এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মায়ের কর্তব্য ভিন্ন কিছু নাই

    Yashodhara Raychaudhuri লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২৪ সেপ্টেম্বর ২০১৬ | ৬৮৪০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 53.251.91.253 | ০৬ অক্টোবর ২০১৬ ২১:২০722483
  • কিন্তু সব তো হলো। বিপের সব রকম পাগলামো, ছাগলামো মেনে নেওয়া যায়।কিন্তু কারোর চাকরি খেয়ে নেবো; এটা কি ধরণের বাচালতা আর অসভ্যতা? এই অভিযোগ সত্যি হলে বিপের তো ক্ষমা চাওয়া উচিত খোলা পাতায়।
  • 4z | 84.12.2.191 | ০৬ অক্টোবর ২০১৬ ২১:২৩722484
  • sm, অভিযোগ সম্পূর্ণ সত্যি। সে আরেক কাহিনী।
  • aranya | 154.160.226.92 | ০৬ অক্টোবর ২০১৬ ২১:২৪722485
  • সন্তান ধারণের জন্য সরকার হাজার ইন্সেন্টিভ দিতে পরে, কিন্তু দিনের সেশে ওটা পার্সোনাল চয়েস-ই থাকবে।
  • arpita | 75.93.18.245 | ০৬ অক্টোবর ২০১৬ ২১:৩৬722486
  • ইমিগ্র্যান্ট জূজূ কামড়ে দিলো বলে পেছন দিকে হাঁটা যায় নাকি!!! বরং আমি তো দেখি প্রচুর ইমিগ্র্যান্ট এইসব issue নিয়ে vocal যা তারা নিজের দেশে থাকলে হয়তো খাপ খুলতে পারতো না।। এতো কিরকম ট্রাম্প এর মতো কথা বার্তা হয়ে গেলো ।
  • Sayantani | 126.203.169.161 | ০৬ অক্টোবর ২০১৬ ২১:৪৫722487
  • SM বলছি বিপ যে কি বলেন আর কি না বলেন, তা বলতে ফেবু তে চোখ রাখবেন। উনি একবার বাণী দিয়েছিলেন, বেশির ভাগ tattoo করা মেয়ে প্রস্টিটিউট হয়। প্রসঙ্গত, পোস্ট টি আমার tattoo অভিজ্ঞতা নিয়ে ছিল।
    সিকির সঙ্গে 100 ভাগ একমত।
  • Atoz | 161.141.85.8 | ০৬ অক্টোবর ২০১৬ ২১:৪৯722488
  • দেখেশুনে অবাক লাগে।
  • bip | 75.210.82.114 | ০৬ অক্টোবর ২০১৬ ২২:১৫722489
  • I think 3 years back on heated discussion, I ofcourse told I would have a talk with CEO of th3 company in which Robu was working as his CEO waw my good friend.By no mean, it was threatening with job but taking action to stop oublic shaming. Everyone with their own power will do things to stop these kind of elements.

    One can interpret that with their own imagination but Bengalis are well known for their PNPC.

    Now I dont know whether I am talking about the same person..but yes this was exactly what happened.
  • 4z | 84.12.2.191 | ০৬ অক্টোবর ২০১৬ ২২:৩১722490
  • Now I am wondering who has the power to shut THIS element up! what an...
  • নন্টে | 11.39.38.230 | ০৬ অক্টোবর ২০১৬ ২২:৪২722491
  • আপনাদের বিপের বক্তব্য বুঝতে ভুল হচ্ছে, যেমন “ বেশির ভাগ tattoo করা মেয়ে প্রস্টিটিউট হয়। ” এটা বিপের দেখা মতে সত্যি, গ্লোবালি নয়। এইবার আপনারা বেয়েসিয়ান যুক্তিক্রম লাগান।
  • bip | 75.210.82.114 | ০৬ অক্টোবর ২০১৬ ২২:৫৯722493
  • they have twisted A/B..
    my statement was..

    most of the pros have tatto..

    that is not samr as all those who have tatto are pros..

    But Bengali brains are too tiny and gross..for them..
    P(A/B)=P(B/A)
  • সিকি | ০৬ অক্টোবর ২০১৬ ২৩:০৪722494
  • উন্মাদ!
  • potke | 132.179.70.190 | ০৬ অক্টোবর ২০১৬ ২৩:২১722495
  • বিপ স্ট্যাটিসটিক্স জানে।

    what an entitled.....

    বাকিটা কেউ ফিল ইন করে দিন।
  • potke | 132.179.70.190 | ০৬ অক্টোবর ২০১৬ ২৩:২৬722496
  • If robu shamed x publicly, why would x talk to the CEO of his/her company? Has she/he used company profile/account/infrastructure to engage in that exercise? I think not. btw, what was the outcome of the proposed conversation? Any clue, robu?

    তা মাইনে পত্র দেয়া হয় আজকাল?

    এইবারে আমার কোং এর খোঁজ পড়বে, কিন্তু আমার কোন সিইও নাই ঃ)
  • Robu | 11.39.38.53 | ০৭ অক্টোবর ২০১৬ ০০:০৯722497
  • I am not sure if the conversation ever took place. It could be so that because of the conversation I am not getting the salary I wish to get.
    But what I can tell is, after that day, the only Bengali entrepreneur of our time took some positive measures to sort out some mistakes (probably unintentional) he made in his India operations.
    So, even though that heated discussion referred above might have affected me adversely (not sure, my CEO never discussed anything with me in this regard), it helped the greatest Bengali entrepreneur after Jyotirindranath in a positive way.
  • Robu | 11.39.38.53 | ০৭ অক্টোবর ২০১৬ ০০:১০722498
  • পটকেদা, মেল পাঠিয়েছিলে? রিত?
  • ranjan roy | 132.176.8.110 | ০৭ অক্টোবর ২০১৬ ০০:২৮722499
  • কয়েকদিন পরে এই টইটা খুলে ব্যোমকে গেছি। কী সব কথাবার্তা হচ্ছে!
    উল্কিপরা মেয়ে মানেই প্রসটিউট!
    আমার মেয়েরও ট্যাটু করা আছে।
    ভদ্রলোকের কি মাথা খারাপ ?

    অনেক ভেবে ঠিক করলাম যে এই শনিবার উপোস করে দেবাদিদেব মহাদেব এর কাছে বর চাইব যে ওঁর বরে যেন বিপের গর্ভধারণ হয় এবং উনি "স্বর্গীয় প্রসব বেদনার" স্বাদ পেয়ে "স্বর্গীয়" আনন্দ এবং লাইফ রিস্ক নিয়ে সন্তানের জন্ম দেওয়ার গৌরব ও পরম অনুভূতির স্বাদ পান।
    এই ভদ্রলোকটি মুক্তমনার লেখক? সত্যি???
  • Eikthrymir | 233.191.13.253 | ০৭ অক্টোবর ২০১৬ ০০:৩৮722500
  • আচ্ছা, এই যে আমি রাত্তির সাড়ে বারোটায় ছেলেকে পুজো পরিক্রমা থেকে নিয়ে বাড়ি ফিরছি, মানে ২০% ইন্টারেস্টে লোন শোধ করছি, এর জন্যে আমায় নোবেল দেবেন্না? অন্ততঃ একটা সমবেত হাত্তালি? এমনই পাষাণ আপনারা?
  • Arpan | 15.67.117.230 | ০৭ অক্টোবর ২০১৬ ০১:০৭722501
  • তোমার জন্য তো ছুটির ইন্সেন্টিভ রয়েছে। আবার কী চাই?
  • Ela | 104.13.249.39 | ০৭ অক্টোবর ২০১৬ ০১:২৯722502
  • "মোস্ট অফ দ্য প্রস হ্যাভ ট্যাটুস"

    স্যাম্পল সাইজ?
  • Sayantani | 126.202.204.228 | ০৭ অক্টোবর ২০১৬ ০১:৩১722504
  • রঞ্জন বাবু, মনের কথা বললেন।
  • bip | 183.67.3.44 | ০৭ অক্টোবর ২০১৬ ০১:৩৬722505
  • উল্কিপরা মেয়ে মানেই প্রসটিউট!
    আমার মেয়েরও ট্যাটু করা আছে।
    ভদ্রলোকের কি মাথা খারাপ
    >>>
    আপনি টই পড়েন নি। সায়ন্তনী লিখেছে আমি ওমন বলেছিলাম।আমার বক্তব্য ছিল অধিকাংশ বেশ্যার (আমেরিকাতে ) ট্যাটু আছে। তার মানে এই না আমি বলেছি উল্কি করা মেয়ে মানেই প্রস্টিটিউট। A/B মানে B/A না।

    এখানে যাহারা লিব্যারাল, তাহাদের লজিকে অনেক গন্ডোগল আছে। মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু আমার বিরুদ্ধে লিখবেন কারন তাহারা যুক্তি দিতে অক্ষম।

    তবে হ্যা আমি উল্কি করার বিরোধি এবং এটাকেও ব্যক্তিস্বাধিনতার মধ্যে ফেলা যায় বলে মানি না। কারন উল্কিতে যে পদ্ধতিতে কালার পিগমেন্ট ব্লাড ক্লটিং এর মাধ্যমে ঢোকানো হয়, তা এখনো খুব হেলদি পদ্ধতি না।

    "When you are injecting a substance into the skin, you risk infection," says Elizabeth Tanzi, MD, co-director of the Washington Institute of Dermatologic Laser Surgery in Washington, D.C., and assistant professor of dermatology at Johns Hopkins University. "Although small, the risks include hepatitis, staph, or warts."

    http://www.webmd.com/skin-problems-and-treatments/features/tattoos-are-they-safe#1

    সুতরাং আমি যেকারনে ধূমপানের বিরোধি-সেই একই কারনে উল্কি করার ও বিরোধি। হেলথ হ্যাজার্ড।

    এর সাথে রক্ষণশীলতা -লিব্যারাল ধর্ম মারিয়ে লাভ নেই।
  • ছোটোলোক | 204.230.155.222 | ০৭ অক্টোবর ২০১৬ ০১:৪১722506
  • সেই কয়লার উনুনের যুগে সমস্ত কাঠওয়ালিদের হাতে ট্যাটু থাকত। গোয়াবাগানের মেথরপট্টিতে প্রত্যেকের দুহাত ভর্তি ট্যাটু থাকত। সব দেবদেবীর নাম লেখা থাকত সেসব ট্যাটুতে। হিন্দিতে।
    জয়বাবা ফেলুনাথে তোপশের পাড়ার পল্টুদা এবং মছলিবাবার হাতে এরোপ্লেন মার্কা ট্যাটু ছিল। ট্যাটু তো আজকাল ফ্যাশন।
  • Sayantani | 126.202.204.228 | ০৭ অক্টোবর ২০১৬ ০১:৪৩722507
  • ইয়ে আপনি বলেছিলেন যে সাধারণত দুই শ্রেণীর মহিলা ট্যাটু করায়। সমাজ বহির্ভূতরা (বহিস্কৃতরা ) এবং প্রস্টিটিউটরা। তাতে আপনাকে বলা হয়েছিল, আপনার মেয়ে ট্যাটু করতে চাইলে কি বলবেন। তখন আপনি এসব হেলথ এর প্রশ্ন আনেন। অর্থাৎ নিজের বাড়ি অবধি আগুন না ছড়ালে আপনি জল ঢালতেন না।
    আর আপনাকে কেউ ভালোবাসে না সেটাও আমরা বহুবার শুনেছি। মানে একটু মেয়েদের মিষ্টি ধমক খাবেন এই আশায় আপনার গ্রুপে গ্রুপে বিচরণ, ও আপনি বহুবার লিখেছেন :P
  • bip | 183.67.3.44 | ০৭ অক্টোবর ২০১৬ ০১:৪৪722508
  • গুরু এবং মুক্তমনা দুটো অন্য টাইপের ফোরাম। গুরু লিব্যারালদের ভাটের চারন ক্ষেত্র। মুক্তমনা বিজ্ঞান , যুক্তি এবং দর্শনে অনুরক্ত লোকেদের জন্য। ডেমোগ্রাফি আলাদা রঞ্জন বাবু। মুক্তমনার বিরুদ্ধে বামেরা গত জন্ম থেকেই লিখেছে-কারন সেখানে কমিনিউজমকে, বামপন্থকেই যথেষ্টই তুলোধনা করা হয়েছে। সুতরাং একে অপরকে ভাল লাগবে না সেটাই স্বাভাবিক।

    পকেটে যুক্তি থাকলে দিন। না থাকলে , ভাট বকা ছাড়া উপায় কি বলুন।

    লিব্যারাল আর মুক্তমনা এক না সেটা বুঝুন। এখানে লিবারালিজমের যে চর্চা হচ্ছে তার সাথে ধর্মের পার্থক্য আমি কিছু দেখতে পাচ্ছি না। মুদ্রার এপিঠ বনাম ওপিঠ।
    \
    যুক্তি, তর্ক বিজ্ঞান দর্শন কোথায়? সব ত দেখছি ঝাঁকের কই/
  • ছোটোলোক | 204.230.155.222 | ০৭ অক্টোবর ২০১৬ ০১:৪৫722509
  • তবে ট্রাফিকড মেয়েদের দিয়ে যারা জোর করে বেশ্যাবৃত্তি করায়, তারা মেয়েগুলোর হাতে ট্যাটু করে দেয়, যাতে সহজেই চিনতে পারে।প্রত্যেকটা গ্রুপের নিজস্ব সিম্বলের ট্যাটু। স্লেভের মত। পালাতে গেলেও ধরে ফেলবে।
  • bip | 183.67.3.44 | ০৭ অক্টোবর ২০১৬ ০১:৫৪722510
  • সায়ন্তনী
    ও আচ্ছা তাহলে মেয়েদের মিস্টি ধমক খাওয়ার লোভে আমি এসব লিখছি!!!!!!! আবিস্কার।।আবিস্কার। সিরিয়াসলি আমার অটোবায়োগ্রাফি তুমি ছাড়া সম্পূর্ন হবে না...।।

    আমার মেয়ে বা ছেলে কি করবে-তারাই ঠিক করবে। ছেলে ট্যাটু করবে না নিশ্চিত কারন সে আমার থেকেও অনেক বেশি হেলথ কন্সসাস-খাওয়া দাওয়ার ব্যপারেও। মিস্টি খায় না-বাটার পর্যন্ত খায় না। আর হ্যা সে পাঁচ বছর বয়স থেকেই এথিইস্ট। এখন বয়স এগারো।

    মেয়ে এখনো ছোট। কিন্ত আমাদের যেমন হেলথ কন্সাস, বিজ্ঞান সচেতন ফ্যামিলি-তাতে সেও দাদার দিকেই যাবে আশা করি।

    বাবা হিসাবে আমার একটাই কাজ- প্রশ্ন করতে শেখানো , বিশ্লেষন -ক্রিক্টিক্যাল থিংকিং। আমার কাছে ধর্মাচারন আর উল্কি করার মধ্যে পার্থক্য নেই। সব ঝাঁকের কই।
  • Sumana | 78.55.92.29 | ০৭ অক্টোবর ২০১৬ ০২:১৬722511
  • আমার বক্তব্য ছিল অধিকাংশ বেশ্যার (আমেরিকাতে ) ট্যাটু আছে

    এই তথ্যের ভিত্তি কি???
  • bip | 183.67.3.44 | ০৭ অক্টোবর ২০১৬ ০২:৩২722512
  • এই তথ্যের ভিত্তি কি???

    >>
    বেশ্যা এখন পাওয়া যায় ইন্টারনেট সাইটে। কতগুলো ইল ফেমাস সাইট আছে। সেখানে ১০০ টা প্রোফাইল ঘাঁটলে অন্তত ৯৫ টার ট্যাটূ আছে দেখা যাবে।
  • Sayantani | 126.203.149.169 | ০৭ অক্টোবর ২০১৬ ০৩:০০722513
  • ইয়ে মানে। এটা নিয়ে কি সিরিয়াস পি ডি এফ আসছে? মানে এতটা রিসার্চ করছেন তো, তাই ভাবছি।
  • bip | 183.67.3.44 | ০৭ অক্টোবর ২০১৬ ০৩:২১722515
  • ইয়ে সায়ন্তনী-আমি বহু ব্যাপার নিয়ে বাজে রিসার্চ করেছি-জ্ঞানপাপী লোক। সব ব্যপারেই কি পিডিএফ নামাতে আছে? তাহলে তোমাকে নিয়েও পিডিএফ নামাতে হয়!!! তোমাকে নিয়ে একটা নিদেন পক্ষে ছোট গল্প নামিয়েই দিই কি বল। এমনিতেও পুজোর একদিন এখানে বোর হওয়া ছাড়া কিছু করার নেই!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন