এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এখন নন্দিগ্রাম - ১৪ই মার্চের থেকে

    Binary
    অন্যান্য | ০৫ মে ২০০৭ | ২২৭৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r" | 203.196.253.193 | ১২ নভেম্বর ২০০৭ ১৫:৫৮384797
  • আহা: দালালি করতে বলি নি , কিন্তু উল্টোদিকের দালালিটাই বা করবেন কেন?
    দুদফায় শাঁসালো দপ্তর তো বাগিয়েছেন,,
  • . | 59.93.196.13 | ১২ নভেম্বর ২০০৭ ১৬:০২384798
  • "টানা প্রায় সাত বছর অধরাই ছিলেন গড়বেতার ছোট আঙারিয়া গণহত্যা মামলার অন্যতম প্রধান দুই অভিযুক্ত, সি পি এমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য তপন ঘোষ ও সুকুর আলি। সি বি আই শত চেষ্টা করেও তাদের নাগাল পায় নি। রাজ্য পুলিশ দেখেও ধরে নি। ফলে বহাল তবিয়তেই ছিলেন 'ফেরার' তপন-সুকুর। অবশেষে তারা ধরা পড়লেন। অবিযুক্ত দুই নেতাকে ধরলেন জনতাই। নন্দীগ্রামের চারজন আন্দোলনকারীর অর্ধমৃত দেহ গাড়িতে করে অন্যত্র পাচারের পথে রবিবার সন্ধেয় এগরার গার্ল্‌স্‌ স্কুলের মোড়ে জনতার হাতে শুধু তপন-সুকুর নয়, ধরা পড়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা সি পি এমের আরও অনেক চাঁই।

    যাদের মধ্যে উল্লেখযোগ্য

    ১) গণশক্তি পত্রিকার সাংবাদিক ও জেলা কমিটির সদস্য মেঘনাদ ভুঁইঞা,
    ২) সিটুর জেলা সম্পাদক বিশ্বনাথ দাস
    ৩) চন্দ্রকোণা রোডের এল সি এস সনাতন মাঝি
    ৪) তুড়কা এল সি এম নিয়ামৎতুল্লা এবং
    যদুনাথ মাহাতো, মদন কর, পরেশ মালাকার, গৌতম প্রধান, শঙ্কর মাইতি, রণজিৎ দাস, বিশ্বনাথ মণ্ডল"
    - দৈনিক স্টেট্‌স্‌ম্যান, ১২/১১/০৭

    অন্য কাগজের নাম দেওয়ার দরকার পড়লে জানাবেন।
  • ayan | 220.225.7.9 | ১২ নভেম্বর ২০০৭ ১৬:০৮384799
  • আপনি কি মহাই কেলানে?? r'' বাবু? নাকি বাংলা কথা বোঝেন না?

    আপনার কথার bottomline তাহলে দাড়ালো গিয়ে " প্রশাসন ঢুকতে পারে নি, নন্দীগ্রামে শান্তি-গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাচ্ছিলো না, তাই CPIM এর লোকেরা গিয়ে জোর করে( আপনার কথা থেকেই প্রমানিত, ১২ নভ, ১২:৩৩pm) নন্দীগ্রামে শাসন ফিরিয়ে এনেছে"

    তো আমিও এটা মানছি তো!!!

    আমার প্রশ্ন (আবার করছি, আলোচনার তাগিদে):

    ১। আপনি কি মনে করেন কাল পরশুর আন্দোলন শুধু ঘরছাড়া মানুষ করেছে? যারা ঐ খেজুরি তে ত্রাণ-শিবিরে ছিলো আর গত ১০-১১ মাস না খেতে পেয়ে deprived with all civil rights ছিলো? CPIM সমর্থিত বহিরাগত (def: যাদের বাড়ি ঐ থানায় না) ঐ আন্দোলনে যুক্ত ছিলো না?

    ২। পুলিশ আর প্রশাসন এই দল-ভিত্তিক আগ্রাসন ঠেকাতে যথেষ্ট সক্রিয় ভূমিকা নিয়েছে গত দু দিনে?

    ৩। যদি মেনেও নেওয়া যায় যে এই আন্দোলন SHUDHU ঘরছাড়া মানুষ ই করেছেন, তাহলেও কি by indian constitution আপনি এই মানুষ হত্যাকে (২ না ২০০ সে বিতর্ক চাই না,please) সমর্থন করছেন? (granted যে আগের একটাও CPIM সমর্থক হত্যার ঘটনার কোনো প্রতিবাদ হয় নি, যদিও সে দাবী ততটাই মিথ্যা যতটা বিমান বসু অনিল বিশ্বাসের দায়িত্ব সম্পূর্ণ পালন করতে পারছেন)

    আশা করবো point to point উত্তর দেবার মত দক্ষত আপনার আছে।
  • r" | 203.196.253.193 | ১২ নভেম্বর ২০০৭ ১৬:১০384800
  • রাজ্যপালের দপ্তরে বসে সরাসরি রাজনীতি কিভাবে করতে হয় নাতিগান্ধী দেখিয়ে দিল!
    রাজনীতি করতে হলে পদ ছেড়ে রাস্তায় নেমে দেখাক না গান্ধীগিরি জয়েন করুক নানা রঙের দলে,,
  • Samik | 122.162.85.251 | ১২ নভেম্বর ২০০৭ ১৬:১৪384801
  • ডিটো। কল্লোলদাকে। এগারো মাস ধরে যাদের ঘরছাড়া করে রেখেছিল কেবলমাত্র সিপিএম সাপোর্টার হবার অপরাধে, সেই কাজ অত্যন্ত নিন্দনীয়। প্রতিবাদযোগ্য। যারা করেছে, তারা খারাপ লোক, নি:সন্দেহে। তাদের অপরাধ শাস্তিযোগ্য।

    কিন্তু এই কি শাস্তি? অপরাধের জবাবে অপরাধীকে ল অ্যান্ড অর্ডারের হাতেই সমর্পণ করার নিয়মই আছে জানি ভারতের আইনকানুনে, মেশিনগান চালিয়ে তাকে বা তার গ্রামের / বাড়ির লোককে মেরে ফেলার নিয়ম কি আছে? যুক্তি কিন্তু সেই এক দিকেই যাচ্ছে, ওরা আমাদের ঘরছাড়া করে রেখেছিল, তাই আমাদের দ্বারা ওদের ওপর মেশিনগান চালানোটা জাস্টিফায়েড হয়ে যাচ্ছে।

    সিপিএম শাসক দল। তাকে কি প্রচ্ছন্নে এই বক্তব্যের সমর্থন করা পোষায়?

    সিআরপিএফ এতদিন কেন ঢোকে নি, সেটা আমারও প্রশ্ন। যখন সিআরপিএফ একেবারে পৌঁছে গেল, তখন তাদের নন্দীগ্রামের বাইরে আটকে রেখে "মধুর' প্রতিশোধ নিয়ে তবে আজ থেকে সেখানে সিআরপিএফ ঢুকতে পাচ্ছে। আগে তো আমরা আমাদের হিসেবগুলো চুকিয়ে নিই। তারপর সিআরপিএফ কী মূল্যে শান্তি ফেরায়, সেটা তাদের মাথাব্যথা, তাই না?

    নন্দীগ্রাম দখলমুক্ত করতে প্রথমবারেই যদি কেবলমাত্র পুলিশ যেত, এবং পুলিশোচিতভাবে গ্রামকে দখলমুক্ত করত, কারুর কিচ্ছু বলার থাকত না হয় তো। যদিও তার পেছনে অনেকগুলো প্রশ্ন থেকেই যায়, তবু সে সব প্রশ্ন ভুলে গেলেও বলাই যায়, সেদিন ১৪ই মার্চ পুলিশের ছদ্মবেশে অনেক সিপিএমের গুন্ডা এসেছিল গ্রামবাসীদের ওপর গুলি চালাতে, তাদের ধর্ষণ করতে। পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যাওয়ায় তখন দোষ পড়ল পুলিশের ঘাড়ে, আর পুলিশমন্ত্রী পুলিশকে ঠুঁটো জগন্নাথ করে রাখলেন।

    আর আরেকটা কথা। এগারো মাস ধরে ঘরছাড়া হবার কাহিনি শোনাচ্ছো শোনাও, কিন্তু গত তিরিশ বছরে সিপিএমের ক্যাডারদের তান্ডবে অনেক অ-সিপিএম লোকের জমি গেছে, ঘর পুড়েছে, ভিটেমাটি উৎখাত হয়েছে। তার প্রপার ডকুমেন্টেশন হয় তো হবে না কোনওদিনই, সেদিনও আমরা এবং মহান মানুষেরা কোনও প্রতিবাদ করি নি।

    গত তিরিশ বছর ধরে আমরা কেউ কোনও প্রতিবাদ করি নি বলেই সিপিএম আজ এত বড় উদ্ধত দুর্বিনীত হতে পেরেছে। পশ্চিমবাংলার সিপিএম অধ্যুষিত প্রতিটা গ্রামে সিপিএমের অত্যাচারের কাহিনি জমে আছে। গত তিরিশ বছরে।
  • m_s | 203.171.241.50 | ১২ নভেম্বর ২০০৭ ১৬:১৭384803
  • :-)
    ও'টি তো শেষ হয়নি এখনও। আপনি বলেছিলেন, শেষ হলে বলবেন। এখন আলোচনাতে আপত্তি নেই, ভালোই হবে।
  • Samik | 122.162.85.251 | ১২ নভেম্বর ২০০৭ ১৬:১৭384802
  • r''

    খুব গায়ে জ্বালা ধরছে, না?
  • Samik | 122.162.85.251 | ১২ নভেম্বর ২০০৭ ১৬:২৪384804
  • ও:, কী মহান সিপিএম!! আমরা তো ডেকেছিলাম, কিন্তু বার বার ডাকা সত্বেও "ওরা' আলোচনার টেবিলে আসে নি। এতে আমাদের দোষ কোথায়?

    আরে "ওরা' না হয় BUPC, তিনোমুল, পাগল ছাগল নেত্রীর ঝাড় খাওয়া অপোজিশন দল।

    আরএসপি, ফ ব, আর সিপিআই-কে ডেকেছিল সিপিএম? আলোচনার টেবিলে? এরা তো নিজের শরিক? নাকি নিজের দলের পোষা স্প্যানিয়েল কুত্তা? তোমাদের বক্তব্য শুনে তো তাইই মনে হচ্ছে, একা একা তো নিজের বাড়ির লোক ছাড়া কারুর ভোট পাবে না, সিপিএমের আঁচল ধরে তাই বিস্কুট খেতে পাচ্ছে। তা সিপিএমও কি তাইই মনে করে? তাই অ্যাকশন শুরুর আগে অপরিসীম ঔদ্ধত্ব দেখিয়ে ক্ষিতি গোস্বামীকে সিঁড়ি থেকে ভাগিয়ে দেওয়া হয়? এদের সাথে কেন কোনও আলোচন অকরা হয় নি, তার জবাব কি বিমান বোস দেবে?
  • ayan | 220.225.7.9 | ১২ নভেম্বর ২০০৭ ১৬:৩৯384807
  • শমীক দা,

    ভুল বলছো। CRPF was a part of the plan যেদিন CRPF চাওয়া হল সেদিন ই বোঝা উচিত ছিলো এইবার CPIM final show down করবে।
  • kallol | 220.226.209.5 | ১২ নভেম্বর ২০০৭ ১৬:৪০384808
  • র""
    অ - দালালী কত্তে বলনি। তবে কি কত্তে বল্লে? দিব্যি শাঁসালো দপ্তরে বসে মুড়ি তেলেভাজা চিবুতে চিবুতে বলা - কই, কি হয়েচে? আমি তো কিচু শুনিনি।
    কিংবা - ওরা মিছিল কত্তে গেলো কেন? জানো, দাদাদের কি ভীষষষণ রাগ! বড্ডো রাগী তো তাই মেরে দিয়েচে।

    ক্ষিতি গোস্বামী যে ঐশ্বর্য রাইএর মত দেখতে তাতো জানতাম না! মুখ দেখেই দপ্তরটা দিয়ে দিয়েছে। কি জানি যতীন, চক্রবর্তিও বোধহয় জিনাতের মত দেখতে ছিলো।

  • Arpan | 193.134.170.35 | ১২ নভেম্বর ২০০৭ ১৬:৪২384809
  • কল্লোলদা,

    আজিজুল হকের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে কিছু বলবে? তোমার যা জানা আছে?
  • Arpan | 193.134.170.35 | ১২ নভেম্বর ২০০৭ ১৬:৫৫384810
  • http://www.sangbadpratidin.in/kolkata.php

    প্রথম লেখাটিতে র'', ব্ল্যাঙ্ক আর উদয়নের তোলা প্রশ্নের কিছু উত্তর আছে। পছন্দ হবে না কিছুই জানি "আমরা বনাম ওরা' এই মেন্টালিটি নিয়ে, তবুও। :-)
  • kallol | 220.226.209.5 | ১২ নভেম্বর ২০০৭ ১৬:৫৭384811
  • জানি না এখানে বলা ঠিক হবে কি না।

    আজিজুলদা এখনও মার্ক্সবাদী নকশাল। তবে সব ব্যাপারেই অশোক দাশগুপ্তের সাথে একমত। কেন এরকম? আমায় বলতে বোলো না। কারুর ব্যক্তিগত বিষয় নিয়ে বলতে আমার রুচিতে বাধে।
  • Arpan | 193.134.170.35 | ১২ নভেম্বর ২০০৭ ১৭:১৪384812
  • কল্লোলদা, ঠিক। আমার লিখতে বলা ঠিক হয়নি। সরি।

    উদয়নের জন্য একটা ছোট্ট খবর। "চন্ডীপুরের কাছে রিয়াপাড়া দিয়ে আসার সময় সিআরপিএফকে বাধা দেয় সিপিএম। মহিলাদের অবরোধে বসানো হয়। প্রথমে জওয়ানরা ক্যাডারদের সরাতে চাইলেও মহিলাদের দেখে থেমে যায়।'

    নিজের লেখা কথা এবার নিজের দিকে ফিরে এল কি? একটু ভাববেন।
  • kallol | 220.226.209.5 | ১২ নভেম্বর ২০০৭ ১৭:২৬384813
  • মহিলা আর আবেগী কিশোরদের সামনে এগিয়ে দেওয়া - এসব বাংলার কমিউনিষ্ট আন্দোলনের বহু পুরোনো ছক। নুরুল- জব্বার-অমিয়া-প্রতিভা-লতিকা-গীতা-অহল্যা এরকম অজস্র উদাহরণ আছে। একমাত্র ব্যতিক্রম - প্রসাদু জোতের সাত লড়াকু নারী শহিদ। ওখানে পুরুষ কেউ ছিলো না। তারা অন্য দিকে চলে গেছিলো। মেয়েরাও জড়ো হয়েছিলো সেখানে যাবে বলে। তখন চলন্ত ট্রাক থেকে পুলিশ-আধা সামরিক বাহিনী গুলি চালায়।

  • Suvajit | 121.218.114.214 | ১২ নভেম্বর ২০০৭ ১৭:৩৫384814
  • সব কিছুর পরে এটাই কি ultimate equation ? এটাই কি গনতন্ত্রের আসল হিসাবনিকাশ ? তাহলে বলব আমাদের দেশে গনতন্ত্র মানায় না। http://www.anandabazar.com/12raj15.htm
  • Samik | 122.162.85.251 | ১২ নভেম্বর ২০০৭ ১৭:৩৭384815
  • সংবাদ প্রতিদিনে মোটামুটি একটা জিস্ট পাওয়া গেল। ফ্রিকোয়েন্টলি আস্ক্‌ড কোয়েশ্চেন্‌স।
  • Arpan | 193.134.170.35 | ১২ নভেম্বর ২০০৭ ১৮:১৬384818
  • ** এনডিটিভি
  • bhonda | 212.85.1.1 | ১২ নভেম্বর ২০০৭ ১৮:২৪384819
  • সিপিএম প্রতি গ্রামে গ্রামে ভাতে ও হাতে দুভাবেই মারে। ওদের তাঁবেদারি না করলে। রাজ্যপাল কেও পা চাটা কুত্তা হয়ে থাকতে হবে ওদের! কি দাবি?? না হলেই নাকি রাজনীতি।
    নরেন্দ্র মোদীর নামে একটা কথা বললে এই ধাপ্পাবাজগুলোর কান কেটে নেওয়া উচিত।
    বুদ্ধদেবের আসল নাম সিদ্ধার্থ? নন্দীগ্রামের আরেক নাম গোধরা?
    সত্যেরে কও সহজে। গোপালকৃষ্ণ গান্ধী সাধারন মানুষ আপনার সাথে আছে !
    এই সত্য কথা বলার সাহস যেন হারিয়ে না যায়
  • Blank | 59.93.165.9 | ১২ নভেম্বর ২০০৭ ১৮:৩৫384820
  • অয়ন
    আপনি কি সত্যি মনে করেন লাইট মেশিন গান আর অটোমেটিক রাইফেল নিয়ে নন্দী গ্রামে লড়াই হয়েছে? তাহলে সত্যি কিছু বলার নেই। এই ব্যপারে সব বক্তব্য ফিরিয়ে নিচ্ছি।

    m_s কে
    অপরাধ প্রমান না হওয়া অব্দি কাউকে অপরাধী বলা যায় না। নিজেদের আবেগের বশে অনেকে অনেক কিছু বলতেই পারেন (আমদের প্রখ্যাত নেত্রী ও অনেক অনেক মন্তব্য করেন, এরকম), কিন্তু বটম লাইন টা হলো যে, ঐ আদালতে প্রমানিত হওয়া দরকার...

    প্রতিদিনের লিংকে দেখলাম এবার ঘর ছাড়া রা অদৌ ঘর ছাড়া ছিল কিনা সেই নিয়ে সন্দেহ করেছে। ছি:।
  • Arpan | 193.134.170.35 | ১২ নভেম্বর ২০০৭ ১৮:৪৮384821
  • সিবিআই চার্জশিট দিলেও (ছোট আঙ্গারিয়া কেস) অপরাধী প্রমাণিত হয় না? তাহলে আর বাবরি মসজিদ কাণ্ডে আদবানির এগেনস্টে আর হইচই করা কেন? তিনিও তো চার্জশিট পেয়ে দিব্যি ঘুরে বেড়ান, আদালতে তো এখনো তিনি যে দোষী প্রমাণ হয়নি।

    এই যদি বক্তব্য হয় তাহলে আমিও সুকুর আর তপন বিষয়ে সব বক্তব্য ফিরিয়ে নিচ্ছি।
  • Blank | 59.93.165.9 | ১২ নভেম্বর ২০০৭ ১৮:৫৪384822
  • এই সহজ সরল ব্যপার টা তো সব্বাই জানে যে, আদালতে প্রমান হওয়া দরকার। সি বি আই এর চার্জ শিটের পরেও তো প্রচুর লোক নিরপরাধ প্রমানিত হয়।
    এর সাথে আদবানীর সম্পর্ক কোথায়?
  • Arpan | 193.134.170.35 | ১২ নভেম্বর ২০০৭ ১৯:০১384823
  • তা ঠিকই। নরেন মোদীও নিরপরাধ, আদবানিও নিরপরাধ, তপন আর সুকুরেরও একই স্ট্যাটাস। বাকি সব পক্ষপাতদুষ্ট মিডিয়ার খেলা। :-)
  • Arpan | 193.134.170.35 | ১২ নভেম্বর ২০০৭ ১৯:০৮384824
  • আর সবকিছুর পেছনে আমেরিকার কালো হাত। :-)
  • Blank | 59.93.202.159 | ১২ নভেম্বর ২০০৭ ১৯:১৬384825
  • এই তো অপ্পন দা এক খানা ফর্মূলা এনে ফেলেছে। :-)
  • a x | 192.35.79.70 | ১২ নভেম্বর ২০০৭ ১৯:৪২384826
  • মমতার নাটক বহুল প্রচারিত এবং বুঝতেও সোজা। সর্বদলীয় মীটিঙ্গ যেদিন হয় তার আগের দিন বুদ্ধ বলে সে থাকতে পারবেনা, পলিটব্যুরোর মীটিঙ্গ আছে। এগুলো খুব সহজে ইচ্ছেয় বা অনিচ্ছেয় লোকে ভুলে যায়।
    নন্দীগ্রামে কেমিক্যাল হাব হবেনা বলার পরেও কেন এত মারা মারি। বাকিটাও ঠিক ওরকম ইচ্ছেয় বা অনিচ্ছেয় বার বার বলে বলে লোকে ভুলে গেছে। "মানুষ যদি না চায় .... হবেনা"। মানুষকে কিভাবে চাওয়াতে হয় তা তিরিশ বছর ধরে প্র্যাক্টিস চলছে।
  • Samik | 122.162.82.255 | ১২ নভেম্বর ২০০৭ ১৯:৫৯384827
  • শস্তার গিমিকও হতে পারে, জানি না।

    স্টারানন্দ বলছে, তাদের অফিসে নাকি সিপিএম ফোন করে হুমকি দিয়েছে, খবর প্রচারে সংযত হতে, না হলে "কাজ করতে অসুবিধা' হবে। সিদ্ধার্থ, থুড়ি, বুদ্ধদেব বলেছেন, স্টারানন্দের নিরাপত্তা আমি দেখছি।

    সিপিএম প্রকাশ্যে দূ:খপ্রকাশ করেছে (ডিনাই করেছে বলে দেখছি না এখনও)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন