এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রাইভেট হাসপাতালের ওপর নজরদারি - প্র্যাক্টিকালি কী করা যায়?

    pinaki
    অন্যান্য | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | ১৫৮১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | 160.148.14.1 | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৪৮728122
  • মানে আমি বলতে চাইছি প্রাইভেট কোম্পানি এই সব ইন্ফোর্মেশান ম্যানেজ করবে। সরকার টেন্ডার ডাকবে, তারপর সুবিধে মত কোনো কোম্পানিকে সিলেক্ট করে আধার কার্ডের দায়ীত্ব দিয়ে দিল ধরুন। কয়েক বছর পর চেঞ্জ হয়ে আবার অন্য এক কোম্পাই দায়ীত্ব পেল। এই রকম চলতে থাকল। এই ব্যাবস্থা টা কেম হবে বলে মনে হয়?
  • dc | 132.164.216.58 | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ২১:১১728123
  • আমাদের দেশের ট্যাক্স ইনফর্মেশান, আধার কার্ডের প্ল্যাটফর্ম, ইপিএফ ইনফর্মেশান, এই সব নিয়েই আমার যথেষ্ট অস্বস্তি আছে। কয়েকদিন ধরে আমাদের দেশে খবর বেরোচ্ছে যে কোন একটা প্রাইভেট কোম্পানি আধার কার্ডের অনেক ডেটা ওদের ওয়েবসাইটে লিক করে দিয়েছিল। আবার ইপিএফ এর যে পোর্টাল আছে সেখানে এমপ্লয়ি হিসেবে লগিন করলে ইপিএফ পাশবুক পাওয়ার কথা, অথচ বছরের বেশীর ভাগ সময়ে দেখতে পাওয়া যায় না। আমার কাছে সরকারি সিস্টেম মানেই ইনএফিশিয়েন্ট, বুরোক্রেটিক আর ঘুষখোর। তাই আমি সমস্ত সরকারি পরিষেবা, এয়ার ইন্ডিয়া থেকে বিএসেনেল থেকে সরকারি হাসপাতাল, যতোটা সম্ভব এড়িয়ে চলি।
  • Arpan | 24.195.230.2 | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ২১:১৬728124
  • প্রাইভেট কোম্পানি যদি আধার কার্ডের জন্য বায়োমেট্রিক ইনফর্মেশন কালেক্ট করে কার্ড ছাপিয়ে ডিস্প্যাচ করত। এই তো দাবি?

    তা খুব একটা ইতরবিশেষ হত না। এখন কী হচ্ছে সেটা এখানে আছে। দুর্ভাগ্যের ব্যপার ইন্ডিয়া বলে লোকের এ নিয়ে কোন হেলদোল নেই।

    https://www.bloombergquint.com/business/2017/02/27/a-billion-identities-at-risk-even-as-modi-seeks-to-make-aadhaar-compulsory
  • sm | 53.251.91.253 | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ২১:২৩728125
  • বড়ো এস; চেনা ডাক্তার না হলেও চলবে।হাতের কাছে একজনকে পেলেই হলো।অনেক সময় অন্য একজন দেখলে ভুল ভ্রান্তি শুধরে যায়।
  • Du | 182.58.108.110 | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ২১:৫০728126
  • স্চ এর কথা প্রসঙ্গে বলি কেউ ১০ টা টাকাও দিত না ওয়েস্টসাইড কলকাতায় দেখেছি ক্যান্সার ইনস্টির জন্য কিন্তু সেম লোকেরাই ১০টাকা না কত দিয়ে প্লাস্টিক ব্যাগটা নিচ্ছে।
  • dc | 132.164.216.58 | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ২২:১০728127
  • অর্পনের লিংকটা এখন এনডিটিভিতেও দেখাচ্ছে। কাজেই যা বললাম, আমি সরকারি কোন সিস্টেম যতোটা সম্ভব অ্যাভয়েড করি।
  • PT | 213.110.242.7 | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:১৯728128
  • "সরকার বিল আনে মেডিক্যাল কলেজ গুলোতে পোস্টেড্ থাকলে প্রাইভেট প্র্যাকটিস করা যাবেনা। এতে করে প্রায় শ তিনেক শিক্ষক চিকিৎসক চাকরি ছেড়ে দেন বা ডিস্ট্রিক্ট ও সাব ডিভিশন হাসপাতাল গুলিতে বদলি হয়ে যান।"

    2012:AP to ban private practice by government doctors.

    2012: A Public Interest Litigation seeking to ban private practice by government doctors (all cadres) in Tamil Nadu was filed at the Madras High Court Bench here today.

    2013:.....Madhya Pradesh Government ......said doctors can do their private practice only after duty hours. Under private practice at their residences, Government doctors can only give consultation to patients. They cannot operate any clinic, nursing home or private hospital in their or their relatives’ names, it further said.

    2013: Government doctors barred from private practice in Punjab

    2015: Kashmir Doctors’ body for ban on private practice by government doctors

    2015: The Tripura High Court has directed government doctors to restrict their private practice to a maximum of three hours daily during working days...

    অর্থাৎ কিনা সরকারী ডাক্তারদের নিয়ে সমস্যা সর্বত্রই আছে। বামেরা প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ করে এমনকিছু পাপকাজ করেনি।
  • sm | 57.15.1.63 | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:২৯728129
  • এনাকে বোঝাতে গেলে পেরেক-হাতুড়ি নিয়ে বসতে হবে।পব সরকারের ডিসিশন ছিল অপরিণত। প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা হয়েছিলো খালি টিচিং হাসপাতাল গুলোতে। বিকল্প হাতে ছিল না।অর্থাৎ প্ল্যান বি ছিল না। এটা তৈরী করতে বেশ কয়েক বছর লেগেছে।
    অনেকটা নোটবন্দির ডিসিশনের মতন।
    পরে অবিশ্যি সিদ্ধান্ত প্রত্যাহার ও করা হয়েছে।
  • SS | 160.148.14.1 | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৩৬728130
  • লিংক পড়ে যা বুঝ্লাম, অনেক প্রাইভেট কোম্পানি বিশেষ করে ব্যাংক আধার ইনফর্মেশান অ্যাক্সেস করতে পারছে, সেখান থেকে ডেটা লিক হলেও হতে পারে। অ্যাক্সিস ব্যাংকের কথাও লিখেছে, আধার প্রোটোকল ফলো করে নি। তাহলে প্রবলেমটা সরকারের নাকি প্রাইভেট কোম্পানির?
    দেখুন, দিনের শেষে একমাত্র সরকার (ডিক্টেটর দের এর বাইরে রাখছি) আপনার কাছে অ্যাকাউন্টেবল। প্রাইভেট কোম্পানি চিন্তা করবে তার শেয়ার হোল্ডার আর প্রফিটের কথা। আপনার মত ক্যাপিটালিস্টকেকে সেটা নিশ্চই বোঝানোর দরকার নেই। আপনি মরলেন না বাঁচলেন, প্রাইভেট কোম্পানির তাই নিয়ে বিশেষ মাথাব্যাথা নেই। যেখানে অ্যাকাউন্টেবিলিটি দরকার, সেখানে প্রাইভেট কোম্পানিকে দিয়ে কাজ হবে না। আমি কর্মক্ষেত্রে রেগুলটর হ্যাট পড়ে থাকি কিন্তু সেই টুপি খুলেও একই কথা বলব।
  • PT | 213.110.242.7 | ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৪৪728132
  • আপনি বরং নিজের মাথায় হাতুড়ি পেটা করুন। আমাকে আর বোঝানোর দরকার নেই। যে দেশে যথেষ্ট পরিমাণে ডাক্তারই নেই সেখানে পড়ানোর বা রোগী দেখার কোন ডাক্তারের জোগান দেওয়ারই কোন প্ল্যান বি বা সি হয় না। সমস্যাটা খুব বিপজ্জনক জায়গায় গিয়েছে। ফাঁকা বক্তৃতা দিয়ে, নীল-সাদা বাড়ি বানিয়ে অথবা তাত্বিক আলোচনায় বিশেষ কাজ হবেনাঃ
    With more than 740,000 active doctors at the end of 2014 -- a claimed doctor-patient population ratio of 1:1,674, worse than Vietnam, Algeria and Pakistan -- the shortage of doctors was one of the health-management failures cited by this report of a parliamentary committee on health and family welfare, which presented its findings to both houses of Parliament on March 8, 2016.
    http://www.hindustantimes.com/india-news/healthcare-crisis-short-of-5-lakh-doctors-india-has-just-1-for-1-674-people/story-SZepTyjJ78WgOVIo93tBVK.html
  • sm | 53.251.91.253 | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০০:১৫728133
  • এসে গেছে হীরাভ লাইন।নীলসাদা ,তিনো, কালীঘাট সব এসেগেছে।
    মেডিকেল কলেজ গুলোতে শিক্ষক ডাক্তার না থাকলে পড়াবে কে? খুব দক্ষ সার্জেন না থাকলে জটিল অপারেশন করবে কে?
    এসব তো বাজারে কিনতে পাওয়া যায় না।এই ডিসিশনের পর মেডিকেল এজুকেশনের বেশ ক্ষতি হয়েছিল।
    প্রচুর অনভিজ্ঞ ডাক্তার- ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করে কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল।এগুলোর ইম্প্যাক্ট ছিল অনেক গভীর ।
    কিন্তু আসল প্রশ্ন টা হলো-ওই ডিসিশন প্রত্যাহার করা হলো কেন; বেশ কয়েক বছর বাদে?
  • Arpan | 24.195.236.127 | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫৪728134
  • সরকার আমার থেকে জোর করে বায়োমেট্রিক ইনফার্মেশন নিল। তারপরে সেটা তার হেফাজত থেকে চুরি হল। দায়টা কার? (দায় মানে অ্যাকাউন্টেবিলিটি)

    ইন্ডিয়াতে অ্যাকাউন্টেবিলিটি সরকারি/ বেসরকারি কারোর নাই।
  • S | 202.156.215.1 | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৫:০৭728135
  • সরকার আমার থেকে জোর করে বায়োমেট্রিক ইনফার্মেশন নিল। তারপরে সেটা তার হেফাজত থেকে চুরি হল। দায়টা কার? (দায় মানে অ্যাকাউন্টেবিলিটি)

    দায় সরকারের। কিন্তু যে চুরি করলো তাকেও শাস্তি পেতে হবে। তাকে শাস্তি দেওয়ার দায়টা সরকারের।

    এইবারে কিছু জেনারাল স্টেটমেন্ট করি। ইন্ডিয়াতে লোকে শেয়ার প্রাইস, প্রফিট, প্রাইভেট কোম্পানি, মার্কেট, ক্যাপিটালিজম মানেই ভাবে চুরি করে পয়সা করা, ঘুষ দিয়ে পার পেয়ে যাওয়া, ক্যাশে ট্রান্জাকশন করে ট্যাক্সো না দেওয়া ইত্যাদি। কারণ বিভিন্ন ভাবে ইন্ডিয়ার বেনিয়া কমিউনিটি গুলো বিগত এক শতক ধরে এই প্র্যাক্টিস করে চলেছে। এগুলো এক্কেবারে জঘণ্য প্র্যাক্টিস। এইসবের ফলেই ইন্ডিয়াতে কখনো ক্যাপিটালিজম ঠিকভাবে আসেনি আর লোকেও তার সুফল ভোগ করে নি। আইটি সেক্টর মানেই ক্যাপিটালিজম নয় - সেখানকার কোম্পানিগুলোকে অনেক বেশি স্বচ্ছ থাকতে হয়েছে যেহেতু তাদের বিদেশি ক্লায়েন্ট ছিলো আর এডিআর। শক্তিশালী রেগুলেটরি বডি, সবপক্ষের জন্যে সুরক্ষা (যেমন ক্রেতা সুরক্ষা) আইন, আর আইনি প্রক্রিয়া চটজলদি না হলে সেখানে ক্যাপিটালিজমের নামে কিছু লোক পয়সা করে নেয় - বাকিরা পেন্সিল চিবোয়। আজকাল অনেক ডেভালাপ্ড দেশেও সেসব দেখা যাচ্ছে - আপনারা ভালৈ জানেন।
  • dc | 132.174.105.227 | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:১২728136
  • "দেখুন, দিনের শেষে একমাত্র সরকার (ডিক্টেটর দের এর বাইরে রাখছি) আপনার কাছে অ্যাকাউন্টেবল"

    SS আমার মনে হয়না আমাদের দেশের সরকার একটুও অ্যাকাউন্টেবল বলে। গত কুড়ি বছরের কেন্দ্রীয় সরকারের প্রোগ্রাম দেখে অন্তত সেরকম কিছু বলা যায়না। আধার ইত্যাদির আলোচনায় ডাইভার্জ না করে এটা বলা যায় যে আমাদের দেশের হেল্থ কেয়ারে একটা নিউট্রাল, ইউসার ড্রিভেন প্ল্যাটফর্মের দরকার আছে যেটাতে হেল্থ কেয়ার সেক্টরের বিভিন্ন অংশ নিয়ে মতামত থাকবে। সরকারি রেগুলেশানের দরকার অবশ্যই আছে, তবে রিভিউটা কনসিউমারদেরই করা উচিত। তাতে কিছুটা ইন্ডিপেন্ডেন্ট রিভিউয়ের জায়্গা থাকে।
  • pi | 174.100.177.10 | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২১728137
  • 'Arjun Dasgupta:

    Profit is a funny word. You either love it or hate it. When you mix profit with basic human necessities like Education and Health, it becomes a explosive mixture.
    Decide whether you want Health and Educational institutions to make profit or not?Politicians and Commissions after strict regulation will reduce the bill from 7 to probably 5 lakhs.Probably send a few guys behind bars. Is that good enough for you?
    Will you be able to pay 5 lakhs for yourself or near and dear ones.
    If the answer is NO, then look for ALTERNATIVES.'
  • dc | 132.174.105.227 | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১১:৩০728138
  • আমার মনে হয় স্বাস্থ্য আর শিক্ষায় প্রাইভেট ইনভেস্টরদের আসতে দিলে তারা প্রফিট ম্যাক্সিমাইজেশানের দিকে যাবেই। সেইজন্য সরকার যদি এই দুটো সেক্টর পুরোটা অধিগ্রহন করে নিয়ে পুরো ব্যবস্থাটাই নন-প্রফিট বেসিসে চালায় সেটা সবচেয়ে ভালো। ইনভেস্টররা যদি সুপার স্পেশালিটি হসপিটাল বা ফাইভ স্টার হসপিটাল খুলতে চায় আর মনে করে সেটা প্রফিটেবলি চালাবে সেটা করতে পারে, কিন্তু অন্তত মিড লেভেল অবধি স্বাস্থ্য আর অন্তত হায়ার সেকেন্ডারি অবধি শিক্ষা বিনামূল্যে সরকারের চালানো উচিত।

    কিন্তু এসব হবেনা।
  • SS | 160.148.14.3 | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:২৪728139
  • সরকার আমার থেকে জোর করে বায়োমেট্রিক ইনফার্মেশন নিল। তারপরে সেটা তার হেফাজত থেকে চুরি হল। দায়টা কার? (দায় মানে অ্যাকাউন্টেবিলিটি)
    এখানে সরকারের দায় কেন হবে ? ধরুণ আপনি বাড়িওয়ালা, বাড়ি ভাড়া দিয়েছেন, ভাড়াটে একবছর থেকে বাড়ির সব জিনিস নষ্ট করে দিয়ে চলে গেল। দোষ কি বাড়িওয়ালার? সরকার ব্যাংক তথা প্রাইভেট কোম্পানিকে আধার নাম্বার ইউজ করার পার্মিশান দিয়েছে, তাদের ফাইনান্শিয়াল ট্রানজাক্শানের সুবিধে হবে বলে। তার জন্যে কিছু নিয়ম আছে। সেই নিয়ম যদি তারা না মানে তাহলে দায়টা কি সরকারের? সরকারের পক্ষে কি আগে থেকে বলা সম্ভব কে নিয়্ম মানবে আর কে মানবে না ?
    আয়রনিক্যালি, ব্লুমবার্গের রিপোর্টে দেখলাম আধারের সিকিওরিটির দায়ীত্বে আছে PWC। ঠক বাছতে গাঁ উজাড়।
  • Arpan | 24.195.232.61 | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৩২728140
  • বাড়িওলা আর ভাড়াটে ব্যস? আর কোন পক্ষ নাই? এইখানে সরকার কে, আম জনতা কে আর অ্যাক্সিস ব্যাঙ্কই বা কে?

    নাহ আরেকবার গুছিয়ে শুরু করুন।

    আপাতত সিঙ্গল এসের ৫ঃ০৭ -এর পোস্টে ক দিয়ে গেলাম।
  • Ekak | 53.224.129.45 | ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৩৭728141
  • সরকার আর প্রাইভেট এর তর্ক একসময় খুব করতুম । একচুয়ালি রাইট লিবারটেরিয়ানরা সর্বদা সরকারী আগ্রাসনের বিরোধী । আমিও বিরোধী । সরকারি ট্যাক্সেশন সিস্টেম কে তোলাবাজি ছাড়া কিছু মনে করিনা । কিন্তু এখানে একটা ব্যাপার আছে । মানুষ যদি কনশাস না হয় তবে সে সরকারে বসে আছে না প্রাইভেট এ সেটা আদৌ ম্যাটার করেনা । যে দেশের লোক ফিডব্যাক দিতে গায়ে জ্বর , যেখান আইন থাকা সত্বেও লোকে আইনের সাহায্য নিতে কুন্ঠা বোধ করে বা খবর ই রাখেনা সেখানে এই আমেরিকান লিবার্টির মডেলে গভট ভার্সেস প্রাইভেট তর্ক খাটেনা । একদম খাটেনা ।
  • Ekak | 53.224.129.45 | ০১ মার্চ ২০১৭ ০০:৪১728144
  • আর এইযে এমপি প্রাইভেট ভার্সেস গভট কথা হচ্ছে জনগণ কি এইমারাই কথা ভুলে গেলেন ? প্রশান্ত শুর তখন সবে ছেড়েছেন । জলের দামে জমি দেওয়া হলো জ্যোতি বসুর বন্ধুকে । সরকারের ৩০% স্টেক ছিল যেটা পরে তুলে নেওয়া হয় । পরে হাসপাতাল ব্যবসায় নাবলেন হর্ষ নেওটিয়া । সেটাও বাম সরকারের সাপোর্ট এ । পরে এপোলোর সঙ্গে এলো বিদেশী গ্লেনঈগলস গ্রূপ । তো এপেলোর আজকের শক্তি শুধু টাকার শক্তি নয় । এদের ক্ষমতায়ন বাম আমল থেকে । এবার বলুন গোলমাল সরকারে না প্রাইভেট এ ?
  • Ekak | 53.224.129.45 | ০১ মার্চ ২০১৭ ০৩:৫৮728145
  • আজ যা যা খবর শুনলুম , একটা কমপ্লিট ফলস এন্ড ওভার বিলিং কেসে এপেলোকে এফআইআর করেছে সরকার । এছাড়া সমস্ত প্রাইভেট হাসপাতালে সরকারি ওষুধের কাউন্টার রাখার একটা প্রস্তাব এসেছে । দুটোই ভালো খবর । হাই বিলিং তো শুধু অপারেশন থেকে হয়না । ওষুধ -ইনজেকশন-ষ্টেন্ট এসবের দাম ছড়িয়ে বেচা যদি বন্ধ হয় তাহলেও বিশাল উপকার হবে মানুষের ।
  • PT | 213.110.242.5 | ০১ মার্চ ২০১৭ ১২:৪১728146
  • এইসব আলোচনাতে কে কার বন্ধু ইত্যাদি জাতীয় অপ্রয়োজনীয় বক্তব্য অর্থহীন। কেননা প্রাইভেট হাসপাতালকে সরকারি জমি শুধুমাত্র পব-তে দেওয়া হয়নি। দিল্লীর ঘটনা এখানে আছে-খুঁজলে অন্যত্রও হয়ত পাওয়া যাবে। http://www.thehindu.com/opinion/editorial/Public-land-and-private-treatment/article14420456.ece

    এবং বন্ধুত্বর চাইতেও জমি দেওয়ার আসল কারণ এইটাঃ WHO estimates that government accounts for only one-third of India’s healthcare spend — well below what is desirable. As a result, we have a situation in which the private sector accounts for a significant part of healthcare services.-সুতরাং নন-ইস্যু নিয়ে আলোচনা করলে আসল সমস্যাকে ধামাচাপা দেওয়া হবে।

    এবারে এইদুটো বক্তব্য দেখা যাকঃ
    "একটা কমপ্লিট ফলস এন্ড ওভার বিলিং কেসে এপেলোকে এফআইআর করেছে সরকার"-বেশ করেছে। কিন্তু বাম আমলের বন্ধুত্বের কারণে তিনোর দ্বিতীয় টার্মে অ্যাপোলো মিথ্যে বিলিং করছে? এ কি করে কোন সরকারের দোষ হয়?

    অন্য টই থেকে জানতে পেলাম যে
    "প্রায় দেড় মাস পরে, সামান্য গলব্লাডার স্টোনের অপারেশনে সাড়ে তিন লাখ টাকার কাছাকাছি খরচা করে....."
    অ্যাপোলোর এই ঘটনা তো দেখাচ্ছে যে ডাক্তারাই জানেনা যে তারা কি চিকিৎসা করছে!! তো সেখানে সরকার কি করবে?

    সমস্যা হচ্ছে যে এদেশে সরকার অনেক পন্ডিতের (এবং পয়সাওয়ালাদের কাছে বাড়ির বুড়ি ঠাকুমার মত। তাঁর কোন কথাকেই পাত্তা দেওয়া হয়না কিন্তু নাতির ধুম জ্বর হলে রাত জেগে মাথায় জলপটি দেওয়ার জন্যে তাঁর কথা মনে হয়!!
  • sm | 57.11.1.177 | ০১ মার্চ ২০১৭ ১৪:১৮728147
  • আজকে কোন একটা পেপারে দেখলাম দিল্লি,মহারাষ্ট্র,অন্ধ্র প্রভৃতি রাজ্যে আইন ও নজরদারি খুব কড়া।তো,সেখানে বিনি পয়সা বা স্বল্পমূল্যের জমিতে গড়ে ওঠা হাসপাতালে অধিক বিল করতে পারেনা,কিছু পার্সেন্টেজ গরিব মানুষ কে স্বল্পমূল্যে চিকিৎসা বাধ্যতা মূলক থাকে ও সরকার কে চাওয়া মাত্র রিপোর্ট জমা দেয়।
    পব তে বাম আমল গোটাটা ও তিনোদের প্রথম ৬ বছর নজর দারির বড়োই অভাব চোখে পড়েছেএখন দেখা যাক কি কি স্টেপ নেওয়া হয়।
    যদি কাজের কাজ কিছু হয় তো জনগণের সাধুবাদ কুড়োবে।
    কারণ প্রাইভেট হাসপাতালের বাঁদরামো লাগাম ছাড়া হয়ে উঠেছিল।
  • SS | 160.148.14.3 | ০১ মার্চ ২০১৭ ১৯:৩৬728149
  • আর চিন্তা নেই, PT ব্যাটন নিয়ে নিয়েছেন। এবার PT অর্পণকে কে সরকার, কে আমজনতা সব বুঝিয়ে দেবেন।
  • PT | 213.110.242.7 | ০১ মার্চ ২০১৭ ২০:৩৩728150
  • শেষ পর্যন্ত সেই মুখপোড়া সরকারই (নাকি সেই ঘৃণ্য রাষ্ট্রযন্ত্র?) তো মৃতের পরিবারের হয়ে কিছু করল!
    মোমবাত্তি হাতে প্রাইভেট যন্ত্রণার বিরুদ্ধে চ্যাটারিং ক্লাসকে কি দেখতে পেলাম পথে?
  • sm | 53.251.91.253 | ০১ মার্চ ২০১৭ ২২:০৮728151
  • মদন কিনতু এক ফোনে ৭ লক্ষ কমিয়ে দিয়েছিলো! কি দাপট!
  • b | 24.139.196.6 | ০১ মার্চ ২০১৭ ২২:২৯728152
  • মদনের এক কথায় কিন্তু আমার এক জ্যাঠা, ৭৮ বছর বয়স, এস এস কে এম-এর নেফ্রলজি ডিপার্টমেন্টে বেড পেয়ে গেছিলেন। আগের দিন সুপার টুপার লেভেল-এ কথা বলেও কিস্যু হয় নি। আর ঐ বয়সের রোগীর জন্যে যা খরচ প্রাইভেট হসপিটালে, তা আমাদের সাধ্যের বাইরে ছিলো। সেই থেকে আমি মদনের বড় সাপোর্টার।
  • PT | 213.110.242.23 | ০১ মার্চ ২০১৭ ২২:৪৮728153
  • যেহেতু মাথা পিছু ডাক্তার কিংবা বেডের বিশেষ বাড়ার সম্ভাবনা নেই, বোঝাই যাচ্ছে যে পব-র স্বাস্থ্যব্যবস্থার ভবিষ্যত কি!!

    ঠিক সময় বুঝেই অবিশ্যি দুজন তিনো নেতাকে বুজীদের সঙ্গে সংযোগ পুনঃস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। (সূত্রঃ আবাপানন্দ)
  • s | 77.59.60.122 | ০২ মার্চ ২০১৭ ০৩:০৩728155
  • ইয়ে, বাম আমলের স্বাস্থ্য ব্যবস্থার কথা যখন ওঠে, আমার তদানীন্তন স্বাস্থ্যমন্ত্রী তথা ডাক্তারবাবু শ্রী সুর্যকান্তবাবুর কথা মনে পড়ে যায়। উনি বলেছিলেন না, যে ওনার দপ্তর কেউ নিতে চাইবে না।
    পিটিদা , অন্তত স্বাস্থ্য নিয়ে বামেদের ধুয়ো তোলাটা ছেড়ে দিন। এ বড় পিচ্ছিল পথ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন