এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রাইভেট হাসপাতালের ওপর নজরদারি - প্র্যাক্টিকালি কী করা যায়?

    pinaki
    অন্যান্য | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | ১৫৮০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | 213.132.214.85 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৫৮728289
  • বেলুড় শ্রমজীবীর কথা কেউ বললেন না তো!
    আর আমি কয়েকজায়গার কথা লিখবো, দক্ষিণ ভারতের (চেন্নাই) আর কলকাতার। কাল।
  • sch | 55.251.235.16 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৫৮728288
  • না একক - ব্রেক আপ দিয়েছে কি না জানি না - কিন্তু তাঁর কোনো অভিযোগ নেই কারণ মেডিক্লেইম আছে। কয়েকটা জিনিস

    ১) আমি আমার সহকর্মীকে পরামর্শ দিয়েছিলাম কলকাতা হার্ট সেন্টারে ( মানে আমার মাসির যেখানে হয়েছে) অপারেশান করাতে। কিন্তু উনি ঘুরে এসে জানালেন পরিবেশ স্মার্ট না।

    ২) যেদিন অপারেশানের সব ঠিক - হঠাৎ চেস্টে একটু সর্দি মতো আছে বলে - দু দিন অপারেশান পিছিয়ে দেওয়া হল। আমার কলিগ তাতেও শান্ত ভাবে জানালেন এগুলো নিয়ে ঝগড়া করে কি লাভ।

    ৩) আমি আমার কলিগের বাবাকে দেখতে গিয়ে লক্ষ্য করলাম হাতের কব্জির ওপরে বেশ কিছুটা জায়গায় ছাল উঠে গেছে। ঘা এর মতো। জিজ্ঞেস করে জানলাম ডক্টর বলেছেন অপারশেশানের সময় অজ্ঞান অবসথায় কোনো ভাবে পাশ ফেরাতে গিয়ে হাত একটা কিছুর ওপর পড়ে এই কীর্তি।

    আমি শুধু জানিয়েছি

    ২) ডক্টর কর্মকার ভীষণ সাদা মাটা চেহারার মানুষ ( মানে অন্ততঃ সেই ভাবে নিজেকে রাখেন) , প্রথমদিন উনি যখন আমাদের ডেকেছিলেন আমার বোন ভেবেছিল উনি কোন সাপোর্ট স্টাফ এবং উদবিগ্ন পরে হয়ে আমায় জিজ্ঞেস করেছিল - এ কেমন ডাক্তার, আনিম্প্রেসিভ দেখতে। মাসির রিলিজের দিন পারলে বোন ডাক্তারের পা ছুঁয়ে প্রণাম করত।

    আমরা বাইরের চাকচিক্যে এত বেশি ভুলি যে আসল কথা ভুলে যাই। এই আমরা কিন্তু শিক্ষিত মানুষরা।

    মুখ্যমন্ত্রী যদি সত্যি কিছু করতে চান তাহলে

    ১) সব ক'টা হাসপাতালে একটা ছোট্ট করে কিয়স্ক বসান - যেখানে খুব সহজে ওয়েব বেসড ফর্ম ফিলাপ করে লোকজন ফিডব্যাক দিতে পারবে এবং সেই ফিডব্যাক সরকারের সেণ্টড়াল সারভারে জমা হবে।

    ২) সব রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে এবং কিছু পেশাদার এক্সপার্ট নিয়ে তৈরী কমিটি ওই ফিডব্যাকের মূল্যায়ন করবেন

    ৩) প্রতি এক মাস পরে লোকে ওপেন ওয়েব সাইটে সব অভি্যোগ দেখা যাবে । যেমন zomato বা অই রকম সাইটে রেস্টুরেন্টের ফিডব্যাক দেখা যায়
  • Arpan | 24.195.234.104 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০০728290
  • শ্চদাকে আবার ক্ক দিয়ে গেলাম।
  • রোবু | 213.132.214.85 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০২728291
  • কলকাতায় কিছু ছোটোখাটো হসপিটালে (পাড়ার ঢোকানের মতো যেগুলো) ভালো অভিজ্ঞতা। যেমন রঘুনাথপুরের উমা বা বাগুইআটির স্বস্তি।
    সমস্যা বোধ হয় বড়ো মাল্টি-সেপশালিটি গুলিকে নিয়েই।
  • sch | 55.251.235.16 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০৬728293
  • আর একটা জিনিস খুব দরকার - মিডিয়ার ঢ্যামনামো বন্ধ করা। কোনো বেসরকারী হাসপাতালের অনিয়মের ঘটনায় লিখবে

    "বাইপাসের ধারে মুকুন্দপুরের কাছে বেসরকারী হাসপাতাল", "পূর্ব কলকাতার বাইপাশ সংলগ্ন হাসপাতাল" - কেন রে বোকা পুরো নাম দিতে কি হয়। এদিকে তো রেপের রিপর্টে পারলে ভিক্টিমের বাড়ির এড্রেস দিয়ে দিস।

    expose them - make life very hard for them . পঃবঃ তে কাজ করানোর এইটাই একমাত্র উপায়।
  • | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০৬728292
  • মুখ্যমন্ত্রী সত্যি সত্যি কিছু করতে চান এমন মনে হয় না আমার।

    হ্যাঁ স্চ এর এই চাকচিক্যে ভোলার বক্তব্যে একশোটা ক। ঠিক ঐ কারণেই লোকে ভুলভাল ইংরাজী বলা কিন্তু চোখেমুখে ছটফটিয়ে ইংরিজি বলা কর্মীদের শিক্ষক/শিক্ষিকাদের দেখে ইংলিশ মিডিয়ামে ছানাকে পড়ায়।

    এই সুশ্রুতে আমার এক আত্মীয়াকে যেতে বলেছিলাম ওঁর চোখের বিশেষ কিছু সমস্যায় দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন। উনি একদিন গিয়েই ফিরে এসে বলেন "দুর কেমন হাটুরে টাইপের জায়গা" এরপরে ওঁরা আর যান নি।
  • robu | 213.132.214.85 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:০৯728294
  • আমি একটা রিকোয়েস্ট করতে পারি? আমার হাসপাতাল ইত্যাদি নিয়ে তেমন কোনো জ্ঞান নেই। এখানে অনেকেই দেখছি খুব ভালো জানেন, কোন হাসপাতালগুলো ভালো ইত্যাদি। একটা লিস্ট বা ডেটাবেস বানানো যায় না? ধরুন আমার জন্যই বানালেন। সব হাসপাতাল নয়, যেগুলোর কন্সিস্টেন্টলি ভালো ফিডব্যাক আসে। সম্ভব হলে এলাকা ভিত্তিক। তারপর স্পেশালাইজেশন ভিত্তিক। এইভাবে। তারপর সেটাকে আরো ছড়িয়ে আরো সোশ্যাল মিডিয়ায় দিয়ে ক্রাউড সোর্স করে বড়ো করা যেতে পারে।
  • PT | 126.193.135.91 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১৫728295
  • ভাত ছড়ালে কাকের মত হাসপাতাল বানালে রোগীর অভাব হয়না। শিক্ষক না থাকলেও যেমন বাচ্চার বাবা-মারা রাস্তায় নামেনা** কিছুদিন বাদে পব-তে অন্য কিছু নিয়ে নাটক হবে, তখন এটাও ধামাচাপা পড়ে যাবে। মিডিয়া ব্যারনদের কত জনের হাসপাতালে ইন্ভেস্ট করা আছে কেউ জানে?
    এই ডাক্তারের আকালের রাজ্যে সেই নির্বাসনে পাঠানো ডাক্তার গড়াইকে নিয়ে কারো মাথাব্যথা আছে?

    **হীরাভতে লিং দিয়েছি
  • dc | 132.174.80.251 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১৬728296
  • খুব ভালো প্রস্তাব।
  • Arpan | 24.195.234.104 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১৮728298
  • ভালো আইডিয়া। এই সাইটটা দেখ। উদ্দেশ্য মোটের ওপর এক।

    http://www.ipaidabribe.com/

    বাট এগেইন, তুইই না ডিজিটাল পেনিট্রেশন কম বলে হা হুতাশ করিস?
  • sm | 57.15.1.104 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৫728299
  • ওফ, পিটি কে নিয়ে পারা যায় না।সরকারি হাসপাতালে ডাক্তার কম বলে লোকে যায় না এমন তো নয়।
    বেসরকারি হাসপাতালে তুলনামূলক ভাবে আরো কম ডাক্তার থাকে।
    একটি নামকরা যেকোনো বেসরকারি হাসপাতালে রাত্রিরে প্রবেশ করলে দেখতে পাবেন, পুরো হাসপাতালে দুজন আর এম ও ,কয়েকজন আই সি উ ডাক্তার ঘোরা ফেরা করছে।
    সক্কাল বেলা হয়তো চারি দিকে টাই- শার্ট ও কোট পরা ডাক্তারের ছড়া ছড়ি।
  • sch | 55.251.235.16 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৯728300
  • রোবু আমার মনে হয় ওয়েব বেসড ফিডব্যাক ফর্মটা চেষ্টা করা যায় ( সরকার না করুক ) - zomato যদি এই মারকেটে চলে তাহলে এই ধরণের রেটিং কেন হাসপাতালে দেওয়া যাবে না। এক্ষেত্রে প্রত্যেককে reg. no. mention করে ফীডব্যাক দিতে হবে যাতে লোকে জালি না করে
  • Arpan | 24.195.234.104 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৩১728301
  • কমঃ পিনাকীর থেকে শোনা যাক উনি কী চিন্তাভাবনা করছেন।
  • dc | 132.174.80.251 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৩৬728302
  • হাসপাতাল আর ডাক্তারদের রিভিউ লেখার স্টার্টাপ। শহরভিত্তিক, ডাক্তারভিত্তিক, রোগ ভিত্তিক, কস্ট ভিত্তিক ইত্যাদি সার্চেবল। ব্যাপক ডিম্যান্ড হবে। স্টার্টাপের এই শোচনীয় বাজারেও এটা চলবে।
  • sm | 57.15.1.104 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪২728303
  • এগুলো তো এখনই পাওয়া যায়। যেকোনো নামকরা ডাক্তার বা হাসপাল এর নাম দিয়ে সার্চ করলেই মেলে
    কিন্তু প্রশ্ন হচ্ছে পুরীর/দিঘার হোটেল রিভিউ বা গাড়ির রিভিউর মতো নিজেদের লোকজনের রিভিউ দিয়েই সাইট ভরিয়ে দেবে।
  • sch | 55.251.235.16 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪৫728304
  • তাহলে কেউ লিখে ফেলুন চটপট করে - দিদি মনির কানে গেল কোনো একটা ভূষণ জুটে যাবে
    তবে আমার এখনো সত্যি ধারণা নেই গ্রাম থেকে সহরে চিকিৎসা করতে আসা মানুষেরা স্মার্ট ফোনে কতটা সড়গড।
    কিয়স্ক রাখলে খারাপ হবে না
  • sch | 55.251.235.16 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৪৯728305
  • না sm

    এমনি জেনেরাল রিভিঊ দিয়ে লাভ নেই। শুধু হসপিটালের admitted patient দের জন্য। কমপ্লেইন লজ করতে গেলে রেজিস্ট্রেশান নাম্বার দেওয়া বাধ্যতামূলক করতে হবে। তা হলে জালি কেস আটকাবে
  • dc | 132.174.80.251 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৫৫728306
  • হ্যাঁ, যাঁরা চিতিৎসা করিয়েছেন শুধু তাঁরাই রিভিউ লিখতে পারবেন এটা কোনভাবে এনশিওর করতে পারলে ভালো হয়। তবে এটাতে হয়তো সরকারি হাসপাতালগুলোর রিভিউ কম আসবে। তবুও আমার মনে হয় যেহেতু সরকারি হাসপাতালে বেশী ভলিউমে রুগি হ্যান্ডল করা হয়, তাই কিছু রিভিউ পাওয়া যাবে।
  • sch | 55.251.235.16 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৫৮728307
  • গুরুর দিক থেকে apps তোইরী হয়ে দিদির কাছে যাক। তারপর দেখা যাক কি হয়।
  • dc | 132.174.80.251 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:০৪728309
  • দিদির কাছে কেন? অ্যাপ আর ওয়েবসাইট বানিয়ে মার্কেটে ছেড়ে দিন, অল ইন্ডিয়া রুগিরা ফিডব্যাক দিতে শুরু করুক। কোন সরকারের কাছেই যাওয়ার দরকার নেই, ক্রাউডসোর্সড থাকুক।
  • sm | 57.15.3.53 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:০৫728310
  • এ জিনিস নামানো খুব কঠিন । আনাড়ি হাতে পড়লে পদে পদে ভুল হবার সম্ভাবনা।
    যেমন ধরুন কেউ লিখলেন অমুকহার্ট সার্জেন এর হাত খুব ভালো। মর্টালিটি কম।
    বা অমুক হাসপাতালে নিউমোনিয়া খুব ভালো ম্যানেজ করা হয়।সাকসেস রেট বেটার।
    ইংল্যান্ডে এরকম স্টাডি হয়েছিল যাতে পরে দেখা গেছে তরুণ ও তুলনামূলক অনভিজ্ঞ কার্ডিয়াক সার্জেন দের মর্টালিটি কম। কিন্তু গভীর ভাবে তলিয়ে দেখার পর বোঝা গেছে অভিজ্ঞ সার্জেন রা অধিকাংশ ক্ষেত্রে জটিল ও রেফার্ড কেস গুলো কে অপারেট করেছে;তরুণ সার্জেন রা করেছেন স্ট্রেট ফরোয়ার্ড কেস। তাই রেসাল্ট উল্টো পাওয়া গেছে।
    নিউমোনিয়ার ক্ষেত্রেও তাই,যেসব হাসপাতাল দামি ও নিউ জেনারেশন এন্টিবায়োটিক ব্যবহার করেছে;তাদের সাকসেস রেট বেটার কিন্তু সেই সব হাসপাতালে এম আর এস এ বা ক্লোসট্রিডিয়াম ইনফেকশন বেড়ে গেছে।
  • dc | 132.174.80.251 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:০৮728311
  • sm ভালো পয়েন্ট তুলেছেন। কিন্তু রিভিউর স্যাম্পল সাইজ যতো বাড়বে, মানে ওভার টাইম যতো বেশী বেশী রিভিউ জমা পড়বে, ততো কি স্যাম্পল মিন ট্রু মিনের দিকে কনভার্জ করবে না?
  • dc | 132.174.80.251 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:১০728312
  • আর অন্তত এই ক্ষেত্রে হার্ড ডেটা, যেমন মর্টালিটির থেকেও মনে হয় কোয়ালিটেটিভ রিভিউর প্রয়োজনীয়তা বোধায় বেশী। যেমন দেখুন এই টইতে জয়েকজন অলরেডি কিছু হাসপাতালের রিভিউ লিখেছেন কিন্তু কেউই মর্টালিটি রেট ইত্যাদির কথা লেখেননি। এই রিভিউগুলো পড়লেও কিন্তু অনেকে উপকৃত হবেন।
  • sm | 57.15.0.57 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:১৯728313
  • ডিসি,এক্সপার্ট রিভিউ বা মনিটরিং;হাসপাতালের ইন্টারনাল অডিট আর লে ম্যান বা কমন পিউপিল দের রিভিউ বা মতামত এর বিস্তর ফারাক।
    তিনটি সমান গুরুত্বপূর্ণ।
    লে ম্যান বা পেশেন্ট দের জন্য দরকার সরকার পরিচালিত নিরপেক্ষ বডি।যারা কমপ্লেন পাওয়া মাত্র ম্যানেজমেন্ট কে তলব করবে।যাদের হাতে দেওয়া থাকবে অতিরিক্ত ক্ষমতা। কিন্তু ওই যে। দেশটার নাম ভারত বর্ষ!
  • dc | 132.174.80.251 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২১728314
  • তা ঠিক।
  • Ekak | 53.224.129.61 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২১728315
  • স্বাস্থ্য পরিষেবায় রোগীর ফিডব্যাকের বিশ্বাসযোগ্যতা কম । শেষ অবস্থায় পেসেন্ট এনে না বাঁচলে রোগী ক্ষেপে গিয়ে নেগেটিভ ফিডব্যাক দেবেন । এদিকে প্রচুর টাকা নিয়ে চিকিৎসা করলেও , কম্পিটিটিভ রেট না জানার কারণে ভালো ফিডব্যাক দিতে পারেন । এটা খাবারের মতো ব্যাপার না ।
  • sch | 55.251.235.16 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৩০728316
  • কোনো রিভিউ এর ঝামেলায় যাওয়ার দরকারই নেই। দরকার একটা কপ্লেইন রেজিস্তার সিস্টেম
    হস্পিটালের নাম দেবে
    রেজিস্ট্রেশান নাম্বার দেবে
    পেশেন্টের নাম দেবে
    কি কারণে ভর্তি সেটা দেওয়া ওপশানাল
    পেশেন্টের সমস্যার সমাধান হইয়েছে কি না সিল্কেট করা যাবে
    ১। হ্যা, এবং discharged, ২। না এখনো ট্রিতমেন্ট চলছে ৩। মারা গেছে

    তারপর ড্রপডাউন লিস্ট থাকবে যেখান থেকে নেচার অফ কমপ্লেইন শিলেক্ট করবে
    যেমন inflated bill, doctor not visited but billed, documents not provided, release delayed unnecessarily,

    এর নিচে অপশানাল বাক্স থাকবে এলাবোরেশানের জন্য।

    যে সব পেসেণ্ট মারা গেছে কিন্তু কমপ্লেন আছে তাদের কেসটা প্র্যায়োরিটি হবে ফর ইভ্যালুয়েশান
  • sch | 55.251.235.16 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৩৪728317
  • একক ফ্রী রিভিউ লিখতে দিলে রাগ প্রকাশ করতে পারে পেশেন্ট পার্টি, কিন্তু একটা ফ্রেমওয়ার্ক থাকুক - তাহলে পারবে না গপ্প লিখে বাজে ফীডব্যাক দিতে , আর রেটিং করার দরকার নেই। সেটা ইভ্যালুয়েটাররা করবে। যদি তিন মাসে দেখা যায় যে একটা হাসপাতালে ৯০ টা অভিযোগ হয়েছে ইনফ্লেটেড বিল আর পেশেন্ত ডায়েড - তাহলে একটা নেগেটিভ রেটিং পাবে
  • de | 69.185.236.54 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৩৫728318
  • এমন একটা ডেটাবেস চাই যেটাতে লোকে হাসপাতালের নামের নীচে রিভিউ দিতে পারবে আর ভালো রিভিউর সংখ্যার ওপর ডিপেন্ড করে স্টার মার্কিং করা হবে। অনেকটা ট্রিপ অ্যাডভাইসর টাইপ!

    চিকিৎসা পরিসেবার এমন বেহাল দশা কিন্তু প ব তে অনেক দিন ধরেই। মমব্যান যা করেচেন তা আরো আগে করা উচিত ছিলো - তবে বেটার লেট দ্যান নেভার। তবে এইসব অসৎ বেসরকারী মেডিক্যাল সিন্ডিকেটগুলো তিনো ফান্ডে টাকা দিয়েই না বেরিয়ে যায়! যত গর্জায় ততো বর্ষা না হলে এগুলো জাস্ট পাবলিসিটি স্টান্ট!
  • sm | 57.15.0.57 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৩৬728320
  • এটা ব্যাপক হবে। চালু করলেই হয়। কিন্তু সমস্যার সমাধান করবে কে? আই মিন স্টেপ নেবে কে?
    কনজ্যুমার ফোরামে যেকোনো সময় এইরূপ কমপ্লেন লজ করা যায়। কিন্তু কতটা লাভ হয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন