এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মায়ের কর্তব্য ভিন্ন কিছু নাই

    Yashodhara Raychaudhuri লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২৪ সেপ্টেম্বর ২০১৬ | ৬৮৪০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bip | 183.67.3.44 | ০৪ অক্টোবর ২০১৬ ১০:২৭722316
  • অপিয়ামের একটা প্রাইভেট রুম আছে কর্পরেট পার্টির জন্য। আমরা দুবার ভাড়া করেছি অফিস পার্টির জন্য। দুবারই সম্ভবত রাত সাড়ে বারোটাই পার্টি ভঙ্গ হয়েছে। আমার অভিজ্ঞতা বলছে সাড়ে বারোটাতেও অপিয়াম বেশ জমজমাট থাকে।
  • robu | 213.132.214.86 | ০৪ অক্টোবর ২০১৬ ১১:১১722317
  • আড়াইটে থেকে সাড়ে বারোটা হয়েছে :-)

    ওপিয়ামের বেশ কয়েকজন ওয়েটার আমার খুবই চেনা। তারা শেয়ালদা থেকে লাস্ট ট্রেন ধরে বাড়ি ফেরে, ওপিয়ামের ভাড়া করা গাড়ি তাদের পৌঁছে দেয়। কাজেই ভেবে দেখুন সাড়ে বারোটাতে স্টিক করবেন কিনা :-)

    পৌনে এগারোটায় লাস্ট খাবারের অর্ডার নেয়, ড্রিঙ্কস অর্ডার 11 টা। আপনি হয়তো কর্পোরেট বুকিং করেছিলেন বলে সেদিন আলাদা ব্যাপার ছিল, ওয়েটারদের অন্য ব্যবস্থা করা হয়েছিল। তবে এক্সেপশনকে জেনারালাইজ করা বা নিজের অবজারভেশনকেই একমাত্র এবং সঠিক অবজারভেশন হিসেবে জোর-জবরদস্তি চালানোর ব্যাপারে আপনার তো সুনাম আছেই।
  • রোবু | 213.132.214.86 | ০৪ অক্টোবর ২০১৬ ১১:১২722318
  • আর ওপিয়ামে গাঁজার ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেবেন। তবে হ্যাঁ, আপনাদের ওই কর্পোরেট পার্টিতে হয়ে থাকলে আমার তেমন কিছু বলার নেই।
  • bip | 183.67.3.44 | ০৪ অক্টোবর ২০১৬ ১১:৩৫722319
  • 12-30 is highly confirmed..we were allowed to party..
  • bip | 183.67.3.44 | ০৪ অক্টোবর ২০১৬ ১১:৩৭722320
  • As far as Pot is concerned, I can smell easily. Again dating back to my KGP days when out of 13 wingmates, barring 5 of us, rest 8 were pot smokers..so I know the smoke very well...and can smell it well as well,,,
  • Eikthrymir | 131.241.218.132 | ০৪ অক্টোবর ২০১৬ ১১:৫৬722322
  • ** উন্নতি **
  • Eikthrymir | 131.241.218.132 | ০৪ অক্টোবর ২০১৬ ১১:৫৬722321
  • কিন্তু ঢলাঢলিটা একটু ডিফাইন করা হোক। পিডিএ কি ঢলাঢলি? তাইলে কোশ্চেন হল ঢলাঢলি শব্দটা একটু বাজে সেন্সে ব্যবহার হয়, আর উনতি শব্দটাকে কোটেশনের মধ্যে দিলে সেটা আরেকটু এমফাসাইজড হয়। তো বিপ কি পিডিএ-এর বিপক্ষে?
  • Blank | 213.132.214.87 | ০৪ অক্টোবর ২০১৬ ১৩:৩৬722323
  • ওপিয়াম বারোটার পরে বন্ধ। তবে বিপ এর ইনফো খুব ভুল না, যদি ধরে নি যে বিপ বেশ কয়েক বছর আগের কথা বলছেন।
    পার্ক স্ট্রীট রেপের পরে দিদি র নতুন আইনে রাতে পাব খুলে রাখা বন্ধ হয়ে যায়। তার আগে ওপিয়াম থেকে ১ টা ১ঃ৩০, গো-হোয়ার থেকে ২ টো তেও বেরিয়েছি।
    এখন গ্লোবসিনের পেছনে বিস্ত্রো মোটামুটি ১২ঃ৩০ অব্দি বসতে দেয় (কয়েকদিনের চেনা হয়ে গেলে)।
    তবে কখনো দেখিন গাঁজা। হোয়াইট হাউসে আগে ভেতরে বসে গাঁজা বানিয়ে বাইরে গিয়ে খাওয়া যেত। বছর খানেক হলো সেটাও অ্যালাও করে না।
  • Robu | 213.132.214.87 | ০৪ অক্টোবর ২০১৬ ১৫:১৭722324
  • Hi Blank, have you been to IIT KGP? Which wing?
  • Sayantani | 126.203.135.52 | ০৪ অক্টোবর ২০১৬ ১৫:২৮722326
  • এখনকার ছোঁড়া ও ছুঁড়ি গুলো নোংরা, গাঁজা খায়, ঢলাঢলি করে, বেলেল্লা পোনার চুড়ান্ত। আমাদের সময়ে ইত্যাদি।
  • Blank | 213.132.214.84 | ০৪ অক্টোবর ২০১৬ ১৬:৫২722327
  • Dating back to my k days....
  • avi | 113.220.208.35 | ০৪ অক্টোবর ২০১৬ ১৭:২১722328

  • ১মিনিট ১৫ সেকেন্ডে।
  • ভোগে | 69.160.210.3 | ০৪ অক্টোবর ২০১৬ ১৭:৩৫722329
  • বিপকে বা র‌্যাদার তার কমেন্টকে ইগনোর না করতে পারলে যে কোনো টইয়েরই এই হাল হবে। এটা বোঝা অসম্ভব কিছু নয়, যদি না টই ভোগে গেলে যাক এই অ্যাটি না থাকে।
  • bip | 183.67.3.44 | ০৪ অক্টোবর ২০১৬ ১৮:১৩722330
  • I have learned and been humbled..never knew I can play Siva so successfully..
  • robu | 213.132.214.85 | ০৪ অক্টোবর ২০১৬ ১৮:১৫722331
  • অভি :-)
  • bip | 183.67.3.44 | ০৪ অক্টোবর ২০১৬ ২০:৫০722332
  • কিন্ত মুশকিল হচ্ছে এখানে অনেক মহিলাই অপিনিয়ান দিচ্ছেন, যারা কোনদিন মা হন নি। তাদের কথা বা অপিনিয়ান কতটা গুরুত্বপূর্ন? মনে হয় না গুরুত্বপূর্ন।

    এই পৃথিবীতে সব কিছুই জিরোসাম গেইম। গেইন ইক্যুয়াল টু লস। মাতৃত্ব এতটাই ফুলফিলিং এবং এনজয়েবেল, সেটা গেইন। এবং সেটা ব্যালান্স করতে কিছু লস সব মেয়েকেই সহ্য করতে হয়। ইহাই পৃথিবীর ব্যালান্সশিট ইন পারসুইট অব হ্যাপিনেস।

    এখন এইন ব্যালান্সিং বিম, অনেক ক্ষেত্রেই নড়বরে। তখন সমস্যা। সেক্ষেত্রে সিঙ্গল মম ভাল অপশন। কিন্ত চাইল্ডলেস বাই চয়েস কোন লিব্যারাল অপশন ও হতে পারে না।
  • Γ | 24.96.71.35 | ০৪ অক্টোবর ২০১৬ ২১:১০722333
  • কিন্ত মুশকিল হচ্ছে এখানে অনেক পুরুষ - ও অপিনিয়ান দিচ্ছেন, যারা কোনদিন মা হন নি। তাদের কথা বা অপিনিয়ান কতটা গুরুত্বপূর্ন? মনে হয় না গুরুত্বপূর্ন।
  • pi | 233.231.40.99 | ০৪ অক্টোবর ২০১৬ ২১:২৪722334
  • বিপদা, আপনার পুরো পোস্টে সব কথাই মাতৃত্ব আর মেয়েদের নিয়ে কেন ?
  • rabaahuta | 161.191.175.196 | ০৪ অক্টোবর ২০১৬ ২১:৩৭722335
  • এইটা একটা মজার জায়গা, আমার মনে হয়। মা/বাবা হয়েছেন এমন লোকজন মা বাবা হওয়ার বিপক্ষে মতামত থাকলেও প্রকাশ্যে সেটা বলতে হাজারবার ভাবেন। সন্তান হওয়ার পর কোয়ালিটি অফ লাইফের পরিবর্তন নিয়ে অনেক হাসি ঠাট্টা চলে, কিন্তু সব শেষে, তবুও কি স্বর্গীয় এইরকম দিয়ে মধুরেন।
    আবার মা বাবা হওয়াটাও যে সবসময় পূর্ণতার সন্ধানে তাও তো নয়, অসুখী দাম্পত্য ইত্যাদিতে অনেক সময় লোকে ভাবে ছেলেমেয়ে হলে সব ঠিক হবে, তারপরেও হয় না- তখন নানান শেড। সামাজিক চাপের ব্যাপার থাকে।

    ততটা প্রাসঙ্গিক নয়, ফুলফিলিং মাতৃত্ব এইসব পড়তে পড়তে মনে হলো।
  • Robu | 11.39.39.159 | ০৪ অক্টোবর ২০১৬ ২৩:৪৫722337
  • কে বলল বিপ মা হননি? উনি তো হরগৌরী। আর প্রতি উইকেন্ডের একেকটা লেখার প্রসবযন্ত্রণা - আপনি তার কী বুঝবেন?
  • Arpita | 75.93.18.245 | ০৫ অক্টোবর ২০১৬ ০০:৩৭722338
  • rabahuta কে বড় করে ক। pi কে একবার এই সাবজেক্ট নিয়েই লিখতে অনুরোধ করেছিলাম।পড়ছি এই থ্রেড টা কয়েক দিন ধরে ঠিক এই কথা টা কেউ লেখে নি এখনো ।কে বলেছে মাতৃত্ব সবার কাছে enjoyable বা fulfilling !!!! কিন্তু এই সমস্যা tao অনেকটা সমকামী দের সমস্যা র মতো। যাদের কাছে মাতৃত্ব enjoyable তারা কিছুতেই অন্যরকম feeling ও যে থাকতে পারে সেটা একসেপ্ট করতে চান না বা তাঁদের ইন্টারপ্রিটেশন এই আসে না। enjoy না করলেও প্রকাশ্যে আজ অব্দি কাউকে স্বীকার করতে দেখিনি। যদিও নিভৃত ওয়ান তো ওয়ান discussion এ অনেকেই তাঁদের মনের কথা বলেছেন। সেই সংখ্যা টা বড় কম না। আর তাছাড়াও মাতৃত্বের-ও নানা শেড নানা ফিলিং। মধুরেণ সমাপয়েৎ ছাড়াও বাকি কথাগুলো অনেকেরই শুধু মনেই থেকে যায়।
  • Atoz | 161.141.85.8 | ০৫ অক্টোবর ২০১৬ ০০:৪১722339
  • ওহ্হ্হ, রোবু।
    ঃ-) ঃ-) ঃ-)
  • bip | 183.67.3.44 | ০৫ অক্টোবর ২০১৬ ০৪:০৪722340
  • আবার মা বাবা হওয়াটাও যে সবসময় পূর্ণতার সন্ধানে তাও তো নয়, অসুখী দাম্পত্য ইত্যাদিতে অনেক সময় লোকে ভাবে ছেলেমেয়ে হলে সব ঠিক হবে, তারপরেও হয় না- তখন নানান শেড। সামাজিক চাপের ব্যাপার থাকে।

    >>>
    সুখী দাম্পত্য ব্যপারটা একটা ইল্যুউশন। আসলে সুখ ব্যপারটাই পার্স্পেক্টিভ। দাম্পত্য ব্যপারটা একটা স্ট্রাকচারাল ফুলফিলমেন্ট ছাড়া কিছুই না-যাতে একসাথে দৈহিক, মানসিক এবং পিতৃত্বের চাহিদা নিহিত। একই নারী একই সাথে দৈহিক, মানসিক এবং পেরেন্টাল চাহিদাগুলো মেটাবে-এটা বড্ড বেশী দাবি এবং এক্সপেক্টেশন পিতৃতান্ত্রিক সমাজে।

    আসলে দাম্পত্যের সমস্যাটা ভীষন ম্যাথেমাটিক্যাল একটা সমস্যা। চাহিদার ডাইমেনশন তিনটে ( পুরুষ এবং নারী উভয় ক্ষেত্রেই )- দৈহিক, মানসিক এবং পেরেন্টাল। আমরা বলছি একজন নারী এবং পুরুষকে এই তিনটে চাহিদাই মেটাতে হবে। এইখানটাতেই সমস্যা।

    আমি উদাহরন দিচ্ছি। ধরা যাক একজন নারী খুব ভাল মা। ছেলে মেয়ের জন্য প্রচুর সাক্রিফাইস করছেন, তাদের দেখভাল করছেন। উলটো দিকে তার স্বামীও ছেলে মেয়ের জন্য প্রচুর সময় দেন, হোম ওয়ার্ক করাচ্ছেন। তাদের গড়ে তুলছেন। উভয়েই পেরেন্টাল চাহিদা মেটাচ্ছেন।

    কিন্ত এটা হতেই পারে, মানসিক দিক দিয়ে কেউ কারুর কাছে না। কারন তাদের মানসিক চাহিদা ভিন্ন। শারীরিক দিক দিয়েও তাদের চাহিদা আলাদা হতেই পারে।

    এখন দাম্পত্য ব্যপারটা যদি এরকম হত, ওটা শুধু মাত্র ছেলে মেয়ে মানুষ করার জন্য, বাকি দেহ এবং মনের জন্য যার সাথে পোষায়, তার সাথে প্রেম কর- মানে দেহ এবং মনটা পরকিয়া থেকে বুঝে নাও- তাহলে দাম্পত্য জীবন অনেক সুখের হত। কারন সেটা প্রফেশনাল কোম্পানী বিল্ডিং-যেখানে স্বামী এবং স্ত্রী দুজনেই ওয়ার্কিং পার্টনার। সন্তানেরা প্রোডাক্ট (ঘাবরাবেন না-এটা একজন বিখ্যাত অর্থনীতিবিদ এডোয়ার্ড পি লেজারের কথা যে দাম্পত্য আসলে একটা পার্টনারশিপ কোম্পানী) ।

    এর মূল কারন দেহের এবং মনের চাহিদা একজনের কাছ থেকে মিটতে পারে না। কারন আমরা বহুগামী-বায়োলজিক্যালি। সুতরাং মানুষকে মনোগামি রাখা এক ধরনের অত্যাচার। ফলে দাম্পত্য সুখের হয় না।

    কিন্ত এই মনোগ্যামির প্রয়োজন আসছে কিন্ত সন্তান পালনের জন্য। সেটাও বাস্তব এবং দরকার। কিন্ত সেখানেই মানব সমাজ ভুল করেছে। সন্তান পালনের জন্য মনোগ্যামি এবং বিবাহ থাকুক। কারন সেটাই বেটার সিস্টেম। কিন্ত বাকী চাহিদাগুলোকে ওই বিবাহের মধ্যে ঢোকানো একদম উচিত না।

    সন্তানের মা হিসাবে এক্স দারুন মহিলা, কিন্ত প্রেমিকা হিসাবে ওকে মানা যাচ্ছে না। প্রেমিকা হিসাবে আমার ওয়াইকে পছন্দ।এটাই কিন্ত অধিক বাস্তব। অথচ সমাজ বলছে এক্স=ওয়াই হতেই হবে। ইনিক্যুশনকে জোর করে ইক্যুয়েশন করলে যা হয় দাম্পত্য হচ্ছে তাই।

    ফলে অনেক মেয়েই হয়ত মাতৃত্বের সাথে যে দাম্পত্য সমস্যা আসছে তাতে অসুবিধা হচ্ছে। কিন্ত দাম্পত্য জীবনে কোন পুরুষই কি খুব খুশী? তাহলে শুধু মেয়েদের প্যানপানানি কেন শুনতে হবে? দাম্পত্য ব্যপারটাই ত গনিতের গোঁজামিল।

    বরং আমেরিকা সহ সব উন্নত দেশেই মায়েদের স্যোশাল প্রোটেকশন সব থেকে বেশী ( এবং ঠিক কারনেই )-কারন তারাই রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ন সম্পদের ( সন্তান) মালকিন। ফলে ডিভোর্সের ক্ষেত্রে একজন পুরুষকে নিঃশ্ব করে কোর্ট রায় দেবে সব সম্পদ এবং ইনকাম যেন মায়ের কাছে যায়। এরপরেও মেয়েরা মা হওয়ার জন্য কেন প্যান প্যন করে কে জানে। কারন মা হওয়ার জন্যই রাষ্ট্রের চোখে আইনের চোখে তারা অনেক বেশী সুবিধা পায়। প্রাইভেট কোম্পানীতে পায় না। কিন্ত সেটা ইউরোপে পায়। আমেরিকাতেও পাওয়া উচিত। এবং আস্তে আস্তে পাবেও।
  • bip | 183.67.3.44 | ০৫ অক্টোবর ২০১৬ ০৪:১৩722341
  • পাই,
    আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমার নিজের মা, স্ত্রী এবং বোনকে দেখছি-আরো অনেক মহিলা দেখছি-সবার মেয়েদের কাছে ( যারা মা হয়েছেন ) মাতৃত্বটাই নাম্বার ১,২,৩---অস্তিত্ব। তাদের কাছে চাকরি, স্বামী এসব অনেক পরে। এবং প্রকৃতিই তাদের সেইভাবে বানিয়েছে। সন্তান হওয়ার পরে স্বামীর সংজ্ঞাও বদলে যায়। সন্তান হওয়ার পরে স্বামী আর কোন প্রেমিকা না ( প্রায়) -সে তার সন্তানের বাবা -যার ইভ্যালুউশন হবে সে কতটা ভাল পেরেন্টিং করছে তার ওপরে।

    এটাই বাস্তব। এর বাইরে যা কিছু আছে সব আউটলায়ার। স্টাটিস্টিক্যালি আসবেই। আউটলায়ারকে সিস্টেম বা আসল বা লিব্যারাল ভিউ বলে চালানো যায় না।
  • ranjan roy | 132.176.8.110 | ০৫ অক্টোবর ২০১৬ ০৫:০৮722342
  • বিপ,
    মাতৃত্ব/পিতৃত্ব সবার জীবনেই একটা স্টেজ। তার পরেই বার্ধক্য।
    যে যখন যেখানে দাঁড়িয়ে তার কাছে সেটাই প্রাথমিক কনসার্ন। আপনার বুড়ো-বাবামার কথা বা আপনার দেখা অন্যদের কথা খেয়াল করুন --দেখবেন তখন বাতের ব্যথা, অম্বলের ওষুধ, টিভি সিরিয়াল সেগুলোই নিত্যনৈমিত্তিক ব্যাপার এবং স্মৃতিকন্ডুয়ন করে বলা আমাদের সময়টা কত ভালো ছিল--আজকালকার ছেলেপুলের দল--!
    মানে বলতে চাইছি আপনি তো আপনার বাবা-মাকে তাঁদের যৌবনে দেখেন নি, তখন যদি জিগাইতেন তো শুনতেন----!

    ডিঃ এখানে বাবা-মা প্লেসহোল্ডার মাত্র।
  • সিকি | ০৫ অক্টোবর ২০১৬ ০৬:৩৪722343
  • স্যাম্পলবসাইজ তিন হোক বা তিনশো, বিপের মূল সমস্যা আরো গভীরে।

    "ধরা যাক একজন নারী খুব ভাল মা। ছেলে মেয়ের জন্য প্রচুর সাক্রিফাইস করছেন, "

    বিপের পুরোটাই কাঁচা সানি-তে ভর্তি। কাঁবা হয় তো আছে, সাড়ে তিন পার্সেন্ট, কিন্তু ঐ ছিয়ানব্বই পয়েন পাঁচই র সানি। এক্কেবারে র।
  • Abhyu | 107.81.102.173 | ০৫ অক্টোবর ২০১৬ ০৬:৫৯722344
  • "সন্তান হওয়ার পরে স্বামী আর কোন প্রেমিকা না" - সন্তান হবার আগে কার কার স্বামী প্রেমিকা ছিল হাত তোলো
  • pi | 233.231.35.35 | ০৫ অক্টোবর ২০১৬ ০৭:০১722345
  • ১।আপনার তিনজনই প্রকৃত স্যাম্পল আর বাকিরা আউটলায়ার এটা কী করে জানলেন?
    ২।এটাই বা কীকরে জানলেন যে, তারা সেটা সামাজিক নির্মাণের কারণে মনে করেনা, মানে এই আপনার মত বহু লোক ছোট থেকে পাখিপড়ার মত করে তাদের এই কথাই জানিয়েছে, বুঝিয়েছে, বলেছে। বলেছে যে মাতৃত্বই মেয়েদের সব, এছাড়া মেয়েরা সম্পূর্ণভাবে অসম্পূর্ণ, তাদের জীবন বৃথা, এর থেকে মহান কোন কাজ হয়না, মহত্তর কোন অনুভূতি হয়না। তো, আপনার সেটের মেয়েদের মনে হওয়াটা এইভাবে নির্মিত নয় জানলেন কীকরে ?
    ৩। আবারো একই প্রশ্ন। এগুলো সব মেয়েদের বলা কেন, ছেলেদের নয় কেন ? আপনার স্যাম্পল সেটের ছেলেরা, ইম্ক্লুডিং আপনি মনে করেন না যে পিতৃত্বই সবার আগে বা সেটা না হলে আর কিছুর মানে নেই ? মনে করলে আপনার পোস্টে বারবার মেয়েদের কথা আসছে কেন, ছেলেদের কথা নয় কেন ?
  • pi | 233.231.35.35 | ০৫ অক্টোবর ২০১৬ ০৭:০৪722346
  • অর্পিতা, অবশেষে লিখলি দেখে খুব ভাল লাগল।
    এনজয় করা না করার ব্যাপারে নিভৃত ওয়ান টু ওয়ান ডিসকাশনের কথাগুলো এবার একটু প্রকাশ্যে আসুক না। লেখ।
  • bip | 183.67.3.44 | ০৫ অক্টোবর ২০১৬ ০৭:১৪722348
  • ১।আপনার তিনজনই প্রকৃত স্যাম্পল আর বাকিরা আউটলায়ার এটা কী করে জানলেন?
    >>>
    আমার পোষ্টেই সেটা আছে-শুধু আমার পরিবারের কথা বলছি না। আশেপাশে নেবার, আত্মীয়, বন্ধু সবার কথাই বলছি। আমি যে নেবারহুডে থাকি, সেখানে সবাই সাদা চামড়ার। মিডিয়ান ফ্যামিলি সাইজ চার। আমি এমন কোন মা দেখি নি, যার কাছে মাতৃত্ব জীবনের প্রাইম এক্সিস্টেন্স না। এমন কাউকে দেখিনি যে মাতৃত্বকে রিগ্রেট করে-টাইমিং রিগ্রেট করতেই পারে। বিয়ে রিগ্রেট করতে পারে। মাতৃত্ব রিগ্রেট করে এমন রিগ্রেসিভ কোন মহিলা জীবনে দেখি নি-দ্যাটস নট বিং এ ওম্যান।

    ২।এটাই বা কীকরে জানলেন যে, তারা সেটা সামাজিক নির্মাণের কারণে মনে করেনা, মানে এই আপনার মত বহু লোক ছোট থেকে পাখিপড়ার মত করে তাদের এই কথাই জানিয়েছে, বুঝিয়েছে, বলেছে। বলেছে যে মাতৃত্বই মেয়েদের সব, এছাড়া মেয়েরা সম্পূর্ণভাবে অসম্পূর্ণ, তাদের জীবন বৃথা, এর থেকে মহান কোন কাজ হয়না, মহত্তর কোন অনুভূতি হয়না। তো, আপনার সেটের মেয়েদের মনে হওয়াটা এইভাবে নির্মিত নয় জানলেন কীকরে ?
    >>
    সামাজিক নির্মান না। আমি জানি এই প্রশ্নটা আসবে। তিনটে কারন
    ক) আমি অনেক মহিলাকে জানি, যারা মা হওয়ার পরে আমূল বদলেছেন। তাদের জীবন আগে আত্মকেন্দ্রিক ছিল, সন্তান কেন্দ্রিক হয়েছে। সামাজিক নির্মানের কারনে হলে এই ট্রান্সিশন হওয়া উচিত না
    খ ) বেশ্যা, উচ্চ পয়সার এসকর্ট, পর্ন স্টার-এদের অধিকাংশই পেশা ছেড়ে বা পেশায় থেকেও মাতৃত্বকে গ্রহণ করে। যেখানে সন্তান তাদের পেশার জন্য ক্ষতিকারক। কারন মাতৃত্বকে সবাই উপভোগ করতে চায়। এদের কোন সামাজিক চাপ ছিল না।
    গ) আমি অনেক ফেমিনিস্ট যারা চাইল্ড লেস বাই চয়েস করে, পঞ্চাশে পৌছেছে-তাদের সাথে কথা বলে দেখিছি-এতের বাত মুখে। একটু উলটে চেপে ধরলে বেড়িয়ে আসে, এরা ঠিক সময়ে সন্তান ধারন করে নি বলে, ট্রেন্ডি বা লিব্যারাল হতে গিয়ে মারাত্মক ভুল করে এখন আফসোশ করছে । কিন্ত সেটা প্রকাশ্যে স্বীকার করবে না। কিন্ত ইমোশোনালি একটু নাড়িয়ে দিলেই তাদের আসল অবস্থান এবং ভুল স্বীকার বেড়িয়ে আসে।

    ৩। আবারো একই প্রশ্ন। এগুলো সব মেয়েদের বলা কেন, ছেলেদের নয় কেন ? আপনার স্যাম্পল সেটের ছেলেরা, ইম্ক্লুডিং আপনি মনে করেন না যে পিতৃত্বই সবার আগে বা সেটা না হলে আর কিছুর মানে নেই ? মনে করলে আপনার পোস্টে বারবার মেয়েদের কথা আসছে কেন, ছেলেদের কথা নয় কেন ?
    >>
    ছেলেদের জন্যও পিতৃত্ব প্রাথমিক অস্তিত্ব একশো বার লিখেছি। এখন তুমি আমার লেখা না পড়ে, হাইপোথিসিসে গেলে কিস্যু করার নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন