এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রাইভেট হাসপাতালের ওপর নজরদারি - প্র্যাক্টিকালি কী করা যায়?

    pinaki
    অন্যান্য | ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | ১৫৮১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rajib | 24.96.44.93 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১৯:৫৮728056
  • finally my last comment "information is king.. and opening it up to public is of utmost importance .. tobe eigulor janwo kintu legal framework chai along with legal enforcement.. . tai ami takiye achi oi bill tar dike - jeta CM table korbe march e.. the hospital regulation bill.. bill tar modhey ei information management and opening it up should be one big criteria.. and it should detail ki ki thakbe.... dekhi kono contact pai kina.. jar thru diye CM er kache eta pouche dite parbo.. anekgulo proper idea ache..segulo share korte pari.. kintu muskil hoche jader thru diye jabo tader e prosno keno korte chaichi..ar amra ki pabo..muskil..khali doctor ar pvt hospital ke dosh dile hobe.. age nijeder change kora dorkar ..jaihok .. bhalo lagche je aneke ei niye bhabhchen chinta korchen.. khub bhalo hobe jadi apnara amake help korte paren -at-least kolkatar janwo -
    kolkatai je site ta suru kora hoyeche seta holo kmes.in - ei muhurte amra khali medical emergency ar critical care ta ke handle korar chesta korchi - ete ekhon abdhi kichu pvt hospital er ICU bed , tara ki type er bed ( as example emon neonatal er janwo jekono ICU na NICU lage ..ebing sei NICU r special criteria ache - amra proti hospital visit kore jekhane proper equipment ache - according to WHO guideline tader kei include korechi ) , tader okhane ki specific facility nei, (as example EEDF e jemon stroke ready noi seta clearly lekha thakche) - and last but not least- as real time as possible Critical Care bed availability -
    eta korte giye amra ei issue gulor samne pori..ar seta solve kora hoi ei bhabhe -
    3.1.1 Activities and Achievements
    At the very onset of the project we identified the following complexities in medical emergency system implementation in densely populated urban areas, such as Kolkata, where emergency care is provided by multitude of Hospitals with varying capability:
    •Each Hospital has different workflow and it is very difficult to standardize Bed Management
    •The service providers (data sources) are very heterogeneous when it comes to data & information management.
    •All Hospital information management systems are proprietary, closed & isolated. Several of them do not have any internal IT staff to integrate the internal systems.
    •Though several standards exist for interoperability of clinical data (HL7, CCR etc), none exists for medical emergency services.
    •No hospitals want to share their Patient data due to privacy and financial reason
    •In-fact, several of them do not want any automated interface between their internal system and KMES due to several reasons, ranging from fear of data theft to fear of political repercussions (a common issue in India):
    oThey fear that their customer list, along with other data may get inadvertently exposed
    oThey may need to reserve an ICU bed which just got available (e.g.: A political leader needs an ICU bed urgently for him or his relative). If KMES is automatically linked with the internal Hospital system, as soon as the patient from that bed is discharged it will show up as available to the public. Until the next patient arrives, the bed will show up as available internally as well as externally which will obligate the Hospital to make the bed available to anyone arriving before the political leader.
    •And finally, several of the Hospitals manage the beds using paper tickets (known as bed-tickets) and do not have any electronic system in place
    We tackled these issues by following few pragmatic approaches:
    •Multiple options to integrate, instead of dictating all to use a specific standard. KMES provides customizable solutions for each Hospital/Blood Bank to integrate its own data source.
    •Expose the central KMES software, Medical Emergency System(MES), via APIs (Application Programming Interfaces, such as in XML and JSON format), so that if Hospital agrees, real time integration with internal electronic systems of the Hospital is possible
    •Easy, one-click update for Hospitals using internet based web-portals and smartphone based Apps, which do not have any electronic bed management system or not willing for automated integration.
    •Minimalistic intrusion to the existing internal system.
    •Only captures supply chain information (ICU/CCU, BSU) without any patients record.
    •We have developed the system such that only the Bed information will be captured without the admitted patient’s information and the system had been demonstrated to the Hospitals confirming the claim.
    •And most importantly, efficient and optimum implementation framework with significant usage of Opensource technologies so that the wheel is not recreated. Importance is given on implementation rather than on technology.
    =============================
    after the hospital , amra ambulance and now blood bank and blood donor db niye korchi.. if you guys are interested..ami details debo..sorry lekha ta anek boro hoye gelo..but lekha ta dewar uddeswo ache- selfish uddeswo ekdom jodio kolkatar bhalo janwo. seta holo
    1. CM er sathe kono contact er byabostha keu kore dite paren kina (without any quid-pro-quo , ami directly bolte bhalo bashi) - CM er sathe dekha korar primary uddeswo unake bola je upcoming je regulatory bill asche tate ei information framework ta rakhle, pvt hospitals badhwo hobe data share korte - including financials (amra ekhon financial add korte pari ni kenona pvt hospitals gulo raji hoi ni).. etate govt hospitals gulokeu niye asa jabe.. - amader already system ta ache ar implementation framework tau toiri - choto kore holeu major 20 khana hospital er ICU data atleast asche - ekhon dorkar sadicha ar haan legislative (or some form of governmental support..
    2. keu jodi technologist/web development (php , android) e kaj koren.. amader ekta opensource volunteer team ache - ei emergency medical system is published under Open-Source licensing, and as such any organization will be able to use the software free of charge and change it as they see fit .. so keu interested thakle amader prochur development item ache.. please email me at [email protected] and finally
    3. amra ekta donor db tairi korchi..tar pechone reason ta porer comment e dichi .. but apni jodi kolkatai ba asepache thaken ar donor hote chan ba hoye gechen already tahole please ei link ta fill up kore din http://tinyurl.com/kmes-blooddb (apni jodi age already kore thaken tahole korar dorkar nei)
  • lcm | 83.162.22.190 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২৯728057
  • সম্বলপুরের বিশ্বজিৎ/দেবনারায়ন/অঙ্কন-রা বানিয়েছে, http://www.indiahospitalreviews.com/ , ওদের সাইট থেকে

    Our Story

    All three of us, originally from a small city called Sambalpur in Western Odisha where people do not have access to quality healthcare facilities and have to visit larger cities for specialized surgeries. We used to get a lot of queries from our people back home asking us to find out which is the best hospital for a specific heart surgery or a cancer treatment or an organ transplant etc. They would expect us to find the right information for them as we live in a city like Bangalore where there are many large hospitals and well-known doctors for specialized treatments. They do not realize the fact that we also try to look up such information on the web. But to our surprise, we couldn't find any credible source that would provide us genuine reviews about hospitals, doctors and cost of surgeries.

    When we have something like Tripadvisor to help us decide where to stay, we got a Zomato to help us decide where to eat, a Glassdor to help us decide which company to work for, how can there not be a platform that can help us decide which is the best hospital for our treatment? We spoke to many people who faced similar problems e.g. lack of knowledge about the Hospitals, doctors, cost of surgeries, accommodation around the hospitals etc. And that's how we came up with this idea of India Hospital Reviews. Through this initiative, our objective is to address the problems faced by patients while looking for good hospitals and genuinely help them in decision making. Hope we succeed in our endeavor.
  • sch | 55.251.235.16 | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৩৮728058
  • রেটিং বেসড শিস্টেম হলেই জালি হবার অনেক চান্স। রেটিং এর থেকে ইম্পর্টান্ট হল ট্রেন্ড। কি রকম ট্রেন্ড অফ অভি্যোগ আসছে সেটা থেকে বোঝা যাবে সেই পার্টিকুলার হাসপাতালের উইক পয়েন্ট কি। আমরা কোনো হসপিটালকে বাদ দিয়ে চলতে পারব না - কিন্তু কোনো ট্রেন্ড জানা থাকলে সে দিকটা গোড়া থেকে গার্ড নেওয়া যায় কিছুটা
  • SS | 160.148.14.3 | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ০১:০১728059
  • রাজীবের জন্যে -
    AHRQ এর ওয়েব্সাইট দেখতে পারেন।
    https://www.ahrq.gov/

    আপনি স্পেসিফিকালি যে ইস্যুগুলো উল্লেখ করেছেন সেই নিয়ে অকেন টুলস, রিসার্চ, ডেটা, সার্ভে ইত্যাদি পাবেন এখানে।
    পেশেন্ট আর তার ফ্যামিলি এনগেজমেন্ট নিয়ে কিছু তথ্য আছে এখানে।
    https://www.ahrq.gov/professionals/systems/hospital/engagingfamilies/index.html

    আর ডিসির জন্যে - এই সমস্যা সমাধান করতে গেলে সরকারকে বাদ দিয়ে হবে না। একমাত্র সরকারের পক্ষেই ইন্ডিপেন্ডেন্ট আর নিউট্রাল প্ল্যাটফর্ম প্রোভাইড করা সম্ভব।
  • SS | 160.148.14.3 | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ০১:১০728060
  • আর একটা খুব কাজের টুল হচ্ছে স্টেট লেভেল স্ন্যাপশট। হেলথকেয়ারের বিভিন্ন ক্যাটিগরো ধরে সব স্টেটের মেজার। ভারতের জন্যেও এটা অ্যাপ্লাই করা যেতে পারে।
    https://nhqrnet.ahrq.gov/inhqrdr/state/select
  • dc | 132.164.227.191 | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৮:৪৪728061
  • SS, সরকারকে বাদ দিয়ে সমস্যার সমাধান হবেনা সেটা বলছিনা। তবে sm যেটা বললেন, আমাদের দেশের সরকারকে দিয়ে কিছু করানো ভয়ানক বড়ো একটা প্রব্লেম। তাই আমার মনে হয় ইউসার রিভিউ ড্রিভেন ওয়েবসাইটেরও দরকার আছে, যেরকম lcm দা দিয়েছেন। এই সাইটটায় যেরকম হসপিটাল, ডক্টর, ট্রিটমেন্ট ইত্যাদি ক্যাটেগোরিতে ভাগ করা আছে আর বিভিন্ন ক্যাটেগোরিতে রিভিউ লেখার ব্যবস্থা আছে আমি এরকম একটা সাইট বা অ্যাপের কথা বলছি।

    ধরুন আমি যদি দিল্লিতে বেড়াতে যাই তো ট্রিপঅ্যাডভাইসার খুলে দিল্লীর বিভিন্ন হোটেলের রিভিউ দেখবো, তারপর দুয়েকটা পছন্দের হোটেলের গত কয়েক মাসের রিভিউ দেখবো। সেরকমই আমি যদি চেন্নাইতে অ্যাপোলোতে দেখাতে যাই তাহলে এই সাইটটায় গিয়ে দেখবো রিভিউতে গত কয়েক মাসে কে কিরকম লিখেছে। কিংবা ধরুন আমি চেন্নাইতে হার্ট স্পেশালিস্ট ডঃ সেঙ্গোটুভেলুকে দেখাবো, ইনি অ্যাপোলোতেও বসেন আবার এনার নিজেরও চেম্বার আছে। তো এই সাইটে গিয়ে আমি ডক্টর অপশানে গিয়ে দেখবো এনার নামে কে কি লিখেছে। যদি দেখি বেশ কয়েকজন লিখেছেন যে ইনি বিনা কারনে একগাদা টেস্ট করান, বা ইনি পেশেন্টদের সময় নিয়ে দেখেন না, বা এনার ফি অত্যধিক বেশী, তাহলে হয়তো অন্য কোন হার্ট স্পেশালিস্টের খোঁজ করব। এবার অনেকেই বলবেন যে এই রিভিউ সিস্টেম অ্যাবিউস করা যেতে পারে, হাসপাতাল নিজের লোককে দিয়ে রিভিউ লেখাতে পারে। সেটাও ঠিক, তবে এই রকম কোন সাইট বা অ্যাপ যদি জনপ্রিয় হয়, যেমন ট্রিপঅ্যাডভাইসর বা জোম্যাটো, তাহলে প্রতিদিন শয়ে শয়ে রিভিউ জমা পড়তে থাকলে হাস্পাতালের পক্ষেও সেভাবে অ্যাবিউস করাটা আর কস্ট এফেক্টিভ থাকবে না। lcm দার দেওয়া সাইটটা যদি জোম্যাটোর মতো পপুলার হয়ে ওঠে, আর অনেকে রিভিউ লিখতে শুরু করে, তাহলে মনে হয় এটাও একটা প্রেশার পয়েন্টের কাজ করতে পারে।
  • dc | 132.164.227.191 | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:০৪728062
  • "একমাত্র সরকারের পক্ষেই ইন্ডিপেন্ডেন্ট আর নিউট্রাল প্ল্যাটফর্ম প্রোভাইড করা সম্ভব"

    একমত হলাম না, প্রায় উল্টোটাই মনে হয়। আমাদের দেশে সরকারের বানানো যেকোন প্ল্যাটফর্ম কোরাপ্ট, নন-নিউট্রাল, নন-ইনক্লুসিভ আর নন-রেসপন্সিভ হওয়ার চান্স খুব বেশী।
  • Rajib | 24.99.176.186 | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:২৩728063
  • thanks. btw amra HHS - specifically AHRQ ar CDC r sathe e kaj korchi.. AMI INFACT LAST 18 YEARS US HEALTHCARE INDUSTRY TE CHILAM (97 TO 2014) .. 2014 THEKE DESHE PHIRE KAJ SURU KORI PUBLIC HEALTH DOMAIN E..tobe haan.. EI LAST TIN BACHORE EKTA JINISH CLEARLY BUJHTE PERECHI.. JEHETU INDIAN HEALTH SYSTEM TA KHUB ALADA, CLINICAL GUIDELINES GULO APPLICABLE HOLEU, DEPLOYMENT INFACT BEST PRACTICES GULO EKDOM ALADA.. INFACT CLINICAL GUIDELINES (AS SIMPLE AS ANTE NATAL CARE OR A hibi /hie IN A NEONATE) O INDIAN PERSPECTIVE E PURO CHANGE HOYE JACHE...
    JAIHOK, AMAR REGULAR WEBSITE CHECK KORA HOI NA.. TAI KEU JODI SPECIFIC KICHU HELP KORTE CHAN SPECIFICALLY AMI JE TINTE AREA TE BOLECHI TAHOLE PLEASE AMAKE EMAIL KORBEN [email protected] TE.. OTHOBA AMI FACEBOOK E MOTAMUTI REGULAR.. TO OKHANE AMAKE MESSAGE KORTE PAREN- https://www.facebook.com/rajibsg
  • Arpan | 24.195.227.44 | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:১৯728064
  • "আর ডিসির জন্যে - এই সমস্যা সমাধান করতে গেলে সরকারকে বাদ দিয়ে হবে না।"

    সমস্যা সমাধান তো দূর অস্ত। আপাতত পাব্লিক ডোমেনে কমপ্লেন রেজিস্টার করার কথা হচ্ছে। সেইটায় সরকারকে টানতে হবেই বা কেন?
  • sch | 55.250.245.225 | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:২৩728067
  • বস অর্পণ যা বুঝলাম সব বড়ো লম্বা লং টার্ম প্ল্যান হচ্ছে, আপাততঃ কিছু হচ্ছে না। লোহা গরম থাকতে থাকতে =কিছু করলে ভালো কাজে দেয়। ঠান্ডা হয়ে গেলে কাজটা কঠিন হয়। এখন গরম বাজারে কিছু ছাড়তে পারলে সরকার চাপে পড়ত - এর পর সবাই নিজের হিস্যা বুঝে ঘর গুছিয়ে নেবে
  • Arpan | 24.195.227.44 | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:২৩728066
  • "একমাত্র সরকারের পক্ষেই ইন্ডিপেন্ডেন্ট আর নিউট্রাল প্ল্যাটফর্ম প্রোভাইড করা সম্ভব।"

    এইটা তো ইউএস না। খুব বেসিক একটা রিকোয়্যারমেন্ট যেমন ই-প্রেস্ক্রিপশন ইম্প্লিমেন্ট করতেই সরকারের পেন্টুল হলুদ হয়ে যাচ্ছে।
  • Arpan | 24.195.227.44 | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৩১728069
  • শ্চদাকেঃ হুঁ, দুটোরই দরকার আছে।

    আর পিনাকীর কাছে এইটা জানতে চাইনি যে এই ব্যপারে ওর কাছে সুনির্দিষ্ট কোন প্রস্তাব আছে কিনা। না থাকাটাই স্বাভাবিক (এই মুহূর্তে)। যেটা জানার ছিল যে প্রস্তাব বা দাবি যাই আসুক না কেন সেসব নিয়ে সরকারকে চাপ দেবার জন্য কোথাও কোন আন্দোলন দানা বাঁধছে কিনা। মনে প্রস্তাব দেবার লোক কোনকালেই কম পড়ে না, সেগুলোকে আগে নিয়ে যাবার লোক অবশ্যই খুঁজে পাওয়া যায় না।
  • Arpan | 24.195.227.44 | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৩২728070
  • *মনে না, মানে
  • PT | 213.110.242.24 | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ২০:৪২728071
  • আন্দোলন করবেন? ইতিমধ্যে কি তা হাতছাড়া হয়ে যায়নি?

    "সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে অ্যাপোলো-কর্তাকে রীতিমতো গলা চড়িয়ে মদন বলেন, ‘‘হাসপাতাল চালানোর নামে শ্মশান খুলে রেখেছেন আপনারা। আপনাদের সিইও বারবার হাসপাতাল বন্ধ করে দেওয়ার হুমকি দেন। ওঁকে বলুন শ্মশান খুলে রাখার থেকে অন্য কোথাও চলে যান।’’ ফোনের ও-পার থেকে কী জবাব আসছিল তা বোঝার উপায় ছিল না। কিন্তু মদন বলে চলেন, ‘‘কাল থেকে হাসপাতালের সামনের হোর্ডিং বদলে কেওড়াতলা অ্যাপোলো হাসপাতাল করে দেব? দেখতে চান? অ্যাপোলো রোগীকে আটকে রাখার কে? ওই পরিবারের কাছ থেকে চিকিৎসা বাবদ যত টাকা নিয়েছেন, অবিলম্বে সেটা ফেরত দিন।’’"
    http://www.anandabazar.com/state/tmc-leader-madan-mitra-threatens-a-non-government-hospital-authority-1.569974#
  • একক | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ২২:০৩728072
  • তোলাবাজি শুরু হোলো।
  • s | 60.158.182.25 | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:১৫728073
  • আমার ধারণা সবার আগে সকলের জন্য স্বাস্থ্যবীমা বাধ্যতামূলক করা উচিৎ। ওবামাকেয়ারের মত। সেটা কি করে করা যাবে, গরীব লোকেরা খুব কম পয়সায় কি করে স্বাস্থ্যবীমা করতে পারবেন, এসব সঙ্গত প্রশ্নের মধ্যে আপাতত ঢুকছি না।
    ইন্সুরেন্স থাকলে, ইন্সুরেন্স কোম্পানিই নিজ দ্বায়িত্বে মেডিক্যাল বিল অ্যাপ্রুভ করবে ওদের নিয়ম অনুযায়ী কেটে ছেঁটে। কোনো টেস্টের ৩০০০ টাকা বিল এলে ইন্সুরেন্স কম্পানি তাদের নিয়ম অনুযায়ী কেটে সেটাকে হয়ত মার্কেট রেট অনুসারে ৩০০ টাকা করে দিল। আর একটা জিনিস বাধ্যতামূলক করলে ভালো হয়। যা যা আইটেমের বিল হবে সেটাতে রোগীর বা তার আত্মীয়র সই থাকতে হবে। যেমন একদিন ৪ টে টেস্ট, ৩ বার ডাক্তার ভিসিট এর বিল করার আগে ভাউচারে সই করতে হবে যে সত্যই ঐ টেস্ট হয়েছে কিনা, সত্যি ডাক্তার এসেছিল কিনা। এই ছোটছোট স্টেপ নিলে অন্তত বোগাস বিলিং টাকে কিছুটা আটকানো যাবে।
  • pi | 57.29.130.55 | ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ২৩:৫৯728074
  • আর এস বি আই এর কথা জানেন না ?

    আর বিমা থাকার পরেও কী কী হয় ?
  • Ekak | 53.224.129.48 | ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ০০:০৮728075
  • একমাত্র রাজীব বাবুদের এপ্রোচ টা ভালো লাগলো ।

    বাকিদের এইটুকু বলার । এইযে হুট্ করে একটা ক্লাসিফায়ার সেট করছেন , ভেবে করছেন কি ? কেও লিখলেন "মর্টালিটি " । খুব ভালো কথা । তো আমি একজন রুগীকে বনগাঁর নার্সিং হোম এ দশদিন ফেলে রাখলুম । তারপর বিগড়ে গেলে এনে তুললাম ডিসান এ । সে এক চোরের জায়গা । ডিসান আমার রুগীকে একদম বারোটা পাঁচ বাজিয়ে দেয়ার পর নিয়ে হাজির করলুম এপোলো বা আইএনকে । এবার সেখানে রুগী পটল তুললো । আর আমিও নাচতে নাচতে এপোলো-আইএনকে কে ওয়েবসাইট এ গিয়ে নেগেটিভ ভোটিং দিয়ে দিলুম ।

    এরকম মহানন্দের সিস্টেম হলে আদতে কী হবে জানেন ? কোনো হাসপাতাল আর ক্রিটিকাল কেয়ারে রিস্ক নিতে চাইবে না খালি অন্যের দিকে ঠেলে দেবে আর রুগী টেনিস বলের মতো লাফিয়ে বেড়াবে । প্রতিটা রোগের মর্টালিটি রেট আলাদা , মূল রোগের সঙ্গে কো মরবিডিটি কী আছে ম্যাটার করে এবং সর্বোপরি কী কন্ডিশনে এনে তাকে এন্ট্রি করা হলো ম্যাটার করে । এতগুলো জায়গায় বেঁধে ইউসার এর ফিডব্যাক কে নর্মালাইস করলে তবে তার একটা মূল্য আছে । এটা "আমার জীশানের বিরিয়ানি ভারী পছন্দ " কেস নয় .। কাজেই কোনো হুইমসিক্যাল সাইট বা এপ্স বানানোর আগে এই প্যারামিটার গুলোর ইন্টারনাল ডিপেন্ডেন্সি স্টাডি করে একটা স্ট্রাকচার ফাইনাল করা কর্তব্য । ওটা রিসার্চারদের কাজ । সফ্টওয়ার এর লোকেরা এখনই ঝাঁপালে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি । আমার সামান্য বুধধি তাই বলে ।
  • sm | 53.251.88.77 | ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ০০:১৫728077
  • আমাদের এখানে যেটা হয় সেটা হলো পুকুর চুরি।
    যেমন দিনের শেষে বিলে দেখা গেলো রোগীর জন্য দশ জোড়া গ্লাভস,একটা বড় কটন প্যাকেট,৫ টি ডায়াপার লেগেছে। হয়তো বাস্তবে একটিও লাগেনি।
    একটি এ বি জি ( আর্টেরিয়াল ব্লাড গ্যাস) টেস্ট এর কস্ট পড়ে ৪০০ টাকা; কিন্তু কর্পোরেট হাসপাতালে সেটি নেওয়া হবে ৪০০০ টাকা।এই টেস্ট হয়তো দিনে ২-৩ বার করা হবে।
    একটি ইউ এস জি বাইরে খরচ ১০০০ টাকা- হাসপাতালের ভেতর নেবে ২২০০ টাকা।
    মেডিসিনের ক্ষেত্রে একেবারে এম আর পি প্রাইস নেওয়া হবে।
    বাইরে যেখানে ১০-১৫ পার্সেন্ট ছাড় পাওয়া যায়।
    পেশেন্ট একটু বেশি অসুস্থ বা ডিপেন্ডেন্ট হলে ওয়ার্ড থেকে ডেলি ৮০০ টাকা কড়ারে এটেন্ডেন্ট রাখতে বলবে। অথচ যে কাজ টা করা উচিত ছিল নার্সিং স্টাফের।এরকম আর কতকি যে বলা যাবে তার ঠিক নেই।
    তবে আগের দিন টিভির আলোচনায় একটা ইনফর্মেশন পুরো ব্যোমকে গেলাম। কোন একটা হাসপাতালের সি ই ও র বেতন নাকি ৮ কোটি টাকা!
  • Ekak | 53.224.129.48 | ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৩৬728078
  • হাসপাতাল কেন কোনো প্যাথলজিকাল টেস্ট এর জন্যে পয়সা নেবে সেটাই আমার কাছে স্পষ্ট না । এটা কমপ্লিটলি মার্কেট কনট্র্যাক্ট বিরোধী । টেস্টস আর ডায়াগনস্টিক টুলস । এবার তুমি আমার বুকে কান ঠেকিয়ে শুনবে না রোবট দিয়ে তুমি বোঝো । আমার কাছে পুরোটাই ডায়াগনসিস কস্ট । ইনফ্যাক্ট লাস্ট টেন ইয়ার্স এ প্যাথলজিতে প্রচুর ডিজিটাল সরঞ্জাম এসেছে ,আগের মেশিনের আউটপুট এবং ডেপ্রিসিয়েশনের সঙ্গে তুলনা মূলকভাবে অনেক সস্তা হয়েছে , অথচ তার সুফল রোগী পাচ্ছেনা উল্টে তাই দেখিয়ে বেশি চার্জ করছে । যেমন ডাকাত হাসপাতাল তেমন বোকা রোগী ।
  • bip | 183.67.5.178 | ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৬:২১728079
  • টাটা খেদানোর বদলে প্রাইভেট হাসপাতাল খেদিয়ে দিক না তিনোমূলরা/ এগুলোত সব কশাইখানা
  • বিপ | 183.67.5.178 | ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৬:২৮728080
  • মার্কেটের কনসেপ্ট এখানে চলে না। কারন "প্রাইসিং" ইস্যু। প্রানের অমূল্য। তাই প্রান বাঁচাতে রুগীর পরিবার যা খুশী টাকা দিতে পারে। আর রুগীরাও মূর্খ। আমার বাবা মা যেমন এখন ডাক্তার মানেই সৎ জ্ঞানী ব্যক্তি বোঝে। ডাকাত বোঝে না। ফলে ঠকছে। সেটা বলে দিচ্ছি ধরিয়ে দিচ্ছি। আমার কথা পাত্তা দিচ্ছে না। কারন আমার ডাক্তারি ডিগ্রি নেই। এখন বাবা মাকে কে বোঝাবে কোলকাতার ডাক্তারদের থেকে ওয়েব এম ডি অনেক বেশী মুল্যবান তথ্য দিচ্ছে রোগ হলে!
  • Pi | 57.29.130.144 | ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:৩৬728081
  • এস এম, আমাদের এখান বলতে কি কোল্কাতার প্রাইভেট বল ছীন ?

    আচ্ছা, যে প্রাইভেটের চেইন আছে, যেমন আপোলো কোলকাতা, চেন্নই ।কোন তফাত আছে ?
  • Pi | 57.29.130.144 | ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:৪৮728082
  • এস এম, আমাদের এখান বলতে কি কোল্কাতার প্রাইভেট বল ছীন ?

    আচ্ছা, যে প্রাইভেটের চেইন আছে, যেমন আপোলো কোলকাতা, চেন্নই ।কোন তফাত আছে ?
  • dc | 132.174.171.207 | ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:০৫728083
  • চেন্নাইতে অ্যাপোলোর বেশ কয়েকটা ব্র্যাঞ্চ আর ফ্র্যাঞ্চাইজি আছে। তার মধ্যে মেন অ্যাপোলো যেটাকে বলে (গ্রিমস রোডে), সেটা গত দশ বছরে ধারাবাহিক অবনতি হয়েছে। বছর তিন চারেক আগেও মোটামুটি এফিশিয়েন্ট ছিল, কিন্তু তার পর থেকে ভিড় অসম্ভব বেড়ে যাওয়ায় সরকারি হাসপাতালে পরিনত হয়েছে। এখন পেশেন্টের ওয়েট টাইম অনেক বেড়ে গেছে, ডাক্তাররাও নাকি খুব একটা মনোযোগ দেননা। আগে কয়েকবার মেন অ্যাপোলোতে গেছি, তখন বেশীর ভাগ সময়েই দেখেছি ডাক্তাররা ভালো ব্যবহার করতেন, সময় নিয়ে ডিটেলসে বোঝাতেন, রুগির মতামত শুনতেন, কি কেন ইত্যাদি প্রশ্নের উত্তর দিতেন। এখন বোধায় এরকম হয়না (অন অ্যাভারেজ)। গত দুতিন বছরে আমি অ্যাপোলো ফার্স্ট মেড এ দেখাই (এটা একটা ফ্র্যাঞ্চাইজি), এখানে ডাক্তাররা প্রতিবারই ডিটেলসে আমার সাথে আলোচনা করেন। আমি মেডিকাল লাইনে একেবারে অগা, তাও আমাকে ধৈর্য ধরে নানান প্রশ্নের উত্তর দেন। অ্যাপোলো মেইন এর দুজন ডাক্তারের নাম বলতে পারি, প্রথমজন হার্ট স্পেশালিস্ট ডঃ সেঙ্গোটুভেলু, বছর চারেক আমার মার চিকিৎসা করছেন, এনার থেকে আমরা সবাই আশাতীত ভালো ব্যবহার পেয়েছি। কিন্তু এনাকে দেখাতে হলে এখন আমরা অ্যাপোলোতে আর যাইনা, এনার ক্লিনিকে যাই। আরেকজন হলেন ডায়বেটোলোজিস্ট ডঃ শান্তারাম, এনাকে আমি মাস কয়েক হলো দেখাচ্ছি, এখন এনার ক্লিনিকে যাই, অ্যাপোলোতে যাইনা। তাছাড়া এই দুজনের সাথেই ফোন, ইমেলে রেগুলার যোগাযোগ রাখি। আমার মতে এখন অ্যাপোলো মেইন যাওয়ার অযোগ্য হয়ে গেছে, তবে অ্যাপোলো ফার্স্ট মেড এখনো কিছুটা ভালো, আর কিছু কিছু ডাক্তার বেশ ভালো।

    কলকাতার অ্যাপোলোতে (বাইপাসের ওপর যেটা) আমার শ্মশুর-শাশুড়ি নিয়মিত দেখান, আমার মাকেও দুয়েকবার নিয়ে গেছি। আমার মনে হয়েছে ওটার হাল আরো খারাপ, বুরোক্রেসি আরো বেশী। তবে একজন ডঃ মাহিন্দ্রা নামের আছেন, উনি আমার শ্মশুর-শাশুড়ির কাছে ভগবান তুল্য। গলা ব্যথা থেকে পেট খারাপ, যেকোন দরকারে ওনাকে ফোন করা হয়, উনি অন্য ডাক্তারের ব্যবস্থা করে দেন, তারপর নিজে সারাক্ষন খোঁজখবর নিতে থাকেন কিরকম প্রোগ্রেস হচ্ছে। আগের মাসে আমার শাশুড়ীর একটা জটিল অপারেশান হলো, তখন মোটামুটি তিন চারটে টাইম জোন থেকে ওনার কাছে সারাক্ষন সবাই ফোন করেছি, উনি সারাদিন ধরে আমাদের সাথে কথা বলেছেন। তবে অন্য দুয়েক জন ডাক্তার দেখাতে গিয়ে দেখেছি বেশ অভদ্র, ডিটেলসে যেতে চান না। একবার আমি একজন অ্যাডমিনকে ইমেল করেছিলাম, তাতে নানারকমভাবে দুঃখ প্রকাশ করলেও কাজের কাজ কিছু হয়নি।
  • sm | 57.15.5.173 | ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:১৬728084
  • আমাদের এখানে বলতে কলকাতা কেই মিন করেছি।কলকাতার চার্জ ওই সংস্থারই অন্যান্য অনেক মেট্রোসিটি র ব্রাঞ্চ থেকে বেশি।
  • dc | 132.174.171.207 | ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:২৫728085
  • আমি ডাক্তার দেখানোর ব্যপারে একটা সিম্পল নিয়ম মেনে চলি। ডাক্তারবাবু আমার সাথে সবকিছু ডিসকাস করছেন কিনা, যে ওষুধ দিচ্ছেন সেটার কি কাজ, সাইড এফেক্ট কিছু আছে কিনা ইত্যাদি। আমি মেডিসিন আর রোগের অআকখও বুঝিনা, তাই যিনি আমাকে সহজ করে সব কিছু বুঝিয়ে দেন তাঁকে আবার দেখাতে যাই, আর যিনি বেশী কথা বলতে চাননা তাঁর কাছে আর যাইনা। যাঁদের কাছে আর যাবোনা ঠিক করি, তাঁদেরকে বেশীর ভাগ সময়ে বলে আসি যে রুগি হিসেবে আমার অধিকার সব ইনফরমেশান পাওয়া, তাঁর কাছে যেহেতু অতো সময় নেই তাই হয়তো আমি আর আসতে অক্ষম।
  • sm | 57.15.5.173 | ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৯:৩১728086
  • বিপের পোস্ট টা পড়ে কুলকুলিয়ে হাসি পেলো।স্পষ্ট দেখছি বিনা চশমাতে ,বিপ বেলা দের রন্ধন প্রণালী থুড়ি ওয়েব এম ডি দেখে দুম দাম চুলকুনি থেকে সাইকোসিস ডায়াগনোসিস করছে আর আমেরিকার দোকানে দোকানে মেডিসিন খুঁজে বেড়াচ্ছে ।
    কিন্তুক,মার্কেট পূজারী এতো চিন্তিত কেন ?মার্কেট তো গলা কাটবেই । যে স্টেন্ট করতে খরচ ৫০ -১০০ ডলার;সেটাই বাজারে বিক্রি হয় ৭০০০০ টাকায়
    আমেরিকাতেও তাই।
    তা, তুমি ও পারলে তোমার সেন্সর বেচতে একই লাভ করার চেষ্টা করবা।
    মার্কেট এ এ চোর ও ডাকাইত বলে কিছু হয় না।
  • Bip | 183.67.5.178 | ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:২৫728088
  • If anything happens to me or my kids, I first increase my knowledge from various sources in net. Then I go to doctor. Sometimes if docs finding is contradictory to what I learned, I tell him directlyou. In USA it is encouraged. In India I won't go to any doctor, as I have no trust whether they at all read and update them.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন