এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বীরপূজো, নেতাজি পূজো বন্ধ হৌক

    bip
    অন্যান্য | ২৩ জানুয়ারি ২০১৬ | ১৩৬৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হে হে | 192.69.246.234 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:৪৫692335
  • মিশনে পড়া অনেক লোকই আছে এখানে। কিন্তু মিশনে শেখা মূল্যবোধের নাম নিয়ে এমন আবালপনা খুব কম লোকই করে। যাক গে। এই ধরণের ফ্রয়েডিয়ান ছড়ানোর সময়ে মিশনের নামে কসম না খেলেই ব্যাপারটা একটু কন্ট্রোলের মধ্যে থাকে, এই আর কি। আপনি নিজে তো গোটাগুটি খোরাক হচ্ছেনই, আপনার গর্বিত মূল্যবোধের নামে মিশনও খোরাকিত হচ্ছে, সেটা বোঝবার মত যথেষ্ট বড় বোধ হয় আপনি এখনও হন নি।
  • blank | 11.39.36.233 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:৪৭692336
  • মিশনে মার্ক্স ও পড়ায় না, ইতিহাস ও না !! তাও গব্ব !!
  • san | 11.39.32.167 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:৪৯692337
  • মিশনে পড়া মার্কসিস্ট আদর্শে বিশ্বাসী তো শয়ে শয়ে আছে :-) তবে তারা উদ্বদ্দ্ব নয় মনে হয় কারণ বলতে গেলেই জিভ জড়িয়ে যেতে পারে :-D

    ইয়ে , এই মিশন বনাম মার্কসবাদ নিয়ে ঠোকাঠুকি করাটা উভয়পক্ষই হাল্কা করে কাটায়ে দ্যান না ক্যানো। কোনোটাতেই তো ঠিক অন্য ধর্ম নিয়ে বিদ্বেষ বপন করতে শেখায় না বলেই জানি।
  • জবাব | 192.69.246.234 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:৫২692338
  • সৌম্যঃ ২ঃ১৫,

    "তার থেকেও বড়ো কথা এই "আমি"দেরও অনেকে কিন্তু পরে কোন আলোচনায় বলতে ছাড়েনা যে পাকিস্তানি মানুষ মানেই" -

    সেগুলোকে অত ফেস ভ্যালুতে না নিলেই তো হয়। এগুলো অল্পজ্ঞানের ফসল, সেটা তো বুঝতে পারেন? আমাদের বা পাকিস্তানের মত তিতিও বিশ্বের বেশির ভাগ মানুষই অজ্ঞানতা অশিক্ষার অল্পশিক্ষার শিকার, সেটা তো মানেন? রাজনীতি, রাষ্ট্রনীতি, আর ধামাধরা মিডিয়ার দল এই অশিক্ষা অল্পশিক্ষারই ফায়দা ওঠায়, তাই ঘৃণার চাষ হয়।

    আমরা কনভিনিয়েন্টলি ভুলে যাই পুণে ব্লাস্ট, সমঝোতা এক্সপ্রেস ব্লাস্ট, পানসারে, কালবুর্গি, বা দাভোলকারের নির্মম খুন, মহম্মদ আখলাকের হত্যা কোনও পাকিস্তানি করে যায় নি, করেছে এই তথাকথিত গর্বিত হিন্দুদের দলই।

    আমি ব্যক্তিগতভাবে এদের হিন্দু বলতে চাই না, যেমন পাকিস্তান থেকে আসা জঙ্গীদের মুসলমান বলতে চাই না। পলিটিকালি কারেক্টনেসের দোহাই নয়, সত্যিই মন থেকে বিশ্বাস করি এদের কোনও ধর্ম হয় না। খুনী, খুনীই। জঙ্গীরা শুধুই জঙ্গী হয়।
  • Robu | 11.39.137.15 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:৫৫692339
  • কিন্তু আমি আমার স্কুল বা কলেজ নিয়ে গর্বিত এ কথা ব্রতীনদা জানল কী করে?
    স্যানদিকে - মার্ক্স বা মিশন সবই একপক্ষই তুলছেন, যা দেখলাম।
  • আর বোতিনবাবুকে | 192.69.246.234 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:৫৬692340
  • আপনি মিশনও শেখেন নি, মার্কসও শেখেন নি, খালি গব্বো শিখেছেন। বেড়াতে বেরিয়েছেন, মন দিয়ে বেড়ান, কেরালার সৌন্দর্য উপভোগ করুন। এগুলো আপনার কাপের চা নয়, চুমুক না-ই বা দিলেন।
  • kc | 198.236.83.32 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৫:১০692341
  • এইসব বালের গব্বের ফাঁকে নেতাজী কে নিয়ে নির্মোহ নামার সম্ভাবনাটা পুউরো মাঠে মারা গেল।
  • ঊমেশ | 118.171.128.168 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৫:৩২692342
  • আচ্ছা মিশনে বাকি সব কিছু পড়ানোর সাথে সাথে গব্ব করাটাও পড়ানো হয় কি?
    এখানে কথাগুলো উঠলো তাই বলি, আমি ব্যক্তিগত ভাবে যতজন মিশনওয়ালা কে চিনি (গুরুকে ধরছি না) তাদের তিনটে কথার একটা থাকে ওরা মিশন থেকে পড়া, তাই আমাদের সবার থেকে আলাদা।
  • সৌম্য | 15.2.65.224 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৫:৪২692343
  • জবাব, ফেস ভ্যালুতে না নেওয়াই যায়, আর আপনি যে নানারকম কারন বললেন সেগুলোও ভুল বলেন নি। কিন্তু ফেস ভ্যালুতে না নেওয়ার একটা বিপদও আছে, সেটা হলো বাস্তবকে অস্বীকার করা। যেমন অনেককে মাঝেমাঝে বলতে শুনি, সাধারন মানুষ আসলে সাম্প্রদায়িক না, ওগুলো তো আসলে "বিজেপি" বা "আরএসএস" বা "মিডিয়া"র উস্কানির ফল। কথাটা কিন্তু ঠিক না, অন্তত একটা দিক এতে চেপে যাওয়া হয়। সাম্প্রদায়িকতা, জাতপাত, এসব কিন্তু আমাদের মধ্যেই আছে, আমরা সাধারন মানুষরাই বেশীরভাগ ক্ষেত্রে এরকম আচরন করি। অন্যের ওপর দোষ না চাপিয়ে, বা আমরা তো এরকম নই জাতীয় চোখ বুজে না থেকে বাস্তবকে চিনতে পারলে বোধায় অসুখ সারানোর দিকে একটু এগনো যায়।
  • kc | 204.126.37.78 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৬:০৯692345
  • অসুখ আগে সারাতে হবে নিজের মধ্যে, সমাজ ফমাজ পরে,

    দাড়ি ভগবান অনেককাল আগেই কয়ে দেছেন, "তোমাদের নিজেদের পালটাতেই ১৫, ২০ কিংবা ৫০ বছর লাগবে, সমাজকে পালটান তো আরো দূরের কথা!"
  • সে | 198.155.168.109 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৬:২৩692346
  • অসুখ সারানো সহজ নয়। উপসর্গ ঢেকে রাখা আর রোগমুক্তি সমার্থক নয়।
  • Bratin | 11.39.80.10 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৬:২৭692347
  • আমার মা আর সাসু মার শাড়ি কিনছি।

    বোন আএকেয়াওআচ্গে কিউ তে।

    সবার্প্র্শনেরুত্তর্দেবো। বিশেষ করে সিঁফোর।

    হোটেলে প্গিরে।
  • Bhagidaar | 34.49.119.28 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৬:৩৪692348
  • উরেব্বাস!
  • sinfaut | 74.233.173.203 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৭:১৪692349
  • না না প্রচুর সাম্প্রদায়িক ও হিন্দুবিদ্বেষী বা মুসলিমবিদ্বেষী লোক আছে তো। কিন্তু তাদেরকে কখনও হিন্দু বা মুসলিম ক্যাটাগরিতে ফেলার কথা মনে হয়নি। কারন তাহলে যে ভেনচিত্র তৈরী হয় সেটা জিনিয়া ফুলের পাপড়ির মতন কনসেনট্রিক সার্কল নয়। তো এমন বাল মার্কা ক্যাটেগরি তৈরী করা কিংবা আমাদের দেশ বা মুসলমানদের দেশ জাতীয় সাধারনীকরণের অশিক্ষা আমার ননমিশন স্কুলে পাইনি। সত্যি বলতে কী কোন গুরুত্বপূর্ণ শিক্ষাই স্কুল থেকে পাইনি। সে ভালোই হয়েছে, নইলে এইসব আবাল গর্ব আর অথরিটি ফিগারের প্রতি প্রশ্নাতীত আনুগত্যপূর্ণ আবাল তৈরী হতাম।
  • T | 24.100.134.244 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৭:১৭692350
  • এহ্‌, ব্রতীনদা, কী রেটে ছড়িয়েছে।
  • সে | 204.230.159.242 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৭:২৩692351
  • বোকার মত ছড়িয়েছে। সেখানেই গণ্ডগোল।
  • rabaahuta | 215.174.22.20 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৭:২৭692352
  • ফুটি যেন স্মৃতি-জলে, মানসে, মা, যথা ফলে মধুময় মাকরস কি বসন্ত, কি শরদে
  • cm | 127.247.97.215 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৭:৪৯692353
  • উপসর্গ ঢেকে রাখতে হবেনা, গান বুঝে সঙ্গত দিলেই হবে।
  • Blank | 11.39.36.233 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৮:০৭692354
  • নাহ, এটাকে ব্রতীন দার মতন ছরিয়েছে বলতেই হবে।
  • Abhyu | 107.81.98.246 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৮:২৩692357
  • মিশনকে ছেড়ে দিন। আজকাল দুখে আসেন না, কামান দিয়ে পদাতিক বধ না-ই বা করলেন।

    আর ব্রতীনদা এখানে সবাই তোমাকে চেনে, তোমার নিজের পুরোনো পোস্টের কারণে তোমার বাড়ির লোকজনের খবরও রাখে, অর্থাৎ নতুন কিছু জানার নেই, তাই বলি অতো চাপ নিও না। আপাততঃ গুরুকে ছাড়ান দাও।
  • Ekak | 212.62.91.50 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৮:৫২692359
  • এই "সাধারণ মানুষ 'আসলে' অমুক " এটা একটা ফাঁদ , বা লিবারেল কুঁড়ে দের স্বপ্নের পীঠেপুলি। সাধারণ মানুষ বা পাতি মানুষ যাই বলুন , সে যদি হিংসাত্মক না নয় তবে একই যুক্তিতে তার ফ্রাতার্নীতি ও এক্সিস্ট করেনা। ভআইচারা -ঘৃণা- ঔদার্য -ধান্দাবাজি এসব মিলে মিশেই মানুষ থাকে।
    লিবারেল গুলো আসলে কুঁড়ে। ওরা ভাবে কার একটা ঘাড়ে সাধারণ গোপাল দের বিগ্রে রাখাল করে দেওয়ার দাযীএত্বো চাপিয়ে দিতে পারলেই দিব্য নিশ্চিন্তে ঘুমুন যাবে। এটা হবার নয়। রাষ্ট্র প্ল্যান প্রোগ্রাম করে মানুষ কে বিগ্রয় না তা নয় , কিন্তু কোনো মানুষ ভাবতে ভালবাসেনা যে তার চিন্তা ও সিদ্ধান্ত আসলে অন্য কেও ওপর থেকে নিয়ন্ত্রণ করছে । তাই ওই ট্রেনের কামরা -রাস্তা ঘাট সর্বত্র সর্বক্ষণ ঘৃণা ঝরে পরে সাধারণ মানুষের ব্যবহার থেকে এবং সেটা ব্যলান্স এ না থেকে ক্রমশ আরও বাড়তে থাকে কারণ লিবারেল রা ব্যাপারটা হ্যান্ডল না করে "দেখো রাষ্ট্র তোমাকে এরকম বোঝাচ্ছে আসলে কিন্তু এরকম না " এই তত্ব হাজির করে । এর চে বড় রাজনৈতিক মূর্খামি আর কিছু হয়না । এই জন্যেই এরা জনবিচ্ছিন্ন । বরং লোকটার সঙ্গে তর্ক করুন তাকে বোঝান যে আগুন লাগলে দাঙ্গা হলে সেও ক্ষতিগ্রস্ত হবে ইত্যাদি । এই টিপিকাল তুমি কিছু বোঝনা দুদুভআতু রাষ্ট্র আসলে তোমাকে চালাচ্ছে এই থিওরি টা লোককে শোনাবেন না। ইত ফাকিং ডাসন্ট ওয়ার্ক । এটা করে রাষ্ট্রের ই কাজ সহজ করা হয় ।
  • cm | 127.247.97.215 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৮:৫৭692360
  • লিবারাল সেজে ঘুরলেই লিবারাল হয় নাকি?
  • rabaahuta | 215.174.22.20 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৯:৩২692361
  • 'সাধারন মানুষ' নামে ব্যপারটা নির্বিবাদ শান্ত নিরীহ সুবোধ এটা ঠিক আমিও বিশ্বাস করিনা। মানে পাড়ার মোড়ে ল্যাম্পপোস্টে বাঁধা পকেটমারের চোখ গেলে দেয় যারা তারা তো সাধারন মানুষই। তো কখনো পকেটমার কখনো ভিনদেশী কখনো ভিন্নধর্মী কখনো ভিন্নজাত কখনো ভিন্নমত, এইসব। একটা ভিন্নতা লাগে, যখন যেমন পাওয়া যায়, তারপর ক্যালালেই হলো। আর আমাকে গাঁয়ের পাঁচজনা চেনে বলেই আমি অপাপসম্ভব, এইটাও আমার অতি আপত্তিকর লাগে। আমাদের আশেপাশের দশটা পাঁচটার চেনাশুনো লোকজন নিজের হাতে দাঙ্গা করতে যায়না সেটা যেমন সত্যি, তেমনি জনগণমনের বিদ্বেষ ম্যনুফ্যাকচারিংটা শুধুই বড় বড় তাত্ত্বিকদের দিয়ে হয় না সেটাও একটা ব্যাপার। চায়ের দোকানের বাতেলা, ফেসবুকের জালি পোস্ট, পথভ্রষ্ট গৌরব ইত্যাদি ছোট ছোট ব্যপার নিয়ে তথাকথিত সাধারন মানুষের সুপ্ত নখদন্ত বেরিয়ে এসে চমৎকার দানব হয়ে যায়। চেনা লোক বলেই, এইতো মর্মপীড়ের উপাসকদের জ্বালিয়ে দাও বললে আমি বেশ খুঁজে টুজে ব্যখ্যা করে নেবো না না, এত্ত চেনা মানুষ, আসলে মঙ্গলগ্রহের লোক বলতে চাইছিলো, আর অচেনা লোক বললে হই হই করে প্রতিবাদ করবো, নাহ।

    কৃষ্ণা গ্লাসের উল্টো দিকে মৌসির গাঁজার দোকান ছিল, দরদাম করলে খুব মিষ্টি করে বলতো, পুসাবে না বাবু, পুসাবে না। তো ঐ আরকি, ঠিক পুসালো না। আর তাছাড়া খোলা পাতায় গড়ের মাঠে লেখা হচ্ছে, চেনা অচেনা অনেক লোক পড়ছে। তাদের মধ্যে কত্ত কত্ত সাধারন মানুষ, ভাবলেও বিস্ময়ে প্রাণ আকুল হয়ে যায়। তো, কোন নির্দিষ্ট ধর্ম নিয়ে এইরকম মন্তব্য খেয়ে নেওয়াটা চাপ। ফেসবুক টেসবুকে হামেশাই দেখি যদিও। তবে কিনা অন্যত্র তো আর আমার ভয়েসটা কেউ শুনবে না, এখানে যদি তাও একটু চান্স থাকে।
  • সৌম্য | 15.2.65.224 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৯:৩৩692362
  • Ekak এর কথাগুলো যুক্তিযুক্ত মনে হলো, কারন অনেকটা এরকম আমারও মনে হয়। আরেকটা উদাহরন করাপশান, যেটা নিয়ে আমরা হামেশাই পলিটিকাল পার্টিগুলোর ওপর দোষ চাপাই। করাপশান ছাড়া কোন পলিটিকাল পার্টি হয়না এটা ঠিক, কিন্তু এটা একটা দিক। অন্য দিকটা হলো, আমাদের "সাধারন" মানুষের মধ্যেই তো ভীষনভাবে পেটি করাপশানে ভর্তি! সেরকমই রাস্তাঘাটে সাধারন মানুষ যারা তাদের (বা আমাদের) মধ্যেও কিন্তু সাম্প্রদায়িকতা, জাত-পাত, প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকের ওপর শত্রুতা, এসব যথেষ্ট পরিমাণে আছে। কোনরকম ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট বা মিডিয়া কন্ট্রোল ছাড়াই আছে। বরং "রাষ্ট্র" বা "মিডিয়া"র ওপর এগুলো চাপিয়ে দিতে পারলে আমাদের নিজেদের দায়িত্ব এড়ানো সহজ হয়।
  • সৌম্য | 15.2.65.224 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৯:৩৬692363
  • rabaahuta, ঠিক লিখেছেন।
  • bip | 81.244.130.85 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৯:৪৮692364
  • এককের পয়েন্টটা নিয়ে বলি। এটা হবস বনাম রুশো দ্বন্দ। লিব্যারাল ( রুশো) মনে করে মানুষ আসলেই ভাল-রাষ্ট্র রাজনীতি তাদের হিংসাত্মক বানায়। হবস মনে করতেন, আসলেই টিকে থাকার কারনে হিংসা মানুষের মনে রক্তে ইনগ্রেইন। এন্থ্রপলজিস্টরা বলছেন হবসই সত্য। হিংসা মানুষের রক্তে বা জিনে। লিব্যারালদের পৃথিবী নিজেদের ভুল কল্পনা ছাড়া কিছু না।
  • বিপ | 81.244.130.85 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৯:৫১692365
  • মিশনে পড়ে কোন আবাল সুপিরিওরিটি দাবী করে? নরেন্দ্রপুরের ৮০% হচ্ছে টোকা মাল/ পরীক্ষায় টুকত। আমিত অবাক হতাম। আমার গ্রামের স্কুলের ১০% ছেলেরাও টুকত না। শালা কিছু কোলকাতার বড় বাড়ির বখে যাওয়া ছেলেগুলোকে স্কুলে রেখে দিত। উচ্চমাধ্যমিকে তাদের ২০% ও ফেয়ার কম্পিটিশনে চান্স পাওয়ার যোগ্য ছিল না-কিন্ত ওদের জন্য ৫০% কোটা থাকত -কলেজে তখন উচ্চমাধ্যমিক ছিল। নরেন্দ্রপুরের স্কুলের ছেলেপিলেগুলো ছিল বটম ৫০%-উচ্চমাধ্যমিকে। শুধু খিস্তি দিত আর টুকত পরীক্ষায়। এরা আবার নিজেদের নিয়ে কি আবাল দাবী করে?
  • se | 198.155.168.109 | ২৬ জানুয়ারি ২০১৬ ১৯:৫৫692366
  • ঃ)))
  • cm | 127.247.97.215 | ২৬ জানুয়ারি ২০১৬ ২০:০১692368
  • লিবারালিজমের পেছনেও ঐ টিঁকে থাকার ধান্ধাই কাজ করছে, নইলে এক সুন্দর সকালে জ্ঞানযোগের মাধ্যমে লিবারালিজমে হাজির হলাম এরকম হয় নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন