এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বীরপূজো, নেতাজি পূজো বন্ধ হৌক

    bip
    অন্যান্য | ২৩ জানুয়ারি ২০১৬ | ১৩৬৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 198.155.168.109 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:০৪692302
  • এবং এলসিয়েমের পোস্টের অনুরূপ অভিজ্ঞতা
  • cm | 127.247.97.215 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:০৬692303
  • আহা বিদেশীদের প্রেম পরে বিলোবেন, আগে দেশেই নাহয় বিলিয়ে নিতেন। সবই ঐ একই স্বর, পাইকারি হারে অন্যস্বর হলে চিন্তায় পড়তে হবে। নিরপেক্ষতায় মাখা অন্যস্বর হয়না।
  • Arpan | 192.156.71.26 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:০৭692304
  • হনু ঃ)))
  • h | 127.194.226.167 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:১৭692305
  • যা দেখলাম, মেন ঝগড়া কছিলো বতিন আর রোবু, আর তাতে রোবুর সাইডে ছিল স্যান আর সিফো, তারপরে দমু খচে যায় কারণ বতিন খুব ই ছড়ায়, এর পরে সে খচে গেছে, কারণ দমুর খচে যাওয়া সে ভালো চোখে দেখছে না। র্ল দি এম হাসি হাসি মুখে বাজে পোলিতিকালি কারেক্ট স্টেটমেন্ট দিচ্চে, এসবের মাঝে পড়ে আমি ও অর্পণ করুণ ভাবে কেরালার দিকে তাকিয়ে ;-)

    এভাবে পজাতন্ত বালুচিস্তান হয়ে গেলো এবং মিশনে র সিলেবাসে ঢুকে গেল।
  • | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:২৩692306
  • সৌম্য,
    তারপরেও মুম্বাইয়ের গণপতি মন্ডলমের মধ্যে এই সাধারণ মানুষরা মুসলমান প্রতিবেশীদের নামাজ পড়বার ব্যবস্থা করে দেন। তারপরেও হিন্দু মেয়েকে চারিদিকে কর্ডন করে সাধারণ মুসলমান প্রতিবেশীরা ধর্ষণ ও মৃত্যু থেকে বাঁচিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়ে যান।
  • potke | 126.202.162.71 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:২৪692307
  • হানু দা, মাইরি আর নেওয়া যাচ্ছে না ঃ)

    পিসি থেকে পোস্ট করুন, এ তো এককের ওপর দিয়ে যায়!!
  • h | 127.194.226.167 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:২৬692308
  • ঃ-)))))))))))))))))))))))))))))
  • h | 127.194.226.167 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:২৭692309
  • পিসি তেই আচি, আলু ও নেই চশ্মাআও নসি ;-))))
  • ঊমেশ | 118.171.128.168 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:৩১692312
  • দু-দেশের কিছু ধান্দাবাজ পলিটিশিয়ান আর কিছু গর্দভ মিডিয়া-পার্সন যে ধীরে ধীরে সাধারণ মানুষের মন বিষিয়ে দিচ্ছে, আমাদের ব্রতীন তার সবথেকে বড়ো প্রমান।
  • potke | 126.202.162.71 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:৩১692310
  • কি নেই???????????????
  • টু বি প্রিসাইজ | 192.69.246.234 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:৩২692313
  • জঘন্য বিষোদ্গার শুধু বালুচিস্তান কিংবা মিশনেরই তো একচেটিয়া নয়, অনেক স্নেহশীলা দিদি-ও অফলাইনে বিষোদ্গার কিম্বা সহনশীলতার পাঠ দিয়ে থাকেন ভাইদের।
  • সৌম্য | 15.2.65.224 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:৩৪692314
  • দ, সে তো নিশ্চয়ই! কে ক্খন কিভাবে রিয়াক্ট করবে তার তো অনেক কারন থাকে। চোখের সামনে যদি কেউ দেখে যে পাশের লোকটি আক্রান্ত, তখন হয়ত সে এগিয়ে আসবে লোকটিকে বাঁচাতে, তার ধর্ম দেখবেনা। কিন্তু এমনকি যাঁরা এইভাবে বাঁচিয়েছেন তাঁদের মধ্যেও হয়তো কাউকে দেখবেন পরে (বা আগে) ঘরোয়া আলোচনায় পাকিস্তানি বা ভারতীয়দের মুন্ডুপাত করছে। অন্যদের কথা বাদই দিলাম। মানে এইভাবে বাঁচানো, আর পাকিস্তানি বা ভারতীয়দের প্রতি বৈরি, এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না।
  • h | 127.194.226.167 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:৩৬692315
  • আলো। এসেছে। গাম্ভীর্য্য।
  • | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:৩৯692316
  • আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটু ভিন্ন সৌম্য।
  • | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:৪২692317
  • হ্যাঁ গোটা উপমহাদেশে দীর্ঘদিন ধরে বিদ্বেষের বীজ বপন ও চাষবাস ব্যপকহারে হয়েছে ও হয়ে চলেছে এই বক্তব্যটুকুর সাথে একমত।
  • Robu | 11.39.38.56 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:৪৪692318
  • বিনয় এসেছে? স্পর্ধা? তুমি হানুদা?
  • সৌম্য | 15.2.65.224 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৩:৫৮692319
  • দ, আচ্ছা। একেকজনের ব্যক্তিগত অভিজ্ঞতা একেকরকম হতেই পারে। আমি আগেও বলেছি আমি ভুল হতে পারি, হয়ত রিপ্রেসেন্টেটিভ স্যাম্পেলের সাথে আমার কথা হয়নি। বা আমি নিজেই বায়াসড। তবে যতো লোকের সাথে এই নিয়ে কথা হয়েছে, তাতে পাকিস্তানিদের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ পেতেই বেশী দেখেছি, ভালো কথা বলতে খুব কমই দেখেছি।

    তবে আপনি যে উদাহরনগুলো দিলেন তার প্রেক্ষিতে বলতে পারি এরকম ঘটনা আরো ঘটলেই ভালো। কিন্তু এরকম ঘটনা তুলনায় কম ঘটে, খেয়াল করে দেখুন এর উল্টো ঘটনাই দুদেশে বেশী ঘটে (জানিনা আবার ভুল বললাম কিনা)। মেজরিটি মানুষের মনোভাব, প্রতিবেশী দেশের মানুষের প্রতি, বোধায় অতোটা ভালো না।
  • Arpan | 192.156.71.26 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:০২692321
  • আলুর পথযাত্রী। আমাদের। গম্ভীর হানুদা।
  • সৌম্য | 15.2.65.224 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:০২692320
  • হ্যাঁ গোটা উপমহাদেশে দীর্ঘদিন ধরে বিদ্বেষের বীজ বপন ও চাষবাস ব্যপকহারে হয়েছে ও হয়ে চলেছে এটা মোটামুটি আমারও বক্তব্য। তবে এই চাষবাস পুরোটাই "সরকার" বা"মিডিয়া" এসে আমাদের হয়ে করে দিচ্ছে, আমরা একেবারে চাষবাস করছিনা, এটা আমার মনে হয়না। আমার যেটুকু অভিজ্ঞতা তাতে আমরা একেবারে সাধারন মানুষরা নিজেরাও যথেষ্ট চাষবাস করছি (অবশ্যই আমি বায়াসড হতে পারি বা ভুল হতে পারি)।
  • আর | 192.69.246.234 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:০৫692323
  • সৌম্যকে জানাই, যা দেখেছেন, তা মিথ্যা নয়, তবে তা ফ্যাক্টও নয়। নিতান্তই পার্সেপশন। চায়ের টেবিলে বা লোকাল ট্রেনের কামরায় অমন রাজা উজির অনেকেই মারে হাতে খবরের কাগজ নিয়ে। মূলত মেনস্ট্রিম মিডিয়া এবং রাষ্ট্রযন্ত্র যেভাবে জনতাকে ভাবতে শেখায়, সেভাবেই ভাবে অধিকাংশ মানুষ, একমত, কিন্তু না, ক্রাইসিসের সময়ে নয়, সাধারণ সময়েই সামনে একজন প্রতিবেশি দেশের মানুষকে দেখলে উল্টো ব্যবহার করে। এ আমারও নিজের চোখে দেখা।

    এই যেমন বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা টাইপের অবালদের দল, এদের মূল পলিটিক্সটাই হচ্ছে ঘেন্না আর জিঙ্গোয়িজম দিয়ে তৈরি। সাধারণ অবস্থায় এরা লোকজনকে উসকোয়, ভড়কায় - ঘেন্নার চাষ ঘটায়। কিন্তু সত্যি যেদিন মুম্বই আক্রান্ত হল, একটি শিবসেনা বা এমেনেস বা ভিএইচপিকেও দেখা যায় নি আক্রান্তদের রক্ষা করতে এগিয়ে যাবার জন্য - একটা রক্তদানও করেছে কিনা সন্দেহ।

    আপনি, আপনি একজন প্লেসহোল্ডার। ভারতের ওপর নিরন্তর ঘটে চলা পাকিস্তান স্পনসর্ড টেররিজমে আপনি তিতিবিরক্ত, মনে মনে আপনি অ্যান্টি-মুসলমান, থুড়ি, অ্যান্টি-পাকিস্তান। কিন্তু এই আপনিই, সামনে যখন দেখবেন একজন পাকিস্তানিকে - অ্যাপোলো হাসপাতালে আপনার পাশের সীটে বসে আছেন, পাকিস্তান থেকে এখানে এসেছেন কোনও অপারেশন করাতে, কিংবা রস্তার ফুটপাথে দেখবেন, আপনাকে নিজের পরিচয় দিয়ে গন্তব্যে যাবার জন্য বাসের নম্বর জিজ্ঞেস করছেন, আপনিই তাকে এগিয়ে এসে সাহায্য করবেন। একবারও মনে হবে না, শালা পাকিস্তানি, শালা মুসলমান, দে ব্যাটার পা-টা টুকরো করে, পিষে দে শালাকে গাড়ির চাকার তলায়।

    বিশ্বাস করুন, পাকিস্তানেও এমনটাই হয়। আমাদের তো তাও আঙুল তোলার জন্য একটা পাকিস্তান আছে, ওদের আঙুল তুলতে হয় নিজের দেশের দিকেই। ফুলের মত বাচ্চাগুলো মারা গেছে রাষ্ট্রের পোষা ইসলামী গুন্ডাদের গুলিতে - ওদের জওয়ান মরে কম, বেশি মরে সাধারণ মানুষ, বাচ্চা, সাধারণ মন্দির মসজিদ বা গুরুদোয়ারায় উপাসনা করতে যাওয়া মানুষ, যারা এই ঘেন্নাকে সমর্থন করে না, সত্যিই করে না। অনেক ভারতীয়র ট্র্যাভেলগ পড়েছি, ভারতীয় জানার পরে লাহোরের গরীব চায়ের দোকানদার পয়সা নেয় নি, বলেছে, আপনি তো আমার মেহমান।

    ভারতীয়রাও করে। প্রচুর করে। পাকিস্তানের প্রতি ঘেন্না উগড়ানোর প্র্যাকটিস - ঐ যা বললাম, চায়ের টেবিলে বা লোকাল ট্রেনের কামরায় দিব্যি চলে, কিন্তু আসল সিচুয়েশনে এগুলো কাজে দেয় না। মানুষই হাত বাড়ায় মানুষের জন্য। ক্রাইসিস অর নো ক্রাইসিস।

    এই উপমহাদেশের বাইরে বহু দেশে ভারতীয় আর পাকিস্তানি এক রুম শেয়ার করে থাকে, এক কড়াইতে রান্না করে। ফ্যান্টাসি নয়, হিন্দি সিনেমার গল্প নয়, সত্যি সত্যি সত্যি ঘটনা। দেশে যখন আতঙ্কবাদী হামলার খবর পায় তারা, কী করে জানি না, কিন্তু একে অন্যের বিরুদ্ধে চাকু তুলে ধরে না।

    জানি না মিশনে এসব গল্প শেখানো হয় কিনা।
  • | ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:০৬692324
  • হতে পারে বিদ্বিষ্ট ঘটনার খবরগুলোই আমাদের গোচরে বেশী করে আনা হয়।

    না না একেবারেই শুধু সরকার বা মিডিয়ার দান তো নয়। একেবারেই না। সরকার আমাদের হয়ে করে দিচ্ছে কারণ সরকার আমাদেরই মত আমাদেরই দ্বারা নির্বাচিত একটা অংশ।
    আর অন্যান্য সমস্যা থেকে চোখ ঘুরিয়ে রাখতে ধর্ম একটি চমৎকার হাতিয়ার তো।
  • ঊমেশ | 118.171.128.168 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:১২692325
  • আর নামে লেখাটা মনে হয় সিকি'র লেখা।
    বড়ো করে ক দিলাম।
  • সৌম্য | 15.2.65.224 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:১৫692326
  • আর এর প্রায় পুরো পোস্টের সাথেই একমত। কিন্তু কোথাও একটা ডাইকোটমি আছে, যেটা আগেই বলেছি। "আমার" পাশে যখন একজন অসুস্থ বা সাহায্যপ্রার্থী বা টুরিস্টকে দেখি তখেন অনেক "আমি"ই এগিয়ে আসে, ভালো ব্যাবহার করে। একমত। কিন্তু সব "আমি" এগিয়ে আসেনা, তার থেকেও বড়ো কথা এই "আমি"দেরও অনেকে কিন্তু পরে কোন আলোচনায় বলতে ছাড়েনা যে পাকিস্তানি মানুষ মানেই ..। আলাদা আলাদা পরিস্থিতিতে একই লোক আলাদা আলাদা ভাবে রিয়াক্ট করে। আর প্রতিবেশী দেশের মানুষের প্রতি একটা শত্রু মনোভাব, এটা কিন্তু অনেক লোকের অনেক গভীরে আছে দেখেছি। বেশীর ভাগ ক্ষেত্রে ফ্যাক্টটা বেশ কমপ্লেক্স।
  • | ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:১৬692327
  • হে হে এর আগে কোন একটা ব্লাস্ট (হয় হায়দ্রাবাদ নয় পুণের জার্মান বেকারী) র সময় ঋজু চ্যাটার্জীর জিঙ্গোয়িস্ট পোস্টের উত্তরে বলেছিলাম এই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধপন্থীদের সবচেয়ে আগে ফ্রন্টে পাঠানো, যুদ্ধে যোগদান মাস্ট করলে কেমন হয়। :-))
  • Bratin | 11.39.61.146 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:২২692328
  • রোবু তুমি কল্যানী ইন্জিনিয়ারি কলেজে পড়েছো। সেটা নিয়ে তোমার গর্ব আছে যেমন আমার আছে কলকাতা বিশ্ববিদ্যালয় বা আই এয় আই নিয়ে।

    কিন্তু মিশনে পড়া নিয়ে গর্ব করা টা একটু আলাদা। আমার বাবা দুই কাকা আর আমার প্রজন্মের ৫ জন মিশনের ছাত্র।

    এই খানে পড়ার ফলে কী ধরণের মুল্যবোধ গড়ে উঠতে পারে সেটা যারা মিশনে পড়েনি আর বিশেষ করে মাক্র্স নামক ভাবাদর্শে উদ্বদ্দ্ব।

    তার ২৯ খানা কারন আছে সেটা ২৮ তারিখ্হে বানতলা তে গরম চায়ের চুমুক দিতে দিতে করা যাবে। ওকে? ঃ)
  • lcm | 83.162.22.190 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:২৮692329
  • বোতিন যদি "মাকরস" বলতে যদি মাকড়সার রস বা তেমন কিছু বোঝায় তাইলে কিছু বলার নেই, আর যদি কার্ল মার্ক্স বুঝিয়ে থাকে, তাইলে বলব - আমি কিন্তু মিশনে পড়া মার্ক্সিস্ট আদর্শে বিশ্বাসী লোকজন দেখেছি।
  • cm | 127.247.97.215 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:৩৩692330
  • তা বলে ভদ্রলোককে মাকড়সা বলতে হবে!
  • ঊমেশ | 118.171.128.168 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:৩৪692331
  • আমার মিশনে পড়ে বিপ পাল হতেও দেখেছি
    ঃ-))))
  • Bratin | 11.39.61.146 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:৩৮692332
  • বয়েস আর হল কই বোধি দা? ৪৩ কমপ্লিট হল সবে।নাইট ইজ স্টিল প্রিটি ইউং ঃ-)

    যাক স্যুপ আর ফিস অ্যান্ড চিপস এসে গেছে। আগে ও গুলোর সদব্যবহার করি।

    " বাকি কথা পরে হবে" ঃ)
  • হে হে | 192.69.246.234 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:৪৫692335
  • মিশনে পড়া অনেক লোকই আছে এখানে। কিন্তু মিশনে শেখা মূল্যবোধের নাম নিয়ে এমন আবালপনা খুব কম লোকই করে। যাক গে। এই ধরণের ফ্রয়েডিয়ান ছড়ানোর সময়ে মিশনের নামে কসম না খেলেই ব্যাপারটা একটু কন্ট্রোলের মধ্যে থাকে, এই আর কি। আপনি নিজে তো গোটাগুটি খোরাক হচ্ছেনই, আপনার গর্বিত মূল্যবোধের নামে মিশনও খোরাকিত হচ্ছে, সেটা বোঝবার মত যথেষ্ট বড় বোধ হয় আপনি এখনও হন নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন