এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মায়ের কর্তব্য ভিন্ন কিছু নাই

    Yashodhara Raychaudhuri লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২৪ সেপ্টেম্বর ২০১৬ | ৬৮৩৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | 183.67.3.44 | ০৬ অক্টোবর ২০১৬ ১০:৫৬722416
  • আদ্যোপান্ত মেল শভিনিস্ট - হতেই পারে। এটা একটা স্ট্যান্ড। গালাগাল কেন হবে?

    >>
    একদম গালাগাল না। যদি তাকে মেল শভিনিস্ট প্রমান করা যেতে পারে। মেল শভিনিস্ট কথাটার অভিধানিক অর্থ

    A belief in the innate superiority of men over women.

    আমার সমস্ত লেখা একটি ব্যাপারকে ইঙ্গিত করে-সেটা হচ্ছে মেয়েরা যেহেতু সন্তান ধারন করতে পারে, সেহেতু তারা সুপিরিয়ার।এবং রাষ্ট্র আইনের মাধ্যমে তা স্বীকার করে। এবার এটার জন্য কেউ যদি আমাকে মেল শভিনিস্ট বলে, সে নিজেকে অশিক্ষিত প্রমানিত করেছে। তাতে আমার কিস্যু করার নেই।
  • বিপ | 183.67.3.44 | ০৬ অক্টোবর ২০১৬ ১০:৫৮722417
  • আকাট মধ্যযুগীয় থিওরি - যা বলা হয়েছে, থিওরিকে বলা হয়েছে, মানুষকে নয়।
    >>
    কেন আকাট , কেন মধ্যযুগীয় সেটা যুক্তি দিয়ে না বলে তাকে আকাট মধ্যযুগীয় খেতাবে ভূষিত করাটা বাঙালী গলাবাজি, কেই পাত্তা দেবে না। গলাবাজি লজিক নহে।
  • বিপ | 183.67.3.44 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:০৭722418
  • যে নিজেদের জিন প্রোপাগেট না করলে জীবন বৃথা।
    >>
    এই টইতে অন্তত তিনবার, অন্যত্র অন্তত হাজার বার লিখেছি জীবনের পরম উদ্দেশ্য নেই, যা কিছু আছে সব আপাত এবং বায়োলজিক্যাল।

    যদি জীবনের পরম উদ্দেশ্য না থেকে থাকে, সার্থক বা ব্যর্থ জীবনের প্রশ্ন আসে না।

    সুতরাং লজিক্যাল কনক্লুশন

    (১) তোমার সব যুক্তিবোধ লোপ পেয়েছে- কারন
    আ) হয় তোমার হাতে সময় নেই, তাই না পড়ে না বুঝে ঝাঁপাচ্ছো
    ক) না হলে তোমর সেন্স লজিক কোন কালেই ছিল না

    (২) কিছু ব্যপারে ইনসিকিউরিটিতে ভোগার কারনে নিজের যুক্তির ত্রুটিগুলো তোমার চোখে পড়ছে না।
  • রোবু | 213.132.214.86 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:১২722419
  • মানসিক ভারসাম্যহীনতা প্রমাণ করে তবে মানসিক হাসপাতালে যেতে হয়! ও।

    "আমার সমস্ত লেখা একটি ব্যাপারকে ইঙ্গিত করে-সেটা হচ্ছে মেয়েরা যেহেতু সন্তান ধারন করতে পারে, সেহেতু তারা সুপিরিয়ার।" - যে মেয়েরা সন্তানধারণ করে না তারা ইনফেরিওর। এটাই মেল শভিনিজম। প্যাঁচে পড়লেই আবার দত্তক থিওরি চলে আসবে আর গোল গোল ঘোরা।

    কেন আকাট , কেন মধ্যযুগীয় সেটা যুক্তি দিয়ে বুঝিয়ে বহুবার বলা হয়েছে। দত্তক আর সন্তানধারণ ইত্যাদি প্যাঁচটা কেটে একবার বেরোনো হৌক, তারপর আলোচনা হবে, তার আগে আর ফারদার যুক্তি দেবার নেই।
  • রোবু | 213.132.214.86 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:১৫722420
  • যদি জীবনের পরম উদ্দেশ্য না থেকে থাকে, সার্থক বা ব্যর্থ জীবনের প্রশ্ন আসে না কিন্তু সেই সব মেয়েরাই সুপিরিয়র যারা সন্তানধারণ করে। লজিক।
  • সিকি | 165.136.80.173 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:১৯722422
  • "মেয়েরা যেহেতু সন্তান ধারন করতে পারে, সেহেতু তারা সুপিরিয়ার।"

    >>>>>>>>>>>>>>>>>

    আমি যেহেতু ভারতে জন্মেছি, সেহেতু মেরা ভারত মহান।

    আমি যেহেতু বাংলাভাষী, তাই আমার ভাষাই সবচেয়ে মিষ্টি।

    আমি যেহেতু হিন্দু, তাই হিন্দুধর্মই সবচেয়ে মহান ধর্ম।
  • নন্টে | 11.39.38.230 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:২১722424
  • এদিকে de র জরুরী পোস্টটি এককের নজর এড়িয়ে গেল বোধ হয়!
  • bip | 183.67.3.44 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:২১722423
  • "আমার সমস্ত লেখা একটি ব্যাপারকে ইঙ্গিত করে-সেটা হচ্ছে মেয়েরা যেহেতু সন্তান ধারন করতে পারে, সেহেতু তারা সুপিরিয়ার।" - যে মেয়েরা সন্তানধারণ করে না তারা ইনফেরিওর। এটাই মেল শভিনিজম।

    >>>
    রবু কে আমি জানি না। তবে তার আই কিউ লেভেল এবং সেন্স অব লজিকের কি অবস্থা কি সেটা দেখুন...

    (১) মেল শভিনিজম মানে
    A belief in the innate superiority of men over women.
    https://en.wiktionary.org/wiki/male_chauvinism

    ( আমি জানি বাঙালী মেল শভিনিজম কথাটা অর্থ না বুঝে লাফাচ্ছে-তাই আগে থেকে অভিধানিক অর্থ দিয়ে রেখেছিলাম )

    (২) একজন মা -- কুমারী মেয়ের থেকে সুপিরিয়ার, এই ধারনার সাথে মেল শভিনিজমের কোন সম্পর্ক নেই #১

    একজন যখন এই সামান্য লজিক ও বোঝে না ( বলে দেওয়ার পরেও-কারন আমি পোষ্টে সেটার ক্লিয়ার করে দেওয়ার পরেও ), সে প্রাইমারী স্কুলে আবার পড়াশোনা শুরু করুক। এমন নির্বোধের সাথে তর্ক করে সময় নষ্ট করে লাভ নেই। একটা লেভেল থাকা উচিত।
  • বিপ | 183.67.3.44 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:২৫722426
  • আমি যেহেতু হিন্দু, তাই হিন্দুধর্মই সবচেয়ে মহান ধর্ম।
    >>
    কিন্ত রাষ্ট্র সেটা মানে না। তার চোখে সব ধর্ম সমান।

    কিন্ত রাষ্ট্র মানে মা যে মহিলা হয়েছে সে কুমারীর থেকে সুপিরিয়ার ( বা অধিক কাম্য )। তাই তাকে ট্যাক্স ব্রেক দেওয়া হচ্ছে-অন্যান্য দেশে ফ্ল্যাট এবং বাড়ি দেওয়া হচ্ছে।

    সুতরাং দুটো এক সিচুয়েশন না। লজিকে আবার ভুল।
  • sinfaut | 11.39.87.132 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:২৭722428
  • সুপিরিয়রকে ইন্সেন্টিভ দিতে হয় কেন? নাকি সুপিরিয়র না বলে কাম্য বলবেন ভেবে দেখুন।
  • সিকি | 165.136.80.173 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:২৭722427
  • "সেহেতু তারা সুপিরিয়ার।এবং রাষ্ট্র আইনের মাধ্যমে তা স্বীকার করে।"

    >>>>>>>>>>>>>>>>>>>

    খ্যাক খ্যাক খ্যাক। :) রাষ্ট্র আইনের মাধ্যমে কী স্বীকার করে? মেয়েরা সুপিরিয়র? নাকি মেয়েরা সন্তানধারণ করতে পারে?

    <<<<<<<<<<<<<<<<<<<<<

    "এই টইতে অন্তত তিনবার, অন্যত্র অন্তত হাজার বার লিখেছি জীবনের পরম উদ্দেশ্য নেই, যা কিছু আছে সব আপাত এবং বায়োলজিক্যাল।"

    >>>>>>>>>>>>>>>>>>>>>

    বায়োলজিকয়াল স্তরেই এক্সিস্ট করার জন্য বসে থাকে মানুষ বাদে বাকি সমস্ত জীবজন্তু। আমি ভেবেছিলাম বিপ ... না থাক।

    <<<<<<<<<<<<<<<<<<<<<

    " কিন্ত বাংলাতে লিব্যারাল কারা? মদ গাঁজা খাওয় লেখক কবি নায়ক গায়ক এক্টিভিস্টের দল। এটা তাদের চয়েস।"

    >>>>>>>>>>>>>>>>>>>>>>

    খ্যাক খ্যাক খ্যাক। তবে যাই হোক, খুউব চাপে ছিলাম, এখন ডেপিনিশন পড়ে বুঝতে পারলাম আমি লিব্যারাল নই, নিতান্তই ব্যারাল।
  • বিপ | 183.67.3.44 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:২৯722430
  • যদি জীবনের পরম উদ্দেশ্য না থেকে থাকে, সার্থক বা ব্যর্থ জীবনের প্রশ্ন আসে না কিন্তু সেই সব মেয়েরাই সুপিরিয়র যারা সন্তানধারণ করে।
    >>
    নিশ্চয়। কারন পরম লজিক বলে কিছু নেই। সব আপাত লজিক। এবং সেই ক্ষেত্রে " কালেক্টিভিজমে" একজন মা, কুমারীর চেয়ে বেশী কাম্য। কারন লজিক অব কালেক্টভিজম। সেটা ক্লিয়ার করে দেওয়া হয়েছিল।

    কোন লজিক বা রিজনিং এবসোলিউট হতে পারে না। সেটাই কান্টের থিসিস। লজিককে এবসোলিউট ভাবে এপ্রোচ করাটাই দর্শনের চোখে মূর্খতা। বা অশিক্ষা।

    আর সেটাই ধর্মের লোকেরা করে। এখন দেখছি লিবারালরা ও করে। কারন সবার দেখছি লেভেল একই।
  • সিকি | 165.136.80.173 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:২৯722429
  • ওওওওওও, রাষ্ট্র মানে আমেরিকা রাষ্ট্র! তাই বলো! আমি ভাবছিলাম সৌদি আরব।

    তা দাদা, রাষ্ট্র মা-কে "কুমারী"র থেকে "সুপিরিয়র" মনে করে বলেই ট্যাক্স ব্রেক ফ্ল্যাট বাড়ি সব দেয়? রাষ্ট্র তোমার কানে কানে বলে গেছে বুঝি? আর লিব্যারালদের কিস্যু দেয় না?
  • pi | 11.39.36.74 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:৩২722432
  • আমি কীসের ইনসিকিওরিটিতে ভুগছি বিপবাবু ?
  • সিকি | 165.136.80.173 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:৩২722431
  • কী রকম মনে হচ্ছে, গুহাবাসী একজন নিয়ান্ডারথাল হঠাৎ গুহা থেকে বেরিয়ে এসে গুরুতে চলে এসেছে :)
  • বিপ | 183.67.3.44 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:৩৩722433
  • রাষ্ট্র তোমার কানে কানে বলে গেছে বুঝি?
    >>

    https://rbth.com/multimedia/infographics/multimedia/2015/08/24/the-benefits-of-being-a-rusian-mother_392085

    The family support programs, designed to improve the demographic situation in the country, have already proven efficient. In 2014, the birth rate in the 66 regions that awarded families with three or more children with allowances increased by 2.4 percent.

    Besides federal aid (described in the infographic), some of the regional governments have also introduced their own incentives.

    For instance, in the Moscow Region, mothers that give birth to triplets receive an aid package of 150,000 rubles (around $2,400).

    The highest one-off payments to families adopting orphans are awarded in the Sakhalin Region in the Russian Far East. Since Jan. 1, 2014, they receive 617,000 rubles ($9,870) for each adopted child and a million rubles (around $16,000) if adopting a child with disabilities.

    In the Irkutsk Region, families adopting one or more children receive a one-off payment of 100,000 rubles ($1,600). In most other regions, the authorities stick to the sums stipulated by federal law – 13,741 rubles ($219) for adopting a child, and 105,000 rubles ($1,680) for adopting a child with disabilities.

    The most substantial one-off incentive, a payment issued to women on the birth of their second and subsequent children, was introduced in 2007. Named the “motherhood capital," its rate is changed annually to adjust for inflation. However, there are several restrictions in place to prevent the abuse of the funds. Namely, the incentive is not provided in cash, but rather as a certificate that can only be used for specific purposes, such as the improvement of living conditions of the family (including a partial repayment of the mortgage, or repairing and expanding one’s house), the education of the child or social security benefits for the mother.

    হা। সবাই মধ্যযুগীয়। আর গুরুর লিব্যারাল গরুগুলো হচ্ছে বিশ্বপন্ডিত।
  • sinfaut | 11.39.87.132 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:৩৪722435
  • না না লজিক তো অ্যাবসোলিউট নয়ই। সে জন্যি তো প্রতি পোস্টে বদলে বদলে যায়।
  • সিকি | 165.136.80.173 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:৩৪722434
  • বা ফর দ্যাট ইনস্ট্যান্স, আমি কীসের সিকিওরিটিতে সুরক্ষিত, সেটাও জানতে চাই।
  • বিপ | 183.67.3.44 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:৩৫722437
  • আমি কীসের ইনসিকিওরিটিতে ভুগছি বিপবাবু ?
    >>
    আমি ত সেটা বলি নি। আমি বলেছি- যে যেহেতু তুমি এত সিম্পল লজিক দেখাতে ভুল করছো, সেহেতু এটা একটা সম্ভাব্য কারন হতে পারে।
  • সিকি | 165.136.80.173 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:৩৭722438
  • ওহো! রাশিয়া!

    পড়লাম, কী রকম পোলট্রি ফার্মে পশুপালন মার্কা পড়তে লাগল, তবে যাই হোক, কোথাও কিন্তু দেখলাম না কুমারীদের তুলনায় "মা"-দের সুপিরিয়র ভাবে রাষ্ট্র - সেইজন্যেই এইসব ইনসেন্টিভ ইত্যাদি দিচ্ছে।

    প্রশ্নটা রয়েই গেল। হে নিয়ান্ডারথাল।
  • সিকি | 165.136.80.173 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:৩৮722439
  • "আর গুরুর লিব্যারাল গরুগুলো হচ্ছে বিশ্বপন্ডিত।"

    >>>>

    এটা গাল নয়। আপনারা ভুল বুঝবেন্না।
  • বিপ | 183.67.3.44 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:৪০722440
  • বেকার তর্ক করে লাভ নেই। সবার লেভেল বুঝলুম। এখন দুটো বাজে শুতে যাচ্ছি। দেখি আরো লিব্যারাল লজিক কেউ কিছু দিতে পারে কি না।
  • সিকি | 165.136.80.173 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:৪১722441
  • এর আগে বোঝো নি সবার লেভেল? যাক, দেরিতে হলেও যে বুঝেছো, এটাই বা কম কী?

    শুভরাত্রি।
  • বিপ | 183.67.3.44 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:৪৩722442
  • কোথাও কিন্তু দেখলাম না কুমারীদের তুলনায় "মা"-দের সুপিরিয়র ভাবে রাষ্ট্র

    >>
    ভাববে কেন। রাষ্ট্রের আইন মায়েদের বেশী টাকা দিচ্ছে। মা হওয়ার জন্য। সেটাই সুপিরিওরিটি অব পজিশন ইন টার্মস অব ল-সেটা টাক্স ল বা সোশাল সিকিউরিটি অনেক কিছুই হতে পারে।
  • বিপ | 165.136.80.173 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:৪৪722443
  • খ্যাখ্যাখ্যাখ্যাখ্যা :))))

    যাও, ঘুমোতে যাও। রাত হয়েছে।
  • robu | 213.132.214.86 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:৪৫722444
  • রবু কে আমি জানি না। তবে তার আই কিউ লেভেল এবং সেন্স অব লজিকের কি অবস্থা কি সেটা দেখুন...

    (১) মেল শভিনিজম মানে
    A belief in the innate superiority of men over women.
    https://en.wiktionary.org/wiki/male_chauvinism

    ( আমি জানি বাঙালী মেল শভিনিজম কথাটা অর্থ না বুঝে লাফাচ্ছে-তাই আগে থেকে অভিধানিক অর্থ দিয়ে রেখেছিলাম )
    -------------------------------------------------------------

    আপনি একজন মেল হয়ে এইটা এস্টাব্লিশ করতে চাইছেন যে: "মেয়েরা যেহেতু সন্তান ধারন করতে পারে, সেহেতু তারা সুপিরিয়ার" এবং এই ব্যাপারে মেয়েদের মতামত শুনতে চাইছেন না (যদিও বলবেন আমাকে তিনজন ফেমিনিস্ট বৃদ্ধ বয়সে বলেছিল - ওগুলো আপনার বানানো কথা, বা পটের এফেক্ট হতেই পারে) । এই যে আপনি মেয়েদের মতামত শুনতে চাইছেন না, এবং আপনার মনে হয় "যে মেয়েরা সন্তান ধারণ করতে পারে তারা সুপিরিয়র, এবং বাকিরা ইনফিরিওর" - এই ধারণাটা মেয়েদের বক্তব্যের ওপর চাপিয়ে দিতে চাইছেন, এটাই আপনার মেল শোভিনিজমের পরিচয়।
  • সিকি | 165.136.80.173 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:৪৬722445
  • সরি - ১১ঃ৪৩-এর পোস্ট আমার। ভুল করে বিপের নাম পেস্ট হয়ে গেছে।
  • সিকি | 165.136.80.173 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:৪৭722446
  • আরে ধুত! ১১ঃ৪৪।
  • রোবু | 213.132.214.86 | ০৬ অক্টোবর ২০১৬ ১১:৫১722448
  • এবং রোবু কে সেটাও জেনে রাখা ভালো। রোবু হচ্ছে সেই ব্যক্তি আপনি বলেছিলেন যার চাকরি আপনি খেয়ে নেবেন, আপনার চেনা-শুনো এমন আছে রোবুর কোম্পানির সিইও-র সাথে। গুরুচন্ডালির ফেবু পেজে বলেছিলেন। কেন বলেছিলেন? মতের মিল না হওয়ায়।

    যদিও এখনো রোবু বহাল তবিয়তে চাকরি করে চলেছে, ওই একই জায়গায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন