এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বীরপূজো, নেতাজি পূজো বন্ধ হৌক

    bip
    অন্যান্য | ২৩ জানুয়ারি ২০১৬ | ১৩৬৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 135.20.82.164 | ২৫ জানুয়ারি ২০১৬ ১০:২৬692580
  • তামিল এক ভদ্রলোক, কি যেন নাম, উনি ১৯৩৯ এর হরিপুরা কংগ্রেসে পুরো দক্ষিণী ভোট নেতাজীর দিকে এক কাট্টা করেছিলেন। সীতারামাইয়া হেরে যাবার সেটাই বড় কারণ।

    নেতাজী তো বাঙালীর সেকেন্ড মেসিয়া, মৈত্রেয় জাতক আর কলকি অবতার একসাথে পাঞ্চ করে ব্লেন্ডিং মেশিনে ফেললে যা হয়, তাই। অন্য কেউ কিসু কইলে কান কাইট্যা নিমু।

    আর হলোকস্টের পূর্ণ বিভীষিকা বহুদিন পর্য্যন্ত কেউ জানতো না। এমনকি নাজিদের মধ্যেও না।
  • PM | 59.14.147.201 | ২৫ জানুয়ারি ২০১৬ ১০:৩০692581
  • নেহেরু কি অ্যাটলীর নামের বানান জানতেন না? ওরকম গুরুত্ত্ব পুর্ণ চিঠিতে প্রাপকের নামের বানান ভুল !!!
  • sm | 233.223.153.49 | ২৫ জানুয়ারি ২০১৬ ১০:৫০692582
  • ওখানে তো সুভাস বোসের নামের বানান ও ভুল আছে। তো কি হলো?
  • একক | ২৫ জানুয়ারি ২০১৬ ১১:৪১692583
  • খি মক্শীল রে ভাই :) সুভাষ বোস , মুসোলিনি এদের কথা যা জানি তো বই পড়েই জানি । কাজেই বই পত্তরের প্রসঙ্গ আসবেই। ন্যাশনালিস্ট সশালিস্ম ব্যাপারটা খুবই লাওরাকাটিং ব্যাপার কিন্তু কিরকম দেশ-কাল-পরিস্থিতি ও আন্তর্জাতিক পাওয়ার প্লে র মধ্যে সেই সময় টায় এত এত ন্যাশনালিস্ট সোশাল প্ল্যানার উঠে আসছিল তার জন্যে সেই সময়ের লেখাপত্র পড়ে দেখলে ভালো । কেসি যেমন বললেন , "আবেগ " , হ্যা ওই আবেগ টা মাপতেই পড়া দরকার । বমি পরীক্ষা করলে রোগ চেনা যায় । আমাদের মুশকিল হয়েছে কমিউনিস্ট শিক্ষা ব্যবস্থায় মুসোলিনি, বোস ইত্যাদি ন্যাশনালিস্ট প্ল্যানার দের প্রচন্ড সাদা-কালো ফর্মে ধারণা গড়ে তোলায়। ব্যাপারটা ওরকম নয় । খয়াল করুন বোস হচ্ছে স্বামীজি ভক্ত । আরেক গোঁড়া ন্যাশনালিস্ট প্ল্যানার । কই স্বামীজি র দাদা র ভক্ত তো হন নি । ওই সময়টা আলাদা । একটা বড় অংশের শিক্ষিত জনগণ মনে করত যে কমিউনিসম আসলে দেশের মধ্যে শ্রেণী-শ্রেণী বিভাজন -হানাহানি ঘটাবে এবং কমিউনিস্ট রাষ্ট্রের অধীনত্ব মেনে চলতে হবে নিজের দেশীয় সত্বা বিকিয়ে দিয়ে। বরং এরচে সশালিস্ম এর ন্যাশনালিস্ট ফ্লেভার বেটার। সেটা দেশ্শুইধ্ধু লোক কে একত্র হয়ে বাইরের শত্রুর বিরুদ্ধে লড়তে সাহায্য করবে। নেতাজি এই ফ্লেভারের লোক।
  • Bratin | 11.39.38.13 | ২৫ জানুয়ারি ২০১৬ ১২:০১692584
  • ও ই চিঠি টা কিন্তু বহু দিন থেকে ফেসবই তে ঘুরছে।

    জালি জিনিস বলেই প্রত্যয় হচ্ছে
  • bip | 81.244.130.85 | ২৫ জানুয়ারি ২০১৬ ১২:১৭692586
  • (১) কেও খুব ভাল ভাল আদর্শবাদি কথাবার্তা লিখলেই মহান নেতা হয় না। প্রুফ ইজ ইন পাডিং।

    (২) নেতাজি জার্মান এট্রোসিটির সাথে ভালো ভাবেই পরিচিত ছিলেন। এমিলি শেঙ্কলের সাথে তার বিবাহ রেজিস্ট্রি করাতেও পারে নি-জাতিবিদ্বেশ জনিত আইনে।

    (৩) জার্মানিতে ইহুদি নিধন নিয়ে উনি ভালোই জানতেন । নৈতিক সমর্থন ও ছিল। কারন উনি মনে করতেন ইহুদিরা আসলেই ধনতন্ত্রের জোঁক। একদম হিটলারের মতন।

    (৪) মধ্যপ্রাচ্য -ইরান দখল করে জার্মানি ভারতের দিকে এগোক এই ছিল হিটলারে কাছে নেতাজির দাবী। হিটলার পাত্তা দেন নি। কারন ১৯৪২ -৪৩ এ হিটলার তেলের দখলের জন্য মরিয়া। তখন বৃটেন হিটলারের তেলের সাপ্লাই লাইন কেটে দিয়েছে। ফলে ৪২-৪৩ এর সব যুদ্ধ গুলো তেলের জন্য -যার জন্য মস্কোকে সামনে পেয়েও, হিটলার ছুটলেন বাকু দখল করতে-সোভিয়েতের দক্ষিনে। শুধু তাই না হিটলার এটাও বলেছিলেন, বৃটিশ শাসনে ভারত সভ্য হয়েছে। শোনা যায় এতে নেতাজির গোসা হয়েছিল। কিন্ত শুভান্যুধায়িরা চেপে যেতে বলে বসকে না চটাতে।

    (৫) হিটলারের সমর্থনে ইনি জার্মানিতে লেখালেখি করেছেন-গোয়েবেলেসের নির্দেশে। লেখার বিষইয় বস্তু বৃটিশরা নৃশংস/ গোয়েবেলেসের খুব কাজে এসেছিলেন নেতাজি।

    (৬) জাপানি অত্যাচারের কথা নেতাজি জানতেন না এটা কে বলে? সব জানতেন। তার শিষ্যরা অনেকেই বলেছিল। কটা প্রমান দরকার?

    (৭) তেল খেতে পছন্দ করতেন। সেটা অবশ্য সবাই করে।
  • একক | ২৫ জানুয়ারি ২০১৬ ১২:১৭692585
  • এটা ওই স্পুফ টার কাউন্টার স্পুফ :)

  • Bratin | 11.39.37.13 | ২৫ জানুয়ারি ২০১৬ ১২:২২692587
  • আগে চাড্ডি র ডেফিনেসন দাও।কতটা হিন্দুত্ব হজম যোগ্য?

    মুসলিম রা যেখানে সেখানে আমাদের নিরপরাধ মানুষ মারবে, দেশেত যে কোন প্রান্ত দিয়ে ঢুকে ফায়ারিং শিরু করবে উইথাউট এনি প্রভোকেশন, আমাদের পার্লামেন্ট আক্রমন করেঅবে, সমুদ্র টপকে এসে রাতারাতি মুম্বাই শ্মশান করে দেবে। আর আমরা পাকিস্তান র সাথে ক্রিকেট ম্যাচ বন্ধ করে "পিস ট্ক" র সংখ্যা বাড়িয়ে দেবো

    আর দিকে দিকে " টল্যারেন্ট" হিসাবে আমাদের খ্যাতি ছড়িয়ে পড়বে"।

    পৃথিবীর অন্য যে কোন দেশের সাথে এইসব হলে তারা কি করতো?

    কে কী মনে করবে সেই ভেবে বসে থাকতো নাকি এই বাস্টার্ড গুলো ( সরি এর থেকে বেটার ওয়ার্ড পাচ্ছি না এই মুহুর্তে) কে এমন শিক্ষা দিত যেটা তারা সারা জীবনে মনে রাখতে?

    আমার ইতিহাস খুব ভালো নয়। কিন্তু যাদূর মনে হচ্ছে আমরা অন্ততঃ তিনটে চান্স মিস করেছি এদেত " সবক" শেখাবার।

    লেট আস ডু নট মিস দ্য ফোর্থ!!!
  • Robu | 11.39.137.24 | ২৫ জানুয়ারি ২০১৬ ১২:৪০692588
  • বোতিন্দার ইতিহাস খারাপ?
  • cb | 208.147.160.75 | ২৫ জানুয়ারি ২০১৬ ১২:৪৬692590
  • আরে বোতীন্দা, শাড়ির দোকানে ঢুকে বোর হচ্ছে :)

    বৌদি শাড়ি দেখছে, বোতীন্দা গুরু :)
  • sm | 233.223.159.253 | ২৫ জানুয়ারি ২০১৬ ১৩:৫৬692591
  • আর একটি যুক্তি দিয়ে লেখা অসাড় পোস্ট!
    ওই সময়ে নেতাজি কে স্বাধীনতার জন্য লড়াই এ কোনো না কোনো দেশ এর সমর্থন চাইতে হতই। জার্মানি ও জাপান ছিল ন্যাচারাল চয়েস । অত্যাচারে কেউ কম নয়। রাশিয়ার সাপোর্ট চাইলে পেতেও পারত; না পেতেও পারত। অত্যাচারে রাশিয়া ও কম কিছু নয়।
    আর একটা কথা, হিটলার একটি বৃহত শক্তিশালী দেশের সমরাধিনায়ক। আর নেতাজি, পালিয়ে বেড়ানো, স্বাধীনতার জন্য লড়াকু একজন নেতা।
    হিটলার তার দেশে কি কি অত্যাচার করছে; সে নিয়ে মাথা ঘামিয়ে নেতাজীর কি হবে? উনি এসেছেন সাহায্য চাইতে; যেখানে মাছ ভাত পেলেই যথেষ্ট ; সেখানে রান্নার লোকের জাত বিচার করা তো মূর্খামি!
    আর এমিলির সঙ্গে; রেজিস্ট্রি করা যায় নি বলে, নেতাজীর কি অনশন আন্দোলন করা উচিত ছিল?উনি এসেছেন কাজ গোছাতে; কাজ শেষ হলে বাড়ি ফিরে যাওয়াই দস্তুর।
  • ইতিহাস খারাপ | 192.69.246.234 | ২৫ জানুয়ারি ২০১৬ ১৪:১৪692592
  • মানে কি ভূগোলটা বেশ ভালো? :P
  • lcm | 83.162.22.190 | ২৫ জানুয়ারি ২০১৬ ১৪:৫৫692593
  • হিটলার-নেতাজি ---

    ... After three years of Nazi rule Indians in Germany were under severe restrictions.... Bose did speak to the Indian Students Association in Berlin on Feb 4,1936 and made his views very clear:
    "Since the new regime came into power in Germany, the positions of Indians had considerably worsened".

    Shortly after Hitler made anti-Indian, anti-Asian remarks, Bose who was in Geneva issued a statement in 1936:

    "During the last few weeks my mind has been greatly disturbed by the insulting remarks made by the German Fuehrer about the Indian people. This is not the first time that India has been insulted by the outstanding leaders of Nazi Germany. If Germans think that in 1936 an insult hurled at India will be quietly pocketed by us, they are sadly mistaken... ... "

    ... Bose had realized that Hitler regime in Germany worshipped strength, and urged Indian students in Europe to protest strongly and boycott German goods in India ....
  • lcm | 83.162.22.190 | ২৫ জানুয়ারি ২০১৬ ১৫:১৫692595
  • ধুস্‌, নেতাজি দিয়ে ভোটে জেতা !
    রামচন্দ্র দিয়েই হয় না...
  • Robu | 11.39.38.148 | ২৫ জানুয়ারি ২০১৬ ১৫:১৬692596
  • ভূগোল ভালো হলে ইতিহাস খারাপ হবার সম্ভাবনা বেড়ে যায়।
  • S | 187.43.91.130 | ২৫ জানুয়ারি ২০১৬ ১৫:২৮692597
  • না পড়াশুনা করেই লিখলাম।
    তখন কি করবে? একদিকে ব্রিটিশ। অন্যদিকে জার্মানী-জাপান। রাশিয়ার অবস্থাও তো তখন তথইবচ। এদিকে দেশ স্বাধীন করতে হবে। উনি হয়তো ভেবেছিলেন যে প্রথম যুদ্ধে হারলেও, সেকেন্ডে জার্মানী জিতে যাবে। তাই যারা জিতবে তাদের সাথে থাকাই ভালো।
  • বাঃ | 133.242.242.17 | ২৫ জানুয়ারি ২০১৬ ১৬:৩৫692598
  • ববি বোস বিজেপিতে? হায় হায় আর কত দেখব।
  • bip | 81.244.130.85 | ২৫ জানুয়ারি ২০১৬ ১৯:১৫692599
  • chandra bose? who knows him and who cares for him
  • Abhyu | 107.81.98.246 | ২৫ জানুয়ারি ২০১৬ ১৯:৩৬692601
  • ব্রতীন্দা এই টইটা দেখো। যে কোনো ভারতীয়র মুখে হাসি বুকে বল তেজে ভরা মন হতে বাধ্য!
  • rabaahuta | 215.174.22.27 | ২৫ জানুয়ারি ২০১৬ ২১:০৫692603
  • ভাটে ব্রতীনদার গর্বিত হিন্দু পড়ে অস্বস্তি হয়েছিল, কিন্তু নানারকম যুক্তিজাল বিস্তার করে নিজেকে প্রবোধ দিচ্ছিলাম। যেমন কেউ যদি ধর্ম পরিচয়ে গর্বিত হতে চায় তাইলে আপত্তি করার কতটা যুক্তি, বা কেউ ধর্মকে গাল দিলে যদি আপত্তিকর না হয় তাহলে অন্য কেউ প্রশংসা করলেই বা আপত্তি কেন করবো, বা নাস্তিকতা ফ্লন্ট করা গেলে ধর্মবিশ্বাসও না হয় করলো, সে অযৌক্তিক বা যাই হোক। আর ব্যক্তিগত জীবনে ধর্মীয় আচার বা সংস্কার আমিও অনেক ক্ষেত্রেই মেনে চলি, আমার কাছে সেটা ব্যক্তিগত বৃত্তে সীমাবদ্ধ থাকা উচিত, অন্য কারো অন্যরকম ধারনা হতেই পারে। গুরুর পাতায় ধর্মপরিচয়ের গর্ব, আমার কাছে শকিং, কিন্তু সাম্যবাদ কিনা কবির সুন্দর কল্পনা, তাই হৃদয়াবেগকে চেপেচুপে রাখি।

    কিন্তু 'মুসলিম রা যেখানে সেখানে আমাদের নিরপরাধ মানুষ মারবে, দেশেত যে কোন প্রান্ত দিয়ে ঢুকে ফায়ারিং শিরু করবে উইথাউট এনি প্রভোকেশন, আমাদের পার্লামেন্ট আক্রমন করেঅবে, সমুদ্র টপকে এসে রাতারাতি মুম্বাই শ্মশান করে দেবে।' (Date:25 Jan 2016 -- 12:22 PM) পড়ে আরেকবার বাক্যহারা হয়ে গেলাম, নিজেকে প্রবোধ দেবারও কিছু নেই।

    নিজের ধর্মপরিচয় নিয়ে গর্ব তাও অম্লশূল দিয়ে গিলে নিলাম, কিন্তু অপরের ধর্মপরিচয় নিয়ে ব্ল্যাঙ্কেট মন্তব্য নেওয়াটা বেশী চাপ।

    এই কমেন্টের তুমুল নিন্দা করলাম। (জানি তাতে কিছু উৎপাটিত হয় না, আর কি বা দিতে পারি আরকি। আর হ্যাঁ ছাব্বিশ এগারো পাঠানকোট কার্গিল কোন কিছুরই এরমভাবে নিন্দে করিনি, অন্তত গুরুর পাতায় ঢ্যারা পিটিয়ে তো করিইনি। মানছি ঘাট হয়েছে কিন্তু যা করিনি তা তো করিইনি, কি আর করা যাবে। আজকাল কোদাল থেকে গোলাপ সবাইকে সমান নিন্দে না করলে প্রশ্ন ওঠে কিনা তাই আগেভাগে বলে রাখলাম)
  • কী আর করবে | 192.69.246.234 | ২৫ জানুয়ারি ২০১৬ ২১:১৯692604
  • গর্বিত হিন্দুদের এইগুলোই যুক্তিপরম্পরা হয়, হুতো।

    একদিন কোদালকে কোদাল বলা নিয়ে তোমার সাথে অনর্থক লড়েছিলাম প্রচুর। আজ ভুল স্বীকার করছি।
  • ঊমেশ | 118.171.128.168 | ২৫ জানুয়ারি ২০১৬ ২১:২৮692605
  • ব্রতীন এর পোস্ট টা বেশ চমকে দেবার মতো।

    কিন্তু আজকাল অনেক দিনের পরিচিত বন্ধুদের মধ্যেও যা লুকিয়ে থাকা দেশপ্রেম আর হিন্দুত্ব প্রেম উথলে উঠতে দেখছি যে, এসব কিছুতে আর মোটেই চমকে উঠি না। আশপাশ ধীরে ধীরে অচেনা হয়ে উঠছে।
    কিংবা হতে পারে আমারই ভুল, ওদের সাথে আমাকেও বদলে নেবার দরকার ছিল।
  • kc | 198.70.23.249 | ২৫ জানুয়ারি ২০১৬ ২১:৫৩692606
  • এটা সিকির জন্য,

    when the selected few indian invitees had been escorted back to the jetty to return to Aberdeen, and most of the japanease officers were too drunk to care, he did manage to talk to Bose about what was happening and he also impressed upon him to visit wing no six of the cellular jail, where most of those charged with spying were kept, during his scheduled visit to the jail next morning. However, Bose did not ask to be taken to any particular part of the jail. as all accounts aver, and was shown mostly ordinary prisonars going about doing routine chores. There are few photographs taken on the occasion.

    বাব্বা টাইপ করা কী কঠিন রে দাদা। গুগলিয়ে পেলাম না। সেশে বইখুলে টাইপাতে হল।

    বইটার নাম Japanese in the Andaman & Nicobar Islands - Jayant Dasgupta
  • aranya | 154.160.98.94 | ২৫ জানুয়ারি ২০১৬ ২১:৫৫692607
  • সুভাষ বোস সম্বন্ধে বিপ-এর কমেন্টস -

    'জার্মানিতে ইহুদি নিধন নিয়ে উনি ভালোই জানতেন । নৈতিক সমর্থন ও ছিল'

    - কোন প্রমাণ থাকলে, দাও

    'জাপানি অত্যাচারের কথা নেতাজি জানতেন না এটা কে বলে? সব জানতেন। তার শিষ্যরা অনেকেই বলেছিল। কটা প্রমান দরকার?'

    - এই ধর, গোটা দুয়েক প্রমাণ। দিয়ে ফেল
  • san | 11.39.40.110 | ২৫ জানুয়ারি ২০১৬ ২২:০২692608
  • 'আমাদের' পার্লামেন্ট , 'আমাদের' নিরপরাধ মানুষ :-)

    ভারত 'আমাদের হিন্দুদের' বাপের জমিদারি লিখে দিলে ষোলোকলা পূর্ণ হত আর কি।
  • S | 187.43.91.130 | ২৫ জানুয়ারি ২০১৬ ২২:২৮692609
  • না লিখে পারলাম না। আমি ভেবেছিলাম বোতিন বাবু বোধয় মজা করে লিখেছেন। মুসলিমরা তো মারেনি, পাকিস্তানিরা মেরেছে। তুরস্কের মুসলমান, বা ইন্দোনেশিয়ার মুসলমানদের সাথে তো আমাদের কোনো বিবাদ নেই। পাকিস্তান মানেই মুসলমান হতেই পারে, কিন্তু মুসলমান মানেই পাকিস্তান নয়। মুসলমানদের বিরুদ্ধে এইধরনের আস্ফালন পাকিস্তানের বিরুদ্ধে কিছু করতে না পারার ফ্রাস্ট্রেশন থেকে আসছে কিনা ভাবতে হবে।
  • aranya | 154.160.98.94 | ২৫ জানুয়ারি ২০১৬ ২২:৩৩692610
  • পাকিস্তানেরও বহু মুসলমান, সাধারণ নাগরিকের সাথে ভারতীয়দের কোন বিবাদ নেই বলেই মনে হয়
  • Bratin | 74.233.173.203 | ২৫ জানুয়ারি ২০১৬ ২২:৪৩692612
  • একদম। আমার তাদের সাথে কোন শত্রুতা নেই। শত্রুতা আছে এইসব ভারত আক্রমন কারী দের প্রতি।

    এটা উমেশ আর অরন্য দাকে ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন