এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বীরপূজো, নেতাজি পূজো বন্ধ হৌক

    bip
    অন্যান্য | ২৩ জানুয়ারি ২০১৬ | ১৩৬৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • থাক না | 192.69.246.234 | ২৫ জানুয়ারি ২০১৬ ২২:৪৪692613
  • গর্বিত হিন্দুদের এসব বলে কী লাভ?
  • Bratin | 74.233.173.198 | ২৫ জানুয়ারি ২০১৬ ২২:৪৫692614
  • রোবু যে এর ক টাও ফুলতস মিস করতে দেখলুম না।

    এটা অবশ্য ঠিক ফুলতস ছিল না একটু এগিয়ে গিয়ে হাফভলি করে নেওয়া। গুড ঃ))
  • sinfaut | 69.94.117.248 | ২৫ জানুয়ারি ২০১৬ ২২:৪৬692615
  • চাড্ডি (কিংবা মৌসুমী প্রকাশনী আর আনন্দবাজার থেকে যারা ইতিহাস চর্চা শেখে তাদের) পারল্যান্সে এরা এক্সিস্ট করে নাঃ

  • Bratin | 74.233.173.198 | ২৫ জানুয়ারি ২০১৬ ২২:৫০692616
  • এই সন্ত্রাসবাদী দের প্রতি আমার কোন রকম ভালোবাসা মমত্ববোধ ইত্যাদি নেই।
    ( সন্ত্রাস বাদের পেছন সামাজিক, রাজনৈতিক,অর্থনউত্ক যে কারণ থাক্য়্ক নৈতিক কেন!!)
    তারা যে ভাষা চেনে ঠিক সে ভাষা তেই কথা বলার পক্ষপাতী আমি।

    এটা আমি "মেঘনাদ" বাবু কে বললুম
  • Bratin | 74.233.173.203 | ২৫ জানুয়ারি ২০১৬ ২২:৫২692617
  • আগে নিজের নামে লেখ। পরে পন্ডিতি দেখাবি
  • Bratin | 74.233.173.193 | ২৫ জানুয়ারি ২০১৬ ২২:৫৩692618
  • হমম এস রাইট।

    আমি পস্কিস্তান ঈ লিখতে চেয়েছিলাম
  • rabaahuta | 215.174.22.27 | ২৫ জানুয়ারি ২০১৬ ২২:৫৪692619
  • চমৎকার।

    "আমার তাদের সাথে কোন শত্রুতা নেই। শত্রুতা আছে এইসব ভারত আক্রমন কারী দের প্রতি"

    কিন্তু লিখে দেওয়াই যায়
    "মুসলিম রা যেখানে সেখানে আমাদের নিরপরাধ মানুষ মারবে, দেশেত যে কোন প্রান্ত দিয়ে ঢুকে ফায়ারিং শিরু করবে উইথাউট এনি প্রভোকেশন, আমাদের পার্লামেন্ট আক্রমন করেঅবে, সমুদ্র টপকে এসে রাতারাতি মুম্বাই শ্মশান করে দেবে।
    ....
    কে কী মনে করবে সেই ভেবে বসে থাকতো নাকি এই বাস্টার্ড গুলো ( সরি এর থেকে বেটার ওয়ার্ড পাচ্ছি না এই মুহুর্তে) কে এমন শিক্ষা দিত যেটা তারা সারা জীবনে মনে রাখতে?..."

    ব্রতীনদা অবশ্য আমাকে সঙ্গে অথবা নামহীন অথবা অপরিচিত কাউকে এইসব প্রসঙ্গে কোন উত্তর দেবে না। তা দিতে বাধ্য ও নয়, দরকারও নেই।

    হাওয়ায় বিদ্বেষ ভাসিয়ে দেওয়ার উত্তর হয়ও না, প্রয়োজনও নেই। শুধু একটু গৌরব থাকলেই হয়।

    যাগ্গে, আমিও থামি, এ তো আর নতুন কিছু না। গুরুর বাইরে তো নয়ই, গুরুতেও নয়।
  • sda | 74.233.173.193 | ২৫ জানুয়ারি ২০১৬ ২২:৫৯692620
  • কিন্তু নেতাজী খ্রীস্টানদের বিরুদ্ধে লড়েছিলেন নাকি ব্রিটিশদের বিরুদ্ধে ? কে দিবে উত্তর ?
  • Bratin | 74.233.173.193 | ২৫ জানুয়ারি ২০১৬ ২৩:২৯692621
  • হুতো, তোমার কথা পরলাম।

    এক্ষেত্রে আমার ক টা সিম্প্ল্য প্রশ্নঃ

    ১। এইযে নিরপরাধ মানুষ গুলো মারা যাচ্ছে তাদের প্রতি আমাদের কর্তব্য ঈ?

    ২। পস্কিস্তানের এই অন্যায় আক্রমন কে হ্যান্ডল কএআএ বেস্ত উপায় কী? সেটা আদৌ ফলপ্রসু হবে তাএ নিশ্চয়তা কী ?

    ৩। আর ক টা অক্ষরধাম, ক টা কারগিল, ক অটা মুম্বাই হামলা? সাধারণ এবং অতর্জিতে হানার জওয়ান র ল্রানের আহুতি??

    ৪। এর শেষ কোথায় এবং কীভাবে?
  • rabaahuta | 215.174.22.27 | ২৫ জানুয়ারি ২০১৬ ২৩:৪১692246
  • ব্রতীনদা, একটা প্রশ্নের উত্তরও আমার জানা নেই। তবে জাতিবিদ্বেষ ছড়ানো টা যে সমাধান নয়, বরং সমস্যার মূল, সেটা জানি।
    শান্তি, সাম্য, ধর্মনিরপেক্ষতা কিংবা ধর্মবিমুখতাকে খিল্লী না করে বরং সম্মান করলে কিছুটা সমাধানের দিকে এগুতে পারার চান্স আছে সেইরকম একটা ধারনাও আছে।

    কোন বিশেষ ধর্মের লোকজন এসে আমাদের সোনার দেশকে ছারখার করে দিলো, এইরকম বক্তব্য শুধু অসত্যই নয়, চরম ক্ষতিকরও, সেরকম বিশ্বাস করি।
  • hu | 140.160.143.215 | ২৫ জানুয়ারি ২০১৬ ২৩:৫১692247
  • হুতোদার কথাগুলো সর্বত্র বড় বড় করে লিখে শেয়ার করতে ইচ্ছে করছে।
  • Arpan | 74.233.173.203 | ২৬ জানুয়ারি ২০১৬ ০০:০০692248
  • এঃ আজ আবার রক্ত টগবগ করে ফুটেছে দেখছি।
  • S | 144.249.168.16 | ২৬ জানুয়ারি ২০১৬ ০০:০২692249
  • পাকিস্তানের ব্যাপারে যেটুকু বুঝেছিঃ
    ১) ৭১ এর যুদ্ধে বাঙ্গলাদেশ চলে যাওয়াটা এখনো দাগা হয়ে আছে। স্বাভাবিক ব্যাপার। আর ইন্ডিয়ার সাহসও বটে - পিছনে রাশিয়ান দাদারা ছিলো তাই রক্ষে।
    ২) তার প্রতিশোধ নিতে শুরু হয় এই গেরিলা ওয়ার (খালিস্তান, কাশ্মির ইত্যাদির মাধ্যমে)। কারণ তখন মনে হয় পাকিস্তানি এস্টাব্লিশমেন্টের মাথায় ঢোকে যে ট্র্যাডিশনাল ওয়ারে ভারতের সাথে পেরে উঠবে না (সাইজ একটা বড় কারণ)। এইটা কেউ একটু টাইমলাইন দেখে ঠিক বলছি কিনা বলতে পারবেন?
    ৩) সরকারের প্রত্যক্ষ মদত, মিলিটারি-আইএসাই এর তত্ত্বাবধানে এই এজেন্ডা একজিকিউট করা হয়। সঙ্গে নেওয়া হয় ভারত বিদ্বেষি মৌলোবাদি সংগঠন গুলোকে।
    ৪) সবই ঠিকঠাক চলছিলো। কিন্তু বাদ সাধলো কিছু পশ্চিমি বিরোধি আতংকবাদিরা যাদের আসল উদ্দেশ্য আলাদা হলেও অপারেশনাল কারণে পাকিদের সাথে জুড়ে যায়। এইটাই ব্লান্ডার হয়ে যায়।
    ৫) পস্চিমি দুনিয়ায় অ্যাটাক হতেই সবকটার উপরে খর্গ এসে পড়ে। পস্চিম দুনিয়া পাকিস্তান সরকারকে বলে দেয় সব আতংকবাদীদের বিনাশ করতে।
    ৬) মুশারফ খুব সফল ভাবে দুটো দলকে আলাদা রাখে। একদিকে অ্যান্টি ইন্ডিয়ান গ্রুপস, অন্যদিকে বাকিরা। সেকেন্ড গ্রুপের উপরে আক্রমন করলেও প্রথম গ্রুপকে বেশ ভালৈ পোটেক্ট করছিলো।
    ৭) কিন্তু ইন্ডিয়া খুব ভালো প্রোপাগান্ডা চালায় পাকিদের বিরুদ্ধে - সর্বত্র। তাছাড়া পশ্চিম তখন আর এই ভেদাভেদ করতে রাজি নয়।
    ৮) শরিফ অবশ্যি চাইলেও কিছু করতে পারছে না। কারণ মিলিটারি-আইএসাই আর ঐ মৌলোবাদি সংগঠন গুলোর ব্রেড অ্যান্ড বাটার ভারত-পাকিস্তানের রেষারেষি। এইটা বন্ধ হয়ে গেলে এরা চলবে কি করে। অনেকটা ইন্ডিয়ার কিছু চাড্ডিদের মতন (অবশ্যি চীন আছে, কিন্তু সেখানে ধর্মের ধোঁয়াটা ঠিক কাজে দেবেনা)।

    যাইহোক ব্যাক টু নেতাজি।
  • S | 144.249.168.16 | ২৬ জানুয়ারি ২০১৬ ০০:০৪692250
  • যাহ কনক্লুশন করতেই ভুলে গেলাম। সেজন্যেই মুসলমান নয়, ওরা পাকিস্তানি আতংকবাদী। কারণ পাকিস্তানের বাইরে আর একটা সরকার বা মুসলমানেরও সমর্থন আছে বলে মনে হয়্না।
  • aranya | 154.160.98.94 | ২৬ জানুয়ারি ২০১৬ ০০:২৭692251
  • 'পাকিস্তানের বাইরে আর একটা সরকার বা মুসলমানেরও সমর্থন আছে বলে মনে হয়্না'

    - এটা ঠিক নয়। বাংলাদেশে কিছু মানুষের সমর্থন আছে। আইসিস ভারত বিরোধী বক্তব্য রাখছে, আইসিস-এর লোকজন তো নিজেদের মুসলমান-ই বলে।

    অবশ্য আইসিস-এর ধর্ম সহি ইসলাম নয়, এমন বলেন অনেকে।
  • ranjan roy | 24.99.232.240 | ২৬ জানুয়ারি ২০১৬ ০০:৩৬692252
  • আছে অনেকগুলো ইন্টারেস্টেড গ্রুপ; কনফ্লিক্টিং ইন্টারেস্ট ও বটে। হ্যাঁ, বাংলাদেশে এমন কিছু গ্রুপ আছে যারা মনে করে অদূর ভবিষ্যতে দুইবাংলা যুক্ত হয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার জোরে নতুন ইসলামিক দেশ হবে। রিভার্স স্যুইং!
    এদের ঠেকানোর কোন লিনিয়ার সরল প্রোগ্রাম হতে পারে না। কিন্তু ধর্মীয় প্রোফাইল শুধু ভুল পথই নয়, বরং সেল্ফ-ডিফিটিং।
    চাড্ডি ও লুঙ্গি-- দু'পক্ষই চায় ধর্মীয় মেরুকরণ। আমাদের সাবধান থাকা দরকার যাতে অসতর্ক আবেগে ওদের খেলাটাই না খেলি! সেমসাইড গোল না দিই।
  • S | 144.249.168.16 | ২৬ জানুয়ারি ২০১৬ ০০:৪৮692253
  • হ্যাঁ ঠিক কথা বাংলাদেশে আছে কিছু কিছু। কিন্তু তারা নেহাতই সংখ্যালঘু বলেই মনে হয়। এক্সেপশান ছাড়া বেশিরভাগ ন-পাকিস্তানি মুসলমানেরাই প্রো-ইন্ডিয়ান। বেশিরভাগ দেশই পাকি-ভারত রেষারেষিতে ভারতেরই দিকে।

    আর আইসিসকে মানবজাতি নিয়ে আলোচোনা থেকে বাইরে রাখাই ভালো।

    আমার বক্তব্য হোলো পাকিস্তানের অ্যান্টি ইন্ডিয়ান এজেন্ডাতে ধর্মের ধোঁয়া দেওয়া হলেও এইটা এক্কেবারেই স্ট্র্যাটেজিক পজিশানিঙ্গ - ইন্ডিয়ায় মুসলমানের সংখ্যা বাড়লেই তারা সেই এজেন্ডা পরিত্যাগ করবেনা। আসল লক্ষ্য থাকবে ভারতকে ভেঙ্গে দেওয়া সো দ্যাট সাবকন্টিনেটে যে পাওয়ার ইম্ব্যালেন্স আছে ইন্ডিআয়্র পক্ষে সেইটা নস্ট হয়।
  • Abhyu | 138.192.7.51 | ২৬ জানুয়ারি ২০১৬ ০০:৫০692254
  • ব্রতীনদা তোমার বক্তব্যের দায় তোমারই। কিন্তু "আমি পস্কিস্তান ঈ লিখতে চেয়েছিলাম" - তো এই পাকিস্তানের বদলে মুসলমান লেখাটা কি একটু কিরকম নয়? আর পাকিস্তানের বদলে হিন্দু/খ্রীষ্টান/শিখ/বৌদ্ধ/জৈন এর কোনোটা কি তুমি ভুল করেও লিখতে পারতে? যদি নয় তো কেন? এইটা ভেবে দেখো।
  • rabaahuta | 215.174.22.27 | ২৬ জানুয়ারি ২০১৬ ০২:১২692255
  • তা কেন। পস্কিস্তান হলো হাওয়াকল অর ভারতবর্ষ হলো রামরাজ্য আর ইন্টারনেট হচ্ছে গড়ের মাঠ। একটার বদলে অন্য একটা লিখলেই হয়। হাতে পেন্সিল থাকলেই হলো।
  • Bratin | 74.233.173.198 | ২৬ জানুয়ারি ২০১৬ ০৮:৩২692257
  • না স্যান যে বোঝাতে আমার ভুল হয়েছে এক্ষেত্রে

    আমাদের পার্লামেন্ট বলতে আমি ভারতবর্ষের পার্লামেন্ট কথা বলেছি ( সে দেশ যেখানে মুসলিম রা দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ) এবং আমাদের নিরপরাধ লোক কে বলতে ভারতবাসী বুঝিয়েছি শুধু হিন্দু নয়।

    এইবার কি ঠিক আছে?
  • Bratin | 74.233.173.193 | ২৬ জানুয়ারি ২০১৬ ০৮:৩৫692258
  • হমম ১০০% এগ্রিড অভ্যু।

    আমার লেখায় পাকিস্তানের লেখা টা খুব জরুরী ছিল।

    খুব বাজে ভুল
  • আরেকটু ভাবি | 192.69.246.234 | ২৬ জানুয়ারি ২০১৬ ০৮:৪২692259
  • আমাদের পার্লামেন্ট' এর বদলে যদি লিখি 'আমাদের বাচ্চারা', 'আমাদের স্কুল' কিংবা 'আমাদের ইউনিভার্সিটি', বাকি কথাগুলো একই থাকল - মুসলমান, পাকিস্তান ...

    তখনও এইরকম দেশবিদ্বেষ, জাতিবিদ্বেষ ফুটে ফুটে বেরোবে? গর্বিত ইয়ের রক্ত টগবগিয়ে ফুটবে?
  • sinfaut | 74.233.173.203 | ২৬ জানুয়ারি ২০১৬ ০৯:০০692260
  • ওটা বাজে ভুল না ওটা ফ্রয়েডিয়ান স্লিপ।
  • dd | 116.51.27.145 | ২৬ জানুয়ারি ২০১৬ ০৯:১৬692261
  • ছি ফোঁ ঠিক বল্লো।

    এই ভয়ানক হিংস্র পোস্টগুলো পড়লে রাগের থেকেও বেশী, খুব মন খারাপ হয়ে যায়।
  • cm | 127.247.97.215 | ২৬ জানুয়ারি ২০১৬ ০৯:১৮692262
  • ব্রতিনবাবুর প্রশ্নগুলি ভ্যালিড, তাদের উত্তর সম্ভব। আর ঐ পোস্টের অন্য উপযোগিতা হল যদিও আমি তত মহৎ নই, তবু নিজেকে মহৎ ভেবে বেশ আত্মতৃপ্তি পাই। (এটি জেনেরিক আমি) আর ঐ জেনেরিক আমার এই নকল আত্মতৃপ্তি দেখে ব্রতিনবাবু মনে মনে হাসেন। সাধারণের মহত্ব সম্পর্কে ওনার স্পষ্ট ধারণা আছে বলে মনে করি। বিদ্বেষ আমাদের মজ্জায় মজ্জায়। রাস্তায় গাড়ির ভিড়, প্রতি গাড়িতে একজন করে, ওদিকে বাসে ভিড় উপচে পড়ছে। গাড়িতে লোকে লিফ্ট দেয়না কেন? এখানে কি কাজ করে বিদ্বেষ না প্রেম?
  • Abhyu | 107.81.98.246 | ২৬ জানুয়ারি ২০১৬ ০৯:১৯692263
  • Bratin | 74.233.173.203 | ২৬ জানুয়ারি ২০১৬ ১০:০৮692264
  • একটা বড় পোস্ট লিখলাম। মেনলি হুতো কে।কিন্তু নেট ওয়ার্কের জন্যে পোস্ট হল না। আবার লিখছি
  • Bratin | 74.233.173.198 | ২৬ জানুয়ারি ২০১৬ ১০:৩৫692265
  • হ্যাঁ যা বলছিলাম।

    দেখো বিদ্বেষের বীজ ছড়ানোর কোন ইচ্ছা আমার নেই। তুমি আমাকে খানিক টা হলেও চেনো কাজেই বোধহয় " বিদ্বেষের বীজ ছড়ানো " টা ঠিক আমার সাথে যায় না।

    আর আমি কিন্তু এই টেররিসমের বিরুদ্ধে। অ্যান্ড আনফরটুনেটলি সেটা বিজেপি ক্ষমতায় আসার অনেক আগেই।

    আমি কোন রাজনৈতিক মতবাদে বিশ্বাসী নই। জীবনে কোন মিটিং মিছিলে হাঁটি নি কোন " মহান" দাবি নিয়ে।

    কিন্তু রামকৃষ্ণ মিশনে পড়ার জন্যে আমার মধ্যে কিছু মূল্যবোধের জন্ম হয়েছে।

    " অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে ঘৃণা যেন তৃণ সম তারে দহে" এই আপ্তবাক্যে বিশ্বাসী।

    জীবনে বহু বার রেল স্টেশন, মাঠে ঘাটে বা অন্যান্য পাবলিক প্লেসে অন্যায় হতে দেখলে প্রতিবাদ জানিয়েছে। অনেক ক্ষেত্রে অনেকের বিরুদ্ধে। বেশ কিছু ক্ষেত্রে যুক্তি দিয়ে বুঝিয়ে সাফল্য পেয়েছি। কিছু ক্ষেত্রে পাই নি।

    তা বলে প্রতিবাদ করার অভ্যেস টা কিন্তু এখনো ছেঢ়ে দিই নি
  • Robu | 192.66.76.153 | ২৬ জানুয়ারি ২০১৬ ১০:৪৪692266
  • কীসের প্রতিবাদ করছি, আর কোনটা অন্যায় এটা মিশনে শেখায় বলেই তো মনে হয়।
    মিশনগরিমা অবশ্য ভাল জিনিস ঃ-)
  • h | 11.39.37.161 | ২৬ জানুয়ারি ২০১৬ ১০:৪৭692268
  • ঊফ্ফ বাবা বতিন মানে ছড়ানোর একটা লিমিট আছে বেড়াতে গেক্ষ্হ্হিশ বেড়া না বারা।তোর অবস্থানটা ভারতেনতুন কিসুনা তবে বয়স হয়েচে এক্তু কম ছড়ালে ভালো বলে উফ্ফ কৈশোর বামপন্থা ক্ব আর বার্ধক্য বোরিন কে দিফেন্দ কোর্তে কোর্তে গেলো একতু কম বক্তব্য রাখলে বান্চি বোতিন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন