এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মায়ের কর্তব্য ভিন্ন কিছু নাই

    Yashodhara Raychaudhuri লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২৪ সেপ্টেম্বর ২০১৬ | ৬৮৪০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 101.214.5.87 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫০722283
  • মায়ের পরেই তো মাটি আসে নাকি!!

    একটু সাব-অল্টার্ন হতে শেখো এবার।
  • h | 213.132.214.86 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৫:১৩722284
  • কেসি/অর্পণ - এটাতে অবাক হওয়ার কি আছে বুঝলাম না, সেল্ফ হেল্প মেয়েদের রেজিস্টান্স এর পার্ট হওয়াই উচিত। যদিও এ প্রসংগে কথাটা এসেছে কিনা ভুলে গেছি।

    অন আ লাইটার সাইড, ইপসিতা লো লেভেল ইন্ডিপেন্ডেন্ট ইকোনোমিক অ্যাক্টিভিটি সমর্থন তো করবেই, ইপসিতা হল লোকাল অ্যাকটিভিজম-পন্থী, কিন্তু সন্দেহজনক ফুকোপন্থী লিবের্টারিআন রা পরে অ্যাগ্রিগেশন মার্কেট করবে বলে এই সব গ্যাস দিচ্ছে এবং নিল্লজ্জ ভাবে হলিডে হোম বানাচ্চে ;-) তবে 'কমিউনিটি' ফার্মিং / রুরাল 'কমন্স' নিয়ে শুরু হয়েছে, একটু 'কালেকটিভের' দিয়ে এগোলেই আমরা বৃদ্ধ রা এসে দস্তয়েভস্কি আলোচনা করে যাবো, তার পরে আবার গান , এই তো জীবন ;-) এতে কেসির ভূমিকা হল প্রতি স্টেপে দুটি করে ই-বুক দেওআ, অরিজিত এর ভূমিকা হল, আর কত পড়বরে বাবা বলে সকলকে কমপিউটার সাইন্স করতে বলা যেন ওটাতে একটু লাইট রিডিং অপশন আছে, আর অর্পণ সমস্ত পোস্টের অ্যাভারেজ লেন্থ দেকে রিয়াক্ট করবে, ওটা করার একটি অ্যাপ ট্রেনি দের লিকিয়ে রেখেছে, ১৪০ কারকটার একটু ইদিক ওদিক হলে পয়েন্ট অফ কন্টাক্ট ফর্ম করে দেবে এই সব পড়ার জন্য, তার পরে ক্লান্ত ভাবে বলবে, আর এ এত ক্লায়েন ইত্যাদি।
  • AP | 24.139.222.45 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৫১722285
  • আর আমি বরং এইবেলা টইজ্যাক রোধ করার ঠিকাটা নিয়ে নি, ঐ দিকটা এখনও খালি আছে।

    সুতরাঙ বন্ধুগণ, রাতবিরেতে দল দলে পথে বার হয়ে 'ধর্ষণ' রোধ করার (যেন ধর্ষন শুধু রাত্রিকালেই মানে ১২ ট থেকে ৪ টের মধ্যেই হয়, যেন নির্ভয়া-কান্ড গভীর রাত্তিরে হয়েছিল, যেন কলকাতা-দিল্লীতে মেয়েরা রাত দশটা-এগরোটা অবধি বাইরে থাকেন না)* অভিনব প্রয়াস, দস্তয়েভস্কি, ছোলা শাক, পুঁইচারা থেকে আবার ফিরে আসুন উড বি মাদার, গোয়িং টু বি মাদার, সদ্যজাত মাদারদের সমস্যায়, যার কেন্দ্রে আছে মা হবার / না হবার বিপুল চাপ। এই শিক্ষিত / উচ্চশিক্ষিত মায়েদের নিজের কাজ আছে, প্যশান আছে (কিঞ্চিত ফ্যাশানও আছে / ছিল হয়ত) আর মাতৃত্বের চাপ কে পুরোটা স্বীকার / অস্বীকার করতে না পারার বিপুল দ্বন্দ্ব আছে। এই টই তে তাঁদের কথায় আবার একটু ফিরে এলে হয় না !

    *এই আইডিয়া যাঁর তিনি অবশ্য গর্বিত এন আর আই, এই দেশের মেয়েদের সঙ্গে তিনি রিলেট করেন না (নিজেই বলেছেন), তারা সবাই ভর সন্ধে বেলায় ঘরে ঢুকে পড়ে, না কাজের জন্য দরকার মত গভীর রাত অবধিই বাইরে থাকে, সেটা তিনি নাই জানতে পারেন।
  • dc | 132.174.153.238 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:০১722286
  • আচ্ছা শুনুন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে পড়লে আমার আর এককের জয়েন্ট ভেঞ্চার, অল নাইট লাউঞ্জ বার-কাম-লাইব্রেরিতে আপনারা স্বাগত। সেখানে বসে আপনার ফুকো পড়তে পড়তে সেক্স-অন-দ্য-বীচে ঈষৎ চুমুক দিতে পারবেন, বা কোন এক অন্ধকার কোনে সোফায় এলিয়ে বসে দস্তয়েভস্কি আর মায়াকোভস্কির কম্পারেটিভ অ্যানালিসিস করতে করতে স্কচ সেবন করতে পারবেন। বলাই বাহুল্য, এই লাউঞ্জের আলো-আঁধারিতে টাকার কোন রং দেখতে পাবেন না, আপনার টাকা বই ধরতে পারছে কিনা এটুকু জানতে পারলেই হল।
  • san | 11.39.26.84 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:১০722287
  • হ্যাঁ ডিসি , শীর্ষেন্দু থাকবে ?
  • dc | 132.174.153.238 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:১২722288
  • হ্যাঁ, তবে শুধু দুর্গাপুজোর সময়টায়।
  • avi | 125.187.34.81 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:১৫722289
  • আর স্মরণজিৎ থাকবে পাতা ঝরার মরশুমে।
  • san | 11.39.26.84 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২১722290
  • তবে একক হয়তো ক্লান্তিবিনোদনের জন্যে ঘাড়ে ছুরি মেরে খুনেরও দুটি সুবন্দোবস্ত রেখে দেবেন। কে জানে বাবা।
  • h | 213.132.214.86 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৪১722291
  • এপি কে ইন জেনেরাল সমর্থন। তবে দস্তয়েভস্কি র কথা বলা হয়েছিল, মরাল ক্রাইসিসের কাহিনীতে একমাত্রিকতা যে নাও রাখা যেতে পারে তার উদাহরণ হিসেবে, এই নিয়ে চল্লিশ বার বল্লাম অবশ্য।
  • T | 24.100.134.34 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৩৩722293
  • ডিসি আমি আছি মাইরি। লাইব্রেরীতে হনুদার জন্য একটা সুন্দর বেঞ্চ রাখা থাকবে। :)
  • cm | 127.247.98.108 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৪৩722294
  • চাপ ব্যাপারটা বুঝতে হলে, চাপ নেই এমন কজনের উদাহরণ পেলে ভাল হয়। রাজার অসুখের সেই ফকির ছাড়া আপাতত কেউ নজরে আসছেনা।
  • Sayantani | 113.215.54.51 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৯722296
  • আমি জন্ম শহুরে, গ্রামে যেতাম বছরে একবার ছুটি তে, সেই স্কুল জীবনে। আমি একটু শহুরে গপ্পো বলি । কলকাতা শহর কে আমি তেমন ভালোবাসি না, তার একটা কারণ এই শহরে মাঝরাতে লিখতে লিখতে মাথা গুলিয়ে গেলে উঠে পাশের ক্যাফে তে একটু কফি নিয়ে বসা যায় না। এমন কি রাত তিনটে এ আপন মনে ওলি গলি ঘুরে বেড়ানো যায়না। শুনেছি দিল্লি তে jnu ক্যাম্পাস এ এটা সহজেই করা যায়। তবে দিল্লি তেও আমি কলকাতার থেকে বেশি রাতবিরেতে ঘুরেছি।
  • Sayantani | 113.215.54.51 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৯722295
  • আমি জন্ম শহুরে, গ্রামে যেতাম বছরে একবার ছুটি তে, সেই স্কুল জীবনে। আমি একটু শহুরে গপ্পো বলি । কলকাতা শহর কে আমি তেমন ভালোবাসি না, তার একটা কারণ এই শহরে মাঝরাতে লিখতে লিখতে মাথা গুলিয়ে গেলে উঠে পাশের ক্যাফে তে একটু কফি নিয়ে বসা যায় না। এমন কি রাত তিনটে এ আপন মনে ওলি গলি ঘুরে বেড়ানো যায়না। শুনেছি দিল্লি তে jnu ক্যাম্পাস এ এটা সহজেই করা যায়। তবে দিল্লি তেও আমি কলকাতার থেকে বেশি রাতবিরেতে ঘুরেছি।
  • avi | 113.220.208.35 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩৩722297
  • এই শহর অতটা হোমোজেনাস কি? এই শহরের মাঝরাতও অত হোমোজেনাস না। পোদ্দর কোর্টের মাঝরাত, বেলেঘাটার মাঝরাত, প্রিন্সেপঘাটের মাঝরাত, গড়ের মাঠের মাঝরাত, শম্ভুনাথ পণ্ডিতের মাঝরাত, চিড়িয়া মোড়ের মাঝরাত, বড়বাজারের মাঝরাত, ট্যাংরার মাঝরাত, নাকতলার মাঝরাত, সেক্টর পাঁচের মাঝরাত এক নয়।
  • | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩৭722298
  • পুণেতে এইটা ২০০৭-০৯ অবধিও দিব্বি ছিল। মাঝরাতে খুব বোর হয়ে গেলে লোকে স্কুটি বা সাইকেল নিয়ে ফুরশুঙ্গিতে গিয়ে নীচে যান রেখে পাহাড়ের ওপরে চড়ে খানিক হাওয়া টাওয়া খেয়ে আবার ৪ টে নাগাদ নেমে বাড়ী চলে যেত। এখন আর করে না শুনি।
  • bip | 183.67.3.44 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪০722299
  • কোলকাতায় এখন জমাটি নাইট লাইফ ত। সেক্টর ফাইভে কয়েকদিন রাত কাটিয়েছি বাধ্য হয়ে। অপিয়ামে দিব্বি রাত দুটো পর্যন্ত ছেলে মেয়েদের ভীর। মাল , গাঁজা , ঢলাঢলি-সবই চলছে। দেখে মনে হল কোলকাতার "উন্নতি"। তবে ক্যাম্পাসের নাইট লাইফ অন্য। আই আই টি খরগপুর গোটা রাত জাগে এখনো। সেফ ক্যাম্পাস। যাদবপুর দেখলাম রাত এগারোটাতেই নিবু নিবু। শিবপুরের হাল জানি না।
  • sch | 113.51.148.25 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪২722300
  • ২০১৬ সালে ঢলাঢলি বলতে bip ঠিক কি বলতে চাইলেন, একটু বুঝিয়ে বলুন
  • ঈশান | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৮722301
  • নাঃ নাঃ গ্রামের ব্যাপারটা ভালো জমলনা।
  • π | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪০722302
  • হানুদা এটা আল অনেককে অনেকগুলো স্মাইলি দেবার ছিল, যে যার মত বুঝে নেবেন।

    ডিসির জন্য একটা সাজেশন রইলো। আপনার বারে মানিপ্লান্টও রাখাটা ঠিক হবেনা। আমার সাজেশন, পুঁইচারা রাখুন। নধর সবুজ পুঁইলতা, মানিপ্লান্টের চেয়ে অনেক শোভন ও সুন্দর এবং অনেক বেশি অর্থবহ, মানিপ্লান্টের চেয়ে তো বটেই। চাইলে সবুজ আর লাল পুঁই দুটো পাশাপাশি রাখতে পারেন। একই সাথে দুটি রং , আরো অনেক অর্থ বহন করবে। এছাড়াও বারের মুখে ও কাউণ্তারের সামনে রাখার জন্যও আমার বেশ কিছু সাজেশন আছে। যখন বানাবেন, দিয়ে দেব।

    ওভার টি এপি ঃ)
  • Du | 182.58.105.238 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০২722304
  • মাকে এইবার পুইচারা লাগাবার চাপও নিতে হবে
  • π | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৩722306
  • চারা না লাগালেও হবে। বীজ ছড়িয়ে দিলেই হবে ঃ)
  • Du | 182.58.105.238 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৩722305
  • স্মাইলি টা বাদ পড়ে গেছে ঃ)
  • Du | 182.58.105.238 | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১২722307
  • সে যাক, মায়ের চাপ কর্তব্য এই গল্পে শিশুই যেহেতু চাষা ফ্যক্টরী তৈরী না করে চাষজমি নেওয়াতে আপত্তি আছে। কেস ভিত্তিতে। সে স্কুলে শেখাক বা জাস্ট ইন টাইম।
    আরেকটা পয়েন্ট হল মাতৃ তান্ত্রিক সমাজ। অনেক চাপ খাওয়া মাকেই তার মা উদ্ধার করে দেন উইদাউট মিনিমাল চাপ। সেটাও কদ্দিন চলবে জানি না তবে এত কিছুর মাঝখানে উল্লেখ থাকা ভলো।
  • bip | 183.67.3.44 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৪৬722308
  • গ্রামে কোন নাইট লাইফ নেই। যাত্রা ছাড়া। ঢলাঢলি মানে ঢলাঢলি। ঢলাঢলি-১৯৭০ বনাম ২০১৬ একই।
  • Eikthrymir | 233.191.8.141 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৫৯722309
  • পুঁই চাটের রেসিপিও খুঁজতে হবে!
  • Robu | 11.39.56.72 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩৮722310
  • এত সন্ধ্যা ওপিয়ামে কাটালাম, এতদিন সেক্টর ফাইভে কাটালাম, কোনোদিন ঢলাঢলি দেখলাম না গা, নিজের তো হলইনা।
    তবে কারুর কারুর জন্য ওপিয়াম তো দেখি আবার গাঁজাও বেচছে, রাত সাড়ে এগারোটার বদলে দুটো অবধি খোলাও রাখছে।
  • Ela | 174.143.240.34 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫১722311
  • কেন? ক্লায়েন দেখলেই তো ম্যান্জাররা ঢলে ঢলে পড়ে, ওটাই মতান্তরে ঢলাঢলি, হল? আর নাম যখন ওপিয়াম তখন কি আর আফিম গাঁজাও বেচে না? এট্টু বুঝে নিতে হয়, অত ছিদ্রান্বেষী হতে নেই।
  • ranjan roy | 192.69.111.196 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৭722312
  • বিপ
    মাঝে মাঝে অম্লানবদনে এত বাজে বকতে পারেন!
  • Atoz | 161.141.85.8 | ৩০ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৬722313
  • মাঝে মাঝে??? ;-)
  • Sayantani | 11.39.57.191 | ০৪ অক্টোবর ২০১৬ ০৩:৪৪722315
  • মাঝে মাঝে :'(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন