এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এখন নন্দিগ্রাম - ১৪ই মার্চের থেকে

    Binary
    অন্যান্য | ০৫ মে ২০০৭ | ২২৮২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 202.122.20.242 | ০৯ নভেম্বর ২০০৭ ২৩:৫৪384698
  • না। ডিসক্লেইমার দেবো না যে আমি সত্যিই সার্কাস্টিক কিছু বলছি না, কিন্তু এটা আমার বহুদিনের কৌতূহল।

    মেধা পাটকর। এই যে সারা দেশ চষে বেড়াচ্ছেন। ভুপাল,নন্দীগ্রাম, নর্মদা,দিল্লী। তার সংসার খরচের টাকা আসে কোথথেকে? কে দেয় প্লেনের খরচা? গাড়ী ভাড়ার খরচা?

    জানতে ইচ্ছে করে। এই প্রতিবাদও কি এক পেশা? কারা পয়সা দেয়?

    যদি জিগান এই থ্রেডে এই প্রশ্ন ক্যানো? তাইলে আমি নাচার। কোনো সঠিক উত্তর নাই।
  • Binary | 198.169.6.69 | ১০ নভেম্বর ২০০৭ ০০:৫৯384699
  • ১) মেধা পাটেকর নিগ্রহটা গুরুত্ব পায়, ২৮ ঘন্টা সাংবাদিক পেটানো পায় না।

    ২) ৮৪ শিখ নিধনটা উদ্দশ্য মুলক খুন , এটা তা নয়, অবশ্য দৈনিক স্টেট্‌সম্যান-এর সৌমিত্র (নামটা ঠিক বল্লাম তো) ঠিক নন্দীগ্রামে ঢুকে যাবে, আর ৪০০ শিশু হত্যার গল্পো-ও শুনবো, আবার ...... সেই রকম-ই তো দেখছি।
  • a x | 192.35.79.70 | ১০ নভেম্বর ২০০৭ ০৩:২২384700
  • dd, শুধু তো মেধা এটা করে, এমন না, সন্দীপ পান্ডে থেকে শুরু করে অনেকেই করে। কি ভাবে সংসার চলে এ প্রশ্ন তো তাইলে চারু বাবু, কানু বাবু বহু বাবু/বিবি কেই করা যায়। রাজনীতি পেশা হয়েও থাকে, তাতেও কি প্রশ্ন আসে? প্লেনে চড়ার পয়সা কোত্থেকে আসে? হয়ত বিদেশ থেকেই আসে, তো? তাতে কি নীতিগত কোনো আপত্তি আছে? বিদেশে থাকলে টাকা পয়সা দিয়ে দায় সারাটা অনেকেই করে থাকি আমরা, সেই পয়সায় যদি কারো ক্যাম্পেন চলে, যে তার সমস্ত এনার্জী দিয়েই বনের মোষ তাড়াছে, তাহলে তাকে ঘরের ভাত জোটাতে আর সেই ক্যাম্পেনে যদি আমার সমর্থন থাকে, তাইলে অসুবিধে কোথায়?
  • Ishan | 12.163.39.254 | ১০ নভেম্বর ২০০৭ ০৪:২১384701
  • dd র এটা একটা কোচ্চেন হল?

    মেধা ইত্যাদিদের নিজেদের সংগঠন আছে। তার নিজের ফান্ড রেজিং এর পদ্ধতি আছে। এছাড়াও এনজিওরা বিদেশী ফান্ডিং পায়। লোকজন দেয়। কর্পোরেট ফান্ডিং ও আছে। ইত্যাদি ইত্যাদি। এইভাবেই সব চলে। এনজিও থেকে ওপেন সোর্স মুভমেন্ট অবধি।
  • tan | 131.95.121.132 | ১০ নভেম্বর ২০০৭ ০৪:২৪384702
  • ঈশেন, তুমি ও দাও তো? ফান্ডে?
  • Tim | 204.111.134.55 | ১০ নভেম্বর ২০০৭ ০৮:১০384703
  • একটা কথা বুঝলাম না। নীতিগত আপত্তি থাকবে না? আন্দোলন ,প্রতিবাদ ইত্যাদিও বেচে দেওয়ার জিনিস বুঝি?
    এনজিও চালানোর টাকা আর নেতা-নেত্রীদের প্লেনফেয়ারের তুলনাটাও অর্থহীন। মেধা নিশ্চই বিলাসবহুল জীবনযাপন করবেন বলে এইসব করেন না।
    আর, ক্যাম্পেনিং কে ঢালাও ছাড়পত্র দিলে মুশকিল। অনেক পয়সাওয়ালা উন্মাদই অনেককিছু বিশ্বাস করে, এবং সেই নিয়ে লোক খ্যাপাতে চায়। তাহলে তো তাদেরও কিছু বলা যাবে না। আমি যদি বিশ্বাস করি ভারতে লোকসংখ্যা কমানোর একমাত্র উপায় দাঙ্গা বাধিয়ে দেওয়া, এবং কোন স্বেচ্ছাসেবী সংগঠনকে ""দায়িত্ব"" দি, তাহলে কি সেটা আপত্তিকর হবে না?
  • Samik | 122.162.83.61 | ১০ নভেম্বর ২০০৭ ১৩:০৬384704
  • কেউ পরের কোশ্চেনে যায় না। কে ক্ষেপাল? খারাপ লোক। নি:সন্দেহে। কেন ক্ষেপাল? খারাপ উদ্দেশ্যে, ব্যক্তিগত, দলগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে। নি:সন্দেহে।

    কিন্তু কী করে ক্ষেপাল? এত বড় সাংগঠনিক শক্তির ভেতরে ঢুকে, গ্রাম বাংলাই যাদের দুর্জয় নেটওয়ার্কের আসল শক্তি, সেই শক্তিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে একদল গ্রামবাসীকে সেই খারাপ লোকগুলো কী করে ক্ষেপাতে পারল, হাতে অস্ত্র, মাইন ব্লা ব্লা ব্লা তুলে দিতে পারল? কী করে ব্রেইন ওয়াশ করতে পরল, যেখানে তাদের সাংগঠনিক শক্তি এদের তুলনায় প্রায় কিছুই নয়, বলতে গেলে?
  • Blank | 59.93.208.220 | ১০ নভেম্বর ২০০৭ ১৪:২২384705
  • অ্যান্টি সি পি এম শক্তি কিন্তু খুব কম না। সি পি এম আর অ্যান্টি র রেসিও অনেক জায়গা তেই ৫০-৫০। অ্যান্টি গুলো এক জোট হতে পারে না তাই...
  • saa | 86.27.133.248 | ১০ নভেম্বর ২০০৭ ১৭:৩৫384707
  • স্টেট স্পন্সরড রায়ট! গোধরার মতো? হে কপাল!
    গান্ধীজি বেঁচে থাকলে গুজরাতের এই দুর্দিনে কি করতেন? গোপালকৃষ্ণই বা কি করতে পারবে?
  • Suvajit | 124.183.182.49 | ১০ নভেম্বর ২০০৭ ১৮:০২384708
  • বুদ্ধবাবু এবার একটা কাজের কাজ করলেন, নন্দীগ্রামে সি আর পি এফ ডেকে। অপেরেশন নন্দীগ্রাম সফল, এবার সি আর পি এফ ডাকা যেতেই পারে। এদ্দিন কেন ডাকা যায়নি এ প্রশ্ন করাটা বোধহয় ঠিক হবে না।

  • Suvajit | 124.183.182.49 | ১০ নভেম্বর ২০০৭ ১৮:৪৩384709
  • http://www.aajkaal.net/report.php?hidd_report_id=87796 শুভেন্দু মাইতির লেখা 'মেঘ সরেছে আলো ফুটুক'। বক্তব্য: ১। নন্দীগ্রামে আন্দোলন নয় সন্ত্রাসবাদ চলছিলো।
    ২। নির্বাসিত মানুষ সি পি এম পার্টির কর্মী হরিনাম সঙ্কীর্তন দল নয়। তাই এদের ফেরার উপায় যাকে বৃন্দা কারাত দমদম দাওয়াই বলে ঘোষনা করেছিলেন কিছুদিন আগে।
    ৩। সন্ত্রাসবাদের প্রথম 'শহীদ' শংকর সামন্ত। শুনেছিলাম যেন যে এই ব্যক্তিটি নিজের বাড়ীর ভেতর থেকে গ্রামবাসীদের ওপর গুলি চালাচ্ছিলেন।
    ৪। সি পি আই এম সমর্থকদের বিমান বসু নির্দেশ দিয়েছেন 'পড়শীর হাত ধরো'। :-) যীশু খ্রীষ্টের মতো বিমানবাবুও বলছেন 'Love Thy Neighbour'
  • a x | 207.69.137.21 | ১০ নভেম্বর ২০০৭ ২০:১৩384710
  • A huge protest-rally of 20,000 people started roaring at Nandigram just a few hours ago. This “come back” of Nandigram-people was totally unexpected to the CPM-hooligans. Out of desperation, those CPM- hooligans started firing on the rally. Till now, death of 2 protesters is announced officially. A lots of bullet-injured people are admitted to Nandigram Health Centre.

    Mamata Banerjee has resigned her MP post, protesting today's incidence of Nandigram!

    RSP has joined to the 'dharna mancha' of Medha Patekar, which is going on at Esplade.

    Khiti Goswami expressed his wish to his party to resign from minister-ship!

    Several artists and intellectuals like Aparna Sen, Chidananda Dasgupta, Rituparna Ghosh, Bibhas Chakroborty have announced to boycott 'Film Fest'.

    Congress, SUCI have announced Bangla Bandh on 12th Nov.

    a rally is going to be organised on 14th November, at Kolkata. The rally will start from College Square, sharp at 1pm. No organizational banner will be there.

  • saa | 86.27.133.248 | ১০ নভেম্বর ২০০৭ ২০:৫০384711
  • অপ্রাসঙ্গিক প্রশ্ন ডিডিকে জ্যোতিবাবুর লন্ডন ভ্রমণের টাকা কে যোগাতো?
  • saa | 86.27.133.248 | ১০ নভেম্বর ২০০৭ ২০:৫২384712
  • সরি এটা প্রমোদভ্রমণ হবে**
  • Ishan | 12.217.28.221 | ১০ নভেম্বর ২০০৭ ২১:০৮384713
  • মিছিলের উপর খোলাখুলি গুলিবর্ষণ হয়েছে। অফিসিয়ালি এখনও পর্যন্ত পাঁচজন মারা গেছে।

    অ্যাজ ইউজুয়াল নন্দীগ্রামের বহু আগেই মিডিয়া সহ সমস্ত অ-সিপিএম লোককে আটকানো হচ্ছে।

    বাংলা বন্‌ধকে আর এসপি সমর্থন করেছে।
  • B | 59.93.199.255 | ১০ নভেম্বর ২০০৭ ২১:২০384714
  • প্রশ্ন :

    ১) বিমান বসুর টাকা কে জোগান?

    ২) এই যে উনি ধোপ ধুতি পাঞ্জাবী পরে পার্টির সভায় ঘোরাফেরা করেন, বিভিন্ন বিভিন্ন চ্যানেলে বক্তব্য রাখেন, সে কাপড় কাচার খরচ কে জোগান?

    ৩) বিগত তিরিশ বছরে চোখে ধরা পড়ে এরকম স্বাস্থ্য বৃদ্ধির পিছনে কি কি খাবার ডায়েট চার্টে ছিলো বা আছে? সে খাবারের খরচ কে জোগান?

    ৩ নং প্রশ্ন মমতা বন্দোপাধ্যায়কেও করা যেতে পারে।

    প্রশ্নগুলো কঠিন আর উত্তরও নেই জানা!! :-)))

    জোক্‌স্‌ অ্যাপার্ট, অন্য উত্তরটা - মেধা পাটেকারের "নর্মদা বাঁচাও আন্দোলন"এর প্রায় তিন হাজার অনুদানকারী এই পশ্চিমবঙ্গেই আছে। সে অনুদানের হিসেব অডিট হয় নিয়মিত। এর কোষাধ্যক্ষ কিছুদিন আগে অবধিও ছিলেন শ্রী শুভাশিস মুখোপাধ্যায় - বিভাগীয় প্রধান, বায়ো ফিজিক্স - রাজাবাজার সায়েন্স কলেজ)

    প্রসঙ্গত:, গুজরাতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা মেধা পাটেকারের টাকা বিদেশ থেকে আসছে এইরকম বক্তব্য রেখে একটি মামলা করেছিল প্রায় ছ বছর আগে। ছ বছর কেস চলবার পর ২০০৭-এর ফেব্রুয়ারী মাসে তার রায় বেরিয়েছে, অবশ্যই সমস্ত টাকা পয়সার হিসেবকে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে।

    এই রায় মেধার পক্ষেই গেছে। :-(((

    অন্য কথা -
    নন্দীগ্রামের ইতিহাস সম্বন্ধে আমরা কেবল এগারো মাসই দেখছি। সাম্প্রতিক "মাওবাদী-তৃণমূল-নকশাল", ইত্যাদি নিয়ে গঠিত ভূ উ প্র ক-কে বাদ দিয়ে কেবল নন্দীগ্রামের মানুষের ইতিহাসটা শাসকদলও চেপে যাচ্ছেন। সেই চারশো বছর আগে সমস্ত সম্প্রদায় মিলে মগদের আক্রমণ প্রতিনিয়ত রোখার কথা যদি বাদও দিই, এটা আমরা বিস্মৃত হয়েছি যে বৃটিশদের বিরুদ্ধে দাঁড়িয়ে ঐ অঞ্চলকে স্বাধীন করে তারা স্বাধীন তাম্রলিপ্ত সরকার গঠিত করেছিল, বৃটিশদের মুদ্রাকে অস্বীকার করে নিজস্ব মুদ্রা চালু করেছিল এবং সেই সরকার যথেষ্ট দিন স্বাধীন ছিল, ১৯৪২ থেকে ১৯৪৪-এর মার্চ(সম্ভবত:) অবধি।
    (দ্র:- "স্বাধীন তাম্রলিপ্ত সরকার" - শ্রী রাধাকৃষ্ণ বাড়ি, যিনি ওই সরকারের আধিকারিক ছিলেন)
    এ ছাড়াও অন্যান্য অনেক বইই আছে।
  • Arpan | 79.73.69.86 | ১০ নভেম্বর ২০০৭ ২২:০৮384715
  • বিমানোচিত মন্তব্য - রাজ্যপালের সাম্প্রতিক বক্তব্য অসাংবিধানিক এবং উস্কানিমূলক। রাজ্যপাল হিসাবে নিজের "নিরপেক্ষ ভাবমূর্তি' বজায় রাখতে তিনি ব্যর্থ হয়েছেন। এতে নন্দীগ্রাম পরিস্থিতি আরো "ঘোরালো' হয়ে উঠবে।
  • dd | 202.122.20.242 | ১০ নভেম্বর ২০০৭ ২২:২২384716
  • কি মুশকিল।

    মেধার টাকার উৎস জানতে চাইলে সি পি এমকে নিয়ে টানাটানি ক্যানো? এ তো এক অদ্ভুত পোলারাইজেশনের সমীকরন।

    সিপিএম বিরাট দল। বহুদিন ধরে দুই (বা তিন) প্রদেশের সরকার। তাদের ক্যানো টাকার অভাব থাকবে?

    আর মেধা মধ্যবিত্ত ঘরের মেয়ে। তার প্রতিবাদ প্রতিরোধে খরচা তো আছেই। গুজরাটে নর্মদা, ওড়িষ্যায় পস্কো, মুম্বাইতে মিলওয়ালা, কেরলে কোকাকোলার কারখানা এবং পশ্চিম বংগে নন্দীগ্রাম। এই শেষেরটা বাদ দিলে আর সর্বত্রই তার নিত্যসংগী সিপিএম। সর্বত্রই উনি চরকির মতন ঘুড়ে বেড়াচ্ছেন।

    কিছুদিন আগেই ব্যাংগালুরেও এসেছিলেন - (মনে নেই কিসের প্রতিবাদ করতে)- একাকী। তার কোনো পার্টী নেই। বিভিন্ন প্রদেশে আন্দোলনের ইস্যুও আলাদা।

    কে যোগায় এই খরচা? এই প্রশ্ন আমার। তার সাথে সিপিএমের টাকার কি সম্পর্ক ?
  • saa | 86.27.133.248 | ১০ নভেম্বর ২০০৭ ২৩:১০384718
  • সত্যি সিপিএমের চামচাগিরি না করলেই নিরপেক্ষ নয়! বিমানের মাথা খারাপ হয়ে গেছে। এই অবস্থায় অবিশ্যি মাথার ঠিক রাখাটাও এট্টু মুশকিল।
    অপর্ণা সেন বয়কট করেছেন।
    বিবিসি নিউজ ২৪ চ্যানেলকে রিকোয়েস্ট করছি নন্দীগ্রামের কভারেজ করতে। প্লীজ আরো যদি কেউ চান তো করুন অথবা একসাথেও করা যায়।

  • a x | 207.69.137.42 | ১০ নভেম্বর ২০০৭ ২৩:১১384719
  • dd আমি তো সিপিএমের কথা বলি নাই। মেধা এন বি এ'র মাথা। তার কাজের মধ্যেই পরে এখান সেখান ঘুরে বেড়ানো। সেটা কাজের স্বার্থেই, এবং তার টাকা সংগঠন প্লাস অসংখ্য জনতা, যারা প্রত্যক্ষ ভাবে যুক্ত না থাকলেও তাদের থেকে আসে। এছাড়া মেধা লেখালেখি করে, তার থেকেও নিশ্চয়ই কিছু পায়।

    টিম, বেচে দেওয়া তো একটা বেশ বড় সড় কথা। এখানে সেটা কি ভাবে প্রযোজ্য বুঝলাম না। খুব গোদা করে বলছি। দুরকম বেচে দেওয়া হতে পারে, এক আমি একটা কাজ করতে চাই, করে থাকি, সেটা বন্ধ করতে কেউ আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দিল। এটা সোজা বিক্রি হয়ে যাওয়া। আরেকটা আমি কাজ করতে চাই, এবার সেই কাজে টাকা দিচ্ছে এমন একজন সে হয়ত এদিকে রেসিস্ট কিম্বা চাইল্ড রেপিস্ট হ্যানত্যান। সেখানে আমি কি তার টাকা নেব, নিলে কি আমার কাজটা বিক্রি করলাম, এই প্রশ্ন আসতে পারে, এটা আদর্শ, প্রিন্সিপল এসবের প্রশ্ন। এবং সে সেক্সিট হলে নিতেও পারি, চাইল্ড রেপিস্ট হলে নেবোনা এইরকম টানা হ্যাঁচ্‌ড়াও চলতে পারে।
    কিন্তু আমি তো আদৌ এই দুটোর একটার কথাও বলিনি। ধরা যাক তুমি বিদেশে থাকো, তুমি মনে কর দেশের বাচ্চাদের পড়াশোনা নিয়ে কাজ করে এমন কাউকে তুমি টাকা পাঠাতে চাও। এই সংস্থার কি সেই টাকা তবে নেওয়া উচিত না, তুমি বিদেশে থাকো বলে? বিদেশের টাকা এইজন্য আসে কারণ কনভার্সান রেট পড়তে পড়তেও এখনো আমাদের কাছে যা বেশি না, তা বেশ অনেকটাই হয়ে যায় দেশে পৌঁছে। এইরকম অসংখ্য "সাধারণ মানুষ" মাঝে মাঝেই টাকা পাঠিয়ে থাকে NBA, ASHA CRY ইত্যাদিতে। এই টাকাতে এবং এই টাকাতে মেধা বা সেরকম কারোর প্লেনে চড়ে আমি যেটাকে সমর্থন করি সেই কাজটা করতে নীতিগত কি প্রবলেম থাকাতে পারে, তা আমি বুঝিনি।
  • dd | 202.122.20.242 | ১০ নভেম্বর ২০০৭ ২৩:২৪384720
  • অক্ষ
    সিপিএমের কথা তুমি বলো নাই। ঠিক কথা।

    আর টাকা দেওয়া আর তার নৈতিকতা নিয়ে যা যা বল্লে সবই মানলাম। সবি ন্যায্য কথা। যদিও নৈতিকতা নিয়ে আমার কোনো প্রশ্ন ছিলোও না। কিন্তু তুমি ভেবে নিলে আমি ওটাই ইংগিত করেছি।

    কিন্তু মেধা তো একটা নয়, একশোটা প্রতিবাদ করছেন দেশ জুড়ে। অনেক ক্ষেত্রেই সেগুলি NBA'র মতন সংঘটিত নয়। সেক্ষেত্রে অনুদান টা হয় কি ভাবে ? ব্যক্তি হিসবে ?
  • Tim | 204.111.134.55 | ১০ নভেম্বর ২০০৭ ২৩:৪২384721
  • অক্ষ,
    আশা, ক্রাই বা সমজাতীয় এনজিওর কাজে যে টাকা লাগে সেটা কিভাবে আসছে সেটা অতটা দরকারী না। মেধার ক্ষেত্রেও না। কিন্তু সাধারণ ক্ষেত্রে এটা স্পষ্ট হওয়া দরকার। প্রবাসীদের টাকায় আপত্তি কেন থাকবে, ভালই তো।
    আমি বলতে চেয়েছিলাম, একজন আন্দোলনকারী নিজের তাগিদে সামিল হবেন প্রতিবাদে। সেখানে তাঁর আর্থিক নিরাপত্তার কথা আসছে কেন?
    আর স্পন্সর হিসেবে এইসব ক্ষেত্রে আছে সেটা জানা দরকার , কারণ অনেকগুলো মানুষের প্রাণ নিয়ে টানাটানি। কেউ যদি আর্থিক সুবিধের বিনিময়ে একটা বিশেষ উদ্দেশ্যে প্রচার শুরু করেন, সেটাও তো একরকম বিক্রী হয়ে যাওয়া (এটা কিন্তু মেধা সম্পর্কে বলছিনা)।
    অনেকক্ষেত্রেই আন্দোলনের কারণ এবং প্রয়োজন নিয়ে সন্দেহ থাকে, উদ্দেশ্য নিয়েও।

  • kallol | 122.167.79.41 | ১১ নভেম্বর ২০০৭ ০১:৩১384722
  • আবার BUPCর মিছিলের উপর গুলি চালিয়েছে সিপিএম। মারা গেছে প্রায় ৩০ থেকে ৫০ জন।
    ক্ষিতি গোস্বামী মন্ত্রীত্ব থেকে আর মমতা সংসদ থেকে পদত্যাগ করেছেন। RSP আন্দোলনে নামার কথা ভাবছে। একটু আগে খবর পেলাম তপন ঘোষ আর সুকুর আলি এগরায় গ্রামবাসীদের হাতে ধরা পড়েছে। তারা BUPCর আহত/মৃত মানুষ নিয়ে পালাচ্ছিলো - দেহ লোপাটের উদ্দেশ্যে। রিপোর্টটা তুলে দিচ্ছি।
    Two absconded murderers, Tapan Ghosh and Sukur Ali, both were charged by CBI for mass killing at Chhoto Angaria village on 4 th January 2001, were arrested at Egra by the police at last. Both the persons were carrying bullet ridden injured people by a vehicle, when suspected by the villagers, they stopped the vehicle and it was revealed that Tapan and Sukur were carrying injured people of Nandigram who were supporters of BUPC to coceal the bodies so that number of deaths can be diminished.

  • . | 59.94.2.210 | ১১ নভেম্বর ২০০৭ ০১:৪১384723
  • বিমান বসু বলেছেন "সি পি আই এম-এর সাথে কথা না বলে রাজ্যপালের এই বক্তব্য রাখা উচিত হয় নি।"
    * রাজ্যপাল সরকারের সাথে কথা বলবেন? নাকি শরিক পার্টির সাথে কথা বলবেন??
    - মন্তব্য ও তথ্য সূত্র - কলকাতা টিভি
  • a x | 207.69.137.21 | ১১ নভেম্বর ২০০৭ ০১:৪২384724
  • কল্লোলদা, এই রিপোর্টটার সূত্রটা একটু দেবে?
  • . | 59.93.254.17 | ১১ নভেম্বর ২০০৭ ১০:২১384727
  • অনলাইন আসার আগের আপডেট
    ----------------------------
    দৈনিক স্টেট্‌স্‌ম্যান, আনন্দবাজার সবেরই হেডলাইন গড়বেতার তপন ঘোষ আর সুকুর আলির ধরা পড়ার খবর।

    ১) দৈনিক স্টেট্‌স্‌ম্যান :
    ক) বধ্যভূমি নন্দীগ্রামে নিরস্ত্র মিছিলে নির্বিচার গুলি
    খ) মৃত অন্তত: তিন, পাকড়াও তপন-সুকুর
    গ) এবার রাজ্যপালকে ব্যক্তিগত আক্রমণ সি পি এমের
    ঘ) একই দৃশ্য, তফাত বলতে পুলিশ নেই।
    ঙ) রাজ্যপালের পাশে দিল্লি
    চ) সাংসদ পদ ছাড়ছেন মমতা
    ছ) মন্ত্রিত্ব ছাড়ছেন ক্ষিতি গোস্বামী
    জ) কলকাতা চলচ্চিত্র উৎসবে বিক্ষোভ, গ্রেপ্তার

    ২) আনন্দবাজার :
    ক) নিরস্ত্র মিছিলে নির্বিচার গুলি
    হতাহতের হিসেব নেই নন্দীগ্রামে, সোমবার বন্ধের ডাক
    খ) অভিযান শেষে এগরায় আটক সেই তপন-সুকুর
    গ) ক্যাডার নৈরাজ্যের পর আসছে কেন্দ্রীয় বাহিনী
    ঘ) দিল্লিতে নালিশ, রাজ্যপালের সঙ্গে সংঘাতে নামলো সি পি এম
    ঙ) নন্দীগ্রাম "গুজরাত", ইস্তফা দিতে চান ক্ষিতি
    চ) প্রধানমন্ত্রীকে পদত্যাগপত্র ক্ষুব্ধ মমতার
  • ulpusen | 59.93.240.136 | ১১ নভেম্বর ২০০৭ ১১:৩৩384729
  • মমতা দিদি ও ক্ষিতি দাদা প্রায় একই সাথে পদত্যাগ করলেন। জানাই ছিল। এদের কমন শত্রু C.P.I.M.। তলে তলে ষড়যন্ত্র অনেকদিন ধরেই চলছিল। এবারে প্রকাশ্যে এসে ভালই হল। নৃপেণ,হারাধন, রাধিকা, সমীর, অনুরাধা, সৈফুদ্দিন,তাপস, - - - - ( এবার কী সুভাষ, নন্দগোপাল,দেবব্রত,নরেন,মনোজ,মঞ্জু-দের পালা!) হলে অবাক হবনা। 'বামফ্রন্ট' নামের ভাঙা লাঠি টায় ভর দিয়ে CPIM অনেকদিন ধরেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এবারে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াক। আসন বিশ-পঞ্চাশ-টা কমবে। আবার বাড়তেও-তো পারে! বিভীষ্‌ণ-রা পালাচ্ছে। এইতো ঘুরে দাঁড়ানোর সময়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন