এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.164.230.223 | ০২ মে ২০১৮ ২৩:১১375897
  • কোথায় সেই বুজির দল? কোথায় বুজি, কোথায়?
  • S | 194.167.2.96 | ০২ মে ২০১৮ ২৩:৪০375898
  • মেট্রো স্টেশনে ক্যামেরা থাকেনা?

    আর মেসোগিরি বামেদের আমলেও কিছু কম হয়নি।
  • PT | 213.110.242.19 | ০৩ মে ২০১৮ ০০:০৫375899
  • সেজন্যেই না মেসোদের ভাগিয়ে পিসীকে নিয়ে আসা হল?
  • Atoz | 161.141.85.8 | ০৩ মে ২০১৮ ০০:১৯375900
  • মেসো আউট
    পিসি ইন
    ঃ-)
  • i | 147.157.8.253 | ০৩ মে ২০১৮ ০৪:৪২375901
  • @S, মে ০২, ১০ঃ৪৪ এ এম

    সে ভদ্রলোক অসম্ভব নিঃসঙ্গ-এমনও তো হতে পারে।
    আর একজন একটু বেশি কথা বলা, একটু সেজেগুজে থাকা বয়স্ক মানুষকে দেখে কোলকাতায় নতুন স্পিসি হয়েছে এন আর আই দের বাবা মা এইরকম মন্তব্য করা যায় !! খুব খারাপ লাগল। সচরাচর টই তে লেখা থেকে নানা কারণে দূরে থাকি। এই পোস্টে এতটা খারাপ লাগল যে না জানিয়ে পারলাম না।
  • S | 202.156.215.1 | ০৩ মে ২০১৮ ০৫:০১375902
  • @i, কিন্তু আমি তো বলিনি যে উনি খুব খারাপ মানুষ। বলেছি এনারা সব প্রিভিলেজ্ড কাস্টোমার এখন।

    "একটু সেজেগুজে থাকা বয়স্ক মানুষকে দেখে কোলকাতায় নতুন স্পিসি হয়েছে এন আর আই দের বাবা মা এইরকম মন্তব্য করা যায়" এটা আপনি নিজে বানিয়েছেন। সেজেগুজে থাকা বয়স্ক মানুষ লিখেছি অন্য উদ্দেশ্যে। ভেবেছি যে উনি হয়তো কাজের মধ্যে এসেছেন। আর নতুন স্পিসিস লিখেছি অন্য উদ্দেশ্যে। সবাইই তো বলছে যে কোলকাতা এখন বুড়ো লোকেদের শহর হয়ে যাচ্ছে। বয়স্ক লোকেরাই বলছেন।

    বাই দ্য ওয়ে আমার নিজের বাবামা এবং ইনলজরাও সব এই স্পিসিসেই পরে। আর এজ শেমিং কথাটাও আমিই একমাত্র এই টইতে লিখেছি।

    আমারও খুব খারাপ লাগলো যে আপনি আর্ধেক পড়ে এবং আর্ধেক বুঝে চট করে মন্তব্য করে দিলেন। বোধয় টইতে লেখালেখি আরেকটু বাড়ালে আপনার এই সমস্যাটা কাটবে। ছায়ার সঙ্গে যুদ্ধ করাটা বন্ধ হবে।
  • i | 147.157.8.253 | ০৩ মে ২০১৮ ০৫:০৭375903
  • অকারণ গাত্রে ব্যথা আমি করি না। ধন্যবাদ।
  • S | 202.156.215.1 | ০৩ মে ২০১৮ ০৫:০৮375904
  • আরেকটা কথাও লিখে দেই। দেড় কোটি লোকের শহরে কেউ নিঃসঙ্গতা কাটাতে ব্যান্কের লোকের সাথে এক্সট্রা কথা বলবে, এটা বোধয় বাড়াবাড়ি ব্যাপার হয়ে গেলো। যেখানে পিছনে অনেক লোক অপেক্ষা করছে।
  • S | 202.156.215.1 | ০৩ মে ২০১৮ ০৫:২১375905
  • কোলকাতার লোকেদের আরেকটা খারাপ স্বাভাব দেখলাম গতবার। আগে মুম্বাইতে এটা দেখেছি। লোকে খুব অন্যের কাপড় চোপড় মাপে। মানে কিরকম কাপড় পড়ে আছো সেটা দেখে বোঝার চেস্টা করে এর সাথে কি টোনে কথা বলবো। জঘণ্য চিন্তাভাবনা।
  • i | 147.157.8.253 | ০৩ মে ২০১৮ ০৫:২৬375907
  • আপনি বরং, কোল্কাতার নিন্দামন্দ নামে একটা টই খুলুন। তাতে লিখতে থাকুন।
    এই টই 'আলিঙ্গনাবদ্ধ হই' যখন, তাতে আপনার মন্তব্য গুলি যেমন মানাচ্ছে না, আমার ঝগড়া করাও না। ঃ)
  • S | 202.156.215.1 | ০৩ মে ২০১৮ ০৫:৩৩375908
  • জানলাম যে আপনি খুব কড়া নজর রাখেন যাতে কোনও টইতে অফ টপিক আলোচনা না হয়। টই আর চিন্তাভাবায়ও পুলিশিং চলবে। নো ওয়ান্ডার কোলকাতায় এইসব মারধোরের ঘটনা ঘটে।
  • i | 147.157.8.253 | ০৩ মে ২০১৮ ০৫:৪১375909
  • আমার আগের পোস্টের শেষ লাইন পড়ে আপনার যদি 'চিন্তাভাবনায় পুলিশিং চলবে' মনে হয় এবং তার সঙ্গে মারধোরের ঘটনা রেলেট করতে পারেন তো বেশ। আমার কোনো বক্তব্য নেই। এমনকি রসবোধের অভাব নিয়েও নয়।
  • S | 202.156.215.1 | ০৩ মে ২০১৮ ০৫:৪৯375910
  • স্মাইলি দিলেই রস আসে বুঝি?

    আর এতো পার্সোনালি নিচ্ছেন কেন ব্যাপারটা? বললাম তো আমার নিজের বাবামায়েরাও ঐ স্পিসিসের মধ্যেই পরেন। উনাদের বয়স নিয়ে কিছু লিখিনি, লিখেছি তাঁদের অ্যাটিট্যুড নিয়ে।
  • কল্লোল | 116.203.143.108 | ০৩ মে ২০১৮ ০৮:২৪375911
  • পুলুশ??? খুব ভীষন, ভয়ানক, সাংঘাতিক ব্যতিক্রম না হলে পুলুশ এসব ক্ষেত্রে সুযোগ নেয় (অ্যাথলিট পিংকি মনে পড়ছে? ঢাকুরিয়া লেক বা ভিক্টোরিয়া কি সুভাষ সরোবরে - পুলুশ নিয়ে অভিজ্ঞতা অনেকেরই আছে)। কাজেই তারা যে কিছু করবে না সেটাই দস্তুর। এবং সেটা সব আমলেই।
    কিন্তু অম্বিকেশ দাওয়াইয়ের ভয়ে অম্বিকেশ নিজেই চুপ করে থাকছেন না, তো অন্য পরে কা কথা। ভাঙ্গড়ের আন্দোলনকারীরা পঞ্চায়েতে মারধোর খেয়ে, কোর্টে গিয়ে হোয়ট্স-আপে মনোনয়ন জমা করছেন, আর অত্তো বড়ো সংগঠিত পাট্টি - আঁমাঁদেরঁরঁ মাঁরঁচেঁ বলে হাত গুটিয়ে বসে আছে, কখন বিজেপি পাল্টা মারবে, তার আশায়। ধ্যুস।
    যাই হোক, দমদমে ও অন্যান্য জায়গায় প্রতিবাদ হয়েছে - হোক আলিঙ্গন ডাক দিয়ে। আম্মো ছিলাম। বড় আনন্দ হলো।
    হ্যাঁ, জানিয়ে রাখি ভাঙ্গরের বেশ কিছু প্রতিবাদীকে ইউএপিএতে গ্রেপ্তার করা হয়েছে।
  • PT | 213.110.242.19 | ০৩ মে ২০১৮ ০৮:৩৮375912
  • "`আঁমাঁদেরঁরঁ মাঁরঁচেঁ বলে হাত গুটিয়ে বসে আছে"
    মানে হাত খুলে মারতে বলচ? তো সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই নিয়ে অত নাকি কান্না কাঁদলে কেন? তখন তিনোদের হয়ে অতিবদ অতিবামেরা ধ্যাষ্টামো করছিল। আর তখন বামেদের সমর্থন করলে আজকে জোড়াফুলের হাত ধরে পদ্মফুলের এই রমরমা দেখতে হত না। এখন মারলে আবার মানবাধিকারের ভেক ধরে তিনোদের সমর্থনে রাস্তায় নামবে নাতো?
    পন্ডিতদের ভ্ন্ডামো তো এখন মাত্রাহীন গগনচুম্বী!!
  • s | 50.133.85.66 | ০৩ মে ২০১৮ ০৮:৪৩375913
  • ব্যাপারটা যেভাবে সরলভাবে রিপোর্টেড হয়েছে, সেটা পুরো স্টোরি নয় বোধহয়। বোধহয় বললাম এই জন্য যে অল্টারনেট ভার্সনটা ভেরিফাই করার উপায় নেই।
    সেই ভার্সন বলছে যে এই কাপল অনেকক্ষণ থেকেই ট্রেনের মধ্যে ঘুরে ঘুরে বিভিন্ন যাত্রীর কাছে দাঁড়িয়ে হাগ, কিস, কিম্বা এর ওর শরীরের বিভিন্ন যায়গায় হাত দিচ্ছিল। অনেকটাই লোককে জোর করে দেখানোর জন্য। চুমু খেতে খেতে গলা পর্যন্ত নেমে আসছিল। মানে এক কথায় সামান্য ইরোটিক প্রেমের প্রদর্শন চলছিল। প্রথমে লোকজন বিরক্ত হলেও কিছু বলে নি। তারপর ট্রেনে ভীড় বাড়লে এবং এসব চলতে থাকলে লোকজন কিছু কমেন্ট করে। তার উত্তরে ছেলেটা প্রচুর এটিটিউড দেখায়, এবং একটা ঝগড়া ঝাঁটি হয়। শেষ অবদি যেটা দাঁড়ায় দমদম দাওয়াইতে।
    মারুধোর তো নিসন্দেহে নিন্দনীয়, সে নিয়ে দ্বীমত নেই, কিন্তু যেমতি কবি আত্মহারা হয়ে বলছেন যে নিরীহ ও অবোধ কপোত কপোতীদের ঈর্শাপরায়ন বুড়ো শকুনেরা ঠুকরে দিয়েছে, ব্যাপারটা অতো সরলও না।
    আমেন।
  • s | 84.143.56.93 | ০৩ মে ২০১৮ ০৮:৪৫375914
  • আর পিটিদাকে সাষ্টাঙ্গপ্রণাম। এই সুতোয়ও সফলভাবে তিনো সিপিয়েম এনে ফেলেছেন। (/\)
  • sm | 52.110.149.137 | ০৩ মে ২০১৮ ০৮:৪৭375915
  • কল্লোলবাবু দের এই হোক আলিঙ্গন ব্যাপার টা ঠিক বুঝতে পারছিনা। এখানে পুলিশি অত্যাচারের ব্যাপার নেই ; কিন্তু,একটা নিষ্ক্রিয়তার অভিযোগ খাটে।আদৌ পুলিশ ছিলো কিনা কে জানে!
    প্রতিবাদটা কি বয়ষ্কো মানুষ দের নবীনদের ওপর আক্রমণের জন্য না আলিঙ্গন ব্যাপারটা আরো ছড়িয়ে দেওয়া যায় ,সেই হেতু?
    যারা, আইন হাতে তুলে নিয়েছিল তাদের শাস্তি দিতে পারে পুলিশ;প্রপার আইডেন্টিফিকেশন এর পর।এ বিষয়ে পুলিশের বড় কর্তা ব্যক্তিদের কাছে লিখিত অনুরোধ জানানো যেতে পারে।
    যদি সমাধানের ইচ্ছে থাকে তবে যুবক যুবতীদের জন্য আলাদা স্পেসের জন্য দাবি জানানো
    যেতে পারে। সেটাই বাস্তবচিত ডিসিশন হতে পারে।
    কিন্তু আমার ইচ্ছে-- হোক আলিঙ্গন, এইরকম ভাবধারা নিয়ে চললে, বেশি বেশি রকম ভালোবাসার বহি: প্রকাশ পাবলিক প্লেসে ঘটবে।আরো বেশি করে অনভিপ্রেত ঘটনা ঘটবে।
    নেট রেজাল্ট- আর বেশি এই রকম ইনসিডেন্ট।
    কিন্তু লক্ষ্য হওয়া উচিত ইনসিডেন্ট কমানো, তাই নয় কি?
    আপনার কি মনে হয়?
    আন্দোলনে আবেগ বেশি; যুক্তি কম --এটা কি ঘটনা?
  • T | 165.69.191.252 | ০৩ মে ২০১৮ ০৮:৫৭375916
  • s নির্ঘাত রেডিও জকির ভার্সনটি শুনেছেন। তা উনি তো ওঁর কোন এক বোনের বয়ান শোনালেন, বললেন মেয়েটি কমলা রঙের জামা পরেছিল, এদিকে আবাপর ছবিতে দেখা যাচ্ছে যে সবুজ জামা। :)) আর অফিসটাইম ইত্যাদিতে মেট্রো ফাঁকা এইসব কেউ বিশ্বাস করবে!! মেট্রো কোনো সময়ে ফাঁকাই বা থাকে আজকাল!
  • dc | 132.164.65.227 | ০৩ মে ২০১৮ ০৯:০০375918
  • কল্লোলদার আলিঙ্গন আন্দোলন সমর্থন করলাম ঃ)
  • dc | 132.164.65.227 | ০৩ মে ২০১৮ ০৯:০২375919
  • আর পিটিদা ট্রোলিং এফর্টকেও সেলাম জানালাম। ট্রোলিং হো তো অ্যায়সা! :d
  • | 144.159.168.72 | ০৩ মে ২০১৮ ০৯:৪১375920
  • এই 'অল্টারনেট ভার্সান' নামক বিশ্বঢপটি হিসংএর দেবতনু হিন্দু অস্মিতা খেলতে গিয়ে হাজার দশেক গালি খাবার পর চাড্ডি ব্রিগেড মাঠে নামিয়েছে। কেউ কেউ সাথে আবার দিল্লি মেট্রোর নিতান্ত নীরিহ একটা ভিডিও বেঁকিয়েচুরিয়ে সাথে ছড়াচ্ছে।
    হিসংএর ফলোয়াররা সর্বত্রই এই অল্টার্নেট ভার্সানের গুল্পটা ছড়িয়ে চলেছে।
  • সিকি | 158.168.40.123 | ০৩ মে ২০১৮ ০৯:৫৪375921
  • এটাই আমারও মনে হচ্ছে। দেবতনু খিস্তি খাবার পরেই হিসং এই অল্টারনেট ভাষ্যটি মাঠে নামিয়েছে। এই আরজে চৈতালি নিজে হিসং নয় তো? এই রকমের মাস কানেক্ট করা পার্সোনালিটির তরফে এই ধরণের ভিইও - খুবই বিপজ্জনক।

    আমার মতে, কদিন আগেই কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে যে রকম গণ চিঠি গেছিল ঐ লোকটির নামে, যার জেরে কোটাক মাহিন্দ্রা লোকতিকে স্যাক করে, এই চৈতালির ক্ষেত্রেও এই রেডিও স্টেশনে গণহারে চিঠি লেখা উচিত।
  • Fëanor | 128.185.75.71 | ০৩ মে ২০১৮ ০৯:৫৭375922
  • বিগ এফএম একটু চাড্ডিপন্থী স্টেশন বলেই মনে হয়। আমি তো মাঝে মাঝে শুনি...
  • | 144.159.168.72 | ০৩ মে ২০১৮ ১০:২১375923
  • এবং এই প্রসঙ্গে অমিত মালব্যর সেই কমেন্ট ভুলবেন না কমরেডগণ। সেই নেহেরু এবং বিজয়লক্ষ্মী পন্ডিতকে নিয়ে।
  • লোচবক্ষুলা | 132.171.27.111 | ০৩ মে ২০১৮ ১১:৫৩375924
  • তবে চারদিকে এই ভয়ানক বৃদ্ধব্যাশিং, বুড়োভাম ইত্যাদি পড়ে পড় ভয়ানক বিরক্ত ও বিচলিত বোধ করছি।
    নীতিপুলিশ চিরকালই ছিল, আমাদের সময় ছোকরারা ক্যালতো আর অপেক্ষাকৃত বয়স্করা, সে লোকাল কমিটির নেতা বা পাড়ার কাকা হোক, সাদা জামায় কাদা না লাগিয়ে উস্কানী কিংবা ডিরেকশন দিতেন। তা সেইসব ছোকরারা এখন বৃদ্ধ হয়েছেন, এখন ক্যালাচ্ছেন, এইতো। আর মেট্রোক্যালে দুয়েকজন পক্ককেশের ছবি দেখা গেছে মানে কি সেই চত্ত্বরে বা সেই মবে কোন অল্পবয়সী ছিলনা নাকি। আনন্দবাজারের পোস্টে, ফেসবুকে নীতিপুলিশ বাহিনীতেতো কুল ডুডদের কমতি দেখছিনা।
    যদ্দুর দেখলাম, এই বৃদ্ধব্যাশিংএর ব্যাপারটাও খবর কাগজ থেকেই এসেছে।

    মরাল পুলিশিং চিরকালই ছিল, আবার অল্পবয়সে সমাজসংসার উপেক্ষা করে পিডিএতে বেশ একটা রোমাঞ্চও হয়। আগে বাওয়ালির ভয় আরো বেশী ছিলবিশ্বায়নজনিত পাশ্চাত্য উদাহরণও এত সুলভ ছিলনা, তাই অতটা সাহস হতোনা, এখন কিঞ্চিত খোলামেলা হাওয়া, অন্তত এসবের জবাব তো দেওয়া যাচ্ছে।

    পাবলিক প্লেস তো দূরের কথা, নিজের ঘরে কে আসছে যাচ্ছে সেই নিয়েই যা ছিল। নেহাত সন্দেহজনক ও ভীষনদর্শন অনকে বন্ধুবান্ধব ছিল, তাই আর্লি যৌবন শুধু চাপা হুমকির ওপর দিয়ে কাটিয়ে দিয়েছি, না হলে পাড়ায় পাড়ায় কত ক্যাল খেতাম ভাবলেও গা শিউরে ওঠে।
    তা সেসবে সব মধ্যযৌবন বা এমনকি সমবয়সীদেরই অংশগ্রহণ ছিল। বয়স্করা হঠাত করে কোন জোয়ারে বাঁধ দিলেন বুঝতে পারছিনা। নাকি যুবকেরা ক্যালালে কোন ব্যপারনা, বুড়োদের এত রোয়াব কেন? কে জানে।

    সমাজের কথাই যদি হয় বাপু, আমাদের সমাজ বয়স্কদের জন্যে উদার, বন্ধুত্বপূর্ণ, সহজ - কোনটাই নয়। বাতিলের খাতায় ফেলে দেওয়ার জন্যে সবাই অস্থির। এতদিন বুড়োভাম ইত্যাদি প্রগতিশীল শব্দ ছিলনা, এখন বেশ ইন থিং হয়ে গেল। চৌদিকে নিতান্ত তরুণরা এসবের সমর্থনে উদ্বাহু নৃত্য করছে, কনসার্নটা তো তরুণ মাথায় এমন মধ্যযুগীয় মগজ কেন সেইটা মনে হয়।

    মব ভায়োলেন্স, গণপ্রহার, হেনস্থা ইত্যাদি ও তাতে উৎসাহদান শাস্তিযোগ্য অপরাধ এবং অপরাধীদের আইনী বাটাম দেওয়া হোক এই চাই। আইঅন শৃঙ্খলার সিরিয়াস সমস্যা, জলপুলিশ সিআইডি সিবিআই স্কটল্যান্ড ইয়ার্ড তদন্ত করুক এবং হিংস্র জনতাকে যথাযথ বাটাম দিক, অথবা আইনত হরিনামসংকীর্তন করুক।

    নীতিপুলিশ আছে, থাকবে, পাড়ার ছেলেদের হিংসে হবে (মাঝে মধ্য অন্যলোকে হিংসে করলে মন্দ লাগে না এও অস্বীকার করে লাভ কি, প্রেম ফ্লন্ট করাও এনজয়েবল ব্যাপার, অবশ্য পরকীয়ার ক্ষেত্রে বোধয় অন্যরকম কেস), প্রেমিক প্রেমিকারা আওয়াজ খাবে, সেসব আটকানোর রাস্তা দেখিনা, আর ব্যাপারটা হেনস্থা বা হিংস্রতায় না গেলে খুব বেশি এফর্ট দিয়েও লাভ কি।
    কিন্তু দুটি জর্জাজড়ি দেখে আমার কোন গোপন অনুভূতি টাটিয়ে উঠলো আর দিলাম কেলিয়ে, এইটা নট ডান, যেই করুক, এ বেআইনী কাজ, আইন শৃংখলার সমস্যা, প্রতিকার ও নিবারণ হোক।

    কিন্তু এই বৃদ্ধব্যাশিং খুব খারাপ জিনিস হচ্ছে, খুবই খারাপ।

    এইসব কথা আগেও সবাই বলেছে, আবার বল্লাম আরকি।
  • লোচবক্ষুলা | 132.172.27.24 | ০৩ মে ২০১৮ ১২:০৭375925
  • আর হিসং ইত্যাদি যে বদের হাড়ি তা নিয়ে বিন্দুমাত্র দ্বিমত আমার নেই, এবং দক্ষিণপন্থী রাজনীতির এইসব বিষয়ে মোটামুটি ঘোষিত এজেন্ডা নিয়েও অবগত, কিন্তু নীতিপুলিশ নিয়ে এদের একা দোষ দিয়ে আর কি হবে।
    পাশ্চাত্য ভোগবাদী চক্রান্তে অবক্ষয়ী সংস্কৃতির ঘুণপোকা দমনের এফর্ট তো কম দেখিনি। এইসব হচ্ছে একটি ঘোড়ার আত্মজবানী। উচ্ছ্ন্ন, উশৃঙ্খলতা, অবক্ষয় এইসব বিষয়ে আমার থেকে কে বেশী জানে, হুঁহুঁ ঃ)
  • dc | 132.164.65.227 | ০৩ মে ২০১৮ ১২:৩১375926
  • লোচবক্ষুলার সাথে একেবারে একমত। এর মধ্যে বৃদ্ধব্যাশিং টেনে আনার কোন মানে হয়না, যেখানে ইন ফ্যাক্ট মোড়লগিরি দেখাতে যুবকরা কোন অংশে পিছপা হয়না। আর মোড়লগিরি নানা অছিলায় চিরকাল ছিল, পাড়ায় পাড়ায় ছিল, এই মেট্রো ইনসিডেন্টের অছিলায় বুড়ো বলে গাল দেওয়ার কোন মানে পাচ্ছিনা।
  • T | 165.69.191.252 | ০৩ মে ২০১৮ ১২:৪২375927
  • এই জিনিস এখানে না রাখলে অধর্ম হ'ত। যে মাইরি পুরোটা দেখতে পারবে...

  • র২হ | 233.186.138.21 | ০৩ মে ২০১৮ ১৩:১১375929
  • এ দেখা যায় না,উফ।
    কাঁচা সবুজ যুবসমাজ, কবির কি সুন্দর কল্পনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন