এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 116.203.143.49 | ০১ মে ২০১৮ ০৫:৩৩375839
  • ভাবতে পারছি না। কলকাতা কতোটা পাল্টে যাচ্ছে। এখনই প্রতিবাদ হওয়া উচিত। এখুনি। আমি যখন ব্যাঙ্গালোরে, তখম ম্যাঙ্গালোরে এমন একটা কন্ডো ঘটে। দুটি ছেলে-মেয়ে বাসে একে অন্যের ঘাড়ে হাত রেখে বসে ছিলো, তাই মার খেতে হয়। এর প্রতিবাদে ব্যাঙ্গালোরের প্রধান রাস্তার মোড়ে আমরা মোটে শ'খানেন মানুষ পোস্টার হাতে দাঁড়াই তাতে লেখা FEEL FREE TO HUG। পথচলতি বহু অচেনা মানুষ আমাদের আলিঙ্গন করে গেছেন।
    কালকের ঘটনা http://www.anandabazar.com/…/kolkata-news-couple-got-assaul…
    ব্যাঙ্গালোরে
  • Ishan | 184.221.4.179 | ০১ মে ২০১৮ ০৫:৪১376061
  • মনে হয় আগে নিজেরা একটু খোঁজ নিয়ে নেওয়া ভাল। কাগজের প্রতিবেদন হুবহু ঠিক হলে প্রতিবাদের খুবই প্রয়োজন। কিন্তু তার আগে জেনে নেওয়া উচিত।
  • h | 212.142.75.130 | ০১ মে ২০১৮ ১০:০১376122
  • পাল্টে গেছে আবার কি, চিরকাল ই বাঙালি, বাংলা, কলকাতা প্রকাশ‍্যে ভালো বাসা র ব‍্যাপারে কনসারভেটিভ।সেকসুয়াল এক্সপ্রেসন সুস্থ ভাবে আমরা করতে জানিনা।
  • h | 212.142.75.130 | ০১ মে ২০১৮ ১০:০১376111
  • পাল্টে গেছে আবার কি, চিরকাল ই বাঙালি, বাংলা, কলকাতা প্রকাশ‍্যে ভালো বাসা র ব‍্যাপারে কনসারভেটিভ।সেকসুয়াল এক্সপ্রেসন সুস্থ ভাবে আমরা করতে জানিনা।
  • sm | 52.110.150.16 | ০১ মে ২০১৮ ১০:১৭376133
  • কি ভাবে সুস্থ এক্সপ্রেশন করতে হয়? নলবনে ছোট ছেলমেয়েদের নিয়ে ঘোরা যায় না। অন্তত আমার অস্বস্তি হয়। নলবন মেনে নেওয়া যায় কারণ লোক জানে, ওখানে ঘনিষ্ঠ ভাবে যুগলরা লাগাম ছাড়া অবস্থায় থাকে। ফাইন, আমি নলবন এভয়েড করতে পারি।কিন্তু ভিক্টোরিয়া?
    আস্তে আস্তে যদি ইকো পার্ক ও যুগলদের আস্তানা হয় কোথায় যাবো?
    কিন্তু মেট্রো ট্রেন এর মধ্যে ঘনিষ্ঠ হবার কি যুক্তি?
    অবশ্যই কোন রকম ফিজিকাল এসল্ট কে সাপোর্ট করছি না। যারা করেছে, সিসিটিভি দেখে চিহ্নিত করে শাস্তি দেওয়া উচিত।তাদের উচিত ছিল আইন হাতে না তুলে নিয়ে , কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করার।
    সিনেমা হলের মধ্যেও ঘনিষ্ঠতার বিপক্ষে।
  • | ০১ মে ২০১৮ ১০:৪৩376144
  • সেক্ষপোষী বাঙালি কস্মিনকালেও জসপ্রে সহ্য করতে পারত না। সুযোগ পেলেই (অর্থাৎ দলবল থাকলেই) ধরে দু'ঘা দিয়ে গায়ের জ্বালা মেটাত। আর এখন ত চাড্ডিকরণ হল গিয়ে হালফ্যাশান। কাজেই ....
  • dc | 132.174.108.121 | ০১ মে ২০১৮ ১০:৪৫376155
  • কলকাতায় পিডিএ নিয়ে মহা শুচিবাই আছে, সেই কোন এককালে যখন বসন্তও ছিল আর প্রেমিকাও ছিল তখন হাড়ে হাড়ে টের পেয়েছি ঃ( সিনেমা হলের লাস্ট সিটে বসেও ভয়ে ভয়ে একটু চুমু খেতাম, মাঝের রোতে ব্সলে তো আরোই মুশকিল হতো। আর ট্যাক্সিতেও পেছনের সিটে বসে একটু ঘনিষ্ঠ হতে চাইলে খালি ট্যাক্সিওয়ালা মাথার ওপরের কাঁচে নজর রাখতো ঃ( একবার মেট্রোতে ফিরবার সময়ে প্রেমিকাকে একটু কাছে টেনে নিয়েছিলাম, তাতে দেখি অনেকে কটমট করে তাকাচ্ছে ঃ( যার ফলে বেচারা জুটিগুলো ভিক্টোরিয়া আর নলবনে ভিড় বাড়ায়। তবে মনে পড়ে, আউটরাম ঘাটে সন্ধের দিকে কিছুটা নির্ভয়ে ঘনিষ্ঠ হওয়া যেত। কিন্তু রাস্তায় দুজন মিলে হাঁটতে হাঁটতে হঠাত মনে হলো তো একটু চুমু খেয়ে নিলাম, এসব কখনো নিশ্চিন্তে করা যেত না। মানে আমার দিক থেকে কখনো আপত্তি আসে নি, তবে প্রেমিকারা সবসময়ে কিছুটা অস্বস্তি বোধ করেছে, যদি কেউ কিছু বলে। দুয়েক সময়ে পিডিএ নজরে পড়েছে অবশ্য, অবশ্যই ইগনোর করেছি, করাই উচিত। মনে মনে উৎসাহও দিয়েছি। তবে শহরটা চিরকাল মরাল মেশো আর মাসিমায় গিজগিজ করেছে। শুধু কলকাতা না, সব শহরই। ভারতীয়দের বেসিক কিছু প্রবলেম আছে লাইফে। সব ব্যাটা কনস্টিপেটেড পাবলিক।
  • কল্লোল | 116.203.147.16 | ০১ মে ২০১৮ ১০:৫১376166
  • আমরা কি প্রকাশ্যে লিঙ্গ নির্বিশেষে কোলাকুলি করতে পারি?
  • dc | 132.174.108.121 | ০১ মে ২০১৮ ১০:৫১375840
  • ইন ফ্যাক্ট আমার তো এই বুড়ো বয়সেও পিডিএ করতে ইচ্ছে করে। কিন্তু চারপাশের লোকজনের যে কি প্রব্লেম বুঝিনা। পরের পেছনে কাঠি করতে পারলে আর কিছু চায়না।
  • dc | 132.174.108.121 | ০১ মে ২০১৮ ১০:৫২375851
  • কল্লোলদা, অবশ্যই :d
  • dc | 132.174.108.121 | ০১ মে ২০১৮ ১০:৫৩375862
  • কোলাকুলি আর ক্যালাকেলি - এই দুটোই লিঙ্গ, জাতি, ধর্ম সব নির্বিশেষে করা যেতে পারে।
  • Ekak | 53.224.129.54 | ০১ মে ২০১৮ ১১:০০375873
  • কলকাতায় মোড়লগিরি টা চিরকাল বেশি । দুটো মানুষ হাগ করলে যারা যৌনতা খুঁজে পায় তাদের স্পিসিস জেনাস এসব নিয়ে সন্দেহ জাগে । রাস্তায় মেক আউট করছে না তো যে সেক্সুয়াল একট বলবো । ইভেন ফন্ডলিং ও না ।

    জাস্ট দুজন বিপরীত লিঙ্গের মানুষ পথ চলতে দেখা হলো ,জড়িয়ে হাগ করলেই দেখি বাঙালিরা কেমন চোখ গোল্লা করে দেখে ........এদের প্রব্লেম কি ? গায়ে গা ঘষলে বাচ্চা হয়ে যাবে এরকম কিছু ভাবে কী ? কেজানে !! ব্যাঙ্গালোর এদিক দিয়ে একটু অন্তত সভ্য । কারো এতো বাড়তি চুলকানি নেই পরের ব্যাপারে ।
  • sm | 52.110.150.16 | ০১ মে ২০১৮ ১১:১১375884
  • ডিসি বোধ হয় আমার পুরো বক্তব্য অনুধাবন করতে পারেন নি।
    আপনার বক্তব্য পরে যা বুঝলাম, আপনি প্রাপ্ত বয়স্ক যুবক যুবতীদের জন্য আলাদা কিছুটা স্পেস দিতে বলছেন। নিরাপত্তা চাইছেন। মোরাল জ্যাঠামশাই গিরি অপছন্দ করছেন। সর্বোপরি কিছুটা নিরিবিলি চাইছেন।
    এই তো!
    এতে আমার ও কোন আপত্তি নেই।
    ধরা যাক নলবন। এটা ছোট দের জন্য দিনে মাত্র দুঘন্টা প্রবেশ অধিকার দেওয়া হোক। ভিক্টোরিয়ার ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার দের জন্য পুরো দিন আর যুগল দের জন্য তিন ঘন্টার অনুমতি দেওয়া হোক।
    এতে করে দুপক্ষের ই লাভ।
    লেকেও এক ব্যবস্থা করা যেতে পারে।
    এতে করে দুটো যুযুধান পক্ষ তৈরী হয় না।
    কিন্তু মেট্রো ট্রেনে ভালোবাসার বহি:প্রকাশ না দেখালেই ভালো।
  • cm | 37.62.209.97 | ০১ মে ২০১৮ ১১:১৫375895
  • আশ্চর্যজনকভাবে বড়রা মারামারি, খুনোখুনি, আরো যতরকমের অসভ্যতা করতে পারে তা দেখলে ছোটদের কোন অসুবিধে নেই!
  • dc | 132.174.108.121 | ০১ মে ২০১৮ ১১:১৭375906
  • sm না আমি ঠিক আপনার বক্তব্যের প্রেক্ষিতে বলিনি, নিজের কথাই বলেছি। আর আমি এমনিতে আলাদা করে নিরিবিলি ইত্যাদি চাই না, মানে নিরিবিলি হলেও ভালো আবার পাবলিক প্লেস হলেও ভালো। দুজনের যদি হঠাত একটু চুমু খাবার ইচ্ছে হয় বা জড়িয়ে ধরার ইচ্ছে হয় তো যেখানে ইচ্ছে করবে, আমার কি? আর ছোটরা এমনিতেও একেকটা চৌবাচ্চা হয়, ওদের অতো আতুপুতু করে লাভ নেই।

    এই কিছুদিন আগে মেয়ের সাথে দ্য গুনিস দেখছিলাম, সেটায় সবকটা বাচ্চা বদের হাঁড়ি। বাচ্চারা ওরকমই হয়।
  • T | 165.69.191.251 | ০১ মে ২০১৮ ১১:২৪375917
  • শুধু কোলকাতা ক্যানো, পশ্চিমবঙ্গের সর্বত্রই মোড়লগিরি গুচ্ছ। নিম্নবিত্ত ইন্টেলেক্টের উপোষী পাবলিক সব, ক্লাবে বসে ঢুকুছুপু বৌদি ছকাতেই আনন্দ। নিষিদ্ধতার আনন্দ নিতে গেলে 'নিষেধ' ব্যাপারটাকে সিরিয়াস ফর্মে তো রাখতেই হবে। সেজন্য এত মোড়লগিরি।
  • dc | 132.174.108.121 | ০১ মে ২০১৮ ১১:২৫375928
  • তাছাড়া মেক আউট বা চুমু যাই হোক, তার অনেক উপকারিতাও আছে - সবচে বড়ো উপকারিতা হলো ঝগড়া থামিয়ে দেওয়া যায়। ধরুন বাসস্ট্যান্ডে একটা ছেলে আর একটা মেয়ে তুমুল ঝগড়া করছে, হঠাত দেখা গেল মেয়েটা বা ছেলেটা অন্যজনকে সপাটে একটা চুমু খেল। ব্যস সব চুপ। পাবলিক স্পেসে ঝগড়া করার থেকে চুমু খাওয়া বেটার নয় কি?
  • sm | 52.110.150.16 | ০১ মে ২০১৮ ১১:২৭375939
  • সেতো হয় ই। আগের দিন তো প্রাইম টাইমে কন্ডমের বিজ্ঞাপন দেখানতেও প্রচুর লোকের সায় ছিলো। অনেকের ছিল না, অবিশ্যি।যুক্তি একটাই, মার দাঙ্গা যদি হজম করতে পারে বাচ্চারা, সেকস নয় কেন?
    যুক্তি হোলোএক; ঝগড়াহচ্ছে সমাধান। মীমাংসা নিয়ে কিন্তু কোন আলোচনা হয় না।
  • T | 165.69.191.251 | ০১ মে ২০১৮ ১১:৩১375951
  • অবশ্যই বেটার। চুমু খেলে আদ্দেক প্রবলেম সলভ হয়ে যায়। :) এত ছুঁই ছুঁই, শাপমন্যি, সন্নিপাতিক, রাহুকেতু নিয়ে তো আর পারা যায় না।

    সুনীলবাবুর একটা কবিতা ছিল না! ছেলেটা মেয়েটা চুমু খেলো, ট্রাফিক পুলিশটা হাল্কা হেসে সিগারেট ধরালো। মনে পড়ছে না।
  • dc | 132.174.108.121 | ০১ মে ২০১৮ ১১:৩৩375962
  • আমার প্রাইম টাইমে কন্ডোমের বিজ্ঞাপন দেখানো নিয়ে আপত্তি নেই। বেসিকালি বাচ্চাদের ভিসুয়াল ইনপুট থেকে এতো প্রোটেকশান দেওয়ার দরকার আছে বলে মনে করি না।
  • dc | 132.174.108.121 | ০১ মে ২০১৮ ১১:৩৪375973
  • সেই। চুমু খেলে পরিবেশটাও একটু হাল্কা হয়।
  • h | 212.142.75.130 | ০১ মে ২০১৮ ১১:৪০375984
  • সর্বজনীন মীমাংসার স্বার্থে এসেম একটু খচ্চা করে গিয়ে ট কে চুমু খেয়ে আসুন। আমরা গ্যারান্টি করছি, তখন কেউ ক্যালালে কল্লোল দা অনেক দূরে একটা মিছিল করবেই ঃ-)))))))
  • T | 165.69.191.251 | ০১ মে ২০১৮ ১১:৪৫375995
  • হনুদা খচে ছিল। ঝেড়ে দিল। ঃ)))
  • dc | 132.174.108.121 | ০১ মে ২০১৮ ১১:৪৭376006
  • :d
  • | ০১ মে ২০১৮ ১১:৫৩376017
  • যে সব জায়গায় মোড়লগিরি বেশী সেইসব জায়গাতেই বাসেট্রামে গ্রোপিংও বেশী
  • àka | 79.73.9.37 | ০১ মে ২০১৮ ১১:৫৯376028
  • না ভাই, বা বোন, কোনো পার্কে কোন যুগলকে ঘনিষ্ঠ অবস্থায় দেখলে আমার পুত্রদের কোন অসুবিধা হবে না, তারা বড় হয়ে কোন অপরাধীও হবে না, এই যুক্তিবোধ যদি তৈরী না করতে পারি তাহলে নিজেকে অপারগ মনে করব।

    শুধু মারধোরেরই প্রতিবাদ হওয়া উচিত।
  • S | 194.167.2.96 | ০১ মে ২০১৮ ১২:০৩376039
  • ছোটটির বাবামায়ের যদি চুমু খেতে ইচ্ছে করে? নাকি চুমুর জন্য আলাদা জোন তৈরী করা হবে? পাবলিকে আপনি চুমু খেলে অন্য লোকে ক্ষেপে যায়, কিন্তু অন্য লোকে সিগ্রেট খাওয়ায় আপনি আপত্তি করলেও তিনিই ক্ষেপে যান। কোলকাতার লোকেরা সবেতেই এতো ক্ষেপে যায় কেন?
  • সিকি | 158.168.40.123 | ০১ মে ২০১৮ ১২:০৯376050
  • ঠিক কী ধরণের মাইন্ডসেট নারচার করলে মরালমেসো তৈরি হয়, সে উদাহরণ তো এই টইতেই দেখা যাচ্ছে। একেবারেই আশ্চর্য হই নি।
  • সিকি | 158.168.40.123 | ০১ মে ২০১৮ ১২:১১376062
  • চুমু আর সিগারেট কি তুলনীয় হল? তা ছাড়া চুমু অবধি ব্যাপারটা যাচ্ছেই বা কেন? মেট্রোর কাপল তো চুমু খায় নি।

    (মানে খেলেও আমার আপত্তি ছিল না, পারস্পরিক কনসেন্টে চুমু খাওয়া খুবই ভালো জিনিস, পাবলিক স্পেসে খেলেও কারুর পিতৃদেবেরই কিছু যাওয়া আসার কথা নয়)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন