এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এখন নন্দিগ্রাম - ১৪ই মার্চের থেকে

    Binary
    অন্যান্য | ০৫ মে ২০০৭ | ২২৫২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 122.168.75.147 | ১৩ নভেম্বর ২০০৭ ২২:০২384930
  • r কে ডিট্টো।
    খানিকটা অবজেকটিভ হওয়া যাক। চুলোয় যাক--আবাপ বা আজকাল বা গণশক্তি বা বর্তমান বা স্টেট্‌সম্যান।
    কিন্তু যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সবার চোখের সামনে কিছু বলছেন- তা' একটি objective fact। আমাদের ভালো লাগুক বা না লাগুক। এবার অজ্জিৎ বলুক কি ভাবে এটা জাস্টিফাই করাযায়! " ওরা" আর "আমরা"?
    না, মিলটা মধ্যপ্রাচ্যের চেয়ে গুজরাতের নরেন্দ্র মোদির রেটোরিক ( মিঞা মুশরফ, রাস্ট্রবিরোধী, গোধরার প্রতিক্রিয়ায় হিন্দু কি চুপ করে থাকবে?) বা ৭৪-৭৫এর ইন্দিরার সঙ্গে( রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, " india is indira' ইত্যাদি)।
    অজ্জিৎকে বলা এই জন্যে যে ও অত্যন্ত: নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে বিশ্লেষণের চেষ্টা করছে।
    আর এক ভদ্রলোক যিনি ক্ষিতি গোস্বামীর সঙ্গে মমতার সিপিএম বিরোধিতার সরল সমীকরণ করছেন তাঁকে বলার এইটুকু যে ওনার যুক্তি পরম্পরায় বিজেপি ও সিপিএম কে ( ১২৩ প্রসঙ্গে) কংগ্রেসের বিরুদ্ধেগোপন ষড়যন্ত্রে লিপ্ত বলা আরো সহজ হবে।
  • Du | 67.111.229.98 | ১৩ নভেম্বর ২০০৭ ২২:০৩384931
  • প্রশাসন ফেল করেছিল প্রথম দিনই, যেদিন তাদের কর্তৃত্ব হারিয়েছিল তারা।
    তারপর ১৪ই মার্চ শাসন ফিরিয়ে আনার চেষ্টাটাও তস্য বড় ফেল।
    কিন্তু সবাই তো ফেল করেনি। মহামান্য গভর্নর ফেল করেননি, শহরের প্রায় সমস্ত জনগণ নন্দীগ্রামের পতিবাদীদের পক্ষেই ছিল, তাঁদের বিশ্বাসের লোক ছিল।

    তবে তাঁরা কি(what) চেষ্টা করেছেন স্বাভাবিকতা ফেরানোর ? তাঁদের চিত্রনাট্যে কি(what) শেষ লেখা ছিল নন্দীগ্রাম নামের এই শতরঞ্জের জন্য ? এবং ফেল করার এই লম্বা লিস্টে নিজেদের নাম খুঁজবেন কি কেউ?
  • Du | 67.111.229.98 | ১৩ নভেম্বর ২০০৭ ২২:০৫384932
  • প্রতিবাদী
  • bozo | 129.7.131.198 | ১৩ নভেম্বর ২০০৭ ২২:০৬384933
  • পুনরায় তুমি নিজেই কিছু ভাবলে ও লিখলে। তোমার যদি এমন টা মনে হয় সেটা একান্ত ভাবে-ই তোমার মনে হওয়া।

    কিন্তু প্রশ্নটার উত্তর এলো না। মিডিয়া কএ আটকে দিয়ে, বিরোধী নেতাদের আটকে দিয়ে, পুলিশকে দাঁড় করিয়ে রেখে ক্ষমতায় থাকা পার্টি পোলিটিক্যাল ক্লেন্সিং করলে সেটা কে কি স্টেট স্পন্সর্ড ভায়োলেন্স বলা যাবে?
  • bozo | 129.7.131.198 | ১৩ নভেম্বর ২০০৭ ২২:১০384934
  • অরিজিৎ দা তোমার সঙ্গে বিতর্কে আমি আর নেই। পড়ে দেখো আমি বাদে অনেকেই সরাসরি লিখেছেন যে তোমার analogy টা correct নয়। আমার মনে হচ্ছে তুমি সেন্টিমেন্টাল হয়ে পড়েছ। অতএব এই বিষয়ে এখানেই ইতি।এই বিষয়ে তোমায় আমি আর কিছু লিখছি না।

    Thanks for the whatever dialogues exchanged so far.

  • a x | 192.35.79.70 | ১৩ নভেম্বর ২০০৭ ২২:১২384935
  • নন্দীগ্রাম না। আমার নাম বারবার আসছে বলে ব'লে যাই, আগেও দু একবার কল্লোলদার সাথে আমার নাম করেছিল। কল্লোলদার একটা ইতিহাস আছে, উনি কাজ করে এসেছেন। আমি কস্মিনকালে কিছু করিনি। এমনকি ছাত্র রাজনীতিও না। আমাকে নকশাল বলা বা কল্লোলদার সাথে পাশাপাশি আমার নাম বলাটা আমার কাছে অত্যন্ত আপত্তিকর এবং লজ্জারও। আমি নকশাল সিম্প্যাথেসাইজার হতে পারি। এই অবধি। আমি পড়েছি যেখানে সেখানে ছাত্র পরিষদ আর এসএফআই ছাড়া আর কোনো ছাত্র সংগঠনের অস্তিত্বই ছিলনা। এবং দুটোর মধ্যে আমার কাছে কোনো তফাৎ ছিলনা।
  • Arijit | 128.240.229.67 | ১৩ নভেম্বর ২০০৭ ২২:১৬384937
  • মুখ্যমন্ত্রী এই স্টেটমেন্ট দিয়ে স্পনসরশিপে স্ট্যাম্প তো দিয়েই দিয়েছেন, এর পর আর কি বলার থাকতে পারে?

    "এখনো লিখছি...স্রেফ বিষয়টাকে ধোঁয়াটে করে দেওয়া বলেই মনে হয়েছে' - এটা আশা করি রিডিং বিটুইন দ্য লাইনস নয়? মানেটা কি দাঁড়ায় বলবে ভাই?
  • Du | 67.111.229.98 | ১৩ নভেম্বর ২০০৭ ২২:১৬384936
  • জঙ্গলের আগুনে পেঁচার সাথে বকও পোড়ে, আলাদা করে বলে লাভ নেই তাও বলি, রঞ্জনদা,
    গুজরাট দাঙ্গা গোধরার প্রতিক্রিয়ায় হয়েছিল কি সত্যিই ?
  • r | 59.162.191.115 | ১৩ নভেম্বর ২০০৭ ২২:১৭384938
  • না অরিজিৎ, একই মেন্টালিটি নয়। কারণ ইজরায়েলি এবং প্যালেস্তিনীয়রা যখন একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করে, সেটা দুটো আলাদা জাতিরাষ্ট্রের সংঘর্ষের একটা অবশ্যম্ভাবী ফল। যতই বলা হোক, ইউনাইটেড নেশন্স, দুটি জাতিরাষ্ট্রের দীর্ঘস্থায়ী যুদ্ধে যে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা করা অসম্ভব না হলেও কঠিন কাজ। অথচ নন্দীগ্রামের ক্ষেত্রে এই শান্তিপ্রক্রিয়া শুরু করার প্রাথমিক দায়িত্ব কার, সে ব্যাপারে কোনো মতদ্বৈধ নেই। বোধি যে স্টেপ নেওয়ার কথা বলেছে, সেই স্টেপগুলো প্রশাসন নিতেই পারে। কিন্তু প্রশাসনিক প্রধান যখন হিংসাকে ও অসহিষ্ণুতাকে সর্বসমক্ষে জাস্টিফাই করেন, তখন ট্রুথ এন্ড রিকন্সিলিয়েশন কমিশন তো অনেক দূরের কথা, এই "আমরা" এবং "ওরা"র মেন্টালিটি সর্বস্তরে আরও জাঁকিয়ে বসে।

    হ্যাঁ, মিল একটাই- দুই পক্ষ মারামারি করছে এবং অনেক সাধারণ মানুষ মারা যাচ্ছে।
  • Arijit | 128.240.229.7 | ১৩ নভেম্বর ২০০৭ ২২:২৩384940
  • অ্যানালজি কারেক্ট নয় - এটা বোধিও বলেছে, রঙ্গনও বলেছে - আমি দুজনের সাথে নর্মালি কথা বলছি - পুরোপুরি একমত এখনও নই। কিন্তু দুজনের কেউই বলেনি "সায়েন্সে একটা কথা আছে...' বা "ধোঁয়াটে করে দেওয়া হচ্ছে' ইত্যাদি। তফাত আছে।
  • r | 59.162.191.115 | ১৩ নভেম্বর ২০০৭ ২২:৩০384941
  • Duকে,

    যে কোনো রাষ্ট্রে যাবতীয় জনগণের প্রাণ ও সম্পত্তি রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। এটা যে কোনো প্রশাসনের মৌলিক দায়িত্ব। এই দায়িত্বের অংশীদার হতে পারেন রাজনৈতিক পার্টি- শাসক অথবা বিরোধী, "সুশীল সমাজ" নামের একটি গোলকধাঁধাঁ, এবং ব্লা ব্লা ব্লা। কিন্তু এই দায়িত্বটা নৈতিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব নয়। কিন্তু সাংবিধানিক দায়িত্ব যদি কেউ যথাযথভাবে পালন না করতে পারেন- তাকে সেই ব্যর্থতার দায় নিয়ে পদ থেকে সরে যেতে হয়- সাংবিধানিক গণতন্ত্র এটাই বলে। এগারো মাস ঘরছাড়াদের ঘরে ফেরানোর দায়িত্ব প্রশাসনের, যখন অবিরত বহু মানুষ মারা যাচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, তখন সেই অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দায়িত্ব প্রশাসনের।

    যখন কোথাও ডাকাতি হয়, তখন সেই ডাকাতদের ধরতে না পারলে লোকে পুলিশকেই দোষ দেয়, ডাকাতরা কেন ডাকাতি করল সেই প্রশ্ন করে না। :-)
  • ranjan roy | 122.168.71.229 | ১৩ নভেম্বর ২০০৭ ২২:৪৩384942
  • একটা কথা আমি ঠিকমত জানিনা বলে জিজ্ঞেস করছি-- একটি চ্যানেলে দেখলাম প্রকাশ কারাত বলছেন যে সরকার তো বলেই দিয়েছে যে ওখানে কেমিক্যাল হাব হবে না, বিকল্প জায়গার নির্বাচন ও হয়ে গেছে। তবু কেন যে---।
    আমি জানতে চাইছি আদৌ সরকারিভাবে ওখানে ছেড়ে দিয়ে অন্য কোথাও করার প্রশাসনিক আদেশ বেরিয়েছে
    কি না?
    কারণ, ব্যাংকে কাজ করার সূত্রে জানি যে ফিনান্স মিনিস্টার কোন মিটিংএ কোন ঘোষণা করলে ( তা, সে সুদের হার বা নতুন কোন স্কীম যাই হোক) যতক্ষণ না ভারত সরকার বা রিজার্ভ ব্যাংক কোন সার্কুলার জারি করছে তা তৃণমূল স্তরে implement করা যায় না। আর অনেক ক্ষেত্রে যদি সার্কুলার আসেও তাতে অনেকসময় এত রাইডার থাকে যে ঘোষণার চরিত্রটাই যায় বদলে।
    আর অজ্জিত এত সেন্টিমেন্টালি ডীল করছে কেন? কোথায় পুরনো চেনা অজ্জিত?
    একটা কথা । সিপিআই থেকে অনেক শরিক দলও সিপিএমের সম,আলোচনা করছে। সকলেই প্রতিক্রিয়াশীল? এভাবে বৃহত্তর বাম ঐক্য গড়ে উঠবে? নইলে মুলায়েমের মতো --দের সঙ্গে ফ্রন্ট বানানোর copmpulsion?
  • Du | 67.111.229.98 | ১৩ নভেম্বর ২০০৭ ২২:৫০384943
  • সেকি, মহামান্য লোকেদের জিগাইলাম, আর তুমি কিনা কও ডাকাত ?
  • Du | 67.111.229.98 | ১৩ নভেম্বর ২০০৭ ২২:৫২384944
  • অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রীর সুরটা ইলেকশনে যাবারই সুর
  • ranjan roy | 122.168.71.229 | ১৩ নভেম্বর ২০০৭ ২৩:০২384945
  • Du কে,
    আদৌ নয়। ওটাতো নিজেদের বর্বরতাকে জাস্টিফাই করার জন্যে মোদিদের যুক্তি। দুই মুখ্যমন্ত্রীর বক্তব্যে মিলটাতো এখানেই।
    দুজনেই নিজের দলের মাস ভায়োলেন্সকে
    সমর্থন করছেন এই যুক্তি দিয়ে যে আগে আমরা আক্রান্ত হয়েছি।
    আর মোদিকে বাজপেয়ি ও বুদ্ধকে জ্যোতিবাবু রাজধর্ম পালন করতে খোলাখুলি পরামর্শ দেন। অর্থাৎ দুই দলেরই বর্ষীয়ান নেতা নিজেদের দলের মুখ্যমন্ত্রীকে-----। মিলটাতো ওখানেই।
    আর রাজ্যস্তরে, রাষ্টীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে স্টেট ভায়োলেন্স কে জাস্টিফাই করতে সবারি মুখে এক বুলি---- আমরা আক্রান্ত, যা করছি আত্মরক্ষার জন্যে বাধ্য হয়ে। এবং জনগণের বা রাষ্ট্রের জন্যে।
    এই রেটোরিকে সবাই সমান;- হিটলার, বুশ, সাদ্দাম ,খোমেইনি, মুশারফ, ইন্দিরা,মোদি ও বুদ্ধ। সবাই খালি আত্মরক্ষা করছেন।
    আর মোদিকে নিন্দা করার বাধ্যতা নেই কেন? কিছু ঘটনা এমন যে যার নিন্দেযে কোন বিবেকসম্পন্ন মানুষের কাছে বাধ্যতামূলক, যেমন অসউইজ ও গোধরা।
  • m_s | 202.78.237.110 | ১৩ নভেম্বর ২০০৭ ২৩:০৯384946
  • গতকাল, দূরদর্শনের ইংরিজি খবরে শুনলুম প্রকাশ কারাত সাংবাদিকদের বলছেন, "the state government have taken necessary messures, today the CRPF men have reached the villages''

    আবার পরে বাংলা খবরে শুনলুম, বলা হলো, তিন কোম্পানি CRPF বাহিনীর পথ তখনও অবরোধ করে আছেন কয়েক'শ সিপিএম সমর্থক।

    আজ , CRPF দেরীতে আসার জন্যে বিরোধী দল আর কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে।

    এর পর আর কিছু বলার নেই!

    সামন্তকে মেরেছিলেন কিছু মানুষ যাদের উপর সে অপরাধ করেছিল, যারা ওর অপরাধের ফল ভোগ করেছেন। তারা ওকে মেরে শোধ নিয়েছিলেন। তারা স্থানীয় মানুষ। ওকে পুলিশের হাতে তুলে না-দিয়ে
    মেরে ফেলা নিশ্চয়ই আইনত অপরাধ, কিন্তু সে পার্টিকর্মী ব'লে মানুষ জানতেন যে, পুলিশের হাতে তুলে দিলে পুলিশই ওদের ছেড়ে দেবে! দিতে বাধ্য পার্টির হুকুমে।
    কিন্তু ওর মারা-যাওয়াকে সাধারণ রাজনৈতিক খুন বলে, যারা নিহত পার্টিকর্মীর লিস্টে নাম তুলে ওর অপরাধকে আড়াল করতে চাইছেন আর ওকে পার্টিশহীদ বানাচ্ছেন তারাও ওর অপরাধের পরোক্ষ শরিক।

    ঘোষ আর আলি ২০০১'এর জানুয়ারী থেকে সিবিআই'এর হাত থেকে পালিয়ে বেড়াচ্ছিল। পার্টি আর পুতুলপুলিশের মদতে। দেশের প্রধান তদন্তকারী দলের দেওয়া চার্জশীটকে বুড়ো'আঙ্গুল দেখিয়ে ওদের এতোদিন ধরে লুকিয়ে রেখেছিল পার্টি-পুলিশ। এখন যখন ধরা পড়ে গেছে, তখন বলা হচ্ছে যে, আদালতে যখন প্রমাণ হয়নি, তখন তো আর অপরাধী বলা যায় না!
    পুলিশ গিয়ে ওদের না বাঁচালে, যদি মানুষ রাগের চোটে ওদের মেরে দিতেন, তখন এই ঘোষ-আলির নামও পার্টিশহীদের লিস্টে উঠে যেত।
  • m_s | 202.78.237.110 | ১৩ নভেম্বর ২০০৭ ২৩:১৩384947
  • ** measures
  • Du | 67.111.229.98 | ১৩ নভেম্বর ২০০৭ ২৩:১৫384948
  • আমি মিল অমিল কিছুই খুঁজি নাই রঞ্জনদা , শুধু এইটাই বলতে চেয়েছি যে
    ওটা প্রতিক্রিয়া ছিল না আদপেই। পূর্ব পরিকল্পিত ছিল।

    এটা প্রতিক্রিয়া কিনা সে সিদ্ধান্ত নেবার দায়/অধিকার প্রত্যেকের রইলো তাদের মতো করেই।
  • Binary | 198.169.6.69 | ১৩ নভেম্বর ২০০৭ ২৩:১৭384949
  • বুদ্ধবাবুর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়, বিশ্বাস ভেঙ্গে যাচ্ছে ..... বিমান বসু বা বিনয় কোঙার, এরকম বল্লে কিছুই বলার ছিলোনা ....

    কিন্ত, বুদ্ধিজীবিরা একটু মোমবাতি জালান, নন্দিগ্রামের সব মানুষের জন্য ..... বলুন এই মোমবাতি সুধু শনিবারের জন্য নয়, মোমবাতি সকলের জন্য , ....... যারা সিপিএম এর খুন হলেন তাদের জন্য-ও ..... নাকি সিপিএম-এর নাম উচ্চারন করতে আজকাল আঁশটে গন্ধ লাগে .....

    মোমবাতি তাদের জন্য-ও যারা সিপিএম করার জন্য , মাইনের উপর বসে ন্‌সংশ হত্যা হলেন, মোমবাতি তদের জন্য-ও যাঁরা স্বামী-স্ত্রী পুরুলিয়াতে ছাদের ঘরে পুড়ের মরলেন সিপিএম করার অপরাধে, মোমবাতি সেই পুলিশ কর্মীকেও .... যার লাস ফেলে দেওয়া হয়েছিল হলদী নদীতে। মোমববাতী ওসি প্রবাল সেনগুপ্তকে, মোমবাতী বন্দেওআনের ওসি-কেও।
  • saa | 82.20.33.66 | ১৩ নভেম্বর ২০০৭ ২৩:২৪384951
  • অরিজিতকে প্রশ্ন কম্যুনাল ক্লেন্সিং আর পলিটিক্যাল ক্লেন্সিং এ কোনো তফাৎ আছে? দুদিকেই সবল দুর্বলের ওপর অত্যাচার করছে। রঞ্জনদা খুব সুন্দর করে বুঝিয়েছে ব্যাপারটা। যে কোনো কারণেই মানুষ মরছে এটাই বড় কথা নয়? আর তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী সমর্থন করছেন----
  • r | 59.162.191.115 | ১৩ নভেম্বর ২০০৭ ২৩:৩০384952
  • যদি কেউ কলকাতায় থাকেন, কাল কলেজ স্কোয়ার থেকে মানুষের পায়ে পা মেলান। প্রত্যেকটি নিহত প্রাণের জন্য প্রণত হোন, কোন প্রাণ যেন আর নষ্ট না হয় তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হোন। বুদ্ধিজীবীরা কি করছেন, বা রাজনৈতিক নেতারা কি করছেন- সেই হিসেবে নাই বা গেলেন আপাতত:। একজন সাধারণ নাগরিক হিসেবে নিজেদের সমাজকে রক্তপাতহীন রাখতে যেটুকু ন্যুনতম করা যায়, সেটুকু করুন।
  • m_s | 202.78.237.110 | ১৩ নভেম্বর ২০০৭ ২৩:৩১384953
  • ** has
  • LCM | 128.48.203.128 | ১৩ নভেম্বর ২০০৭ ২৩:৪৩384954
  • গোটা উত্তর ভারত (উত্তর পূর্ব, পূর্ব, উত্তর পশ্চিম)-এ বড় বেশী রাজনৈতিক খুনোখুনি, ভায়োলেন্স, বড় বেশী পোলারাইজেশন।

  • nyara | 67.88.241.3 | ১৪ নভেম্বর ২০০৭ ০০:০৫384956
  • যাঁরা র-বাবুর বলা প্রেস কন্‌ফারেন্স আর লাফিং বুদ্ধ দেখতে চান - NDTV সাইটে সেই অমূল্য রত্ন আছে। তবে প্রচুর আট-ভাট ad দেখার কষ্ট সয়ে তবে কেষ্ট মিলবে। আমি দেখে মুগ্‌ধ হয়েছি।
  • r | 59.162.191.115 | ১৪ নভেম্বর ২০০৭ ০০:১১384957
  • এই বিজ্ঞপ্তির কথা জানি। যাঁরা প্রশাসনিক পদে যুক্ত ছিলেন তাঁদের সাথে কথা হয়েছে। হলদিয়া উন্নয়ন পর্ষদের জারি করা বিজ্ঞপ্তি অ্যানাল করার দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে। এবং এক লাইনের বিজ্ঞপ্তিতে কোনো প্রশাসনিক সার্কুলার তুলে নেওয়া যায় না। উল্লেখ্য, কেমিকাল হাবের বিজ্ঞপ্তি জারি করেছেন হলদিয়া উন্নয়ন পর্ষদ যা একটি স্বশাসিত সংস্থাএবং জমি অধিগ্রহণ না হওয়ার বিজ্ঞপ্তি জারি করছেন জেলাশাসক। হলদিয়া উন্নয়ন পর্ষদ যদি জমি অধিগ্রহণের সার্কুলার জারি না করে থাকেন, তাহলে জেলাশাসক জমি অধিগ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তি দিচ্ছেন কেন? হলদিয়া উন্নয়ন পর্ষদের কেমিকাল হাব তৈরির যে বিজ্ঞপ্তি, তার রেফারেন্স দিয়ে কোনো নতুন সার্কুলার কি জারি করা হয়েছে? অতএব, পুরো ব্যাপারটার মধ্যে অনেক ফাঁকি রয়েছে যা প্রশাসনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে। তবে এই বিজ্ঞপ্তি সরকারের লেটার অফ ইনটেন্ট হিসেবে বিবেচনা করা যেতে পারে।
  • tan | 131.95.121.132 | ১৪ নভেম্বর ২০০৭ ০০:১৭384958
  • বাব্বা,
    এসব কারা কইছে? এই কিছুদিন আগেই না আরেসেস দেখলেই ক্যালাতে কইলো ?
    এখন তুলসীবনের বাঘ হয়ে গেলো সব! হরি!
  • m_s | 202.78.237.110 | ১৪ নভেম্বর ২০০৭ ০০:১৯384959
  • উপরের লিংকে দেখলুম যে, পূর্বমেদিনীপুরের D.M. নোটিস দিয়েছেন --- সরকার নন্দীগ্রামে শিল্পের জন্যে জমি অধিগ্রহণ করবে না, এ'কথা সবাইকে জানানোর জন্যে তিনি নির্দেশ পেয়েছেন।

    এক-দু'বছর বাদে ঐ D.M. আবার নোটিস দিতে পারেন --- সরকার নন্দীগ্রাম ও সংলগ্ন অঞ্চলে শিল্পের জন্যে দরকারী পরিমাপ মতো জমি অধিগ্রহণ করবে ব'লে সিদ্ধান্ত নিয়েছে , এ'কথা সবাইকে জানানোর জন্যে তিনি নির্দেশ পেয়েছেন।

    এ'তে কারুরই কিছু বলার নেই। সরকারী সিদ্ধান্ত বদলাতেই পারে।

    আসল কথা হলো , যে জমি অধিগ্রহণ করা হবে সেটি উপযুক্ত কি না -- মানে, সরকার সে'টি যেমন-করেই-হোক অধিগ্রহণ করার অবস্থায় আছে কি না।

    সিঙ্গুরে তা ছিল, তাই জমি অধিগ্রহণ হয়েছে।
    নন্দীগ্রামে তা এতদিন ছিলনা, তাই অধিগ্রহণ হয়নি।
  • m_s | 202.78.237.110 | ১৪ নভেম্বর ২০০৭ ০০:৩৪384960
  • পূর্ব-মেদিনীপুরের DMএর নোটিসে কোন সময়সীমা নেই। মানে, আগামী কতো মাস/বছরের জন্যে জমি অধিগ্রহণ না-করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে , সে কথা জানানোর জন্যে D.M.কে নির্দেশ দেওয়া হয়নি।
  • Blank | 59.93.202.18 | ১৪ নভেম্বর ২০০৭ ০০:৪২384962
  • m_s এর একটা কথা খুব ভাল লাগলো,
    "তারা ওকে মেরে শোধ মেরে নিয়েছিলেন...'।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন