এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মায়ের কর্তব্য ভিন্ন কিছু নাই

    Yashodhara Raychaudhuri লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২৪ সেপ্টেম্বর ২০১৬ | ৬৮৪১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | 11.39.87.132 | ০৬ অক্টোবর ২০১৬ ১২:০১722451
  • অটোমেশন।
  • sinfaut | 11.39.87.132 | ০৬ অক্টোবর ২০১৬ ১২:০১722450
  • সন্তানধারন না করে চাকরি করলে বিপ তো রেগে যাবেই।
  • b | 24.139.196.8 | ০৬ অক্টোবর ২০১৬ ১২:০১722449
  • কাঠ খেলে আংরা হাগে। চাকরি খেলে কি হয়?
  • সিকি | 165.136.80.173 | ০৬ অক্টোবর ২০১৬ ১২:০৫722452
  • না না, চাকরি খেলে সমাজের ঋণ শোধ করবে কী করে? ডিফল্টার হয়ে যাবে না! ঐজন্যে খায় নি।
  • Eikthrymir | 131.241.218.132 | ০৬ অক্টোবর ২০১৬ ১২:০৬722453
  • আইয়ো আই আই ইয়ো

    ঢলাঢলির ডেফিনেশনটা এখনো পেলুম না।
  • বিপ | 183.67.3.44 | ০৬ অক্টোবর ২০১৬ ১৬:৪২722454
  • যুক্তিতে পারার ক্ষমতা নেই, এতেব ব্যক্তি আক্রমন । কেনই যে এরা তর্ক করতে আসে একদম মিনিমাম বেসিক ছাড়াই!
  • রোবু | 213.132.214.86 | ০৬ অক্টোবর ২০১৬ ১৬:৪৭722455
  • চাকরি খেয়ে নেওয়ার আক্রমণটা ঠিক কি ধরণের ছিল? যুক্তিবাদী আক্রমণ?
    আর সমস্ত উদ্ভট যুক্তিরই কাউন্টার করা হয়েছে, সেটা আপনি বুঝতে পারেননি, আলাদা কথা।
  • সিকি | 165.136.80.173 | ০৬ অক্টোবর ২০১৬ ১৬:৪৮722456
  • বাঃ। সকাল হয়ে গেল?

    গুডমন্নিং।
  • bip | 183.67.3.44 | ০৬ অক্টোবর ২০১৬ ১৬:৫৩722457
  • এই যে আপনি মেয়েদের মতামত শুনতে চাইছেন না, এবং আপনার মনে হয় "যে মেয়েরা সন্তান ধারণ করতে পারে তারা সুপিরিয়র, এবং বাকিরা ইনফিরিওর" - এই ধারণাটা মেয়েদের বক্তব্যের ওপর চাপিয়ে দিতে চাইছেন,
    >>
    রাশিয়া ,আমেরিকা, ইটালি-অনেক দেশের উদাহরন দেওয়া হয়েছে। কেন মায়েরা সুপিরিয়ার ট্রিটমেন্ট পাচ্ছে। নিজের বক্তব্য চাপানো হয় নি।
    তাছাড়া মন্তব্য চাপানো মেল শভিনিজম না। মেল শভিনিজম মানে ছেলেরা সুপিরিয়ার ভাবা।

    এনিহাও এত লো আই কিউ লোকেদের সাথে তর্ক করার ইচ্ছা নেই। সময় নষ্ট।
  • Ela | 174.143.240.34 | ০৬ অক্টোবর ২০১৬ ১৬:৫৪722459
  • খুবি খারাপ হচ্ছে। বলি, এই উইকেন্ডে পুজো তো আছেই, পরের হপ্তায় হলে হত না? এনজয়মেন্টের বদহজম হবে যে!
  • রোবু | 213.132.214.86 | ০৬ অক্টোবর ২০১৬ ১৬:৫৮722461
  • আপনি তো ছেলেদের সুপিরিয়র ভাবেনই, প্রায় প্রতি পোস্টেই প্রমাণ আছে, শুধু অসুবিধেয় পড়লে গ্যাটিস মেরেছেন।

    "রাশিয়া ,আমেরিকা, ইটালি-অনেক দেশের উদাহরন দেওয়া হয়েছে। কেন মায়েরা সুপিরিয়ার ট্রিটমেন্ট পাচ্ছে। "
    কাউকে সুপিরিয়র ট্রিটমেন্ট দেওয়া মানে তাকে সুপিরিয়র ভাবা! আর আপনি মোটেও ভাববেননা আপনার সাথে তর্ক করা হচ্ছে, যুক্তিবুদ্ধিসম্পন্ন মানুষের সাথে তর্ক করা যায়। আপনাকে জাস্ট দেখানো হচ্ছে আপনার জায়গাটা।
  • de | 192.57.56.31 | ০৬ অক্টোবর ২০১৬ ১৬:৫৮722460
  • করছেন কেন? করেন কেন? কেন লেখেন এখানে? বারবার লো আই কিউ বলাটা বুঝি ব্যক্তি আক্রমণ নয়? - আই কিউর ট্যাগ গলায় ঝুলিয়ে তারপরে লিখতে আসেন বুঝি এখানে?

    এই পেজে লিখে, আমাদের মতো লো আইকিউ লোকেদের মানুষ করার চেষ্টা করতেই বা কে আপ্নারে মাথার দিব্বি দিচ্চে?

    এই পাতায় হাফিজ-সইদ, রামদেববাবা লিখতে এলেও এ'রমই গালি খেতো - অন্ততঃ আমি দিতাম এটা জানি!
  • সিকি | 165.136.80.173 | ০৬ অক্টোবর ২০১৬ ১৭:০১722462
  • "এনিহাও এত লো আই কিউ লোকেদের সাথে তর্ক করার ইচ্ছা নেই। সময় নষ্ট।"

    >>>>>>>>>

    আশীর্বাদ করি তোমার এই ইচ্ছা দীর্ঘস্থায়ী হৌক।

    তবে কলিকাল তো, হইবে না। আমি জানি, আবার ঠিক চারদিন কি পাঁচদিনের মাথায় চুলকুনি জাগবে, আবার আসবে একটা নতুন টই খুলে বাণী প্রচার করতে। এবং সেটাও এই একই ভাবে শেষ হবে।

    অনেক দিন তো দেখলাম।
  • Ela | 174.143.240.34 | ০৬ অক্টোবর ২০১৬ ১৭:০৯722463
  • বাবাদের কিছু সুবিধে দেওয়া হয় না দেখে যারপরনাই মর্মাহত হলাম। কত ছেলেও তো চাইল্ডলেস বাই চয়েজ হয়, তাদের ইনসেন্টিভ নাই বলেই বেচারারা উত্সাহ পাচ্ছে না ঃ(
  • bip | 183.67.3.44 | ০৬ অক্টোবর ২০১৬ ১৮:০৬722464
  • কত ছেলেও তো চাইল্ডলেস বাই চয়েজ হয়, তাদের ইনসেন্টিভ নাই বলেই বেচারারা উত্সাহ পাচ্ছে না
    >>>>
    ইউরোপে এটা বড় ইস্যু। সেই জন্য বাবাদের পেরেন্টাল লিভের দৈর্ঘ্য বেড়েছে। আমেরিকাতে বাড়ে নি। সেই নিয়ে আন্দোলন হচ্ছে এবং এটা হিলারি ক্লিনটনের ইস্যু।

    ডেফিনিটলি বাবাদের উৎসাহ দেওয়া নিয়েও আন্দোলন হচ্ছে এবং এই একটা ব্যপারে রক্ষনশীল এবং বামেরা একমত।

    গুরুর বাম লিব্যারালরা অবশ্য কোন গ্রহের আমার জানা নেই।
  • arpita | 75.93.18.245 | ০৬ অক্টোবর ২০১৬ ১৮:০৯722465
  • ইন্সেন্টিভ না দিলে 3 টি বাচ্চা নিয়ে খাবে কি এ দেশে! ডে কেয়ার পয়সা দিতেই তো ফতুর হয়ে যাবে।যদি বলি এক্সিস্টিং লোকগুলো যাতে খেয়ে পরে বেঁচে বর্তে থাকে, হালকা করে ছানা পোনা গুলোকে এডুকেশন -ও দিতে পারে সেই জন্যেই ইন্সেন্টিভ দেওয়া হচ্ছে। উৎসাহ হ্যান ত্যান কিছু নয়। এই দেশ গুলো জানে কোনো সুস্থ মস্তিস্ক মানুষ পাগলা না হয়ে গেলে এই টাইপের সুইসাইড করবে না।
  • arpita | 75.93.18.245 | ০৬ অক্টোবর ২০১৬ ১৮:১৩722466
  • দেশে দেশে তো বেকার ভাতাও আছে। ফুড স্ট্যাম্প ও আছে, হোম লেস দের জন্য কমিউনিটি শেল্টার আছে। তার মানে তাঁরা সবাই সুপিরিয়র হয়ে গেলো নাকি!!!
  • Ela | 174.143.240.34 | ০৬ অক্টোবর ২০১৬ ১৮:৪০722467
  • এক 'বেচারা' ছাত্র গোটা আষ্টেক ছানাপোনা নিয়ে রয়েছে, রাষ্ট্র তাকে পাঁচ বেডরুমের একটা ছোট্ট বাড়ি গছিয়ে বলছে আর হবে না। এদিকে পরিবারে কারও কোনও রোজগার নাই। এই চক্রান্তের বিরুদ্ধে দিকে দিকে গর্জে উঠুন।
  • 4z | 84.12.2.191 | ০৬ অক্টোবর ২০১৬ ১৯:১০722470
  • ওপিয়ামে গাঁজার ডোজ বেশি হয়ে গেছে
  • Sayantani | 126.203.208.141 | ০৬ অক্টোবর ২০১৬ ১৯:১০722468
  • বিপ এর একটা গুণ আছে। বিপ তর্কে নামেনও বিজয়ী হয়ে, তর্ক শেষেও বিজয়ী থাকেন। এটা শেখার। অবশ্য নিন্দুকে একে মেগালোম্যানিয়া ও বলে! তাতে অবশ্য বিপ পাত্তা দেন না!
  • Ela | 174.143.240.34 | ০৬ অক্টোবর ২০১৬ ১৯:৩৬722471
  • মায়েদের আর্থিক ইন্সেন্টিভ আর বাবাদের শুধু ছুটি? এই অত্যাচার চুপ করে সহ্য করতে হবে?
  • Du | 182.56.6.113 | ০৬ অক্টোবর ২০১৬ ১৯:৩৮722472
  • বিপবাবু, বুঝেইছেন আমরা নেহাতই নির্বোধ কাজেই বানী দিয়ে কাজ নেই। তাছাড়া এই যুগান্তকারী বানীগুলো সমস্ত ধর্মেই দেয়া হয়ে গিয়েছে, খামোখা টাইপাবেন ক্যানো।
  • arpita | 75.93.18.245 | ০৬ অক্টোবর ২০১৬ ১৯:৫০722473
  • বিপ কে বেশি দোষ দিয়ে লাভ নেই। এই যুক্তি গুলোকে বরং ডকুমেন্টেড করলে ভালো হয়। ঠিক এই যুক্তি গুলোই even গুরুর বাইরেও তথাকথিত শিক্ষিত সমাজ মনে মনে বিশ্বাস করে থাকে। এবং বলতে দ্বিধা নেই তাঁরা হয়তো কেউ কেউ আমাদের খুব কাছের লোক। বরং এই যুক্তি গুলোর এগেইনস্ট এ আরো কথা বার্তা হলে ভালো হয়।

    যে যুক্তি গুলো generally শুনেছি হইলি এডুকেটেড লোকজনের থেকে

    1। প্রকৃতি-র দিকে তাকাও। we are ultimately animals
    ২।সবাই 50s এ পৌঁছে regret করে। তুমিও করবে।
    3। একবার মা হলেই বুজতে পারবে কি স্বর্গ্যিয় অনুভূতি। (very similar to "if a homosextual is raped the disease will be cured " )
    4।তুমি স্বার্থপর , আত্মকেন্দ্রিক
    5। তুমি abnormal outlier । এরম কোনো মেয়ে হয় না যে মা হতে চায় না etc

    এছাড়া emotional ব্ল্যাকমেইলিং এইসব তো আছেই।
  • Ela | 174.143.240.34 | ০৬ অক্টোবর ২০১৬ ২০:০২722474
  • যুক্তিগুলো মোটামুটি এইরকমই, অর্পিতাকে ধন্যবাদ এক জায়গায় করার জন্য। আর ঐ হাইলি এডুকেটেড বলব কি না জানি না, তবে উচ্চ ডিগ্রীধারীরা অনেকেই এগুলো বলে থাকেন, অবাক লাগে যখন দেখি আগের জেনারেশন হাসিমুখে তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মেনে নিয়েছে অথচ পিয়ার গ্রুপ প্রেশার তৈরি করছে। সেই পেছন দিকে এগিয়ে যান মেন্টালিটি। অবশ্য বাবা-মাদের সময় হাতে এত জ্যোতিষ আংটি পরা লোকও কম ছিল আর মাঙ্গলিক কথাটাও শুনিনি ছোটবেলায়। তবে সবই ব্যক্তিগত অবসার্ভেশন, অ্যানেকডোটের পর্যায়ে পড়ে।
  • bip | 183.67.3.44 | ০৬ অক্টোবর ২০১৬ ২০:১৩722475
  • তাছাড়া এই যুগান্তকারী বানীগুলো সমস্ত ধর্মেই দেয়া হয়ে গিয়েছে, খামোখা টাইপাবেন ক্যানো।

    >>>
    আমি ত সেটাই লিখেছি। এবং এটাও ভেবে দেখবেন, কমিউনিজম ১০০ বছর ও টিকলো না। ধর্ম কিন্ত হাজার হাজার বছর ধরে টিকে আছে। কেন? কারন সেই রিপ্রোডাক্টিভ ফিটনেস।

    ইউরোপের লিব্যারাল কালচারের বয়স বড়জোর সেই একশো বছর। সেটাও টিকছে না-কারন লিব্যারাল কালচারের ফলে ইউরোপিয়ানদের জনসংখ্যা কমছে-আর তা আস্তে আস্তে ভরছে মুসলমান ইমিগ্রান্টরা। প্রতিটা দেশ সেটা বুঝে এখন মা হওয়ার জন্য বিশাল ইনটেন্সিভ দিচ্ছে।

    যদিও ধর্মও টিকবে না। যেদিন কমিউনিটি কেয়ার এবং কৃত্রিম গর্ভ ভাল হবে। সেদিন মোড অব প্রোডাকশন সন্তান জন্মের জন্য মেয়েদের দিকে তাকাবে না-ফলে পুরুষতান্ত্রিকতা লুপ্ত হবে। তার আগে এটা হবে না। বিজ্ঞানের নিয়মেই হতে পারে না।

    মাতৃত্বকে ব্যক্তিস্বাধিনতার মধ্যে আনতে গিয়ে, রাশিয়া ইটালি সহ অনেক স্ক্যান্ডেনেভিয়ান দেশ এখন লেজে গোবরে এবং ইমিগ্রান্টরা তাদের দেশটা টেক ওভার করলো বলে। রাশিয়া মা হওয়ার পেছনে প্রচুর ইনটেন্সিভ দিয়ে এখন বেঁচেছে।
    একবার মুসলিম ইমিগ্রান্টরা স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলোতে সংখ্যাগুরু হলে ওইসব লিব্যারাল আইনের পেছন মেরে শরিয়া আনবে।

    আর না। বাকীদের কথা গায়ে মাখছি না। দেখেই বুঝেছি এদের কেউ আমার যুক্তির ১% ও বোঝে নি।
  • Robu | 11.39.37.18 | ০৬ অক্টোবর ২০১৬ ২০:৩৪722476
  • ধর্মের জয় হৌক। ধর্মপ্রাণ মাড়োয়ারিদের জয় হৌক। ধর্মপ্রাণ মুসলিমদের জয় হৌক। শরিয়ার জয় হৌক। ভিএইচপি-র জয় হৌক। সাক্ষী মহারাজের জয় হৌক।
  • Robu | 11.39.37.18 | ০৬ অক্টোবর ২০১৬ ২০:৩৭722477
  • বিপের যুক্তির ওপর পার্সেন্টেজ ফাঙ্গশন মেরে নাল এক্ষেপশন খেলাম ঃ-(
  • সিকি | ০৬ অক্টোবর ২০১৬ ২১:০৯722478
  • বিপ ধম্মের দিকে কান্নিক খেতই, খালি সঠিক সময়ের অপেক্ষায় ছিল। এই ধরণের অর্থোডক্স আর রিগ্রেসিভ মাইন্ডসেটের একটাই ডেস্টিনেশন। তবে কচি করে কমিউনিজমকে খিস্তি মেরে ধম্মে এসে মিশেছে। এটাকে আবাপ-র জার্গনে বিপ ডকট্রিন বলা যেতে পারে।
  • সিকি | ০৬ অক্টোবর ২০১৬ ২১:১১722479
  • আর না আর না করেও তো অনেক হল। এবার কি খুচরো লাগবে?
  • sm | 53.251.91.253 | ০৬ অক্টোবর ২০১৬ ২১:২০722483
  • কিন্তু সব তো হলো। বিপের সব রকম পাগলামো, ছাগলামো মেনে নেওয়া যায়।কিন্তু কারোর চাকরি খেয়ে নেবো; এটা কি ধরণের বাচালতা আর অসভ্যতা? এই অভিযোগ সত্যি হলে বিপের তো ক্ষমা চাওয়া উচিত খোলা পাতায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন