এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 194.167.2.96 | ০৫ মে ২০১৮ ০২:০৬375997
  • সুপার মার্কেটের ফ্রোজেন মাংস জঘণ্য। এইদেশেই দেখি। ইন্ডিয়ায় তো কোনও স্ট্যান্ডার্ডই মেইনটেইন করতে হবেনা। অতেব প্রফিট বাড়ানোর উদ্দেশ্যে যাখুশি চলবে। গর্ডন র‌্যামসে ইন্ডিয়ার ট্যুরে গিয়ে শুধু একটা কথাই বলে গেলেন - ইটস সো ফ্রেস। কারণ ফ্রিজারের পুরোনো মাংস নয়।
  • lcm | 179.229.10.174 | ০৫ মে ২০১৮ ০২:২২375998
  • cm,
    থ্যাংকু ফর অমৃতি। ইট ক্যান্ট বি ফ্রম ভাগাড়। এটা এই যে, এক স্কুলে বাচ্চারা এই সাইট ইউজ করে, https://newspaper.jaguarpaw.co.uk/ ... ভেরি ইজি...
  • lcm | 179.229.10.174 | ০৫ মে ২০১৮ ০৩:০৯375999
  • ১৯৫৭-এর কথা যখন উঠলই, শুক্কুরবারে তেমন কাজও নেই, আর কবি যখন গেয়েইছেন,
    ...
    চিলির বাঁদর কামড়ায়
    নীতিগতভাবে চামড়ায়
    ...
    তো সালটা ১৯৫৭, গোটা পঞ্চাশের দশক জুড়ে চিলি-তে লেফ্‌ট্‌ উইং পলিটিশিয়ান-রা বেড়াজাল ভেঙ্গে আসতে চাইছে। সালভাদোর অ্যালেন্ডে - বাম নেতা, তিনি আবার ডাক্তার-ও বটে। তখন ছিল ডাক্তার (বা, মেড-স্টুডেন্ট) বিপ্লবীদের বাজার। তো তাকে আটকানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার-এর সরকার ঝাঁপিয়ে পড়েছে। তাদের রাইট উইং ক্যান্ডিডেট অ্যালেজান্ড্রি । আইজেনহাওয়ার ছিলেন রিটায়ার্ড আর্মি জেনারেল, ওয়ার্ল্ড ওয়ার-টু র হিরো। তিনি চান দেশে দেশে সৈন্যাবাহিনীর লোকজনকে ক্ষমতায় বসাতে। অ্যালেজান্ড্রি-র আর্মি ব্যাকগ্রাউন্ড নেই, তাই তার বায়োডাটা আইজেনহাওয়ারের খুব একটা পছন্দ ছিল না। তবু, যেভাবেই হোক অ্যালেজান্ড্রি-কে ১৯৫৮-র ভোটে জেতাতে হবে, আসল মার্কিন উদ্দেশ্য অ্যালেন্ডে-কে আটকানো --- যে আসে আসুক বাম যেন না আসে।

    এদিকে ১৯৫৭ তে পশ্চিমবঙ্গে স্টেট ইলেক্শন, পুরুলিয়া আর বিহারের কয়েকটা জায়গা পশ্চিমবঙ্গের মধ্যে এসেছে, তাই এবারের ভোটে সিট বেড়ে ২৫২ হয়েছে। একদিকে বিধান রায়-এর কংগ্রেস, আর উল্টোদিকে লেফ্ট গ্রুপ, তাতে আছে সিপিআই, ফরোয়ার্ড ব্লক, আরএসপি, প্রজা সোশালিস্ট পার্টি। বিরোধী নেতা সিপিআই-এর জ্যোতি বসু।

    মার্কিন সরকারে যথারীতি কনফিউশন। আইজেনহাওয়ার পশ্চিমবঙ্গ নিয়ে মাথা ঘামাতে চান না। এদিকে সেরকম জাঁদরেল ডাকাবুকো মিলিটারি জেনারেল নেই, দেশ সবে কিছুদিন হল স্বাধীন হয়েছে। আর কংগ্রেসে আছেন বিধান রায় - ডাক্তার - কিন্তু মধ্য বয়স্ক - নো রিস্ক। কিন্তু জন ডালেস (সেক্রেটারি অফ স্টেট) একমত নন। তার মতে সব ফোকাস হওয়া উচিত পশ্চিমবঙ্গের ইলেক্শন। যেভাবেই হোক উঠতি বাম নেতা জ্যোতি বসু-কে আটকাতে হবে (দূরদর্শী ছিলেন বটে ডালেস সাহেব)। যাইহোক এ নিয়ে বাকবিতন্ডা। শেষমেষ ঠিক হল টস করে ঠিক হবে --- কাকে আটকানো প্রায়োরিটি - চিলি-র অ্যালেন্ডে, না, পশ্চিমবঙ্গের বাসু। টসে অ্যালেন্ডে জিতলেন। তবে এই রেজাল্টে ডালেস খুবই অখুশী হয়েছিলেন।

    ব্যস, গপ্পো শ্যাষ।
  • T | 129.74.180.59 | ০৫ মে ২০১৮ ০৬:০০376000
  • খুব ভালো হয়েছে। দুটো ধোয়া তুলসীপাতা দেওয়া হ'ল।
  • PT | 213.110.242.19 | ০৫ মে ২০১৮ ০৭:৪০376001
  • "কোনোদিন হিসেব করে দেখেছেন কলকাতার স্ট্রিট ফুড এতো সস্তা কেন ?"
    গোটা ৯০-এর দশকে পুণায় থাকার সুবাদে দেখা গিয়েছিল যে পব-র শুধু মাংস-ভিত্তিক খাবার নয়, মাছ, সব্জী, জামাকাপড়, কাজের মাসী, অটোভাড়া, অমৃতি এমনকি JU-তে সরকারী টিউশন ফি পর্যন্ত অনেক বেশী সস্তা ছিল। এবং তুলনামুলকভাবে এখনো বেশী শস্তা।
    পোদো এব্যাপারে যারপরনাই বিস্ময় প্রকাশ করায় ঠাকুর জানালেন যে এ সবেরই ২০-৩০% অংশ ভাগাড় থেকে সংগৃহীত হত এবং এখনো হয়ে চলেছে বলেই এত সস্তা!!!

    "সেই অদৃশ্য শক্তিকে কেউ সিআইএ বলে, কেউ জিরাফ বলে--- নামে কি আসে যায়। তার শক্তি কম নয়।"
    এবং সেই অদৃশ্য শাক্তির প্রভাবে মুখুজ্জে মশাই দিল্লীর সমস্ত কাজ ফেলে কলকেতায় বসে রইলেন তিনোমূল নামক একটি দলের উত্থানে সাহায্য করার জন্যে। পরিণামে, যে দলটি তাঁকে পেলে-পুষে সর্বভারতীয় ও বিশ্বব্যাপী খ্যাত হওয়ার সুযোগ দিয়েছিল, সেই দলটি তাঁর তৎপরতায় একটি সাইনবোর্ডে পরিণত হল। বিশ্বের রাজনীতির ইতিহাসে সম্ভব্তঃ এটি একমাত্র ঘটনা যেখানে বামেদের আটকানোর জন্য এক পাকা রাজনীতিবিদ নিজের দলটিকে জবাই করলেন।
    এই ধাঁধার উত্তর পেতেও পঞ্চাশ বছর অপেক্ষা করতে হবে।
  • dd | 193.82.16.10 | ০৫ মে ২০১৮ ০৯:০৪376002
  • আচ্ছা এই যে উপরিউক্ত "মুখুজ্জে মশায়" , উনি ই কি কল্কি অবতার? জাস' সুপারম্যান হলেও এতোটা ঐশ্বরিক ক্ষমতা সম্ভব হতো না।

    উনি ফুস ফাস করলেন। আর শতাব্দী প্রাচীন পার্টী হারাকিরি করে ফেল্লো, অপরাজেয় লাল দুর্গো ভেঙে গুঁড়িয়ে গেলো, লুম্পেনদেবী প্রাদুর্ভুতা হলেন ..... আর পাঁচ বছর ধরেই এই খেলা চলতেই থাকলো। পশ্চিম বংগো থেকে সারা ভারতে ছড়িয়ে গেলো ট্রেন্ডমালা।

    না, না। উনি সাক্ষাত অবতার। আচ্ছা উনি কি ইলিশ মাছের দাম একটু কমাতে পারেন না? ব্যাংগালোরে ?
  • dd | 193.82.16.10 | ০৫ মে ২০১৮ ০৯:১১376003
  • হায় সি আই এ, বৃহৎ পুঁজি, মিডিয়া দানোব - তোমাদের দিন গিয়াছে। মুখুজ্জে মশাই তো একা একাই সব করে ফেললেন।
  • lcm | 109.0.80.158 | ০৫ মে ২০১৮ ০৯:২৪376004
  • টি,
    থ্যাংকু, এই ভাগাড়ে বাজারে টু পিসেস অফ ক্লিন এন্ড ফ্রেশ তুল্‌সী !

    ওহো, পোনোববাবু - তিনি অদৃশ্য শক্তি হতে পারেন, কিন্তু জিরাফ! হাইটটা ঠিক ...
  • dc | 132.164.238.12 | ০৫ মে ২০১৮ ০৯:২৮376005
  • সিআইয়ের গোপন আর্কাইভের লিক থেকে জানা গেছে যে কল্কি অবতার আসলে ওদেরই এক পুরনো অপারেটিভ।
  • PT | 213.110.242.19 | ০৫ মে ২০১৮ ০৯:৩১376007
  • আমি কি তাই বলিছি যে মুখুজ্জে মশাই একা করেছেন? বলিছি যে অদৃশ্য শক্তির প্রভাবে মুখুজ্জে মশাই এমনটি করলেন। তবে শব্দ চয়ন ঠিক হয়নি। লিখতে হত অদৃশ্য শক্তির "অনুপ্রেরণায়"-তাহলে ঠিক ঠাক বোঝা যেত। এখন তো তিনোমুলি বাংলার সময়।
  • T | 165.69.191.251 | ০৫ মে ২০১৮ ০৯:৩৭376008
  • এটা মজার। উল্টো ন্যারেটিভে খিল্লি (খ্রাপ না) কিন্তু নিজের কোর্টে বল এলেই হরি হে, হে ভগমান, হে মানুষ, হে সেই ধন্য মানুষ বলিয়া চক্ষু মুদিয়া শমীবৃক্ষ। চাম্পি কিন্তু। :))
  • dc | 132.164.238.12 | ০৫ মে ২০১৮ ০৯:৪৯376009
  • তবে এই অদৃশ্য শক্তির থিসিসটা আল্টিমেট, বুজি টুজি সিআইয়ে টিআইয়ে সব ছাড়িয়ে এক অদৃশ্য শক্তি :d

    সিপিএম কেন ২০১১এ হেরেছিল? অদৃশ্য শক্তি।
  • sm | 52.110.144.131 | ০৫ মে ২০১৮ ০৯:৫৫376010
  • অদৃশ্য শক্তি টা হেব্বি হয়েছে। সাধে আমি ভগবান বিশ্বাস করি!
    ভূতে ভয় পাই?
    কমিউনিস্টরা বিশ্বাস করেনি অদৃশ্য শক্তি এসে কেমন ডান পটকান দিলো।))
  • T | 165.69.191.251 | ০৫ মে ২০১৮ ০৯:৫৮376011
  • কিন্তু দৃশ্যমান পার্ট অর্থাৎ মানুষ থিয়োরী দিয়ে সর্বত্র ছাগলায়নকে বেশী দিন ডিফেন্ড করা যাবে না কিন্তু :))
  • lcm | 109.0.80.158 | ০৫ মে ২০১৮ ১০:০৫376012
  • দৃশ্য শক্তি চাই, তা বলবে তো। চলো, সেই ৫০-এর দশকেই চলে যাওয়া যাক।

    ১৯৫৬ হাঙ্গেরি অক্টোবর রিভোলিউশন --

    ছাত্র আন্দোলন দিয়ে শুরু, তারপর বিপ্লব যেমন হয়, অক্টোবরে (২৩শে) শুরু হয়ে নম্ভেম্বরে (১০ অবধি) গড়িয়ে যায় -- ১৮ দিন লড়াই - আড়াই হাজার মৃত, দু লাখ গৃহহীন ----

    এর প্রায় তিন দশক পরে দৃশ্য শক্তির নজর সর এগেলে, ১৯৮৯ থেকে হাঙ্গেরি-তে ২৩শে অক্টোবর ন্যাশনাল হলিডে ।

    https://en.wikipedia.org/wiki/Hungarian_Revolution_of_1956
  • dd | 193.82.16.10 | ০৫ মে ২০১৮ ১০:০৬376013
  • বাবা রে বাবা, এই ত্তো জলের মতন পরিষ্কার। অ্যাতো দিন শুধুই কনফিউসনে ছিলাম। কে যেন প্রকৃত খলনায়ক ধরতেই পারছিলাম না।

    বুঝিয়ে দিচ্ছি। এই মনে করুন কুরুক্ষেত্র। স্বয়ং সিআই এ হচ্ছেন শ্রীকৃষ্ণ। মুখ খুললেই বিশ্বরূপ। কিন্তু তিনি নিজে হাত নোংরা করেন না। সামনেই অনুপ্ররনা দিয়ে ঠেলে দিয়েছেন মুখুজ্জে বাবু কে - কলির অর্জুন। সংগে ন্যাকাটে যুধিষ্ঠির - মানে ছোটো মিডিয়া। (বৃহৎরা আবার উদিকেই)। গদা হাতে বাহুবলী, টাটা বাদ্দিয়ে বাকী সব বৃহৎ পুঁজি। আর পিছনে কল্লোল আর সংঘটিত বুজির নকুল সহদেব।

    আর বিপরীতে বাম শক্তি, রোমান সাম্রাজ্যের সেই অপরাজেয় গ্রামের মতন। সাথে শুধু টাটা বাবু আর আবাপ।

    কারা জিতলো, বলুন তো ?
  • T | 165.69.191.251 | ০৫ মে ২০১৮ ১০:১১376014
  • 'সাথে শুধু টাটা বাবু আর আবাপ' এইটা একটু ভুল হ'ল। দুহাজার সাত অনওয়ার্ডস আর আবাপ ছিল না। :)
  • T | 165.69.191.251 | ০৫ মে ২০১৮ ১০:১৪376015
  • এই কুরুক্ষেত্রের সকালে দু ফোঁটা ধোয়া তুলসীপাতা ঝরে পড়ুক। এমেন।

    https://en.wikipedia.org/wiki/Operation_Mockingbird
  • dc | 132.164.238.12 | ০৫ মে ২০১৮ ১০:১৬376016
  • না এটা পুরো ঠিক হলোনা। আবাপ এমনিতে সবসময়েই লেফ্ট ফ্রন্টের বিরুদ্ধে ছিল। কিন্তু সিঙ্গুর আর নন্দীগ্রাম প্রসঙ্গে ব্যাপক সাপোর্ট দিয়েছিল। আবাপর কাছে ব্র্যান্ড বুদ্ধ আর সিঙ্গুর প্রায় এক জিনিস ছিল। এমনকি লাস্টের দিকেও সলিড সাপোর্ট দিয়েছে। নেটে খুঁজলে এখনও নিশ্চয়ই লিংক পাওয়া যাবে।
  • dc | 132.164.238.12 | ০৫ মে ২০১৮ ১০:১৮376018
  • হঠাত একটা মজার কথা মনে পড়লো। আমার দাদু আবাপকে বলতো আন্ডাবাজার, আর ছোটবেলায় সেটা শুনে খুব মজা পেতাম। দাদুকে মাঝে মাঝে গিয়ে জিগ্যেস করতাম, দাদু তুমি কি কাগজ পড়তে চাও না? - আন্ডাবাজার ঃ)
  • T | 165.69.191.251 | ০৫ মে ২০১৮ ১০:২১376019
  • না, সিঙ্গুরের সময়তেই একমাত্র ব্র্যান্ড বুদ্ধ মার্কেটে আবাপ চালিয়েছিল, নন্দীগ্রামের পর উলটো অবস্থানে (আবাপর স্বাভাবিক অবস্থান) চলে যায়। টেলিগ্রাফ আর তারানন্দও।
  • dd | 193.82.16.10 | ০৫ মে ২০১৮ ১০:২২376020
  • কিছুদিন আগেই "তৃণমূল পন্থী বুদ্ধিজীবিদের ভূমিকা" টইটা পড়ছিলাম। সময়ের তো প্রাচুর্য্য, তাই।

    সেই ২০০৯ সাল থেকেই লেখা। গুচর তাব্বড় তাব্বড় বামবাবুরা হুলিয়ে আবাপ কোট করেছেন। ইচ্ছা হয়েছিলো কতোবার আবাপ কোট করে নিজেদের যুক্তি শক্তিশালী করা হয়েছিলো সেই স্ট্যাট দিয়ে দি'। শুধু নিউস? প্রবন্ধ, নিবন্ধ, এমন কি সম্পাদকীয়ও।

    কি হবে দিয়ে ? সেই অদৃশ্য শক্তির সাথে আর কে লড়বে? এ তো বিজেপি নয় যে দুটো সীট থেকে আবার উঠে আসবে, বা কংরেসও নয় যে যুগপুরুষ সর্বজন্য শ্রদ্ধেয় বাজপেয়ীর গর্মেন্টকে টপকে দেবে।
  • dc | 132.164.238.12 | ০৫ মে ২০১৮ ১০:২৯376021
  • ডিডিদা সেই টইটার লিংক দিন না! কাল থেকে কয়েকদিন উটি ঘুরতে যাবো, আরামসে পড়া যাবে ঃ)
  • dc | 132.164.238.12 | ০৫ মে ২০১৮ ১০:৩৩376022
  • সিঙ্গুরের সময়ে বামফ্রন্ট মিডিয়ার সলিড সাপোর্ট পেয়েছিল। যদ্দুর মনে পড়ছে বর্তমান অ্যাগ্রেসিভলি মমতাকে সাপোর্ট করতো, কিন্তু সিঙ্গুর প্রসঙ্গে ওরাও ঘোমটার আড়ালে নাচার চেষ্টা করতো। টিভিতেও যদ্দুর মনে পড়ে সিঙ্গুরের ফেভারেই প্রচার হতো। তবে টিভি সেরকম মনে নেই, শুধু সুমনের সেই দিদির সাথে হেঁহেঁ করা কয়েকটা এপিসোড ছাড়া।
  • sm | 52.110.144.131 | ০৫ মে ২০১৮ ১০:৩৬376023
  • বাপ্রে!ছুটির সময় গুরু!
    এনিওয়ে, ওই যুগন্ধর, সততার মূর্ত প্রতীক, নতুন যুগের রূপকার বুদ্ধবাবু কে আবপ ছুঁড়ে ফেলিল কোন অদৃশ্য শক্তির প্রভাবে বা অনুপ্রেরণায়? পিটি, অনেক খপর রাখে;ঠিক বলে দেবে।
  • lcm | 109.0.80.158 | ০৫ মে ২০১৮ ১০:৩৯376024
  • খাইসে! লিংলড়াই -
    আপিসের গায়েই পুরানো বই-এর দোকান ছিল, একখান বই (Twelve Days of hungarian revolution) দেখেছিলাম, তো সেটার কথা মনে পড়ল, তাই পোস্টাইলাম - - সোভিয়েত-মার্কিন শীতল যুদ্ধ নিয়ে লিংলড়াইএর কোনো চান্সই নেই।

    আর একটু পড়াশোনা করলেই দেখা যাবে যে অন্যান্য দেশের তুলনায় ভারত নিয়ে মার্কিন বিদেশমন্ত্রকের কতটা উৎসাহ ছিল। ইন ফ্যাক্ট, ১৯৭৮-৭৯ সাল হল টার্নিং পয়েন্ট। চায়না-তে লিডারশিপ চেঞ্জ হল, ডেং জিআওপিং আসার পরে চাইনিজ পলিসি চেঞ্জ হল, ১৯৭৯-এ জিমি কার্টার এর সঙ্গে জিআওপিং এর ঐতিহাসিক চুক্তি হল --- বোয়িং ৭৪৭ এয়ারক্র্যাফ্ট বিক্রি শুরু করল চিনে, কোকাকোলা সাংহাই-এর কাছে প্লান্ট খুলল.... এর পর থেকে ইতিহাস। তো এর একটা বড় প্রভাব পড়ল দক্ষিণ/দক্ষিণ-পূর্ব এশিয়াতে মার্কিন পলিসির। তো, এই সময়েই পশ্চিমবঙ্গে শুরু হল বামফ্রন্টের শাসন - তো এবার বুঝে নাও। খুব বেশি না, একটু পড়াশোনা করলেই এসব জানা যাবে।
  • T | 165.69.191.251 | ০৫ মে ২০১৮ ১১:০৪376025
  • ডিডীদা, এই দুটো টই বলছেন তো,
    ১) http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1254830237539&contentPageNum=1
    ২) http://www.guruchandali.com/blog/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1258342259569&contentPageNum=1

    তা এইবার দেখে নেওয়া যাক। যারা আবাপর লিংক দিয়েছিল, প্রথম টই থেকে,
    Name: kallol Mail: Country:
    IP Address : 220.226.209.2 Date:08 Oct 2009 -- 04:33 PM
    মাওবাদীরা কিভাবে আসে - http://www.anandabazar.com/8desh1.htm

    Name: dukhe Mail: Country:
    IP Address : 122.160.114.84 Date:21 Oct 2009 -- 10:19 AM
    http://www.anandabazar.com/21cal8.htm
    পুলিশকে তোলা না দিয়ে উল্টে তাকেই তুলে নিয়ে যাওয়া ? মাওবাদীরা নিপাত যাক । বুদ্ধিজীবীদের বুক ফেটে যাচ্ছে না কেন ?

    Name: dukhe Mail: Country:
    IP Address : 122.160.114.84 Date:22 Oct 2009 -- 05:28 PM
    @PT ,
    http://www.anandabazar.com/22swasth1.htm
    সব দিল্লির দোষ বলে চালালে হবে স্যার?

    Name: kallol Mail: Country:
    IP Address : 115.184.112.130 Date:25 Oct 2009 -- 07:57 AM
    বইটা কৌতুহলদ্দীপক। http://www.anandabazar.com/archive/1091024/24pustak1.htm
    সুনীতিবাবু সিপিআইএমএল এর প্রথম কেন্দ্রীয় কমিটির সদস্য।
    উনি তখনকার ইংরাজী মুখপাত্র লিবারেশনের সম্পাদক ছিলেন।
    সুনীতিবাবুর বক্তব্য (আবাপ র পুস্তক সমালোচনা পড়ে যতটুকু বুঝলাম), তাতে একটা ব্যাপারে খুব নিশ্চিত হলাম - আমি খুবই গরীব।

    Name: Arpan Mail: Country:
    IP Address : 216.52.215.232 Date:28 Oct 2009 -- 01:00 PM
    গুলি তো এঁর লেগেছে।
    http://www.anandabazar.com/28med1.htm
    তো, এই ভদ্রলোকও ড্রাইভার। অবশ্য ট্রেনের নন।

    Name: kallol Mail: Country:
    IP Address : 220.226.209.2 Date:28 Oct 2009 -- 03:01 PM
    জঙ্গলে পণবন্দী রাজধানী। পণবন্দীর কলমে।
    http://www.aajkaal.net/report.php?hidd_report_id=118472
    http://www.anandabazar.com/28med2.htm
    ট্রেনের চালক, সহকারী চালক ও অন্যান্য কর্মীরা প্ল্যাট্‌ফর্মেই ছিলেন।
    এঁরা যদি পণবন্দী যাত্রী হন, তাহলে সাঁকরাইলের ওসি কি ছিলেন?

    Name: dukhe Mail: Country:
    IP Address : 122.160.114.84 Date:28 Oct 2009 -- 03:15 PM
    http://www.anandabazar.com/28raj5.htm
    মুখ্যসচিবটাও মাওবাদী হয়ে গেল । কী চাপ মাইরি!

    Name: kallol Mail: Country:
    IP Address : 115.184.69.163 Date:02 Nov 2009 -- 06:56 AM
    বৌদ্ধ গীতা :- http://www.anandabazar.com/2raj1.htm
    ফলের আশা না করিয়া কম্মো করুন।

    হতাশ হবেন না, পিটিদা, র একটি পাওয়া গ্যাচে, :)

    Name: PT Mail: Country:
    IP Address : 203.110.246.230 Date:09 Nov 2009 -- 06:55 PM
    অনেকদিন পকাবুদের বিশ্রাম দেওয়া হয়েছে। দাদা-দিদিরা একটু গা তুলুন:
    মোদীর জন্য প:বাংলা থেকে দিদির দ্বিতীয় উপহার: তৃনমূলী ট্রেড ইউনিয়নের চাপে পাহারপুর কুলিং টাওয়ার্স গুজরাটে চলল। http://www.anandabazar.com/archive/1091107/7bus1.htm

    এক নম্বর টই শেষ। এই বার দুনম্বর টই,
    Name: kanti Mail: Country:
    IP Address : 125.20.11.34 Date:16 Nov 2009 -- 02:32 PM
    কবীর সুমন উবাচ, আজকের আবাপ।

    Name: kallol Mail: Country:
    IP Address : 115.184.20.150 Date:17 Nov 2009 -- 06:10 AM
    আজকে মোদের বড়ই সুখের দিন ........
    http://www.anandabazar.com/17raj2.htm
    শুধু সুমন নয়, অর্পিতা, ব্রাত্যও প্রায় একই কথা বলেছে। মমতা সুমনের অভিযোগ মানতে বাধ্য হয়েছে। বলতে বাধ্য হয়েছে ""সুমন তৃণমূলে অতিথি""। আরাবুলকে কোর কমিটি ধমকেছে। এটা কৌতুহলদ্দীপক, ধমকেছে কোর কমিটি, দিদি একা নয়।
    আর, একটা আরও ভালো।
    http://www.anandabazar.com/17desh1.htm
    জ্জিও শচীন। এই প্রথম একটা মানুষকে বোধ হয় ক্ষমা চাওয়াতে পারবে না বালের দল।

    Name: kallol Mail: Country:
    IP Address : 115.184.20.150 Date:17 Nov 2009 -- 07:00 AM
    আমার মত। মমতা কোনভাবেই সিপিএমের চাইতে উন্নত বিকল্প নয়।
    উন্নত বিকল্প হতে পারতো সিপিএম বাদে অন্য বামদলগুলো একসাথে। আজ দেখলাম বর্ধন সায়েব বিগড়েছেন। http://www.anandabazar.com/17desh2.htm
    কি জানি! সুমন ইনস্পায়ার্ড নয়তো?
    তবে, আমার ""আশ পূর্ণ হলো না"" গেয়ে বেড়াতে হবে বলেই মনে হয়।
    কিন্তু যেই আসুক সে সিপিএমের চাইতে খারাপ বিকল্প হতেই পারে না। মমতা সিপিএম এর মতই হবেন কালে কালে। একটু সময় নেবেন হয়তো। ততদিনে নাগরিক সমাজের অন্দোলন আর একটু সাবালক হবে, সেটাই আশার।

    Name: aka Mail: Country:
    IP Address : 168.26.215.13 Date:21 Nov 2009 -- 03:23 AM
    গণশক্তি কেন এইতো আবাপতে বেরিয়েছে। ওনারা বেতন নিয়ে কোন অপরাধ করেছেন বলে মনে করেন না।
    http://www.anandabazar.com/21raj2.htm
    সরকারী চাকরি পেতে গেলে পরীক্ষা টরীক্ষা দিতে হয় না? সেটা দিয়েছিলেন কেউ নাকি নাটক করলে সেসব দিতে হয় না? এক সে বড় কর এক আতাকেলানে মাইরি। আমার এনাদের নিয়ে কোন উৎসাহ ছিল না আবার অনেকের মতন গা চিড়বিড়ে রাগও ছিল না। ভেবেছিলাম নিজের মতন প্রতিবাদ করলে ক্ষতি কি। কিন্তু এখন গা চিড়বিড় করে রাগ হচ্ছে।
    http://www.anandabazar.com/16raj1.htm

    তা এদের মধ্যে ডিডীদা কাদের সিপিয়াইএম সমর্থক ধরছেন। :)) স্ট্যাট কী বলে? ভুল হলে বা লিংক মিস করে গেলে জানাবেন।
  • T | 165.69.191.251 | ০৫ মে ২০১৮ ১১:০৯376026
  • এলসিএম দা কি আমারে কইলেন। পড়াশুনো কত্তে আমার কোনো আপত্তিই নেই। :)
  • lcm | 109.0.80.158 | ০৫ মে ২০১৮ ১২:০৫376027
  • না, তা নয়। আসলে এসব সবাই জানে, তবু ঐ আর কি...
    এক সিপিএম বন্ধু একবার বলেছিল, যে জানিস লেট সেভেন্টিস-এ পশ্চিমবঙ্গে সিপিএম এল, আর ঐ সময় নাগাদ চিনে রিফর্ম শুরু হল। তো, কলকাতায় মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক স্লোগান চলছে, ওদিকে চায়না-য় ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে আমেরিকার মার্কেটের জন্য কোম্পানি। চিনে মার্কেট ইকনমির এই বাড়বাড়ন্ত শেষে প্রমোদ দাশগুপ্ত আর নিতে পারলেন না, শেষ বার যখন বেজিং গেলেন ওখানে মারাই গেলেন। ঠাট্টা করে বললেই, শুরুতে দাসগুপ্ত লাইন (হার্ডকোর) যে পশ্চিমবঙ্গে মোটামুটি পলিসি ঠিক করত সেও তো সর্বজনবিদিত, দাশগুপ্ত-যোশি বৈরিতাও। প্রমোদবাবু মারা যাবার প্রায় দশ বছর পরে বুদ্ধবাবু রিফর্ম শুরু করলেন বটে, তবে তদ্দিনে দেরি হয়ে গেছে।
  • PT | 213.110.242.17 | ০৫ মে ২০১৮ ১৩:২৬376029
  • লসাগু সঙ্গে এট্টু গসাগু-ও যদি করতেন অদৃশ্য শক্তির সন্ধানে তালে মন্দ হতনা। সেই ১৯৫৪-তেঃ
    In a CIA operation code named Operation PBSUCCESS, the U.S. government executed a coup that was successful in overthrowing the democratically-elected government of President Jacobo Árbenz and installed the first of a line of brutal right-wing dictators in its place. The perceived success of the operation made it a model for future CIA operations because the CIA lied to the president of the United States when briefing him regarding the number of casualties.

    খ্যাল কল্লেন কিঃ the democratically-elected government কথাটা? হাঙ্গেরিতে সেটা ছিল না আর সেখানে তো হাঙ্গেরিয়ানরাই রাস্তায় নেমেছিল সরকারের বিরুদ্ধে। কিন্তু গুয়াতেমালায়? কলার ব্যব্সা মার খাবে বলে শ্বশুর-জামাই সেনেটরদ্বয় মিলে গনতন্ত্রের মক্কাকে সেরেফ ভুজুং দিয়ে আর্বেন্ঝাকে টেনে নামাল। সরকারের অপরাধ? - the United Fruit Company (UFCO), whose hugely profitable business had been affected by the end to brutal labor practices.

    যা ঘটে তাই ঘটনা বটে। কিন্তু এট্টু ফারাক করুন ঘটনা ও ঘটনার মধ্যে। নাহলে বড্ড বেশী রকমের নিরপেক্ষ বলে সন্দ হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন