্ল্যানিং কমিশন ১৯৩৮ এর। সেটাও বোসবাবুর সময়ে।
  • kc | 204.126.37.78 | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:৩৬692482
  • আরে আমিও তোমার মতই এই লোকটাকে নিয়ে ক্রেডিবল ডকুমেন্ট খুঁজে বেড়াই। ওনার আইডিওলোজিক্যাল পজিশন একটাই ছিল, ব্রিটিশ ভাগাও। একদম নলিনাক্ষ স্যান্যালের মতন কেস প্রায়, যিনি লন্ডনে পড়তে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টে দেশের পতাকা ঝোলাবেন বলে পাঁচিল বাইতে শুরু করেছিলেন।
  • cb | 208.147.160.75 | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:৩৮692483
  • ওহ, নেতাজীর আইডিয়োলজির কথা হচ্ছে!!
  • sosen | 184.64.4.97 | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:৩৮692484
  • গোঁড়গেল কি বস্তু?
  • একক | ২৭ জানুয়ারি ২০১৬ ১১:৪১692485
  • "Name: T

    IP Address : 24.100.134.244 (*) Date:26 Jan 2016 -- 09:15 PM

    "আসলেই টিকে থাকার কারনে হিংসা মানুষের মনে রক্তে ইনগ্রেইন। এন্থ্রপলজিস্টরা বলছেন হবসই সত্য।" -- এ বিষয়ে অ্যানথ্রোপ্লজিস্টদের মতামত অ্যাকচুয়ালি কি সেটা জানা যেতে পারে ? জাস্ট কৌতুহল। তবে প্রশ্নটা বিপ বাদে বাকী দের কাছে। বিপ বড্ড এদিক সেদিক থেকে খামচা মেরে কোট করেন।
    "

    টি
    আমি তো এন্থ্রপলোহিস্ট নই , তবে আগ্রহ সহকারে পড়ি । এরকম কোনো একপেশে থিওরি বাপু কোথাও পাইনি। একচুয়ালি হয়েছে কি , মানে মোকশীল টা কোথাও তুমিও জানো..পোস্ট নিউতনিয়ান থট প্রসেসের স্কলার রা ঠিক ওরকম আইদার রাঁধব নৈলে চুল বাঁধবো এপ্রছে নিজেদের দাবিদাওয়া পেশ করেননা। মানুষ আলটিমেটলি নিজের এক্সিতেনস ধরে রাখতে চায়। এই কারণে চুমু খেতে হলে খায় আবার কোপাতে হলে কোপায়। মানুষ মানেই(অন্দর্লাইন ) একটি স্বার্থপর হিংসুটে প্রাণী এই ধারণা টা একসময় খুব জনপ্রিয় ছিল কিন্তু এখন বেশ ক্লিশে। কোনো রিসেন্ট লেখাপত্রে এরকম পাই নি । কেও পেলে দেখান।

    আর হব্স -রুশো ইত্যাদি সম্পর্কে যাঁরা প্রচন্ড গদগদ তাঁদের এটুকুই বলার । যে প্লিস গ্রো আপ । এসব ষাট এর দশকের তর্ক । এটা ২০১৬। কার্ল মার্কস এবং আয়ান র্যান্ড একই কারণে শিশুসুলভ আর তা হলো ওদের মডেল ফ্রাতার্নীতি -সেল্ফিশ্নেস কে একদম সাদা -কালো গোলা গোলা ভাবে ধরে নিয়ে তৈরী। কোথায় স্তিম ইঞ্জিন নিয়ে নাচানাচি করা যুগ আর কোথাও ব্যাক গ্রাউন্ড এ মুড্ এলগরিদম রান করা সোশাল নেতযর্ক এর যুগ । অনেক বেশি জটিল সময়ে আমরা দাঁড়িয়ে আছি । অনেক বেশি।
  • kc | 198.236.88.20 | ২৭ জানুয়ারি ২০১৬ ১২:০২692486
  • পটকে সাক্ষাৎকারটা বোধহয় 41 বা 42 সালে নেওয়া। কনফার্মড না অবিশ্যি।
  • h | 213.99.211.18 | ২৭ জানুয়ারি ২০১৬ ১৩:১৪692487
  • ব্ল্যাংকি সারকাজম করলো, কিন্তু তাতেও সুইট কিছু বানান ভুল।
  • কিছু? | 126.50.59.180 | ২৭ জানুয়ারি ২০১৬ ১৩:২৩692488
  • গোটাগুটি একখানা - তাও সেটা ব্ল্যাংকির সিগনেচার স্টাইল। তাই বলে তুমি ব্ল্যাংকির বানাম্ভুল ধরবে? ধম্মে সইবে? মাকরসে সইবে?
  • ঊমেশ | 118.171.128.168 | ২৭ জানুয়ারি ২০১৬ ১৩:৪৩692490
  • সত্যিই বলছি, "রজনী পাম দত্ত" বলে কেউ সত্যি করে আছে জানতাম না।
    আমি তো ভেবেছিলাম, চন্দ্রবিন্দু, যাস্ট কেওরামি করে ওদের "তাতিন" গান টাতে নামটা ঢুকিয়েছে। আজ বেশ কয়েকবার গানটা শুনতে হবে। ধরে নিচ্ছি যত গুলো নাম গানে থাকবে, সবাই সত্যি মানুষ, কাল্পনিক কিছু নেই।

    মাইরি কতো কম জানি, আসলে মিশনে পড়িনি তো তাই।
    ব্রতীন কে দেখো, মাড়্কস থেকে অ্যাস্ট্রলজি, বাংলা সাহিত্য থেকে সঞ্জয় দত্ত, সব জানে।
    ঃ-)))
  • একক | ২৭ জানুয়ারি ২০১৬ ১৩:৪৭692491
  • :) মিডল নেম পাম , ওনার মায়ের নাম এ ।
  • ঊমেশ | 118.171.128.168 | ২৭ জানুয়ারি ২০১৬ ১৩:৫১692492
  • সঞ্জয় লীলা বানসালি'র মতো?
  • রজনী সেন রোড | 104.242.195.186 | ২৭ জানুয়ারি ২০১৬ ১৩:৫২692493
  • Rajani Palme Dutt
  • aka | 80.211.67.6 | ২৭ জানুয়ারি ২০১৬ ১৪:০৩692494
  • বোঝো, নেতাজী পড়তে এসে প্নেয়াজী পড়লাম। গুড জব গাইজ।
  • T | 165.69.191.254 | ২৭ জানুয়ারি ২০১৬ ১৪:২৬692495
  • একক, হ্যাঁ আমারও সন্দেহ হয়েছিল যে এইরকম একপেশে ধ্যানধারণা ইদানীং আদপেই গুরুত্ব দেওয়া হয় কি না।
  • h | 213.99.211.81 | ২৭ জানুয়ারি ২০১৬ ১৪:৪৬692497
  • নেতাজিত সঙ্গে বরাবর-ই পেঁয়াজির অসম্ভব প্রপিন্কুইটি আছে। কিন্তু পেঁয়াজির সঙ্গে প্নেয়াজির টা নতুন।
  • 0 | ২৭ জানুয়ারি ২০১৬ ১৬:৪৪692498
  • বিপ কি সোশাল কন্ট্রাক্ট থিওরির ব্যাপারে হবস্‌-রুশো'র আলাদা মত নিয়ে বলছিলেন?
    তাইলে h অলরেডি যেমনটা বলেছেন, ঠিক তাই হয়েছে। মানুষকে ওর'ম সাদা-কালো, ভালো-মন্দ, হিংস্র-নিরীহ, এমনি ভাবে ভাগ করাটা এযুগে পুরো বস্তাপচা অবসোলিট্‌ হয়ে গেছে।
    এখনকার থিওরিস্টরা ওই আদ্যিকালের তত্ত্বকে সমালোচনা ক'রে ধুয়ে দিয়েছেন।
  • ranjan roy | 24.99.166.142 | ২৭ জানুয়ারি ২০১৬ ২০:০৫692499
  • পোটকে,
    ধন্যবাদ। আচ্ছা, পাম দত্তের যে সিগনেচার বই আমাদের কৈশোরে অবশ্য পাঠ্য ছিল India Gets Freedom তাতে চন্দ্র বোস সম্বন্ধে কী কী ছিল? বইটা হাতের কাছে নেই, তাই জিগাই।
  • aka | 74.134.234.206 | ২৭ জানুয়ারি ২০১৬ ২১:১৯692501
  • নেতাজী বেচে থাকলে ফ্যাসিস্ট হতেন কিনা, আর তেণ্ডুলকর আর ব্র্যাডম্যান একসাথে ব্যাট করলে কার স্কোরিঙ্গ রেট বেশি হত। এসব একই ধরণের আলোচনা। নো মেরিট বাট ফেভারিট পাস টাইম।

    তবে ২৩ তারিখ নকুলদানা আর বাতাসা সহযোগে নেতাজী পুজো করে ফ্ল্যাগ তুলেছি, বেশ মনে পড়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন