এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ৬৯৯৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 34.96.82.109 | ১৬ জুন ২০১৬ ১৬:২৯700835
  • ওঃ ট্রাম্প বলেছে যারা টেররিস্ট সাসপেক্ট তাদের গান লাইসেন্স দেবে না। ট্রাম্পের রেসপেক্টে টাইটার। ওদিকে গান-ফ্রি জোন তুলে দেবে।
  • দ্রি | 195.100.87.73 | ১৬ জুন ২০১৬ ১৯:৩১700836
  • কিন্তু গান ল দিয়ে এই অর্ল্যান্ড শুটিং আটকানো তো খুবই শক্ত ছিল। প্রায় অসম্ভব।

    মিডিয়া যাকে সাসপেক্ট বলছে, সেই ওমর মতীন তো G4S এর এমপ্লয়ী ছিল। জিফোরেস এক কুখ্যাত বৃটিশ মাল্টিন্যাশানাল সিকিউরিটি জায়েন্ট। সিকিউরিটি এবং গুন্ডামী দুয়েই এক্সপার্ট। ইরাক, আফঘানিস্তানে এদের প্রাইভেট আর্মি ডিপ্লয়েড ছিল। আম্রিকায় বর্ডার সিকিউরিটি দেখে। এই ধরণের এমপ্লয়ীর তো গান ক্লিয়ারেন্স থাকবেই। গান ল দিয়ে এ আটকানো খুব মুস্কিল। কয়েক সপ্তাহ আগেই একদম লীগালি এ অস্ত্রশস্ত্র কেনাকাটা করেছিল।
  • aka | 34.96.82.109 | ১৬ জুন ২০১৬ ১৯:৩৯700837
  • পাব্লিক প্লেসে গান নেওয়াই বন্ধ করে দেওয়া উচিত। তাতেও বন্ধ করা যাবে না, কিন্তু ফার্স্ট স্টেপ। কাল আমাদের গেরামে শুনলাম একটা বাস্কেটবল কোর্টে কে কাকে গুলি করে দিয়েছে।
  • :-X | 178.26.197.46 | ১৬ জুন ২০১৬ ১৯:৫৬700838
  • ওমর মতীন একই সঙ্গে এফ বি আইএর ওয়াচ লিস্টেও ছিল। এছাড়া সে সাইকোলজিকালি আনস্টেবল ছিল, প্রথম বৌকে মারধোর করেছিল। এগুলো সব ব্যাকগ্রাউন্ড চেকের আওতায় আসা উচিত। এছাড়া সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন হওয়া উচিতঃ ইমোশনালি স্টেবল কিনা, অ্যাংগার এবং স্ট্রেস ম্যানেজমেন্ট এবিলিটি কিরকম ইত্যাদি। এই ইভ্যালুয়েশন ঠিকমতন হলেই অনেক মাস শুটিং কমে যাবে।
    চাকরিতে যেমন রেফারেন্স লাগে, গান কিনতেও রেফারেন্স চালু করা উচিত, বন্ধু, ফ্যামিলি মেম্বার এবং কোলিগদের থেকে।

    এখনকার যে ব্যাকগ্রাউন্ড চেক, সেটা জাস্ট হাস্যকর।

    কি কি হওয়া উচিত সেটা সবাই জানে। কিন্তু পলিটিকাল লিডাররা অ্যাকশন না নিলে কিছুই হবে না।
  • dc | 132.174.163.29 | ১৬ জুন ২০১৬ ২০:০০700839
  • আদৌ সিভিলিয়ানদের বন্দুক কেনার কি দরকার কে জানে! শুধুমাত্র যারা স্পোর্টস বা হবি হিসেবে বন্দুক কিনতে চায়, মানে স্পোর্টস রাইফেল ইত্যাদি, তাদের ছাড়া বাকি কাউকেই বন্দুক কিনতে দেওয়া উচিত না।
  • দ্রি | 181.25.193.78 | ১৬ জুন ২০১৬ ২০:১০700840
  • তবে আরো ফান্ডামেন্টালি, সাইকোলজিকালি আনস্টেব্‌ল লোককে জিফোরেসের রিক্রুট না করাই উচিত। এমন একটা জব যেখানে ওয়েপন ক্যারি করা, চালানো মাস্ট।
  • দ্রি | 82.52.75.27 | ১৭ জুন ২০১৬ ১৩:৪৫700841
  • DemokryaaTik nyaashanaal kamiTir saarbhaar hyaak hal.

    DNC Chairwoman Debbie Wasserman-Schultz acknowledged that the party servers were hacked and that opposition research was stolen, but denied that documents of a financial nature were compromised.

    ডোনার লিস্টঃ

    DNC’s servers, such as a 200-page “opposition research” document on Donald Trump. The hacker also posted documents with names of famous individuals who have made donations to the Democratic Party in the millions of dollars, such as actor Morgan Freeman and hedge fund manager James H. Simmons.

    মিডীয়া স্ট্র্যাটেজিঃ

    A document titled “2016 GOP presidential candidates” from May 2015 – about a month after Hillary Clinton announced her candidacy – shows the DNC’s strategy to use the mainstream media to stress Clinton’s positives, while feeding reporters information and questions about Republican opponents to paint them in a negative light.

    “Reporter Outreach: Working through the DNC and others, we should use background briefings, prep with reporters for interviews with GOP candidates, off-the-record conversations and oppo pitches to help pitch stories with no fingerprints and utilize reporters to drive a message,” the document says.

    Instead of laying out strategies to help any given Democratic candidate that might win the nomination, document makes reference to Hillary Clinton in the document as “HRC,” giving credence to speculation that the DNC has been biased towards Clinton throughout the primary.

    The same document calls for using targeted attacks on Republican candidates for the expressed purpose of taking the focus off of major questions that surround Hillary Clinton.

    https://www.rt.com/usa/347005-dnc-hack-donors-collusion/
  • দ্রি | 11.39.15.253 | ১৯ জুন ২০১৬ ২৩:২০700842
  • A news report by the Jordanian Petra News Agency suggested that Saudi Arabia has paid more than 20 percent of the cost of Hillary Clinton’s presidential campaign, quoting Saudi Deputy Crown Prince Mohammed bin Salman; however the latest statement of the agency claims its website was hacked when this story appeared.

    http://sputniknews.com/politics/20160617/1041526579/clinton-presidential-campaign-financing.html
  • দ্রি | 208.51.75.165 | ২২ জুন ২০১৬ ১৭:৪২698625
  • ekaTi unish bachharer chhele naaki pulisher pistal churi kare Traampake khun karate giyechhil. chheleTi bRiTish.

    sabacheye inTaaresTi`m hal -

    He was unemployed, living out of his car and has Asperger’s Syndrome – a form of autism – his public defender told Federal Magistrate Judge George Foley, according to the Associated Press. His car was identified by the authorities as a 2007 BMW 328i.

    উনিশ বছরের আনেমপ্লয়েড একটি ছেলে চড়ে বিএমডাব্লু! ভাবা যায়?

    আর সে নাকি এক বছর ধরে ট্রাম্পকে মারার চেষ্টা করার জন্য ইউ এসে আছে ইল্লিগালি। (এক বছর আগে তো আমি ট্রাম্পের নামও ভালো করে জানতাম না)।

    Sandford said he had been planning to kill Trump for a year, but decided to act on this occasion because “he finally felt confident about trying it,” the complaint said. He also said that “if he were on the street tomorrow, he would try this again.”

    https://www.rt.com/usa/347557-kill-trump-illegal-immigrant/
  • দ্রি | 222.117.180.21 | ২৯ জুন ২০১৬ ২৩:৪৪698627
  • Pro-Hillary group takes $200K in banned donations

    According to a review of contributions by The Hill, Boston-based Suffolk Construction made two contributions of $100,000 to Priorities USA, which is backing the presumptive Democratic presidential nominee.

    At the time it made the contributions, Suffolk held multiple contracts worth $976,560 with the Department of Defense for maintenance and construction projects at a Naval base in Newport, R.I., and the U.S. Military Academy in West Point, N.Y., according to the government website USASpending.gov.
    ...
    The donations from Suffolk highlight how a 70-year-old campaign finance law meant to prevent pay-to-play deals between public officials and companies making money from the government is often ignored by those making the donations and those on the receiving end.

    http://thehill.com/homenews/campaign/285269-exclusive-pro-hillary-group-takes-200k-in-banned-donations
  • dc | 181.49.180.123 | ১২ জুলাই ২০১৬ ২২:২০698628
  • বার্নি স্যান্ডার্স হিলারিকে এনডোর্স করলেন। এবার ট্রাম্প আর হিলারির স্ট্রেট ফাইট।
  • bhagidaar | 106.2.247.250 | ১৩ জুলাই ২০১৬ ০২:২৮698629
  • স্যান্ডার্সের এদ্দিন লাগলো কেন?
  • Ekak | 53.224.129.50 | ১৮ জুলাই ২০১৬ ০৬:২৪698630
  • গ্যারি জনসনকে ফুল সাপোর্ট । লিবার্টেরিয়ান রা এই বারেই কদ্দুর কী করতে পারবে সন্দেহ আছে কিন্তু গ্যারির হাত ধরে লিবার্টেরিয়ানরা মেইনস্ট্রিম পলিটিক্স এ আসুক এটাই কাম্য । অনেকদিন বেঞ্চে বসে থিওরীবাজি হয়েছে । এবার ফিল্ডে নাবা দরকার ।
  • Ekak | 53.224.129.50 | ১৮ জুলাই ২০১৬ ০৭:১২698631
  • ওহ এটা থাকে । বিল মাহের যথারীতি চাটাচাটি করেছে এবং ন্যায্যভাবেই । ক্লাসিকাল রিপাবলিকান নাও লিবার্টেরিয়ান দেড় এই প্রশ্নগুলো ফেস করতেই হবে ।

  • SS | 160.148.14.3 | ১৮ জুলাই ২০১৬ ১৮:১৯698632
  • হ্যাঁ, হ্যাঁ, গ্যারি জনসনকে খুব সাপোর্ট করুন। ট্রাম্পের ভোট কাটবে। অ্যাকচুয়ালি ব্যাক্তিগতভাবে গ্যারি জনসনকে ভালই লাগে। কিন্তু ঐ লিবার্টেরিয়ান প্ল্যাটফর্ম।
    তবে লিবার্টেরিয়ানরা যতদিন সোশাল সিকিউরিটি আর মেডিকেয়ার কাটার কথা বলবে, ভোটে জেতার কোনো চান্স নেই। এই দুটো জিনিস হচ্ছে আমেরিকান পলিটিকসের থার্ড রেল। হাত দিলেই খেল খতম।
    আবার গভর্নমেন্ট স্পনসর্ড সোশাল প্রোগ্রাম চালু রাখলে সেটা লিবার্টেরিয়ান কোরের বিরোধিতা হবে। এবার বলুন শ্যাম রাখবেন না কূল ?
  • Ekak | 53.224.129.63 | ২০ জুলাই ২০১৬ ০৫:৪২698633
  • সিএনএন পোল বলছে গ্যারি 13% রিচ করে গ্যাছে ।

    কোনো পলিটিকাল থিরোরি হান্ড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট করা সম্ভব না , বিশেষ করে শুরুতেই । থিওরি ইস অলওয়েজ আইডিয়ালিস্ট । মেডিক্যারের নাম করে একচুয়ালি পেট মোটা কোম্পানির আরো মোটা হচ্ছে । লোকে ভাবছে সরকারের পয়সা যাচ্ছে কিন্তু লোকের ট্যাক্সের পয়সা দিয়েই সেগুলো পে করছে সরকার । কেও কিছু বলার নেই । বিশাল লবি । এটাতে ধাক্কা দেওয়া জরুরি । শুরুতেই মেডিকেয়ার বন্ধ করার কথা গ্যারি বলছেনা । ক্রিটিকাল ডিসিসে রাখবে । বাকিগুলো ওপেন করে দেবে বলেছে যাতে ওপেন কম্পিটিশন আসতে পারে। দেখা যাক জনতা কিভাবে রেস্পন্স করে । ধাপে ধাপে এগোতে হবে ।
  • SS | 160.148.14.38 | ২০ জুলাই ২০১৬ ২০:২৯698635
  • প্রাইভেট ইন্সিওরেন্স কোম্পানিদের এমন সব কীর্তি আছে যে লোকে যখনই শোনে যে মেডিকেয়ার বন্ধ করা হবে, তখনই আর সেই ক্যান্ডিডেটকে ভোট দেবে না। আমেরিকার এল্ডারলি পপুলেশনের স্বচ্ছলতার প্রধান কারণ হচ্ছে মেডিকেয়ার আর সোশাল সিকিওরিটি। যতদিন প্রাইভেট ইন্সিওরেন্স কোম্পানির উপর লোকের আস্থা আসবে (সেই দিন কখনো আসাবে কিনা জানি না), ততদিন মেডিকেয়ার বন্ধের কোনো চান্স নেই। আর মেডিকেয়ার আছে বলে ইন্সিওরেন্স কোম্পানিদের তবুও কিছুটা রাশ টানা যায়। তার কারণ হচ্ছে মেডিকেয়ার আর মেডিকেড (এই প্রোগ্রামটা লো ইনকাম পপুলেশনের জন্যে, যাদের এমপ্লয়ার প্রোভাইডেড ইন্সিওরেন্স নেই) এর পারচেজিং পাওয়ার। মেডিকেয়ার আর মেডিকেড প্রোভাইড করে সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেড সার্ভিস বা CMS। এই CMS হচ্ছে বিগেস্ট প্রোভাইডার, যে কারনে সব হসপিটাল আর ইন্সিওরেন্স কোম্পানি চোখ বন্ধ করে এদের অ্যাক্সেপ্ট করে। কল্পনা করুন, কোনো রুরাল এরিয়াতে আশি বছরের এক বৃদ্ধ মানুষ, তার যদি প্রাইভেট ইন্সিওরেন্স থাকে, হয়্ত একশ মাইল দুরে কোনো হসপিটালে গিয়ে রেগুলার চেক আপ করাতে হচ্ছে। গ্যারি জনসন যতদিন না এই রকম সমস্যার সমাধান করতে পারছেন, ততদিন কোনো চন্সে নেই। আর এর উল্টো দিক হল প্রাইভেট ইন্সিওরেন্স কোম্পানিকে রেগুলেট করা। তা সেটা করতে হলে ডেমোক্র্যাট হলেই হবে, খামখা লিবার্টেরিয়ানদের দরকার কি ? এছাড়া CMS যেটা করতে পারে, সেটা হল ড্রাগ প্রাইস কন্ট্রোল। যেহেতু এরা বিগেস্ট প্রোভাইডার, ওষুধের মাত্রাছাড়া দাম ইচ্ছে করলে কন্ট্রোল করতে পারে, যেমন বলতে পারে X ওষুধের দাম না কমালে সেই ওষুধ মেডিকেয়ার আর প্রোভাইড করবে না। রিসেন্টলি, সোভালডি বলে হেপ সির একটা ড্রাগ নিয়ে এই রকম কথাবার্তা চলছে।
    মোদ্দা কথা হল মেডিকেয়ার না থাকলে ইন্সিওরেন্স সিস্টেম আরো গোল্লায় যাবে, কারণ প্রাইভেট ইন্সিওরেন্স কোম্পানির অ্যাকাউন্টেবিলিটির অভাব। অসংখ্য লোক এটা নিজের জীব্ন দিয়ে বুঝেছে। তাই ওপেন কম্পিটিশান ইত্যাদি বলে চিঁড়ে ভিজবে না।
  • SS | 160.148.14.38 | ২০ জুলাই ২০১৬ ২০:৩২698636
  • আর আমি চাই গ্যারি জনসন ১৫% রিচ করুক। তাহলে প্রেশিডেনশিয়াল ডিবেটে এন্ট্রি পাবে।
  • SS | 160.148.14.3 | ২২ জুলাই ২০১৬ ২৩:০৭698637
  • চারদিন ধরে রিপাব্লিকান কনভেন্শান নামক সার্কাস শেষ হল। ডোনাল্ড ট্রাম্প অফিশিয়ালি রিপাব্লিকান প্রার্থী। এই সোমবার থেকে শুরু হচ্ছে ডেমোক্র্যাটিক কনভেনশান।
    রিপাব্লিকান কনভেনশানের হাইলাইট - প্রথম রাতে মেলানিয়া ট্রাম্প যে স্পিচ দিয়েছিলেন সেটা আংশিক মিশেল ওবামার ২০০৮ এর স্পিচ থেকে টোকা। টোকার আর লোক পাওয়া গেল না, একেবারে মিশেল ওবামা। আর নেভার ট্রাম্প মুভমেন্টের উপর RNC স্টিম রোলার চালিয়ে দিয়েছে। তৃতীয় দিন টেড ক্রুজ প্রাইম টাইমে স্পিচ দিতে ঊঠে ট্রাম্পকে এন্ডোর্স না করে বলেছে ভোট ইওর কনশেন্স। এতে টেড ক্রুজের ওপর সবাই ক্ষেপে গেছে আর ট্রাম্প বলেছে আমার টেড ক্রুজের এন্ডোর্সমেন্টের দরকার নেই।

    আর একটা গুরূত্বপূর্ণ খবর হল ফক্স নিউজের রজার এইলসের রেজিগনেশন। এইলস অমেরিকায় দি মোস্ট পাওয়ার্ফুল পার্সন ইন মিডিয়া। প্রায় কুড়ি বছর ধরে এই প্রোপাগান্ডা মেশিন তৈরি করেছিলেন কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের চার্জে শেষ পর্যন্ত রিজাইন করেছেন। কনভেনশনের জন্যে এই খবরটা খুব একটা প্রচার পায় নি কিন্তু আমার মনে হয় এই খবরটার লং টার্ম এফেক্ট সবথেকে বেশি। আপাতত রুপার্ট মার্ডক অ্যাক্টিং CEO কিন্তু আসলে কোম্পনি চালাবে রুপার্টের দুই ছেলে, যাদের মাইন্ড্সেট অনেকটাই আলাদা।

    আর আইসিং অন দ্য কেক হল কাল রাতের ভিন্টেজ জন স্টুয়ার্ট।

    http://www.huffingtonpost.com/entry/jon-stewart-republicans-own-america_us_5791ab2fe4b0fc06ec5c843b?section=
  • SS | 160.148.14.3 | ২৬ জুলাই ২০১৬ ২২:০৪698638
  • ডেমোক্র্যাটিক কনভেনশনের প্রথম রাতে মিশেল ওবামার স্পিচ।
    http://www.huffingtonpost.com/entry/michelle-obama-dnc-speech_us_5796c902e4b02d5d5ed2ac9b

    অনেকে বলছে ওয়ান অফ দ্য বেস্ট কনভেনশান স্পিচ এভার।
  • dc | 181.49.221.225 | ২৭ জুলাই ২০১৬ ১১:৫৩698639
  • আই মেট আ গার্লঃ

  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১৬ আগস্ট ২০১৬ ০০:০৭698640
  • ইয়াংসটাউন ওহায়োতে ট্রাম্প স্পীচ দিচ্ছে এখন। আরিব্বাস কি প্রচণ্ড টোন ডাউন করে কথা কইছে! সর্দিজ্বর হলো, নাকি পার্টি থেকে বকে দিয়েছে, কে জানে। মুখটা পুরো অন্যরকম।
  • lcm | 179.229.10.212 | ১৬ আগস্ট ২০১৬ ০২:১৬698641
  • দম নাই
  • SS | 160.148.14.3 | ১৬ আগস্ট ২০১৬ ১৮:১০698642
  • দ্রি যখন খবর্টা দিলেন না তখন আমিই দিয়ে দি। ট্রাম্পের ক্যাম্পেন চেয়ারম্যান পল ম্যানাফোর্ট ইউক্রেনের এক্সাইলড প্রো-রাশিয়ান প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের ক্যাম্পেন উপদেষ্টা ছিলেন। তার নামে প্রায় ১২ মিলিয়ন ডলার ট্রান্সফার হয়েছিল। নিউ ইউর্ক টাইমসের খবর -

    http://www.nytimes.com/2016/08/15/us/politics/paul-manafort-ukraine-donald-trump.html?_r=1

    On a leafy side street off Independence Square in Kiev is an office used for years by Donald J. Trump’s campaign chairman, Paul Manafort, when he consulted for Ukraine’s ruling political party. His furniture and personal items were still there as recently as May.
    And Mr. Manafort’s presence remains elsewhere here in the capital, where government investigators examining secret records have found his name, as well as companies he sought business with, as they try to untangle a corrupt network they say was used to loot Ukrainian assets and influence elections during the administration of Mr. Manafort’s main client, former President Viktor F. Yanukovych.
    Handwritten ledgers show $12.7 million in undisclosed cash payments designated for Mr. Manafort from Mr. Yanukovych’s pro-Russian political party from 2007 to 2012, according to Ukraine’s newly formed National Anti-Corruption Bureau. Investigators assert that the disbursements were part of an illegal off-the-books system whose recipients also included election officials.
    In addition, criminal prosecutors are investigating a group of offshore shell companies that helped members of Mr. Yanukovych’s inner circle finance their lavish lifestyles, including a palatial presidential residence with a private zoo, golf course and tennis court. Among the hundreds of murky transactions these companies engaged in was an $18 million deal to sell Ukrainian cable television assets to a partnership put together by Mr. Manafort and a Russian oligarch, Oleg Deripaska, a close ally of President Vladimir V. Putin.

    ম্যানাফোর্ট অবশ্য সব অস্বীকার করেছেন।
  • dc | 181.60.197.144 | ১৬ আগস্ট ২০১৬ ২০:১০698643
  • ছি ছি নিউ ইয়র্ক টাইমস তো এলিটেরও এলিট!
  • aka | 34.96.82.109 | ১৭ আগস্ট ২০১৬ ০৭:৫৬698644
  • সব জ্যোতিষী বারবার, অমৃতলাল একবার। ভোট হোক, ঐতিহাসিক ওয়ান। তারপরে আমার কথা মিলাইবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন