এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এখন নন্দিগ্রাম - ১৪ই মার্চের থেকে

    Binary
    অন্যান্য | ০৫ মে ২০০৭ | ২২৮২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 128.240.229.67 | ০৯ নভেম্বর ২০০৭ ১৬:৫৮384664
  • সেটাই তো কথা কল্লোলদা। সংহতির সাইটে CRPF ডিপ্লয়মেন্টের বিরুদ্ধে এতদিন সই সংগ্রহ হল। আন্দোলনকারীরা এর বিরোধিতা করলেন। পুলিশের বিরোধিতা করলেন। এখন তাঁরাই...

    এই এগারো মাসে যা হল - এত খুন জখম - শুরু থেকে অ্যাডমিনিস্ট্রেশন কার্যকরী হলে (এবং হতে দিলে) - এগুলো হত কি?

    এটাই প্রশ্নটা।
  • Arpan | 193.134.170.35 | ০৯ নভেম্বর ২০০৭ ১৬:৫৯384665
  • "দমদম দাওয়াই' - পলিটব্যুরো নেত্রীর মুখ ফস্কে বেরিয়ে গেছিল।
  • Arijit | 128.240.229.67 | ০৯ নভেম্বর ২০০৭ ১৭:০৭384666
  • আসলে অদ্দিন আমরা পেটাচ্ছিলাম, তাই অ্যাডমিনিস্ট্রেশনকে আটকে রাখার দরকার ছিলো। এবার আমাদের পিটিয়েছে, তাই...

    প্রগতিশীল মানবতাবাদীরা অবশ্য...

    http://www.anandabazar.com/9raj1.htm - যদিও আবাপ-ও এক্ষেত্রে...
  • Arijit | 128.240.229.67 | ০৯ নভেম্বর ২০০৭ ১৭:১২384667
  • আর অবশ্যই সিপিএম পেটালে পেটানো, বাকিরা শুধু ফুল ছোঁরে। সংহতি বল্লে সত্যি বলে, DNA বল্লে মিথ্যে, প্রগতি বলে একটা সাইট হয়েছে - তারাও কি আর সত্যি বলে...আজকাল/গণশক্তি তো বায়াসড - হিসেবেই আসে না। এই ইস্যুতে আবাপ-ও সদা সত্য বলে না (মানে সিপিএমের নিন্দে করলে সত্যি আর নইলে মিথ্যে)। গুরুর ৯০% জনতার মেন্টালিটিটা এরকমই দেখেছি।
  • Arijit | 128.240.229.67 | ০৯ নভেম্বর ২০০৭ ১৭:৪০384668
  • সিপিএমের তুমুল নিন্দে তো অবশ্যই করছি। সিঙ্গুর, নন্দীগ্রাম - প্রতিটা ইস্যুতে। বিভিন্ন প্ল্যাটফর্মে। আবাপ বা বাকিরা জানেও না এই বিতর্কটা কতটা ডীপ এখন। কিন্তু বাকি সত্যিটা (যতটুকু বুঝছি) সেটুকু বললে সকলে শেলশকড হয় কেন বা তাপ্পর লাফিয়ে পড়ে কেন সেটা বোঝার মতন ম্যাচিওরিটি আমার নেই - মাইরি বলছি।

    এত কথা লেখার দরকার ছিলো না - কিন্তু থ্রেডটা হঠাৎই সামনে এসে যাওয়ায় কথাগুলোও লিখে ফেলছি।
  • Arpan | 193.134.170.35 | ০৯ নভেম্বর ২০০৭ ১৭:৪৫384669
  • খাইসে। একটা কবিতা আর তার ওয়ান লাইনার প্রশংসা এত মনোলগ উগরে দেয়?

    কে বলে কবিতার দিন গিয়াছে।
  • Arijit | 128.240.229.67 | ০৯ নভেম্বর ২০০৭ ১৭:৪৮384670
  • অবশ্য হয়তো ব্যাপারটা এরকম - আমেরিকান ফৌজ গুলি চালিয়ে পঞ্চাশজন ইরাকিকে মারলে বিরাট হইচই হবে। কিন্তু একশোজন আমেরিকান কনস্ট্রাকশন ওয়ার্কারকে যদি রাস্তায় পেট্রোল ঢেলে জ্বালিয়েও দেয়, সেটা নিয়ে কিছু বলা পলিটিক্যালি ইনকারেক্ট হবে। সেই কোন একটা থানা জ্বালিয়ে দিলো যে ছত্তিশগড়ে - জনা পঞ্চাশ পুলিশ পুড়ে মারা গেলো - সে কথা বলা পলিটিক্যালি ইনকারেক্ট। আজকের সময়ে।
  • Arijit | 128.240.229.67 | ০৯ নভেম্বর ২০০৭ ১৭:৫০384671
  • ও না। অনেকদিন ধরে জমছিলো। থ্রেডটা একদম সামনে এসে যাওয়ায় বেরিয়ে আসছে। ভালোই তো - (১) বকবক করে যা বলার সেগুলো উগরে দিচ্ছি, বদহজম হবে না, (২) বাকিদের জন্যে ইস্যু বানিয়ে দিচ্ছি, গুরু ঘুমোবে না।

    ;-)
  • Arijit | 128.240.229.67 | ০৯ নভেম্বর ২০০৭ ১৮:১১384672
  • অজ্জিতটা সেন্টিমেন্টাল ফুল। বুকা।

    ;-)
  • a x | 207.69.137.29 | ০৯ নভেম্বর ২০০৭ ১৮:৪২384674
  • অরিজিত সংহতির হিট কাউন্ট বাড়ায় দেখে বড়ই আনন্দিত হলুম :-))

    জোক্‌স অ্যাপার্ট, CRPF deployment'এর বিরোধিতা করে পিটিশনের পরে "এখন তাঁরাই...." এটার মানে বুঝলাম না। আরো একবার দেখলাম কোথাও পুলিশ নামানো হোক বা CRPF নামানো হোক এমন দাবী সাইটে পেলাম না।

    এই পুরো জিনিসটাকে যদি reduce করে তৃনমূল এবং সিপিএমের লড়াই বলা হয় তাহলেও, having said that, এটা মাথায় রাখা দরকার, সিপিএম জাস্ট আর একটা পার্টি না। সিপিএম রিপ্রেসেন্ট করে স্টেট, সরকার, প্রশাসন এবং দেখা গেলো পুলিশও। বা vice versa। কাজেই একটা স্টেট মেশিনারির সাথে মারামারি আর দুটো রাজনৈতিক দলের মারামারি কখনোই এক না। ঠিক যেমন প্রশাসনিক পদে বসে থাকা লোকেদের "চল দু ঘা দিয়ে আসি" আর পাড়ার মাস্তানের এসে হুমকি দেওয়াও এক না।
  • Arijit | 128.240.229.67 | ০৯ নভেম্বর ২০০৭ ১৮:৫৮384675
  • এই শেষেরটা নিয়ে আপত্তি। চোদ্দই মার্চের ঘটনাটা বলা যেতে পারে স্টেট + সিপিএম ভার্সাস নন্দীগ্রামের লোকজন (যদি ধরেও নিই সেদিন আক্ষরিক অর্থেই নন্দীগ্রামের সাধারণ লোকের বিরাট ইনভলভমেন্ট ছিলো)।

    কিন্তু তার পর? বা তার আগে?

    এই সময়গুলোতে স্টেট তো ছিলো না, বা থাকতে দেওয়া হয়নি। রাস্তা কেটে, ট্রেঞ্চ বানানোর পর যখন স্টেট আর ঢোকেনি (খবরের কাগজেরই কথা - বা এই বিরোধী সাইটগুলোর - যে নন্দীগ্রাম মুক্তাঞ্চল), তখন এটা শুধুমাত্র দুই দলের লড়াই ছাড়া আর কি?

    প্রথমটা নিয়ে - কি যেন ওই ভদ্রলোকের নাম - ওখানকার তৃণমূলের নেতা - তিনি দেখলাম পুলিশ চাইছেন। এবং আবাপ-র একটা লিংকও দিয়েছি। এর সাথে আরও অনেক ঘটনা আছে। একটু মিলিয়ে নিতে অসুবিধা কি?
  • kallol | 122.167.76.128 | ০৯ নভেম্বর ২০০৭ ১৯:৩৪384676
  • সংহতির লোকজন সিআরপি নামাতে চাইছেন তেমন কি কিছু লিখেছি আমি? আমি বলছিলান নন্দীগ্রামের তৃণমূল বিধায়কের কথা, যিনি এখন প্রশাসনের কাছে ""মদদ"" চাইছেন। তা ওনাদের যদি এতই মর্টার , সেল্ফ লোডিং রাইফেল, হাই ইন্টেনসিটি এক্সপ্লোসিভ, স্টেনগান, এ কে ৪৭ থেকে থাকে তবে এ অবস্থা কেন? প্রশ্নটা এটাই।
    আবাপ সিঙ্গুর-নন্দীগ্রামের গোড়া থেকেই সিপিএম এর পাশে (জয় গোস্বামীকে আবাপ ছড়তে হল কি এমনি?), তাই সেখানে সিপিএম বিরোধী কিছু ছাপা হলে, তার গুরুত্ব নিশ্চই আছে। যেমন গতকালের আবাপ-তে তো দেখলাম - সিপিএমই নাকি স্বংস্ক্রিয় রাইফেল নিয়ে মার মার করে ঢুকে পড়েছে!

    আমার অবস্থানটা একটু পরিস্কার করে নেই। আমি মনে করি হিংসার মোকাবিলা হিংসা দিয়ে হয় না। গান্ধী এব্যাপারে ১০০ ভাগ সঠিক। গান্ধীর বহু বিষয়ে আমার দ্বিমত আছে। কিন্তু এই বিষয়ে ভদ্রলোক একদম ঠিক। তাহলে কি করা যায়/যেত সেটা অন্য তর্ক।

    তাই তৃণমূল বা মাওবাদী বা সিপিএম এদের কারুর পথের সাথেই আমি নেই। কোন মানুষের ওপর তার ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে দেওয়া বা ভুল বুঝিয়ে কিছু হাসিল করিয়ে নেওয়া অন্যায়। তার প্রতিবাদ করি। যমন বাম সরকারের গুলি চালানো অন্যায় বলেছি; ঠিক একই ভাবে মেয়েদের আর বাচ্চদের গুলির মুখে এগিয়ে দেওয়ার নিন্দাও করেছি।

    শুরু থেকে অ্যাডমিনিস্ট্রেশন কার্যকরী করবেটা কে? তৃণমূল? সিপিএম? নাকি সরকার? বিষয়টা বাড়াবাড়ির জায়গায় যেতে দিলো কে? তৃণমূল-নকশালদের কথা বাদ দাও, তারা তো লাফাবেই। সাধারণ মানুষ(যাদের জমি নিয়ে নেওয়া হবে বলে বলা হয়েছিলো) তারা এতো ক্ষেপে গেলো কেন? তাদের কি আর কাজ ছিলো না? নাকি আজকাল বোমা বন্দুক ছুঁড়লেই পেট ভরে?
  • Arijit | 128.240.229.67 | ০৯ নভেম্বর ২০০৭ ১৯:৪৭384677
  • সরকারের বিরাট অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর - দ্বিমত নেই - কোনকালে ছিলোও না। সিঙ্গুরেও তাই, নন্দীগ্রামেও তাই। সিঙ্গুরের ক্ষেত্রে জমি অধিগ্রহন নিয়ে, নন্দীগ্রামের ক্ষেত্রে ফেলিওরটা এই সিচুয়েশন হতে দেওয়া নিয়ে।

    কিন্তু, সরকার চেষ্টা করেনি এমনটাও নয়। কেমিক্যাল হাব হবে না - ঘোষণা করা হয়েছে। জমি নেওয়া হবে না - ঘোষণা করা হয়েছে। এবং পাবলিকলি - যেখান থেকে পাল্টি খাওয়া সম্ভব নয়। এর পরেও লোকগুলো ক্ষেপে গেলো কেন? কে ক্ষেপালো? কেন? এই প্রশ্নগুলো থেকেই যায়। এই গোটা ঘটনায় তৃণমূলের ইনভলভমেন্ট নিয়ে কোন সন্দেহ নেই - সেখান থেকেই প্রশ্নটা ওঠে - আরেকবার পাঁশকুড়া লাইন করার চেষ্টা ছিলো কি? বা অসন্তোষ/গোলমাল ছিলোই, সেটা থেকে ফায়দা তুলতে গিয়ে আরো গণ্ডগোল হয়ে যাওয়া?

    নয় মাস আগে প্রথম যখন কাগজে বেরোয়, তখন মনে হয়নি এরকম সিচুয়েশন হতে পারে।
  • Blank | 59.93.201.182 | ০৯ নভেম্বর ২০০৭ ২০:০৪384678
  • সরকার এই সিচুয়েশান টা ফোরকাস্ট করতে পারে নি। সেটা সরকারের ব্যর্থতা। কিন্তু সিপিএম এর ক্যাডার রা অটোমেটিক রাইফেল নিয়ে যুদ্ধে যাচ্ছে, ব্যপার টা ঠিক হজম হয় না। অটোমেটিক রাইফেল !!
  • Arijit | 128.240.229.67 | ০৯ নভেম্বর ২০০৭ ২০:১০384679
  • অসম্ভব নাও হতে পারে - সিপিএম বলে নয় - যে কেউই হতে পারে। সিপিএমের কাছে থাকলে তৃণমূল বা নকশালদের কাছে নেই, তাও নয়। মিলিটারির ভিতর থেকে অস্ত্র কালোবাজারে আসে - এরকম অনেক ঘটনা আছে। এগুলো তো আর দোকানে কিনবে না - কালোবাজার থেকে কিনবে। আর ছোটখাটো পিস্তল তৈরী-টা আজকাল কুটিরশিল্প।
  • Blank | 59.93.201.182 | ০৯ নভেম্বর ২০০৭ ২০:১৪384680
  • আগুন দাম। এতটা ইনভেস্ট করতে পারলে এদ্দিন কেন করলো না? বহু মাস কেটে গেছে। প্রতি বন্দুক, কয়েক লাখ ছাড়িয়ে যাবে।
    লজিকালি কেমন একটা যেন লাগছে শুনতে..
  • Du | 67.111.229.98 | ০৯ নভেম্বর ২০০৭ ২০:৩৩384681
  • জয় গোস্বামীকে আবাপ 'ছাড়তে হয়েছে ' !!!
  • kallol | 122.167.80.174 | ০৯ নভেম্বর ২০০৭ ২১:৪০384682
  • হ্যাঁ, জয়কে আবাপ ছড়তে হয়েছে, নন্দীগ্রামের ঘটনার প্রতিবাদের জেরে। যেমন শঙ্খবাবুকে ছাড়তে হয়েছিলো আনন্দবাজারের শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে। আপাতত: জয় কলকাতা টিভি ঘুরে, প্রতিদিন-এ।
  • Ishan | 12.163.39.254 | ০৯ নভেম্বর ২০০৭ ২১:৪১384683
  • এতোদিন পরে এই জিনিসটা হল তার অনেকগুলো কারণ আছে তো।

    এক। শয়ে শয়ে মাওবাদী ঢুকে পড়েছে এলাকায়। হাতে তাদের একে ৪৭, গলায় বুলেটের মালা। এই ঢপটা এস্টাবলিশ করতে টাইম লাগে তো। নিজেদের কর্মীদেরও তো বোঝাতে হবে।

    দুই। টাইমিংটা অনেক হিসাব নিকাশের ব্যাপার। ১৪ ই মার্চ ছিল ক্রিকেট বিশ্বকাপের শুরু নাগাদ। এ ব্যাপার কালীপুজো।

    তিন। কর্মীদের মরিয়া করে তুলতে সময় লাগে। তৃণমূল একটা লেভেলে কর্তৃত্ব, গুন্ডামি তো ওখানে চালিয়ে গেছে অ্যাদ্দিন। তার বিরুদ্ধে প্রচন্ড ক্ষেপে না উঠলে কাউকে হাতে বন্দুক ধরানো যায়না। আসলে সত্যিই তো কোনো যুদ্ধই স্রেফ ভাড়াটে লোকজন করেনা।

    চার। যুদ্ধের জন্য সঠিক লোক জোগাড় করা, ট্রেনিং দেওয়া এতেও অনেক সময় লাগে।

    আসলে সমস্যাটা দুপক্ষেই একই। বিইউপিসি ক্ষেপে ওঠা ছেলেপুলেকে হাতে বন্দুক দিয়েছিল। কিন্তু তারপর কিকরে ক®¾ট্রাল করতে হবে জানতনা। সিপিএম জবাবে অটোমেটিক রাইফেল দিয়েছে। কিন্তু ক®¾ট্রাল তাদের হাতেও নেই। প্রশাসন সঙ্গে আছে, স্টেট সঙ্গে আছে, উন্নততর অস্ত্রশস্ত্র হাতে আছে, এরা এবার গুন্ডামির জবাব দিচ্ছে টেরর দিয়ে।
  • Binary | 198.169.6.69 | ০৯ নভেম্বর ২০০৭ ২১:৫৩384685
  • এতসব ভয়ংকর টেররের পরেও ...... মরেছে চারটে লোক .... যার তিনটে সিপিএম। আর ডেড বডিটা দেখে মনে হয় কি যে ওটা সধারণ পেটো ? ........ মাইন নয় ?

    ওটা মাইন না হলে ..... অটোমেটিক রাইফেলটাও সত্যি কি ?
  • Blank | 59.93.202.169 | ০৯ নভেম্বর ২০০৭ ২২:০৩384686
  • তারমনে খেজুরি তে এদ্দিন ধরে অটোমেটিক রাইফেলের ট্রেনিং চলছিল? মিডিয়া এদ্দিন ধরে বুঝতে পারলো না?

  • Binary | 198.169.6.69 | ০৯ নভেম্বর ২০০৭ ২২:২২384687
  • প্রতিরোধ কমিটি মানে টা কি ? কিসের প্রতিরোধ .... ? তুই সিপিএম ..... তুই চাষ করবি না .... প্রতিরোধ ..... তুই সিপিএম ..... তুই বাড়ি ফিরবি না ..... প্রতিরোধ ...... পঞ্চায়েত পর্যন্ত ...... তুই সিপিএম ..... গ্রামে ঢুকবি না ...... বিডিও ঢুকবে না ..... প্রতিরোধ .....

    আগে শুনলাম

    'খেয়ে এখন উদুম ক্যালা
    পাচ্ছিনা ঠ্যাকাতে শালা' ...... এই টইতেই আছে ..... এখোন হয়ে গেলো 'তোর হাতে ওঠে নীচ লোভীদের মুণ্ডমালা' .....
  • Jayanta Das | 59.93.204.32 | ০৯ নভেম্বর ২০০৭ ২২:৪১384688
  • কবিতাটা এখানে লেখা ভুল হয়েছে।

    তেখালিতে আজ পর্যন্ত এক নির্দিষ্ট দলের সমর্থক বা মিডিয়া ছাড়া কেউ ঢুকতে পারে নি। যেখান থেকে রোজই গুলি ছোঁড়া হয়েছে। আত্মরক্ষার জন্য!! বেছে বেছে কালীপুজোর আগে এই ঘটনা ঘটানোর জন্য কোন দীর্ঘমেয়াদী অসন্তোষের ব্যাখ্যা টিঁকলো না। এগারো মাসে নন্দীগ্রামে ভূ উ প্র ক-র সমর্থক ছাড়াও অনিন্দিতা সর্বাধিকারী ঢুকেছেন বলে দাবী করেছেন, ছবি তুলেছেন। সে ছবি বিক্রি করেছে এস এফ আই, ডি ওয়াই এফ, আর অনেকে। অত সশস্ত্র মাওবাদী আর গুণ্ডা নিয়ে নিরস্ত্র মানুষের তেখালিতে ভূ উ প্র ক-র লোকেরা ভু দখল কমিটি হয়ে আজ পর্যন্ত ঢুকলো না কেন সেটাও বিস্ময়কর। ঘটেছে, ঘটছে উল্টোটাই। আজ শুক্রবার কালীপুজোর রাত আর কাল শনিবারে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটবে। যার জন্য কোন মিডিয়া, কোন অ্যাম্বুলেন্স কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশের মদতে, উপস্থিতিতে। ঠিক ১৪ই মার্চের মতই।

    ও কবিতাটার প্রাপ্তি একটাই। অনিন্দ্য জানাকে আজ রেফারেন্স, ভালো মাইক হিসেবে পাওয়া।
  • J D | 59.93.204.32 | ০৯ নভেম্বর ২০০৭ ২২:৪৫384690
  • NDTV বলছে পনেরোজন। আর দেখাচ্ছে তাদের ক্যামেরা আর গাড়ীকে কিভাবে ধাওয়া করছে সি পি আই এম-এর পতাকা হাতে শান্তিকামী লোকজন।
  • Ishan | 12.163.39.254 | ০৯ নভেম্বর ২০০৭ ২২:৪৫384689
  • তক্কো করে লাভ নাই। মাইন বা অটোমেটিক রাইফেল কেউ চোখে দেখেছে বলে শুনিনি। সবই খবরের কাগজ পড়া গপ্পো। এইটুকু সত্যি, যে,

    এক। অপারেশন চলাকলীন বাইরের লোককে ওখানে ঢুকতে দেওয়া হয়নি। ফলে মিডিয়ার তরফে কোনো "প্রত্যক্ষদর্শী' নেই।

    দুই। নন্দীগ্রামে সিপিএম ঢুকতে পারতনা এটা বহুল প্রচারিত। এবং সত্য ঘটনা। উল্টোদিকে খেজুরিতেও অ-সিপিএম লোক ঢুকতে পারতনা। সেটাও সত্যি। কিন্তু কম প্রচারিত। কে কোথায় কি ট্রেনিং দিয়েছে কেউ ই জানেনা।

    তিন। বিইউপিসির হাতে অস্ত্রশস্ত্র ছিল। তারা এমনি এমনি এলাকা ছেড়ে দেয়নি। অস্ত্রের জোরেই ছাড়তে বাধ্য হয়েছে।

    চার। লুটপাট, ভাঙচুর, গ্রাম জ্বালিয়ে দেওয়া, এসব হয়েছে।

    এবার কনক্লুশন আপনা আপনা।
  • Blank | 59.93.202.169 | ০৯ নভেম্বর ২০০৭ ২২:৪৯384691
  • খেজুরি থেকে বার করে দেয়া অ-সি পি এম লোকজন দের নিয়ে ত্রান শিবির কি দিদি চালিয়েছিল?

  • Blank | 59.93.202.169 | ০৯ নভেম্বর ২০০৭ ২২:৫৩384692
  • কনক্লুশান আবার কি? একদল মার খেয়ে পিছিয়ে গেছিল, আজ পালটা মার দিয়েছে। আবার কোনোদিন এরাও পালটা মার খেয়ে যেতে পারে।
    এর মধ্যে ঐ 'নীচ লোভী দের মুন্ডমালা' দিয়ে সেন্টু টানা দেখলে হাসি পায়।
  • Ishan | 12.163.39.254 | ০৯ নভেম্বর ২০০৭ ২৩:১৬384693
  • দুই দল লোক, বা দুটো পার্টির মারামারি তো নতুন কথা নয়। ওসব হয়েই থাকে। তৃতীয় একটা পক্ষ, সেটা সরকার হোক, বা প্রশাসন হোক, গিয়ে মেটায়।

    এখানে কোনো তৃতীয় পক্ষ নেই। মিডিয়াকে ঘটনাস্থলের বহু আগে আটকে দেওয়া হয়। মেধা পাটকারকে নন্দীগ্রাম থেকে বহু দূরে হেনস্থা করা হয়। পুলিশ দাঁড়িয়ে দেখে। প্রশাসন বলে কিসু নাই। পুরোটাই তো পার্টি হয়ে গেছে। ফলে ভয়ের জায়গা হল, লড়াইটা দুটো দলের নয় ঠিক। স্টেট বনাম একটা দলের।

    বিরোধীরা গুন্ডামি করলে সেটা ডেফিনিটলি গুন্ডামি। কিন্তু শাসক/সরকাররা একই জিনিস করলে তার মাত্রাটা বেশি হয়। সেটা টেরর।
  • Ishan | 12.163.39.254 | ০৯ নভেম্বর ২০০৭ ২৩:২২384694
  • আমি সিমিলার উদাহরণ দেব (অনেক বড়ো মাত্রার যদিও) খালিস্তানিদের। পাঞ্জাবে উগ্রপন্থীরা কি মানুষ মেরে মহান কোনো কাজ করেছিল? করেনি। ইন্দিরা গান্ধীকে খুন করে উচিত কাজ করেছিল? না। কিন্তু জবাবে দু-তিন দিনের যে শিখ নিধন হয়েছিল সেটা অনেক অনেক বেশি নিন্দনীয়। কারণ সেটা স্টেট স্পনসর্ড ছিল।

  • Blank | 59.93.202.169 | ০৯ নভেম্বর ২০০৭ ২৩:২৪384696
  • রাজ্যপাল আবার নন্দী গ্রামে মাও বাদী নিয়ে বিবৃতি দিয়েছে। ব্রেকিং নিউজে দেখাচ্ছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন