এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এখন নন্দিগ্রাম - ১৪ই মার্চের থেকে

    Binary
    অন্যান্য | ০৫ মে ২০০৭ | ২২৫২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | 59.93.199.48 | ১২ নভেম্বর ২০০৭ ২০:৪১384830
  • হুঁ:, পার্‌চেজ্‌ড্‌ মিডিয়া, রাইট রিয়্যাক্‌শনারীদের "দালাল"!!
  • Ishan | 12.163.39.254 | ১২ নভেম্বর ২০০৭ ২২:০৫384831
  • সৌমিত্র বসুর লেখা নিয়ে কথা হচ্ছে দেখলাম। সম্পাদক হিসাবে দুটো কথা।

    এক। মিডিয়াকে সম্পূর্ণ আটকে দিয়ে একটা এলাকাকে অবরুদ্ধ করে সরকারি মদতে যখন ত্রাস চালানো হয়, তারপর সরকারি কোনো বয়ানই আর বিশ্বাসযোগ্য থাকেনা। আগেরবার যেটুকু পাওয়া গিয়েছিল ছাপা হয়েছিল। এবারও হত। কিন্তু যেহেতু মেনস্ট্রিম মিডিয়া এবার লিখছে টিখছে, তাই আর প্রয়োজন হয়নি।

    দুই। আগেরবারও বলা হয়েছিল। এবারও হচ্ছে। গণশক্তি কাল হেডিং করেছে "সংঘবদ্ধ মানুষেরই কাছে বন্দুক হার মানলো'। আমি, ব্যক্তিগতভাবে এই কথাটার এক বিন্দুও বিশ্বাস করিনা। কিন্তু কেউ যদি বুকে হাত দিয়ে মনে করেন, এইটিই সত্য, বাকি যা লেখালিখি হচ্ছে সব গুল,চক্রান্ত, তাহলে সেটা পরিষ্কার লিখে ফেলুন। পাঠিয়ে দিন। পরের বুলবুলভাজায় উঠে যাবে।

  • Tim | 128.173.157.36 | ১২ নভেম্বর ২০০৭ ২৩:২৭384833
  • তিনটে কথা মনে হয় খুব আজকাল।
    ১) রাজনৈতিক দলগুলোর সদিচ্ছায় বিশ্বাস নেই/ছিলোনা হয়ত আগেও।
    ২) মিডিয়ার নিরপেক্ষতা আর উদ্দেশ্য প্রচন্ড গোলমেলে জায়গায় পৌঁছে গেছে।
    ৩)বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে মানুষ স্বাভাবিকভাবে সংঘবদ্ধ থাকতে পারেনা, যদিনা মরাটাই তার একমাত্র ভবিতব্য হয়।
    এ এক অদ্ভুত পরিস্থিতি। সমস্ত কিছুই এরপর থেকে সন্দেহের চোখে দেখে যাচাই করে তবে বিশ্বাস করতে হবে। বা হয়ত বিশ্বাস করা যাবে না।
  • Blank | 59.93.195.39 | ১২ নভেম্বর ২০০৭ ২৩:৪৯384835
  • একটি নিউজ চ্যানেল কাল ৫০ জনের মৃত্যুর খবর দিয়েছিল। আজ তারা ই বলছে ৩ জন। সেই আগের বারের মতন চ্যানেল গুলো মৃত্যুর সংখ্যা নিয়ে প্রতিযোগীতা করছে।
    আজকাল যে রিপোর্টিং করতে গেলে কোনো প্রমান দেখাতে হয় না। কিছু একটা লিখলেই হলো, প্রমানের কোনো দায় নেই যে :)
  • Ishan | 12.163.39.254 | ১২ নভেম্বর ২০০৭ ২৩:৫৩384836
  • এবং আরও কটা বলে নিই। ব্যক্তিগত মত। প্রতিবাদ করাটা আমার পেশা নয়। তাই অনেক কথাই বলা হয়না। খেজুরিতে সিপিআইএমের সমর্থকদের ঘরছাড়া হয়ে থাকা সম্পর্কে যেমন কিছু বলিনি, বলা হয়নি, তেমনই বিইউপিসির পক্ষেও অনেক কিছু বলিনি। যেগুলো এখন বলব।

    একটা প্রচার দীর্ঘদিন ধরে ফ্লোট করা হচ্ছে, যে, নন্দীগ্রামে জমি তো নেওয়া হবেনা, তাহলে এলাকা দখল করে অরাজকতা কেন? বলা হচ্ছে, বিইউপিসি ফিরতে কাউকে ঢুকতে দিচ্ছেনা। খুব পরিষ্কার ভাবেই বলা যাক, এটা প্রচার। এটার বিপক্ষেও বলা উচিত ছিল। বলিনি।

    ১৪ই মার্চের পর ভূমি উচ্ছেদ কমিটির দাবী ছিল এইগুলি:

    এক। ১৪ই মার্চের ঘটনার সমস্ত মৃত মানুষদের ক্ষতিপূরণ দিতে হবে।
    দুই। সমস্ত দোষী পুলিশকে শাস্তি দিতে হবে।
    তিন। ভূমি উচ্ছেদ কমিটি পরিষ্কার বলে, যে, সমস্ত এলাকাছাড়ারা ঘরে ফিরে আসুন, পুলিশও আসুক, শুধু ১৪ই মার্চের ঘটনায় অভিযুক্ত ৩৫ জন নয়। তাদের শাস্তি হোক।

    ইত্যাদি ইত্যাদি। এগুলো চেপে দিয়ে সিপিএম একটা প্রচার সমানে চালিয়ে গেছে। সেগুলোর বিরুদ্ধেও কিছু বলিনি। এখন বললাম।

    এবার, যে প্রশ্নটা আসবে, সিপিএম নাহয় মানেনি, কিন্তু বিইউপিসি অ্যাদ্দিন কি গান্ধিগিরি করছিল? না। করেনি তো। যারা গুন্ডামি করেছে, তাদের শাস্তি দিন না। একশবার। ও নিয়ে কোনো দ্বিমত নেই।
  • Ishan | 12.163.39.254 | ১২ নভেম্বর ২০০৭ ২৩:৫৫384837
  • ব্ল্যাঙ্ক, ক্যামেরাকে ঢুকতে দেবনা, সাংবাদিকদের আটকে দেব, তারপর বলব প্রমাণ দেখাও, এটা কি রকম কথা?

    প্রসঙ্গত: বরানগর-কাশীপুর গণহত্যারও কোনো প্রমাণ নেই।
  • Blank | 59.93.195.39 | ১২ নভেম্বর ২০০৭ ২৩:৫৬384838
  • ক্যামেরা ঢুকলো না, সাংবাদিক ঢুকলো না, তাহলে ঐ ভদ্রলোক লিখলেন কি ভাবে?
  • Ishan | 12.163.39.254 | ১২ নভেম্বর ২০০৭ ২৩:৫৯384840
  • কোন ভদ্রলোকের কথা বলা হচ্ছে বুঝলাম না।

    তবে এগুলো লেখা হয় বরানগর-কাশীপুরের কথা যেভাবে লেখা হয়েছিল, সেইভাবে। অন্যের কাছ থেকে শুনে।

  • Blank | 59.93.195.39 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:০১384841
  • জানুয়ারী থেকে নভেম্বর অব্দি মৃত সি পি এম সমর্থক রা

    1. Sankar Samanta Sonachura 07.01.2007
    2. Sunita Mandal " 09.02.2007
    3. Dilip Mandal Gokulnagar 29.04.2007
    4. Mohiroah Karan Jambari 29.04.2007
    5. Ram Kamila Rangkinipur 05.05.2007
    6. Sunita Jana Kanangochak 07.05.2007
    7. Harekrishna Chiti Brindabanchak 04.07.2007
    8. Bapan Patra Pankhai 29.07.2007
    9. Arun Das Baratala 04.08.2007
    10. Mahadeb Mandal Relief Camp 24.06.2007
    11. Jamini Mandal (Das) Sonachura 10.03.2007
    12. Rasmoni Das " 08.05.2007
    13. Mantu Mandal Sonachura-Jalpai 04.04.2007
    14. Manas Mandal Katari 08.10.2007
    15. Mohan Mandal Ranichak 08.10.2007
    16. Mir Khurshed Satebgabari 26.10.2007
    17.Chanchal Middya Amgachia 07.11.2007
    18. Gostha Das Keyakhali 27.10.2007
    19. Nirapada Ghanta Haludbari 06.11.2007 Land Mine
    20. Tushar Shaw " 06.11.2007 Land Mine
    21. Sankar Maiti Kasharia 06.11.2007
    22. Sunil Bar(By bomb attack at Relief Camp27.10.2007
    23. Bachan Garudas " " 27.10.2007
    24. Srimanta Das " " 30.10.2007
    25. Gourhari Laya Das " " 01.11.2007
    26. Gabinda Singh " " 01.11.2007
    27. Tapan Manna " " 03.11.2007

  • Blank | 59.93.195.39 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:০৯384842
  • সৌমিত্র বসুর কথা বলছি। ওনার লেখা তে তারা টিভির দুজন সাংবাদিকের (!!!) নাম আছে। যারা নিজের চোখে দেখেছে।
    তাদের হিসেবে সেদিন অসংখ্য মানুষ খুব আর নিখোঁজ। অথচ তার পরে কোনো মিডিয়া ই তার প্রমান দেখাতে পারে নি। নিখোঁজ রা প্রায় সবাই পরে ফিরে এসেছিল, যা মেন স্ট্রীম সব মিডিয়ার খবরে ছিল।
    যদি ধরেও নি যে, সব সত্যি, তাহলেও দুজন রিপোর্টার চোখের সামনে একটা ঘটনা ঘটতে দেখে তার ছবি দেখাতে পারলো না। এরপরেও সৌমিত্র বসুর লেখা টা কে 'খবর' বলো যদি, তাহলে আমার আপত্তি আছে।
    বুলবুলভাজায় প্রকাশিত একটি গল্প যদি বলো, তাহলে ঠিক আছে।
  • a x | 192.35.79.70 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:২১384843
  • শঙ্কর সামন্তও দেখতে দেখতে শহীদ হয়ে গেল! মাইরি!! ইতিহাস কিভাবে তৈরি হয়।
  • tan | 131.95.121.132 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:২২384844
  • কদিন পরে দেখা যাবে ইতিহাসে লেখা হচ্ছে জাপান অ্যাটম বোম ফেলে গেছিলো!
  • Blank | 59.93.195.39 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:২৩384845
  • ছোট বেলা থেকেই তো শুনি, 'বোম ফেলেছে জাপানী'
  • saa | 86.27.230.214 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:২৫384846
  • দুনিয়ার সব মৃতরাই সিপিএম! :)))
    ইন্দিরা গাঁধি থেকে শুরু করে ------------ স অ অ অ ব
  • saa | 86.27.230.214 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:২৬384847
  • ব্ল্যাংক এট্টা ভুয়ো ভোটার লিস্টি বাইনেচে! আমাদের পাড়ায় এমনতো কতোই হয়! কে আর খপোর রাখে!
  • Blank | 59.93.195.39 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:২৯384848
  • ঠিক আছে, তবে টানা টানি চলুক এদের রঙ নিয়েইই। তবে তাতেও কি সেই হাজার হাজারের হিসেব মেলানো যাবে?
  • tan | 131.95.121.132 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:৩০384849
  • কে যেন আগেরবার কইলো বাচ্চাদের পুঁতে ফেলছে!
  • saa | 86.27.230.214 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:৩১384853
  • অ, যাদের মৃতদেহ গায়েব করা হয়েছে তাদের ও নাম আচে বুঝি এর মধ্যে! সত্যবাদী যুধিষ্ঠির যে! এক্কেরে গণশক্তির মত সত্যবাদী!!!!
  • Blank | 59.93.195.39 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:৩১384852
  • তা বানাতেই পারি, বন্ধের দিনে কোনো কাজ নেই আমার কিনা। আর আমি রিপোর্টার ও নই। আমার লিস্টি টা পুরো মন গড়া।
    কিন্তু ঐ কোনো রিপোর্টার (!!) দের লেখা (এবং দেখা) হাজার হাজার (এই বারে ২০০ অব্দি উঠেছিল) মৃত মানুষের লিস্টি আজ ও বেড়োলোনা।
  • nyara | 67.88.241.3 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:৩১384851
  • সুমিত সরকার এই অসুস্থ অবস্থাতেও গুরুচন্ডালী পড়ে চলেছেন। আর এইসব পড়ে উনিও নাকি বুদ্ধুবাবুর সঙ্গে নরেন মোদির সঙ্গে তুলনা করেছেন। বলি হচ্ছেটা কি!
  • r | 59.162.191.115 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:৩৩384854
  • আমি লক্ষ্য করছি উত্তেজিত অবস্থায় ঘটিরা বানাম্ভুল প্রায় করছেই না। কি ঈ: কি ব্ল্যা: কি ন্যা:! :-)
  • tan | 131.95.121.132 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:৩৪384856
  • বাঙালেরা কেন করছে বানান ভুল? যফলা দিয়ে দিচ্ছে!
  • Blank | 59.93.195.39 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:৩৪384855
  • আরে, বল্লুম তো মন গড়া। পরিষ্কার বাংলায় লিখে দিলুম যে :)
  • Blank | 59.93.195.39 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:৩৫384857
  • আমি কোনোদিন ই করিনে বানান ভুল। লোকে খালি মিথ্যে বদনাম দেয় ... :)
  • nyara | 67.88.241.3 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:৩৬384858
  • উত্তেজীত হলে কি আর এশব তূচ্ছ ব্যপারে নজড় দেয়া জায়?
  • Tim | 128.173.157.36 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:৪২384859
  • দীপাবলী অফার।য-ফলা বোনাস দেওয়া হচ্ছে। :-)))
  • Ishan | 12.163.39.254 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:৪৫384860
  • ব্ল্যাংকি,

    এক নম্বর কথা: তোমার কায়দাতেই জানতে চাই:

    এক। এই নামগুলোর সোর্স কি।
    দুই। এরা যে সব্বাই সিপিএম এর লোক তার প্রমাণ কি। সোর্স সহ।
    তিন। এরা গুন্ডা নয় তার প্রমাণ কি। সোর্স সহ।

    না দিতে পারলে কিন্তু বিশ্বাস করলাম না :-)

    দুই নম্বর কথা: সৌমিত্র বসুর লেখা।

    এক। ওটা খবর না। প্রবন্ধ।

    দুই। ওটাতে এক্সাজারেশন ছিল। কিন্তু ঐ যে বললাম, এলাকা ঘিরে সরকার টেরর চালালে, যেটুকু তথ্য বাইরে আসে, সেটা ছাপবই। কিছু করার নেই। সেটা হাতে কলমে যাচাই করার কোনো উপায় রাখা হয়নি। সরকার রাখেনি।

    তিন। তবে ওর মধ্যে অনেককিছুই ঠিকও ছিল। হতাহত মানুষ যে পাচার হয়, সে তো দেখাই যাচ্ছে। আগেরবারও যে মাস স্কেলে হয়েছে, তাতে আর সন্দেহ কি।
  • tan | 131.95.121.132 | ১৩ নভেম্বর ২০০৭ ০০:৪৭384863
  • তিনশো বাচ্চা পুঁতে ফেলার গল্পটাও সত্যি নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন