এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এখন নন্দিগ্রাম - ১৪ই মার্চের থেকে

    Binary
    অন্যান্য | ০৫ মে ২০০৭ | ২২৮০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 122.162.85.251 | ১২ নভেম্বর ২০০৭ ১১:৩১384764
  • ব্ল্যাঙ্ক,

    প্রগতির কোটটা পড়ে কিছু বুঝতে পারলাম না। আমি ইংরেজিতে কাঁচা। প্রগতি কী দাবি করছে? তপন ঘোষ আর সুকুর আলি বলে যাদের ধরা হয়েছে তারা আসলে তপন আর শুকুর নয়? তারা কিচ্ছু করে নি? ছোট আঙারিয়া যশ চোপড়ার সিনেমা আর নন্দীগ্রাম বিধু বোনোদ চোপড়ার? আগের সিনেমায় তারা মাস কিলারের ভূমিকায় "অভিনয়' করেছিল বলে এই সিনেমায় তাদের দোষ দেওয়া উচিৎ নয়, তাদের নায়কের রোল দেওয়া উচিৎ, এইটাই কি বলতে চাইছে প্রগতি?
  • Samik | 122.162.85.251 | ১২ নভেম্বর ২০০৭ ১১:৩৫384765
  • আরেকটা কথা। উত্তর থেকে দক্ষিণ বাংলার বেশ কিছু মফস্‌সল গ্রামে ছোটবেলা থেকে থাকার সুবাদে "নিরপরাধ / নিষ্পাপ' সিপিএম ক্যাডার কী জিনিস হয়, আমার খুব ভালো দেখা আছে।

    যে কোনও মৃত্যুই নিন্দনীয়, কোনও মৃত্যুই সমর্থন করি না, কিন্তু পুরুলিয়ায় বাঁকুড়ায় সিপিএম করার "অপরাধে' কেন মাওবাদীরা নিরপরাধ লোককে মারছে, তার causal analysis কোনওদিন করার চেষ্টা করেছে সিপিএম দল, তথা নিরপেক্ষ পব সরকার? কার অপরাধে মরছে এই নিরপরাধেরা?

    সিপিএম ঘোর পাপী একটা দল, কেবল কলকাতায় বসে তার পাপ টের পাওয়া যায় না। তার প্রতাপ, তার পাপ বুঝতে গেলে গ্রামের দিকে যেতে হয়। অত্যন্ত নোংরা নীচ আর অপরাধী লোকজনে ভর্তি তার ক্যাডারবাহিনি।
  • Blank | 59.93.200.166 | ১২ নভেম্বর ২০০৭ ১১:৩৯384766
  • শমীকের লেখার প্রথম দিক টা পড়ে সেই 'অন্যস্বর' খ্যত ভদ্রলোক টির রিপোর্ট মনে পরে গেলো। তো সেই ভদ্রলোক এবারে কিছু লিখছেন না? মানে সেই হাজার হাজার নৃশংস খুনের গপ্প!
    আর সি পি এম এর চামচারা না হয় খুব খারাপ, খুব বাজে। কিন্তু ঐ মাইনের ওপর বসিয়ে সেই 'চামচা' দের ই যখন মারা হয়েছিল তখন 'মহান' ব্যক্তি দের কিচ্ছু বলতে শোনা যায় নি তো একবার ও... কেন?
  • Blank | 59.93.200.166 | ১২ নভেম্বর ২০০৭ ১১:৪৪384767
  • তাহলে তো সে ঘোর পাপী ক্যডার দের বেদম মারা উচিৎ। তাদের বাড়ি ঘর দোর ভেঙে জ্বালিয়ে দেয়া উচিৎ। তারা প্রায় বছর খানেক বাড়ি ছারা হয়ে থাকুক, সপরিবারে। এই সব ই উচিৎ কাজ। :)
    তাহলে এদ্দিন BUPC ঠিক করেছিল। পাপী ক্যাডার দের পরিবার গুলো তো আরো পাপী। ওরা ঘরে ফিরতে চায়! ছি:! ওরা পাপী যে।
  • Samik | 122.162.85.251 | ১২ নভেম্বর ২০০৭ ১১:৫১384768
  • মহান ব্যক্তিদের কাছে কতটুকু খবর পৌঁছে দিতে পেরেছিল সিপিএম দল, আমার জানা নেই। ধরে নিচ্ছি, এ-ও মিডিয়ার ফেরেব্বাজি। ইচ্ছে করে চেপে দিয়েছে। কিন্তু কিছু অপরাধী কাউকে মাইন দিয়ে উড়িয়ে দিলে মহান ব্যক্তিরা কার বিরুদ্ধে প্রতিবাদ করবে? অপরাধীদের বিরুদ্ধে? লোকে তো স্বাভাবিকভাবেই ভাবে সরকার রয়েছে, সরকারের কাজ দুষ্টের দমন শিষ্টের পালন, আরও হাজার অপরাধীকে যেভাবে আইনের শাসন দেখায় সরকার, এদেরও সেইভাবেই দেখাবে।

    মহান লোকে প্রতিবাদটা করবে কখন? যখন দেখবে যে তার ভরসা, তার রক্ষক যখন প্রতিশোধে গুন্ডাবাহিনি লেলিয়ে দিচ্ছে, সরকার থেকে সমর্থন জানাচ্ছে সেই দখলদারির। প্রতিবাদ তো তখনই আসে বলে জানি। অপরাধী অপরাধ করলে কি লোকে প্রতিবাদ করে অপরাধীর বিরুদ্ধে? বড়জোর থানায় ডায়েরি করে। পুলিশের কাছে আইনের শাসন [প্রত্যাশা করে। পুলিশ যখন অন্যায় করে, লোকে তখনই তো প্রতিবদটা জানায়? তাই তো জানতুম!

    আর অন্বস্বরের সেই লোককে আমি চিনি না, তার সাথে আমাকে জড়ানোর দরকার নেই। তবে এটা আমি আবারও জোর গলায় বলতে রাজি আছি যে কলকাতা থেকে একটু দূরে গেলেই দেখা যায় সিপিএমের লোকজন কী রকমের বদ্‌ লোক হয়।
  • Blank | 59.93.200.166 | ১২ নভেম্বর ২০০৭ ১২:১৩384769
  • শমীক,
    প্রথমত: আমি অন্যস্বরের সাথে জড়াই নি। তবে ঐ তোমার লেখার প্রথম দিকে, যে 'অত্যাচারের' বর্ননা ছিল, ওগুলো ঐ অন্যস্বরেই বেড়িয়েছিল। এমনকি 'বর্ত্তমান' ওসব লেখে না এখন। ধরে নিচ্ছি ওগুলো রাগের বহি:প্রকাশ।
    এবারে আর একটা কথায় আসা যাক। BUPC যখন ঘর বাড়ি জ্বালিয়ে, লোক কে মেরে বাড়ি ঘর দোর ছারা করে তখন সেটা হয় মানুষের স্বত:স্ফুর্ত প্রতিবাদ! আর এই যাদের ঘর বাড়ি জ্বালানো হলো, তারা যদি কোনো দিন লাঠি নিয়ে তেড়ে আসে তখন সেটা হয়ে যায় স্টেট স্পনসর্ড টেরর।
    আর অনেক দুরের গ্রামের দিকের কথা জানি নে, কিন্তু আমাদের এখানে ঐ ঘাস ফুলের অফিসে বসে থাকা লোক আর আজ সকাল থেকে যে মিছিল গুলো দেখছি, তাদের সামনে থাকা লোক গুলো তে চিনি।
  • m_s | 202.78.237.138 | ১২ নভেম্বর ২০০৭ ১২:২০384770
  • ....all the 13 accused were intercepted by a group of Congress and Trinamul Congress activists in Egra town after they heard the cries of a woman, injured in the violence in Nandigram, while she was being carried away in one of four cars, one bearing the sticker of the government of West Bengal used by the Khejuri BDO (WB 29 3500)....

    ....accused include ... Meghnad Bhunia, Midnapore West district committee member of the party and Ganasakti correspondent, Biswanath Das, a CITU leader from Belda,....

    ...."in connivance with police'' , Sukur Ali and Tapan Ghosh tried to call themselves Saiful Ali Khan and Madan Kar respectively. But when the lawyers of the complainant, Mr Uttam Das, a resident of Egra, showed the photographs of the duo published in newspapers they had to admit their identity.
    Mr Das’ lawyers also alleged that police helped the two criminals in giving them towels with which to cover their faces to camouflage their identities.
    They submitted prayers to the magistrate for taking action against the Egra officer-in-charge (OC), Mr Sudip Banerjee and the investigating officer (IO), Mr Jagannath Ponda, for their dubious role in yesterday's incident....


    details...http://www.thestatesman.net/page.news.php?clid=6&theme=&usrsess=1&id=176223

  • Blank | 59.93.200.166 | ১২ নভেম্বর ২০০৭ ১২:২৪384771
  • সুকুর আলি গপ্প টা আমি একটু ওপর দিকে দিয়েছিলাম। এখানে ফের আর একবার লিখলাম না।
  • r" | 203.196.253.193 | ১২ নভেম্বর ২০০৭ ১২:৩৩384772
  • বা: , দাঁত-নখ বেরচ্ছে কাদের? এতো চোরের মায়ের বড় গলা,,এগারো মাস ধরে দাঁত-নখ নজরে আসছিল না!
    ঘরের মানুষ ঘরে ফিরলেই যত দোষ, আসলে সি পি এম সমর্থক রা তো মানুষ নয়! সেটা মুখ দিয়ে বেরিয়ে গেছে,,

    তাহলে ঘরছাড়ারা কি করবে ? গান্ধীগিরি? না সকলে মিলে তৃণমুল হয়ে যাবে?

    আর একটা ব্যাপার নজরে আনতে চাই,,বঙ্গে আজকাল কিছু একটা ঘটলেই মাওবাদীদের "সোমেন" , "মানব " নানা নামে প্রেস রিলিস বেরয়; অদ্ভুত ভাবে মেরিবাবার 123 চুক্তি নিয়ে নীরব আর এদিকে নন্দীগ্রামে মাইন পুঁতছে !
  • m_s | 203.171.241.50 | ১২ নভেম্বর ২০০৭ ১২:৫০384774
  • .... an "ambulance'' (??) was transporting a few patients to the Kamardaha hospital and these two people (Tapan & Sukur ) were returning from Digha, they showed "conclusive evidence'' (??) of their stay and vacation at Digha ....

    খাতায় একটি এনট্রি, আর দু-তিনজন সাক্ষী -- ব্যাস্‌ , এইটুকুন কাজ!
  • . | 59.93.196.13 | ১২ নভেম্বর ২০০৭ ১২:৫৭384775
  • ('এই বিষয়ে আপনার মতামত দিন'-এ ডানদিকে বাংলা আসছে না, 'বাংলা লেখার নতুন কল'-ও খুলছে না, তাই বানান ভুল থাকলে ক্ষমা প্রার্থনীয়)

    এটাই স্বাভাবিক ছিলো। বহুদিন আগে বুদ্ধদেব সম্বন্ধে যখন লেখা বেরোয়, "'সিদ্ধার্থ''জ্যোতি' পেয়ে 'বুদ্ধ' হয়েছে, তখন মন্তব্য হয় "এটা একটু বাড়াবাড়ি হয়ে গেলো"। আজ এটাকে বাড়াবাড়ি মনে হয় কি?

    বিমান বসু উল্টোপাল্টা বকছেন, অনিল বিশ্বাস সামালাচ্ছেন, বুদ্ধদেব ভুল (?) করছেন, জ্যোতি বাবু সমাধানসূত্র দিচ্ছেন... এ যেন ইনার পার্টি স্ট্রাগ্‌ল্‌ এর চলমান চলচ্ছবি, জীবন্ত ধারাবিবরণী।

    দেখো! দেখো! ওরা কিন্তু বাস্তবে সুস্থতম দল, ওদের মধ্যে গঠনশীল, সৎ চেতনাসম্পন্ন মানুষ অনেক। এক আধটা ভুল এক আধটা লোক করলেও তাকে সংশোধন করার মানুষ কতজন!!

    কি অভূতপূর্ব্ব ইন্‌ফারেন্স্‌!! বুদ্ধদেব স্কেপ্‌গোট্‌? মরি, মরি!

    একটা আপাদমস্তক সামাজিক সম্রাজ্যবাদী দল, সংশোধনবাদের চূড়ান্ত মানসিক ক্লীবত্বে ভরপুর দলের এই পরিণতি বুঝতে এত সময় লাগে। এরা নিজেদের ক্লীবত্বকে আজ কোন ব্যাপকতায় ছড়িয়ে দিতে পেরেছে, তা এই থ্রেডে সর্বসময় দেখা যায়।

    " গু চ - কে এস এফ আই বা ডি ওয়াই এফ - মুক্ত দেখতে চায়, কিন্তু দু:খের ব্যাপার যে তা হবে না", " তখন এরা ঘুমিয়ে থাকে", " গু চ ........ তখন কি করছিলো.....?""এই সাইটের ৯০ শতাংশ..."

    একটু গুনেই দেখা যাক না, কে কে, কজন কি বলছেন? আর তার কোন কোন লেখা কখন কখন মুছে দেওয়া হয়েছে? কে মুছেছে? কে কখন কাকে ব্লক করেছে? তাহলে আমরা সংখ্যালঘু, আমাদের গলা টিপে ধরা হচ্ছে, এইসব নাকী কাঁদুনির কারণ কি?

    মুণ্ডমালায় সেণ্টুর ঘ্রাণ খোঁজা নাক দিয়ে নাকী সেণ্টু কান্না কেন?

    'মগজে কারফিউ' নয়, মগজে একপেশে নিরোধ লাগানো ব্যক্তিবর্গের মগজ দিয়ে, অক্ষ-র ভাষায় ' এই নিরপেক্ষ, নিরপেক্ষ খেলা ' কেন?

    নন্দীগ্রামে কোন মিডিয়া যেতে পারছে না, দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল মিডিয়া, হঠাকারী বাম লোকজন সবাই চেঁচাচ্ছে, বলছে, NDTV, AAJ TAK, কলকাতা, STAR ANAND, তারা যেতে পারছে না...

    তাহলে "তেখালি বাজার, নন্দীগ্রাম"-এর ওরকম "সুস্থ শান্ত ছবি" কে তুললো? "শান্তি প্রক্রিয়ার দল"-এ কি অনিন্দিতা সর্বাধিকারী গিয়েছেন? অথবা আরও নিবেদিতপ্রাণ কোন ক্যামেরা-ম্যান বা উওম্যান? যিনি পরবর্তীতে আরেকটা "তথ্য চিত্র" তৈরী করে পেশ করবেন আর এস এফ আই, ডি ওয়াই এফ-এর গণতন্ত্রী বিপণনের হাত ঘুরে তা উঠে আসবে এই থ্রেডে?
  • Blank | 59.93.211.171 | ১২ নভেম্বর ২০০৭ ১৩:১১384776
  • m_s , সেই এক ই ব্যপার টা তো স্টেটসম্যানের খবরেও। কয়েক জন সাক্ষী, শুধু , ব্যাস ....
    অথবা সেই এক ইক্যুয়েশান, নিজের পছন্দের খবর গুলো পড়বো আর তার কথা গুলো মানবো। অন্যদের ক্ষেত্রে ওটা হবেই 'শুধুই কিছু ডকুমেন্টস আর কিছু সাক্ষী ব্যস.."
  • Blank | 59.93.211.171 | ১২ নভেম্বর ২০০৭ ১৩:১৪384777
  • . যদি একটু বাংলায় লিখতেন, তাহলে বুঝতে পারতুম।
  • m_s | 203.171.241.50 | ১২ নভেম্বর ২০০৭ ১৩:২৮384778
  • ... in connivance with police, Sukur Ali and Tapan Ghosh tried to call themselves Saiful Ali Khan and Madan Kar respectively. But when the lawyers of the complainant, Mr Uttam Das, a resident of Egra, showed the photographs of the duo published in newspapers they had to admit their identity.
    Mr Das’ lawyers also alleged that police helped the two criminals in giving them towels with which to cover their faces to camouflage their identities.
    They submitted prayers to the magistrate for taking action against the Egra officer-in-charge (OC), Mr Sudip Banerjee and the investigating officer (IO), Mr Jagannath Ponda, for their dubious role in yesterday's incident ...


    The magistrate passed an order asking the OC and the IO to appear in the court on 23 November along with the case diary, the latest injury report of the three BUPC activists and EPIC cards of Ali and Ghosh.

    এসব তো আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে হয়েছে!
  • Blank | 59.93.211.171 | ১২ নভেম্বর ২০০৭ ১৩:৩৬384780
  • m_s,
    ম্যাজিস্ট্রেটের সামনে কোথায়? সব টাই তো হয়েছে রাস্তায়। সেখান থেকে ওদের কে ধরে নিয়ে যাওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে।
    ম্যাজিস্ট্রেটের পরবর্তী স্টেপ টা কি? সেটা তো ২৩ এ নভেম্বরের আগে জানা যাবে না। যতক্ষন সেটা জানা না যাচ্ছে, ততক্ষন দুটো লোক কে অপরাধী বলি কি করে? যেখানে অন্য নিউজ লিংক অন্য কথা বলছে তাদের ব্যপারে।

  • Arpan | 79.73.15.115 | ১২ নভেম্বর ২০০৭ ১৩:৫৯384781
  • এইটা ভালো দিয়েছে মাইরি। সেই কবে থেকে বলে আসছি পশ্চিমবঙ্গে কমিদের হঠাতে সিআইএ উঠেপড়ে লেগেছে। বিরোধীদলগুলোকে তো কবেই কিনে নিয়েছে। এখন মাওবাদীদেরও মাইন কেনার জন্য পয়সা সাপ্লাই দেয় আর জনগণকে খেপিয়ে তুলে খাদ্যদাঙ্গা বাঁধায়।

    দাদারা, এট্টু প্রগতি বা পিপলস ডেমোক্রেসির লিঙ্কটা দেবেন এই নিয়ে যা বেরিয়েছে? লোকে আজকাল এত পাজি হয়েছে এসব বললেই "দালাল" বলছে।
  • m_s | 203.171.241.50 | ১২ নভেম্বর ২০০৭ ১৪:৩২384782
  • চার্জশীট-পাওয়া আর শাসকদলের পুতুলপুলিশের মদতে পালিয়ে-বেড়ানো পাজি অপরাধীদের হয়ে তরফদারি করলে , ঐ'রকম বিশেষণই জুটবে কপালে।
  • r'' | 203.196.253.193 | ১২ নভেম্বর ২০০৭ ১৪:৩৩384783
  • তবে এই ঘটনা অনেককে চিনিয়ে দিয়েছে,,
    যেমন ক্ষিতি, সি পি এম বিনা ঢাকুরিয়াতে নিজের বাড়ির লোক ছাড়া কারু ভোট পাবে কিনা সন্দেহ !
    পুজো/ঈদ - যে সময় ত্রাণ শিবির থেকে পাঁচজনকে তুলে এনে কোপানো হল তখন এক টিভি সাক্ষাতকারে বললেন "ধৈর্য ধরতে হবে, ভু উ প্র ক লোকেদের সঙ্গে নিয়ে আলোচনা করতে হবে আর পুলিশ যেন একদম না ঢোকে" সাহস থাকলে নিরপেক্ষ মিডিয়া পুন:প্রচার করুক, আর গতকাল কি বললেন টিভিতে "পুলিশ এতদিন কেন যায় নি?" "এটা গুজরাট হয়ে গেছে" বোঝো ঠ্যালা !

    অদ্ভুত যখন গরীব মানুষ নন্দীগ্রামে, কেশপুরে, মুর্শিদাবাদে আক্রান্ত হন ,,ক্ষিতির ক্ষতি হয় না, কিন্তু বাম প্রতিরোধ হলেই ওনার সমস্যা,,

    বুঝলে হোরেশিও!

  • ayan | 220.225.7.9 | ১২ নভেম্বর ২০০৭ ১৪:৪৯384786
  • ব্ল্যাংকি, r'' কি সত্যি মনে করেন যে যারা so called ঘরছাড়া তারাই কাল-পরশু automatic machine gun নিয়ে নন্দীগ্রাম দখল করেছে? মনে করে থাকলে আপনাদের মনে করা either মূর্খের স্বর্গ লাভ বা biased

    ঘরছড়া র ঘরে ফিরবেন,১০০% সমর্থন করি। কিন্তু, সেটা CPIM এর দখলদারির মাধ্যমে হলে মনতে পরছি না। হ্যঁ সেটা ঐ যারা ঘরছাড়া তাদের "স্বতস্ফুর্ত" প্রতিরোধ হলেও না।তারা গান্ধীগিরি করবে কি না বলতে পারি না, কিন্তু তাদের ঘরে ফেরার দায়িত্ব সরকারের, প্রশাসনের। তাই, ঐ যুক্তি বাজে কগজের ঝুড়িতে ফেলে দিন।

    আর, সত্যি কথা বুকে হাত দিয়ে বলুন তো এই ঘটনায় নতুন করে ঘর ছড়া হয় নি মানুষ? যারা BUPC র নেতা ছিল তারা এখনো গ্রামে বহাল তবিয়তে আছে? নিজেদের রাজনীতি করতে পারছে? বিশ্বাস করেন? তাদের কি হবে? তারা তো total outlaw হয়ে গেলো।

    তপন-সুকুরের ঘটনা বাদ দিলাম, মেনে নিলাম মমতার রাজনীতির বিপরীতে ১০০ বিকল্প ছিল, মেনে নিলাম chemical hub প্রত্যাহারের সিদ্ধান্তের পর আন্দোলন তুলে নিলে ভালো হত, কিন্তু একথা মানব কি করে যে আমার রজ্যের একটা অংশে মেধা পটেকর বাধা পান, media বাধা পায় ছবি তুলতে......... না প্রশাসন না, একটা দলের পক্ষ থেকে। আর পুলিশ কেবলার মত দাড়িয়ে দাড়িয়ে তাই দেখবে। আর arrest করবে খোদ শংখ ঘোষ কে, যার কবিতায় ভর দিয়ে একসময় এই CPIM আন্দোলন গড়ে তুলেছে।

    এরপর ও কি রাজ্য সরকার নিজেদের অসামন্য অপদার্থতা মেনে নেবে না? দায় নিয়ে পদত্যাগ করবে না?

    একমাত্র solution হল immediate ৩৫৬+ ভোট করানো।
  • m_s | 203.171.241.50 | ১২ নভেম্বর ২০০৭ ১৪:৪৯384785
  • But when the lawyers of the complainant..."showed'' (দেখিয়েছিলেন) the photographs of the duo published in newspapers they had to "admit'' (মেনে নিয়েছিল) their identity.

    ওরা প্রথমে পরিচয় লুকিয়েছিল, উকিল যখন প্রমাণ দেখালেন, তখন ওরাও মানতে বাধ্য হলো -- এই ঘটনা কি আদালতে ঘটেনি?
    এই show আর admit করা ম্যাজিস্ট্রেটের সামনে হয় নি?

  • ayan | 220.225.7.9 | ১২ নভেম্বর ২০০৭ ১৫:০০384787
  • তপন সুকুরের ক্ষেত্রে এরা ধরা পড়ার থেকেও বড় কথা এটা proved যে আহত পাচার হয়েছে from nandigram to west midnapore। সুতরাং আহত/নিহতের total count আর কোনোদিন সন্দেহ মুক্ত থকবে না।

    ব্ল্যাংকি, এদের নামে chargesheet আছে। ফলত
    ১। এদের দাগী বলা চলে
    ২। এটাও proved যে CPIM বহিরাগত দের এনেছিল (এরা CPIM এর local/zonal comm. member এবং এদের বাড়ি পশ্চিম মেদিনীপুরে,henceforth)

    সুতরাং আরেক বার, ঘরছাড়ারা ঘরে ফিরেছে এই অতি-সরলীকরণ যে কত মিথ্যা তা প্রমাণ হয়
  • kallol | 220.226.209.5 | ১২ নভেম্বর ২০০৭ ১৫:০৭384788
  • আমি জানি না কি করে একথা বলা হচ্ছে যে যখন ""আমরা"" মার খাচ্ছিলাম তখন ""এই সব প্রতিবাদ কোথায় ছিলো""।
    তখনও প্রতিবাদ হয়েছে। বার বার করে ১৪ মার্চের আগে পরে বহুবার সরকারের কাছে নানান ভাবে বলা হয়েছে, বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে। কিন্তু সরকারের কানে ""লক্ষণ""গীত ছাড়া কিছুই ঢোকে নি।
    আর তাছাড়া এই যুক্তিটা, একটু ভেবে দেখবেন, - যখন গোধরা হল তখন.............. ঐ নরেনীয় যুক্তির মত ঠেকছে না কি ? তর্কের খাতিরে যদি ধরেও নেই আজকের প্রতিবাদকারীরা সেদিন প্রতিবাদ না করে খুব অন্যায় করেছেন - তাহলেও কি এই বর্বরতা সমর্থন যোগ্য ? কি সব যুক্তি দেখানো হচ্ছে !!! ""ওরা মিছিল করলো কেন ?"" ""ওদের মিছিল করাটাই প্ররোচনা""। আর কি কি শুনতে হবে এই ঘৃণ্য কাজগুলোর সমর্থনে !!!! এখন আর - কই, আমরা তো গুলি চালাই নি - গোছের মিথ্যাচারেরও দরকার পড়ছে না !!!
  • r" | 203.196.253.193 | ১২ নভেম্বর ২০০৭ ১৫:১৫384789
  • বা: , মুখে গণতন্ত্র ,, আর ৩৫৬ চাই ,,কার তরে

    ২০০৬ এ নির্বাচিত একটা সরকার কে ৩৫৬!

    মাথাটা বোধহয় সেই পরমাণু চুক্তিওয়ালাদের কাছে বাঁধা
  • kallol | 220.226.209.5 | ১২ নভেম্বর ২০০৭ ১৫:২৭384790
  • আর একটা কথা।
    সিঙ্গুর, নন্দীগ্রাম, রেশন বিক্ষোভ-এর গোটা ঘটনাবলী ক্রমশ: প্রতিবাদের গণতান্ত্রিক পদ্ধতিগুলোকে, নস্যাৎ করে ক্রমাগত: হিংসা-প্রতিহিংসার পথে ঠেলে দিচ্ছে আন্দোলনগুলোকে। একদিন এমত অবস্থাকে খুব উপভোগ করেছি। মাও উদ্ধৃত করে বলেছি - Great disorder under the heven। এই তো - জনগনের সশস্ত্র প্রতিরোধ। এখন হতাশ লাগে। জীবন দিয়ে জানি ওপথে শুধুই ধূ ধূ বালুচর। তাই বারবার মনে হয় - গণতন্ত্র মুক্তি পাক।
    আমরা কি কোথাও, হয়তো অন্য কোন টইতে, প্রতিবাদের গণতান্ত্রিক পদ্ধতিগুলো নিয়ে (যার অনেকগুলো-ই ব্যবহৃত, ব্যবহৃত, ব্যবহৃত, ব্যবহৃত, ব্যবহৃত.......) কথা বলতে পারি ?
  • ayan | 220.225.7.9 | ১২ নভেম্বর ২০০৭ ১৫:২৮384791
  • তাহলে r'' বাবু কি করতে বলেন? বসে বসে আলোচনা করে শান্তি আনবেন? সে সদিচ্ছা আর সত সাহস থাকলে তো ১১ মাসে করাই যেতো!!!

    তবে আগে আমার প্রশ্নের উত্তরটা দিন, আপনি কি মনে করেন যে ঘরছাড়া রাই কাল পরশু বন্দুক নিয়ে হামলা করে নন্দীগ্রাম দখাল করেছে? এ কাজ বুদ্ধবাবুর পুলিশ গত ১১ মাসে করতে পারেনি সেই কাজ করে দেখিয়েছে খেজুরি/নন্দিগ্রামের সেই খেতে না পাওয়া ত্রাণবিহীন ৪৫০ পরিবার(বা ৩৫০)[বিমান বসু বলেছেন,৪৫০ পরিবার,তার ১০০ মত আগেই ফিরে গেছিলো]?

    আগে এই প্রশ্নের উত্তর দিন। ঐ পুলিশ সুপার মি: পান্ডার মত তো তো করবেন না, বাজে ভাট দেবেন না, পার্টি-লাইন আওড়াবেন না, yes-no তে বলুন তো আপনি কি মনে করেন এই প্রশ্নগুলোর উত্তরে?

    আর যদি মনে করেন সবি affirmative তাহলে এই কথাও বলুন যে কেন এই কাজ তাদের করতে হল? প্রশাসন কোথায়?

  • m_s | 203.171.241.50 | ১২ নভেম্বর ২০০৭ ১৫:৩৩384792
  • ...they heard the cries of a woman, injured in the violence in Nandigram, while she was being carried away (by the accused) in one of four cars, one bearing the sticker of the government of West Bengal used by the Khejuri BDO (WB 29 3500)...

    ...accused include ...
    -- Meghnad Bhunia, Midnapore West district committee member of the party and Ganasakti correspondent,
    -- Biswanath Das, a CITU leader from Belda...


    এ'সব কি? শুধু Statesman কাগজের রিপোর্ট মাত্র?

    সরকার যে শুধু শাসকদলের কর্মীদের করা অপরাধ থামানোর চেষ্টা করেনি -- তা নয়, সরাসরি মদত যুগিয়েছে।

  • r" | 203.196.253.193 | ১২ নভেম্বর ২০০৭ ১৫:৪৮384793
  • এগারো মাস প্রশাসন ঢুকতে গেলেই তেড়ে এসেছে ভু উ প্র ক দরদীরা, মায় ফাটাকেষ্ট (সরি গোপালকেষ্ট) পর্যন্ত
    বলা হয়েছে - "বেশ তো আছে স্বাধীন নন্দীগ্রাম"
    আলোচনা টেবিলে ডাকার পর শুধু ব্যক্তিগত কুৎসা করে গেছেন বিরোধী নেত্রী, "যাব না , যাব না, যাব না"।

    এখন নিজেদের পিঠ বাঁচাতে " ও পুলুশ এস" "প্রশাসন কোথা?" বলে কোন লাভ নেই
  • kallol | 220.226.209.5 | ১২ নভেম্বর ২০০৭ ১৫:৪৯384794
  • সিপিএম ছাড়া ক্ষিতি ঢাকুরিয়ায় নির্বাচনে জিতবেন না। তাতে কি সিদ্ধান্তে আসা গেলো? সারা জীবন সিপিএম-এর দালালী করতে হবে? আহা তাই তো, লোকে বোঝে না - যে ছেলে মেয়েকে খাইয়ে পড়িয়ে ""মানুষ"" করে মা-বাবা, তারাই কি না প্রিয়াংকা হয় ?
    এই ক্ষিতি যখন "অপারেশন সানশাইন" করে ঐ ঢাকুরিয়ায় হারাল - তখন সিপিএম কি করছিলো? সেবার কি ভোটের দিন ঢাকুরিয়ার সিপিএম-এর লোকজন দল বেঁধে কুন্ডু স্পেশালে তিত্থে গেছিলো?
  • bhonda | 212.85.1.1 | ১২ নভেম্বর ২০০৭ ১৫:৫৭384796
  • গোপালকেষ্টো ! হা হা! কি রাগাই না রেগেছে র। ব্যক্তিগত আক্রমণ পজ্জন্তো করছে গোপালকেষ্টোর। ওরে বাছা এ তো তোদের পা চাটা নয়। বরম একটু চন্নামেত্তর করে দিতে বল খেয়ে ধন্য হ।
    নাতি গান্ধীর পায়ে দন্ডোবৎ ভাই লোকটার এলেম আচে! এক্কেরে কিনা সিপিএমের সরাসরি বিরোধ! কি বুকের পাটা! অন্য রাজ্যপালগুলোর মোতো পোষা মুর্গি হয়ে থাকতি পাল্লিনি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন