এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বীরপূজো, নেতাজি পূজো বন্ধ হৌক

    bip
    অন্যান্য | ২৩ জানুয়ারি ২০১৬ | ১৩৮৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | 81.244.130.85 | ২৩ জানুয়ারি ২০১৬ ২০:৫০692244
  • আমেরিকান লেখক উইল ডুরান্টের হিরোস অব হিস্ট্রি বা ইতিহাসের নায়ক বলে একটা বিখ্যাত বই আছে। বইটিতে ইতিহাসের সকল মহানায়কদের জীবন দর্শন এবং ইতিহাস পাবেন। ডুরান্ট দর্শনের ইতিহাস লিখে বিশ্বখ্যাত হন।

    বইটির মুখবন্ধে ডুরান্ট রবীন্দ্রনাথের ওরা কাজ করে থেকে কবিতার লাইন গুলি তুলে দেন। উনি নিজে ছিলেন প্রগতিশীল বামপন্থী। ওই বইতে স্টালিন লেনিন থেকে খীষ্ট, মহম্মদ সবার সমালোচনা পাবেন। উনি লিখেছেন, মানুষের মধ্যে যদ্দিন এই ঐতিহাসিক বীরপূজো চালু থাকবে-তদ্দিন মানুষ সঠিক ইতিহাসের সন্ধান পাবে না। কারন ইতিহাস তৈরী করে সাধারন মানুষ, বিজ্ঞানী শিল্পীরা।

    এক সাক্ষাতকারে ডুরান্টকে একজন জিজ্ঞেস করলেন-আছা উনবিংশ শতাব্দিতে কোন ব্যক্তিকে আপনি প্রকৃত হিরো মনে করেন? ডুরান্ট বল্লেন এডিসন। কারন ওর আবিস্কৃত বিদ্যুতেই পৃথিবী পাল্টেছে। সাংবাদিকটি একটু ঢোঁক গিলে বললো-আচ্ছা তাহলে চিন্তার জগতে নিশ্চয় আপনি কার্ল মার্ক্সের নাম নেবেন? ডুরান্ট বল্লেন না আমি ডারুইনের নাম নেব। কারন মার্ক্সের থিসিস পুরোটাই বিবর্তনের ওপরে দাঁড়িয়ে-আর সেই ধারনার বৈজ্ঞানিক জনকই আসল ঐতিহাসিক ব্যক্তি।

    এই জন্য আমেরিকান ইতিহাসে জীবনী গ্রন্থে বীরপূজো থেকে বাচ্চাদের রেহাই দেওয়া হয়। আমার ছেলেকে গত এক সপ্তাহ ধরে আমেরিকান সংবিধানের জনক থমাস জেফারসনের জীবনী গ্রন্থ পড়াচ্ছি। সেই বইতে পদে পদে জেফারসনের সমালোচনা। যেমন উনি সংবিধানে লিখলেন সব মানুষ সমান-কিন্ত যখন প্রেসিডেন্ট হলেন, রেড ইন্ডিয়ানদের নিধন করার জন্য ডিক্রি জারি করেছিলেন। নিজের দাসের ও মুক্তি দেন নি।

    আমার বাবাও আমাকে সেই ক্লাস ফোর থেকে নেতাজির বই দিয়েছে। বাড়িতে কম বেশী ১০ টা নেতাজির বই ছিল। একটা বইতেও পাই নি নেতাজি আন্দামান নিকোরর দ্বীপপুঞ্জে জাপানীদের খুন ধর্ষন ঠেকাতে সম্পূর্ন ব্যর্থ ছিলেন!! কারন উনি উনার প্রভুদের বিরুদ্ধে যেতে পারেন নি স্ট্রাটেজীক কারনে! ইন্টারনেটের মাধ্যমেই সেটা জানতে হয়েছে।

    বীরপূজো বাজে জিনিস। দেশপ্রেমিকদের নিয়ে চর্চা হোক। আরো বেশী হোক। কিন্ত একজন মানুষ মানুষই। তার দোষ, দুর্বলতা থাকবে না-তা অসম্ভব। তাকে ভগবান হিসাবে পূজো করটা আসলেই এক ধরনের রাজনৈতিক খেলা। এবং তাতে জনগন আরো বেশী করে রাজনীতির বোরেতে পরিণত হয়। নেতাজি পূজো নয়, তাকে মানুষ হিসাবেই মুল্যায়ন করা হৌক।
  • , | 186.10.104.240 | ২৩ জানুয়ারি ২০১৬ ২১:১৯692355
  • নেতাজী চার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙগালী
  • Bratin | 121.92.58.36 | ২৪ জানুয়ারি ২০১৬ ০৭:০৪692466
  • যেটা ক্ছেন সেটা অবশ্যয় ই ঠিক নয়। তাঁর মতো নেতার কাছ থেকে এটা এক্সপেক্ট্ড নয় । কিন্তু এক অপরাধ কি তাঁর
    সমস্ত ভালো কাজ কে ওভার রাইট করবে,! করতে পারে? জাস্ট কিউরিয়াস বিপ্লব?
  • হুঁ | 192.69.246.234 | ২৪ জানুয়ারি ২০১৬ ০৮:৫৩692556
  • বীরপূজা বাজে জিনিস। কিন্তু অন্ধ অ্যামেরিকান ঢপের কেত্তনের পূজা ক্ষুউব ভালো জিনিস। অ্যামেরিকান কেউ কিছু বললেই বিপের নালঝোল গড়াতে থাকে। ভেরিফিকেশনের দক্কার হয় না।
  • sm | 53.251.90.56 | ২৪ জানুয়ারি ২০১৬ ০৯:০৭692567
  • পেঁচয় পেলে লোকজন এরকম ভুলভাল বকে।
  • সত্যি? | 101.109.247.173 | ২৪ জানুয়ারি ২০১৬ ০৯:১৪692578
  • " কারন মার্ক্সের থিসিস পুরোটাই বিবর্তনের ওপরে দাঁড়িয়ে-আর সেই ধারনার বৈজ্ঞানিক জনকই আসল ঐতিহাসিক ব্যক্তি।"

    সত্যি? মার্ক্স আর মতবাদের অনেক কিছূই আমার আস্থা রাখার মতো নয়। কিন্তু মার্ক্স 'বিবর্তন' ছাড়া আর কিছু লেখেন নি? সমাজ, অর্থনীতি, ভ্যালু, ওয়েল্‌থ ডিস্ট্রিবিউশন সব ডারউইন থেকে টুকেছেন?
  • SC | 117.206.249.8 | ২৪ জানুয়ারি ২০১৬ ০৯:৪৮692589
  • নেতাজি পুজো বাঙালির সুপ্ত রাইট উইং আউটলেট। নেতাজি ভারতের স্বাধীনতার পরে কোনরকম অথরিটি position এ থাকলে সর্বনাশ হয়ে যেত। আদ্যন্ত ফ্যাসিস্ট, এবং dictatorial একটা লোক। হ্যান, নেতাজীর দেশভক্তি নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নেহেরু বা গান্ধীর তুলনায় নেতাজি অনেক বেশি অথরিতারিয়ান লিডার। নো doubt , এই মোদী মালটার খুব পছন্দ।
    নেতাজি ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবশ্যই।
    তবে নেতাজি নিয়ে বাঙালি+আরএসএস এই দু দলের যা আদিখ্যেতা দেখছি, এগুলো পুরো অপ্রয়োজনীয়।
    আমার ধারণা, হিন্দু বাঙালির বাড়িতে রাইট উইং রাজনীতি ঢুকবে নেতাজীর গলায় মালা পরিয়ে। বিজেপি বাংলায় শক্তি বিস্তার করবেই। আজ না হলে কাল। যে বিরাট পাওয়ার vaccum একটা regimented পার্টি রেখে গেছে, একমাত্র আরএসএস ই পারে সেটাকে পূরণ করতে। এবং সেই takeover এর প্রধান মুখ হবেন নেতাজি। ফ্যাসিস্ট নেতাজি তোমাদের জাতির গর্ব, অতএব এসো বন্ধু, আমাদের সাথে।
  • Bratin | 11.39.62.130 | ২৪ জানুয়ারি ২০১৬ ১০:০৭692600
  • এই রকম আরেকজন দেখান এসসি যাঁকে নিয়ে আমরা প্রাণভরে আদিখ্যেতা করতে পারে ( উইথ নো কোশ্চেন আস্কড )
  • Abhyu | 107.81.98.246 | ২৪ জানুয়ারি ২০১৬ ১০:২৪692611
  • আদিখ্যেতা করতেই হবে?
  • করতেই হবে | 192.69.246.234 | ২৪ জানুয়ারি ২০১৬ ১০:২৭692245
  • আদিখ্যেতা না করলে একশ্রেণীর বাঙালির ভাত হজম হয় না। :)
  • SC | 117.206.249.8 | ২৪ জানুয়ারি ২০১৬ ১০:৩৪692256
  • ব্রতীন, পাওলিকে নিয়ে করতে পারেন। :)
  • aranya | 83.197.98.233 | ২৪ জানুয়ারি ২০১৬ ১১:০২692267
  • 'সম্প্রদায় বা জাতপাতের বিভাজনে নেতাজি বিশ্বাস করতেন না। সাম্প্রদায়িকতা নিয়ে পুরোপুরি আপসহীন ছিলেন। ।।।নেতাজি নিছকই স্বাধীনতার জন্য লড়াই করেননি। তিনিই প্রথম এ দেশে সমাজের কিছু অসাম্যের দিকটি খেয়াল করেছিলেন। তা নিয়ে বিশ্লেষণ, অনুসন্ধান করেছিলেন। এবং ধিক্কার জানিয়ে সমাজকে পাল্টাতে চেয়েছিলেন। নেতাজির ভাবনা আজকের ভারতেও বিশেষ ভাবে প্রাসঙ্গিক। তিনি সাম্য ও সুবিচারের কথা বলেছেন। আমি মনে করি না, স্বাধীন ভারতে কোনও সরকারই এই দিকগুলি নিয়ে যথেষ্ট কাজ করেছে'

    - অমর্ত্য সেন-এর বক্তব্য
  • dd | 116.51.25.248 | ২৪ জানুয়ারি ২০১৬ ১১:০৯692278
  • সুমিত সরকারও নেতাজীর নব মুল্যায়ন করেছিলেন। বলেছিলেন জাত,ধর্ম,সম্প্রদায় নির্বিশেষে একজন অসামরিক জাতির (মানে বাঙালী) সিভিলিয়ান নেতা যেভাবে এক কাট্টা করেছিলেন বন্দী সেনানীদের, তার কোনো প্যারালেল নেই। পূর্ব এশিয়ার অন্যান্য পাপেট গর্মেন্টের সাথে তাঁর তুলনা চলে না।

    ব্রিটীশ প্রধান মন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলেও বলেছিলেন ব্রিটীশের ভারত ছাড়ার মূল কারন আজাদ হিন্দ ফৌজ ও মুম্বাইএর নৌ বিদ্রোহ। এর পরেই তারা বুঝেছিলেন যে ভারতবর্ষকে আর কোনো ষড়যন্ত্র করেই দাবিয়ে রাখা যাবে না।

    বামপন্থী ঐতিহাসিকেরা এখন মোটামুটি এই মতই পোষণ করেন।
  • SC | 117.206.249.8 | ২৪ জানুয়ারি ২০১৬ ১১:৪৭692289
  • সেই নিয়ে আমার কোনো আপত্তি নেই। নেতাজি বাল ছিলেন, ওনার কোনো contribution নেই, এই রকম আমি কখনই বলছি না। ভালো/খারাপ যেরকমই হন, নেতাজি সেই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। এবং নেতাজির বন্দী সেনানীদের এককাট্টা করা, সাম্প্রদায়িকতা নিয়ে আপসহীন, এগুলোতেও agreed , যদি না কেউ অন্যরকম বলেন। তবে সেটা সেই সময়কার সব বড় নেতা সম্পর্কেই বলা যায়। গান্ধী, নেহেরু এরা কেউই সাম্প্রদায়িক ছিলেন বলে গাল দেওয়া তা একটু শক্ত।
    তবে অমর্ত্য বাবু "তিনিই প্রথম এ দেশে সমাজের কিছু অসাম্যের দিকটি খেয়াল করেছিলেন" এই তত্ত্ব কোত্থেকে পেলেন? আর স্বাধীন ভারতের সরকার এই নিয়ে কাজ করেনি মানে? এগুলো সব হওয়ায় ভাসানো কথা। একটাও কংক্রিট কথা নেই।
    যে যা ইচ্ছে মূল্যায়ন করতে পারেন, তাতে এই সত্যি গুলো পাল্টে যায় না যে নেতাজি পৃথিবীর তাবর ফ্যাসিস্ট নেতাদের ভক্ত এবং active সাহায্যকারী ছিলেন, এবং ওনার শাসন কালে আন্দামান নিকবারে কি হয়েছিল। নেতাজি খুব সম্ভবত ভারতকে গণতন্ত্র হিসেবেও দেখতেন না, বেনভালেন্ট dictator চেয়েছিলেন ভারতের জন্য।
  • Bratin | 11.39.62.130 | ২৪ জানুয়ারি ২০১৬ ১১:৫৮692300
  • হা হা এস সি।

    কাম অন ঃ))

    আপনার সাথে আড্ডা দেবার ইচ্ছে রইল। দেখান যাক, কবে কোথায়
  • Bratin | 11.39.62.130 | ২৪ জানুয়ারি ২০১৬ ১২:০০692311
  • অরন্য দা আর ডিডি স্পট অন।
  • lcm | 83.162.22.190 | ২৪ জানুয়ারি ২০১৬ ১২:১৬692322
  • আচ্ছা নেতাজি ফ্যাসিস্ট, ডিক্টেটোরিয়াল - এগুলো কি প্রমাণিত তথ্য? মানে, যাদেরই হিটলারের সঙ্গে একটা ছবি তারা সব এরকম?
  • SC | 117.206.249.8 | ২৪ জানুয়ারি ২০১৬ ১২:২৪692333
  • ব্রাতিন, সেম হিয়ার । :)
    lcm , নেতাজি আর হিটলার এর একটা ছবি ছিল? শুধুমাত্র?

    বাই দি ওয়ে, নেতাজিবাবুর এক দারুন ভক্ত জুটেছে দেখছি twitter এ, সুব্রামানিউম স্বামী। :)
  • T | 165.69.202.249 | ২৪ জানুয়ারি ২০১৬ ১২:২৭692344
  • হ্যাঁ, এইটে আমিও জানতে চাই। হাওয়ায় ভাসানো কথাবার্তা নয়, একেবারে কংক্রিট তথ্য।
  • kc | 47.38.254.9 | ২৪ জানুয়ারি ২০১৬ ১২:৪৭692356
  • নেতাজী ফ্যাসিস্ট, ডিক্টোরিয়াল কোনোটাই না। অসম্ভব রকম আবেগওলা একবগগা লোক। আজকের লিঙ্ক সর্বস্ব যুগে এসব কথা না বলে কিছু পড়াশোনা করা বেশী দরকার। তাতে নিজের মনের প্রসারতা বাড়ে। আপাতত প্রেস্ক্রাইব করলাম, তরী হতে তীর - হীরেন মুখার্জি। আর নেহরু অ্যান্ড বোস - রুদ্রাংশু মুখার্জি।
  • potke | 126.202.0.245 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৩:১৩692367
  • টোকিও থিসিস টা পাচ্ছি না, কেশী ও দিচ্ছে না ঃ(

    যাই হোক, কাল কি অশ্বডিম্ব প্রসব হল?
  • Arpan | 125.118.49.239 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৩:১৬692378
  • নেহরুকে কাঠি করা লক্ষ্য ছিল, তাই হল।

    নেতাজী তো নিমিত্তমাত্র। যাকে বলে বোড়ে।
  • kc | 204.126.37.78 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৩:৩৫692389
  • ঃ-)
    কিন্তু কালকের অশ্বডিম্বের পরে এখন তো অ্যাডভান্টেজ নেহরু।

    আর প্রতি মাসে পঁচিশটা অশ্বডিম্ব দেবে এরকম চ্যাংরামির কারণটা ক্ষী? আর বামপন্থিরাও বলিহারি, বছরখানেক ধরে এরকম 'দেশোপ্রেম' দিবসের দাবীটাই বা কেন? অ্যাতোদিন কি ঘুমুচ্ছিলেন?

    ঘেন্না ধরে গেল।
  • Arpan | 125.118.49.239 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৩:৩৯692400
  • কেন এইটা দিয়ে "প্রমাণ" করা গেল না নেহরু বোসকে ওয়ার ক্রিমিনাল উল্লেখ করে ব্রিটিশদের কাছে নিজের উমেদারি করেছিলেন?
  • kc | 47.38.254.9 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৩:৪৭692411
  • ওই চিঠিটা কালকে বেরিয়েছে নাকি? ওটাতো বহুদিন ধরেই পাবলিক ডোমেনে আছে।
  • potke | 126.202.0.245 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৩:৫৫692422
  • তবে সুগত, যিনি নিজে নেতাজীর ওপর অনেক কাজ করেছেন এবং বোস পরিবারের সদস্য তিনি তো ভিন্নমত পোষণ করেন এবং সেটা ওয়েল ডকুমেন্টেড।

    রুদ্রাংশুর বইটা পড়লে বোঝা যায় নেহেরু-বোস সম্পর্ক সাদা-কালো ছিলনা, তবে মিউচুয়াল রেসপেক্ট যে ছিল সেটা স্পষ্ট।পাঙ্গা তো ছিল কংগ্রেসের রাইট উইং এর সাথে( প্যাটেল প্রমূখ)।
    @এস সি, আর্র এস এস আইডিওলজি থেকে বোস শত হস্ত দূরে ( দীন্দয়াল উপাধ্যায় দের সাথে অলটারকেশন তো জানাই আছে)।

    বাকি, ডিকটেটোরিয়াল ট্রেট্স নিয়ে আমি কনফিউজড।
  • potke | 126.202.0.245 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৩:৫৬692433
  • ঐ চিঠি নেহেরুর লেখা, তুমি শিওর?
  • kc | 47.38.254.9 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৪:০১692444
  • ওটা নেহরুর লেখা হতেই পারেনা।
  • Arpan | 125.118.49.239 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৪:০৩692455
  • উফ, সেইজন্যই তো "প্রমাণ" লিখলাম। কোট আনকোট।
  • আসলে | 192.69.246.234 | ২৪ জানুয়ারি ২০১৬ ১৪:০৮692467
  • বিবেকানন্দের পর এখন নেতাজিকে আরেসেস গোষ্ঠী আত্মীকরণ করবার মরিয়া প্রচেষ্টায় আছে। বাংলায় সাম্রাজ্য বিস্তার করতে গেলে এই তিনটি লোককে আমাদেরই লোক বলে প্রচার করাটা জরুরি। নেতাজি বিবেকানন্দর হাত ধরে যত সহজে বাঙালির মন জয় করা যায়, তত সহজে গরু বা রাম দিয়ে করা যায় না।

    ও হ্যাঁ, তিতিও লোকটি আরেন্টি স্যার। আরেসেস এখনও ওনার হাত ধরে নি, বোধ হয় রিজার্ভে রেখেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন