এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 129.74.180.59 | ০১ মে ২০১৮ ১৯:২১376168
  • বিশ্বব্যাঙ্ক আর বিশ্ববাল। পিটিদা সেদিন লিঙ্ক দিয়েছিলেন, তাই আজ আর দেব না। ছাগলরা যেন খুঁটে খায়।

    ওয়েবসাইটে $200 millon IDA credit বলে জ্বলজ্বল করছে। সেজন্য IDA credit কী জিনিস তার লিংক দেওয়া হ'ল।
    http://ida.worldbank.org/about/what-ida
  • modi | 202.36.27.4 | ০১ মে ২০১৮ ১৯:২৫376169
  • হিন্দী সিনেমা খুবই বাড়াবাড়ি করে। কিন্তু মেয়েদের বিরক্ত করে গেলে কাজ হতেও পারে এটা অনেক কালচারেই কিছু না কিছু আছে।

    http://dilbert.com/strip/1991-04-07
  • T | 129.74.180.59 | ০১ মে ২০১৮ ১৯:৩১376170
  • হিন্দী সিনেমার এই মেয়েদের বিরক্ত করা পুরোটাই তো আদতে দখলদারি দেখানো। ঘোড়া অবাধ্য, সুতরাং কী করে তাকে পোষ মানানো যায়। এইসব আর কী।
  • S | 194.167.2.96 | ০১ মে ২০১৮ ১৯:৩৮376171
  • আরে তা না। বয়স্ক নায়ক বাবরী চুল আর মোটা ভুড়ি নাচিয়ে ঝিন্ক্চ্যাক গানে লিপ দিয়ে হাঁটুর বয়সী নায়িকাকে ইম্প্রেস করতে চেস্টা করছে। সেখানে নায়িকা যদি প্রথম লাইনেই রাজী হয়ে যায়, তাহলে ১) গানটা হবেনা, ২) সিনেমাটাও হয়তো হবেনা, ৩) নাহিকাকে সবাই ঐ সিকিবাবু যা লিখেছে সেগুলো বলবে। সেক্ষেত্রে নায়িকা পরের সিনেমাটা পাবেনা।

    প্রথম সিনেই নায়িকা নায়কের প্রেমে পড়ে গেলে রোমান্টিক সিনেমায় তারপরে যাসব দেখাতে হবে তাতে জনতার সানি দেবীর অ্যাডের কথা মনে পরে যাবে।
  • T | 129.74.180.59 | ০১ মে ২০১৮ ১৯:৩৯376172
  • :))
  • T | 129.74.180.59 | ০১ মে ২০১৮ ১৯:৪২376173
  • ক্ষুব্ধ নচিকেতা কখনও বলেন, “আসলে এটা যৌন ঈর্ষার বহিঃপ্রকাশ।” কখনও তাঁর বক্তব্য, “এই মানুষদের বয়কট করুন প্রতিবেশীরা। তাঁদের জানানো হোক, আপনি একটি পবিত্র অনুভূতিকে নষ্ট করেছেন।” ভবিষ্যৎ সময়ের দিকে তাকিয়ে ওই মানুষদের প্রতি তাঁর পরামর্শ, “নিজেদের সংশোধন করুন। কারণ, যে তালিবানেরা বুদ্ধ মূর্তি ভেঙেছিল, তাঁদের থেকে খুব কম অপরাধ নয় এটা।”

    কিন্তু, কেন এ রকম ঘটনা ঘটল? নচিকেতার মতে, “আসলে ওঁরা (ওই যুগল) দুর্বল ছিল। ওই ছেলেটার কোমরেই যদি পিস্তল গোঁজা থাকত... তা হলে...।” না! তা হলে বোধহয় এ রকম ঘটনা ঘটত না। “উল্টে ওই মানুষেরাই দৌড়ে পালাত।” নচিকেতার মতে, এটা আসলে ক্ষমতার জোর দেখানোর ফল। “...এটাই আসলে এক ধরনের মৌলবাদ। এর একটা যোগ্য জবাব দেওয়া উচিত।” কারণ, তাঁর কথায়, “যে মানুষেরা ওই মেয়েটির গায়ে হাত দিল, তারা আসলে মারল না। আসলে ওই মেয়েটিকে ওরা মনে মনে রেপ করল। সেটা মার হয়ে বেরোল। এই প্রত্যেকটা লোক আসলে রেপিস্ট। ওদের খুঁজে বার করে থানায় নিয়ে আসা উচিত।”

    নচিকেতা, আনন্দবাজার। ওওম।
  • Ishan | 202.189.128.15 | ০১ মে ২০১৮ ১৯:৪৮376174
  • পিস্তল না থানা? কোন পথে মুক্তি? আমি কনফিউজড। কাল গ্রুপেও দেখলাম, একজন লিখেছেন, এদের পাবলিক দিয়ে পেটানো উচিত। আমি প্রচন্ড কনফিউজড হয়ে জিগালাম, কিন্তু এরাই তো পাবলিক। তিনি আরও রেগে বললেন, তাও পেটানো উচিত। কিন্তু আমি তার উত্তরে বললাম, পাবলিক দিয়ে পাবঐককে পেটানোর প্রস্তাব জীবনে এই প্রথম শুনলাম, তখন সবার আগে তিনিই হেসে কুটিপাটি হলেন।
  • T | 129.74.180.59 | ০১ মে ২০১৮ ১৯:৫২376175
  • আপাতত রাজ্যের যা অবস্থা, তাতে থানা আর পিস্তল মোটামুটি একই দিকে।
  • cm | 37.62.206.180 | ০১ মে ২০১৮ ১৯:৫৫376176
  • এক্সপ্রেস অ্যাভেনিউ চেন্নাইএ
  • S | 194.167.2.96 | ০১ মে ২০১৮ ২০:০২375841
  • নচিকেতার কথাগুলো ঠিক আছে। কিন্তু ঐ কোমরে পিস্তল গোঁজা থাকার কথাটা একেবারেই ভুল এবং অপ্রয়োজনীয়।
  • T | 129.74.180.59 | ০১ মে ২০১৮ ২০:০৪375842
  • ওটা চেগে গিয়ে বলে দিয়েছে। :)
  • dc | 132.164.101.152 | ০১ মে ২০১৮ ২০:০৮375843
  • আচ্ছা গুন্ডারা কি সত্যি সত্যি কোমরে পিস্তল গুঁজে ঘোরে? মানে ব্যাপারটা ভয়ানক টেনশানের তো!
  • T | 129.74.180.59 | ০১ মে ২০১৮ ২০:১১375844
  • পিস্তল ঠিক আছে। সেফটি লক যদি থাকে। ওয়ান শটার গুলো বেশ চাপের। কিন্তু ঐ জন্যই ওঁয়ারা মহাপ্রাণ।
  • dc | 132.164.101.152 | ০১ মে ২০১৮ ২০:১৭375845
  • হুম।

    তবে দুটো গুন্ডার কথোপকথন এরকম হতে পারেঃ

    গুন্ডা ১ঃ অ্যাই আমার কোমরে এটা দেখেছিস? পিস্তল গোঁজা আছে, বেশী বকবি তো একদম ঠুকে দেব।

    গুন্ডা ২ঃ শোন ওসব রং অন্য জায়গায় দেখাবি, বুঝেছিস? আমি পিঠের ব্যাগে অ্যাটোম বোম নিয়ে ঘুরি, ঝেড়ে দিলে তোর চোদ্দ পুরুষ সাফ হয়ে যাবে। ভালো চাস তো কেটে পড়।

    গুডা ১ঃ ইয়ে, আচ্ছা তাহলে আরেকদিন কথা হবে ভাই।
  • একক | ০১ মে ২০১৮ ২০:২১375846
  • কেনো টেনশন কিসের ,তুমি কি গুন্ডাদের কোমরে কাতুকুতু দেবে ঠিক কোরেছিলে ??

    কাট্টা চলে কলকাতায়। পিস্তল কথার কথা।
  • | ০১ মে ২০১৮ ২০:২৪375847
  • না না পিস্তল সমাধান নয় তবে পিস্তলের কোণা দেখলেও ওই দাদুগণের ল্যাজ দুই পায়ের ফাঁকে নেমে যেত। বরম অন্য কেউ কিছু বললে বা এগোলেও এঁয়ারা অদৃশ্য চাঁদ তারা ফুল পাখি দেখতে ব্যস্ত হয়ে পড়তেন।

    এইজন্যই আমি লোকজনকে বিশেষত মেয়েদের সঙ্গে টেজার গান টাইপ জিনিষ রাখতে বলি। নিজেও পঃবঃ এ যাই সময় সঙ্গে নিয়ে যাই, ব্যাগে রেখে দিই।
  • dc | 132.164.101.152 | ০১ মে ২০১৮ ২০:২৬375848
  • নানা আমি কেন গুন্ডাদের কোমরের কাছে যাব? আমি বেচারা গুন্ডাদের কথা বলছিলাম।
  • amit | 149.218.65.104 | ০২ মে ২০১৮ ০৬:৫০375849
  • যে দামড়া বুড়োগুলো মেট্রোতে খাপ গিরি দেখাচ্ছিল, ছবি দেখে তাদের কাওকে ইডেন্টিফাই করা যায়নি ? সব তো কেঁচোর মতো লুকিয়ে পড়েছে। টিপিকাল মব মেন্টালিটি, দলে থাকলে বেমক্কা কাওকে ধরে পেটানোর সাহস, আর একা থাকলে খাটের তলায়।
  • Tim | 140.126.152.224 | ০২ মে ২০১৮ ০৭:৫৩375850
  • পাবলিককে পাবলিক দিয়ে পেটানোটা যাতা হয়েছে ঃ-)))

    পিডিএ নিয়ে বাঙালীর কী মনে হয় সেটা তিনোভুল আসার পরে পরেই বাড়ি গিয়ে শুনেছিলাম। গিয়ে দেখি সে পেল্লাই ব্যাপার গামা গামা হ্যালোজেনে পাড়া ছেয়ে গেছে, সেই রাস্তাতেই ল্যাম্পপোস্ট আছে, সেগুলো কাজও করে কিন্তু হ্যালোজেনের কাছে তাদের মনে হচ্ছে লম্ফ। লাইট পলিউশনে আকাশ দেখছি না পচাদার দোকানের তেলচিটে চাটাই বোঝা ভার। পাড়ার জেঠুরা পুজোমন্ডপে, নবদূর্বাদলেরা ক্লাবে ইসে করার ব্রেকে, এবং মাসিমার পিএনপিসির ঝক্কি সামলে কোনমতে বাইট দিলেন, মর্মার্থ মোটামুটি এক -" খুব ভালো হয়েছে, এবার অসভ্যতা বন্ধ হবে"। তো, এই তো বঙ্গসমাজ, এর আবার বুকপকেট!
  • Atoz | 161.141.85.8 | ০২ মে ২০১৮ ০৮:১০375852
  • পাবলিককে পাবলিক দিয়ে পেটানোই হল গিয়ে "গোরুর হিতের নিমিত্ত গোরু কর্তৃক গোরু শাসন" ঃ-)
  • dc | 132.174.168.121 | ০২ মে ২০১৮ ০৮:২২375853
  • লাইটের কথায় মনে পড়লো, যাদবপুর ইউনিতে পেল্লায় পেল্লায় লাইট বসানো হয়েছিল যাতে সন্ধেবেলা কোন অন্ধকার না থাকে, আর কেউ যাতে ঝোপ বুঝে কোপ না মারতে পারে।
  • sm | 116.203.138.74 | ০২ মে ২০১৮ ০৮:৩১375854
  • যদুপুরে, লাইট বসানো ভালো সিদ্ধান্ত। নয়তো ওটা নেশার আখড়া হবে।
    পাড়ার এলিওয়েজ গুলো তেও আলো বসানো ভালো সিদ্ধান্ত। এতে,অসামাজিক কার্যকলাপ কম হয়।
  • T | 165.69.191.251 | ০২ মে ২০১৮ ০৮:৪২375855
  • "চুমু খাওয়া, সেক্স করা হল প্রকৃতি| এতে আপত্তি করার জায়গা নেই| প্রাইভেট প্লেসে, আড়ালে এগুলো করা হল সংস্কৃতি| সংস্কৃতির চর্চা সমাজকে এগিয়ে নিয়ে যায়| আর পাব্লিক প্লেসে, রাস্তাঘাটে এগুলো করা বিকৃতি| বিকৃত আচরণ সমাজকে কলুষিত করে। যারা মেট্রোতে কেলিয়েছেন, তাঁদের সেন্স অফ সোস্যাল রেস্পন্সিবিলিটিকে স্যালুট জানাই| আমার ছেলে বড় হয়ে বিয়ে করুক, অনেক সন্তানের জন্ম দিক - স্বাগত | কিন্তু রাস্তাঘাটে কুকুর পাঁঠার মত আচরণ করলে ওকে রাস্তাতেই যে ক্যালাবে তাঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করে আসবো|" -- দেবতনু ভট্টাচার্য, হিন্দু সংহতি।

    এই পোস্টের নীচে পাবলিক (মানে হিন্দু সংহতির হিন্দু ভাইবোনেরা :))) যে লেভেলে খিস্তি করছে ওকে ভাবা যায় না। :) রোজকার হোয়াটঅ্যাবাউটারিকে লোকে হোয়াটঅ্যাবাউটারি দিয়েই ধুয়ে দিচ্ছে। যেমন, "যে সমাজে প্রকাশ্যে জনসমক্ষে মানুষ মূত্র ত্যাগ করে যা পশু-কুকুরসুলভ এক আচরণ এর সমান তখন কোথায় থাকেন আপনার মতো ভারতীয় সংস্কৃতির বহনকারীরা.!!?? "

    এছাড়াও রয়েছে জিজ্ঞাস্য, "আপনাদের মতো লোকেদের হার্ট অ্যাটাক হয় না কেনো"। স্টেটমেন্ট, "অপদার্থ, অশিক্ষিত"।
    পিকিউলিয়ার হতাশা, "সবে সবে ইনফিনিটি ওয়ার রিলিজ হয়েছে, অনেক অ্যভেঞ্জার মারা গিয়েছে, সব যুবক যুবতির মুড অফ, আর এই সময়েই আপনার পচা সামাজিক দায়ীত্ব পালন করতে হলো? ল্যাওড়ালোশন থরের হাঁতুড়ি তোর সোগায় গুঁজবো"। রসিকতা, 'নারীর পাশে দাঁড়াতে পারছে না বলেই এত রাগ'। থ্রেট, "সাহস থাকলে বুড়োটাকে কমেন্ট করতে বলুন।" চিন্তন, "ভাইসব, পোস্ট ডিলিট মারার আগে, আরো দুটো খিস্তি মারুন।" যৌবনের নির্ঘোষ, "সিনিয়ার মানুষ, এই শেষ বয়েসে এসে নাতির বয়েসি ছেলে - মেয়ে দের কাছ থেকে গালি শুনছিস, সবাই থু দিচ্ছে, তুই করে কথা বলছে, খুব ভালো লাগছে তাই না? মানে বিজ্ঞবিচি গিরি দেখাতেই হবে, তোদের মতো পাবলিকের জন্য দেশ টা এখনো 3rd world country তে পরে আছে, যতদিন না তোদের মত এই পচা সংস্কৃতির বুড়ো গুলো পটল তুলছে ততদিন এ দেশের উন্নতি হবে না।" সামাজিক মতামত, "খায় ডাল। বোঝে বাল"। উপদেশ, "দাদু আপনি বরং জাপানি তেল এ বেগুন ভেজে খান"। হতাশা, "কাজের সময় কাউকে পাওয়া যায় না।" রাজনৈতিক ডাক, "হোক চুম্বন। কাল দমদম মেট্রো।" এবং কর্ত্তব্যের ডাক, #westbengal_police।

    উফফ,:))
  • dd | 59.205.216.122 | ০২ মে ২০১৮ ০৮:৫৩375856
  • সবাই মিলে অ্যাতো "বুড়ো বিরোধী" হয়ে যাওয়ায় খুবই চিন্তিত আছি। আবার চুলে কলফ করতে হবে। "বুড়ো"টা যে গালাগাল তা অ্যাদ্দিন জানতুম নে।
  • PT | 160.129.67.44 | ০২ মে ২০১৮ ০৯:১৭375857
  • সবই ঠ্কঠাক চলছে মনে হচ্ছে। ঠিক যেমনটি হওয়ার কথা ছিল সে রকমই। মানে ভাগাড়ের আবহাওয়া যেমনটি হয়..... জমিতে বমি উঠে আসা গন্ধ .... শকুন চক্কর মারছে আকাশে....
    শুধু ভাগাড় আর ভাগাড়ে সীমাবদ্ধ নেই.....গ্রাস করে নিচ্ছে গোটা রাজ্যকে..... মানুষজনকে।
  • dc | 132.174.168.121 | ০২ মে ২০১৮ ০৯:২৫375858
  • বুড়ো ইত্যাদি বলে গালাগাল দেবার কোন মানে হয় না। ইন ফ্যাক্ট পিডিএ প্রসঙ্গে অনেক আরেসেস ভক্ত যুবকবৃন্দ যেরকম গোঁড়ামি দেখায় তাতে অনেক বুড়োকেও লজ্জায় ফেলে দেবে।
  • dc | 132.174.168.121 | ০২ মে ২০১৮ ০৯:২৯375859
  • ভ্যালেন্টাইনস ডের প্রতিবাদ করে ইউপি এমপি তে যেসব বাঁদরামো হয়, বা অ্যান্টি রোমিও স্জোয়াড, এই সবগুলোতেই তো যোয়ানরাই অংশ নেয়। আমি মাঝে মাঝে ভাবি, এদের পার্সোনাল লাইফ বলে কি কিছুই নেই? কখনো কোন মেয়ের হাত ধরে ঘুরে বেড়ায়নি, চারপাশ অগ্রাহ্য করে কাউকে কাছে টেনে নেয়নি?
  • Ishan | 108.222.93.92 | ০২ মে ২০১৮ ০৯:৩৯375860
  • তবে আমি খালি পিটির ডেডিকেশনটা লক্ষ্য করি। ৩৪ বছরে অবস্থা কত খারাপ ছিল, সেই দিকে এই আলোচনাটাকেও নিয়ে যাবেনই। :-)
  • Tim | 140.126.152.224 | ০২ মে ২০১৮ ০৯:৪০375863
  • আমি ডিসির পোস্টের উত্তরে বললাম
  • Tim | 140.126.152.224 | ০২ মে ২০১৮ ০৯:৪০375861
  • না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন