এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.174.168.121 | ০২ মে ২০১৮ ০৯:৪৩375864
  • Ishan :d
  • sm | 52.110.148.25 | ০২ মে ২০১৮ ০৯:৪৬375865
  • সবাই কিন্তু ঝগড়া করছে;মীমাংসার দিকে কেউ যাচ্ছে না।এই বুড়ো শ্রেণীর মধ্যে নিজের মা বাবাও পড়ে।
    হোকচুমুর, রেজাল্ট দেখা যাচ্ছে প্রেসিডেন্সির পারফরম্যান্স তালিকায়।ভারী লজ্জাকর পরিস্থিতি!
    বিলেতে যেমন রাস্তা ঘাটে জনতা ফ্রেঞ্চ কিস করতে পারে;আমাদের দেশ অতটা ম্যাচিওর হয়ে ওঠেনি।
    যদিও বিলেতে হরবখত এমন দৃশ্য দেখা যায় না।
    আবার তরুণ তরুণী দের স্পেস ও চাই । নিরাপত্তা চাই।সোশ্যাল মিক্সিং চাই।
    বুড়ো বুড়ি আর ছোকরা ছুকরী যেন পরস্পরের প্রতিপক্ষ না হয়।
    এই স্পেসটা দিতে ডেটিং কেন্দ্র, পার্ক, প্রেক্ষাগৃহে স্পেশাল ব্যবস্থা রাখা উচিত ।
    এতেই সুস্থ মানসিক বিকাশ ঘটবে।
    আগের দিন যেমন নচিকেতা বলে কে একজন লিখলো; যারা, মার মার বলছে তারা সবাই মনে মনে রেপিস্ট।
    এমনটা হয়তো নয়।
    ওই নচিকেতা ভদ্রলোক টিও কখনো সখনো বকার শকার গালাগালি দিয়েছে। তার মানে মনে মনে রেপিস্ট হয়ে যায়নি।
    এগুলো হচ্ছে চায়ের বেঞ্চ গরম করা বুকনি।
    সমাজে অল্প বয়স্কদের জন্য কিভাবে স্পেস ছাড়া হবে, তার চিন্তা ভাবনার সময় এসেছে।
  • PT | 160.129.67.44 | ০২ মে ২০১৮ ০৯:৪৮375866
  • যারা এই জঘণ্য পরিবেশেও সারাক্ষণই ৩৪ খোঁজে বা দেখায় তাদের ডেডিকেশনের জন্যেই বোধহয় রাজ্যটা ক্রমশঃ ভাগাড়ে পরিণত হচ্ছে। যে পরিবর্তনের পক্ষে তারা সওয়াল করেছিল সেই একমুখি রাস্তা তো ভাগাড়েই গিয়ে শেষ হচ্ছে।
  • sm | 52.110.148.25 | ০২ মে ২০১৮ ০৯:৫৩375867
  • #হোকভাগাড়।
  • dc | 132.174.168.121 | ০২ মে ২০১৮ ০৯:৫৮375868
  • কোথায় সেই বুজিরা যারা এই পরিবর্তন এনেছিল? এখন কি তারা একটাও চুমু খাবেনা?
  • sm | 52.110.148.25 | ০২ মে ২০১৮ ১০:০২375869
  • সমস্ত সামাজিক বাঁধা অতিক্রম করে ,একটি চুমু তো তাদের প্রাপ্য।#হোক চুমু।
  • T | 165.69.191.251 | ০২ মে ২০১৮ ১০:০৪375870
  • পিটিদার বুজী আক্ষেপ মাইরি কখনই যাবে না। কল্লোলদাকে এই নিয়ে একটি প্রতিবাদ মিছিলের ডাক দিতে অনুরোধ করি। :)
  • PT | 160.129.67.44 | ০২ মে ২০১৮ ১০:০৫375871
  • NRI বা দেশী, সব বুজীই এখন লেজ গুটিয়ে হাওয়া। অম্বীকেশী দাওয়াই-এর ভয়ে শুধু এখনো বামেদের গালাগাল দিয়ে যাচ্ছে। প্রয়োজন মত তিনো ও বিজেপি যেকোন দিকে ঢ্লার জন্য সেটা বেশ নিরাপদ অবস্থান।
  • sm | 52.110.148.25 | ০২ মে ২০১৮ ১০:০৯375872
  • আমি কিন্তু বরাবর ই বিজেপি পন্থী। লোকে আমায় তিনো মুলী ভাবে।
    পিটি ভাবে, বাম বিরোধী!
    কল্লোলবাবু, পিটি কে বিজেপি পন্থী ভাবে।
    আমি আর পিটি একই রাজনৈতিক ভাব ধারায় বিশ্বাসী!))
  • :))) | 195.220.101.15 | ০২ মে ২০১৮ ১০:১০375874
  • গুরুর কিসি বুথে ঈশান, কল্লোল, হানু আর পিটিকে দেখতে চাই!
  • | 144.159.168.72 | ০২ মে ২০১৮ ১০:১৩375875
  • বুজিরা চুমু খাবে? না আলিঙ্গনাবদ্ধ হবে? উফ্ফ্ফ আবাপ পাগল হয়ে যাবে তো গপ্পো লিকতে লিকতে।

    হ্যাঁ টিমির পোস্ট দেখে মনে পড়ল, কলকাতায় এবং কিছুটা মফস্বলেও এত উৎকট লাইট লাqগিয়েছে, যেখানে একটা ১০০ ওয়াটে কাজ হয় সেখানে হাজার দুহাজার ওয়াট লাগিয়ে রেখেছে ... কি লেভেলের গোরু ছাগল মাইরি! এই উৎকট লাইটের চক্করে গাছ ঝিমিয়ে পড়ছে, ফুল ছোট হয়ে যাচ্ছে অথবা আদৌ ফুল ফুটছেই না, পাখি কমে যাচ্ছে। পুরো ইকোসিস্টেমের পিন্ডি চটকে ছাড়ছে!
  • sm | 57.11.93.213 | ০২ মে ২০১৮ ১০:১৬375877
  • হানুর ,দাড়িতে উকুন। ওকে দাড়ি কেটে আসতে হবে।
  • T | 165.69.191.251 | ০২ মে ২০১৮ ১০:১৬375876
  • আহা, উন্নয়ন তেজোদীপ্ত হয়ে উঠছে তো।
  • সিকি | ০২ মে ২০১৮ ১০:১৭375878
  • একটি বয়স্ক মানুষ খচরামি করলে, তাকে গাল দেবার সময়ে বুড়ো বলে সম্বোধন করার মানে বোধ হয় সমগ্র বুড়োদের জেনারেলাইজ করে গাল দেওয়া নয়। সে রকম ভাবে কেউই বলেছে বলে মনে হল না।
  • S | 194.167.2.96 | ০২ মে ২০১৮ ১০:২১375879
  • এজ শেমিংটাও বন্ধ হউক। আগের জেনারেশন বলবে যে এই জেনারেশন গোল্লয় গেছে। আর এই জেনারেশন বলবে যে পরের জেনারেশন গোল্লায় গেছে। সেটা স্বাভাবিক। এমনকি আমি যখন পেরেম করি তখন সেটা পাবিত্র, আর তোর বেলায় সেটা পানু। এটাও জেনারাল চিন্তাভাবনা। কিন্তু এইসব নিয়ে লোককে মারধোর করাটা একেবারে মানসিক বিকারের সমান।

    তবে কোলকাতা মেট্রোতে বুড়ো বনাম ছুড়োর একটা ঠান্ডা লড়াই চলে, সেটা গতবারও দেখেছি। আর কোলকাতার লোকেরা জেনারালি খুব ক্ষেপে আছে। রসিকতা করে কথা বললেও মারতে আসে। যখন বোঝে যে মজা করছি, অবাক হয়ে যায়।
  • sm | 57.11.28.14 | ০২ মে ২০১৮ ১০:২৫375880
  • এসে গেল ভুল ভাল যুক্তি!পুরো পোস্ট জুড়েই অসহিষ্ণুতা।
    ছোকরা গুলো বখে গেছে বললেও জেনেরালাইজ করা হয় আর ছোকরারা,
    বুড়ো গুলোর দম নেই, জাপানি তেল লাগবে বললেও একই ব্যাপার।
    দুটোই যেন প্রতিপক্ষ!
  • S | 194.167.2.96 | ০২ মে ২০১৮ ১০:২৮375881
  • এসেম কি আমার পোস্টের উত্তর লিখলেন?
  • dc | 132.174.168.121 | ০২ মে ২০১৮ ১০:২৯375882
  • "কোলকাতার লোকেরা জেনারালি খুব ক্ষেপে আছে। রসিকতা করে কথা বললেও মারতে আসে"

    ১০০% সত্যি। কলকাতায় যখনই ঘুরতে যাই, অবাক হয়ে দেখি পাবলিক কি পরিমানে ক্ষেপে থাকে আর কথায় কথায় ঝগড়া শুরু করে। আর সে ঝগড়া থামেই না! এমনকি অটোতে এক দু টাকা ভাড়ার জন্য অটোচালক আর যাত্রীকে ঝগড়া করতে দেখেছি।
  • S | 194.167.2.96 | ০২ মে ২০১৮ ১০:৩১375885
  • ডিসিদা ব্যান্ক পোস্টাপিসে কাজ করাতে যাই। বলে দেয় অনেক সময় লাগবে। আমি বলি আমার কোনও তাড়া নেই, আপনি যতখুশি সময় নিন। বলে এদিক ওদিক তাকিয়ে শিস দিতে থাকি। দেখি সবাইকে ছেড়ে আমার কাজ সবার আগে করে দেয়। এইবারে বাকিদের সেকি রাগ।
  • sm | 57.11.28.14 | ০২ মে ২০১৮ ১০:৩১375883
  • না, সিকির পোস্টের উত্তরে। আপনার আমার বক্তব্য, এই ক্ষেত্রে অনেক টা একই রকম।
  • | 144.159.168.72 | ০২ মে ২০১৮ ১০:৩২375887
  • এক টাকা দু টাকা তো অনেক। জাস্ট কোনও কারণ ছাড়াই খেঁকিয়ে থাকে পাবলিক।

    গুরুত্রেও দেখা যায় তো, কলকাতা বা পঃবঃ তে থাকা পাবলিক টইটই করে ঝগড়া করে চলে বা ঝগড়া লাগাবার চেষ্টা করে চলে :-)
  • Fëanor | 128.185.75.71 | ০২ মে ২০১৮ ১০:৩২375886
  • এখানে আর ইকোসিস্টেমের ব্যাপারটা এনো না। এখন উন্নয়ন চলছে। ওই আলোটালো দেখে রঞ্জন বন্দ্যোপাধ্যায় টাইপ লোকজনের পরমা ফ্লাইওভারের ওপর অর্গ্যাজম হয়। ইকোসিস্টেম এবং বাকি সব জিজিতে গেলেও কারো কিস্যু এসে যায় না।
  • T | 165.69.191.251 | ০২ মে ২০১৮ ১০:৩৩375888
  • হিন্দু সংহতির লোকজন কেসটায় কনফিউজড হয়ে একসা। নির্ঘাত ভেবেছিল, সনাতন সংস্কৃতির জয়গান গেয়ে জ্যায় সিরাম বলে অভিনন্দন আসবে। উলটে বাপ মা তুলে খিস্তি খেয়েছে। এ মাইরি চ্রম। অ্যাদ্দিনকার সযত্নে লালিত ধম্মোষাঁড় কিনা কাঁঠালের ভুতি দেখেই দৌড়লো। আবার সব কেঁচেগন্ডুষ। :))
  • dc | 132.174.168.121 | ০২ মে ২০১৮ ১০:৩৮375889
  • ওরেব্বাপ ব্যাংক পোস্টাপিসের কথা না তোলাই ভালো ঃ(
  • S | 194.167.2.96 | ০২ মে ২০১৮ ১০:৪৪375890
  • কোলকাতায় একটা নতুন স্পিসিস তৈরী হয়েছেঃ এনারাইদের বাবামা। ডলার ভাঙালে যেহেতু এখনো ৬৫ টাকা আসে (এখন তো আরো বেশি), আর যেহেতু কোলকতায় মাসে ৫-৬লাখের চাকরী প্রায় নেই, তাই এরা সব হনু কাস্টোমার।

    আগেরবার দেখি একজন লোক ব্যান্কে এসেছেন সেকি সুন্দর জামাকাপড় পরে। বুট পালিশ টালিশ করে। টাই আর স্যুটটা বাকি ছিলো। তা ভাবলাম যে হয়তো কাজের ফাঁকে এসেছেন। না, দেখি বসেই আছেন আর ব্যান্কের ছেলেটির সাথে কথা বলেই চলেছেন। তার ছেলে অস্ট্রেলিয়ায় থাকে। তা সেখানকার গল্প হলো কিছুক্ষন। তারপরে ছেলের সাথে নিজে একবার হোয়াটসাপে কথা বললেন। তারপরে ব্যান্কের ছেলেটির সাথে কথা বলালেন। তারপরেও বসেই আছেন। ব্যান্কের ছেলেটিও বলতে পারছে না যে এইবারে তো হলো, ফর্ম ফিলাপটা বাড়িতে বসেও করতে পারেন। সব প্রিভিলেজ্ড ক্লাস।
  • sm | 57.11.92.141 | ০২ মে ২০১৮ ১০:৫১375891
  • ব্যাংকের লোকজন পটিয়ে পটিয়ে মিউচ্যুয়াল ফান্ড এ ইনভেস্ট করিয়ে ছাড়বে!
  • PT | 213.110.242.24 | ০২ মে ২০১৮ ১৭:২৭375893
  • "তা হলে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।"
    আমি যারপরনাই নিশ্চিন্ত হলাম এটা পড়ে যে অন্ততঃ এক্জন এই ব্যাপারটির উল্লেখ করেছেন। যারা প্রকাশ্যে আলিঙ্গনের পক্ষে সওয়াল করে নালে ঝোলে হচ্ছে তারা প্রায় কেউই এই বিষয়টি নিয়ে কিছু বলতে চায়নি। অম্বিকেশী দাওয়াই-এর ভয়ে বোধহয় এরাজ্যের স্বরাস্ট্র দ্প্তরকে কেউ চটাতে চায় না। কিন্তু এই ঘটনা, পরশু দিন রাত বারোটা পর্যন্ত আমার পাড়ায় দড়াম দড়াম করে বাধাহীন জলসা, খাবার প্লেটে ভাগাড়ের মাংস কিংবা মনোনয়নপত্র জমা দিতে গেলে পিটাই, এ সন্ব কিছু মাইক্রো ও ম্যাক্রো ব্যাপার-স্যাপার একসঙ্গে দেখলে অতি অবশ্যই সিদ্ধান্তে আসতে হয় যে রাজ্যে আইনের শাসন বলতে কিস্যু নেই। প্রকাশ্যে চুমু খাওয়ার পক্ষে সওয়াল করার আগে চুমু-খেকোদের নিরাপত্তার জন্য সওয়াল করা হোক।
  • কল্লোল | 116.203.149.30 | ০২ মে ২০১৮ ২২:২৭375894
  • দমদম সহ কলকাতার বেশ কিছু জায়গায় হোক আলিঙ্গন হয়েছে। কোন গন্ডোগোলের খবর নাই।
    আর প্রতিবাদ করতে গেলে মারধোর খাওয়া তো কব্বেকার ব্যাপার। গুলি চলবে বলে কি আর খাদ্য আন্দোলন হয়নি?
  • PT | 213.110.242.19 | ০২ মে ২০১৮ ২৩:০৯375896
  • প্রশ্ন সেটা নয়। "দমদমে নাম, তোদের দেখছি" বলে যারা দমদমে নামিয়ে ছেলেটিকে পেটাল সেটা ঘটল স্টেশন চত্বরে যেখানে অন্ততঃ ২-৩ টে পুলিশ থাকার কথা। সেই পুলিশগুলো কি করছিল?

    এই হিংস্রতাটা সর্বব্যাপি হয়ে চলেছে, দেখতে পাচ্ছ না? আরেক তাপসীর কাহিনী। নামবে নাকি রাস্তায় কেউ?
    "আট মাসের গর্ভবতী ছিলেন তাপসী। ওই অবস্থায় টেনে হিঁচড়ে ভ্রুণ বের করার মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।.....`অভিযুক্তরা প্রত্যেকেই শাসকদলের সক্রিয় সমর্থক হওয়ার জন্য পুলিশ বিষয়টি ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের।"
    https://ebela.in/state/mysterious-death-of-a-house-wife-at-alipuduar-dgtl-1.776595?ref=hm-ft-stry
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন