এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 109.0.80.158 | ০৫ মে ২০১৮ ১৩:৪৫376030
  • "মার্কিন সাম্রাজ্যবাদ" জানি, সবাই জানে, পিপিলীকা থেকে হস্তি... কিন্তু পিটি কি "সোভিয়েত সাম্রাজ্যবাদ" কথাটাই শোনেই নি, ইহাই কি - ছদ্ম নিরপেক্ষতা ?...

    যাই হোক, পিটি-র অবগতির জন্য এক্কেবারে খোদ marxists.org সাইট থেকেই -

    It is obvious to many that the Soviet Union is on an offensive drive to gain world domination. Moscow has produced an awesome arsenal of nuclear and conventional weapons. There are Soviet military bases on every major continent and Soviet warships in every major sea. Soviet and Soviet-backed aggression inAngola, Kampuchea, Ethiopia, Afghanistan (and the continued threat to Poland) show that Moscow bears no respect whatsoever for the sovereignty of other countries.
    ...

    The Soviets have poured in massive numbers of troops (100,000 Soviet soldiers in Afghanistan, 250,000 Vietnamese occupying Kampuchea) as well as equipment, and the Soviets have also resorted to ruthless extermination tactics like poison gas, burning villages, etc. Yet the people’s resistance in those countries is stubborn and will not quit.
    ....

    Mao Zedong once called U.S. imperialism a “paper tiger”–a tiger which is ferocious and dangerous to the world’s people, but one with strategic weaknesses.

    এটি কোনো অদৃশ্য ওয়েব সাইট থেকে নয়, মার্ক্সিস্ট অর্গ-এর আর্কাইভ এর লেখা

    https://www.marxists.org/history/erol/ncm-7/lrs-paper-bear.htm
  • lcm | 109.0.80.158 | ০৫ মে ২০১৮ ১৪:০২376031
  • এই সব বিষয় নিয়ে, এই যেমন ধরুন যা নিয়ে আমরা আদিগন্ত-শ্বশুরবাড়ীর ক্যালোরব্যালোর করে থাকি, সেরকম বিষয়্গুলি নিয়ে সেদিন একটি লেখা পড়লাম। এই লেখক একজন দর্শনশাস্ত্রের অধ্যাপক, ইউরোপের এক শিক্ষা প্রতিষ্ঠানের।

    বক্তব্য - এই সোভিয়েত-মার্কিন, ক্যাপিটালিজ্‌ম-কম্যুনিজ্‌ম্‌, রাইট-লেফ্ট --- এই সব বিভেদরেখা সমূহ একটি ডিজাইন --- এই ডিজাইনের মধ্যে মানুষকে ফেলে সারা জীবন ধরে যে চরকি খাওয়ানো হচ্ছে, সেটি আরো বড় ডিজাইন। মানুষকে সম্মোহিত করে রাখার ডিজাইন।

    আপনি যদি বিশ্বাস করেন যে - In Capitalism, man exploits man, and in communism it is exactly the opposite. ... তাহলে আপনি হয়ত ক্ষণিকের জন্য ভাবছেন যে আপনি ডিজাইনের বাইরে কিছু ভাবছেন, কিন্তু আসলে তা নয়, ইহা একটি সম্মোহিত অবস্থা। দার্শনিকগণ যুগ যুগ ধরে নানা ব্যাখা করেই যাচ্ছেন, কিন্তু মানুষের প্রাথমিক কিছু চরিত্র তেমন বদলায় না।

    আমরা সম্মোহিত।
  • lcm | 109.0.80.158 | ০৫ মে ২০১৮ ১৪:১৪376032
  • মানে ব্যাপারটা হল ---

    পিটি একটি লিং দিয়ে ব্যাখা দেবেন, আমি অন্য লিং থেকে ব্যাখা দেবো, এর মধ্যে আমি বলব আমি লিংলড়াই করব না, কিন্তু আমি লিংলড়াই করব, পিটি আমাকে সন্দেহজনক ভাবে নিরপেক্ষ বলবেন, আমি পিটিকে বলব ছদ্ম নিরপেক্ষ, এর পরে আমি ঘুমোতে যাব, তার পরে পিটি ঘুমোতে যাবেন, পরের দিন সূর্য উঠবে বা মেঘ্লা করবে, আমরা হয়ত অন্য কিছু করব, আবার পরের দিন আমরা আবার নিরপেক্ষতার লড়াই করব --- এমন করতে করতে আমরা বুড়ো হয়ে যাব, আমরা একটি আধা-ভর্তি গেলাস নিয়ে সেটি অর্ধেক ভর্তি না অর্ধেক খালি তাই নিয়ে আলোচনা করে যাব। সময় সুবিধে মতন একটি করে ডিজাইনার পটল তুলব --

    আমরা একটি বৃহত্তর ডিজাইনের অংশ।
  • T | 165.69.191.251 | ০৫ মে ২০১৮ ১৪:১৬376033
  • উরিবাবা, পাওয়া গ্যাচে অন্য পার্টগুলি। আপাতত তৃ-প-বু-ভূ-৩ এবং ৪ এর রেজাল্ট

    Name: kallol Mail: Country:
    IP Address : 124.124.93.202 Date:05 Jan 2010 -- 09:54 AM
    বাজার ওড়ানো আর সিপিএম তাড়ানো যদি একই রকমের কাজ বলে মনে হয়, তাহলে আমোদিত হলাম।
    মানুষের করা পাপ থেকে মুক্তি চাওয়ার মধ্যে কোন অসুবিধা নেই। শুধু অন্যের ক্ষতি না করে করলেই হলো। অন্যের ক্ষতি করে নিজের আদর্শ পালন করা অন্যায়। কিন্তু সিপিএম তাড়ানোর সাথে একে মেলানোয় আমোদিত হলাম।
    সামনে পরাজয় দেখলে কতো যুক্তিই যে আসে। আহা। অবশ্য নিৎসে বলে গেছে অযুক্তির পথও একটা পথ।
    বরং কেউ সিপিএম বিরোধী হলেই সে তৃণমূল - এটা বুশ-যুক্তি, সেটা নিয়ে ভাবুন - ভাবা প্র্যাকটিস করুন।
    হ্যাঁ, এই খবরটা নিদারুন আমোদিত হওয়ার মত - সিপিএম ও তৃণমূল ভুমিকা পাল্টে। তাও সিপিএম বিজেপির সাথে!!! হলো কি!!!!
    http://www.anandabazar.com/5raj1.htm
    উত্তরপ্রদেশের চান্দৌলি গ্রামে মমতারই সিঙ্গুরের কায়্‌দায় "কৃষিভূমি বাঁচাও সংঘর্ষ সমিতি"" গড়ে কৃষকেরা লুধিয়ানা-ডানকুনি পণ্য করিডোরের জন্য জমি দিতে আপত্তি জানাচ্ছেন। বিজেপি, সিপিএম, সমাজবাদী পার্টি একসাথে শামিল ঐ কমিটিতে।
    খুব দিখলাইস রে সিপিএম-মমতা, খুব দিখলাইস।
    Name: Mmu Mail: Country:
    IP Address : 78.236.153.102 Date:07 Jan 2010 -- 03:43 AM
    http://www.anandabazar.com/7raj1.htm

    Name: Mmu Mail: Country:
    IP Address : 78.236.153.102 Date:07 Jan 2010 -- 04:00 AM
    সবার জন্য- http://www.anandabazar.com/7edit3.htm

    Name: Mmu Mail: Country:
    IP Address : 78.236.153.102 Date:17 Jan 2010 -- 01:40 AM
    PT দা উন্নয়নের ব্যপারে এই খবর টা পড়লেই বুঝতে পারবেন। আপনি বোধহয় সময়াভাবে পড়ে উঠতে পারেন নি।
    http://www.anandabazar.com/16med1.htm

    Name: Mmu Mail: Country:
    IP Address : 78.236.153.102 Date:02 Feb 2010 -- 03:49 AM
    PT দা, Ranjan দা খুবই চিন্তার ব্যাপার এটা-----
    http://www.anandabazar.com/2raj2.htm

    Name: Mmu Mail: Country:
    IP Address : 78.236.153.102 Date:10 Feb 2010 -- 06:50 PM
    PT দা,
    http://www.anandabazar.com/10raj1.htm

    Name: Mmu Mail: Country:
    IP Address : 78.236.153.102 Date:13 Feb 2010 -- 01:36 AM
    PT দা, একটু এদিকে নজর দেবেন প্লিস।
    'গনতান্ত্রিক মহিলা সমিতির'সম্মেলনের জন্য তিন দিন কলেজ
    বন্ধ।
    লিন্‌ক দিলাম- http://www.anandabazar.com/12med1.htm
    ------------------------------------------------------------------------------------------
    ------------------------------------------------------------------------------------------
    এবং পিটিদা,
    Name: PT Mail: Country:
    IP Address : 203.110.243.21 Date:14 Jan 2010 -- 12:27 PM
    ""এই দলের বদলে ঐ দল, শুধু এতে পরিবর্তন হয় না"" ........
    তিন কিস্তির এই সাক্ষাৎকারটি অনেকের জ্ঞানচক্ষুউন্মীলনে সাহায্য করতে পারে।
    http://www.anandabazar.com/14edit3.htm

    Name: PT Mail: Country:
    IP Address : 203.110.243.21 Date:10 Feb 2010 -- 11:17 AM
    @ranjan
    Maoists....are least bothered about the development of the local people. -এটিও কি আমার কন্ঠস্বরে প্রতিধ্বনিত আমার নিজের সাজানো কথা? মাওবাদ শেষ না হওয়ার একটি প্রধান কারণ কি এই যে আদিবাসীদের মাথায় AK-47 ঠেকিয়ে তাদের সামনে রেখে তথাকথিত আন্দোলন চালানো হচ্ছে? সেই কারণেই কি এইসব মাওবাদীরা ভোটের মাধ্যমে নিজেদের আসল শক্তির পরীক্ষা দিতে রাজী নয়?
    @. & Arpan
    রাজধানীর খবরটা পুরনো হয়ে গিয়েছে। আবাপতে আজকে প্রকাশিত রেল সংক্রান্ত এই চিঠিদুটো পড়ুন। কাকবাবুরা রেলের স্বাচ্ছন্দ্য কেমন দেখভাল করছেন বেশ বোঝা যাচ্ছে!! http://www.anandabazar.com/10edit5.htm

    Name: PT Mail: Country:
    IP Address : 203.110.243.22 Date:12 Feb 2010 -- 11:53 AM
    পরমাণু বিদ্যুতের বিরোধীরা যে কথাটা আমাদের জানাতে ভুলে গিয়েছেন:
    ""সরকারি হিসেবই বলছে, ২০২৫ নাগাদ সাড়ে আট লক্ষ মানুষকে উচ্ছেদ করতে হবে নতুন কয়লা খনি খুলতে হলে।
    "" http://www.anandabazar.com/archive/1100211/11edit4.htm
  • T | 165.69.191.251 | ০৫ মে ২০১৮ ১৪:১৬376034
  • আপাতত পিটিদা, ২০-৪ এ পিছিয়ে আছেন। সঙ্গে থাকুন।
  • PT | 213.110.242.17 | ০৫ মে ২০১৮ ১৪:১৮376036
  • শুনেছি। কিন্তু ঐ যে লিখেছি ঘটনা ও ঘটনার মধ্যের ফারাক। গুয়াতেমালা vs হাঙ্গেরি। আমেরিকা যুদ্ধটাকে ইওরোপের মাটিতে সীমাবব্দ্ধ রেখে সোভিয়েতকে কাঠি করার কাজে লিপ্ত ছিল মহানন্দে। গুয়াতেমালায় সোভিয়েতের কোন স্নেহস্পর্শ ছিল এমনটি কেউ প্রমাণ করেছে বলে শুনিনি।

    কিন্তু কেউ যদি, বিশেষতঃ যারা বংশ পরম্পরায় ২০০ বছর ধরে সাহেবদের লাথ খেয়েছে, হঠাৎ সোভিয়েত সাম্রাজ্যবাদ নিয়ে মাখামাখি করতে থাকে তাহলে সে যে ভীষণ নিরপেক্ষ তার্কিক তা নিয়ে সন্দেহ হতে শুরু করে।
  • lcm | 109.0.80.158 | ০৫ মে ২০১৮ ১৪:১৯376037
  • মানে ব্যাপারটা হল ---

    পিটি একটি লিং দিয়ে ব্যাখা দেবেন, আমি অন্য লিং থেকে ব্যাখা দেবো, এর মধ্যে আমি বলব আমি লিংলড়াই করব না, কিন্তু আমি লিংলড়াই করব, পিটি আমাকে সন্দেহজনক ভাবে নিরপেক্ষ বলবেন, আমি পিটিকে বলব ছদ্ম নিরপেক্ষ, এর পরে আমি ঘুমোতে যাব, তার পরে পিটি ঘুমোতে যাবেন, পরের দিন সূর্য উঠবে বা মেঘ্লা করবে, আমরা হয়ত অন্য কিছু করব, আবার পরের দিন আমরা আবার নিরপেক্ষতার লড়াই করব --- এমন করতে করতে আমরা বুড়ো হয়ে যাব, আমরা একটি আধা-ভর্তি গেলাস নিয়ে সেটি অর্ধেক ভর্তি না অর্ধেক খালি তাই নিয়ে আলোচনা করে যাব। সময় সুবিধে মতন একটি করে ডিজাইনার পটল তুলব --

    আমরা একটি বৃহত্তর ডিজাইনের অংশ।
  • lcm | 109.0.80.158 | ০৫ মে ২০১৮ ১৪:২২376038
  • সরি! একই জিনিস চিপকে গেছে। এও ডিজাইন, সব, বাই ডিজাইন ...
  • T | 165.69.191.251 | ০৫ মে ২০১৮ ১৪:২৬376040
  • প্রকাশিত হ'ল তৃ-প-বু-ভূ ৫ এর রেজাল্ট। পিটিদা ও সিপিয়াইএম পিছিয়ে আছেন ২৫-৪ এ।

    Name: Mmu Mail: Country:
    IP Address : 78.236.153.102 Date:17 Feb 2010 -- 03:38 AM
    http://www.anandabazar.com/17med1.htm

    Name: Mmu Mail: Country:
    IP Address : 78.236.153.102 Date:18 Feb 2010 -- 04:00 AM
    PT দা,
    আপনাকে ধন্যবাদ জানাই উত্তর দেবার জন্য। আপনার লেখা-----
    "বর্তমান পত্রিকা পড়ার পর সময় হাতে থাকলে ........"
    মানে বুঝলাম না ? বর্তমান পত্রিকা কি কোনো পত্রিকা নয় ? এতো জ্বালা কেনো বর্তমান নিয়ে ? আসলে সব খবর মানুষ পেয়ে যায় তার জন্য ?
    যাই হোক সত্যিকে সত্যি বলে মানুন একটু। আমারাও মানি , সবাই মানে। এবার আ:বা: দিলাম, আপত্তি নেই তো ?
    http://www.anandabazar.com/18raj1.htm
    জানি খুব রাগ হচ্ছে আমার উপর। কিন্তু কিছু করার নেই। বাস্তব টা বাস্তব, একে মেনে নিতেই হবে।
    যেমন আগে কং এর ভুলে কং কে অনেক মাশুল দিতে হয়েছে। কিন্তু সবাই মেনে নিয়েছে।
    (ওহ; একটা কথা- বর্তমান পড়ি কারন, অনেক কিছু জানা যায় তার থেকে,ওরা সরকারের ভয়ে গুটিয়ে যায় না। যে কোনো ভুল বড় করে লিখতে পারে)

    Name: kallol Mail: Country:
    IP Address : 124.124.93.202 Date:18 Feb 2010 -- 08:31 AM
    মাওবাদীরা রাষ্ট্রের সেনা ক্যাম্পে হামলা করে মারলে - গণহত্যা নয়।
    রাষ্টের সেনা মাওবাদী ক্যাম্পে হামলা করে মারলে - গণহত্যা নয়।
    মাওবাদীরা অন্য দল করার ""অপরাধে"" মানুষ মারলে - গণহত্যা
    রাষ্ট্রের সেনা মাওবাদী বলে সাধারন মানুষ মারলে - গণহত্যা।
    ফিলসফি মারানো হবে - যখন রাষ্ট্রের সাথে কিষনজীরা আলোচনায় বসবেন ও আলোচনা ফলপ্রসূ হবে।
    যখন মাওবাদী বন্দীরা ছাড়া পাবেন। মাওবাদীরা আর মারামারি না করে ভোটে নামবেন -
    তখন রাষ্ট্রের সাধারন সেনা যদি চিদম্বরম কে প্রশ্ন করেন - তাহলে আমরা মরতে গেলাম কেন?
    তখন মাওবাদী সাধারন কর্মী যদি কিষনজীকে প্রশ্ন করেন - তাহলে আমরা মরতে গেলাম কেন?
    আজকের আবাপতে দুটো উত্তর সম্পাদকীয়ই বেশ ভালো।
    http://www.anandabazar.com/18edit3.htm
    আর
    http://www.anandabazar.com/18edit4.htm
    আমরও এটাই বলার ছিলো।

    Name: Arpan Mail: Country:
    IP Address : 112.133.206.20 Date:21 Feb 2010 -- 12:29 PM
    আরে। উইকেন্ডে অত চাপ নেন কেন? হাল্কা খবর-টবর পড়ে মনটাকে একটু হাল্কা রাখুন। :)
    http://www.anandabazar.com/21mur1.htm

    Name: Suvajit Mail: Country:
    IP Address : 59.177.198.135 Date:21 Feb 2010 -- 01:12 PM
    প্রেসিতে টিএমসির গুন্ডাবাহিনী অক্রমণ করেছে??? তবে যে আবাপ বলছে যে সপ্তর্ষি দেব (গৌতম দেব পুত্র) আর কৌস্তুভ চট্টো এনারা আক্রমনের নেতৃঙ্কেÄ ছিলেন? পরে পুলিশ সযত্নে এনাদের নিরাপদে বার করে দেয়।
    http://www.anandabazar.com/21cal1.htm
    অর্কুটে কে কি বলল বলে এত শব্দ খরচ এত ছি:ছিক্কার করছেন অথচ এস এফ আইয়ের নেতাদের কান্ডের প্রতিবাদে তো একটা অক্ষরও খরচ করছেন না।
    তারপরও পকাবু, মাওব্যাথী ইত্যাদি বলে তাঁদের দ্বিচারিতার কথা বলছেন!
  • PT | 213.110.242.17 | ০৫ মে ২০১৮ ১৪:৩৯376041
  • lcm
    কোন লিং দিইনি 02:18 PM-তে। শুধু একদল বাঙ্গালীর আর সব সাম্রাজ্যবাদ বাদ দিয়ে বিশেষতঃ ৫০-৬০-এর দশকের শুধু সোভিয়েত সাম্রাজ্যবাদ নিয়ে ঘেঁটে যাওয়ার প্রবণতা আমাকে যারপরনাই বিস্মিত করে।
  • lcm | 109.0.80.158 | ০৫ মে ২০১৮ ১৪:৪৬376042
  • যাক, আমি আপনাকে বিস্মিত করেছি।
    আপনি আমাকে তো প্রায় বিস্মৃত করিয়ে দিচ্ছিলেন।
  • T | 165.69.191.251 | ০৫ মে ২০১৮ ১৪:৪৭376043
  • প্রকাশিত হ'ল তৃ-প-বু-ভূ ৬ এবং ৭ এর রেজাল্ট। এই পর্বে পিটি ও বামেদের তবু কিছুটা প্রতিরোধের ইঙ্গিত। যদিও এখনো অবধি ফলাফল ৩১-১০

    একদিকে,
    Name: aka Mail: Country:
    IP Address : 168.26.215.13 Date:05 Mar 2010 -- 07:14 PM
    দেখো ক্ষী ক্ষাণ্ড! এই টইটা ডুবে গেছে?
    একটা লিং দিই।
    http://www.anandabazar.com/5edit3.htm
    এর আগের কিস্তিটা কেউ দিয়ে দেবেন একটু?

    Name: aka Mail: Country:
    IP Address : 24.42.203.194 Date:08 Mar 2010 -- 04:43 AM
    http://www.anandabazar.com/8raj4.htm
    পিটি কি একটা যুক্তি দেন না সারা ভারত কি একটা ইন্ডেক্সে পিছিয়ে পড়ছে প:ব:ও পিছিয়ে পড়বে এতে আর আশ্চর্য্য কি আছে?
    আসলে সত্য হল, পৃথিবীর সমস্ত টাকা দিয়েও উন্নতি করতে বললে প:ব: তাও পারবে না। ""পুঁইশাকের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা যায় না"" (মাইরি এটা আমি বলি নি)।

    Name: Arpan Mail: Country:
    IP Address : 112.133.206.20 Date:08 Mar 2010 -- 11:47 PM
    পিটিবাবুর 11:49 pm -এ করা পোস্টের সেকেন পয়েন্টের পরিপ্রেক্ষিতে:
    http://www.anandabazar.com/archive/1100308/8raj4.htm
    লিংকটা বুর্জোয়া কাগজ থেকে তোলা। আর অভিযোগকারী টিএমসি মন্ত্রী। তাই খবরের অথেন্টিসিটি নিয়ে আপত্তি থাকতেই পারে। তবে কিনা ২০০৪-০৯ সময়কালের আর্কাইভ ঘাঁটলেও এরকম লিংক খুঁজে পাওয়া যাবে। বক্তব্যের খুব একটা হেরফের হবে না। :-)

    Name: kallol Mail: Country:
    IP Address : 124.124.93.202 Date:22 Mar 2010 -- 09:50 AM
    মহাশ্বেতা গালিয়েছেন। জ্জিও। বোঝা যাচ্ছে মহাশ্বেতা, সুমন এদের ঘাড়ের ওপর মাথাটা স্বাধীন।
    http://www.anandabazar.com/22raj3.htm এটা আজকাল ছাপবে ১৪ পয়েন্ট বোল্ডে, প্রতিদিন/বর্তমান ছাপবেই না।
    স্থিকাবুরা কি বলেন??

    Name: aka Mail: Country:
    IP Address : 168.26.215.13 Date:26 Mar 2010 -- 12:44 AM
    উন্মুক্ত অর্থনীতি ও জিডিপি বাড়ার কুফল?
    http://www.anandabazar.com/25bhum1.htm

    Name: pinaki Mail: Country:
    IP Address : 67.43.241.179 Date:27 Mar 2010 -- 01:04 PM
    এই যে, এদের সাথে CMP :-D
    http://www.anandabazar.com/27hgly1.htm
    পাব্লিকের লাথ ছাড়া এদের কপালে আর কিছু লেখা নেই।
    এদের একদিকে আছে হারামির হাতবাক্স অনিল বসু, আর অন্য দিকে নির্জন নদীয়ায় একাকী প্রেম বিলানো SB । কে যে মুখ আর কে যে মুখোশ বলা মুশকিল। :-D

    অন্যদিকে,
    Name: Du Mail: Country:
    IP Address : 65.124.26.7 Date:04 Mar 2010 -- 01:29 AM
    http://www.anandabazar.com/archive/1100302/2sil3.htm

    Name: Manish Mail: Country:
    IP Address : 117.241.228.184 Date:06 Mar 2010 -- 01:33 PM
    হলদিয়া বন্দর নিয়ে তৃনোমূলী রাজনীতি
    http://www.anandabazar.com/5med1.htm

    Name: PT Mail: Country:
    IP Address : 203.110.247.221 Date:06 Mar 2010 -- 02:47 PM
    লালমোহন টুডুর মৃতদেহ নিয়ে তৃণমুলের সুমন আর ভদ্র মানবাধিকার কর্মীদের গোলমাল পাকানোর একটা অপচেষ্টা .....
    http://www.anandabazar.com/archive/1100302/2raj5a.htm
    http://www.anandabazar.com/archive/1100305/5med5.htm
    Name: bb Mail: Country:
    IP Address : 117.195.167.35 Date:06 Mar 2010 -- 02:48 PM
    এই শুনছিলাম সব জায়গায় হারছে, আজ আবার আবাপ: লিখেছে একের পর এক জিতে চলেছে এসএফ আই!!!
    http://www.anandabazar.com/6raj5a.htm

    Name: Manish Mail: Country:
    IP Address : 117.241.228.137 Date:20 Mar 2010 -- 01:33 PM
    মমতা উবাচ :
    শুধু ঝগড়া করলেই হবে, আমার মত বুদ্ধি চাই।দেখুন আমি কেমন বুদ্ধি করে প্ল্যটফর্মে অনুষ্ঠান করছি।
    রেলের জন্য স্বেচ্ছায় জমি দিলে আমরা ক্ষতিপূরণ দেবো । প্রয়োজনে চাকরি।
    উপসংহার:
    এত ঢাকঢোল পিটিয়ে নিজের বুদ্ধি জাহির করার চেষ্টা কেনো দিদির।
    এতদিন তো দিদি বলে এসেছে জমি দিলেই চাকরি সেটা 'প্রয়োজনে' হয়ে গেলো কি ভাবে।
    http://www.anandabazar.com/20raj5a.htm

    Name: Manish Mail: Country:
    IP Address : 117.241.228.24 Date:23 Mar 2010 -- 02:36 PM
    হলদিয়া বন্দরের মৃত্যু ঘন্টা বাজালেন মুকুল রায়।
    বাংলায় আসন্ন পরিবর্ত্তনের দিকে একটি বলিষ্ঠ পদক্ষেপ।
    http://www.anandabazar.com/23raj3.htm
    একেই কি বলে পরিবর্ত্তন?
  • T | 165.69.191.251 | ০৫ মে ২০১৮ ১৫:০৫376044
  • প্রকাশিত হ'ল তৃ-প-বু-ভূ ৮ এবং ৯ এর রেজাল্ট। আগের পর্বে আমরা দেখেছিলাম পিটি ও সিপিয়েমদের প্রতিরোধের চিহ্ন। এইপর্বে ঝড়ে সাফ। ফলাফল ৪৪-১৪।
    একদিকে,

    Name: kallol Mail: Country:
    IP Address : 124.124.93.202 Date:08 Apr 2010 -- 07:51 PM
    মানবাধিকার কর্মীদের ওপর সমস্ত মৃত্যুর দায়িত্ব চাপিয়ে দিলেও কিই বা হবে। তাতে কি মৃত্যু ঠেকানো যাবে?
    বরং যতো এই অপারেশন লাল নীল হলুদ সবুজ বাড়বে তত উভয় পক্ষেই মৃত্যু বাড়বে।
    আজও চেচনিয়ার মানুষ এসে মস্কোয় মানব বোমা হয়ে যায়। আর পুতিন বলেন চেচনিয়ার সমস্যা উৎখাত করে ফেলা গেছে। http://www.anandabazar.com/8edit3.htm
    চিদুবাবু বলবেন মাওবাদী কবজায় এলো বলে। তারপর রাজনৈতিক ফায়দা তুলতে বুদ্ধবাবুকে চিমটি কাটবেন। আবার ৬০ জন সিআরপি ছত্তিসগড়ে মারা গেলেই বিমানবাবু হুংকার ছাড়বে
    Name: kallol Mail: Country:
    IP Address : 115.184.71.69 Date:15 Apr 2010 -- 11:22 AM
    http://www.anandabazar.com/15raj3.htm
    এই যে মাওবাদীদের মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকারবোধের আর একটি নমুনা।
    এটা অবশ্য কমিউনিষ্টদের কাছে স্বাভাবিক আচরন। কমিউনিষ্ট পার্টি পরিচালিত সমাজতান্ত্রিক দেশে একটাই পার্টি থাকেবে, সেটাই মার্কস-লেনিন-স্তালিন-মাও ঠাকুরের ফতোয়া। কজেই মাওবাদী এলাকায় কেউ অন্য পার্টি করলেই সে শ্রেণীশত্রু।
    আর এর উল্টোটা হলো, মাওবাদী সন্দেহে যাকে তাকে ধরাদ্ধর দানা খাইয়ে দাও।
    দুটো-ই নিন্দনীয়। সমান নিন্দনীয়।
    Name: aka Mail: Country:
    IP Address : 168.26.215.13 Date:15 Apr 2010 -- 08:25 PM
    তৃণমূলীয় সন্ত্রাস, পিয়ারলেস ভাঙচুর নিয়ে এসবির এত চিন্তা দেখে এই লেখাটা দিলাম। নিশ্চয়ই পড়েছেন, তাও থাক।
    http://www.anandabazar.com/archive/1071114/14edit3.htm
    Name: kallol Mail: Country:
    IP Address : 115.184.26.185 Date:29 Apr 2010 -- 06:13 AM
    http://www.anandabazar.com/archive/1100330/30edit3.htm এর পরে
    এবং
    http://www.anandabazar.com/29edit4.htm
    এর পরেও
    শুনতে হবে শ্রেণীদৃষ্টিভঙ্গী নিয়ে আলোচনা।
    আর মাওবাদীরা এর সুযোগ নিলে, শুনতে হবে অবিচারের শিকার হয়ে আদিবাসীরা কেন বন্দুক তুলে নেয়? শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে না?
    Name: aka Mail: Country:
    IP Address : 24.42.203.194 Date:12 May 2010 -- 06:04 AM
    হুর সাম্প্রতিক রিপোর্টটি দেখেছেন নাকি? ৩০০১ সনে পৃথিবী কেমন আবর্জনায় ভরে যাবে? দেখেননি, জানতাম কিন্তু আমরা তাতে দমে যাই নি, আমাদের প্ল্যানিং চলেছে। একে বলে অ্যাক্লিমেটাইজেশন। হুঁ হুঁ বাওয়া জনগণ যদি এইসব বুঝত, কবেই হয়ে যেত। শুধু বুঝল না, কেউ বুঝল না।
    http://www.anandabazar.com/12jibjagat3.htm
    Name: Ishan Mail: Country:
    IP Address : 122.161.165.43 Date:13 May 2010 -- 07:39 PM
    ওহো লিং দিইনি।
    লিং এক: http://leftfrontwb.in/node/72
    লিং দুই: http://www.anandabazar.com/archive/1090527/27cal1.htm
    পড়ে ফেলুন।
    Name: pi Mail: Country:
    IP Address : 72.83.210.50 Date:07 Jun 2010 -- 12:47 PM
    http://www.anandabazar.com/archive/1100604/4raj3.htm
    এরা যে 'শ্রেণিমিত্র', সেটা বোধহয় মনে পড়ে কেবল ভোটে হারলেই , না ? জিতলে তো খালি ২৩৫, ৩৫ এই সংখ্যাগুলো বাদে আর কিছু মনে রাখার দরকার ই পড়ে না।
    Name: pi Mail: Country:
    IP Address : 72.83.210.50 Date:07 Jun 2010 -- 01:36 PM
    http://www.anandabazar.com/7raj2.htm
    এখনো বুদ্ধ-নিরুপম বলে যাচ্ছেন, এই শিল্পায়ন প্রক্রিয়ায় কোনো ভুল ছিলো না ! জনবিচ্ছিন্ন হয়ে মানুষকে বোঝাতে না পারার ভুল !
    Name: kallol Mail: Country:
    IP Address : 115.242.164.31 Date:08 Jun 2010 -- 07:43 AM
    এই লেখাটা ভলো লাগলো http://www.anandabazar.com/8edit3.htm
    Name: Mmu Mail: Country:
    IP Address : 78.236.153.102 Date:11 Jun 2010 -- 05:48 PM
    ranjan দা ভাল অছেন ?
    http://www.anandabazar.com/11bus1.htm
    http://www.anandabazar.com/11desh3.htm
    দিদি চার বছর থাকলে অনেক কিছুই দেখবেন। আর ঐ মহাশয় দের অবস্থা হবে--"দেখবি আর জ্বলবি লুচির মত .............
    Name: pinaki Mail: Country:
    IP Address : 67.210.179.5 Date:12 Jun 2010 -- 03:42 AM
    গুরুদাসবাবু বল্লেন :
    http://www.anandabazar.com/12raj1.htm
    অনামিকার বক্তব্য মোতাবেক কে বলছেন সেটা না দেখে কি বলছেন সেটা দেখছি শুধু। ;-)
    বক্তব্যের শেষ প্যারাটা ইম্পর্ট্যান্ট। বঙ্গের অধিকাংশ নেতা আর কেন্দ্রে ইয়েচুরির মত নেতারা
    Name: aka Mail: Country:
    IP Address : 24.42.203.194 Date:12 Jun 2010 -- 08:09 AM
    এটাও থাক।
    http://www.anandabazar.com/12desh3.htm
    Name: kallol Mail: Country:
    IP Address : 124.124.93.205 Date:17 Jun 2010 -- 10:50 AM
    তৃতীয় জোট - সম্ভাবনা
    ১) http://www.anandabazar.com/archive/1100615/15raj1.htm
    ২) http://www.anandabazar.com/archive/1100616/16raj1.htm

    অন্যদিকে,
    Name: PT Mail: Country:
    IP Address : 203.110.246.230 Date:07 Apr 2010 -- 01:19 PM
    ইনি হেমন্ত বা মান্না নন, সলিল চৌধুরী হওয়ারও সম্ভাবনা নেই। হিংমাশু দত্তের মত অসামান্য সুরসৃষ্টিকারীও নন। সুদীপের ""দুটো চিঠি পেলে বেঁচে যাই""-এর মত মন্ত্যবের পরে শেষ যেটুকু ছিল আত্মসম্মান, সেটাও প্রায় যেতে বসেছে -- শুধু ""মায়ের মত মহাশ্বেতার আজ্ঞা"" লজ্জা নিবারণের একমাত্র উপায়। ইনিই কি সেই ""নন্দলাল"" যিনি বলতেন, ""আমি মরিলে দেশের হইবে কি""?
    http://www.anandabazar.com/7raj3.htm
    http://www.telegraphindia.com/1100407/jsp/bengal/story_12311731.jsp

    Name: PT Mail: Country:
    IP Address : 203.110.246.230 Date:09 Apr 2010 -- 11:52 AM
    ""মাওবাদী কি জানেনই না মহাশ্বেতা""!!
    http://www.anandabazar.com/9cal9.htm
    তিনি আরও জানিয়েছেন: ""সিপিএম করতে গিয়ে কেউ মারা গিয়েছেন বলে রিপোর্ট পাইনি""!!!!!!!!
    কাল ২৪ঘন্টাতে দীর্ঘ দুঘন্টা আলোচনার শেষে সুজাত ভদ্র, নির্বেদ রায়ের এক প্রশ্নের উত্তরে জানালেন যে মাওবাদীদের হাতে কতজন সিভিলিয়ান খুন হয়েছেন সে সংখ্যাটি তাঁর জানা নেই। ইনি নাকি মানবাধিকার কর্মী! -- হি -- হি-- হি--
    Name: PT Mail: Country:
    IP Address : 203.110.246.230 Date:11 May 2010 -- 09:11 AM
    অবশেষে মুখোশ খুলতে চলেছেন ""মানবাধিকার কর্মী"" সুজাত ভদ্র?
    http://www.anandabazar.com/11raj7.htm
    Name: PT Mail: Country:
    IP Address : 203.110.247.221 Date:13 May 2010 -- 01:51 PM
    সেম সাইড নয়। ""বিদ্যুত উদ্বৃত্ত"" সম্ভবত একটি সংখ্যাতত্বের হিসেব অনুযায়ী--যেটা সত্যি কিন্তু রাজনৈতিক কারণে তার ব্যবহারকে প্রশ্ন করা যেতে পারে। আবার এটাও বলা যেতে পারে যে যথেষ্ট কারখানা না থাকার কারণেও ""বিদ্যুত উদ্বৃত্ত"" -- যে যেভাবে দেখতে চান। প: বঙ্গের বিদ্যুত সম্বন্ধে কালকে business standard থেকে একটা সুতো দিয়েছি যেটা আলিমুদ্দিন থেকে চাপানো হয়নি।
    বাকি কথাগুলো যে যার ইচ্ছে মত আমার নাম করে লিখে দিচ্ছেন। বামফ্রন্ট সরকার যেটুকু ভুমিসংস্কার করেছেন সেটা ভারতের মত দেশে বৈপ্লবিক এবং নি:সন্দেহে বিশাল কিছু। এব্যাপারে আমার কোন সংশয় নেই। এমনকি আলু উৎপাদনেও বিশাল কিছু ঘটেছে এই সরকারের আমলে। এই প্রথম বাংলার আলু বিদেশে চললো। উৎপাদনকারী চাষীদের হাসিমুখ মনে করে আনন্দ অনুভব করুন।
    http://www.anandabazar.com/13bus1.htm
  • T | 165.69.191.251 | ০৫ মে ২০১৮ ১৫:২৩376045
  • প্রকাশিত হ'ল তৃপবুভূ ১০ এর রেজাল্ট। টানটান উত্তেজনার মধ্যে পিটি ও অন্যান্য সিপিয়েমগণ কিছুই কত্তে পাল্লেন না, শেষ পর্যন্ত হেরে গেলেন ৫৪-১৯ এ। আবাপর লিংক বাজীতে দেখা যাচ্ছে সিপিয়েমকে প্রায় তিনগোল দিয়েছে অসিপিয়েমরা। বলতেই হবে যে এইসব লিংকবাজীর মধ্যে কিছু নিউজ কিছু ভিউজ। কিন্তু মোটের উপর দেখাই যাচ্ছে অসিপিয়েমদের প্রিয় কাগজ কিন্তু সেসময়কার আবাপ। সুতরাং ডিডিদা আপনার থিসিসে ভুল আছে। এই দেওয়া হ'ল শেষ পর্বের খতিয়ান। একদিকে,
    Name: kallol Mail: Country:
    IP Address : 115.242.223.103 Date:20 Jun 2010 -- 08:07 AM
    এই গুলো-ই তফাৎ করে দেয়। কোয়ার্কের খবরটাই সম্ভবত আবাপতে আজ -
    http://www.anandabazar.com/20cal3.htm
    আবার উল্টোদিকে অসহায়তা -
    http://www.anandabazar.com/20cal2.htm

    Name: kallol Mail: Country:
    IP Address : 115.184.122.48 Date:21 Jun 2010 -- 08:11 AM
    আবার আর একটা ঘোঁট পাকছে। বেশ ঘ্যাঁট গোছের ঘোঁট। কিন্তু সিপিএম ও মমতা থেকে সমদূরত্ব রাখতে চায়। এই চিন্তা আস্তে আস্তে দানা বাঁধছে - এটাই আশার। http://www.anandabazar.com/21raj1.htm আজকের আবাপ।
    Name: kallol Mail: Country:
    IP Address : 124.124.93.205 Date:21 Jun 2010 -- 05:23 PM
    পুণ:উটপাখীভব: http://www.anandabazar.com/21cal3.htm
    Name: Arpan Mail: Country:
    IP Address : 122.252.231.10 Date:24 Jun 2010 -- 12:36 AM
    প্রবন্ধের শিরোনাম আর বক্তব্য দুইই আমার মনের কথা।
    http://www.anandabazar.com/23edit3.htm
    Name: kallol Mail: Country:
    IP Address : 115.242.230.209 Date:24 Jun 2010 -- 01:21 PM
    এটুকু করলেই মাও/জঙ্গী থেকে দূরে সরে যায় মানুষ। সরকার এটুকুও করে না। একজন ব্যক্তি মানুষ যেটা পারে - সরকার কেন পারে না?
    http://www.anandabazar.com/24desh3.htm
    Name: aka Mail: Country:
    IP Address : 24.42.203.194 Date:10 Jul 2010 -- 05:56 PM
    এইটা পিটি পড়েন নি মনে হয়। আজকাল বিজেপির সাথে বিভিন্ন বিষয়ে একমত হওয়াই যায়। কারাট বাবু বলেছেন এটাই এখন ইন থিং।
    http://www.anandabazar.com/archive/1100706/6desh1.htm
    Name: aka Mail: Country:
    IP Address : 24.42.203.194 Date:13 Jul 2010 -- 10:01 AM
    এইযে শুধু ভারতের নিরিখে নয় পৃথিবীর নিরিখে প:ব:য়ের অবস্থান
    http://www.anandabazar.com/13desh1.htm
    দেখি, শুনি কি যুক্তি গরীব মানুষের সরকারের। তাও বুঝে দেখতে হবে যে প:ব:য়ের সাথে আরও সাতখানা রাজ্য আছে
    Name: pi Mail: Country:
    IP Address : 72.83.82.169 Date:13 Jul 2010 -- 10:53 AM
    আর, ভারতের ঐ ১২৭ র‌্যাঙ্কের এক ই সূচকে প:বঙ্গের অবস্থান: একি http://www.anandabazar.com/13desh1.htm
    ১২৭ র‌্যাঙ্ক টা রুটি পাল্টানোর ফল আর এটা রুটি না পাল্টানোর ফল ? :)
    Name: aka Mail: Country:
    IP Address : 168.26.215.13 Date:15 Jul 2010 -- 08:27 PM
    http://www.anandabazar.com/15hgly1.htm
    রাজনীতির বোঁড়ে। এই হল আমাদের রাজনীতি। আমাদের বলতে আমি নিজেকেও বলছি। সিপিএমের না
    Name: Suvajit Mail: Country:
    IP Address : 59.177.197.205 Date:21 Jul 2010 -- 12:00 AM
    সেই একইরকম ঔদ্ধঙ্কেÄর নমুনা?
    http://www.anandabazar.com/20uttar2.htm
    ২১শে জুলাই সমাবেশে যাওয়া তৃণমূল কর্মীরা রিসার্ভ কম্পার্টমেন্টের যাত্রীদের আসন দখল করে কলকাতা যাচ্ছে। রেয়াত করা হচ্ছে না ক্যান্সার রোগী বৃদ্ধা ভদ্রমহিলাকেও।

    অন্যদিকে,

    Name: PT Mail: Country:
    IP Address : 203.110.247.221 Date:29 Jun 2010 -- 11:15 AM
    বুদ্ধ-বিমানের ভোটে জেতার দরকার আছে, আমার নেই। আর আমি যেহেতু নিজেকে সিপিএমের মুখপাত্র মনে করিনা কাজেই প্রাকটিকাল কথাটা আমার বলতে কোন অসুবিধে নেই। কলকাতা যেহেতু এখনও লণ্ডন বা উত্তরবঙ্গ হয়নি এবং প: বঙ্গ যেহেতু করাপ্‌শানের স্বর্গরাজ্য ভারতবর্ষ নামক একটি দেশের অঙ্গরাজ্য মাত্র, সেখানে লোকাল দাদা বা পান্ডারা থাকবে না এমন যাঁরা মনে করেন তাঁরা নিতান্তই মূর্খের স্বর্গে বাস করছেন। কর্ণাটকে চুরির সঙ্গে পাল্লা দিতে না পেরে কে একজন সম্প্রতি পদত্যাগ করলেন না?
    http://www.anandabazar.com/29edit5.htm
    Name: SB Mail: Country:
    IP Address : 114.31.249.109 Date:29 Jun 2010 -- 03:20 PM
    http://www.anandabazar.com/archive/1100623/23edit3.htm অশ্রুকুমার সিকদার
    Name: SB Mail: Country:
    IP Address : 114.31.249.109 Date:29 Jun 2010 -- 04:06 PM
    http://www.aajkaal.net/report.php?hidd_report_id=129638 ফান্দে পইড়া বগা কান্দে ....
    http://www.anandabazar.com/29raj3.htm
    Name: PT Mail: Country:
    IP Address : 203.110.247.221 Date:02 Jul 2010 -- 10:42 AM
    প: বঙ্গের স্বাস্থ্য-ব্যবস্থা নিয়ে যাঁরা আলোচনাতে উদ্যোগি হয়েছিলেন তাঁদের জন্য। একবছর ক্ষমতাতে থেকেই তৃণমূলের নেতা দীনেশ ত্রিবেদীর উপলব্ধি:
    ""এই পরিস্থিতিতে দীনেশের যুক্তি, মন্ত্রীরা নীতি নির্ধারণ করেন। তা বাস্তবায়িত করার দায়িত্ব আমলাদের। কিন্তু তাঁরাই সম্পুর্ণ ব্যর্থ। দোষ এসে পড়ছে মন্ত্রীদের ঘাড়ে।"" এই তত্বটি কি প: বঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য? পকাবুরা কি বলেন?
    http://www.anandabazar.com/2desh4.htm
    Name: PT Mail: Country:
    IP Address : 203.110.246.230 Date:16 Jul 2010 -- 11:14 AM
    বেসরকারি সিঙ্গুর-ঢপের পরে সরকারি-রেলের ঢপ: http://www.anandabazar.com/16raj5.htm
  • sm | 57.11.223.217 | ০৫ মে ২০১৮ ১৬:১০376046
  • মাকুটা বেশ খাটছে তো!
  • Amit | 149.218.65.104 | ০৫ মে ২০১৮ ১৭:২২376047
  • এই তো , কাঠালপাতা খেতে এসে গেছে।
  • T | 129.74.180.59 | ০৫ মে ২০১৮ ১৮:২২376048
  • অমিত মনে রাখবেন, এঁর এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যেন তেন প্রকারেণ খিস্তি খাওয়া। সুতরাং প্রতিটি খিস্তি বা কাঁঠালপাতার জন্য ওকে লড়াই করতে দিন। খুব সহজেই দিয়ে দেবেন না :)
  • dd | 193.82.16.58 | ০৫ মে ২০১৮ ২২:৩০376049
  • ধন্যি T'র অধ্যবসায়। নাঃ, আমি হার স্বীকার করছি।
    খুব সুক্ষ বিচার করছি না । যাহোক ,নট অ্যাস ডিফেন্স, তাও কয়েটা পয়েন্ট রাখছি।

    (১) অমুক/তমুক নাম করে সিপুম বা তার বিরোধী সব ক্ষেত্রেই খাটে না। যেমন আমি কট্টর লরেনবাদী কিন্তু সিংগুর নন্দীগ্রাম নিয়ে সিপুএমের লাইনকে সাপোর্ট করেছি। যেমতি আকা বা dcও সিপুএমের সাপোর্টার নয় , কিন্তু ঐ পয়েন্টে সিপুএমকেই সাপোর্ট করেছে। উল্টোটাও হয়েছে - মানে গুচর পাতাতেই। লিস্ট বাড়ালাম না।

    (২)ঐ টইতেই, এক পর্বে; ধরুন A আর B। দুজনেই সিপিএমের সাপোর্টার। কিন্তু A'র আকাটপনায় বিরক্ত হয়ে B টই ডোবায়। সেই নিয়ে তক্কাতক্কি হয়। সুতরাং সাহী সীল মোহর দিয়ে দুই পক্ষ করা যায় না।

    (৩) আর সবগুলো আবাপের লিং কিন্তু সিপিএম বনাম তিনো গোছের নয়। সেটাও খ্যাল রাখুন। নানান বিষয়, যেমন পচ্চিম বংগের rank ইত্যাদি। তাতে আবাপের বায়াস কিছু বোঝা যায় না।
  • sm | 57.15.1.226 | ০৫ মে ২০১৮ ২২:৩২376051
  • হাফপ্যান্ট, সকাল থেকে কোদাল, খুরপি নিয়ে নেমে পড়েছে--))
  • | 69.160.210.3 | ০৮ মে ২০১৮ ১৩:২৫376052
  • এ ব্যপারে বহু পুরনো একটি থিয়োরি ছিল। দুর্ভিক্ষপীড়িত অঞ্চলে নিজেদের খাওয়াদাওয়ার জন্যে বিরিয়ানি উৎসব করবেন না, সেটা ঠিক মানবিক ব্যপার নয়। মানে আইনত করতেই পারেন, কিন্তু না করাটাই শোভন। আমরা জানি বাঙালিদের, বলা ভাল ভারতীয়দের বেশিরভাগই সেক্সস্টার্ভড এবং সেটা বাই চয়েস-এ নয়। ফ্যাতাড়ু দর্শনের প্রতি যারা সহানুভূতিশীল তারা বিষয়টিকে সহানুভূতির সাথেই বিচার করতে পারেন, যারা নন, তারা থ্রেট বা প্রিকশান হিসেবে। বাস্তবে পরিস্থিতি উপরোক্ত উপমাকল্পটির থেকে খুব বেশি কিছু আলাদা হবে না।
  • Du | 57.184.19.64 | ০৮ মে ২০১৮ ১৮:৩৫376053
  • ডিডিদা সিরিয়াসলি বলুন লরেনটাকে টিভি বা ভিডিওতে কতক্ষণ সহ্য করতে পারেন?
  • dd | 59.205.217.196 | ০৮ মে ২০১৮ ২২:২৩376054
  • @ দু,আমি বহু বচ্ছর হয়ে গ্যালো টিভি প্রেকটিকেলি দেখিই না।মানে ঐ ইলেকশনের সময় ভোটের রেজাল্ট জানতে ঘন্টাখানেক দেখি। কোনো খেলাও দেখি না। নো সিরিয়েল নো প্রোগ্রাম।

    তাই টিভির পর্দায় লরেন বাবুকে দেখি না - বহু বৎসর হয়ে গ্যালো। আর ভিডিওতে খামোখা দেখতে যাবোই বা ক্যানো ?

    তবে তাতে কি হয়েসে ? আমার বুকের মধ্যে বিরাজ করেন লরেন বাবু।
  • Du | 182.58.108.115 | ০৯ মে ২০১৮ ০০:২৮376055
  • আরে আমাকে তো তুতোরা ভিডিও পাঠায় ঃ((
  • হোক স্বমেহন | 195.104.120.4 | ১৩ মে ২০১৮ ১১:২৭376056
  • <http://www.anandabazar.com/calcutta/kolkata-news-video-of-masturbation-in-kolkata-bus-captured-by-a-student-goes-viral-dgtl-1.796249?ref=>

    <http://www.epaper.eisamay.com/Details.aspx?id=40149&boxid=141817370>

    <https://www.facebook.com/ekapiens/videos/1356526021157528/>

    এই ঘটনাটা আসলে মেট্রোর সেই ঘটনার দিনে সেই কামরাতেই হাওয়া উচিত ছিল। তবে সমানে সমানে তুলনা করা যেত। এখানেতে তো রঞ্জন রায়েদের মতো স্বমেহনপন্থীরাও লিখতেন একদা। পিডিএ সমর্থনকারীরা পাবলিক স্বমেহনও সমর্থন করবেন নিশ্চয়। লোকটা কারো দিকে না তাকিয়ে আপন মনে কিছু ভাবতে ভাবতে করলে কি সমর্থন করতেন? যার দিকে তাকিয়ে ও আনন্দ পাচ্ছিল, সে ট্রাডিশনাল কিছু না পরে আকর্ষক যৌন উদ্দীপক কিছু পরে থাকলেও কি কাজটার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টায়?
  • সিকি | ১৩ মে ২০১৮ ১১:৪৩376057
  • যথারীতি, নিজের নামে বা পরিচিত নিকে লেখার ধক নেই।
  • dc | 181.49.169.219 | ১৩ মে ২০১৮ ১১:৪৭376058
  • কেউ পাবলিকলি স্বমেহন করলে আমার কোন আপত্তি নেই। কোন মহিলাকে টার্গেট করে করলে এবং ঐ মহিলা তাতে অস্বস্তি বোধ করলে অবশ্যই আছে, যেমন দুয়েক সময়ে পড়ি ওলা নাকি উবের ড্রাইভাররা মহিলা যাত্রীদের উদ্দেশ্য করে করেন, সেখানে অবশ্যই সেই ড্রাইভারকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। এছাড়া পবলিক সেক্স, পাবলিক নুডিটি ইত্যাদি কোন কিছুতেই আমার আপত্তি নেই। আমি আমার ব্যাপার ছাড়া আর কারুর ব্যাপারে নাক গলানোর পক্ষপাতী নই।
  • sm | 52.110.149.219 | ১৩ মে ২০১৮ ১১:৫৮376059
  • এতো অদ্ভুত যুক্তি হয়ে গেল ,ডিসি!কেউ কারোর উদ্দেশ্যে কিছু না বললেই সেটা গ্রহণীয় হয়ে গেলো?
    আপত্তি তো এখন ব্যক্তির যৌনতার পাবলিক প্রদর্শনী তে।
    একজন ,ভিড় বাসে পোশাক খুলে ফেললে অন্য কারোর আপত্তি থাকতেই পারে। সে, কারোর উদ্দেশ্যে কোন বক্তব্য রাখুক বা নাই রাখুক। ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে অসভ্যতা সহ্য করা যায় নাকি?
    আইন তো পরের কথা।
  • dc | 181.49.169.219 | ১৩ মে ২০১৮ ১৩:৩০376060
  • পোষাক খুলে ফেলাটা আমার কাছে ঠিক অসভ্যতা না ঃ) একজন আরেকজনের স্পেসে ইন্ট্রুড না করলেই হলো।
  • h | 52.110.139.84 | ১৩ মে ২০১৮ ১৩:৩২376063
  • ইসুটা শুধুমাত্র প্রাইভেট স্পেস, রাইট অফ সেক্সুয়াল এক্সপ্রেসনের না, ক্নিয়ারলি এটা মেয়েদের বা অন্য যৌনতার লোকের সেক্সুয়াল এক্সপ্রেস নের ইসু। একটা লোক মাস্টারবেট করে ক‍্যাল খেল না, কাপল চুমু খেয়ে ক‍্যাল খেয়ে গেল। the final war between conservatism and consumer liberalism is actually war between genders unfortunately, এই লাইনটা কি অলরেডি আলোচিত?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন