এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 181.49.169.219 | ১৩ মে ২০১৮ ১৩:৫২376064
  • হ্যাঁ এখানে জেন্ডার ইস্যুও কিছু আছে হয়তো। তবে আমি রাইট লিবারটারিয়ান হয়েও জেন্ডার বা সেক্সুয়ালিটি অ্যাগনস্টিক। যেকোন জেন্ডারের মানুষ নিজে নিজে, দুজন, তিনজন বা যতোজন ইচ্ছে মিলে পাবলিকলি যাই করুক না কেন আমার কোন আপত্তি নেই, তারা নিজেরা বা গ্রুপ হিসেবে অন্যের স্পেসে ইনট্রুড না করলেই হলো।
  • sm | 52.110.149.219 | ১৩ মে ২০১৮ ১৩:৫৭376065
  • হানু ,তো আজীব যুক্তি দিচ্ছে। হোক আলিঙ্গন কেসে নিউজ রিপোর্ট অনুযায়ী,মার খেয়েছিল ছেলেটি প্রথমে তার পর তাকে বাঁচাতে মেয়েটি। যেকোন জিনিস কে দুর্বোধ্য করে ফেলাই কি একমাত্র উদ্দেশ্য!
  • sm | 52.110.149.219 | ১৩ মে ২০১৮ ১৪:০০376066
  • মানে নাইট ক্লাবের জিনিস পত্র রাস্তায় এনে ফেললে ডিসি র কোন আপত্তি নাই। আমার তো আছে।
    বাচ্চাদের ব্যাপারটা ভেবে দেখেছেন?তাদেরকেও রাস্তা ঘাটে চলতে হয়।
    সিনেমাতেই বা কেন সেন্সর থাকে!
  • dc | 181.49.169.219 | ১৩ মে ২০১৮ ১৪:৩১376067
  • সিনেমায় যে কেন সেন্সর থাকে এটা আমি একেবারেই বুঝতে পারিনা। এমনিতেও ব্যপারটা আমার খুব অপমানজনক মনে হয়, আমি সিনেমার কোন জায়গা দেখবো আর কোন জায়গা দেখবো না সেটা অন্য একজন ঠিক করে দেবে এটা ভাবলেই মনে হয় সেন্সারের পেছনে দুটো লাথ মারি।

    আর বাচ্চারা এমনিতেও চৌবাচ্চা হয়, ওদের নিয়ে অসুবিধে নেই।
  • সিকি | ১৩ মে ২০১৮ ১৫:৩০376068
  • আপনারা মজা করে লিখছেন কিনা বুঝতে পারছি না, না করে থাকলে সুস্থ হয়ে উঠুন - এইটুকুই কামনা করি। বড় অসুস্থ লাগছে এইসব চাপানউতোর পড়ে।
  • dc | 181.49.169.219 | ১৩ মে ২০১৮ ১৫:৩৯376069
  • আমি তো অন্তত সিরিয়াসলি লিখছি।
  • গোপন সোর্স | 172.247.72.199 | ১৩ মে ২০১৮ ১৬:৫৯376070
  • পাশের বন্ধুটি মোবাইলে পানু চালিয়ে আনমনে মাস্টারবেটিং লোকটার দৃষ্টি আকর্ষন করছিল এই ভিডিও অভিযোগকে প্রামান্য করে তোলার জন্যে - আসল ঘটনার এই বাকি সত্য এখনো কোনো রেডিও জকির কানে ওঠেনি?
  • cm | 37.62.56.110 | ১৩ মে ২০১৮ ২২:৪৬376071
  • dcবাবুর কানের দোরে একটু ভেঁপু বাজাতে মন চায়।
  • amit | 213.0.3.2 | ১৪ মে ২০১৮ ০৫:২৬376072
  • ইয়ে মানে dc-, আপনার বক্তব্য ঠিক কি ? কেমন গুলিয়ে যাচ্ছে সব। একটু হাতে ধরা এর মতো সাধারণ ইস্যুর সাথে পানু দেখা , কন্ডোম এড সবকিছু ঘেটে ঘ হয়ে যাচ্ছে।

    একজোড়া ছেলে মেয়ে একটু হাতে হাত রেখে বা হালকা জড়িয়ে ধরে ট্রাভেল করলে সেটাতে অন্য লোকের প্রবলেম কি হতে পারে মাথায় আসছে না, একটা সাধারণ ভালোবাসার প্রকাশ। ভালোবাসা এবং সেক্স এক্ট দুটো এক নয়, এটাই কেন এক করে দেখছি আমরা ?

    মেট্রোতে যে ঘটনাটা হয়েছে, অতি বাজে জ্যাঠামির নমুনা এবং যারা মেরেছে, তাদের কে প্রপার পুলিশ কেস দেওয়া হোক। কিন্তু তার সাথে ফ্রেঞ্চ কিস , পানু দেখা ইত্যাদি এসব আসছে কোদ্দিয়ে ? ফ্রেঞ্চ কিস বা আরো বেশি কিছু, পাবলিক প্লেস এ কিন্তু বিদেশেও আমি খুব একটা দেখি না । ইন জেনারেল লোকে জানে কোথায় থামতে হয় আর পাবলিক প্লেসের সীমাটা ঠিক কোথায়, সব কিছু আইনের খাতায় 100-% লেখা থাকে না। কোনো দেশেই না। বিদেশেও কেও পাবলিক প্লেস এ যদি শারীরিক ভাবে কেও বাড়াবাড়ি করেন (আমি অন্তত দেখি নি, হয়তো নিউস ব্লপের্স আসে মাঝে সাঝে), তখন পুলিশ কেস ঠুকে দেয় পাবলিক অবসেনিটি র জন্য। এখন CCTV-এর হওয়াতে তো আরো ধরার সুবিধে। UK-তে দু এক বছর আগে এক বিখ্যাত ফুটবলার কে এক রাত জেলে ভরা হয়েছিল, বিকেল বেলা একটা ফ্যামিলি পার্ক এর পার্কিং প্লেস এ নিজের গাড়ির মধ্যে একটু বেশি রকমের বাড়াবাড়ি করায়, পুলিশ এর যুক্তি ছিল নিজের গাড়ি প্রাইভেট প্লেস হলেও পার্কিং প্লেস তা পাবলিক। কিন্তু ওখানে কোনো দাদুরা এসে পেটান নি, আইন আইনের রাস্তায় চলেছে।

    আমার বক্তব্য, পাবলিক ঠেঙাবে কেন ? তাদের কে কেও আইনের বা মরালিটির ঠেকা দিয়েছে ? কেও সামান্য জড়িয়ে ধরে ট্রাভেল করলে তাদের মাথা ঘামানোর কথাই নয়, কিন্তু সেটা কারো অশ্লীল লাগলেও প্রমান নিয়ে পুলিশর কাছে যান। আপনার হাত তোলার কোনো অধিকার নেই। পিরিয়ড।

    আর বাসে ট্রামে যেসব লোকজন অশ্লীল ব্যবহার করেন, সেটা ইভ টিসিং হোক, বা এই জানোয়ার টির মতো স্বমেহন, প্রমান সহ সোজা পুলিশ কে রিপোর্ট করা হোক। এই ক্ষেত্রে মেয়েটির অনেক অভিনন্দন প্রাপ্য, একদম ঠিক কাজ করেছেন, ছবি তুলে পুলিশ রিপোর্টিং। পাবলিক ধরে পেটালে সেটাকে আর যাই হোক আইনের শাসন বলে না।

    আমিও আগে ভাবতুম, গণধোলাই হয়তো ঠিক ওষুধ, কিন্তু এখন যেভাবে পাবলিক গরু খাওয়া থেকে লাভ জিহাদ সবকিছু নিয়ে গণ ধোলাইয়ে মেতে উঠেছে, তাতে হিতে বিপরীত হচ্ছে বেশি।
  • dc | 132.164.24.82 | ১৪ মে ২০১৮ ০৬:৫১376074
  • অমিত বাবু খুব ভালো লিখেছেন। আমি পুরোপুরি মব ভায়োলেন্সের বিরুদ্ধে। কারুর কিছু আপত্তিজনক মনে হলে পুলিশকে বলুক, পুলিশ যা ব্যবস্থা নেবার নেবে।

    এবার পাবলিক প্লেসে বিহেভিয়ার আর তার সীমা। আমার ফিলসফি হলো, আমি নিজেকে নিয়ে থাকি, অন্যের ব্যপারে নাক গলাইনা। কাজেই পাবলিক বা প্রাইভেট স্পেসে কে কি করল, নেকিং না পেটিং না আর কিছু, এ নিয়ে আমার কোন আপত্তিও নেই, ইন্টারেস্টও নেই। কেউ করতে চাইলে করবে, তাতে আমার কি? আর আপনি যেমন লিখেছেন, এসব সাধারনত খুব বেশী সংখ্যায় করে না, এটাও ঠিক। মাঝে সাঝে একজন দুজন বা তিনজন করলেই বা কি, আমি অন্তত আপত্তি করব না, ইগনোর করে চলে যাব। একজন আরেকজনের প্রাইভেট স্পেসে ইনট্রুড করলে সেটা আপত্তিজনক মনে করি, তাছাড়া আর কিছুতে আপত্তি নেই।

    "একজোড়া ছেলে মেয়ে একটু হাতে হাত রেখে বা হালকা জড়িয়ে ধরে ট্রাভেল করলে সেটাতে অন্য লোকের প্রবলেম কি হতে পারে মাথায় আসছে না, একটা সাধারণ ভালোবাসার প্রকাশ। ভালোবাসা এবং সেক্স এক্ট দুটো এক নয়, এটাই কেন এক করে দেখছি আমরা ?"

    আমি এক করে দেখছি না। বলছি যে কোনটাতেই আমার ইন্টারেস্ট নেই বা নাক গলানোর ইচ্ছে নেই। অন্যে কে কি করছে তাতে আমি কেন মাথা ঘামাব?
  • sm | 52.110.151.215 | ২১ মে ২০১৮ ০৯:২৬376076
  • কি অবস্থা!
  • sm | 52.110.150.216 | ২১ মে ২০১৮ ১০:৪৬376078
  • কি রাবিশ লেখা রে বাবা!
    যেমন বাংলা, তেমনি ফালতু বিষয় উত্থাপনা।
    এর চেয়ে গণশক্তি পড়া ভালো।
  • amit | 213.0.3.2 | ২১ মে ২০১৮ ১১:২৮376079
  • হ্যা, দোষটা যুগল দের-ই বটে। বাস যে চালাচ্ছে, তার আবার রাস্তা দেখার কি দরকার-? চারপাশের প্রকৃতির শোভা দেখাই তো তার কাজ।
  • sm | 52.110.150.216 | ২১ মে ২০১৮ ১২:০৩376080
  • যথারীতি বুঝতে পারে নি। যেকোন লেখা পড়লে ই আবেগতাড়িত হয়ে পরে।
    এখানে কে দোষী আর কে নির্দোষ কমেন্ট করা হয়েছে কি ?
  • T | 165.69.191.253 | ২১ মে ২০১৮ ১২:১০376081
  • সচলের ঐ মুখফোড়ের লেখাটা তো লেজেন্ড অ্যাদ্দিনে। এই গুরুতেই বোধহয় বার পাঁচেক শেয়ার হয়েচে। একদম অ্যাপ্ট, এবং সর্ব্বদা দেখা যায় যে রিগ্রেসিভ ছাগলগুলোর মর্মস্থলে আঘাত করে বেশ।
  • sm | 52.110.150.216 | ২১ মে ২০১৮ ১২:১৪376082
  • ব্যাস, গুটি গুটি খোআঁড় থেকে বেরিয়ে পড়েছে।
    খুব ভালো লেখা, যাও আবার ঢুকে পড়।
  • সিকি | 158.168.40.123 | ২১ মে ২০১৮ ১২:১৫376083
  • খুব জেনেবুঝেই তো লেখাটার লিং দিলাম। একদম ঠিক জায়গায় গিয়ে লেগেচে :)
  • dc | 181.49.191.5 | ২১ মে ২০১৮ ১২:২১376085
  • এই লেখাটা আগে পড়েছি, অন্য কোথাও লিংক পেয়ে। দুর্ধর্ষ লেখা। তামিলনাড়ু ও বুন্দেলখন্দের এমন সহাবস্থান আর কোথাও পাইনি। ইন ফ্যাক্ট আদমচরিত সিরিজের অনেকগুলো গল্পই বারবার পড়ার মতো।
  • T | 165.69.191.253 | ২১ মে ২০১৮ ১২:২৩376086
  • ওরে ব্রহ্মবাল, কোন লেখা ভালো আর কোনটা খারাপ তার জন্য তোর মতো ছাগলদের সার্টিফিকেটের নিতে হবে নাকি! ফোট বে ভাগাড়ের মাল।
  • sm | 52.110.150.216 | ২১ মে ২০১৮ ১২:৫২376087
  • হি, হি।ডজন দর।
  • T | 165.69.191.253 | ২১ মে ২০১৮ ১৩:০০376088
  • 'ডজন দর' ব্যাপারটার কাছে তো আপনার কৃতজ্ঞ থাকা উচিত। স্পেসিফিক্যালি ডজন দরে কেনা কন্ডোমের কাছে।
  • sm | 52.110.150.216 | ২১ মে ২০১৮ ১৩:০৪376089
  • মাথাটা পুরো পেগলে গেছে!
  • T | 165.69.191.253 | ২১ মে ২০১৮ ১৩:০৮376090
  • বুঝলেন না। এ বাবা, নাকি খেলতে নেমে লজ্জা পেলেন। ধুসস। এ হপ্তায় আর কিচ্ছু আনারস দেওয়া হবে না।
  • sm | 52.110.150.216 | ২১ মে ২০১৮ ১৩:১০376091
  • বার্ণল, বার্ণল!
  • modi | 188.17.174.227 | ২১ মে ২০১৮ ১৬:৩৯376092
  • Name: T

    IP Address : 165.69.191.253 (*) Date:21 May 2018 -- 12:23 PM

    ওরে ব্রহ্মবাল, কোন লেখা ভালো আর কোনটা খারাপ তার জন্য তোর মতো ছাগলদের সার্টিফিকেটের নিতে হবে নাকি! ফোট বে ভাগাড়ের মাল।
    ----------------------------------
    রেস্টুরেন্টে একে কেটে খাওয়ানো নিয়ে এত কান্ড হচ্ছে নাকি?
  • kanthal gach | 174.100.25.49 | ২২ মে ২০১৮ ১১:৩৭376093
  • ইনি অখাদ্য এবং অবধ্য। সারসংক্ষেপ করলে দাঁড়ায় দিদিরভাই।
  • . | 222.76.254.98 | ২৩ মে ২০১৮ ০৯:২৮376094
  • sm এবং T এই ঝগড়া কিন্তু ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে যা কামনীয় নয়। দুজনেই একটু সংযত হোন দয়া করে।
  • amit | 213.0.3.2 | ২৩ মে ২০১৮ ১০:৩৩376096
  • শুরুটা কিন্তু T-এর দিক থেকে কখনো হতে দেখা যায়নি। সুতরাং আর একজন সংযত হলেই কাজ হয়ে যায়।

    কিন্তু বহু টোয়িতে তেনার বহুজনকে উদ্দেশ্য করে মণিমুক্তো ছড়ানো আছে, সেগুলো দেখে সেটার সম্ভাবনা কমই মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন